Tasty Food Discover

Tasty Food Discover আসসালামু আলাইকুম ❣️

💖🥀
13/10/2023

💖🥀

13/10/2023

কাঊকে জন্মদিনের শুভেচ্ছা জানানো খুবই সুন্নাহ বিরোধী কাজ !
আমার অতীতের জন্য আমি রব্বুল কারীমের কাছে লজ্জিত 😭

ভবিষ্যতে আমাকে জন্মদিনের শুভেচ্ছা না জানানোকেই আমি নিজের ও আপনার জন্য মঙ্গলময় মনে করি ♥️

জাজাকাল্লাহ💖

14/09/2023

যখন মানুষ বুঝে যায়,নিজের দুঃখ কষ্ট ও বে'দনার দায় কেবল তার নিজেরই। তখন মানুষ নিজেকে লুকিয়ে একা বেঁ'চে থাকতে শুরু করে। সে জেনে যায় এই পৃথিবীতে সবাই যার যার, তার তার। কারো জন্য কেউ নয়।

29/08/2023

O Allah, bless my time and make it full of Barakah. Help me to use it in the best way possible and make it a means of getting closer to You...

🖤
29/08/2023

🖤

"আমার মায়ের জন্য ঔষধ বাবদ প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা লাগতো। গত দুই মাস আগে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। মা মারা...
10/07/2023

"আমার মায়ের জন্য ঔষধ বাবদ প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা লাগতো। গত দুই মাস আগে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। মা মারা যাওয়ার কারণে, আমার তো এখন প্রতিমাসে পনেরো থেকে বিশ হাজার টাকা অতিরিক্ত থাকার কথা! কিন্তু সে টাকা কই ? আমি টাকার কোন হিসেব পাই না।"
--- স্যার শাহ্ আব্দুল হান্নান ---(সাবেক সচিব)।
স্যারের কথার সারমর্ম হল- মানুষ যখন চলে যায়, তার রিজিকের অংশও সাথে করে নিয়ে যায়। অর্থাৎ ভাই-বোন, আত্নীয়-স্বজন, পিতা-মাতার রিজিকের অংশ আপনার আয়ের মধ্যেই দেওয়া থাকে। কখনো ভাববেন না যে, আপনি যদি তাদের জন্য খরচ না করেন, তাহলে বরাদ্দকৃত অংশ আপনার মূল টাকায় যোগ হবে। তারা তাদের রিজিক খাচ্ছে, ঠিক যতটুকু আপনার ভান্ডারে তাদের জন্য তিনি (রিজিক দাতা) রেখেছেন। পরিবারের জন্য খরচ করার মতো সৌভাগ্য সবার হয়না, আর না সবাই সেই মানসিকতা রাখে।

#কালেক্টেড

🖤🌻
13/04/2023

🖤🌻

🖤🥀
03/04/2023

🖤🥀

02/04/2023

❣️

02/04/2023

❣️
23/03/2023

❣️

- These precious days are coming. 🌙❤️©cltd
19/03/2023

- These precious days are coming. 🌙❤️

©cltd

পান এর আদি কথাআমাদের গ্রামীণ সমাজে পান এখনো আপ্যায়ন ও সমাদরের প্রতীক। এছাড়া বৃদ্ধদের কাছে পান খুব জনপ্রিয়। বাঙ্গালির সাথ...
05/02/2022

পান এর আদি কথা

আমাদের গ্রামীণ সমাজে পান এখনো আপ্যায়ন ও সমাদরের প্রতীক। এছাড়া বৃদ্ধদের কাছে পান খুব জনপ্রিয়। বাঙ্গালির সাথের পানের পরিচয় অনেকদিন আগে থেকেই। “পান” শব্দটি অস্ট্রিক ভাষা থেকে এসেছে। সংস্কৃতিতে এটি হয়েছে “পর্ণ”, এর অর্থ হলো “পাতা”। সংস্কৃতিতে পানের আরেক নাম হলো “তাম্বুল”, আর তেলেগুতে “তমলপাক”। আর্যরা ভারতে আসার আগে এ পাতাটির সাথে বাঙালির পরিচয় ছিল না। পানের পাতা কোন অবলম্বনকে সাপের মতো জড়িয়ে ধরে থাকে বলে একে বলা হয়ে থাকে “নাগবল্লী”।

ইতিহাস থেকে দেখা যায়, প্রাচীনকালে খাওয়াদাওয়ার পর মসলাযুক্ত পানের খিলি পরিবেশন করা হতো। পান কেউ কেউ হাতে দিলেও আসলে পান দেয়া হয় পানের বাটায়। পানের বাটায় করে পান চুন সুপারি খয়ের ও অন্যান্য মসলা দেয়া হয়। প্রশান্ত মহাসাগরীয় এলাকার দেশগুলতে এবং পূর্ব ও দক্ষিণ ভারতে এভাবেই পানের বাটায় পান দেওয়া হয়। ইতিহাসবিদদের মতে, খিলি বানিয়ে পান পরিবেশনের রীতিটি আর্যরা প্রবর্তন করে এবং এই রীতিটিই পরে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পরে।

পান যেখানে চাষ করা হয় তাকে বলে “পানের বরজ”। আর যারা পান চাষ করে তাদের বলে “বারুজীবী” বা “বারুই”। পান বা তাম্বুল যারা বিক্রি করে তারা “তাম্বুলি” বা “তাম্বলি” বা “তামলী” নামে পরিচিত। প্রাচীন আমলে সম্ভ্রান্ত ব্যক্তিরা কোনো শুভ কাজের পরে সবাই মিলে পান খেতো।

পানের কিছু উপকারিয়তাও রয়েছে। পান রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। পান খেলে পেট পরিষ্কার হয়। এছাড়া হৃদকম্পন নিয়ন্ত্রণ করে পান। তবে খয়ের ও জর্দা খুব ক্ষতিকর।এতে এর পুস্টিগুন বিলুপ হয়ে হয়ে উল্টো মারাত্মক ক্ষতিকর হয় শরীর এর জন্য।

আমাদের মধ্যে যারা ৮০-৯০ এর দশকে জন্ম নিয়েছি  তারা সবাই কোন না কোন ভাবে কটকটির বা শন পাপড়ি বা হাওয়া মিস্টির সাথে পরিচিত।আ...
04/02/2022

আমাদের মধ্যে যারা ৮০-৯০ এর দশকে জন্ম নিয়েছি তারা সবাই কোন না কোন ভাবে কটকটির বা শন পাপড়ি বা হাওয়া মিস্টির সাথে পরিচিত।আমাদের অনেকের ছোটবেলার কোন না কোন মধুর স্মৃতি এই আইটেম গুলোর সাথে জড়িয়ে আছে।

অনেক নস্টালজিক স্মৃতি রয়েছে কটকটিওয়ালা,শনপাপড়ি বা হাওয়াই মিস্টি ওয়ালা ঘিরে। আজকে শুনতে চাইবো আপনাদের সেই সব মজার গল্প গুলোর কথা।কটকটি কিনতে যেয়ে ঘরের জিনিসপত্র চুরি করা,মাটি খুড়ে লোহা জমিয়ে শনপাপড়ি খাওয়া,শন পাপড়িকে বুড়ির চুল বা বিড়ালের পশম ভাবা,ইত্যাদি ইত্যাদি।

Address

Comilla

Telephone

+8801626712610

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasty Food Discover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tasty Food Discover:

Videos

Share

Category



You may also like