Md Mosharrof Hossen - মোঃ মোশারফ হোসেন

Md Mosharrof Hossen - মোঃ মোশারফ হোসেন Assalamualaikum ......🌸
Alhamdulillah for everything ❤
🌼
🇧🇩
B+
Last Donate 02/03/2022

29/10/2023

পুলিশের যে ভাইটি আক্রমণের শিকার হয়ে রাস্তায় মারা গেলো কালকে, তার জন্য অত্যন্ত ব্যথিত। ব্যথিত তার পরিবারের প্রতিও। এটা অনাকাঙ্ক্ষিত এবং নিন্দনীয়। অনেকে এই ধরনের মৃত্যুকে সেলিব্রেট করেন, দুঃখিত আমি এটা পারি না। এই পুলিশ ভাইটির করুণ মৃত্যু দেখে খুশি হওয়ার কোন উপলক্ষ আমি পাই না। আমার বরং করুণা হয় এটা ভেবে যে ছোট পদে চাকরি করা একটা পুলিশ ওপরের জোর-জবরদস্তিমূলক হুকুম পালন করতে গিয়ে এভাবে চিরতরে হারিয়ে গেলো। যাদের কাজ করতে গিয়ে সে মাঠে নেমেছিলো, তাদের কোনকিছুই হবে না, কিন্তু এই মানুষটার করুণ মৃত্যু তার পরিবারকে তছনছ করে ফেলবে!

অনেকে দেখি শুধুমাত্র পুলিশের এই মৃত্যুকেই সমালোচনা করছে এবং এরজন্য দায় বিরোধী রাজনৈতিক দলের ওপর চাপাচ্ছে।

কিন্তু কথাটা হল এই দেশটাকে জাহান্নাম বানানোর পেছনে পুলিশের অবদান নাই? গতকাল শুধু একজন পুলিশই না, বিরোধীদলের একজন কর্মীও ( যুবদল) মারা গেছে। তাদেরও বহু হতাহত হওয়ার ঘটনা ঘটেছে।

তো যারা শুধুমাত্র ওই পুলিশের মৃত্যুর জন্য শোক প্রকাশ করছেন, তারা যুবদলের ওই কর্মীর মৃত্যুর জন্য কেন শোক প্রকাশ করছেন না? কেন সেটার প্রতিবাদ করছেন না? নাকি যুবদলের ওই কর্মীর পরিবার নাই? তাদের শোক নাই?

পুলিশের প্রতি সাধারণ মানুষের কেন এই তীব্র ক্ষোভ, সেটা বুঝবার চেষ্টা করেছেন কখনও?

বিগত ১০ বছরে ১০ কোটি মানুষের ভোটাধিকার হরণ করতে পুলিশকে কীভাবে ব্যবহার করা হয়েছে, সেসব জানেন না? কত কত মায়ের ছেলে, সন্তানের বাবা গুম, খুন, অত্যাচারের শিকার হইছে জানেন না? মিথ্যা মামলা দিয়ে, হেফাজতে নানাভাবে নির্যাতন কারা করেছে? দেশটাকে পুলিশি রাষ্ট্র কীভাবে বানিয়ে ফেলা হয়েছে, জানেন না? পুলিশের অপকর্মগুলোর জবাব কে দিবে?

ইভেন গতকালের সমাবেশকে কেন্দ্র করে রাস্তাঘাটের মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে বসিয়ে অবৈধভাবে ফোনচেক কারা করেছে? শতশত মানুষকে আন্দোলনের আগেই ভুয়া মামলা দিয়ে কারা গ্রেফতার করেছে? এমনকি বিরোধীদলের শান্তিপূর্ণ সমাবেশকে কারা বাধাগ্রস্ত করে হার্ড লাইনে নিয়ে গিয়েছিলো? তাদের ওপর নির্বিচার গুলি কারা চালিয়েছিলো?

এইগুলো তারা কেন করে? কোন আইনে তারা এমন করতে পারে? এই সাহস কীভাবে পেয়েছে তারা বিগত ১৫ বছরে, এই প্রশ্নটাও করা জরুরি নয় কি?

এগুলো প্রশ্ন না করে শুধুমাত্র একজনের প্রতি শোক জানানোটা খুবই পক্ষপাতিত্ব হয়ে যায়। এটাও প্রশ্ন করেন বিরোধীদলের লোকদের রাস্তায় আন্দোলনেই বা নামতে হচ্ছে কেন? বারবার ভোটচুরি করে ক্ষমতার প্রদর্শন করে যারা গদিতে বসে আছে, তাদেরকে বলেন ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সরকারের অধীনে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন আয়োজন করতে। তাহলেই তো কারোই মাঠে নামার দরকার হয়না, আন্দোলনের দরকার হয়না। শান্তিপূর্ণভাবে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়।

কিন্তু আপনারা যখন এগুলোর কোনটা নিয়েই কোন প্রশ্ন তুলবেন না, কোন কনসার্ন দেখাবেন না, শুধুমাত্র একজন পুলিশের করুণ মৃত্যু নিয়ে কনসার্ন দেখাবেন, এইটারে বলে হিপোক্রেসি এবং সুবিধাবাদী বয়ান।

( পুনশ্চ:আমি এমন একটা দেশ চাই যেখানে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, পুলিশ কারো পেটোয়া বাহিনীতে পরিণত হবে না, আইনের বাইরে গিয়ে তারা কোন কাজ করবে না, রাষ্ট্রের সেবক হবে এবং গণতান্ত্রিক দেশে নাগরিকেরাও কোন সার্ভিসম্যানের ওপর অসংগত আচরণ করবে না বা তাদেরকে আক্রমণ করবে না। ক্ষমতার পালাবদল হবে, কে জিতলো সেটা বড় কথা নয়, হোক সেটা লীগ, দল বা অন্যকেউ, কিন্তু সেই প্রক্রিয়াটা হতে হবে অবশ্যই জনগণের ভোটে। )

©Saiyed Abdullah

18/08/2023

গতকাল মার্কেটে তোমার পছন্দ করা একটা জিনিস ছিলো , তোমার হাতে টাকা ছিলো না, তুমি নিতে পারলা না । আজ তোমার হাতে টাকা আছে ৷

মার্কেটে পছন্দ করা জিনিসটা আর নেই - জিনিসটা এফোর্ড করার সামর্থ্য নিয়াও তোমার হাত শূন্য ।

এটা হইলো নিজের সময়ের সাথে মানুষের একটা গ্যাপ । মানুষটার তার সময় থেকে পিছিয়ে পড়া ।

কখনো বা নিয়তি-ই...

সময়ের এই গ্যাপে অনেক মানুষ অনেক কিছু হারাইয়া ফেলে ।

শুরুতে সামর্থ্য থাকে না পছন্দের জিনিসটা এফোর্ড করার , তখন কষ্ট হয় । পরে সামর্থ্য হওয়ার পর জিনিসটারে ছুঁইতে না পারলে, ধরতে না পারলে আরও বেশি কষ্ট হয় ।

ছেলেরা চাকরি পাইতে পাইতে পছন্দের মানুষটার বিয়ে হয়ে যায় । একদিন চাকরি হয় । মানুষটা থাকে না আর ।

সন্তান আয় রোজগার কইরা মায়েরে ভালো একটা শাড়ি কিনে দিতে দিতে মা একদিন চলে যায় । শেষে ছেলের হাজারটা শাড়ি কেনার টাকা পকেট ভর্তি থাকে, কিন্তু হৃদয় শূন্য থাকে ।

যে সাঁতার জানে না, সেও পানিতে ভাসতে জানে, মরার পরে লাশ হয়ে , অসময়ে ।

সময় মানুষের জীবনে জটিল কিছুই বটে...

' আলোকশূন্য নক্ষত্র '

২০২৩ সালের এইচএসসি সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলার পক্ষ থেক...
16/08/2023

২০২৩ সালের এইচএসসি সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

16/08/2023

প্রজাতন্ত্র বলতে দেশে কোন কিছুই নাই সবাই লীগ। 🐸

24/11/2022

সিনেমা এখনো বাকি আছে 🇧🇷🤙🖤

ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের বর্বরোচিত হামলায় নিন্দা জানানো জন্য বিএনপিকে ধন্যবাদ।
08/10/2022

ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের বর্বরোচিত হামলায় নিন্দা জানানো জন্য বিএনপিকে ধন্যবাদ।

"আদালত যদি মনে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবরার ফাহাদের স্মরণসভা করে অন্যায় করেছে, ছাত্রলীগের হামলায় আহত হয়ে হাসপা...
08/10/2022

"আদালত যদি মনে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবরার ফাহাদের স্মরণসভা করে অন্যায় করেছে, ছাত্রলীগের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়ার অধিকার আমাদের নেতাকর্মীদের নেই, তাহলে একই অপরাধে আমরা সকলেই অপরাধী‍। পুলিশ লাগবে না, গোয়েন্দা লাগবে না, আমরা স্বেচ্ছায় আদালতের সামনে উপস্থিত হয়েছি‍। আমাদের সবাইকে গ্রেফতার করুন‍।"

- নুরুল হক‍ নুর‍।
(আহত ছাত্র অধিকার পরিষদ নেতাদের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি থেকে‍।)

গতকাল রাতে আরিফুল ইসলাম আদীব ভাইয়ের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
02/08/2022

গতকাল রাতে আরিফুল ইসলাম আদীব ভাইয়ের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শিক্ষা অধিকার প্রগতিবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলাধীন চৌদ্দগ্রাম উপজেলা আংশিক কমিটি আগামী ১...
28/07/2022

শিক্ষা অধিকার প্রগতিবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলাধীন চৌদ্দগ্রাম উপজেলা আংশিক কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হলো।
আশা করি,দুঃশাসনের অবসান ঘটিয়ে সম্প্রীতি- বৈষম্যহীন ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে সন্ত্রাসী ও অপ-রাজনীতি কার্যক্রমের প্রতি সোচ্চার থেকে আগামীর সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমানে নবনির্বাচিত নেতৃবৃন্দ মেধা,শ্রম দিয়ে ছাত্রদের জন্য কাজ করে কার্যকর ভূমিকা রাখবে।

নবনির্বাচিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। ❤️💐

বাংলাদেশ গণ অধিকার পরিষদ কুমিল্লা জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সকলকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা...
02/07/2022

বাংলাদেশ গণ অধিকার পরিষদ কুমিল্লা জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সকলকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন।💐❤

07/06/2022
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলা আওতাধীন বরুড়া উপজেলা'র ছাত্র, যুব,শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদের উদ্যে...
12/04/2022

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলা আওতাধীন বরুড়া উপজেলা'র ছাত্র, যুব,শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদের উদ্যোগে ইফতার বিতরণ ও মাহফিলে, বরুড়া উপজেলার ছাত্রলীগ ও যুবলীগ হামলা করে।এতে ১০ জন মারাত্মক আহত হয়।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শোক বার্তাব্রাহ্মণপাড়া যুব অধিকার পরিষদ এর  সম্মানিত সদস্য সচিব  সরকার মিজান ভাই এর শ্রদ্ধেয় পিতা জনাব মুজিবুর রহমান সরক...
17/01/2022

শোক বার্তা

ব্রাহ্মণপাড়া যুব অধিকার পরিষদ এর সম্মানিত সদস্য সচিব সরকার মিজান ভাই এর শ্রদ্ধেয় পিতা জনাব মুজিবুর রহমান সরকার মাখন গতকাল রাত ১০.00 টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ বাদ যোহর দক্ষিণ নাগাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলা মরহুমের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করছি। মরহুমের শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন উনাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। আমীন।

বার্তাপ্রেরক
মোশারফ হোসেন
দপ্তর সম্পাদক
ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলাধীন মনোহরঞ্জ উপজেলা শাখা কমিটি (আংশিক) আগামী (এক)বছরের জন্য অনুমোদন দেওয়...
09/01/2022

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলাধীন মনোহরঞ্জ উপজেলা শাখা কমিটি (আংশিক) আগামী (এক)বছরের জন্য অনুমোদন দেওয়া হলো।❤️🥀

নবনির্বাচিত সকল দায়িত্বশীলদের কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলা আপনাদের হাত ধরে এগিয়ে যাবে। ইনশাআল্লাহ ❤️

ফেনী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক, ফেনী-২ আসন থেকে ৩ বার নির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হা...
27/12/2021

ফেনী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক, ফেনী-২ আসন থেকে ৩ বার নির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারী ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।

বৃহস্পতিবার রাতে লঞ্চে আগুন দেখে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়া প্রায় ৩০০ মত যাত্রীকে উদ্ধার করে পাড়ে পৌছে দেন ৩৫ বছর বয়...
27/12/2021

বৃহস্পতিবার রাতে লঞ্চে আগুন দেখে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়া প্রায় ৩০০ মত যাত্রীকে উদ্ধার করে পাড়ে পৌছে দেন ৩৫ বছর বয়সি ট্রলারচালক এই মিলন খান। শুধু তাই না, তীরে পৌছে স্থানীয়দের সহায়তায় গরম কাপড়সহ কাউকে খাবারের ব্যবস্থা করেন। কাউকে হাসপাতালের পথ পর্যন্ত এগিয়ে দেন। সেদিন দিন রাত তিনটা থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত করে গেছেন বিনা ভাড়ায় নিজ উদ্যোগে!

স্ত্রী ও তিন সন্তান নিয়ে পাঁচজনের সংসারে ট্রলার চালিয়েই জীবিকা তার। ১০ টাকার বিনিময়ে দিয়াকুল থেকে শহরের লঞ্চঘাটে যাত্রী পারাপার করেন। মিলন খান বলেন, "যাত্রীদের চিৎকার ও আগুন দেখে ট্রলার নিয়ে ঘটনাস্থলে যাই। নদীতে ঝাঁপ দিয়ে ভেসে আসা যাত্রীদের উদ্ধার করে পাড়ে নিয়ে দিয়াকুল গ্রামের মানুষের সহায়তায় রাত থেকে সকাল পর্যন্ত প্রায় ৩০০ যাত্রী পার করে তীরে ও হাসপাতালে পাঠাতে সহায়তা করেছি। আমি কারও কাছ থেকে কোনো ভাড়া নিইনি। টাকাই সব নয়। বিপদে মানুষকে সহায়তা করেছি, এটাও কম নয়।"

অন্তর থেকে শ্রদ্ধা ও ভালবাসা মিলন খান। ঘুনে ধরা এদেশে আপনারাই সত্যিকার মানুষ হয়ে আলোজ্বেলে আমাদের বাচিয়ে রেখেছেন। অনেক দোয়া রইলো আপনার মতো মহান মানবিক মানুষের জন্য 💝

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা

অভিনন্দন!ছাত্র আন্দোলনের নেতা থেকে চিলির ইতিহাসে সর্বকনিষ্ঠ নির্বাচিত প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। ছাত্র থাকাকালেই অধি...
20/12/2021

অভিনন্দন!
ছাত্র আন্দোলনের নেতা থেকে চিলির ইতিহাসে সর্বকনিষ্ঠ নির্বাচিত প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। ছাত্র থাকাকালেই অধিকার আদায়ের আন্দোলনে সফলভাবে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এবার তিনি রাষ্ট্রের নেতৃত্বে এসেছেন।❤️

19/12/2021

আসসালামু আলাইকুম। সকল প্রসংশা মহান আল্লাহ তায়ালার। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা জেলার..কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর, কুমিল্লা দক্ষিণ জেলার নব নির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্ত সকলকে অভিনন্দন ও শুভকামনা 💐❤️ কুমিল্লা দক্ষিণ জেলায় আমাকে #দপ্তর_সম্পাদক পদে নির্বাচিত করায় দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞ। আরো কৃতজ্ঞতা জানাচ্ছি কুমিল্লা জেলার সকল সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের যারা নিরন্তন পরিশ্রম করে যাচ্ছে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে❤️সকলে সহযোগিতা ও পরামর্শ দিয়ে এ পদের দায়িত্ব যথাযথভাবে পালনে সগযোগিতা করবেন।

মোঃ মোশারফ হোসেন
দপ্তর সম্পাদক
ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলা

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Mosharrof Hossen - মোঃ মোশারফ হোসেন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category