Mohammad Mosharraf

Mohammad Mosharraf Upload Regularly Music and short video

09/12/2023

জীবন পরিবর্তনে এই লেকচার টি শুনুন,,যে কথা গুলো এভাবে কেউ বলেনি।

17/09/2023

দরিদ্রতার কারণে খুব কষ্ট হয়,নিজেকে ছোট মনে হয়?

যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন তিনিই দরিদ্র ছিলেন।
আর তিনি বলেছেন জান্নাতের অধিকাংশ মানুষই হবেন গরীব!

~তিরমিজি ২৭৩৭

I've received 7,200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
31/08/2023

I've received 7,200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

''লোকে ঠিকই বলে পৃথিবীতে কেউ কারোর নয় কিছুটা মায়া বাকিটা অভিনয় "
29/08/2023

''লোকে ঠিকই বলে পৃথিবীতে কেউ কারোর নয় কিছুটা মায়া বাকিটা অভিনয় "

পরীক্ষার প্রশ্ন..? 🤐
22/08/2023

পরীক্ষার প্রশ্ন..? 🤐

কেমনে কি....
22/08/2023

কেমনে কি....

15/08/2023
15/08/2023

আল্লামা সাঈদী দুনিয়ার কারাগার থেকে এখন মুক্ত।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহ আপনাকে জান্নাতের পাখি হিসেবে ক্ববুল করুন।

ইলিশ ঘাস খায় না, খড় খায় না, খৈল, ভুষি বা ফিডও খায় না!  ইলিশের জন্য চিকিৎসা খরচও নাই, ইলিশ পালতে দিনমজুরও রাখা লাগে না! ই...
26/07/2023

ইলিশ ঘাস খায় না, খড় খায় না,
খৈল, ভুষি বা ফিডও খায় না!
ইলিশের জন্য চিকিৎসা খরচও নাই, ইলিশ পালতে দিনমজুরও রাখা লাগে না! ইলিশ ইউক্রেন-রাশিয়া থেকেও আসে না কিংবা ইলিশ পুকুরেও চাষাবাদ করা হয় না!
নদী বা সমুদ্র থেকে জাল টেনে ধরে আনা ইলিশের দাম
গরু, ছাগলের মাংস থেকেও অনেক বেশী।
এর জন্য সরকার কে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

ইলিশ আমাদের জাতীয় মাছ!
সাধারণ মানুষ যদি সিজনের সময়ও ছয় মাসে একবার ইলিশ মাছ খেতে না পারে তাহলে এমন জাতীয় মাছ দিয়ে আমরা কি করবো?

12/06/2023

Facebook এ কারেন্টের বিল এসেছে 🧾 📢

যারা প্রেম করেছেন =৯৯ টাকা 💖

বিবহিতরা =৪৯ টাকা 😇

প্রেম করার চেষ্টা =২৫ টাকা 🙄

ব্রেকআপ =২০ টাকা 💔

সিংগেলরা = তোগো ফ্রি🤭

আগামী নয় দিনে মধ্যে সবাই বিল পরিশোধ করবেন।

যারা যারা বিল পরিশোধ করবেন না তদের Facebook একাউন্ট বন্ধ করে দেওয়া হবে 🤭🤭🤭🤭

আদেশক্রমে....💰💵
সিংগেল কমিটির প্রধান সভাপতি 🥱

17/05/2023

▌যে যেমন তার জীবনসঙ্গী তেমন

ٱلْخَبِيثَٰتُ لِلْخَبِيثِينَ وَٱلْخَبِيثُونَ لِلْخَبِيثَٰتِۖ وَٱلطَّيِّبَٰتُ لِلطَّيِّبِينَ وَٱلطَّيِّبُونَ لِلطَّيِّبَٰتِۚ أُو۟لَٰٓئِكَ مُبَرَّءُونَ مِمَّا يَقُولُونَۖ لَهُم مَّغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ

চরিত্রহীনা নারী চরিত্রহীন পুরুষদের জন্য, আর চরিত্রহীন পুরুষ চরিত্রহীনা নারীদের জন্য, চরিত্রবতী নারী চরিত্রবান পুরুষের জন্য, আর চরিত্রবান পুরুষ চরিত্রবতী নারীর জন্য। লোকেরা যা বলে তাত্থেকে তারা পবিত্র। তাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা।
------------------------[সুরা নূর-২৬]

02/05/2023

পরীক্ষার হলে পাশের রুম থেকে ম্যাডাম আসা মানে বুঝে নিবেন এটা খোদার রহমত....

01/05/2023

বাচ্চারা, প্রথম পরীক্ষা খারাপ হলেও তোমরা একদম ভেঙ্গে পড়োনা, আর্জেন্টিনা কিন্তু প্রথম ম্যাচ হেরেই বিশ্বকাপ জিতেছিলো!😎

01/05/2023

'টাকা হলেই দান করবো' এই মানসিকতা ঝেরে ফেলুন। দান করার জন্য অনেক টাকা থাকতে হবে, এটা জরুরি না।

আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা তাঁর মেয়েদেরকে বলতেন, "অনেক সম্পদ হলে দান করবো, এমনটা ভেবো না। 'বাড়তি টাকা হলে দান করবো' এমনটা ভাবলে বাড়তি টাকাও হবে না, দান করাও হবে না। বরং, যা আছে, তা থেকেই দান করো। দেখবে, তোমার ক্ষতি হবে না।"

দান করার জন্য উপলক্ষ্য খুঁজবেন না। এটাকে নিয়মিত রুটিন বানান। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ প্রতি ওয়াক্ত নামাজে যাবার আগে দান করে যেতেন।

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, একটি খেজুর হলেও দান করো।

আপনার পকেটে ২ টাকা থাকলেও দান করতে কার্পণ্য করবেন না। সম্পদ বৃদ্ধির অন্যতম উপায় হলো দান করা। যাদের দান করার মানসিকতা থাকে, তাদের হাতে আল্লাহ অঢেল টাকা দেন। পরীক্ষিত সত্য।

- ©

25/04/2023

একদিন সবার বিয়ে হয়ে যাবে। 🫠
শুধু আমি আর সালমান খান single থাকবো! 🐸

19/04/2023

চাঁদের পিক মাত্রাতিরিক্ত স্টোরি আর পোস্ট দেওয়ার কারনে সূর্যের jealousy তে এতো গরম পরছে।সালাই রাগ করে এমন তান্ডব চালাচ্ছে।🙂
দাও না বেশি বেশি করে চাঁদের পিক স্টোরিতে।🐸

15/04/2023

- আগামি ৩০ april মুক্তি পাচ্ছে

- সারা বছর কি করলি.!!🫡 মুভিটি

- পরিচালনা: দিপুমনি খালা..!🐸🔪

- আভিনয়ে: 2023 HSC ব্যাচ..!!🥹

- ভিলেন: মা-বাবা..!😒

- সমালোচনায়:প্রতিবেশী.

13/04/2023

আগেকার সময় ইফতারি নিয়ে যাওয়া হতো মসজিদে..!
আর এখনকার পুলাপাইন ইফতারি নিয়ে যায় বনে জঙ্গলে। আজব ব্যাপার..😊

এর নাম সেলফি ইফতার 📷🚨

11/04/2023

বাঁচতে হলে জানতে হবে, বুঝে শুনে চলতে হবেঃ

বেশিরভাগ মানুষ বদনজর-হিংসাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। ভাবে ধুর এতে আর কি হবে??

এতো কোন সমস্যাই হবেনা, নজর লাগলে কি কি সমস্যা হতে পারে পড়ুন।

তাদের জন্য দুইটি হাদিস।

✅ যদি বুঝা যায় নজর লেগেছে অমুক ব্যক্তি দ্বারা তাহলে তার ওজুর পানি দ্বারা গোসল দিলেই নজর কেটে যায়।

🔴 একজন মানুষ দীর্ঘদিন নজর দ্বারা আক্রান্ত থাকলে তার মাঝে জ্বিনের উপস্থিতি এমনি থাকে ৭০% রুগীকেই জ্বিনে আছর করে কিন্তু হিডেন থাকে, কেউ বুঝতে পারেনা।

বদনজরে আক্রান্তের লক্ষণঃ

১। ব্যবসা বানিজ্য ঝামেলা লেগে থাকে, ইনকামে বরকত হয়না, আস্তে আস্তে ইনকাম কমে আসে।

২। দোকানে আগে বিক্রি ভালো হলেও পরবর্তীতে কমতে থাকে।

৩। সংসারে আয় উন্নতি হয়না। কোন কাজ হয়ে গিয়েও হয়না

৪। চাকরি হয়েছে সব কিছু ঠিক আছে কিন্তু দেখা যায় সেই চাকরিটা চলে গেছে কোন কারন ছাড়াই।

৫। কারো নজর লাগলে অসুস্থতা, রোগ বালাই পিছু ছাড়েনা!

৬। যে কোনো সমস্যা লেগেই থাকে একের পর এক।

৭। বাঁধাগ্রস্থ হওয়া। (বিবাহ, চাকরি, ব্যাবসা বানিজ্য, বিদেশে যাওয়া বা আয় উন্নতি সহ যে কোনো কাজে ঝামেলা লেগে থাকা)

৮। মেজাজ খিটখিটে হয়ে থাকে, স্বামী স্ত্রী অল্পতেই রাগারাগি করে! আর মেজাজ দেখায়।

৯। খাবারের স্বাদ পাওয়া যায়না! নাকে গ্রাণ পাওয়া যায়না!

১০। শরীরের তাপমাত্রার কখনো সহনীয় আবার কখনো উচ্চমাত্রা হয়ে যায়।

১১। প্রেশার কখ‌নো হাই আবার কখ‌নো লো হয়ে যায়।

১২। শরীরের জ্বর জ্বর ভাব থাকেই ডাক্তার জ্বর খুজে পায়না। তবে ডাক্তার এইডারে বাতজ্বর বইলা দেয়।

১৩। ইবাদত করতে ইচ্ছে করেনা! জিকির আজকার ভালো লাগেনা।

১৪। যে কোনো রোগ বা অসুস্থতা দীর্ঘদিন চিকিৎসা করেও ভালো না হওয়া।

১৫। বাচ্চাদের নজর লাগলে তাদের ঠান্ডা কাশি পিছু ছাড়েনা -খাবার খেতে চায়না, কান্নাকাটি করে, ঘুমাতে চায়না ইত্যাদি

১৬। দীর্ঘদিন বদনজরের কারণে খাদেম জ্বিন আছে কিনা সেটা বোঝার সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে সরাসরি নামাজ কায়েম করতে বাঁধাগ্রস্থ হওয়া, সেল্ফ আমল করতে ভুলে যাওয়া বা কষ্ট হওয়া।

✅ আর একটা বিষয় সকলের জানা জরুরী হিংসা থেকেই সকল প্রকার জাদুটোনা শুরু হয়। সময় থাকতে সেগুলোর প্রতিহত করুন তাহলে কেউ জাদু করতে পারবেনা বা করলেও কাজ হবেনা। ইনশাআল্লাহ।।

জাবের (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ

العين تدخل الرجل القبر وتدخل الجمل القدر

অর্থঃ বদ নজর মানুষকে কবর পর্যন্ত পৌছে দেয় এবং উটকে পাতিলে ।
(সহীহ আল জামেঃ শাইখ আলবানী (রহঃ) সহীহ বলেছেনঃ ১২৪৯)

অর্থাৎ মানুষের নজর লাগায় সে মৃত্যুবরণ করে, যার ফলে তাকে কবরে দাফন করা হয়। আর উটকে যখন বদ নজর লাগে তখন তা মৃত্যু পর্যায়ে পৌছে যায় তখন সেটা যবাই করে পাতিলে পাকানো হয় ।

জাবের (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত যে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ

أكثر من يموت من أمتي بعد قضاء الله وقدره بالعين

অর্থঃ আমার উম্মতের মধ্যে তাকদীরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু বদ নজর লাগার দ্বারা হবে। (মুসনাদে বাযযার)

06/04/2023

আমার এক ছোট ভাইয়ের শ্বশুরের বঙ্গবাজারে তিনটা দোকান ছিল। তিনটা দোকানই পুড়ে ছাই। কোটি টাকার মালামাল কিছুই আর নেই।

মানুষটা অজ্ঞান হয়ে যাওয়ার কথা। বৃদ্ধ মানুষ, স্ট্রোক করার কথা। অথচ তিনি শান্ত গলায় বললেন,

ঢাকা শহরে আমি যখন প্রথম আসি, পকেটে কেবল ৮০টাকা ছিল। আল্লাহ সেই ৮০টাকা থেকেই এত কিছু দিয়েছিলেন। এগুলো আমার আল্লাহর মাল। তিনি দিয়েছিলেন, তিনিই নিয়ে গিয়েছেন। আমি আল্লাহর ফায়সালাতে রাজী…

ঈমান- এক অদ্ভুত শক্তির নাম।

কতটা শক্ত ঈমান হলে এভাবে বলা যায় আমার জানা নাই। 💔

~রিজওয়ানুল করিম।

05/04/2023

প্রথমে নিজের ঈমান ঠিক করুন তারপর মানব জাতিকে জ্ঞান দেন। যার ঈমান আছে তাঁর জ্ঞান-ও অসীম। ঈমান হলো শ্রেষ্ঠ মানব জাতির সম্পদ।

01/04/2023

╭──────────────────╮
🌸 𝐄𝐯𝐞𝐫𝐲 𝐌𝐮𝐬𝐥𝐢𝐦𝐬 𝐈𝐝𝐞𝐧𝐭𝐢𝐭𝐲 🌸
╰──────────────────╯

𝙽𝚊𝚖𝚎 : 𝐌𝐮𝐬𝐥𝐢𝐦.
𝙵𝚊𝚝𝚑𝚎𝚛'𝚜 𝙽𝚊𝚖𝚎 : 𝐀𝐝𝐨𝐦 (আ:)
𝙲𝚛𝚎𝚊𝚝𝚘𝚛 : 𝐀𝐥𝐥𝐚𝐡
𝙸𝚍𝚎𝚊𝚕 : 𝐌𝐮𝐡𝐚𝐦𝐦𝐚𝐝 (সা.)
𝙷𝚘𝚕𝚢 𝙱𝚘𝚘𝚔 : 𝐐𝐮𝐫𝐚𝐧
𝚁𝚎𝚕𝚒𝚐𝚒𝚘𝚗 : 𝐈𝐬𝐥𝐚𝐦
𝙸𝚍𝚎𝚗𝚝𝚒𝚝𝚢 : لَا إِلٰهَ إِلَّا الله مُحَمَّدٌ رَسُولُ الله‎
𝙷𝚘𝚋𝚋𝚒𝚎𝚜 : 𝐍𝐚𝐦𝐚𝐳 𝟓 𝐭𝐢𝐦𝐞𝐬 𝐚 𝐝𝐚𝐲
𝙿𝚛𝚎𝚜𝚎𝚗𝚝 𝙰𝚍𝚍𝚛𝚎𝚜𝚜 : 𝐃𝐮𝐧𝐢𝐲𝐚
𝙿𝚎𝚛𝚖𝚊𝚗𝚎𝚗𝚝 𝙰𝚍𝚍𝚛𝚎𝚜𝚜 : 𝐉𝐚𝐧𝐧𝐚𝐭 (𝐈𝐧 𝐬𝐡𝐚 𝐚𝐥𝐥𝐚𝐡)

29/03/2023

মায়ের মতো আপন কেউ নাই পৃথিবীতে.....

27/03/2023

তিনটি কাজে বিলম্ব করিও না
🔳১. নামাজের ওয়াক্ত হলে।
🔳২. মেয়ে-ছেলে বিয়ের উপযুক্ত হলে।
🔳৩. লাশ এর জানাযা হয়ে গেলে।

তিনটি জিনিস একবার আসে
🔳১. মাতা-পিতা।
🔳২. সৌন্দর্য্য।
🔳৩. যৌবন।

তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে
🔳১. সু-সন্তান।
🔳২. সদকা।
🔳৩. ইসলাম।

তিনটি জিনিস সম্মান নষ্ট করে
🔳১. চুরি করা।
🔳২. মিথ্যা কথা বলা।
🔳৩. চোগোলখুরি করা।

তিনটি জিনিস চিন্তায় রাখে
🔳১. হিংসা।
🔳২. অভাব।
🔳৩. সন্দেহ।

তিনটি জিনিসকে সব সময় মনে রেখো
🔳১. উপদেশ।
🔳২. উপকার।
🔳৩. মৃত্যু।

তিনটি জিনিস অভ্যাস করো
🔳১. নামাজ পড়া।
🔳২. সত্য বলা।
🔳৩. হালাল রিযিক।

তিনটি জিনিস থেকে দূরে থাকো
🔳১. মিথ্যা।
🔳২. অহংকার।
🔳৩. অভিশাপ।

তিনটি জিনিসের জন্য যুদ্ধ করো
🔳১. দেশ।
🔳২. জাতি।
🔳৩. সত্য।

তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো
🔳১. কলম।
🔳২. কসম।
🔳৩. কদম।

তিনটি জিনিসে ধ্বংস হয়ে যায়
🔳১. লোভ।
🔳২. হিংসা।
🔳৩. অহংকার।

আল্লাহ আমাদের সবাইকে এগুলোর উপর আমল করার তাওফীক দান করুন!
আমিন।🤲🤲

18/03/2023

অতীত দিয়ে মানুষকে কখনো বিচার করবেন না।

মানুষ শিখে,মানুষ বদলায়, মানুষ এগিয়ে যায়।

এমন অনেক মানুষ থাকে যাদের জায়গা তোমার রিদয়ে হয় কিন্তু তোমার জীবনে  নয়।
09/03/2023

এমন অনেক মানুষ থাকে যাদের জায়গা তোমার রিদয়ে হয় কিন্তু তোমার জীবনে নয়।

06/03/2023

Advice দেওয়া খুবই সোজা! কিন্তু same সিচুয়েশনে গিয়ে স্ট্রাগল করা অনেক কঠিন! আবার অনেক সময় তো এমনও হয় কেউ কাউকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক ভালো ভালো Advice দিতে পারে! কিন্তু সে নিজেই তার জীবনে সেই Advice গুলো শত চেষ্টা করেও মানতে পারে না!

Actually যার সিচুয়েশন একমাত্র সে-ই ভালো করে feel করতে পারে!🖤🙂..!!

04/03/2023

মোবাইল চার্জ করার সময় কখনো টিপবেন না
কারন,,, আপনি খাওয়ার সময় যদি কেউ আপনার গলা টিপে তাহলে কেমন লাগবে।

28/02/2023

জুনিয়রদের নিয়মিত লেখাপড়া করার উপদেশ দেয়ার পর আমার বিবেক হাউমাউ করে কেঁদে ওঠে 🥲😐😐

20/02/2023

খেয়েছি কিনা তারই জিজ্ঞেস করা শোভা পায়, যে খাইনি শুনে খাবার পাঠিয়ে দিবে নাহয় অনলাইনে অর্ডার করে দিবে।

© আখলাকুজ্জামান

15/02/2023

সিড়িতে দেখা হওয়া মাত্রই উপর তলার আন্টি বললেন.!😰

সমস্যা কি তোমার, আমার মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর তুমি আমাকে আর সালাম দেও না ক্যানো.!🙂

14/02/2023

"আমাদের আশেপাশের মানুষ গুলোই আমাদেরকে তিলে তিলে মেরে ফেলে।"🙂🙂

সবকিছুতেই জিততে হবে এমন মন-মানসিকতা নিয়েই প্রতিনিয়ত তাড়া করতে থাকে আমাদের। যদি কোনো কিছুতে পিছিয়ে পড়ি তাহলে আমাদের পিছিয়ে পড়া নিয়ে আফসোস কম হয় কারণ তার থেকে বেশি চিন্তা আশে অমুক কি বলবে, কি ভাববে!

"জীবনের কাছে হেরে গেলাম" এই একটা ভাবনা মনে ধারণ করে আত্মহত্যা করা মানুষগুলো আসলে নিজে মরে না। আমরা মেরে ফেলি, আমাদের মেরে ফেলা হয়।
কেউ হেরে যাওয়া অথবা অর্জন না করতে পারা মানুষটার কাঁধে হাত রেখে বলতে আশে না, "জিতে যাওয়া মানেই জীবন না, হেরে যাওয়ার মধ্যেও থাকে বেঁচে থাকার আনন্দ"।

হয়তো-বা যা পাইনি সেই অর্জনের জন্য আমাদের জন্মই হয় নি। এই কথাটা মনোবলে ভেঙে যাওয়া মানুষটাকে বিশ্বাস করাতে আশে না। শুধু সমালোচনাই মুখ্য থাকে। আর আমাদেরকে বড় হতে হতে দাড় করিয়ে দেয় প্রতিযোগিতায়। যেখানে সবাইকে প্রথম স্থান অধিকার করার জন্যই দৌড়াতে হয়।
সবাই সাফল্যের গল্পটাই পছন্দ করে কিন্তু কেউ শুনতে আশে না ব্যর্থ মানুষটার সফলতার জন্য কতটুকু চেষ্টা ছিল। সত্যিকার অর্থে আমরা কেউ মানতে রাজি না, সবাই সমান না, সবাইকে দিয়ে সব কিছু হয় না, কিন্ত তার মানে এই না যে তাকে দিয়ে কিছুই হবে না। সঠিক সময়ে সবকিছুই হবে, তাকে দিয়েই হবে। এইটুকু বিশ্বাস কেউ দিতে চায় না তাই চারিদিকে বাড়ছে মৃত্যু প্রবণতা। আসলে আশেপাশের মানুষ গুলোই আমাদেরকে মেরে ফেলে।
আর যারা এইসব উপেক্ষা করে বেঁচে যায় তারা হুমায়ুন আজাদের মতো আক্ষেপ করে বলে, " আমি হয়তো মারা যাবো খুব ছোট্ট কিছুর জন্য, ছোট স্বপ্নের জন্য, ছোট দুঃখের জন্য। আমি সম্ভবত মারা যাব কারো ঘুমের ভিতরে একটু দীর্ঘশ্বাসের জন্য"।

মেয়েরা তো বান্ধুবীদের কখনো খালা ডাকে না তাহলে তরা কেন বন্ধুদের মামা ডাকিস হে?
06/02/2023

মেয়েরা তো বান্ধুবীদের কখনো খালা ডাকে না তাহলে তরা কেন বন্ধুদের মামা ডাকিস হে?

দুই বান্ধবীর কথোপকথন,,,,,,
05/02/2023

দুই বান্ধবীর কথোপকথন,,,,,,

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Mosharraf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category