RadioSaiful24.com

RadioSaiful24.com প্রিয় মানুষের গল্প গুলো শেয়ার করুন আম?

Today's the best Photo 🌿🥰💚💚💚💚💚💚💚💚💚💚.... beautiful 
17/05/2022

Today's the best Photo 🌿🥰
💚💚💚💚💚💚💚💚💚💚.... beautiful


17/05/2022

কিছু বছর পর যখন পিছন ফিরে তাকাবেন, তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোই হয়েছিল!"🌸🖤

22/01/2022

আমি কাগজ হীন ডাইরীতে,
শুধু তারেই একে যাই!🎋🖤

রাত যতোই গভীর হয় মানুষ ততই বুঝতে পারে,এই নিস্তব্ধ রাতের মতো সে কতটা একা!
10/11/2021

রাত যতোই গভীর হয় মানুষ ততই বুঝতে পারে,
এই নিস্তব্ধ রাতের মতো সে কতটা একা!

29/10/2021
26/10/2021
❤️❤️মায়ের কোল❤️❤️পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য ও নিরাপদ জায়গা।
07/10/2021

❤️❤️মায়ের কোল❤️❤️
পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য ও নিরাপদ জায়গা।

 
21/09/2021



হাজার ও পিকচার  এর মধ্যে সেরা একটা পিকচার।❤️
11/09/2021

হাজার ও পিকচার এর মধ্যে সেরা একটা পিকচার।❤️

আল্লাহ বলেনঃ তোমরা শুকরিয়া আদায় কর   আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দিব (সূরা ইব্রাহিম আয়াত- ৭)
09/09/2021

আল্লাহ বলেনঃ তোমরা শুকরিয়া আদায় কর
আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দিব
(সূরা ইব্রাহিম আয়াত- ৭)

09/09/2021

৪) আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃবান্দা যখন সিজদায় থাকে তখন তার রব...
29/08/2021

৪) আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

বান্দা যখন সিজদায় থাকে তখন তার রবের সবচাইতে নিকটবর্তী হয়। কাজেই তোমরা (সিজদায় গিয়ে) বেশি করে দু’আ কর।

[মুসলিম, রিয়াদুস সালেহীন- ১৪৯৮]

পরিশ্রমিক মানুষ🥰🖤
25/08/2021

পরিশ্রমিক মানুষ🥰🖤

"এই কিতাব অবতীর্ণ হয়েছে পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে।"                         আল কোরআন                সূরাঃ...
24/08/2021

"এই কিতাব অবতীর্ণ হয়েছে পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে।"

আল কোরআন
সূরাঃ জুমার - আয়াতঃ ০১

কেউ সৃষ্টির প্রেমে মুগ্ধ,😰আবার কেউ স্রষ্টার প্রেমে মুগ্ধ।❤️
20/08/2021

কেউ সৃষ্টির প্রেমে মুগ্ধ,😰
আবার কেউ স্রষ্টার প্রেমে মুগ্ধ।❤️

কারও সাধ্য নাই এমন জানাজায় ভিডিও ধারণ করারএশিয়ার দ্বিতীয় বৃহত্তম জানাজা চট্টগ্রাম-হাটহাজারী থানায়।ক্ষমতার দম্ভে যারা...
20/08/2021

কারও সাধ্য নাই এমন জানাজায় ভিডিও ধারণ করার
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জানাজা চট্টগ্রাম-হাটহাজারী থানায়।

ক্ষমতার দম্ভে যারা আলেম উলামাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলেন, তাদের সন্মান নিয়ে ছিনিমিনি খেলেন,
তারা দেখে নিন! আলেমদের সম্মান মানুষের মুখে নয়, মানুষের হৃদয়ে।
হে মুকুটহীন সম্রাট আল্লামা বাবুনগরী! আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে আরো সম্মানিত করুন।

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে। ( সুনানে- তিরমিযী-৮৭৭)
19/08/2021

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,

হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে।
( সুনানে- তিরমিযী-৮৭৭)

কিছু ছবির কখনো ক্যাপশন লাগে না।তেমনি একটা ছবি।ইচ্ছা থাকলে উপায় হয়।P: Tonmoy Ahmad Sazib
19/08/2021

কিছু ছবির কখনো ক্যাপশন লাগে না।তেমনি একটা ছবি।
ইচ্ছা থাকলে উপায় হয়।

P: Tonmoy Ahmad Sazib

৩টি দোয়া, যা কবুল হয়েছিলো এই দুনিয়াতেই!কুরআনে কারিমে অনেক দোয়া বর্ণিত হয়েছে। বর্ণিত এসব দোয়ার মাঝে ৩টি বিশেষ দোয়া রয়েছে...
18/08/2021

৩টি দোয়া, যা কবুল হয়েছিলো এই দুনিয়াতেই!
কুরআনে কারিমে অনেক দোয়া বর্ণিত হয়েছে। বর্ণিত এসব দোয়ার মাঝে ৩টি বিশেষ দোয়া রয়েছে, যেগুলো (সুবাহানাহু ওয়া তা'আলা) কবুল করেছেন বলে জানিয়ে দিয়েছেন।
আরও অবাক করার মতো বিষয় হলো, সৃষ্টিকর্তা মহান মালিকের মঞ্জুরকৃত দোয়াগুলো সবক’টিই জীবনঘনিষ্ঠ। এর প্রথম দোয়াটি – রোগমুক্তির জন্য, দ্বিতীয়টি – বিপদমুক্তির জন্য আর তৃতীয় দোয়াটি হলো – সন্তানলাভের জন্য।
❒ পবিত্র কোরআনে বর্ণিত প্রথম দোয়াটি হলো আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের। তার দোয়াটি ছিলো -
ﺃَﻧِّﻲ ﻣَﺴَّﻨِﻲَ ﺍﻟﻀُّﺮُّ ﻭَﺃَﻧﺖَ ﺃَﺭْﺣَﻢُ ﺍﻟﺮَّﺍﺣِﻤِﻴﻦَ
উচ্চারণ: আন্নী মাচ্ছানিয়াজ্জুররু ওয়া আনতা আরহামুর রাহিমীন।
অর্থ: (হে আমার প্রতিপালক!) আমাকে দুঃখ-ক্লেশ (ব্যাধি) স্পর্শ করেছে, আর তুমি তো (দয়ালুদের মধ্যে) শ্রেষ্ঠ দয়ালু।’
[সূরা আম্বিয়া : ৮৩]
এই দোয়া প্রসঙ্গে (সুবাহানাহু ওয়া তা'আলা) বলেন – ‘অতঃপর আমি তার (সেই) আহবানে সাড়া দিলাম এবং তার দুঃখ-কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবরাবর্গ ফিরিয়ে দিলাম, আর তাদের সঙ্গে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কৃপাবশতঃ আর এটা ইবাদতকারীদের জন্যে উপদেশস্বরূপ।’ [সূরা আম্বিয়া : ৮৪]
❒ দ্বিতীয় দোয়াটি ছিল আল্লাহর নবী হজরত ইউনুস আলাইহিস সালামের। ওই দোয়াটি হলো -
ﻟَّﺎ ﺇِﻟَٰﻪَ ﺇِﻟَّﺎ ﺃَﻧﺖَ ﺳُﺒْﺤَﺎﻧَﻚَ ﺇِﻧِّﻲ ﻛُﻨﺖُ ﻣِﻦَ ﺍﻟﻈَّﺎﻟِﻤِﻴﻦَ
উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জোয়ালিমীন।
অর্থ: তুমি ব্যতীত কোনো উপাস্য নেই; তুমি নির্দোষ আমি গোনাহগার।
[সূরা আম্বিয়া : ৮৭]
এই দোয়া বর্ণনার পর (সুবাহানাহু ওয়া তা'আলা) বলেন – ‘অতঃপর আমি তার (সেই) আহবানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আমি এমনিভাবে বিশ্ববাসীদেরকে মুক্তি দিয়ে থাকি।’
[সূরা আম্বিয়া : ৮৮]
❒ তৃতীয় দোয়াটি হলো হজরত জাকারিয়া আলাইহিস সালামের। বরকতময় এই দোয়ার দু’টি অংশ পবিত্র কোরআনের ভিন্ন দুই জায়গায় বর্ণিত হয়েছে।
● ﺭَﺏِّ ﻟَﺎ ﺗَﺬَﺭْﻧِﻲ ﻓَﺮْﺩًﺍ ﻭَﺃَﻧﺖَ ﺧَﻴْﺮُ ﺍﻟْﻮَﺍﺭِﺛِﻴﻦَ
উচ্চারণ: রাব্বী লা তাযারনী ফারদান ওয়া আনতা খাইরুল ওয়ারিসীন।
অর্থ: হে আমার পালনকর্তা! আমাকে একা রেখো না। তুমি তো উত্তম ওয়ারিস।
[সূরা আম্বিয়া : ৮৯]
কোরআনে কারিমে বর্ণিত এসব দোয়া (সুবাহানাহু ওয়া তা'আলা) কবুল করেছেন বলে ইরশাদ হয়েছে।
এই দোয়া কবুল হওয়া প্রসঙ্গে আল্লাহ (সুবাহানাহু ওয়া তা'আলা) বলেন – ‘অতঃপর আমি তার দোয়া কবুল করেছিলাম, তাকে দান করেছিলাম ইয়াহইয়া এবং তার জন্যে তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম।’
[সূরা আম্বিয়া : ৯০]
● একই বিষয়ে তিনি আরেকটি দোয়া করেছিলেন। সেই দোয়ার পর আল্লাহতায়ালার পক্ষ থেকে ফেরেশতারা এসে তাকে দোয়া কবুলের সুসংবাদ দিয়েছিলেন। যা সূরা আলে ইমরানের ৩৯ নম্বর আয়াতে বলা হয়েছে।
দোয়াটি হলো -
ﺭَﺏِّ ﻫَﺐْ ﻟِﻲ ﻣِﻦ ﻟَّﺪُﻧْﻚَ ﺫُﺭِّﻳَّﺔً ﻃَﻴِّﺒَﺔً ﺇِﻧَّﻚَ ﺳَﻤِﻴﻊُ ﺍﻟﺪُّﻋَﺎﺀ
উচ্চারণ: রাব্বী হাবলী মিল্লাদুনকা যুর্যিইয়াতান ত্বায়্যিবাতান ইন্নাকা সামিউদ্দোয়া।
অর্থ: হে আমার পালকর্তা! তোমার নিকট থেকে আমাকে পূত-পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী।
[সূরা আলে ইমরান: ৩৮]
দোয়ার উপরোক্ত ভাষ্যগুলোর গ্রহণযোগ্যতা যেহেতু পরীক্ষিত, সুতরাং রোগ মু্ক্তি, বিপদমুক্তি কিংবা সন্তান লাভের জন্য এসব দোয়ার মাধ্যমে প্রার্থনা করা বুদ্ধিমানের কাজ।
আল্লাহ (সুবাহানাহু ওয়া তা'আলা) আমাদের তওফিক দান করুন। আমিন!!!

হাজারো ছবির মাঝে শ্রেষ্ঠ একটি ছবি।♥♥♥
17/08/2021

হাজারো ছবির মাঝে
শ্রেষ্ঠ একটি ছবি।
♥♥♥

14/08/2021

-Close your eyes and just Feel this naat🖤🥰

মাশা-আল্লাহ       🕋চমৎকার প্রতিভা
13/08/2021

মাশা-আল্লাহ
🕋চমৎকার প্রতিভা

বিপদ-আপদে পড়ে আল্লাহর দিকে ফিরে আসতে লজ্জা পাওয়ার কিছু নেই।❖ আল্লাহ্ তা‘আলা প্রধানত মানুষের উপর বিপদ-মুসিবত পাঠান দুটো ক...
08/08/2021

বিপদ-আপদে পড়ে আল্লাহর দিকে ফিরে আসতে লজ্জা পাওয়ার কিছু নেই।
❖ আল্লাহ্ তা‘আলা প্রধানত মানুষের উপর বিপদ-মুসিবত পাঠান দুটো কারণে।
(১) গুনাহের শাস্তিস্বরূপ, যাতে তারা এই শাস্তির মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসে।
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন, ‘‘মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়ে; যার ফলে তাদেরকে তাদের কোনো কোনো (পাপ) কাজের শাস্তি তিনি আস্বাদন করান, যাতে তারা (আল্লাহর দিকে) ফিরে আসে।’’ [সুরা আর-রুম, আয়াত: ৪১]
(২) আল্লাহ্ তা‘আলা এই বিপদের মাধ্যমে মানুষের অনেক গুনাহ ক্ষমা করতে চান।
আল্লাহ তা‘আলা বলেন, ‘‘আর, তোমাদের যে বিপদাপদ ঘটে, তা তো তোমাদের কৃতকর্মেরই ফল। তিনি তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন।’’ [সুরা শুরা, আয়াত: ৩০]
❖ এমতাবস্থায় অধিকাংশ মানুষ কী করে?
আল্লাহ তা‘আলা বলেন, ‘‘মানুষকে যখন দুঃখ-দুর্দশা স্পর্শ করে, তখন সে শুয়ে-বসে-দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে। তারপর, আমি যখন তার দুঃখ-দুর্দশা দূর করে দিই, তখন সে এমনভাবে চলতে থাকে, যেন সে আপতিত দুঃখ-কষ্টের জন্য কখনোই আমাকে ডাকেনি।’’ [সুরা ইউনুস, আয়াত: ১২]
❖ বিপদে আল্লাহর দিকে ফিরে আসলে লজ্জার কিছু নেই; বরং প্রশংসনীয় ব্যাপার।
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন, ‘‘অতঃপর যখন তাদের কাছে আমার (পক্ষ হতে) শাস্তি আপতিত হলো, তখন তারা কেনো বিনীত হলো না?’’ [সুরা আন‘আম, আয়াত: ৪৩]
আল্লাহ্ নিজেই বলছেন, বিপদে পড়ার পর যাতে আমরা আল্লাহর কাছে কায়মনোবাক্যে দু‘আ-কান্নাকাটি করি, নিজ ভুলের স্বীকৃতি দিই। এটি আল্লাহ চান যে, মুসিবতে পড়লে আমরা তাঁর কাছে ফিরে যাই। অথচ, যখন কিছু মানুষ অসুস্থতায়, মৃত্যুভয়ে, বিপদ-মুসিবতে, ডিপ্রেশনে, রিলেশন ব্রেক-আপের কষ্টে, পারিবারিক ঝামেলায় বা অন্য কোনো বিপদে আল্লাহর দিকে ফিরে আসে, তাদের নিয়ে অনেতে ট্রল করা শুরু করেন! এমন নোংরা কাজের জন্য আল্লাহ কঠিনভাবে পাকড়াও করবেন। এমনকি পূর্বসূরি অনেক আলিম বলেছেন, কোনো মন্দ কাজ থেকে তাওবাহকারী ব্যক্তিকে যদি কেউ সেই কাজের জন্য লজ্জা দেয়, তবে সেই ব্যক্তির মৃত্যু ততদিন আসবে না, যতদিন না সে নিজেও এই কাজে জড়াবে। [তাফসিরে কুরতুবি]
এখন আপনি বলবেন, অনেকে তো শো-অফ করার জন্য বাহ্যত ধার্মিক সাজে। এরপর বিপদ কেটে গেলে আগের মতো হয়ে যায়। এ ব্যাপারে স্পষ্ট কথা হলো, কে কোন্ ইনটেনশন (নিয়ত) থেকে ধর্মে ফিরে আসেন, তার বিচার করার দায়িত্ব আল্লাহ আমার-আপনার উপর ন্যস্ত করেননি। মানুষের অন্তর ফেঁড়ে দেখাও আমাদের দায়িত্ব নয়। যিনি অন্তর্যামী, এই কাজটা তাঁরই। সুতরাং এতটা জাজমেন্টাল হবেন না। তাদের ফিরে আসাকে এপ্রিশিয়েট করুন, উৎসাহ দিন, তাদের জন্য দু‘আ করুন; নিজের হিদায়াতের জন্যও দু‘আ করুন। আমরা প্রত্যেকেই হিদায়াতের কাঙাল।

Surah:- 5:9وَعَدَ اللّٰہُ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ ۙ لَہُمۡ مَّغۡفِرَۃٌ وَّ اَجۡرٌ عَظِیۡمٌ ﴿۹﴾ যারা...
06/08/2021

Surah:- 5:9

وَعَدَ اللّٰہُ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ ۙ لَہُمۡ مَّغۡفِرَۃٌ وَّ اَجۡرٌ عَظِیۡمٌ ﴿۹﴾

যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে আল্লাহ ওয়াদা দিয়েছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার!

কিছু ছবির আলাদা ক্যাপশন লাগে না ❤📷: জীবন
05/08/2021

কিছু ছবির আলাদা ক্যাপশন লাগে না ❤
📷: জীবন

Address

Comilla
COMILLA

Telephone

+8801923066267

Website

Alerts

Be the first to know and let us send you an email when RadioSaiful24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category