Gipsy Man

Gipsy Man অচিন পথের যাত্রী!

06/01/2024

ব্যালট বক্স যদি হয় আমার লাল দুইটা ঠোঁট, তুমি কয়টা দিবা জাল ভোট?💋

06/01/2024

দুই পৃথিবী!🤍

07/09/2023

মজার ছলে হলেও অশ্লীল কথাবার্তা পছন্দ করিনা আর নিজেও বলি না! 💖

04/01/2023

এই যে তোমারে পাইলাম না
অথচ সারাজীবন পাইতে চাইবো
এ-ও কি ভালোবাসা নয়—!

05/11/2022

বেশি গরম চা খেতে ভয় লাগে...😐
বুকের ভিতর তুমি যদি পুড়ে যাও...🥺

20/09/2022

গা পোড়েনি, জ্বর নয়,
তবুও বিস্বাদ মুখ।
আমাকে পেয়ে বসেছে,
তোমাকে দেখতে চাওয়ার দীর্ঘ অসুখ!

14/09/2022

নিবিড় অন্ধকারে স্মৃতির বিচরণ
ভেবে যায় তোমাকে নির্লজ্জ এ মন!

08/09/2022

মোল্লা নাসিরুদ্দিন একবার নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন।

কিন্তু ছাদে উঠে, গাধা আর নামতে চাইছে না।

বহু চেষ্টা বিফলে গেল। গাধা মোটেও নামবে না। বাধ্য হয়ে মোল্লা নিচে নেমে এসে গাধার জন্য অপেক্ষা করতে লাগলেন।

আধ ঘন্টা, এক ঘন্টা, এভাবে ঘন্টা দুয়েক পার হয়ে গেল, তবুও গাধা নামছে না।

মোল্লা নাসিরুদ্দিন অনুভব করলেন, গাধা পদাঘাত করে তাঁর বাড়ির জীর্ণ-শীর্ণ ছাদ ভেঙে ফেলতে চাইছে।

মোল্লা ভয় পেয়ে গেলেন। কমজোর ছাদ, সামনে বর্ষাকাল, বিপদ আসন্ন। ছাদ ভেঙে গেলে, ঝড়-জলের দিনে থাকবেন কোথায়!

বাধ্য হয়ে আবার ছাদে উঠলেন, গাধাকে নিচে নামানোর প্রচেষ্টায়। কিন্তু গাধা নামতেই চায় না, ছাদের উপর ক্রমাগতঃ লাথি মেরে চলেছে।

মোল্লা শেষমেশ গাধাকে ধাক্কা মেরে নিচে নামানোর চেষ্টা করতেই গাধা মোল্লাকে কয়েকবার লাথি মেরে ছাদ থেকে নিচে ফেলে দিল।

ভীষণ রকম আহত হয়ে মোল্লা মাটিতে পড়ে রয়েছেন। ওদিকে গাধাও ছাদ ভেঙে ঘরের মেঝেতে পড়ে গেল। মোল্লা রক্তাক্ত, গাধাও তাই। মোল্লার হাত ভেঙেছে, কোমরে ব্যথা, ওদিকে গাধাও প্রচণ্ড আঘাত পেয়ে উঠে দাঁড়াতে পারছে না। নির্ঘাত পা ভেঙে গিয়েছে!

মোল্লা নাসিরুদ্দিন সেদিন বুঝলেন, গাধাকে কখনোই উঁচুতে নিয়ে যেতে নেই। নিয়ে গেলে গাধা -
প্রথমতঃ, যে জায়গায় নিয়ে যাবেন, সেই জায়গার ক্ষতি করবে।
দ্বিতীয়তঃ, যিনি নিয়ে যাবেন, তাঁর ক্ষতি করবে।
তৃতীয়তঃ, গাধা নিজেরও ক্ষতি করবে।

অযোগ্য কাউকে ওপরে তুললে এই অবস্থাই হয়।

27/08/2022

গরিবের এঞ্জেল...🥴

01/08/2022

মানুষ যত বেশি ভালোবাসতে থাকে,তত বেশি পরাধীন করতে থাকে।

01/08/2022

ভালোবাসা একটা পাখি। যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায়। আর যখন খোলা আকাশে তাকে ডানা ঝাপটাতে দেখে তখন খাঁচায় বন্দী করতে চায়।
-হুমায়ূন আহমেদ

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gipsy Man posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category