আমার পেজের সব লেখা আমার নিজস্ব না কারণ এতো লেখা নিজে দিতে পারবো না তাই কোনও লেখা পছন্দ হলে লেখক কিংবা ফটোগ্রাফারের ক্রেডিট দিয়েই পোস্ট করি৷ মূল মালিক না পেলে সেটা সংগৃহীত লেখা থাকে৷ আর আমার লেখা নিলে অবশ্যই ক্রেডিট দিবেন৷
পেজ খোলার পর বুঝলাম! বাঙালি কঠিন এক জিনিস৷ আপনি দশটা ভালো লেখা দিলে একটা তার মন মতন না হলেই আপনাকে গালি৷ অথচ তারা সমালোচনা করতে পারে না, সমালোচনা মানে সমানভাবে আলোচনা করা সেটা ক
জনে জানে! পারে শুধু নোংরামি আর হিংসা করতে,৷
কোনো পোস্টে কিছু মানুষ যখন বলে "আপনার থেকে এমন পোস্ট আশা করিনি" কিন্তু আমি অন্যকে খুশি করতে পোস্ট করি না৷ নিজের শান্তি আনন্দের জন্যে পোস্ট করি৷
কোনো পোস্ট নিয়ে মন্তব্য করার অধিকার আপনার আছে কিন্তু আমাকে কিংবা কমেন্টে কোনো মেয়ে ছেলে কাউকে হ্যারাস করা থেকে বিরত থাকবেন, না হলে কি করতে হবে জানা আছে৷
আপনাদের সাথে নিয়েই আমার এতোদূর আসা৷ দোয়া করবেন আমার জন্যে, এভাবে সবসময় সাপোর্ট দিবেন, ধন্যবাদ৷
First of all thank you for being with us.! Everyone who has been with this page for a long time is like my family.The purpose is to entertain you in a variety of ways.! Thanks Everyone.!
কিছু মানুষ আছে যারা নিজের ভাললাগার জন্য অন্যের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো নিয়ে বিলাসিতা করে কিন্তু এটা কেউ বোঝে না অনেক ভালোলাগা গুলোকে মূলহীন করলে নিজেকে কষ্ট ভোগ করতে হয়