আল্লাহু আকবার 3

আল্লাহু আকবার 3 💁‍♂️আপনি কতটা শিক্ষিত তা গুরুত্বপূর্ণ নয়
আপনার চরিত্র কথাটা উন্নত
সেটাই বেশি গুরুত্বপূর্ণ 🥰🥰🥰

21/09/2023

❤️চেহারা সুন্দর হলে মানুষ সুন্দর.এমন নয়..
প্রকৃত অর্থে মানুষ তখনই সুন্দর হয়
যখন তার চরিত্র সুন্দর হয় 🥰

20/09/2023

পুকুরের পানিতে সবাই গোসল করলেও পুকুরের পানি কেহ পান করে না তেমনি বেপর্দা নারীকে সবাই পছন্দ করলেও কেহ

কখনো ঘরের বউ বানাতে চায় না

20/09/2023

[[ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্ জোয়ালিমীন।

[[সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

,,, [[সুবহান আল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ল্লাহু আকবার
[[ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আসতাগীছ
[[ইয়া যাল-জালালি ওয়াল ইকরম
[[ইয়া আরহামার রহিমীন
[[সালামুন কাওলাম মীর রাব্বীর রাহীম"
আলিফ লাম মীম,আল্লাহু লা ইলাহা ইল্লাহুওয়াল হাইয়ুল কাইয়ুম।
"

ইয়া রাহমান,ইয়া রহিম,ইয়া গাফুর,ইয়া সাত্তার,ইয়া আজিজু,ইয়া মুজিবু,ইয়া হান্নানু ইয়া মান্নান,আল মুগনিই,আল ওয়াহ্হাব,মালিকুল মুলক, আল্লাহ তোমার সুন্দর সুন্দর নামের উচিলায়,লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ, আল্লাহ অসম্ভব চাওয়া কে সম্ভব করে দিও
আল্লাহুমমা মাগফিরলি

১বার করে সবাই পড়ে দেন আল্লাহ তায়ালা মনের অনেক বড় আশা পূরণ করে দিবেন

20/09/2023

ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত যারাই কোরআনের ভুল খুঁজতে গেছে 🖤🌻
তারাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে

আলহামদুলিল্লাহ 🥰🌺

18/09/2023

সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি
অসৎ নারীকে করিও না বিয়ে যদিও হয় পরি

18/09/2023

সৎ পথে করিও উপার্জন অসৎ পথে নয়, সম্পদের ভাগীদার সবাই হবে শাস্তির ভাগীদার কেউ নয়😥

18/09/2023

ক'ব'র থেকে যদি চিঠি লিখে পাঠানো যেতো, তাহলে অনেক বাবা তার মেয়েকে চিঠি লিখে বলতো- 'মা তুমি প'র্দা করো তোমার জন্য ক'ব'রে আমি ভালো নেই।😭

আল্লাহুম্মাগফিরলি।🌼🌺

সময় যখন খারাপ যায় তখন কেউ হাত ধরে না সবাই ভুলে যায় 😥😥
18/09/2023

সময় যখন খারাপ যায় তখন কেউ হাত ধরে না
সবাই ভুলে যায় 😥😥

17/09/2023

💚💙🌹🕋🌹সুবহানআল্লাহ❤️🥀💚💙🌹 💚💙🌹🕋🌹 আলহামদুলিল্লাহ্ ❤️🥀💚💙🌹💚💙🌹🕋🌹 মাশাআল্লাহ ❤️🥀💚💙🌹💚💙🌹🕋🌹"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)❤️🥀💚💙🌹💚💙🌹🕋🌹 আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব আললাহ।আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ (সাঃ) ❤️🥀💚💙🌹💚💙🌹🕋🌹 পৃথিবীর সকল মুসলিম ভাই ও বোনদের হৃদয়ের জ্যোতি / কলিজা হল হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ ( সাঃ) ❤️🥀💚💙🌹💚💙🌹🕋🌹 আল্লাহ আমার রব .❤️🥀💚💙🌹💚💙🌹🕋🌹 ইসলাম আমার ধর্ম ❤️🥀💚💙🌹💚💙🌹🕋🌹, হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ ( সাঃ )আমার নবী / রাসুল ❤️🥀💚💙🌹💚💙🌹🕋🌹, হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ ( সাঃ ) কে নবী /রাসুল হিসাবে পেয়ে পৃথিবীর সকল মুসলিম ভাই ও বোনেরা ধন্য ।❤️🥀💚💙🌹💚💙🌹🕋🌹 কোরআন কে বানিয়ে দাও পৃথিবীর সকল মুসলিম ভাই ও বোনদের হৃদয়ের জ্যোতি❤️🥀💚💙🌹💚💙🌹🕋🌹, হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ ( সাঃ ) এর আদেশ সঠিক ভাবে পালন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন ❤️🥀💚💙🌹💚💙🌹🕋🌹 আমিন ❤️🥀💚💙🌹

বাঁকা কথাঃ-ভালো  #ডাক্তার হয়ে লাভ কি!বাজে কোম্পানীর ঔষধ লেখেন বিধায় রোগীর বিন্দুতমও উপকার হয় না! এক'কথায় বলা যায়-ডাক্তার...
17/09/2023

বাঁকা কথাঃ-

ভালো #ডাক্তার হয়ে লাভ কি!বাজে কোম্পানীর ঔষধ লেখেন বিধায় রোগীর বিন্দুতমও উপকার হয় না!
এক'কথায় বলা যায়-ডাক্তার চায় ঔষধ কোম্পানীর উন্নতি,রোগীর নয়!

17/09/2023

রাসূল (ﷺ) বলেছেন,
"না জেনে তোমরা কারো প্রতি খারাপ ধারনা রেখো না, এটা সবচেয়ে বড় গুনাহ!🥀

(বুখারী - ৫১৪৩)✅
........!""" ”""🥀🥀🥀🥀🥀..........!!

আল্লাহুম্মাগফিরলি
আস্তাগফিরুল্লাহ

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
17/09/2023

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ

17/09/2023

➤কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে!
কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।
☞ সূরা যিলযাল (আয়াত-৭,৮)

16/09/2023

অকাল মৃত্যু বলে কিছু নেই! মৃত্যু আগে থেকেই নির্ধারিত!অর্থাৎ,আমি তোমাদের জন্য মৃত্যুকাল নির্ধারিত করেছি।

📖সূরা আল-ওয়াকিয়াহ:৬০📖

16/09/2023

বিষাক্ত সাপ ও ততোটা বিষাক্ত নয়,
যতটা বিষাক্ত ঐ ব্যাক্তি?
যে শুধুমাত্র নিজ প্রয়োজনে সম্পর্ক করে।

15/09/2023

"নিশ্চই আল্লাহ্ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।"

সূরাঃ আনফাল || আয়াতঃ ৩০

15/09/2023

”জান্নাতের সবচেয়ে নিকট বর্তী আমল হচ্ছে নামাজ।”
(সহীহ মুসলিমঃ ২৬৩)

15/09/2023

আবু উমামাহ (রা) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তিন শ্রেণীর মানুষের ফরয-নফল ইবাদত আল্লাহ কবুল করেন না।

১.পিতা-মাতার অবাধ্য ব্যক্তি
২.খোটাদানকারী
৩.ভাগ্য অস্বীকারকারী।

(তারগীব হা/৩৫৭৩)

15/09/2023

যার চরিত্র নিয়ে মহান আল্লাহ তালা প্রসংশা করে ছিলেনঃ তিনি হলেন হযরত মুহাম্মদ(সা:)।

আলহামদুলিল্লাহ

15/09/2023

(সূরা আল কাহাফ আয়াত: ৩০-/৩১)
اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اِنَّا لَا نُضِیۡعُ اَجۡرَ مَنۡ اَحۡسَنَ عَمَلًا ۚ
নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, নিশ্চয় আমি এমন কারো প্রতিদান নষ্ট করব না, যে সুকর্ম করেছে।
যারা বিশ্বাস রাখে ও সৎকর্ম করে, আমি তাদেরকে পুরস্কৃত করি। যে ভালো কর্ম করে, আমি তার কর্মফল নষ্ট করি না। [১]
[১] কুরআনের বর্ণনা-রীতি অনুযায়ী জাহান্নামীদের পর জান্নাতীদের কথা আলোচনা করা হচ্ছে। যাতে মানুষের মধ্যে জান্নাত লাভের প্রেরণা ও উৎসাহ সৃষ্টি হয়।
اُولٰٓئِکَ لَہُمۡ جَنّٰتُ عَدۡنٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہِمُ الۡاَنۡہٰرُ یُحَلَّوۡنَ فِیۡہَا مِنۡ اَسَاوِرَ مِنۡ ذَہَبٍ وَّیَلۡبَسُوۡنَ ثِیَابًا خُضۡرًا مِّنۡ سُنۡدُسٍ وَّاِسۡتَبۡرَقٍ مُّتَّکِئِیۡنَ فِیۡہَا عَلَی الۡاَرَآئِکِ ؕ نِعۡمَ الثَّوَابُ ؕ وَحَسُنَتۡ مُرۡتَفَقًا ٪
এরাই তারা, যাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাতসমূহ, যার নিচ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ। সেখানে তাদেরকে অলংকৃত করা হবে স্বর্ণের চুড়ি দিয়ে এবং তারা পরিধান করবে মিহি ও পুরু সিল্কের সবুজ পোশাক। তারা সেখানে (থাকবে) আসনে হেলান দিয়ে। কী উত্তম প্রতিদান এবং কী সুন্দর বিশ্রামস্থল !
তাদেরই জন্য আছে স্থায়ী জান্নাত; যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত। সেথায় তাদেরকে স্বর্ণ-কঙ্কণে অলঙ্কৃত করা হবে,[১] তারা পরিধান করবে সূক্ষ্ণ ও স্থূ্ল রেশমের সবুজ বস্ত্র[২] ও সমাসীন হবে সুসজ্জিত আসনে; কত সুন্দর সে পুরস্কার ও কত উত্তম সে আশ্রয়স্থল।
[১] কুরআন অবতীর্ণ হওয়ার যুগে এবং তারও পূর্বে প্রথা ছিল যে, বাদশাহ, নেতৃস্থানীয় ব্যক্তি এবং গোত্রের সর্দাররা তাদের হাতে সোনার বালা পরিধান করত। যার দ্বারা তারা যে পৃথক মর্যাদার অধিকারী ব্যক্তিবর্গ, সে কথা ফুটে উঠত। জান্নাতবাসীদেরকেও আল্লাহ জান্নাতে সোনার বালা পরাবেন।
[২] سُنْدُسٍ পাতলা বা মিহি রেশম। এবং اِسْتَبْرَقٍ মোটা রেশম।দুনিয়াতে পুরুষের জন্য সোনা এবং রেশমের পোশাক পরিধান করা নিষেধ। যারা এই নির্দেশের উপর আমল করে দুনিয়াতে এই সব হারাম থেকে বিরত থাকবে, তারা জান্নাতে এ সব জিনিস লাভ করবে। সেখানে কোন জিনিসই নিষিদ্ধ হবে না, বরং জান্নাতবাসী যা চাইবে, তা-ই সেখানে বিদ্যমান পাবে।﴿﴾ "সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য আছে যা তোমরা দাবী কর।"(সূরা হা-মীম)

15/09/2023

উসামাহ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষের জন্য স্ত্রীজাতি অপেক্ষা অধিক ক্ষতিকর কোন ফিতনা আমি রেখে গেলাম না।

[ সহীহ্ বুখারী ৫০৯৫]

15/09/2023

༏༊━━🦋_নামাজি ছেলে মেয়েরা সব থেকে༏༊━━🧚‍♂️
🧚‍♂️🍄__বেশি সুন্দর হয়..!!😇🥀
ツ༆🦋 কারণ !! 🥀🌺
࿐🧚‍♂️অজুর পানির মত শ্রেষ্ঠ মেকআপ༆🧚‍♂️
🍁࿐__দুনিয়াতে নেই༊━ღ━❤️
🌺🥰_____ __আলহামদুলিল্লাহ _______🥰🌺

15/09/2023

আজ শুক্রবার , বেশী বেশী দরুদপাঠ করি সবাই ; সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

15/09/2023

—পরিবর্তন আর মৃত্যু—
–যেকোনো সময় আসতে পারে–

15/09/2023

"যেদিন তোমার মুখে মোহর লাগিয়ে দেয়া হবে। তোমার হাত-পা তোমার কৃতকর্মের সাক্ষী হবে।”
( সূরা-ইয়াসিন : ৬৫)

🥀🥀লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ 🥀🥀
15/09/2023

🥀🥀লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ 🥀🥀

যে প্রাচুর্য কুপথে টানে🤔 🤗দারিদ্রতা তার চেয়ে হাজার গুণ ভালো 🥰
14/09/2023

যে প্রাচুর্য কুপথে টানে🤔

🤗দারিদ্রতা

তার চেয়ে হাজার গুণ ভালো 🥰

Address

Comilla

Telephone

+8801690138762

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল্লাহু আকবার 3 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আল্লাহু আকবার 3:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Comilla

Show All