Kazi Sifat

Kazi Sifat I am kazi sifat I am a Digital Market

14/01/2023

আপনি সবসময় অজুহাত দেখাতে পারেন কিন্তু সময়ের কোনো অজুহাত নেই, তাই হারানো সময় কখনোই ফেরৎ পাওয়া যায়না।
– বেঞ্জামিন ফ্রাঙ্কলিন

সময়কে যদি আপনি গুরুত্ব না দিন তাহলে সময়ও আপনাকে গুরুত্ব দিবে না,,,,


ফ্রিল্যান্সিং হল একটি মুক্ত পেশা।ফ্রিল্যান্সিং করতে চাইলে অবশ্যই ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে হবে এবং শিখতে হবে।ফ্রিল্যা...
14/01/2023

ফ্রিল্যান্সিং হল একটি মুক্ত পেশা।ফ্রিল্যান্সিং করতে চাইলে অবশ্যই ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে হবে এবং শিখতে হবে।
ফ্রিল্যান্সিং শেখার মাধ্যমে কিছুটা হলেও আমাদের বেকারত্বের হার কমানো যেতে পারে।
ফ্রিল্যান্সিং এর মাধ্যমে স্বাবলম্বী হতে পারে একজন শিক্ষিত বেকার,তার পরিবার ও দেশ।
আমরা লেখাপড়া ও চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং শিখতে পারি। এটি শেখার মাধ্যমে আমরা ভালো দক্ষতা অর্জন করতে পারব এবং টাকা উপার্জন করতে পারবেন ঘরে বসে ।

আমরা মানুষ বড়ই অদ্ভুত🤔১৫/২০ হাজার টাকার চাকরির জন্য  ১৫/১৬ বছর লেখাপড়া করে লক্ষ লক্ষ টাকা খরচ করেও চাকরি অনিশ্চিত✅ 🥀যেখা...
13/01/2023

আমরা মানুষ বড়ই অদ্ভুত🤔

১৫/২০ হাজার টাকার চাকরির জন্য ১৫/১৬ বছর লেখাপড়া করে লক্ষ লক্ষ টাকা খরচ করেও চাকরি অনিশ্চিত✅

🥀যেখানে অল্প কিছু টাকা খরচ করে নিজের skill develop করে ঘরে বসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ টা আমরা নিতে পারি না🥀

তখন আমরা নানা ধরনের অযুহাত দেখাই।

আমি কি পারবো?
আমাকে দিয়ে হবে না
আমি কিছু বুঝতে পারি না
কোর্স ফি এতো বেশি কেনো?

ভাইয়া,এই দুনিয়ায় আপনাকে কেউ ফ্রি তে কিছু দিলে আপনি কখনোই সেটার মূল্য বুঝতে পারবেন না

আপনি ঘরে বসে লক্ষ টাকা ইনকাম করবেন আর সেটা শিখবেন টাকা ছাড়া।এটা কিভাবে সম্ভব হবে ভাবুন তো🤔

আপনি কয়বার চেষ্টা করেছেন যে আপনার মনের মধ্যে এসব প্রশ্ন জাগে🤔

সময় থাকতে নিজেকে তৈরি করুন💪

একটি স্বপ্ন যাদু দিয়ে বাস্তবে পরিণত হয় না;এটি ঘাম, সংকল্প এবং কঠোর পরিশ্রম লাগে।ধৈর্যশীল রা শান্তিতে থাকে কেননা তারা জ...
07/01/2023

একটি স্বপ্ন যাদু দিয়ে বাস্তবে পরিণত হয় না;
এটি ঘাম, সংকল্প এবং কঠোর পরিশ্রম লাগে।

ধৈর্যশীল রা শান্তিতে থাকে কেননা তারা জানে যে
আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিবেন

অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে।
কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো,
তবে দিন শেষে তুমি একজন সফল হবেই

সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো।
সাফল্য এমনিই আসবে।

সাফল্য অর্জন করতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই।সততা, পরিশ্রম আর একাগ্রতা থাকলে এগিয়ে যাওয়া সম্ভব।সাফল্যের মূল্য হল হাতে...
07/01/2023

সাফল্য অর্জন করতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই।
সততা, পরিশ্রম আর একাগ্রতা থাকলে এগিয়ে যাওয়া সম্ভব।

সাফল্যের মূল্য হল হাতের কাজের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রম।
সেইসাথে, জয় পরাজয় ভুলে নিজের পুরো সামর্থ বিলিয়ে দেয়া

ধৈর্য এমন একটি গাছ,
যার সারা গায়ে কাটা কিন্তু ফল অতি সুস্বাদু |

🤔কীওয়ার্ড রিসার্চ মানে কি ? (What Is Keyword Research)🤔কীওয়ার্ড রিসার্চ হলো, seo (search engine optimization) এর একটি এম...
07/01/2023

🤔কীওয়ার্ড রিসার্চ মানে কি ? (What Is Keyword Research)🤔
কীওয়ার্ড রিসার্চ হলো, seo (search engine optimization) এর একটি এমন গুরুত্বপূর্ণ এবং জরুরি ভাগ, যেখানে জনপ্রিয় এবং সার্চ ইঞ্জিন গুলিতে অধিক পরিমানে সার্চ হওয়া keywords এবং key phrase গুলি খুঁজে বের করা হয়।

তাছাড়া, এই প্রক্রিয়ার দ্বারা আমরা ব্লগের আর্টিকেলের জন্য, লাভজনক এবং লোকেরা রুচি রাখা নতুন নতুন টপিক (topic) এবং key phrases খুঁজে পেতে পারি।

যেকোনো আর্টিকেল “search engine” এর জন্য optimize করার সবচেয়ে প্রথম ধাপ (step) হলো keyword research.

এতে, আপনি ভালো ভালো এবং গুগলে অধিক বেশি পরিমানে সার্চ হওয়া keywords খুঁজে পেতে পারবেন।

এবং, রিসার্চ করে খুঁজে বের করা লাভজনক keywords target করে আর্টিকেল লিখে, গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন গুলির থেকে অধিক পরিমানে ভিসিটর্স পেয়ে যেতে পারবেন।

06/01/2023

🔰এত লেখাপড়া করে কি হবে । এত লেখাপড়া করে তারপর যদি চাকরির পিছনে ছুটতে ছুটতে হয়রান হতে হয়।

🔰 চাকরী করতে ঘুষ লাগে। তাহলে কিছু টাকা দিয়ে ফ্রিল্যান্সিং করে একজন সফল ফ্রিল্যানসার হয়ে উঠুন। নিজের পাশাপাশি আরো দশজনের ক্যারিয়ার গড়ে তুলুন।

🔰ফ্রিল্যান্সার হয়ে ইনকাম করলে সমস্যা কি? ঘুষ দিয়ে হারাম চাকরী করার থেকে ফ্রিল্যানসিং শিখে হালাল ভাবে ইনকাম করুন।


🤔🤦‍♂️আমি কি ফ্রিল্যান্সিং পারবো?👨‍👨‍👦আমার ফ্যামিলি তো রাজি হবে না।আমার কাছে তো কোনো টাকা নাই। তাহলে আমি কেমনে ফ্রিল্যান্...
04/01/2023

🤔🤦‍♂️আমি কি ফ্রিল্যান্সিং পারবো?

👨‍👨‍👦আমার ফ্যামিলি তো রাজি হবে না।আমার কাছে তো কোনো টাকা নাই। তাহলে আমি কেমনে ফ্রিল্যান্সিং করব ???
ফ্রিল্যান্সিং করতে লাগে শুধু ধৈর্য আর কাজ করার প্রবল ইচ্ছা💪
। যদি আপনার এই ২টা জিনিস থাকে তাহলে আপনি ফ্রিলান্সার হতে পারবেন👨‍💻

✨আর ফ্যামিলি মানবে না এটাই স্বাভাবিক। কারণ,তাদের এই বিষয়ে কোনো ধারণাই নেই। তাদেরকে ভালো করে বুঝাতে হবে। তাহলে তারা অবশ্যই বুঝবে

আর টাকা নেই💴💴। না থাকাটা স্বাভাবিক। কারণ,টাকা থাকলে তো আর কাজ করতেন না।কষ্ট, শ্রম আর ধৈর্য ছাড়া ভালো কিছু করা সম্ভব না। জীবনে Risk নিতে শিখুন। দেখবেন জীবন আপনাকে অনেক ভালো কিছু Feedback দিবে।

সকলে একবার হলেও পোস্টটি পড়ে আসুন 🤟মাস্টার্স পাশ করা ২৬, ২৭ বছর বয়সী একজন যুবক-যুবতীকে ১০ থেকে ১২ হাজার টাকা বেতনে চাকরিত...
04/01/2023

সকলে একবার হলেও পোস্টটি পড়ে আসুন 🤟
মাস্টার্স পাশ করা ২৬, ২৭ বছর বয়সী একজন যুবক-যুবতীকে ১০ থেকে ১২ হাজার টাকা বেতনে চাকরিতে যোগদান করতে হয়।
আর পড়ালেখা না জানা ১০, ১২ বছর বয়সী একজন বাস হেল্পার এর দৈনিক হাজিরা প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা, যা মাস শেষে ১৪, ১৫ হাজার টাকা হয়।

কেউ কোন ফ্যাক্টরীতে ২০ বছর কাজ করলে তার বেতন হয় লক্ষ টাকা, আর ২০ বছর পড়ালেখা করে যখন চাকরির জন্য যায়, তখন তার বেতন হয় ১০ হাজার টাকা। তাহলে আমরা কোথায় যাবো?
স্কুলে না ফ্যাক্টরীতে?

হাজার হাজার - লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালেখা করে আজ শিক্ষিত মানুষগুলো পরিবারের, সমাজের এবং সবার কাছে অবহেলিত।
রাষ্ট্র পড়ালেখা করার জন্য টাকা নিতে পারে। কিন্তু পড়ালেখা শেষ করার পর টাকা ফিরিয়ে দিতে পারেনা!

অনেকেই বলবে ভাল করে পড়ালেখা করলে,
ভাল রেজাল্ট করলে ভাল চাকুরী পাওয়া যায়। আসলেই কি পাওয়া যায়?
নাকি মোটা অংকের Donation দিতে হয়?

ভাল রেজাল্ট না করলে পাশ দেওয়া হয় কেন?
রাষ্ট্র যদি শিক্ষিত মানুষের চাকুরী দিতে না পারে তাহলে রাষ্ট্রের উচিত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেয়া। তাহলে সন্তানদের পড়ালেখার জন্য বাবা মায়ের এতো কষ্ট করতে হতো না। টাকা গুলো সঞ্চয় হতো।

চাকরির অভাবে পরিপক্ক হওয়া ছেলেটা ২৮ বছরেও বিয়ে করতে পারে না।অন্যদিকে বয়স বাড়তে থাকা অবিবাহিত মেয়েটাও মুখ ফুটে কিছু বলতে পারে না।
না পারছে উপযুক্ত ছেলেকে বিয়ে করতে, না পারছে পড়শির খোটা সহ্য করতে।
শুধুই দীর্ঘশ্বাস।

আমাদের অবস্থা আজ এমন দাঁড়িয়েছে যে, যেন গাধার দিকে তাকালে দেখতে পাই নিজের প্রতিচ্ছবি।

03/01/2023

ডিজিটাল মার্কেটিং এর কাজ গুলো করার জন্য অবশ্যই আপনাকে সৃজনশীল হতে হবে। নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে নিজস্ব চিন্তা শক্তির মাধ্যমে নতুন কিছু প্রকাশ করার মাধ্যমেই সৃজনশীলতা তৈরি হবে। যেকোনো ধরনের সৃজনশীল কাজ করতে হলে প্রয়োজন হয় কল্পনা শক্তি ও গভীর চিন্তার। যে যত বেশি সৃজনশীলতার চর্চা করবে, দিনে দিনে তার কল্পনাশক্তি ততই প্রখর হবে। এই কল্পনা শক্তি ধীরে ধীরে জ্ঞানের নতুন দ্বার উন্মোচন করে সৃজনশীল হিসেবে আপনাকে তৈরি করবে। সৃজনশীল কাজের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং সেক্টরে সফল হওয়ার সুযোগ তৈরি হয়। আপনি যখন ডিজিটাল মার্কেটিং এর জন্য কাজ করবেন তখন অন্যান্য পণ্য থেকে আপনার পণ্যটি কে সৃজনশীলভাবে আরো বেশি গ্রহণযোগ্য করে তুলতে হবে।

👉আমাদের সফলতার সবচেয়ে বড় শত্রু অজুহাত, আমরা সময় এর কাজ সময়ে না করে অজুহাত দেখায়। যার কারনে আমরা অন্যদের থেকে দ্রুত পিছিয়...
03/01/2023

👉আমাদের সফলতার সবচেয়ে বড় শত্রু অজুহাত, আমরা সময় এর কাজ সময়ে না করে অজুহাত দেখায়। যার কারনে আমরা অন্যদের থেকে দ্রুত পিছিয়ে পড়ি, সফলতার পথ কঠিন কিন্তু অসম্ভব না। কঠোর পরিশ্রম এর দ্বারা সফলতা পাওয়া সম্ভব। সঠিক কাজের মাধ্যমে সফলতা পাওয়া সম্ভব। তাই সফল হবার জন্য আমাদের সঠিক কাজে বেছে নিতে হবে সফলতার পথে আগাইতে হবে, তাহলেই সফল হওয়া যায়। তুমি চেষ্ঠা করলে একদিন সফল হবেই,
আমি আপনাক সফলতার পথটুকু দেখিয়ে দিতে পারি, বর্তমান জগতে ফ্রিল্যান্সিং সবচেয়ে সফল একটি মাধ্যম নিজের ক্যারিয়ার তৈরীর জন্য।
নিজের পরিবারের সমৃদ্ধির জন্য।👈
বাবা-মা কে খুশিতে রাখার জন্য। আজকে থেকেই চলতে শুরু করুন সফলতার পথে আমরা সফল একদিন হবোই✌️👍

😃বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে প্রথম দিকে অবস্থান করছে ডিজিটাল মার্কেটিং। বদলে যাওয়া এই মার্কেটিং ধারা দেশের মানুষে...
02/01/2023

😃বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে প্রথম দিকে অবস্থান করছে ডিজিটাল মার্কেটিং। বদলে যাওয়া এই মার্কেটিং ধারা দেশের মানুষের কাছেও পেয়েছে গ্রহণযোগ্যতা। ছোট বা বড় সব ধরণের ব্যবসা দিনকে দিন ডিজিটাল মার্কেটিং এর নির্ভরশীল হয়ে পড়ছে ফলে সৃষ্টি হচ্ছে নতুন ধরণের হাজার হাজার কর্মক্ষেত্র।😃

ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং এর সম্ভাবনাগুলো সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেতে জয়েন করুন অনলাইন সেমিনারে।


02/01/2023

📌আমার আগের জীবন ও ফ্রিল্যান্সিং জীবন?
ছাত্রজীবনে ফ্রিল্যান্সিং শেখার অন্যতম একটি সময়।🔥

🛑যেই সময়টা অবসর বসে না থেকে, আড্ডা পরিহার করে, খেলাধুলায় সময় না দিয়ে Facebook,Youtube, Free_Fire, PUBG খেলায় সময় না দিয়ে।🕑

🛑ফেসবুক এবং ইউটিউব কে কাজে লাগিয়ে আয় করতে পারি। 🕑

🛑ফ্রিল্যান্সিং Skillup হয়ে নিজের ক্যারিয়ার গড়তে পারি । 🕑

🛑পরিবারের পাশে দাঁড়ানোর একটি মাত্র মাধ্যম!সেটি হল ফ্রিল্যান্সিং।
ফ্রিল্যান্সিং শেখার মাধ্যমে, নিজের Skillup করে,ঘরে বসে ইনকাম করা যায়।
হয়তো একটিমাত্র উদ্যোগ, আপনার জীবনকে পাল্টে ফেলতে পারে।
তাহলে কেন আমরা বেকার বসে থাকবো? কেন আমরা পরিবারের বোঝা হয়ে থাকবো?
নিজের প্রতিও তো লজ্জা থাকা উচিত!
যে মানুষটা দিনরাত পরিশ্রম করে, আমাদের মুখে এক মুঠো আহার তুলে দিচ্ছে, সেই মানুষটি আর কেউ না, নিজের বাবা।
একবারও কি ইচ্ছে করে না বাবার পাশে দাঁড়াতে? সময় তো চলে যাচ্ছে, নিজেকে পরিবর্তন করতে পারছিনা কেন এখনো।
আমরা চাইলেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার করতে পারেন |
🔥

⭕১৬ বছর আগে যখন মার্ক জুকারবার্গ ফেসবুক বানানো শুরু করছিলেন তখন তিনি তার পুরো ফ্রেন্ড সার্কেলের মধ্যে তার রুমে পাঁচ জন ক...
02/01/2023

⭕১৬ বছর আগে যখন মার্ক জুকারবার্গ ফেসবুক বানানো শুরু করছিলেন তখন তিনি তার পুরো ফ্রেন্ড সার্কেলের মধ্যে তার রুমে পাঁচ জন কে ইনভাইট করেছিলেন। ইনভাইট করার কারণ কি ছিল জানেন?
------------------------------------------------------------------
⭕বিজনেস অপরচুনিটি নিয়ে কথা বলা।
তার সেই পাঁচজন বন্ধুর মধ্যে মাত্র দুজন এসেছিল এবং মাত্র দুইজন তার এই তার চ্যালেঞ্জ গ্রহণ করেছিল।
------------------------------------------------------------------
⭕আর তারা দুজনেই আজ বিলিয়নিয়ার! 😊
01. Dustin Moskovitz With over $6.5 billion and
02. Eduardo Saverin with over $3.4 billion.
------------------------------------------------------------------
⭕তাই যখনই আপনার কোন বন্ধু বা কেউ আপনার নিকট এসে কোন বিজনেস অপরচুনিটি নিয়ে কথা বলবে। সত্যি বলছি মন দিয়ে শুনুন, মাইন্ড কে খুলে ধরুন এবং বুঝুন বোঝার চেষ্টা করুন। কারণ আপনার বন্ধু বা সেই মানুষটা এত মানুষ থাকতে আপনার কাছে এমনি এমনি ছুটে আসে নাই।
------------------------------------------------------------------
⭕ নিশ্চয়ই আপনার মাঝে অনেক ভালো কিছু দেখেছে,যেটা আপনার কাছে হয়তো ধরা দেয় নাই। আপনার দ্বারাই ভালো কিছু করা সম্ভব।
সুযোগ আপনার কাছে আসবেই, আপনি যদি বিজ্ঞ হন তাহলে সুযোগটাকে আলিঙ্গণ করতে পারেন।


⊙ সঠিক সিদ্ধান্ত-ই বদলে দিবে আপনার জিবন। ⊙ আপনার মধ্যে দক্ষতা আছে,হয়তো আপনি সেটা উপলব্ধি করতে পারেন।֎ কিন্তু সেই দক্ষতা...
02/01/2023

⊙ সঠিক সিদ্ধান্ত-ই বদলে দিবে আপনার জিবন।

⊙ আপনার মধ্যে দক্ষতা আছে,হয়তো আপনি সেটা উপলব্ধি করতে পারেন।

֎ কিন্তু সেই দক্ষতা কিভাবে কাজে লাগাবেন?
֎ কিভাবে নিজেকে স্কিলফুল করে তুলবেন ?
֎ কিভাবে আপনার দক্ষতাকে পুরো বিশ্বে ছড়িয়ে দিবেন?

⊙ সময় এখনই ঘুরে দাঁড়াবার,নিজেকে নিজের পরিচয়ে গড়ে তুলুন। কারো অধীনে না থেকে অনিশ্চিত জীবন থেকে বের হয়ে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে কিছু করুন।

⊙ বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং সেক্টর হতে পারে আমাদের ঘুরে দাঁড়ানোর অন্যতম হাতিয়ার।

⊙ আমরা নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং সেক্টর থেকে তৈরি করতে পারি একটি সুন্দর ভবিষ্যত।

চীনের সবচেয়ে ধনী ব্যক্তি বলেছেন!🤔আপনি যদি বানরদের সামনে কলা এবং টাকা রাখেন তবে বানররা কলা বেছে নেবে কারণ বানররা জানে না...
01/01/2023

চীনের সবচেয়ে ধনী ব্যক্তি বলেছেন!🤔
আপনি যদি বানরদের সামনে কলা এবং টাকা রাখেন তবে বানররা কলা বেছে নেবে কারণ বানররা জানে না যে টাকা দিয়ে অনেক কলা কেনা যায়।
𝐈𝐧 𝐟𝐚𝐜𝐭, 𝐢𝐟 𝐲𝐨𝐮 𝐨𝐟𝐟𝐞𝐫 𝐖𝐎𝐑𝐊 𝐚𝐧𝐝 𝐚𝐧𝐝 𝐁𝐔𝐒𝐈𝐍𝐄𝐒𝐒 𝐭𝐨 𝐩𝐞𝐨𝐩𝐥𝐞, 𝐭𝐡𝐞𝐲 𝐰𝐢𝐥𝐥 𝐜𝐡𝐨𝐨𝐬𝐞 𝐭𝐨 𝐖𝐎𝐑𝐊 𝐛𝐞𝐜𝐚𝐮𝐬𝐞 𝐦𝐨𝐬𝐭 𝐩𝐞𝐨𝐩𝐥𝐞 𝐝𝐨𝐧'𝐭 𝐤𝐧𝐨𝐰 𝐭𝐡𝐚𝐭 𝐚 𝐁𝐔𝐒𝐈𝐍𝐄𝐒𝐒 𝐜𝐚𝐧 𝐦𝐚𝐤𝐞 𝐦𝐨𝐫𝐞 𝐌𝐎𝐍𝐄𝐘 𝐌𝐎𝐍𝐄𝐘 𝐚 𝐚 𝐬𝐚𝐥𝐚𝐫𝐲
দরিদ্রদের দরিদ্র হওয়ার একটি কারণ হল দরিদ্ররা উদ্যোক্তাদের সুযোগ চিনতে প্রশিক্ষিত নয়।
তারা স্কুলে অনেক সময় ব্যয় করে এবং তারা স্কুলে যা শিখে তা হল নিজের জন্য কাজ না করে বেতনের জন্য কাজ করা।
মজুরির চেয়ে লাভ ভালো কারণ মজুরি আপনাকে সহায়তা করতে পারে, কিন্তু লাভ আপনাকে ভাগ্যবান করে তুলতে পারে।

🤔Word press কি 🤔সোজা ভাবে বললে, “ ” এমন একটি সহজ এবং জনপ্রিয় মাধ্যম যেটা ব্যবহার করে আপনি নিজের একটি ওয়েবসাইট (website) ...
29/12/2022

🤔Word press কি 🤔

সোজা ভাবে বললে, “ ” এমন একটি সহজ এবং জনপ্রিয় মাধ্যম যেটা ব্যবহার করে আপনি নিজের একটি ওয়েবসাইট (website) বা ব্লগ (blog) তৈরি করতে পারবেন।

এবং, এই মাধ্যম কতটা জনপ্রিয় এবং সহজ, সেটা বোঝা যায় এর ব্যবহারকারীদের অধিক সংখ্যার ওপরে। ইন্টারনেটে থাকা কোটি কোটি সব ওয়েবসাইট গুলির ভেতরে ৩৪% থেকেও বেশি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি।

কেন    অবস্থাতেই ফ্রিল্যান্সিং শুরু করা বুদ্ধিমানের কাজ ?🤔💁‍লেখাপড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং শুরু করা যায় কি না এ নিয়ে...
29/12/2022

কেন অবস্থাতেই ফ্রিল্যান্সিং শুরু করা বুদ্ধিমানের কাজ ?🤔

💁‍লেখাপড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং শুরু করা যায় কি না এ নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন আসে।আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে, ছাত্র বস্থাতে ফ্রিল্যান্সিং শুরু করাটাই সবচেয়ে ভালো।

দেখেন 15-16 বছর পড়ালেখা করার পড়ে আপনি অবশ্যই চাকরি খুঁজবেন, এক্ষেত্রে আপনি যদি পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং টা শিখে রাখেন শিখতে থাকেন তাহলে আপনার চাকরি খুঁজতে হবে না আপনি জব তৈরি করতে পারবেন!

এ সময়ে #ফ্রিল্যান্সিং শুরু করলে তা পার্ট টাইম কাজ হিসেবেই নিতে হবে। ছাত্র/ছাএী থাকাকালীন সময়ে ফ্রিল্যান্সিং শুরু করার অনেক সুবিধাগুলোর মধ্যে ৪টি বিশেষ সুবিধা আমি এখানে তুলে ধরেছি।

১| অতিরিক্ত আয়ের পথ।
২| নিজের ক্যারিয়ার বেছে নেওয়ার সুযোগ।
৩| অভিজ্ঞতা অর্জন।
৪|নিজেই নিজের বস হওয়া।



💼👨‍💼জব ও ফ্রিল্যান্সিং মার্কেটে ডিজিটাল মার্কেটারদের ডিমান্ড এখন অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। দিন দিন এ ডিমান্ড আরো বাড়ব...
29/12/2022

💼👨‍💼জব ও ফ্রিল্যান্সিং মার্কেটে ডিজিটাল মার্কেটারদের ডিমান্ড এখন অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। দিন দিন এ ডিমান্ড আরো বাড়বে। ভালো উপার্জনের সুযোগ থাকায় অনেকে ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার গড়তে চান। কিন্তু কীভাবে?

প্রথমেই জেনে নেয়া যাক ডিজিটাল মার্কেটার হিসাবে আপনি ঠিক কী কাজ করবেন। কারণ কাজের ভিত্তিতেই আপনার প্রিপারেশন নির্ধারিত হবে। আপনি জব করেন বা ফ্রিল্যান্সিং করেন, সাধারণত তিন টাইপের কাজে আপনার ফোকাস থাকবেঃ

✅ প্রোডাক্ট বা সার্ভিসের ডিজিটাল প্রোমোশনের জন্য স্ট্রাটেজিক প্ল্যানিং করা
✅ প্ল্যানিং অনুযায়ী ডিজিটাল প্রোমোশনের জন্য কন্টেন্ট বানানো ও বিভিন্ন মার্কেটিং চ্যানেলে পাবলিশ করা
✅ ডিজিটাল প্রোমোশনের পারফরম্যান্স অ্যানালিসিস করা ও প্রয়োজনে প্রোমোশন স্ট্রাটেজিতে পরিবর্তন নিয়ে আসা

মার্কেটিং চ্যানেল বলতে বোঝানো হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। সেটা ফেসবুকও হতে পারে। আবার হতে পারে বিজনেস ওয়েবসাইট। অর্থাৎ, যে ডিজিটাল প্ল্যাটফর্মেই আপনার কাস্টমাররা থাকুন না কেন, সে প্ল্যাটফর্মকে আপনি মার্কেটিং চ্যানেল হিসাবে ইউজ করতে পারেন।

কাজ নিয়ে খুব বেসিক আইডিয়া তো পেলেন। কিন্তু কোন কাজ আগে আয়ত্তে নিয়ে আসবেন? সিদ্ধান্তটা আপনার আগ্রহ আর শেখার ক্ষমতার উপর নির্ভর করবে। ২টি উদাহরণ দিই।

আপনি হয়তো ভালো কন্টেন্ট (ব্লগ বা সোশ্যাল মিডিয়া পোস্ট, ইমেজ, ভিডিও ও ইমেইল) ডেভেলপ করতে পারেন। এখন আপনি চাইছেন ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতে। সেক্ষেত্রে আপনাকে ফেসবুকের বিজনেস টুলগুলোর ইউজ শিখে নিতে হবে। অর্থাৎ, অর্গানিক আর পেইড - দুই ধরনের ফেসবুক প্রোমোশন নিয়েই আপনার জানা দরকার।

আবার ধরা যাক আপনি SEO নিয়ে কাজ করতে চান। সেক্ষেত্রে আপনাকে বিজনেস ওয়েবসাইট ম্যানেজ করার টুলগুলো জানতে হবে। যেমন, WordPress বা Joomla সাইটে কন্টেন্ট পাবলিশ করা ও সে কন্টেন্টকে SEO-ফ্রেন্ডলি বানানো। অবশ্য শুধু ওয়েবসাইটের মধ্যে SEO-এর কাজ সীমাবদ্ধ নয়। YouTube Video বা Google My Business লিস্টিংয়ের বেলাতেও এর ব্যবহার রয়েছে।

প্রোমোশনের টুলগুলোর পাশাপাশি আপনাকে পারফরম্যান্স ট্র্যাকিংয়ের টুল নিয়েও জানতে হবে। যেমন, Google Analytics দিয়ে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের ক্যাম্পেইন রেজাল্ট ট্র্যাক করতে পারবেন। আবার বিজনেস ওয়েবসাইটে কাস্টমারদের ইন্টারঅ্যাকশন নিয়েও ডেটা পাবেন এমন টুল থেকে।

উপরের কাজগুলো ঠিকভাবে করার জন্য মার্কেটিং গোল অনুযায়ী সব কাজ একটা নির্দিষ্ট ফ্লোতে নিয়ে আসতে হবে আপনাকে। এখানেই হেল্প করবে স্ট্রাটেজিক প্ল্যানিং। এর মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের প্রসেস দাঁড় করাতে পারবেন।

এক কথায়, ডিজিটাল মার্কেটার হিসাবে জব বা ফ্রিল্যান্সিংয়ে সাফল্য পেতে প্র্যাকটিক্যাল কাজ শেখার কোনো বিকল্প নেই।

খুব কঠিন মনে হচ্ছে? সেটা স্বাভাবিক। ডিজিটাল মার্কেটিং জব বা ফ্রিল্যান্সিং করে ভালো উপার্জন নিশ্চিত করতে ধৈর্য সহকারে কাজ তো শিখতেই হবে।
#ধন্যবাদ🌼🌺

22/12/2022

ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কেন গড়বেন?
ফ্রিল্যান্সিং সহজ কাজ নয়। তেমনি একজন সফল ফ্রিল্যান্সারের আয় ও কম নয়।

ফ্রিল্যান্সিং লাইফ সম্পর্কে বলতে গেলে বলা যায়, একজন সফল ফ্রিল্যান্সারের সফল হওয়ার পেছনের গল্প শুনলে আপনি তাকে ‘লিজেন্ড’ খেতাব দিবেন। কারণ সফলতার পেছনের গল্প আনন্দের হয়না, অনেক স্ট্রাগল থাকে। রাতের পর রাত কোন কাজ শেখা, ইউটিউব টিউটোরিয়াল দেখা, বই পড়া, কাজগুলো প্র্যাক্টিস করা, ধৈর্য ধরে টাকার আশা না করে কাজে দক্ষ হওয়ার জন্য মাসের পর মাস সময় দেয়া, এসব থাকে একজনের সফলতার পেছনে।

একটা উদাহরণ দেয়া যাক।

আপনি ধরুন বিবিএ পড়ছেন। ফিন্যান্স নিয়ে। পড়াশোনা শেষ করতে সময় লাগে ২০ বছর। ২০ বছর পড়াশোনা করা আপনি একটা জবে ফ্রেশার হিসেবে এপ্লাই করেন, যার সেলারি ১৫ হাজারের মত। অনেকবার রিজেক্ট হতে হয়, কারণ আরও শত-শত এপ্লাই করছে। শেষমেশ একটা জব পান।

১৫ হাজারের জব করার জন্য ২০ বছর পড়াশোনা করলেন দু-বার না ভেবে। পড়াশোনা শেষ করে একটা লোকাল জবের জন্য প্রতিযোগীতায় নামলেন একই শহরের অন্যদের সাথে, যারা কিনা আপনার লেভেলের পড়াশোনাই করেছে।

এবার ভাবুন ফ্রিল্যান্সিং এর কথা, আমেরিকার একটা কোম্পানি তাদের একটা জব আউটসোর্স করল মার্কেটপ্লেসের মাধ্যমে। ২ সপ্তাহের প্রজেক্ট, ১ হাজার ডলার। এপ্লাই করল কারা? সারা বিশ্বের ফ্রিল্যান্সারদের জন্য ওপেন, (ছোট শহর নয়), বিশ্বের টপ প্রফেশনালরা এপ্লাই করল, আপনিও করলেন। তার মানে? এবার আপনার প্রতিযোগীতার লেভেল কোথায়?

বেকারত্ব 🤷‍♂️_17-18 বছর পড়াশোনা করেও বেকার শব্দ শুনতে হয় কারন এই 17-18 বছর আমার শুধু পড়াশোনাই করেছি কিন্তু কোনো দক্ষতা অ...
21/12/2022

বেকারত্ব 🤷‍♂️

_17-18 বছর পড়াশোনা করেও বেকার শব্দ শুনতে হয় কারন এই 17-18 বছর আমার শুধু পড়াশোনাই করেছি কিন্তু কোনো দক্ষতা অর্জন করতে পারিনি।

_তো দিন শেষে আপনার সার্টিফিকেট এক সাইডে রেখে আপনার কোনো দক্ষতা বা কোনো কাজে অভিজ্ঞতা আছে কিনা সেটা দেখে চাকরি দেয়া হয়,

_চাকরি পেতে হলে সার্টিফিকেট এবং দক্ষতা ২ টাই প্রয়োজন।

_তাই আমরা চাইলেই পড়াশোনার পাশাপাশি ঘরে বসে অনলাইন কাজ করে দক্ষতা অর্জন করতে পারি এবং ইনকাম ও করতে পারি।

চলুন ফ্রিল্যান্সিং শিখি ঘরে বসে কাজ করে দক্ষতা এবং ইনকাম করি..




💪বর্তমানে চাকরির থেকে ফ্রিল্যান্সিং এর চাহিদা বেশি কেন? (freelancing vs job bangla tutorial)❓❓✅🥀আমি নিজেও বলি ফ্রিল্যান্...
19/12/2022

💪বর্তমানে চাকরির থেকে ফ্রিল্যান্সিং এর চাহিদা বেশি কেন? (freelancing vs job bangla tutorial)❓❓

✅🥀আমি নিজেও বলি ফ্রিল্যান্সিং চাকরি থেকে অনেক ভালো। কেন ভালো সেটা নিচে থেকে চলুন জেনে আসি।

(১) ফ্রিল্যান্সিং হলো মুক্তপেশা। এখানে কাজ করার সম্পর্ন স্বাধীনতা আছে।

(২) এখানে প্রতিদিন সকালে নিদিষ্ট সসময়ে ঘুম থেকে উঠে রাস্তায় জ্যামের করণে দেরি হলে অফিসের বসের ঝাড়ি শুনতে হবে না।👍💞

🥰🥰❣️অবশ্যই পড়ুন – ব্লগিং (Blogging) শিখতে হলে কি কি বিষয়ে জানতে হবে❓❓

(৩) অফিসে আপনার বসকে (boss) কোনো কাজের বিয়ষে সাজেশন দিতে পারবেন না। কিন্ত একজন ফ্রিল্যান্সার (freelancer) তার ক্লায়েন্ট (client) কে কাজের বিষয়ে সাজেশন দিতে পারবেন।

(৪) কোনো বিশেষ দিনের জন্য ছুটি নেওয়ার জন্য অফিসের বসের অনুরোধ করা লাগবে না। কারণ ফ্রিল্যান্সাররা নিজে নিজের বস।

(৫) অবশ্যই চাকরির থেকে ফ্রিল্যান্সিং করে বেশি পরিমানে টাকা আয় করতে পারবেন। আপনি সকাল ১০ থেকে বিকাল ৫ টা পর্যন্ত অফিসে কাজ করে বেতন পাচ্ছেন ১৫ থেকে ২০ হাজার টাকা। আর ফ্রিল্যান্সিং আপনার ইনকামের নিদিষ্ট কোনো সীমানেই যত বেশি কাজ তত বেশি ইনকাম।

(৬) একজন ফ্রিল্যান্সার নিজে নিজের বস (boss).

(৭) freelancing কাজের মধ্যে আপনি সর্বোচ্চ স্বাধীনতা পাবেন। যা অন্য কোনো কাজের মধ্যে পাবেন না। আর এই অল্প সময়ে বেশি পরিমানে ইনকাম করতে পারবেন।👊👊💪🥰



 #সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? What is SEO?👉 সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization) এমন একটি পদ্ধতি যার ম...
18/12/2022

#সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? What is SEO?

👉 সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization) এমন একটি পদ্ধতি যার মাধ্যমে যে কেউ সার্চ ইঞ্জিন ব্যবহার করে একটি ওয়েব সাইটকে বিনামূল্যে সকলের কাছে পৌছে দিতে পারে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization) - কে সংক্ষেপে SEO (এসইও) বলে। ইন্টারনেটের ব্যবহার যত বাড়ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization) বা এসইও এর জনপ্রিয়তা তত বাড়ছে। অনেকে একে ফ্রিল্যান্সিং কাজ হিসেবে ব্যবহার করছেন। এছাড়া যারা ব্লগ পরিচালনা করছেন তাদের ব্লগের পরিচিতি বাড়ানোর প্রয়োজন তো আছেই। ইন্টারনেটে ব্যবসা বাণিজ্য করে টিকে থাকার জন্য এসইও (SEO) এর গুরুত্ব অপরিসীম।

👉 সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রধান প্রধান উদ্দেশ্য গুলোর মধ্যে রয়েছে-

• একটি সাইটকে সকলের কাছে সহজে পৌছে দেওয়া।

• ওয়েব সাইটের জনপ্রিয়তা বৃদ্ধি করা।

• সাইটের ভিজিটর বা ট্রাফিক বৃদ্ধি করা।

• বিভিন্ন ধরনের অনলাইন থেকে আয় করার প্লাটফর্ম হিসেবে কাজ করে।

• তথ্য বিনিময় ও প্রতিযোগিতায় টিকে থাকার শক্ত ভিত হিসেবে কাজ করে।

✅আপনিও চাইলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) এর উপর স্কিল ডেভেলপমেন্ট করে স্মার্ট একটা ক্যারিয়ার গঠন করতে পারেন ✅❤️

✍️✍আমরা অনেকেই পড়া লেখা শেষ করে ভাবছি এখন আমাকে কিছু একটা করতে হবে কিন্তু কি করবো বুঝতে পারছি না 🤔চাকরি করতে হলে ঘুষ দিত...
18/12/2022

✍️✍আমরা অনেকেই পড়া লেখা শেষ করে ভাবছি এখন আমাকে কিছু একটা করতে হবে কিন্তু কি করবো বুঝতে পারছি না 🤔
চাকরি করতে হলে ঘুষ দিতে হবে ব্যবসা করতে হলে অনেক পুঁজি দরকার এগুলো ভাবতে ভাবতে আমি হতাশ😔
কিন্তু আমরা ভুলেই গেছি আমাদের দেশ🤳🤳 তথ্য প্রযুক্তির দেশ আমরা এখন ইন্টারনেট দুনিয়ায় বাস করি🧑‍💻
এই ইন্টারনেট কে কাজে লাগিয়ে আমরা কতকিছু করতে পারি আমাদের কোনো ধারনা নেই
❣️❣️শুধু মাত্র এই ইন্টারনেট কে কাজে লাগিয়ে আমাদের দেশের 👥ছেলে ও মেয়েরা ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে হাজার হাজার ডলার আয় করছে।
ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা এখানে স্বাধীনভাবে কাজ করা যায়। এ পেশায় হাজার হাজার কাজ এখানে আমরা আমাদের পছন্দ মতো কাজ করতে পারবো যে কোনো বিষয়ের উপর স্কিল ডেভেলপ করে আমরা কাজ শুরু করতে পারি💯

ফ্রিল্যান্সিং”  ইদানীং কালের ইন্টারনেট ইউজারদের জন্য একটা হট টপিক, বিশেষ করে এশিয়ার দেশগুলোর জন্য। গত কিছুদিন যাবত ফ্রি...
18/12/2022

ফ্রিল্যান্সিং” ইদানীং কালের ইন্টারনেট ইউজারদের জন্য একটা হট টপিক, বিশেষ করে এশিয়ার দেশগুলোর জন্য। গত কিছুদিন যাবত ফ্রিল্যান্সিং বিষয়ক বিভিন্ন জরিপে আমাদের দেশ – এর বেশ অগ্রগতি দেখা যাচ্ছে। আমাদের দেশের মানুষের জন্যে এটি সৌভাগ্য যে আমরা এখন দেশে বসেই অন্য দেশের কাজ করে নিজেদের প্রয়োজনীয় টাকা আয় করতে পারছি, যদিও সবাই এ বিষয়ে সফল না। সফল না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ গুলোর মধ্যে ইংরেজি কম জানা, ধৈর্য না থাকা, রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার চিন্তা(!!), নিজের ক্ষমতার বাইরের কাজ করতে চাওয়া(যে কাজ পারবেনা সেই কাজ করতে যাওয়া), কোন বিষয়ে শক্ত ভিত্তি নেই তবুও সে কাজ করতে যাওয়া ইত্যাদি অন্যতম |

♂️লিড জেনারেশন কি ? (What is Lead Generation)সহজ করে বলতে গেলে লিড জেনারেশন হচ্ছে বিভিন্ন মানুষ এর ডাটা কালেকশন করার বিশ...
17/12/2022

♂️লিড জেনারেশন কি ? (What is Lead Generation)

সহজ করে বলতে গেলে লিড জেনারেশন হচ্ছে বিভিন্ন মানুষ এর ডাটা কালেকশন করার বিশেষ একটি মাধ্যম। যার ফলে আপনি ভিন্ন শ্রেণির মানুষ এর চাহিদা ও আগ্রহ কে নির্দিষ্ট ডাকার মাধ্যমে আবদ্ধ করতে পারবেন।

এছাড়া ডাটা গুলো বিভিন্ন প্রকার এর হতে পারে যেমন- কোন ব্যক্তির মোবাইল নম্বর, ইমেইল এড্রেস, নাম ইত্যাদি। তাই যখন নির্দিষ্ট কোন ব্যক্তিকে টার্গেট করে, উক্ত সকল ডাটা গুলোকে কালেকশন করবেন তখন সেই ডাটা সংগ্রহ করার পুরো প্রক্রিয়াকে বলা হবে লিড জেনারেশন।

তার কারণ বর্তমান সময়ে অনলািইন ভিত্তিক কোম্পানি গুলোতে তাদের প্রোডাক্ট বা পণ্য এর প্রোমশণ ও সেল বাড়ানোর জন্য উক্ত লিড জেনারেশন করে তাদের কাঙ্খিত ক্রেতাদের টার্গেট করে থাকে।

♂️কিভাবে লিড জেনারেশন করে টাকা আয় করবেন ?

বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে লিড জেনারেশন অনেক জনপ্রিয় হয়ে উঠছে। কারণ উক্ত কাজ গুলো মূলত দশ ডলার থেকে হাজার ডলার পর্যন্ত আয় করা যায়।

কিন্তু উক্ত কাজ গুলো তুলনা মুলক ভাবে অনেক সহজ হওয়ার জন্য প্রতিযোগীতা অনেক বেশি। তবে এই কাজ গুলো করার জন্যে দক্ষ মানুষের অভাব।

আর আপনি যদি অনলাইনের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে নিজেকে দক্ষ লিড জেনারেশন করার কাজে পরিচিত করতে পারেন তাহলে আপনিও সহজেই কাজগুলো করে প্রতি মাসে ভাল পরিমানের টাকা আয় করতে পারবেন। #ক্যারিয়ার_গড়ুন_ফ্রিল্যান্সিং

🤔🤔পিন্টারেস্ট মার্কেটিং কি? what is pinterest marketingসাধারণত আপনার ব্যবসার প্রসার করতে হলে যত ধরনের টেকনিক বা উপায় অব...
17/12/2022

🤔🤔পিন্টারেস্ট মার্কেটিং কি? what is pinterest marketing

সাধারণত আপনার ব্যবসার প্রসার করতে হলে যত ধরনের টেকনিক বা উপায় অবলম্বন করতে হয় Pinterest marketing তার একটি অংশ।

Pinterest মার্কেটিং কিন্তু শুধুমাত্র ব্লগারদের জন্য নাই এটা ব্যবসায়ীদের জন্য সমান গুরুত্বপূর্ণ কেননা এর মাধ্যমে আপনি আপনার ব্যবসার জন্য কাঙ্খিত কাস্টমার পেয়ে যাবেন।

সহজ ভাবে বলতে গেলে,পিন্টারেস্ট এর মাধ্যমে আপনার পন্য বা ব্যবসার প্রচার বা প্রসার করাকে বলা হয়ে থাকে Pinterest Marketing।আশাকরি পিন্টারেস্ট মার্কেটিং কি আপনার এতক্ষনে বুঝে গিয়েছেন।

🤔পিন্টারেস্ট মার্কেটিং কেন করবেন

বর্তমান সময়ে আপনাকে যদি প্রতিযোগিতার এই বিশ্বের অন্যান্য ব্যবসায়ীদের সাথে তাল মিলিয়ে টিকে থাকতে হয় তাহলে অবশ্যই অনলাইনে মার্কেটিং টা খুবই জরুরী। অনলাইনে marketing বলতে এখানে বোঝানো হয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি।

ধরেন আপনার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেখানে অনেক ভাল মানের পণ্য রয়েছে কিন্তু মানুষ এটা জানে না তাহলে কিন্তু আপনার পণ্য কাঙ্খিত পরিমাণে বিক্রি হবে না। আপনি যদি আপনার প্রতিষ্ঠানটির প্রচার করতে পারেন তাহলে আপনার ব্যবসা সম্পর্কে অনেক মানুষ ধারণা পাবে এবং আপনার পণ্য সম্পর্কেও পাবে।

যারা ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্য কমন কিছু প্রশ্নের উত্তর ......১. ফ্রিলান্সিং কি?২. আমি ফ্রিলান্সিং করতে চা...
16/12/2022

যারা ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্য কমন কিছু প্রশ্নের উত্তর ......

১. ফ্রিলান্সিং কি?
২. আমি ফ্রিলান্সিং করতে চাই!
৩. আমি কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারব?
৪. কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন?

★ ফ্রিল্যান্সিং কী?
ফ্রিলান্সিং হলো মুক্তপেশা। আপনি কাজ করবেন আপনার ইচ্ছে মতো। আপনি চাইলে সকাল ১০ টা তেও কাজ করতে পারেন আবার আপনি চাইলে রাত ১২ টাতেও কাজ করতে পারেন। এর মানে এক কথায়, ফ্রিলান্সিং হলো আপনার পছন্দের কাজ আপনি যেখানে খুশি যখন খুশি করতে পারবেন একদম মুক্তভাবে

★ আমি ফ্রিল্যান্সিং করতে চাই!😇
খুবই ভাল কথা আপনি ফ্রিল্যান্সিং করতে চান। এখন আপনার জানা দরকার ফ্রিল্যান্সিং করতে চাইলে আপনার কি কি লাগবে? বা কি দরকার আপনার। ফ্রিলান্সিং এর জন্য সর্ব প্রথমে আপনার প্রয়োজন নিজের ইচ্ছেশক্তি, তারপর স্কিল, ডিভাইস, ইন্টারনেট কানেকশন ইত্যাদি।

★ আমি কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারব?😊
যদি আপনার কম্পিউটার না থাকে, তবে আপনি চাইলে মোবাইল দিয়েই ফ্রিলান্সিং শুরু করতে পারেন। মোবাইল দিয়েও ফ্রিলান্সিং করা সম্ভব। এইযে আপনি এখন যে ব্লগ পড়ছেন এটিও মোবাইল দিয়েই তৈরি আর মোবাইল থেকেই নিয়মিত পোস্ট করা হয়।
আপনি চাইলেই মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন বা অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন না কিন্তু ফ্রিলান্সিং জগতে অনেক কাজ আছে যেগুলো মোবাইল দিয়েই করা সম্ভব। যেমন- লিখালিখি করা, ওয়েব ডিজাইন করা, ডাটা এন্ট্রি, ট্রান্সলেট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সহ আরো অনেক কাজ।

★ কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন?🤔
আপনি যদি প্রথমেই টাকা আয়ের কথা চিন্তা করেন, তবে ফ্রিলান্সিং আপনার জন্য না। আপনাকে প্রথমেই একটা বিষয় নির্বাচন করতে হবে যে বিষয় নিয়ে আপনি কাজ করতে চান। তারপর আপনাকে সে বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে, তারপর আপনি কাজের চিন্তাভাবনা করতে পারেন।

পরিসংখ্যান অনুযায়ী, দেশে স্নাতক বেকারের সংখ্যা প্রায় ৪৬ শতাংশ। এভাবেই বেড়ে চলেছে দেশের বেকারত্ব, বিশেষ করে শিক্ষিত বেকা...
15/12/2022

পরিসংখ্যান অনুযায়ী, দেশে স্নাতক বেকারের সংখ্যা প্রায় ৪৬ শতাংশ। এভাবেই বেড়ে চলেছে দেশের বেকারত্ব, বিশেষ করে শিক্ষিত বেকারের হার। এই ভয়াবহ বেকারত্ব সমস্যা কিছুটা হলেও কমাতে পারে ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা। এর ফলে স্বাবলম্বী হতে পারবে একজন বেকার তরুণ ও তার পরিবার।

ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের বা প্রতিষ্ঠানের কাজ করে অর্থোপার্জন করাই মূলত ফ্রিল্যান্সিং। স্বাধীনভাবে কাজ করা যায় বলে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে এই পেশা। ফাইবার, ফ্রিলান্সিং ডটকম, আপওয়ার্ক ইত্যাদি হচ্ছে ফ্রিলান্সিংয়ের জন্য জনপ্রিয় ওয়েবসাইট। এ ওয়েবসাইটগুলোতে মানুষ বিভিন্ন ধরনের কাজ করে অর্থোপার্জন করছে, যার মধ্যে রয়েছে ডাটা এন্ট্রি, কনটেন্ট রাইটিং, কম্পিউটার প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, এসইও, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি।

ফ্রিল্যান্সিং করে এক দিকে যেমন একজন শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি আর্থিক সচ্ছলতা পায় অন্য দিকে পড়াশোনার পরবর্তী সময়ে আর বেকারত্বের তকমা থাকে না। বাংলাদেশে অধিকাংশ শিক্ষার্থীই পড়াশোনা শেষ করে চাকরির বাজারে প্রবেশ করে; কিন্তু চাকরি সবার ভাগ্যে থাকে না। যার ফলে তার মধ্যে হতাশা কাজ করে এবং বেকারত্ব সমস্যায় পড়ে। এই গতানুগতিক ধারার বাইরে গিয়ে একজন শিক্ষার্থী যদি নিজেকে তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ করে গড়ে তোলে এবং ফ্রিল্যান্সিং শুরু করে দেয়, বছর পার হতেই সে আর বেকার থাকবে না।

ফ্রিল‍্যান্সিং কেন করবেন 🤔আপনি কাজ করতে পারবেন যেকোনোভাবে, যেকোনো স্থানে বসে, প্রয়োজনে যে কারো সাথে। অর্থাৎ আপনার কাজটি...
14/12/2022

ফ্রিল‍্যান্সিং কেন করবেন 🤔

আপনি কাজ করতে পারবেন যেকোনোভাবে, যেকোনো স্থানে বসে, প্রয়োজনে যে কারো সাথে। অর্থাৎ আপনার কাজটি আপনি সম্পূর্ণ মুক্তভাবে করবেন। এছাড়াও এ ধরনের কাজের জন্য আপনার বিশাল অফিসেরও কোন প্রয়োজন নেই। স্বল্পপরিসরে অল্প কিছু দরকারি জিনিস নিয়েই মূলত নিজের দক্ষতাকে কাজে লাগিয়েই আপনি হতে পারবেন একজন সফল ফ্রিল্যান্সার।

👉মার্কেটপ্লেস কি? অনলাইনে এমন ওয়েবসাইট যেখানে বায়াররা তাদের কাজ করার মত দক্ষ লোক বা ফ্রিল্যান্সার খোজ করতে আসে। আবার যার...
13/12/2022

👉মার্কেটপ্লেস কি?

অনলাইনে এমন ওয়েবসাইট যেখানে বায়াররা তাদের কাজ করার মত দক্ষ লোক বা ফ্রিল্যান্সার খোজ করতে আসে। আবার যারা ফ্রিল্যান্সার, তারা কাজ খোজার জন্য এসব সাইটগুলো প্রবেশ করে। অনেক ফ্রিল্যান্সারদের মধ্য হতে যাচাই বাছাই করে বায়ার তার কাজের জন্য যোগ্য কাউকে বাছাই করে কাজ দেয়। এসব সাইটগুলোকেই মার্কেটপ্লেস বলে। মার্কেটপ্লেসগুলো বায়ার এবং ফ্রিল্যান্সারদের মধ্যে সংযোগস্থাপনকারী হিসেবে কাজ করে। বায়াররা এসব মার্কেটপ্লেসকে মূলত পেমেন্ট করে। সেই পেমেন্ট ফ্রিল্যান্সারদের মার্কেটপ্লেসের অ্যাকাউন্টে জমা হয়। পরে বিভিন্ন পদ্ধতিতে সেই ডলারগুলো উঠানো যায়। এসব মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সারদের কাজের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের রেটিংয়ের ব্যবস্থা রয়েছে। এগুলো দেখেই বায়াররা তাদের কাজের জন্য যোগ্য ফ্রিল্যান্সার বাছাই করতে পারেন।
অনলাইনে অনেকগুলো মার্কেটপ্লেস রয়েছে। বিভিন্ন বৈশিষ্ট্যের, বিভিন্ন ধরনের মার্কেটপ্লেস রয়েছে। 👈

🤔টুইটার মার্কেটিং🤔টুইটার মার্কেটিং মূলত একটি পরিকল্পনা যা গ্রাহকদের জন্য কন্টেন্ট তৈরি থেকে শুরু করে, কন্টেন্ট পাবলিশিং,...
13/12/2022

🤔টুইটার মার্কেটিং🤔

টুইটার মার্কেটিং মূলত একটি পরিকল্পনা যা গ্রাহকদের জন্য কন্টেন্ট তৈরি থেকে শুরু করে, কন্টেন্ট পাবলিশিং, কন্টেন্ট প্রচার করার প্রক্রিয়া। টুইটার মার্কেটিং হয়ে থাকে বায়ারদের জন্য, সেই সাথে তাদের নির্দিষ্ট কাস্টমারের জন্য, তাদের অনুসরণকারী ফলোয়ারদের জন্য। এই মার্কেটিংয়ের মাধ্যমে নতুন গ্রাহকরা, প্রতিষ্ঠান সম্পর্কে জানতে আগ্রহী হয়।

🤔🤔ইনস্টাগ্রাম মার্কেটিং কি 🤔🤔ইনস্টাগ্রাম মার্কেটিং এর মূল উদ্দেশ্য হলো, ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই ঘরে বসে থাকা অসংখ্য...
13/12/2022

🤔🤔ইনস্টাগ্রাম মার্কেটিং কি 🤔🤔

ইনস্টাগ্রাম মার্কেটিং এর মূল উদ্দেশ্য হলো, ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই ঘরে বসে থাকা অসংখ্য লক্ষবস্তু গ্রাহকদের কাছে নিজের পণ্যের প্রচার করা। দ্রুত গতিতে ইন্টারনেটের জনপ্রিয়তা ও প্রচলন বৃদ্ধির সাথে সাথে, ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যাও ঝড়ের গতিতে বৃদ্ধি পাচ্ছে।

এর সাথে সাথে Instagram এর মত জনপ্রিয় অনলাইন সোশ্যাল মিডিয়া প্লাটফ্রমগুলো যেমনঃ Facebook, linkedIn, twitter ইত্যাদি এর ব্যবহার গুলো ও হাজার গুনে বৃদ্ধি পেয়ে থাকছে। এই সুযোগের মাধ্যমেই আমরা ইনস্টাগ্রামের হাজার হাজার লক্ষ লক্ষ ইউজারদের নিকট আমাদের product বা services এর মার্কেটিং করতে পারি ঘরে বসেই।

ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্ষেত্রে এখানে ব্যবহার করা হয় business, products বা brand এর সাথে জড়িত বিভিন্ন images, videos বা text কনটেন্ট।

👉👉ফ্রিল্যান্সিংয়ের প্রসার ঘটলেও আয়ের দিক থেকে পিছিয়ে বাংলাদেশ। দ্য গ্লোবাল গিগ ইকোনমিকস ইনডেক্স ২০১৯ সালে ফ্রিল্যান্সারদ...
12/12/2022

👉👉ফ্রিল্যান্সিংয়ের প্রসার ঘটলেও আয়ের দিক থেকে পিছিয়ে বাংলাদেশ। দ্য গ্লোবাল গিগ ইকোনমিকস ইনডেক্স ২০১৯ সালে ফ্রিল্যান্সারদের ক্রমবর্ধমান আয়ের দেশের একটি তালিকা দেয়। তাতে শীর্ষ দশে বাংলাদেশ আছে, আট নম্বরে। বাংলাদেশের আগে আছে ফিলিপাইন, ভারত ও পাকিস্তান।

গত জুলাইয়ে জাপানের পত্রিকা নিককে এশিয়া তাদের একটি প্রতিবেদনে অক্সফোর্ড ইউনিভার্সিটির সূত্র দিয়ে বলেছে, অনলাইন মার্কেটে উদীয়মান দেশগুলোর শ্রমিকেরা উন্নত দেশের চেয়ে ঘণ্টাপ্রতি কম বেতনে কাজ করেন। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে, ঘণ্টাপ্রতি তাদের আয় ৩০ ডলারের বেশি। ফ্রিল্যান্সিংয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থেকেও বাংলাদেশের আয় সেখানে ১০ ডলারের কম। ভারত, পাকিস্তান ও ফিলিপাইন বাংলাদেশের চেয়ে ঘণ্টায় বেশি আয় করে।👈👈

কনটেন্ট মার্কেটিংঃকনটেন্ট হলো কোন একটি বিষয় বা বস্ত কে কেন্দ্র  করে ব্লগ ,ছবি বা ভিডিও চিত্রের মাধ্যমে তার আকর্ষণীয় বর...
11/12/2022

কনটেন্ট মার্কেটিংঃ

কনটেন্ট হলো কোন একটি বিষয় বা বস্ত কে কেন্দ্র করে ব্লগ ,ছবি বা ভিডিও চিত্রের মাধ্যমে তার আকর্ষণীয় বর্ণনা করে তা ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা। বিভিন্ন পণ্যের ডিজিটাল বিজ্ঞাপনকেও কনটেন্ট মার্কেটিং বলা যায়। ব্লগিং এর মাধ্যমে পণ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা, অনলাইনে ছবি বা পোষটারিং অথবা ভিডিও মাধ্যমে পণ্য বা ব্র্যান্ডের প্রচারকে কনটেন্ট মার্কেটিং বলে।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনঃ সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান বা এসইও মূলত আপনার ওয়েবসাইটি গুগল, ইয়াহু বিং অথবা অন্য কোন সার্চ ইঞ্জিনে অনুসন্ধান ফলাফলগুলি পর্যালোচনা করে থাকে। আজকের ডিজিটাল প্রতিযোগিতার বাজারে পণ্যের মার্কেটিংয়ের ক্ষেত্রে এসইও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। এসইওর মাধ্যমে আপনার পণ্যকে গুগল সার্চের বা সার্চ ইঞ্জিনের সবচাইতে উপরে নিয়ে আসবে, এতে আপনার পণ্যের বিক্রি বৃদ্ধি পাবে। কারন বর্তমানে মানুষ কোন পণ্য কেনার আগে গুগল থেকে বা সার্চ ইঞ্জিন থেকে সার্চ দিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে। গুগল তার তথ্য গুলো নিয়মিত আপডেট করে। আপনার সাইটি টি যদি এসইও করা থাকে তবে গুগল সার্চে প্রথম পেজ এ দেখাবে ফলে আপনার গ্রাহক বৃদ্ধি পাবে।

ফ্রিল্যান্সিং কোন কাজের নাম নয়। এটি হল কাজ করার একটি প্রসেস মাত্র। যেখানে কোন প্রতিষ্ঠানে স্থায়ীভাবে চুক্তিবদ্ধ না হয়ে ...
11/12/2022

ফ্রিল্যান্সিং কোন কাজের নাম নয়। এটি হল কাজ করার একটি প্রসেস মাত্র। যেখানে কোন প্রতিষ্ঠানে স্থায়ীভাবে চুক্তিবদ্ধ না হয়ে বা কোন প্রতিষ্ঠানের তত্বাবদায়নে না থেকে বরং অনলাইনের মাধ্যমে সরাসরি কোন উদ্দ্যোক্তার কাজ প্রজেক্ট বেসিসে সম্পন্ন করা। মানুষ শত বছর ধরে ফ্রিল্যান্সিং করে আসছে । যেমন বলা যায় একজন ড্রাইভারও ফ্রিল্যান্সার, কারণ সেও স্বাধীন ভাবে অন্যের গাড়ি চালায়, ইচ্ছা হলে প্যাসেঞ্জার নেয়, নাহলে নেয় না। তার স্বাধীনতা আছে। বর্তমানে প্রোফেশনাল ফটোগ্রাফাররাও এক একজন ফ্রিল্যান্সার, কারণ তারা কোথাও ফটোগ্রাফার হিসাবে স্থায়ীভাবে চাকরি করে না বরং বিভিন্ন অনুষ্ঠান একটি নির্দিষ্ট পরিমান পারিশ্রমিক বিনিময়ে ফটো শুট করে থাকে।
তাহলে আমরা বলতেই পারি যে, ফ্রিল্যান্সিং কোন স্থায়ী কাজ নয়, একটি কাজ করার ধরণ মাত্র।
আবার অনলাইন ফ্রিল্যান্সিং প্রক্রিয়া হলো, কোন একটি নির্দিষ্ট ওয়েব সাইটের মাধ্যমে একজন বায়ার বা ক্রেতা এবং একজন সেলার বা বিক্রেতাকে তার কিছু কাজ করে দেওয়ার জন্য আহ্বান জানাবে । আর নির্দিষ্ট পারিশ্রমিকের মাধ্যমে কাজে চুক্তিবদ্ধ হবেন, সেলার বা বিক্রেতাকে নিজের দক্ষতা দিয়ে কাজটা করবেন, আর সেটা অনলাইনের মাধ্যমেই বায়ার বা ক্রেতা ডেলিভার করবেন, আর সব শেষে অনলাইনের মাধ্যমেই বায়ার বা ক্রেতা সেলার বা বিক্রেতাকে পেমেন্ট করবে।

ফ্রিল্যান্সিং কি এবং সুবিধা কি কি?ফ্রিল্যান্সিং হলো স্বাধীন বা মুক্তপেশা। প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করা...
11/12/2022

ফ্রিল্যান্সিং কি এবং সুবিধা কি কি?

ফ্রিল্যান্সিং হলো স্বাধীন বা মুক্তপেশা। প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করা-কে ফ্রিল্যান্সিং বলে।

ফ্রিল্যান্সাররা ঘরে বসে তাদের কাজ করে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনলাইন হতে টাকা উপার্জন করতে পারেন। মূলত ফ্রিল্যান্স এর কাজে স্বাধীনতা থাকে বলে ফ্রিল্যান্সিং মুক্ত পেশা হিসেবে সকলের কাছে অনেক প্রিয় একটি পেশা।

ফ্রিল্যান্সিং কি ?
ঘরে বসে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজের চুক্তি করে সেই কাজ শেষ করে অনলাইনের মাধ্যমে ক্লায়েন্টের কাছে পৌছানোর মাধ্যমে আয় করাকে সংক্ষেপে ফ্রিল্যান্সিং বলা হয়।

আর ও সহজ ভাবে যদি বলি এক কথায়- নিজের স্কিল বা দক্ষতাকে কাজে লাগিয়ে ইন্টারনেট থেকে উপার্জন করাকে ফ্রিল্যান্সিং বলে।

ফ্রিল্যান্সিং এর সুবিধা কি?
ফ্রিল্যান্সিং এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এখানে স্বাধীনতা রয়েছে। কাজের জন্য কোন দায়বদ্ধতা থাকে না এবং কারো বকাঝকা খাওয়ার কোন সুযোগ নেই।

যে কোন সময় ফ্রিল্যান্সিং করতে পারবেন।
নগদ কোন টাকা বিনিয়োগের দরকার হয় না
একটি কম্পিউটার বা স্মার্টফোন ও ইন্টারনেটর সাহায্যে কাজ শুরু করতে পারবেন।
আপনি আপনার নিজের সময় অনুযায়ী কাজ করতে পারেন।
আপনার কোন Boss নেই। আপনি নিজেই আপনার বস।
চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করা যায়।
ঘরে বসে কাজ করা যায়।
কোন অফিস এর প্রয়োজন হয় না।
জানেন কি করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে ভালো জব করছে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা।

নানান কারনেই তথ্যপ্রযুক্তিভিত্বিক ফ্রিল্যান্সিং জবই বর্তমানে অনেক নিরাপদ এবং এটিই সবচেয়ে ভালো বাংলাদেশের তরুনদের জন্য।

লকডাউনে শুধু শুধু বাসায় অলস বসে না থেকে নিজের দক্ষতাকে নিয়ে যান আরো একধাপ এগিয়ে, তৈরি হন ফ্রিল্যান্সিং জবের জন্য।অনলাইনে দক্ষতা বৃদ্ধি করে নিজের ক্যারিয়ারকে প্রতিষ্ঠিত করুন ফ্রিল্যান্স আউটসোর্সিং মার্কেটপ্লেসে।

ফ্রিলান্সিং কিভাবে করব?
মানুষ এখন অনলাইনে অর্থ আয়ের জন্য নানা কৌশল প্রয়োগ করছে। অনলাইনে আয়ের নানা পথও তৈরি হয়েছে। তবে অনলাইনে কাজ করে আয় করতে গেলে কোন প্ল্যাটফর্ম ধরে এগোচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

অনলাইনে ফ্রিলান্সিং কাজ করে রাতারাতি কোটিপতি বনে যাওয়ার সুযোগ নেই। কিছু অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট ও রিসোর্স আছে, যা কাজে লাগিয়ে ফ্রিলান্সিং করে আয় করতে পারবেন।

আগে যে কোন একটা বিষয়ে দক্ষ হতে হবে। এরপর? এরপর অনলাইন মার্কেটপ্লেস গুলতে একটু সময় দিতে হবে। ঘাটাঘাটি করতে হবে। যারা অনেক দিন থেকে কাজ করে, তাদের প্রোফাইল দেখতে হবে। তাদের প্রোফাইল দেকে তাদের প্রোফাইলের মত নিজের প্রোফাইল সাজাতে হবে।

এবং ইংরেজীতে একটু দক্ষ হতে হবে। এমন না যে ফ্লুয়েন্টলি আপনাকে কথা বলতে হবে বা লিখতে হবে। অন্তত একটি জব পোস্ট পড়ে কি কি করতে বলছে, কি কি করতে হবে এবং ক্লায়েন্টের সাথে কথা বলার মত ইংরেজী জ্ঞান থাকতে হবে।

অনলাইনে ফ্রিলান্সিং কাজ করে রাতারাতি কোটিপতি বনে যাওয়ার সুযোগ নেই।কিছু অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট ও রিসোর্স আছে, যা কাজে লাগিয়ে ফ্রিলান্সিং করে আয় করতে পারবেন।

Address

Comilla

Telephone

+8801729673769

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Sifat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi Sifat:

Share