Muslim Inspiration

Muslim Inspiration Our Success and failure is in the hands of Allah, Not people. If he is with you, No one can harm you.

23/08/2024

সবাই নিজ নিজ জায়গা থেকে সাহায্য করুন, অন্তত পক্ষে কিছু না পারলেও দু'আ করুন..!

23/08/2024

হে আল্লাহ, আমি আপনার কাছে এ বৃষ্টির কল্যাণগুলো কামনা করছি, এই বৃষ্টিতে যেসব কল্যাণ রয়েছে সেগুলো কামনা করছি এবং এই বৃষ্টির মাধ্যমে প্রেরিত কল্যাণ প্রার্থনা করছি। আর আর এ বৃষ্টি ও বৃষ্টির মাধ্যমে প্রেরিত সব রকম অকল্যাণ ও বিপদাপদ থেকে পরিত্রাণ চাই।’

(বুখারি, হাদিস : ৩২০৬; মুসলিম, হাদিস : ৮৯৯; তিরমিজি, হাদিস : ৩৪৪৯)

22/08/2024

আয়েশা রা. বলেন, যখন আকাশ মেঘাচ্ছন্ন হতো এবং ঝোড়ো বাতাস বইত—তখন রাসুল (সা.) এর চেহারায় চিন্তার রেখা ফুটে উঠত। এই অবস্থা দেখে তিনি এদিক-সেদিক পায়চারি করতে থাকতেন এবং এ দোয়া পড়তেন—

اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা-ফিহা ওয়া খাইরা মা-উরসিলাত বিহি, ওয়া আউজুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা-ফিহা ওয়া শাররি মা-উরসিলাত বিহি।

অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে এ বৃষ্টির কল্যাণগুলো কামনা করছি, এই বৃষ্টিতে যেসব কল্যাণ রয়েছে সেগুলো কামনা করছি এবং এই বৃষ্টির মাধ্যমে প্রেরিত কল্যাণ প্রার্থনা করছি। আর আর এ বৃষ্টি ও বৃষ্টির মাধ্যমে প্রেরিত সব রকম অকল্যাণ ও বিপদাপদ থেকে পরিত্রাণ চাই।’

(বুখারি, হাদিস : ৩২০৬; মুসলিম, হাদিস : ৮৯৯; তিরমিজি, হাদিস : ৩৪৪৯)

22/08/2024

হে আল্লাহ, আমি আপনার কাছে এ বৃষ্টির কল্যাণগুলো কামনা করছি, এই বৃষ্টিতে যেসব কল্যাণ রয়েছে সেগুলো কামনা করছি এবং এই বৃষ্টির মাধ্যমে প্রেরিত কল্যাণ প্রার্থনা করছি। আর আর এ বৃষ্টি ও বৃষ্টির মাধ্যমে প্রেরিত সব রকম অকল্যাণ ও বিপদাপদ থেকে পরিত্রাণ চাই।’

(বুখারি, হাদিস : ৩২০৬; মুসলিম, হাদিস : ৮৯৯; তিরমিজি, হাদিস : ৩৪৪৯)

18/08/2024

⭕ ১৫ আগস্ট নিয়ে বহু বছর আগেই শায়েখের অগ্নিঝরা বক্তব্য। 🎙️শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ হাফিযাহুল্লাহ

#নাসিহাহ্ ゚viralシ2024fyp

17/08/2024
09/08/2024

বৃষ্টির পানিতে আল্লাহ রহমত থাকে ইনশাআল্লাহ ভালো কিছু হবে! ❤️🌸

15/06/2024

Allah Please Forgive Us 🤲❤️

08/12/2023

Quran Translation : Surah-Al-Imraan (159-160)

১৫৯: যখন (কোন ব্যাপারে) সংকল্পবদ্ধ হও, তখন আল্লাহরই প্রতি ভরসা কর; নিশ্চয় আল্লাহ ভরসাকারীদেরকে পছন্দ করেন।

১৬০: যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন, তবে তোমাদের উপর কেউই বিজয়ী হতে পারবে না এবং যদি তিনি তোমাদের সাহায্য না করেন, সে অবস্থায় এমন কে আছে যে, তোমাদেরকে সাহায্য করবে? মু’মিনদের আল্লাহর প্রতি নির্ভর করাই উচিত।

02/12/2023

আল্লাহ, তুমি ছাড়া আর কেই এতো বড়ো বিপদ থেকে রক্ষা করতে পারবে না। সকলকে হেফাজত করো এবং সকলকে হেদায়েত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ একমাত্র তুমিই রক্ষাকারী, হেদায়েত দানকারী, ক্ষমাশীল এবং বালা-মুসিবত থেকে হেফাজতকারো।

#ভূমিকম্প #ফেতনা #দাজ্জাল #কিয়ামত #সচেতন #বিপদ ゚ ゚viralシ

01/12/2023

⚠️ফেতনা ফাসাদ থেকে সাবধান ⚠️
যারা বলতেছে ৮২৩ বছর এ ৫ টা শুক্রবার আসে
তাইলে ২০২১ এ ৫ টা শুক্রবার ৫ টা বুধবার ৫ টা বৃহস্পতিবার এটা কি চিলো ?

27/11/2023

ফিলিস্তিন কাঁদছে ইসরায়েলের হামলায়







#ফিলিস্তিনেরযুদ্ধেরখবর #কোকাকোলা
#গাজাযুদ্ধেরখবর
#হামাসেরযুদ্ধেরখবর
#নিউজ #খবর

আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের অপেক্ষায়..
26/11/2023

আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের অপেক্ষায়..

‘'তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, যারা (লোককে) ভালোর দিকে ডাকবে ও সৎ কর্মের নির্দেশ দেবে এবং অসৎ কর্ম থেকে বিরত রাখ...
25/11/2023

‘'তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, যারা (লোককে) ভালোর দিকে ডাকবে ও সৎ কর্মের নির্দেশ দেবে এবং অসৎ কর্ম থেকে বিরত রাখবে। আর এসব লোকই হবে সফলকাম।’' সুরা আল-ই-ইমরানের ১০৪ নম্বর আয়াত।

জামশেদ মজুমদার ভাইয়ের অপেক্ষায় আছি।  কিছুক্ষণ পরে মঞ্চে উঠবেন ইন শা আল্লাহ ...
18/11/2023

জামশেদ মজুমদার ভাইয়ের অপেক্ষায় আছি। কিছুক্ষণ পরে মঞ্চে উঠবেন ইন শা আল্লাহ ...

"যখন কোনো মুসলিম আমার ওপর দরূদ পড়ে, তখন যতক্ষণ সে দরূদ পড়তে থাকে ফেরেশতারা ততক্ষণ তার জন্য দুআ করতে থাকেন। কাজেই বান্দা ...
17/11/2023

"যখন কোনো মুসলিম আমার ওপর দরূদ পড়ে, তখন যতক্ষণ সে দরূদ পড়তে থাকে ফেরেশতারা ততক্ষণ তার জন্য দুআ করতে থাকেন। কাজেই বান্দা তা কম পড়তে পারে বা বেশিও পড়তে পারে।"
«‌ما ‌من ‌مسلم ‌يصلي ‌علي، ‌إلا ‌صلت ‌عليه ‌الملائكة ‌ما ‌صلى ‌علي، فليقل العبد من ذلك أو ليكثر»
~ রাসূলুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
[ ইমাম ইবন মাজাহ (রাহ.), আস সুনান, হা: ৯০৭, শাইখ আলবানীর (রাহ.) মতে হাসান] p: 190

🔖যেকোনো পরিস্থিতিতে, বিপদ আপদ কিংবা পেরেশানিতে বেশি দুআ,ইস্তেগফার আর দুরুদ এর গুরুত্ব অপরিসীম।

15/11/2023

🎙️Dr Zakir Naik.
সত্যিকারের স'ম্পা'দ হচ্ছে সন্তুষ্ট হওয়া।

Dr. Jakir Nayak

আল্লাহ তাআলা আমাদেরকে বর্তমান বিপদ থেকে উদ্ধার করুক এবং আসন্ন বিপদও দূর করে দিক। আমীন। ❤️
11/11/2023

আল্লাহ তাআলা আমাদেরকে বর্তমান বিপদ থেকে উদ্ধার করুক এবং আসন্ন বিপদও দূর করে দিক। আমীন। ❤️

Address

Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Inspiration posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslim Inspiration:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Cumilla

Show All

You may also like