Gipsy Man

Gipsy Man অচিন পথের যাত্রী!

07/09/2023

মজার ছলে হলেও অশ্লীল কথাবার্তা পছন্দ করিনা আর নিজেও বলি না! 💖

04/01/2023

এই যে তোমারে পাইলাম না
অথচ সারাজীবন পাইতে চাইবো
এ-ও কি ভালোবাসা নয়—!

05/11/2022

বেশি গরম চা খেতে ভয় লাগে...😐
বুকের ভিতর তুমি যদি পুড়ে যাও...🥺

14/09/2022

নিবিড় অন্ধকারে স্মৃতির বিচরণ
ভেবে যায় তোমাকে নির্লজ্জ এ মন!

12/09/2022

A true friend is a friend who is always by his side without any self benefits in time and out of time!🖤

08/09/2022

মোল্লা নাসিরুদ্দিন একবার নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন।

কিন্তু ছাদে উঠে, গাধা আর নামতে চাইছে না।

বহু চেষ্টা বিফলে গেল। গাধা মোটেও নামবে না। বাধ্য হয়ে মোল্লা নিচে নেমে এসে গাধার জন্য অপেক্ষা করতে লাগলেন।

আধ ঘন্টা, এক ঘন্টা, এভাবে ঘন্টা দুয়েক পার হয়ে গেল, তবুও গাধা নামছে না।

মোল্লা নাসিরুদ্দিন অনুভব করলেন, গাধা পদাঘাত করে তাঁর বাড়ির জীর্ণ-শীর্ণ ছাদ ভেঙে ফেলতে চাইছে।

মোল্লা ভয় পেয়ে গেলেন। কমজোর ছাদ, সামনে বর্ষাকাল, বিপদ আসন্ন। ছাদ ভেঙে গেলে, ঝড়-জলের দিনে থাকবেন কোথায়!

বাধ্য হয়ে আবার ছাদে উঠলেন, গাধাকে নিচে নামানোর প্রচেষ্টায়। কিন্তু গাধা নামতেই চায় না, ছাদের উপর ক্রমাগতঃ লাথি মেরে চলেছে।

মোল্লা শেষমেশ গাধাকে ধাক্কা মেরে নিচে নামানোর চেষ্টা করতেই গাধা মোল্লাকে কয়েকবার লাথি মেরে ছাদ থেকে নিচে ফেলে দিল।

ভীষণ রকম আহত হয়ে মোল্লা মাটিতে পড়ে রয়েছেন। ওদিকে গাধাও ছাদ ভেঙে ঘরের মেঝেতে পড়ে গেল। মোল্লা রক্তাক্ত, গাধাও তাই। মোল্লার হাত ভেঙেছে, কোমরে ব্যথা, ওদিকে গাধাও প্রচণ্ড আঘাত পেয়ে উঠে দাঁড়াতে পারছে না। নির্ঘাত পা ভেঙে গিয়েছে!

মোল্লা নাসিরুদ্দিন সেদিন বুঝলেন, গাধাকে কখনোই উঁচুতে নিয়ে যেতে নেই। নিয়ে গেলে গাধা -
প্রথমতঃ, যে জায়গায় নিয়ে যাবেন, সেই জায়গার ক্ষতি করবে।
দ্বিতীয়তঃ, যিনি নিয়ে যাবেন, তাঁর ক্ষতি করবে।
তৃতীয়তঃ, গাধা নিজেরও ক্ষতি করবে।

অযোগ্য কাউকে ওপরে তুললে এই অবস্থাই হয়।

27/08/2022

গরিবের এঞ্জেল...🥴

01/08/2022

মানুষ যত বেশি ভালোবাসতে থাকে,তত বেশি পরাধীন করতে থাকে।

01/08/2022

ভালোবাসা একটা পাখি। যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায়। আর যখন খোলা আকাশে তাকে ডানা ঝাপটাতে দেখে তখন খাঁচায় বন্দী করতে চায়।
-হুমায়ূন আহমেদ

31/07/2022

"আমি বন্ধু চিনি" কারা অভিনয় করে সেটাও জানি!🖤

31/07/2022

কখনো কখনো আমার খুব কথা কইতে ইচ্ছে হয়,
কিন্তু মানুষ মেলে না।
জগতে কথা কইবার মানুষের খুব অভাব।

অন্ধকারের মতন গাঢ় এবং গভীর মানুষ
আলোর মতন অকপট ও অপার মানুষ
বৃক্ষের মতন শান্ত , সহজ ও স্থির মানুষ
নদীর মতন জলজ ও গভীর মানুষ।

আমি তাই পথের সঙ্গে কথা কই-
নিজেকে বিছিয়ে দিয়ে সে আলগোছে বুকে পুষে রাখে মমতায়।
অভিযোগ নেই, অনুযোগ নেই- সর্বংসহা মায়ের মতন।
কথা কই অন্ধকার ও আলোর সঙ্গে, নদী ও বৃক্ষের সঙ্গে।
একটা জনমজুড়ে বন্দি পাখির মতো খুঁজে ফিরি ইচ্ছের ডানা মেলে উড়ে চলবার অসীম আকাশ।

আমাদের প্রত্যেকের বুকের ভেতর সংগোপনে থেকে যায় আমাদের ব্যক্তিগত নদী ও বৃক্ষ, আলো ও অন্ধকার, পথ ও আকাশ। আমরা সেই একাকী পথে হেটে যেতে যেতে কথা কই। আমাদের সঙ্গী হয় এইসব একাকীত্ব।

কারণ, আমাদের কথা কইবার মানুষ মেলে না,
জগতে কথা কইবার মানুষের খুব অভাব।

- সাদাত হোসাইন

26/07/2022

একান্ত ব্যক্তিগত একজন বন্ধু থাকা প্রয়োজন!❤️

26/07/2022

যে মানুষ টা অসহায়ের মতো শুধু আপনাকেই চায়, অন্য কিছুই চায় না তাকে জীবনে রেখে দিন!😊❤️

25/07/2022

চোখে বলতে, ভালোবাসতেই!🖤

23/07/2022

হাসবেন এবং হাসাবেন কাঁদবেন কিন্তু কাঁদাবেন না!❤️

22/07/2022

'প্রিয় মানুষ' ছেড়ে চলে যাবে!' বেস্টফ্রেন্ড বে'ই'মা'নী করবে!' ফ‍্য‍ামিলি প্রবলেম বেড়ে যাবে! 'ডিপ্রেসড' লাগবে! একাকিত্বে ডু'বে যাবে!' তবুওও থেমে থাকা যাবে না, জীবন সুন্দর!🖤

আমরা কি কোনোদিন আর কোনো কথা বলবো না?-রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
22/07/2022

আমরা কি কোনোদিন আর কোনো কথা বলবো না?
-রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

21/07/2022

তাহার অপেক্ষায়...🖤

21/07/2022

কারো 'ব্যক্তিত্বের' প্রেমে পড়ার মতো 'বিপদজনক' জিনিস খুব কম ই আছে। 'সুন্দর চেহারা' একদিন,দুই দিন বা এক দুই মাস ভালো লাগে,এরপর আর না। অথচ কারো ব্যক্তিত্ব ভালো লেগে গেলে,সে মানুষ টা যা ই করুক,সেটাই ভাল্লাগে। তার সাথে একটু কথা বললেই ভাল্লাগে, তার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনতে ভাল্লাগে,সে মানুষ টা হাসলে ভাল্লাগে,তার চলাফেরা ভাল্লাগে। একটা অদ্ভুত 'টান' কাজ করে তার প্রতি! কারো ব্যক্তিত্বের মায়ায় আটকে গেলে আপনি শ্যাষ! আসলেই শ্যাষ!🖤

19/07/2022

ধীরে ধীরে যাও না সময়...

19/07/2022

দশ টা নামের বন্ধু থাকার চেয়ে একটা কাজের বন্ধু থাকাই অনেক শ্রেয়।

19/07/2022

খুব পছন্দের মানুষ ও নানান কারণে 'মন থেকে উঠে যায়!' এমন ভাবে মন থেকে উঠে যায় যে এই মানুষ টা 'পছন্দের মানুষ' ছিলো এটা ভাবতেও বিরক্ত লাগে। আমরা যাকে মনে জায়গা দেই,তাকে খুব ভালো ভাবেই জায়গা দেই আর যে মন থেকে উঠে যায়,সে এমন ভাবে উঠে যায় যে আর কখনো ফিরে আসার কোন সুযোগ পায় না!

19/07/2022

পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো তোমার সাথে একটু কথা বলবার ইচ্ছে!🤍

18/07/2022

হতাশ' হয়ে যাওয়ার সময় গুলাতে 'মেন্টাল সাপোর্ট' দেওয়ার মতো বন্ধু যার আছে, সে অনেক ভাগ্যবান মানুষ ! 🖤🌸

18/07/2022

শহর জুড়ে বৃষ্টি নামুক, তুমি খুঁজে নিও ঠাঁই, প্রতিটা বৃষ্টিকণায় লেখা থাকুক, "শেষ অবধি তোমাকে চাই!"🖤🌸

17/07/2022

আমি কোনোদিন সারপ্রাইজ পাইনি!🙂

17/07/2022

যে ব্যাক্তি কখনো আশা ছাড়ে না তাকে হারানো সবচেয়ে কঠিন।

17/07/2022

Mon kharap
Mejaj kharap
Kopal kharap
Chehara kharap
Din kharap
Raat kharap
Matha kharap
"Amar sob kichu e kharap"🙂

17/07/2022

Tomar upor jate keu nojor na dey ফুউউউউউউউউউ🙂

Address

Comilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gipsy Man posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category