ˢᵘᵐⁱ ᴬᵏᵗʰᵉʳ

ˢᵘᵐⁱ ᴬᵏᵗʰᵉʳ Assalamu Alaikum, I wish you and all of you the best of luck in Sumi Akther to highlight various con

৭ দিনে ফ্রিল্যান্সিং শিখুন বা এক মাসে ফ্রিল্যান্সিং শিখুন বা মাত্র তিন দিনে গ্রাফিক ডিজাইনার হন, এই টাইপের টাইটেল দেখে অ...
17/10/2022

৭ দিনে ফ্রিল্যান্সিং শিখুন বা এক মাসে ফ্রিল্যান্সিং শিখুন বা মাত্র তিন দিনে গ্রাফিক ডিজাইনার হন, এই টাইপের টাইটেল দেখে অনেকেই ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী হচ্ছে। চটকদার বিজ্ঞাপনে ফাঁদে পড়ে, অনেকেই হয়তো এসব ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং ও নিয়েছে। কিন্তু আসলেই কি ৭ দিনে শিখা যায়? উত্তর হচ্ছে না। আসলে ফ্রিল্যান্সিং কি, কি ভাবে করা যায়, কিভাবে অনলানে ক্যারিয়ার গড়া যায় এসব জানতে ৭ দিন লাগে না। একটু ঘাঁটা ঘাঁটি করলে কয়েক ঘন্টাই যথেষ্ট। কিন্তু ফ্রিল্যান্সিং করার জন্য যে জ্ঞান লাগে, যে দক্ষতা লাগে, তা কি ৭ দিনে শেখা সম্ভব? সহজ উত্তর হচ্ছে অবশ্যই না। ফ্রিল্যান্স বা অনলাইন ক্যারিয়ার করা এত সহজ না, এবং এখানে যথেষ্ট দক্ষতা, পরিশ্রম, এবং চর্চার ব্যাপার আছে। ৭ দিনে হয়ত বেসিক ধারনা অর্জন করা সম্ভব, তবে সফল হতে হলে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে চর্চা করা লাগতে পারে।

অনলাইনে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রেও ফ্রিল্যান্সিং শিখা মূল কথা না। মূল কথা হচ্ছে একটা বিষয়ে দক্ষতা অর্জন এবং ঐ দক্ষতা কাজে লাগানো। “৭ দিনে ফ্রিল্যান্সিং শিখুন” বা “৭ দিনে ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং শিখুন” এমন দেখলে মনে হয় সবার অনেক তাড়া। আসলেই তাই, আমরা সব কিছু দ্রুত শিখতে চাই, যত সহজে পারা যায় টাকা ইনকাম করতে চাই। আর প্রতারকেরা এই সুযোগটাই নেয়। আসলে কি কেউ এত অল্প সময়ে কোন কিছু কি শিখতে পারে?
।তাই আমাদের যাদের অনেক তাড়া, দ্রুত ফ্রিলান্সিং করতে চাই, তাদের বলব কিছু শুরু করার আগে একটু ভাবি। আমার কি করা উচিত? আমার হাতে কি যথেষ্ঠ সময় আছে? আমি কি যথেষ্ট সময় দিতে পারবো? এসব প্রশ্নের উত্তর গুলোর উত্তর, না হলে, এক সময় আমরা শেখার পরিবর্তে, হতাশ হয়ে পড়ব। ফ্রিলান্সিংএ ভালো করতে চাইলে যথেষ্ট সময় নিয়ে শুরু করা উচিত।

25/09/2022

একটি সঠিক সিদ্ধান্তই বদলে দিতে পারে আপনার জীবন।ফ্রিল্যান্সিং করুন নিজের ক্যারিয়ার গড়ে তুলুন।আর বিস্তারিত জানতে আমাকে ইনবক্স করুন।

ভবিষৎ বিবেচনা এবং উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দুটি খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষায় ভালো কর...
16/09/2022

ভবিষৎ বিবেচনা এবং উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দুটি খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষায় ভালো করার মাধ্যমে জীবন সিঁড়ির একটি ধাপ সফলভাবে ডিঙ্গিয়ে যেতে হবে। এ কথা যেমন সত্য তেমনি এ কথাও মনে রাখতে হবে, পরীক্ষা নিয়ে অহেতুক অস্বস্তি বা হতাশ হওয়ার কিছু নেই। আর সব পরীক্ষার মতোই এসএসসি একটি পরীক্ষা তবে এর গুরুত্ব একটু বেশি। এই গুরুত্বটুকু বুঝে সঠিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে।শুভ কামনা রইলো সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য।

★ফেইসবুক কী?ফেইসবুক হলো সামাজিক যোগাযোগের একটি মাধ্যম।এক কথায় বলতে গেলে ফেইসবুক হল social media platform। ফেইসবুক এর মাধ...
03/08/2022

★ফেইসবুক কী?
ফেইসবুক হলো সামাজিক যোগাযোগের একটি মাধ্যম।এক কথায় বলতে গেলে ফেইসবুক হল social media platform। ফেইসবুক এর মাধ্যমে দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন পরিচিত ও অপিরিচিত মানুষের সাথে যোগাযোগ করতে পারি,এদের সম্পর্কে জানতে পারি।এছাড়াও আমরা ফেইসবুক এর মাধ্যমেই ঘরে বসে ইনকাম করতে পারি।
★ ফেইসবুক এ কিভাবে ইনকাম করা যায়?
ফেইসবুক এ আয় করার উৎস দুইটি।
১..বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট তৈরী করে সেগুলু ফেইসবুক পেইজে আপলোড করে।
২..ফেইসবুক মার্কেটিং করে।
★ ফেইসবুক মার্কেটিং কী?
ফেইসবুক ব্যবহার করে যখন কোনো পণ্য সার্ভিস করা বা কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানে প্রচার করা হয় তাকে ফেইসবুক মার্কেটিং বলে।
ফেইসবুক মার্কেটিং ২ প্রকার।
১..Organic Fecebook marketing.
২.. Fecebook Paid marketing.
★Organic Fecebook marketing কী ও এটা কীভাবে করা যায়?
Organic fecebook marketing হল ফী বা চাজ ছাড়াই সম্পুর্ন বিনামুল্যে যে কোনো পণ্য সার্ভিস করা বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে প্রচার করা।যেসব উপায়ে Organic fecebook marketing করা যায় সেগুলো হল-
*যে কোনো পণ্য বিক্রয় করার জন্য সেই পণ্য সম্পর্কিত একটা text content,image content ও নিজের যে কোনো ওয়েবসাইটের লিন্ক দিয়ে নিজের ফেইসবুক আইডিতে পোস্ট করে।
*বিভিন্ন ধরনের গ্রুপে জয়েন হয়ে সেই পণ্য সম্পর্কিত পোস্ট করা।
*যেসব গ্রুপে সেই মার্কেটিং পোস্টগুলু এপ্রুভ করা হয়না,সেই গ্রপে তাদের করা পোস্টের কমেন্টবক্সে গিয়ে কমেন্টের মাধ্যমে সেই পণ্য সম্পর্কিত কন্টেন্ট,ও ওয়েবসাইট এর লিন্ক দিয়ে দেয়া।
*যে পণ্য মার্কেটিং করা হবে সেই পণ্য সম্পর্কিত পেইজ খুজে বের করে সেই পেইজের করা পোস্টের কমেন্টবক্সে সেই পণ্যের কন্টেন্ট ও ওয়েবসাইটের লিন্ক দিয়ে দেয়া।
★fecebook paid marketing কী ও এটা কীভাবে করা যায়?
ফেইসবুকে ফী দিয়ে ১০০% Targeted Audience Setup করে কোনো পণ্য সার্ভিস করা বা ব্যক্তি ও প্রতিষ্ঠানে প্রচার করা হয় তাকে fecebook paid marketing বলে।Fecebook paid marketing করার সময় যে ফী বা চাজ কাটে সেটা ৩ ধাপে কাটা হয়।
১..CPV (Cost per view)
২..CPC (Cost per click)
৩..CPA (Cost per Action)
*CPV মানে হল ফেইসবুকে পেইজ খুলে সেই পেইজে পোস্ট করলে সেই পোস্ট মানুষের নিউসফিডে ফেইসবুক পৌছে দেয়। আর যখন সেই পোস্ট ভিউ হয় তখন সেই প্রতি ভিউ এর জন্য CPV Rate এ টাকা কাটা হয়।এতে করে এই উপায়ে মার্কেটিং করলে ১ ডলারের বিনিময়ে কমপক্ষে ১০০০ ভিউ থেকে ২০০০ ভিউ generate করে CPV rate পাওয়া যায়।
*CPCমানে হল ফেইসবুকে কেও কোনো পোস্ট অল্প একটু দেখার পর সেটা ভাল লাগে সেখানে see more এ ক্লিক করে পুরোটা দেখে,সেখানে লাইক করে,কমেন্ট করে,সেই পোস্টটা শেয়ার করে তখন ফেইসবুক CPC Rate এ টাকা কাটে।এতে করে এই উপায়ে মার্কেটিং করলে ১ডলারের বিনিময়ে কমপক্ষে ১০০ CPC থেকে ১০০০ CPC rate পাওয়া যায়।
*CPA মানে হল ফেইসবুকে কয়েকটা action setup করে paid marketing করা যায়। যেমনঃ Like action,Message action,app installing action,conversational action,traffic action,Awareness action,video view action,store traffic action,store conversation action ইত্যাদি।CPA এ ১ ডলারের বিনিময়ে কমপক্ষে ৩টা থেকে ১০০টা action পাওয়া যেতে পারে।
তবে সবচেয়ে বড় বিষয় হল কোনো প্রোডাক্ট অনলাইনে paid marketing করার পূর্বে targeted audience খুজে নিতে হবে।targeted audience findout করার জন্য আমাদের Location,gender,age ও Ditails target করতে হবে, তাহলে আমরা খুব সহজেই fecebook paid Marketing করতে পারবো।

★ফ্রিল্যান্সিং কী?ফ্রিল্যান্সিং হলো কোনো প্রতিষ্ঠানের অধীনে স্থায়ী না থেকে ঘরে বসে নিজের ইচ্ছে মতো স্বাধীন ভাবে যেকোনো ক...
26/07/2022

★ফ্রিল্যান্সিং কী?
ফ্রিল্যান্সিং হলো কোনো প্রতিষ্ঠানের অধীনে স্থায়ী না থেকে ঘরে বসে নিজের ইচ্ছে মতো স্বাধীন ভাবে যেকোনো কাজ করা।মুলত এক কথায় বলা চলে ফ্রিল্যান্সিং মানে হল মুক্ত পেশা।বর্তমান সময়ে আমাদের দেশের বেশির ভাগ মানুসই এই ফ্রিল্যান্সিং এত সাথে জড়িত। কারন ফ্রিল্যান্সিং করে ঘরে বসেই লাখ লাখ টাকা ইনকাম করা যায়।বাংলাদেশের যুব সমাজ যখন বেকারত্বের স্বীকার হয় ফ্রিল্যান্সিং তখন তাদের কাছে অনেক বড় আশার আলো।শুধুমাত্র নিজের মেধা ও দ কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং এর কাজ করা যায়।

★ফ্রিল্যান্সিং কেন করবেন?
পড়াশুনা বা কাজের পাশাপাশি আমরা যদি বাড়তি আয় করতে চাই তাহলে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি।এছাড়াও বাইরে গিয়ে কাজ না করার সুবিধার্থে ও আমরা এই ফ্রিল্যান্সিং কে কাজে লাগাতে পারি।যারা লেখাপড়া করে চাকরির জন্য ঘুরতে ঘুরতে হতাশ হয়ে পড়ে তাদের জন্ন্যে ও ফ্রিল্যান্সিং টাকা উপার্জনের অনেক বড় একটি মাধ্যম।মেয়েরা বিয়ের পর অনেকেই চায় ঘরে বসে কিছু টাকা উপার্জন করে সংসারে আর্থিক ভাবে সাহায্য করার জন্য।তাদের জন্য ফ্রিল্যান্সিং অনেক বড় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

★ফ্রিল্যান্সিং কিভাবে করবেন?
ফ্রিল্যান্সিং হল একটি অনলাইন ভিত্তিক কাজ।এখানে স্বল্প পরিসরে কোনো পুজি ছাড়াই শুধুমাত্র ইন্টারনেট এর সাহায্য নিয়েই কাজ করা যায়।ফ্রিল্যান্সিং করার জন্য মুলত
১...নিজের মেধা ও দক্ষতা
২...এন্ড্রোয়েড মোবাইল
৩...কম্পিউটার
৪...ল্যাপটপ
৫...ফাস্ট ইন্টারনেট।
অনেকেই ভাবে কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া ফ্রিল্যান্সিং করা যায় না।কিন্তু এই ধারণাটা ভুল।মোবাইল দিয়েও অনেক ফ্রিল্যান্সিং এর কাজ করা যায়। তবে কাজের ধরনের উপর নির্ভর করে যে সেটি আসলে কি দিয়ে করতে হবে।কিন্তু মোবাইল,কম্পিউটার বা ল্যাপটপ যে কোনো কিছুর মাধ্যমেই করিনা কেন তার আগে গুরুত্বপূর্ণ হল ইন্টারনেট ভাল হতে হবে।আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল নিজের অভিজ্ঞতা ও মেধা।যেটাকে কাজে লাগিয়েই মুলত আমাদের ফ্রিল্যান্সিং করতে হয়।

★ফ্রিল্যান্সিং কিভাবে শিখবেন?
২ টি মাধ্যমে ফ্রিল্যান্সিং শেখা যায়
১...অনলাইন প্রশিক্ষন
২...অফলাইন প্রশিক্ষন
দেশের বিভিন্ন জায়গায় এখন ফ্রিল্যান্সিং এর অনেক প্রশিক্ষন কেন্দ্র তৈরি করা হয়েছে।যেখানে কোর্স করে হাজার হাজার মানুষদেরকে ফ্রিল্যান্সিং এর কাজ শেখানো হয়।এছাড়াও অনলাইনেও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হয়।যে কোনো কাজকে নিজের জায়গা পরিপূর্ণ ভাবে সম্মান দেওয়া উচিত।হোক সেটা ছোট কিংবা বড়।আর কোনো কাজ করতে গেলে মূল লক্ষ ঠিক রাখতে হবে।আর সেই কাজে সবসময় অবিরত লেগে থাকতে হবে।তাহলেই আমরা সেই কাজ থেকে ভবিষ্যতে অনেক ভাল কিছু আশা করতে পারবো।ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও ঠিক তেমনি,আমরা যদি আমাদের লক্ষ ঠিক রেখে সবসময় এর পিছে লেগে থেকে কাজ করে যেতে পারি তবে ইচ্ছে করলেই আমরা ভবিষ্যতে একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবো এবং এ থেকে অনেক ভাল কিছু পাব।তাই আমাদের উচিত আমরা নিজেরাও ফ্রিল্যান্সিং করি এবং অন্যদেরকেও এতে উৎসাহিত করি।

ব্যর্থতা সাফল্যের বিপরীত নয়, এটি সাফল্যের একটি অংশ🥰🙂
13/07/2022

ব্যর্থতা সাফল্যের বিপরীত নয়,
এটি সাফল্যের একটি অংশ🥰🙂

বই মানুষের জীবনে সবচেয়ে বড় একটি মুল্যবান সম্পদ,যার সাথে পার্থিব কোনো সম্পদের তুলনা হয়না।বই পড়লে মানুষের জ্ঞান ও বুদ্ধিমত...
28/06/2022

বই মানুষের জীবনে সবচেয়ে বড় একটি মুল্যবান সম্পদ,যার সাথে পার্থিব কোনো সম্পদের তুলনা হয়না।বই পড়লে মানুষের জ্ঞান ও বুদ্ধিমত্তা বিকশিত হয়।আমরা সকলেই জানি যে যুগে যুগে যারা সফলতার চরম শীর্ষে আরোহন করেছে তাদের প্রত্যেকেরই সার্থকতার মূল অর্ধায় হল বই।বই পড়ার মাধ্যমে আমরা যেমন অনেক জ্ঞান অর্জন করতে পারি ঠিক তেমনি বই পড়লে আমাদের মানসিক শান্তিও প্রফুল্ল থাকে।বই আমাদের জিবনে এগিয়ে চলার পথে অনেক বড় একটি মাধ্যম।বই পড়ার অভ্যাস টা প্রথমত আমরা আমাদের পরিবারের কাছ থেকে পেয়ে থাকি।যে পরিবারের মূল সদস্যদের অনেক বেশি বই পড়ার অভ্যাস থাকবে সেই পরিবারের অন্য সদস্যরাও বই পড়ার প্রতি বেশি আগ্রহি হবে।কারন পরিবার থেকেই আমরা সবসময় ভাল কিছু শিক্ষা অর্জন করতে পারি।বাস্তব জিবনে চলার পথে বেশির ভাগ মানুস ই দৈনন্দিন জীবনে নানা ধরনের মানসিক চাপ অনুভব করে,আর সেই চাপকে স্বল্প ও স্বাভাবিক করার ক্ষেত্রে বই অনেক বড় ভুমিকা পালন করে।
বৈজ্ঞানীকরা বলেন Theory of mind..
বই পড়ার মাধ্যমে চরিত্রের সঙ্গে সুখ,দুঃখ ও অনুভূতির একাত্মবোধ গড়ে ওঠে।
বই পড়া নিয়ে জ্ঞানী-গুণী ও মনস্তাত্ত্বিক দের অনেক বর্ননা দেখা যায়।
যেমন, Mark Cuban প্রতিদিন ৩ ঘন্টার বেশি বই পড়তেন।
Bill Gates প্রতিবছর ৫০ টি বই পড়ে শেষ করতেন।
Elon Musk রকেট সায়েন্স এর বিদ্যা বই পড়ে অর্জন করেছেন।
এছাড়াও আরও জানা যায় যে ২০০৯ সালে United Kingdom এর Sussex ইউনিভার্সিটির বৈজ্ঞানিকরা হার্ট রেল ও মাসেল টেনসন মনিটরিং এর মাধ্যমে গবেষণা করে দেখেন যে,কিছু কিছু কাজ আমাদের মানসিক চাপ কমাতে অনেক বড় ভুমিকা পালন করে।তারা আরো লক্ষ্য করে দেখেছেন যে ৬মিনিটের জন্য বই পড়লে স্ট্রেস লেভেল (৬৮%) পর্যন্ত কমে যায়।,যা হাঁটা (৪২%),কফি পান (৫৪%),বা গান শোনা (৬১%) থেকেও অনেক বেশি পরিমাণ কার্যকর।
বই পড়ার মাধ্যমে আমরা শুধু তথ্যই নয় পৃথিবীর অনেক জানা অজানা রহস্যর উদঘাটন করতে পারি।কিন্তু আমরা ভার্চুয়াল জগতে এসে ক্রমাগত ভাবেই বই পড়ার অভ্যাস কমিয়ে দিয়েছি আর বাড়িয়ে দিয়েছি মাল্টিটাস্কিং এর অভ্যাস।যার ফলে বেড়ে যাচ্ছে আমাদের স্ট্রেস লেভেল আর কমে যাচ্ছে প্রোডাক্টিভিটি।
আর তাই আমাদের উচিত ইন্টারনেটে আসক্ত না হয়ে বেশি বেশি বই পড়ায় নিজেকে ডুবিয়ে রাখি, কারন একমাত্র বই পড়ার মাধ্যমেই আমরা আমাদের সুস্থ মস্তিষ্কের বিকাশ ঘটাতে পারি এবং উন্নতির দ্বারে পৌছুতে পারি।

মার্ক ইংলিশ! যিনি তার শৈশবের উচ্চাকাঙ্ক্ষার উপর  প্রতিষ্ঠিত হয়ে বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়া মাউন্ট এভারেস্ট আরোহণ করতে...
21/06/2022

মার্ক ইংলিশ!

যিনি তার শৈশবের উচ্চাকাঙ্ক্ষার উপর প্রতিষ্ঠিত হয়ে বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়া মাউন্ট এভারেস্ট আরোহণ করতে সক্ষম হন। তিনি তার প্রবল ইচ্ছা শক্তি আর আগ্রহ নিয়ে শারীরিকভাবে বিকলাঙ্গ হওয়া সত্বেও নিজের লক্ষ্যের পিছনে ছুটতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করেন নি। নিজের প্রতি বিশ্বাস আর অদম্য সাহস তাকে তার লক্ষ্যে পৌঁছাতে দৃঢ় করে তোলে।

তিনি বুঝতে পেরেছিলেন সর্বোচ্চ পর্বতের চূড়ায় আরোহণ করা অন্যদের তুলনায় তার জন্য কঠিন,কিন্তু তবুও তিনি অন্যদের মতোই নীতি অনুসরণ করে লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে পেরেছেন।

তিনি জানতেন সামনে থেকে তার জন্য কঠিন থেকে কঠিনতর পথ ছিল তবুও তিনি তার চেষ্টা আর সাহসকে অটুট রেখে এগিয়ে যেতে পেরেছেন।

বলা যায় ,একজন উচ্চাকাঙ্ক্ষা চাহিদাসম্পন্ন ব্যাক্তিই পারে কিভাবে নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে সর্বোচ্চটা দিয়ে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে যাওয়া সম্ভব। জীবনে কিছু পেতে হলে বা পাওয়ার প্রবল ইচ্ছা পোষণ করলে এর জন্য ব্যক্তির মধ্যে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না। তার মধ্যে নিজের প্রতি অকাঠ্য ভরসা রেখে এগিয়ে চলার মধ্যেই সফলতা নিশ্চিত।

Address

Muradnagar
Comilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when ˢᵘᵐⁱ ᴬᵏᵗʰᵉʳ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ˢᵘᵐⁱ ᴬᵏᵗʰᵉʳ:

Share


Other Digital creator in Comilla

Show All