10/09/2022
বাংলাদেশ কৃষক লীগ কৃষিবিদ ইন্সটিটিউটে একটি "জনমুখী রাজনৈতিক প্রোগ্রাম" আয়োজন করতে পারে। প্রোগ্রামে কৃষির সার্বিক উন্নয়নে প্রতিবন্ধকতা, সংকট, সমস্যা ও সমাধানে দেশের প্রতিটি জেলা উপজেলা থেকে প্রান্তিক কৃষক ও তরুণ কৃষি উদ্যোক্তা প্রতিনিধিদের নিয়ে ৩-৭ দিনের সেমিনার, ওয়ার্কশপ, কর্মশালা জাতীয় প্রোগ্রাম করতে পারে, যেখানে কৃষি মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী, সচিব, সংশ্লিষ্ট দাপ্তরিক প্রধান ও দায়িত্বশীল কর্মকর্তাগণ আমন্ত্রিত হবেন, অত্যাধুনিক কৃষি প্রযুক্তি-সার-বীজ উদ্ভাবন নিয়ে গঠনমূলক আলোচনা, ছাদকৃষির গুরুত্ব, কৃষকগণের বাস্তবিক সমস্যা নিয়ে প্রশ্নোত্তর পর্ব, দায়িত্বশীল ব্যক্তিবর্গ সমস্যার গুরুত্ব বিবেচনায় সেগুলো প্রপার এড্রেস করে দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন। কৃষক লীগ সেটার ফলোআপ নেবেন এবং সোস্যাল মিডিয়ার মাধ্যমে জাতিকে জানাবেন, তাদের উদ্যোগে কি কি ইতিবাচক কাজ হয়েছে, কৃষক ও কৃষি উদ্যোক্তাগণ কিভাবে উপকৃত হয়েছে
স্থানীয় পর্যায়ে রাজনৈতিক নেতা-কর্মীরা লোকাল জনপ্রতিনিধি, জনপ্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এমন রাজনৈতিক প্রোগ্রাম করতে পারেন, যে প্রোগ্রামে কেবল বড় বড় আওয়াজ নয়, আক্ষরিক অর্থেই "জনকল্যাণমুখী কাজের প্রি-ওয়ার্ক" সম্পন্ন হবে| প্রচারে নাঙ্গলকোট উপজেলা কৃষক লীগ?