Shopno tumi

Shopno tumi সবাই পেইজটি Follow করে রাখুন

27/10/2023

ঘরে বসে সাফল্য পাওয়া যায় না। তোমাকে বাইরে যেতে হবে এবং এটি অর্জন করতে হবে।

22/10/2023

ফিলিস্তিনের বিজয়ে যারা খুশি তারাই বলবে
🇪🇭 🇪🇭
🥀 আলহামদুলিল্লাহ🥀

17/10/2023

মৃত্যুর যন্ত্রণা থেকেও.! মানসিক যন্ত্রণা অনেক বেশি কষ্টদায়ক.!

17/10/2023

৮০ টাকার নিচে পেঁপে ছাড়া কোন সবজি নাই!
নিজেরে কেমন জানি ইউরোপ ইউরোপ লাগে🙃

06/10/2023

আমি এক অন্ধ ব‍্যক্তির সাথে খেতে বসলাম, হঠাৎ কারেন্ট চলে গিয়েছে আমরা চিল্লাপাল্লা করছি তাড়াতাড়ি বিদ‍্যুত দিচ্ছে না কেন, পাশে থেকে অন্ধ ব‍্যক্তি বললো ভাই দুই মিনিট কারেন্ট না থাকায় আপনারা এতো চিল্লাপাল্লা করছেন, আমি ৪২ বছর ধরে চোখে দেখি না। ৪২ বছর আমার লাইফে কারেন্ট নেই আমার কতটুকু চিল্লানো দরকার।
আপনাকে আরেকটা কথা বলি, আপনারা স্বপ্নেও অনেক কিছু দেখেন, দিনে যেমন ম্পষ্ট দেখেন তেমনই দেখেন। কিন্তু আমরা যারা অন্ধ তারা স্বপনেও কিছু দেখি না, শুধু আওয়াজ শুনি, এই যে চোখ আল্লাহ্ দিয়েছেন আপনি দেখতে পারছেন এটার শুকরিয়া আদায় করে শেষ
করতে পারবেন না, Alhamdulillah!💙

06/10/2023

ধাঁধা,
কোন জিনিস গাছে সবুজ, দোকানে কালো,বাসায় লাল?

05/10/2023

কারো সাথে অন্যায় করলে, জু'লুম করলে ঠিক একই রকম অন্যায় এবং জু'লুমের শিকার তাকেও একদিন হতে হবেই। হতে পারে সেটা কিছুদিন আগে আর নয়তো কিছুদিন পরে। কিন্তু শাস্তি তাকে পেতে হবেই। কিন্তু আমরা ভুলে যাই সবকিছুরই একটা শেষ আছে। মহান আল্লাহ্ আমাদের সময় থাকতে নিজেদের ভুল বোঝার তৌফিক দিন। আমীন!
আল্লাহর বিচার বোঝা বড় মুসকিল

04/10/2023

বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঋতু হচ্ছে শীতকাল৷ শীতকালের চেয়ে সুন্দর অন্য কোনো ঋতু নাই৷ সুন্দর সুন্দর পোষাক পরা যায়, একটার উপরে দুইটা পরলেও কোনো সমস্যা নাই৷ সকালে উঠে 'চা' খেয়ে একটা তৃপ্তি পাওয়া যায়, একদম সন্ধ্যা হয়ে গেলে রাস্তার আশেপাশে বিভিন্ন রকমের পিঠা পাওয়া যায়৷ রাতে কারেন্ট চলে গেলেও সমস্যা নাই, গরমের কোনো প্যারা নাই একদম শান্তি মতো ঘুমানো যায়৷ রাস্তাঘাট সব শুকনা থাকে৷ মূলত এই ঋতুর পরিবেশটাই অন্যরকম আনন্দ নিয়ে আসে!❤️

03/10/2023

কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছো তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করোনি!😟

27/09/2023
18/09/2023

Address

Cumilla
3500

Telephone

+8801877597127

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shopno tumi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shopno tumi:

Videos

Share

Category