Mst.Rohima akther

Mst.Rohima akther Rohima akther is ready to give you full computer skill and freelancing

19/01/2023

❤️❤️Wellcome post❤️❤️

Assalamuwalaikum Everyone,wellcome to my page.Iam a digital markerter and social media marketer.and canva desaing, content creator.iam ready to provide the said servies to you👇👇👇👇👇👇👇

Like and follow this page💥💥💥💥💥👇👇👇

Thank you everyone❤️❤️

আসসালামু অলাইকুম সবাইকে, আলহামদুল্লিলা Goal setup program er 3 part done. skill text e ইনশাল্লাহ ভালো কিছু হবে।এবং ধন্যব...
17/01/2023

আসসালামু অলাইকুম সবাইকে, আলহামদুল্লিলা Goal setup program er 3 part done. skill text e ইনশাল্লাহ ভালো কিছু হবে।এবং ধন্যবাদ Success biz family কে আমাদের এতো বড়ো একটা সুযোগ করে দেওয়ার জন্য।

আসসালামু  অলাইকুম সবাইকে,Goal setup program er 2nd part ও শেষ করলাম। এবং নিজেকে skill test এর জন্য তৈরি হতে আরো সহজ করে ...
17/01/2023

আসসালামু অলাইকুম সবাইকে,Goal setup program er 2nd part ও শেষ করলাম। এবং নিজেকে skill test এর জন্য তৈরি হতে আরো সহজ করে দিচ্ছে এই। Goal setup program class গুলো। এবং অসংখ্য ধন্যবাদ Rubayet Ul karim স্যারকে।

আসসালামু অলাইকুম,সবাইকে Goal steup program এর  part 1খুব মন দিয়ে দেখে শেষ করলাম। আর অনেক ধন্যবাদ Rubayet Ul Karim sir কে...
17/01/2023

আসসালামু অলাইকুম,সবাইকে Goal steup program এর part 1খুব মন দিয়ে দেখে শেষ করলাম। আর অনেক ধন্যবাদ Rubayet Ul Karim sir কে এতো সুন্দর করে goal steup program er fast part টা বুঝানোর জন্য। এবং স্যার এর মূল্যবান সময়টা আমাদের দেওয়ার জন্য অনেক ধন্যবাদ স্যারকে।

মেয়েদের ফ্রিল্যান্সিং – মেয়েদেরও কী আসা উচিত এই ফ্রিল্যাসিং নাকি উচিত না।।।।।।।বাংলাদেশের একদল ছেলেমেয়ে এখন প্রতিদিনই প...
14/12/2022

মেয়েদের ফ্রিল্যান্সিং – মেয়েদেরও কী আসা উচিত এই ফ্রিল্যাসিং নাকি উচিত না।।।।।।।

বাংলাদেশের একদল ছেলেমেয়ে এখন প্রতিদিনই প্রায় এককোটি টাকা আয় করে ইন্টারনেটে ফ্রিল্যািন্সিং ও আউটসোর্সিং এর মাধ্যমে। কিন্তু এদের মধ্যে ৯৬ শতাংশই ছেলে এবং বাকি মাত্র ৪ শতাংশ মেয়ে। এই হলো রেজিস্টার্ড ফ্রিল্যান্সারদের। কিন্তু সত্যিকার অর্থে যারা কাজ করছেন, তাদের সংখ্যা ধরলে এই হার ১ শতাংশেরও কম

মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং | আপনার নির্দিষ্ট কোন কাজে দক্ষতা আছে? ওয়েব ডেভেলপমেন্ট অথবা প্রোগ্রামিং কিংবা আপনি কি গ্রাফিক্স ডিজাইনার অথবা এনিমেশন নির্মাতা? নাকি এক্সপার্ট কনেন্ট রাইটার? অথবা অনলাইন কনসালটেলন্সি অথবা মার্কেটিংয়ে অভিজ্ঞতা আছে? আপনি যাই হোন না কেন, ইন্টারনেটে রয়েছে আপনার জন্য বিশাল এক কাজের বাজার। কেবল উপরের কোন কাজেই দক্ষ হতে হবে এমন নয়। বরং ফ্রিল্যান্সিং এর বিভিন্ন বিভাগে হাজারো কাজ অপেক্ষা করছে আপনার জন্য।

ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বর্তমান সময়ে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে এখন বেশ আলোচিত একটি বিষয়। বিশেষ করে তরুণ যুব সমাজের কাছে, যারা পড়াশোনার পাশাপাশি নিজেরাই নিজেদের কর্মসংস্থানের পথ গড়ে তুলতে চায়। ফ্রিল্যান্সিং এমনি একটি পেশা যেখানে যে কেউ তার মেধা দিয়ে শূন্য থেকে বেশ বড় সফলতা বয়ে আনতে পারে।

বাংলাদেশের একদল ছেলেমেয়ে এখন প্রতিদিনই প্রায় এককোটি টাকা আয় করে ইন্টারনেটে ফ্রিল্যািন্সিং ও আউটসোর্সিং এর মাধ্যমে। কিন্তু এদের মধ্যে ৯৬ শতাংশই ছেলে এবং বাকি মাত্র ৪ শতাংশ মেয়ে। এই হলো রেজিস্টার্ড ফ্রিল্যান্সারদের। কিন্তু সত্যিকার অর্থে যারা কাজ করছেন, তাদের সংখ্যা ধরলে এই হার ১ শতাংশেরও কম।

কিন্ত বিশ্বের অন্যান্য দেশে এই হার অনেক বেশি। কারণ ঘরে বসে নিজের সময় অনুসারে কাজ করার স্বাধীনতা আসলে মেয়েদের জন্য এক বড় দুনিয়ার উন্মোচনকারী সুযোগ। যদি তাই হবে, তাহলে বাংলাদেশের মেয়েরা কেন এই জগতে আসছে না? কেন অপার সম্ভাবনার এই ইন্টারনেট দুনিয়ায় মেয়েদের এত কম উপস্থিতী? আর কেনই বা ফ্রিল্যান্সিংএ মেয়েদের এত অনীহা? ইন্টারনেটে মেয়েদের এই পিছিয়ে থাকার কিছু লক্ষণীয় কারণ হচ্ছে:

১. মেয়েরা এই ব্যাপারে কম জানে
উন্নত দেশের তুলনায় আমাদের দেশে মেয়েদের শিক্ষার সুযোগ অনেক কম। সামাজিক ও পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে মেয়েরা পড়াশোনা বেশিদূর চালিয়ে যাওয়ার সুযোগ পায় না। যেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের ক্ষেত্রেই নারীরা অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, সেখানে তারা প্রযুক্তি জ্ঞান সম্পর্কেঅজ্ঞাত থাকবে এটাই স্বাভাবিক।

অথচ আমাদের দেশের মেয়েরা অনেক মেধাবী। একটু সুযোগ পেলেই তারা পারিবারিক, সামাজিক এমনকি রাষ্ট্রীয় খাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। কিন্তু যথেষ্ট প্রযুক্তি জ্ঞানের অভাবে আমাদের দেশের মেয়েরা ফ্রিল্যান্সিং সম্পর্কে খুব কম জানে। যার ফলে প্রচণ্ড সম্ভাবনাময় এই খাতে তাদের উপস্থিতী তুলনামূলক কম। যা মোটেই কাম্য নয়।

২. তাদের আত্মবিশ্বাস অনেক কম
“আমি কি পারবো?” বা “লোকে কি বলবে?” একবিংশ শতাব্দীর এই আধুনিক যুগে এসেও এই চিন্তুগুলো অধিকাংশ মেয়েদের মধ্যে রয়ে গেছে। ফলে যেকোন কাজ শুরুর পূর্বে এই নেতিবাচক ধারণাগুলো তাদের সফল হতে দেয় না। বর্তমানে অনেক মেয়ে সফল ফ্রিল্যান্সার আছে। আমাদের এই উপমহাদেশে বিশেষ করে ভারত ও পাকিস্তানে প্রচুর পরিমাণে মেয়ে ফ্রিল্যান্সার রয়েছে, যার দীর্ঘদিন ধরে সফলতার সাথে ফ্রিল্যান্সিং করছে।

তাই সবার আগে আত্মবিশ্বাস আনাটা জরুরী অন্য সবাই পারলে আপনিও পারবেন। তারা যেভাবে পারিবারিক অন্যান্য কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিং এ বেশ ভালো সফলতা অর্জন করছে, ঠিক একই কাজ আপনার দ্বারাও সম্ভব।

৩. কীভাবে শুরু করবে তা জানে না
অনেক মেয়েদেরই ইন্টারনেট সম্পর্কে প্রাথমিক ধারণা আছে অথবা অনেক মেয়েরাই কিছু কিছু কাজ জানে। কিন্তু তারা অনলাইনে এই কাজগুলো কীভাবে শুরু করবে তা জানে না। এটা একটি অন্যতম প্রধান সমস্যা।

আমাদের দেশে কিছু শিক্ষকরা শিক্ষার্থীদের শেখানোর চেয়ে নিজেদের জাহির করতে বেশি পছন্দ করে এবং করেও থাকে। এর ফলে শিক্ষার্থীদের কাছে তাদের জ্ঞানটা ঠিকই জাহির হয়, পক্ষান্তর শিক্ষার্থীদের শেখা হয় না কিছুই। ভালো মেন্টর বা শিক্ষকের অভাবে অনেক মেয়েরা আগ্রহ থাকা সত্বেও এই পেশায় আসতে পারছে না।

৪. সঠিক গাইড লাইনের অভাব
অনেকেই মনে করে থাকে যে, “ফ্রিল্যান্সিং মানেই ওয়েব ডিজাইন কিংবা গ্রাফিক ডিজাইন। আমি তো এগুলোর কিছুই পারি না। তাহলে আমি কিভাবে কাজ করবো?” কিন্তু তাদের এই ধারণা আদৌ সঠিক নয়। ফ্রিল্যান্সিং মানেই শুধুমাত্র ওয়েব ডিজাইন কিংবা গ্রাফিক ডিজাইন নয়। এই দুইটি ফ্রিল্যান্সিং এর দুইটি কাজের নাম মাত্র।

বস্তুত, ফ্রিল্যান্সিং অনেক বৃহৎ একটি ধারণা। আপনি যেকোন কাজেই দক্ষ হোন না কেন, ফ্রিল্যান্সিং দুনিয়া আপনার জন্য উন্মুক্ত। আপনি ভালো লিখতে জানেন? তাহলে এখানে আপনি আর্টিকেল লেখার কাজ পাবেন। আপনি ভালো ছবি আঁকতে জানেন? তাহলে এখানে আপনি আর্টিস্টের কাজ পাবেন। আবার আপনার ভয়েস অনেক সুন্দর? তাহলে বিভিন্ন ভিডিওতে আপনি আপনার কণ্ঠ ব্যবহার করেও উপার্জন করতে পারবেন।

মোট কথা, ফ্রিল্যান্সিং এক অপার সম্ভাবনার ক্ষেত্রে। এখানে সকল মেধা ও প্রতিভারই মূল্য দেয়া হয়। যার ফলে আপনার যেকোন বিষয়ে ভালো অভিজ্ঞতা থাকলে আপনি সেই মোতাবেক কোন না কোন কাজ ঠিকই পেয়ে যাবেন।
সুতরাং দেখা যাচ্ছে পারিপার্শ্বিক বিভিন্ন দিক চিন্তার করলে মেয়েদের জন্য বাংলাদেশে ফ্রিল্যান্সিং শেখার পথ অতটা মসৃণ নয়। অনেক নারীই নানা কারণে পরিবার ছেড়ে বের হতে পারেন না। কিন্তু এই পরিস্থিতিতে ভেঙে না পরে ঘরে বসেই নিজের বিকাশ ঘটিয়েছেন এমন নারীর সংখ্যাও নেহাতই কম নয়।

সুতরাং আইসিটি এমন একটি সেক্টর, যেখানে কাজ জানা থাকলে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে থেকেও নিজের যোগ্যতার প্রমাণ দেওয়া যায়। তাই দেখা যাচ্ছে, বর্তমান সময়ে মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং খুবই গুরুত্বপূর্ণ একটি সম্ভবনাময় সুযোগ হয়ে দাঁড়িয়েছে।

মেয়েরা কেন ফ্রিল্যান্সিং করবেন?
আপনি যদি যথেষ্ট ধনী হয়ে থাকেন, তাও আপনার জন্য ফ্রিল্যান্সিং শেখা খুবই গুরুত্বপূর্ণ। হতে পারে আপনি যথেষ্ট স্বচ্ছল। কিন্তু আপনাকেও কাজ করতে হবে। যারা জীবনে বড় কিছু করতে পেরেছে, অবশ্যই কাজের মাধ্যমেই করেছে। চলুন, এক নজরে জেনে নেই ফ্রিল্যান্সিং মেয়েদের জন্য কেনো গুরুত্বপূর্ণ?

১. আমাদের দেশে ধর্ষণ এর সংখ্যা এখন অতিমাত্রায় বেড়ে গেছে। এর ফলে ঘরের বাইরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা একটি দুরহ ব্যপার হয়ে দাঁড়িয়েছে। ধর্ষণের পরিমাণ এখন এতটাই বেড়েছে যে, নারীদের জন্য বাইরে কাজ করা বেশি ঝুঁকিপূর্ণ। তাই ঘরে বসে নিরাপদে কাজ করবেন, এমন একটা পথই খোলা আছে এবং তা হচ্ছে ফ্রিল্যান্সি।

২. আমাদের পুরুষত্রান্ত্রিক সমাজে নিয়ম হচ্ছে ছেলেরা বাইরে কাজ করবে আর মেয়েরা বাসায় থাকবে। কিন্তু বর্তমান সময়ে এই ধারণাটা অনেক বদলে গেছে। এখন অনেক স্বামীই তার স্ত্রীকে বাইরে কাজ করার জন্য আগ্রহ প্রদান করছেন। কিন্তু আপনি যদি একান্তুই বাইরে যেতে না না চান, তাহলে ফ্রিল্যান্সিংই হতে পারে আপনার উপার্জনের একমাত্র হাতিয়ার। এর ফলে স্বামীর পাশাপাশি আপনিও পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনতে যথেষ্ট ভূমিকা রাখতে পারেন।

৩. আমাদের দেশের মেয়েরা সবাই পর্দা করে না। কিন্তু তার মধ্যেও অনেকেই আছেন, যারা পর্দা করেন। আর তাদের জন্য বাড়ির বাইরে গিয়ে কাজ করাটা অসম্ভব। তাই ফ্রিল্যান্সিং শিখলে ঘরে বসেই কাজ করতে পারবেন। এর ফলে আপনার পর্দা ভঙ্গ করা হবে না।

অনলাইন মার্কেটপ্লেসে ২০০ প্রকারেরও বেশি কাজ রয়েছে। আপনি যেকোনো একটি কাজ শিখে আপনার ফ্রিল্যান্সার লাইফ শুরু করতে পারেন। অনলাইনে কাজ শিখে নিলে তারপর খুবই সিম্পল। আপনাকে সারাদিন মোবাইল বা কম্পিউটার নিয়ে বসে থাকতে হবে না। যখন কোনো একটা কাজ পাবেন, তখন শুধু কাজ টা করবেন। অনলাইনে অনেক সফল মেয়ে ফ্রিল্যান্সার আছে। তাঁদের অনুসরণ করে দেখুন।

►►
শেষ কথা
ফ্রিল্যান্সিং এ হাজারও কাজ রয়েছে, এ কথা যেমন সত্য, তেমনি একটি কঠিন সত্য হচ্ছে- ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে হলে আপনাকে দক্ষ হতেই হবে। কোন কাজের দক্ষতা ছাড়া আপনি মার্কেটপ্লেসগুলোতে কাজ করতে পারবেন না। ফ্রিল্যান্সিং শুরুর জন্য তাই আপনাকে নির্দিষ্ট বিষয় নির্বাচন করতে হবে এরপর উক্ত বিষয়ে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে।

Happy Freelencing ✌️✌️✌️✌️

রাত্রি জেগে চাকরি খুঁজছেন?বাদ দিন...!  তারচেয়ে  বরং স্কিল ডেভেলপ করেন,চাকরি আপনাকে খুঁজবে। ডিজিটাল মার্কেটিং শিখার মাধ্য...
07/12/2022

রাত্রি জেগে চাকরি খুঁজছেন?
বাদ দিন...!
তারচেয়ে বরং স্কিল ডেভেলপ করেন,
চাকরি আপনাকে খুঁজবে।

ডিজিটাল মার্কেটিং শিখার মাধ্যমে আপনি খুব সহজে নিজের স্কিল ডেভেলপ করতে পারেন। এবং নিজের ক্যারিয়ার ও গড়ে তুলতে পারেন।

চাকরি নামক সোনার হরিণের পিছনে ছুটে ছুটে হয়রান না হয়ে। ফ্রিল্যাসিং শিখে ডিজিটাল মাটকেটিং শিখে নিজের ক্যাটিয়ার গড়ে তুলুন।
তুলনামুলক কম সময়ে ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার গড়তে পারবেন একথা বলছি কারণ এই ইন্ডস্ট্রিতে দক্ষ জনবলের প্রচন্ড অভাব।

আপনি দক্ষ হলে নিশ্চতভাবে চাকরির বাজার লুফে নিবে আপনাকে।
এছাড়াও ডিজিটাল মার্কেটিং শেখা থাকলে ঘরে বসে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করতে পারবেন। অনলাইনে ইনকাম করা থেকে শুরু করে নিজের বিজনেস গড়ার অণুপ্রেরণা ও পেয়ে থাকি।

ফ্রিল্যান্সিং পেশা................. ফ্রিল্যাসিং টা আসলে কী।ফ্রিল্যান্সিং হচ্ছে এটি একটি মুক্ত পেশা। এটাতে কারো কথা শুনতে...
05/12/2022

ফ্রিল্যান্সিং পেশা................. ফ্রিল্যাসিং টা আসলে কী।

ফ্রিল্যান্সিং হচ্ছে এটি একটি মুক্ত পেশা। এটাতে কারো কথা শুনতে হয় না কারো কথা মানতে হয় না।এইখানে আপনি আপনার ইচ্ছাকৃত ভাবে কাজ করতে পারবেন।

আমার মন চাইলো আমি কাজ করলাম, আমার মন চাইলো না আমি কাজ করলাম না ☺️এই স্বাধীনতা টা আপনি আর কোথাও না পেলে ও ফ্রিল্যাসিং জগতে এই স্বাধীনতাটা আপনি পাবেন।✌️✌️✌️

একটা মজার বিষয় হলো এখান থেকে আপনি হিসাব ছাড়া ইনকাম করতে পারবেন নিজের টাকায় মা বাবার স্বপ্ন পূর্ন করতে পারবেন, নিজের ড্রিম নিজেই পূরণ করতে পারবেন 💞

আপনার চারদিকের পরিবেশ হয়তো আপনাকে ভবিষ্যৎকে ব্যর্থতার দিকে নিয়ে যেতে চাইবে।

কিন্তু আপনি যদি প্রতিটি ডেডিকেশন দিয়ে করতে পারেন,
তবে দিন শেষে আপনি একজন সফল ব্যাক্তি হবেন।

সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো।
সাফল্য এমনিই আসবে।

frelencing

আপনি কি বেকার?? এই বেকারত্ব কী আপনার জীবনের সুন্দর সপ্নগুলোকে মেরে ফেলছে।আমাদের জীবনে এই বেকারত্ব  টা কিন্তুু আমাদের জীব...
02/12/2022

আপনি কি বেকার?? এই বেকারত্ব কী আপনার জীবনের সুন্দর সপ্নগুলোকে মেরে ফেলছে।
আমাদের জীবনে এই বেকারত্ব টা কিন্তুু আমাদের জীবনের অনেক মূল্যবান সময়টাকে নষ্ট করে দিয়ে থাকে।
ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি আমার জীবনকে বেকার মুক্ত ও স্বাবলম্বী করে তুলতে পারেন। এবং ফ্রিল্যাসিং এর মাধ্যমে একজন সফল ব্যাক্তি হিসেবে নিজের পরিবার এবং দেশর পাশে দাড়াতে পারেন।

তাহলে আসুন আমরা যেনে নেই কিভাবে ফ্রিল্যান্সিং করবো। অনেকে আমরা এইটার শুরুটা জানি না এবং অনেকে প্রথমে ভয় পেয়ে যাই যে আমি কী পারবো,

ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের বা প্রতিষ্ঠানের কাজ করে অর্থ উপার্জন করাই মূলত ফ্রিল্যান্সিং। অর্থের বিনিময়ে কাজ করা যোদ্ধাদের থেকে ফ্রিল্যান্সারদের উৎপত্তি। ওয়াল্টার স্কট নামের এক লেখকের বইয়ে ১৮১৯ সালে প্রথম ‘ফ্রিল্যান্সার’ শব্দটি ব্যবহৃত হয়। মুক্তভাবে কাজ করা যায় বলে বর্তমানে সারা বিশ্বের শিক্ষার্থীদের মধ্যেই ফ্রিল্যান্সিং বহুলভাবে প্রচলিত। প্রতিনিয়ত এর প্রসার বেড়েই চলেছে। বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের জন্য জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে ফাইভার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক ইত্যাদি। এসব ওয়েবসাইটে মানুষ বিভিন্ন ধরনের কাজ করে মোটা অঙ্কের অর্থ উপার্জন করছেন, যার মধ্যে ডেটা এন্ট্রি, কনটেন্ট রাইটিং, কম্পিউটার প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এসইও, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন ইত্যাদি।

তাহলে আর দেরি না করে, শুরু করে দেন।

Happy Frelencing ✌️✌️✌️✌️✌️

ফ্রিল্যাসিং করে কী আসলে নিজের জীবনের বেকারত্ব দূর করা সম্ভব।নিজের বেকারত্ব  জীবনটাকে আসলে কিন্তুু অভিশাপের মতো মনে হয়। আ...
28/11/2022

ফ্রিল্যাসিং করে কী আসলে নিজের জীবনের বেকারত্ব দূর করা সম্ভব।

নিজের বেকারত্ব জীবনটাকে আসলে কিন্তুু অভিশাপের মতো মনে হয়।

আপনি খেয়াল করবেন যারা বেকার বসে আছে তাদের মধ্যে আলস্যটা এমনভাবে ঝেঁকে বসে পরবর্তীতে সেই আলস্যটা দূর করতে চাইলেও সাধ্যের বাইরে চলে যায়।

আমরা আলস্য জীবনে পড়ার আগে চলুন না নিজেকে একজন ফ্রিল্যাসার হিসাবে গড়ে তুলি। জীবনটাকে একটা প্রাণ দিই।অন্যের ভার বহন করার জন্যে না হলেও নিজে চলতে পারি মতো একটা ব্যবস্থা করি যাতে কারো কাছে হাত পাততে না হয়। নিজের জিবনের বেকারত্ব আলস্য সবকিছু আপনি দূর করতে পারবেন। যদি আপনি ফ্রিল্যাসিং এ আসেন। এই ফ্রিল্যাসিং আপনাকে আপনার জীবনটাকে জয় করতে শিখাবে। এবং সামনের দিকে এগিয়ে যেতে আপনাকে সাহায্য করবে।

চাইলেই পারা যায় জীবনটাকে সুন্দর করে সাজাতে। সমাজ, পরিবার-পরিজন, আত্মীয়দের কটু কথা থেকে নিজেকে বাচাঁতে। নিজের পায়ে দাড়াঁতে কষ্ট একটু করতেই হয়। নিজের জীবনকে এগিয়ে নেওয়া এবং নিজের সাফ্যলের সিঁড়িতে দাড়াতে দেখতে পারার সিন্ধান্ত টা আপনাকে ই নিতে হবে।

HAPPY Freelencing 🧡🧡🧡🧡🧡🧡🧡

ছাত্রজীবনে হলো ফ্রিল্যান্সিং শেখার অন্যতম একটি সময়।যেই সময়টা  আমরা  অবসর থেকে আড্ডা , খেলাধুলা Facebook,Youtube, Free_F...
24/11/2022

ছাত্রজীবনে হলো ফ্রিল্যান্সিং শেখার অন্যতম একটি সময়।

যেই সময়টা আমরা অবসর থেকে আড্ডা , খেলাধুলা Facebook,Youtube, Free_Fire, PUBG খেলায় সময় দিয়ে আমাদের মূল্যবান সময়টাকে নষ্ট করে দিচ্ছি।।

ফেসবুক এবং ইউটিউব কে কাজে লাগিয়ে আমরা ঘরে বসে ই আয় করতে পারি।যেই সময়টা আমরা আমাদের আড্ডায় খেলাধুলাই নষ্ট করে দিচ্ছি। সেই সময়টাকে কাজে লাগিয়ে নিজেদের ক্যাটিয়ার গড়ে তুলতে পারি আমরা।।।।

ফ্রিল্যান্সিং Skillup হয়ে নিজের ক্যারিয়ার গড়তে পারি ।

পরিবারের পাশে দাঁড়ানোর একটি মাত্র মাধ্যম!সেটি হল ফ্রিল্যান্সিং।
ফ্রিল্যান্সিং শেখার মাধ্যমে, নিজের Skillup করে,ঘরে বসে ইনকাম করা যায়।
হয়তো একটিমাত্র উদ্যোগ, আপনার জীবনকে পাল্টে ফেলতে পারে।
তাহলে কেন আমরা বেকার বসে থাকবেন?কেন আমরা পরিবারের বোঝা হয়ে থাকবো?
এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যেমন আপনি আপনার নিজের জীবনকে devolopment করতে পারবেন। ঠিক তেমনই নিজের পরিবারের পাশে ও একটা সাহায্যের হাত হয়ে দাড়াতে পারবেন।
যে মানুষটা দিনরাত পরিশ্রম করে, আমাদের মুখে এক মুঠো আহার তুলে দিচ্ছে, সেই মানুষটি আর কেউ না, নিজের বাবা।
একবারও কি ইচ্ছে করে না বাবার পাশে দাঁড়াতে? সময় তো চলে যাচ্ছে, তাই সঠিক সময়ে সঠিক সিন্ধান্ত।একটি মাএ সঠিক সিন্দান্ত ই পারে আপনার জীবন টাকে পাল্টে দিতে পারে।
আমরা চাইলেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে পারি।

22/11/2022

কি কি দক্ষতা লাগবে ফ্রিল্যান্সিং করতে..❓

অনেকেরই কনফিউশন থাকে যে আসলেই কি আমি ফ্রিল্যান্সিং (Freelancing) করতে পারবো?👀 কি কি জিনিস দরকার এই কাজের জন্য❓
✅ আসলে সত্যি কথা বলতে তেমন কিছুই লাগবে না আপনাকে এই পেশা শুরু করার জন্য। প্রথম যে জিনিসটা আপনার লাগবে সেটি হলো ইচ্ছাশক্তি ও ধৈর্য। ইচ্ছাশক্তি যদি থাকে তাহলে আপনি সহজে যেকোনো ডেক্টরে নিজেকে সফল করে তুলতে পারবেন। জিবনে নিজেকে সাফ্যলের সিঁড়িতে যদি নিজেকে দাড়িয়ে থাকতে দেখতে চান। তাহলে নিজের জীবন টাকে সেভাবে devolopment করতে হবে। এবং নিজের ভিতরে দক্ষতাগুলো কাজে লাগিয়ে নিজের জীবনে সফলতা অজন করা যায়।

Happy Freelancing ✌️✌️✌️✌️✌️

আমারা সবাই ই একটা জিনিসের সাথে বেশ পরিচত। আর সেই জিনিসটা হলো ফেসবুক।এই নামটার সাথে আমরা বেশ পরিচিত। আপনি যদি কাউকে জিজ্ঞ...
19/11/2022

আমারা সবাই ই একটা জিনিসের সাথে বেশ পরিচত। আর সেই জিনিসটা হলো ফেসবুক।এই নামটার সাথে আমরা বেশ পরিচিত। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে আপনি কতো বছর দরে ফেসবুক চালান। হয়তো কেউ বলবে ৫ বছর ৬ বছর হয়ত বা তার ও আগে থেকে।কিন্তুু আমরা অনেকেই এই ফেসবুকের সাথে পরিচিত ঠিক ই কিন্তুু। আমরা অনেকে এইটার সঠিক ব্যবহার টা জানি না। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন আপনি কী ফেসবুক user সে বলবে অবশ্যই। কিন্তুু না আমাদের এই ধারনা টা ও ভুল ফেসবুক ই আমাদের use করতেছে। আমরা যদি ফেসবুকের সঠিক নিয়ম টা জানি তাহলে এই ফেসবুক ফ্লটাফরম টাকে ই বানিয়ে নিতে পারি ক্যারিয়ারের অংশ। এই ফেসবুক থেকে আমরা অনেক টাকা ইনকাম করতে পারি। কিন্তুু তার আগে আমাদের এইটার ব্যবহার টা জানতে হবে। ফেসবুক টা চালানো টা কিন্তুু আমাদের সবার মধ্য একটা নেশা হিসাবে কাজ করে থাকে। আর সেই নেশা টা কে যদি বানিয়ে নেওয়া যায় আমাদের পেশা। তাহলে কেমন হয়।আমরা অনেকে ই ফেসবুকের সঠিক ব্যবহার টা না জানায়। আমাদের জীবনে অনেক মূল্যবান সময় ই নষ্ট করে দিচ্ছি। তাই আর দেরি না করে জীবনের সঠিক সময়গুলোকে সঠিক কাজে লাগাই। এবং নিজের জীবনকে সফল করার চেষ্টা করি।

।।। সঠিক সয়য়ে সঠিক সিদ্ধান্ত। ।।।।।।।।।।।।।

Happy Freelanceing ✌️✌️✌️✌️✌️✌️✌️

ফ্রিল্যান্সিং এই ফ্লটাফরম এ অনেকগুলো ধাপ রয়েছ  তার মধ্য একটি হলো এফিলিয়েট মাটকেটিং এখন প্রশ্ন হলো এফিলিয়েট মার্কেটিং কি?...
18/11/2022

ফ্রিল্যান্সিং এই ফ্লটাফরম এ অনেকগুলো ধাপ রয়েছ তার মধ্য একটি হলো এফিলিয়েট মাটকেটিং এখন প্রশ্ন হলো এফিলিয়েট মার্কেটিং কি? কারা করে। এবং কীভাবে কটে এইরকম অনেক প্রশ্নগুলো ই আমাদের মনে মধ্যে আসে।।।।।।।।।

এফিলিয়েট হচ্ছে, কোনো কোম্পানি তার নিজের পণ্যকে বাইরের কাওকে দিয়ে প্রোমোট করানো

নিজের ওয়েবসাইটে প্রোডাক্টের রিভিউ করা। ইউটিউব এ ভিডিও তৈরি করা। অথবা ফেসবুক টুইটার ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচার করা।এতে কোন ব্যক্তি যদি আপনার পছন্দ কিত প্রোডাক্টটি করে তাহলে তার থেকে আপনি নির্দিষ্ট পরিমাণে কমিশন পাবেন। সেটা, হতে পারে ৫% ১০% ১২% অথবা তার থেকেও কিছু বেশি। ধরুন আপনি একটি ২০০০ টাকা দামের প্রোডাক্ট বিক্রি করলেন ফেসবুকের মাধ্যমে। এতে আপনার কিছুই করতে হবে না শুধু যে ব্যক্তি প্রোডাক্টটি কিনতে চায়। তার, আপনার মাধ্যমে প্রোডাক্টের অর্ডার করতে হবে। প্রোডাক্ট পৌঁছে দেয়ার দায়িত্ব কোম্পানির। আপনার দেওয়া লিংকে থেকে ২০০০ টাকা দিয়ে আপনি প্রোডাক্ট ক্রয় করল।প্রোডাক্টের যদি ১০% কমিশন উল্লেখ থাকে তবে আপনি ১০০ টাকা ১০ টাকা পাবেন তাহলে ১০০০ টাকা আপনি পাচ্ছেন ১০০ টাকা ২০০০ টাকায় ২০০ টাকা।এভাবে আপনি ধরুন দিনে ৫ টি প্রোডাক্ট বিক্রি করলেন তাহলে আপনার অর্থের পরিমাণ হবে ১০০০ টাকা। এটা কম করে ধরলাম। আপনি হয়তো এর থেকেও বেশি করে ফেলতে পারেন। আবার কমও হতে পারে। আপনি ঘরে বসে থেকে এ সকল কাজ করতে পারবেন ইন্টারনেটের মাধ্যমে।

আলহামদুলিল্লাহ!  ফ্রিল্যান্সিং - এ বিশ্ব Ranking  এ দ্বিতীয়  স্থানে আছে বাংলাদেশ । বর্তমানে ৩০০ মিলিয়ন  ডলার আয় করছে বাং...
18/11/2022

আলহামদুলিল্লাহ!
ফ্রিল্যান্সিং - এ বিশ্ব Ranking এ দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ ।
বর্তমানে ৩০০ মিলিয়ন ডলার আয় করছে বাংলাদেশের ফ্রিল্যান্সারা,
সেটা বাংলাদেশের সরকার ২০২৫ এর মধ্যে ১০০০ মিলিয়ন ডলার হবে বলে মনে করেন।
আমাদের সমাজে একজন চাকরিজীবী যে সুযোগ না পেয়ে থাকেন।একজন ফ্রিল্যান্সার হয়ে সেইসব সুযোগ গুলো আমরা পাই।যেমন
১/ সময়ের স্বাধীনতা।
২/টাকার স্বাধীনতা এবং
৩/নিজের জিবনে চলার স্বাধীনতা।
যেগুলো আমারা একটা চাকরি জীবেন পাই না। এই ফ্রিল্যান্সিং এইটা এমন একটা ফ্লটাফরম যেখানে আপনি যদি কিছু চান। এবং সফল হতে চান আপনাকে অবশ্যই ধৈয ধরতে হবে এবং সময় দিতে হবে।
আয় করুন ফিল্যান্সিং করে মাসে হাজার থেকে লাখ টাকা পর্যন্ত, ছাত্র থেকে শিক্ষক সবাই ঝুঁকছে ফ্রিল্যান্সিং পেশায়,
এই মুক্তপেশাকে নিজের ক্যারিয়ার এন্ড স্কিল ডেভেলপের মধ্যে দিয়ে আপনি হতে পারেন একজন টপ ফ্রিল্যান্সার।

আসসালামু অলাইকুম,, সবাইকে আশাকরি  করি সবাই ভালো আছেন।আল্লাহ রহমতে আমি ও ভালো আছি। আজকে ডিজিটাল মাটকেটিং এর লেভেল ওয়ান এর...
18/11/2022

আসসালামু অলাইকুম,, সবাইকে আশাকরি করি সবাই ভালো আছেন।আল্লাহ রহমতে আমি ও ভালো আছি। আজকে ডিজিটাল মাটকেটিং এর লেভেল ওয়ান এর প্রথম ক্লাস করলাম।আজকে বিষয় ছিলো student meetup. অনেক ধন্যবাদ Ibrahim sir কে এতো নিখুত ভাবে নিয়মকানুন গুলো বুঝাই দেওয়ার জন্য।

SEO  এর পূর্ণরূপ হচ্ছে “সার্চ ইঞ্জিন  অপটিমাইজেশন 👇👇📌সহজ কথায় আমরা যখন কোনো কিছু ইনফরমেশন  পাওয়ার জন্য গুগল কিংবা অন্য য...
17/11/2022

SEO এর পূর্ণরূপ হচ্ছে “সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন 👇👇

📌সহজ কথায় আমরা যখন কোনো কিছু ইনফরমেশন পাওয়ার জন্য গুগল কিংবা অন্য যেকোন সার্চ ইঞ্জিনে কোন কিছু লিখে সার্চ দিই, তখন গুগল কিংবা ঐ সার্চ ইঞ্জিন আমরা যে বিষয়ে আমরা জানতে চাই তখন আমাদের ওই বিষয়ের ওপরে আমাদের অনেক গুলো ইনফরমেশন দিয়ে থাকে।

⚙️সেখান থেকে আমরা আমাদের পছন্দমত লিংকে ক্লিক করে আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে ভিজিট করে আমাদের দরকারি তথ্য খুঁজে পাই। এবং নিজেদের পছন্দ মতো আমরা আমাদের জিনিসগুলো দেখতে পারি।

আর যেই কারণে গুগল কিংবা কোন সার্চ ইঞ্জিন ওই রেজাল্টগুলো দেখায়, সেই কারণ কিংবা পদ্ধতিকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ✨📊

16/11/2022

বতমানে বাংলাদেশে কেন চাকরির থেকে ফ্রিল্যান্সিং এর চাহিদা বেশি,,,,

Freelanceing vs job

১/ফ্রিল্যান্সিং হলো একটি মুক্ত পেশা। এখানে কাজ করার সম্পূর্ণ স্বাধীনতা আপনার আছে।যেখানে আপনি নিজের ইচ্ছাঅনুযায়ী কাজ করতে পারবেন।

২/ অধিকাংশ চাকরির ক্ষেএে আপনাকে একটি নিদিষ্ট সময়ে ঘুম থেকে ওঠে আপনাকে আপনার গন্তব্যের দিকে ছুটতে হয়।এবং দেখা যায় যে,, অনেক সময় রাস্তার জ্যামের কারনে,, অফিসে পৌছাতে দেরি হলে বসের কাছে নানা ধরনের কথা ও শুনতে হয় আপনাকে।

৩/অফিসে আপনার boss কে কোনো কাজের বিষয়ে সাজেশন দিতে পারবেন না। কিন্তুু একজন freelncer তার claint কে যে কোনো কাজের বিষয়ে সাজেশন দিতে পারবে।

৪/সাধারনত কোনো চাকরি ক্ষেএে বিষেশ কোনো দিনের ছুটির জন্য বসকে অনুরোধ করতে হয়।মাঝেমধ্যে অনুরোধ করে ও ছুটি টা পাওয়া যায় না। কিন্তুু ফ্রিল্যান্সিং এর ফ্লটাফরমে এই সমস্যাটা নেই।এখানে আপনি নিজে ই নিজের বস।

৫/অবশ্যই চাকরির থেকে ফ্রিল্যাসিং করে বেশি টাকা ইনকাম করা যায়। আপনি সকাল ১০ থেকে বিকাল ৫ টা পযন্ত কাজ করে মাসে ১৫ থেকে ২০ টাকা ইনকাম করে থাকেন।আর একজন ফ্রিল্যান্সার দিনে ২/৩ ঘণ্টা কাজ করে মাসে ২০/৩০ হাজার টাকা ইনকাম করে। এবং কী বড় বড় ফ্রিল্যান্সাররা মাসে ১ লক্ষ টাকা ও আয় করে থাকে।।।।

৬/freelancing আপনি যে স্বাধীনতা টা পাবেন এইটা অন্যকোনো কাজের ক্ষেএে আপনি পাবেন না।

Happy Freelancing,,,,,,,

কথায় আছে না সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না।ঠিকতেমনই আমরা হয়তো আজকে অনেকে বসে বসে ভাবছি যে আজ না কাল শুরু করবো।কি...
15/11/2022

কথায় আছে না সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না।

ঠিকতেমনই আমরা হয়তো আজকে অনেকে বসে বসে ভাবছি যে আজ না কাল শুরু করবো।কিন্তুু যে কালকের কথা না ভেবে আজকে শুরু করে দিছে সে কিন্তুু আপনার থেকে এক ধাপ আগিয়ে আছে।

আমরা অনেকের এখন বেকারত্ব জীবন কাটাচ্ছি এবং এমন অনেক গুরুপূন সময় জীবন থেকে হারিয়ে ফেলছি।

আজ আমরা মা বাবার ওপর খাচ্ছি।কিন্তুু কাল আমাদের নিজেদের ওপর দায়িত্ব আসবে। এইজন্য সঠিক সময়ে নিজের জীবনকে ডেভেলপমেন্ট করা।যেন ওইদিন টাতে কারো কাছে হাত না পাততে হয়।
একজন ফ্রিল্যান্সারের জীবনে সময়ের মূল্য টা অনেক। তাহলে আপনি ও পারেন সঠিক সময়ে সঠিক সিন্দান্ত নিয়ে। নিজের ক্যাটিয়ার গড়তে।

❤️❤️❤️happy freelacing ✌️✌️

আপনার জীবনে কী আপনি সবকিছুর স্বাধীনতা চান তাহলে ফ্রিল্যান্সার হয়ে যান। দরেন, আপনি একটা অফিসে চাকরি করেন। সেখানে কিন্তু আ...
15/11/2022

আপনার জীবনে কী আপনি সবকিছুর স্বাধীনতা চান তাহলে ফ্রিল্যান্সার হয়ে যান।

দরেন, আপনি একটা অফিসে চাকরি করেন। সেখানে কিন্তু আপনার নিজের জীবনের স্বাধীনতাটা পাবেন না।একটা চাকরিজীবীর প্রতিদিন সকালে একটি নিদিষ্ট সময়ে ঘুম থেকে ওঠে তার গন্তব্যস্থলে পৌছাতে হয়।এবং অনেক সময়ে দেখা যায় রাস্তাঘাটে জেম থাকার কারণে অফিসের বসের কাছে অনেক অনেক বকা ও শুনতে হয়।কিন্তুু একজন ফ্রিল্যান্সার এই সয়মের বিষয়ে সে একদম স্বাধীন।
একজন ফ্রিল্যান্সার সে তার নিজের বস নিজে ই। একটা ফ্রিল্যাসার এর তিনটি স্বাধীনতা রয়েছে।
১! টাকার স্বাধীনতা
২/জীবনের স্বাধীনতা এবং
৩/সময়ের স্বাধীনতা
আমাদের সবার জীবনে ই এই স্বাধীনতা গুলো প্রয়োজন হয়।কিন্তুু চাকরি জীবনে আমরা এই স্বাধীনতা গুলো পায় না। একটি ফ্রিল্যান্সার সে কতো ঘন্টা কাজ করবে এবং কতো টাকা ইনকাম করবে এর পুরো স্বাধীনতটা তার হয়েছে।এবং একজন ফ্রিল্যান্সার তার জীবনকে নিজের মন মতো পরিচালনা করতে পারে।

তাহলে আপনি ও পারেন একজন ফ্রিল্যান্সার নিজের জীবনটাকে স্বাধীনভাবে চালাতে✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️

আসসালামু অলাইকুম সবাইকে।আজকে ৪থ ক্লাস টা করলাম।খুবই ভালো লাগলো। প্রতিদিন ই নতুন করে কিছু শিখতে পারছি।আজকে ক্লাস trainer ...
15/11/2022

আসসালামু অলাইকুম সবাইকে।আজকে ৪থ ক্লাস টা করলাম।খুবই ভালো লাগলো। প্রতিদিন ই নতুন করে কিছু শিখতে পারছি।আজকে ক্লাস trainer ছিলেন any prova sushil mem. মেম কে অনেক ধন্যবাদ content wraiting er বেসিক টা এতো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য।।।।।।।

আসসালামু অলাইকুম সবাইকে আশাকরি success biz family all members ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে বেসিক ট্রেনিং এর 3nd class ...
15/11/2022

আসসালামু অলাইকুম সবাইকে আশাকরি success biz family all members ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে বেসিক ট্রেনিং এর 3nd class করলাম খুব ই ভালো লাগলো।এবং অনেক ধন্যবাদ ontora hossain mem কে page create করা টা বুঝিয়ে দেওয়ার জন্য✌️✌️✌️✌️✌️✌️

আসসালামু অলাইকুম সবাইকে,,,আজকে ডিজিটাল মাটকেটিং এর বেসিক ট্রেনিং এর 2nd class এবং ক্লাস টপিক ছিলো কেনবা ডিজাইন। এবং অনেক...
15/11/2022

আসসালামু অলাইকুম সবাইকে,,,
আজকে ডিজিটাল মাটকেটিং এর বেসিক ট্রেনিং এর 2nd class এবং ক্লাস টপিক ছিলো কেনবা ডিজাইন। এবং অনেক ধন্যবাদ ইমরানুল স্যারকে এতো সুন্দর করে ক্লাস টা করানোর জন্য।।।।।

আসসালামু অলাইকুম। আসা করি সবাই ভালো আছেন।আমি আল্লাহ রহমতে ভালো আছি।আজকে ডিজিটাল  মাটকেটিং এর প্রথম বেসিক ট্রেনিং ক্লাস ট...
15/11/2022

আসসালামু অলাইকুম। আসা করি সবাই ভালো আছেন।আমি আল্লাহ রহমতে ভালো আছি।আজকে ডিজিটাল মাটকেটিং এর প্রথম বেসিক ট্রেনিং ক্লাস টা করলাম। ক্লাস টা করিয়েছে ontora hossain mem খুব ই ভালো লাগলো ক্লাস টা করে।

Address

Tonggi Gazipur Borad Bazar
Comilla
1704

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mst.Rohima akther posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mst.Rohima akther:

Share


Other Digital creator in Comilla

Show All