KalerGhori.Tv

KalerGhori.Tv See here your favourite videos
(1)

20/09/2022

কী দারুণ গান।

01/09/2022

মন খারাপ? একটু হাসুন তবে।

29/08/2022

আহা! প্রিয় কবির গান।

26/08/2022

বাস্তবতা ঠিক এরকমই

13/06/2021

গণমাধ্যমের মুখোমুখি পরিমনি; আসলে যা ঘটেছিল!

10/06/2021

কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া সংসদীয় আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগের নৌকা প্রতীক চেয়ে মনোনয়নপত্র জমা দিলেন— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি, সাবেক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ-বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামিলীগের সাবেক উপকমিটির সহ-সম্পাদক, কুমিল্লা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক— অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ।

[ভিডিও সহ]
সাক্ষাৎকার নিয়েছে KalerGhori.Tv

07/06/2021

আজ ৭জুন, ২০২১। যথাযথ সুরক্ষা নিশ্চিতপূর্বক অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে নেয়ার দাবিতে 'ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দলনের' মানববন্ধন।

কান্দিরপাড়, কুমিল্লা।

04/06/2021

কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিল ১৫জুন, বাছাই ১৭জুন, প....

03/06/2021

বাদাম বিক্রেতাও Free Fire Game খেলে খরচ করেছে ৪০০০টাকা! এই খেলা নিষিদ্ধ হোক।

13/04/2021

রমাদানের প্রস্তুতি || মিজনুর রহমান আযহারী

14/05/2020

প্রেম।

01/05/2020

এরা ইসলামের প্রচার করছে, নাকি ধর্মব্যবসা? চোখের সামনে থেকেও বিচার দাবি করছে না কেউ! সকলের ব্রেইন ওয়াশ হয়ে গেছে?

22/04/2020

ব্যবসায়ীদের শুভঙ্করের ফাঁকি ধরা খেলো ভ্রাম্যমাণ আদালতের কাছে। চলছে মহামারী করোনাকাল, সামনে রমজান মাস, তবুও চলছে ডাকাতি। সর্বোচ্চ ১২০টাকার আদা ২৪৫টাকা!!!

ধন্যবাদ, ভোক্তা অধিকার অধিদপ্তর। এগুলো চালু রাখুন।

03/04/2020

ঘরে করোনা ভাইরাস আসতে খুব একটা দেরি নেই!!
— রানা হাসান।

আর ভাল্লাগে না! এদেশের বেশিরভাগ মানুষের যে জিনিসটা অভাব তা হচ্ছে জ্ঞান। এই জ্ঞান কীভাবে বাড়ানো যাবে তা আমার জানা নেই। এতকিছু বুঝানোর পড়েও যেন বেশিরভাগ লোক অবুঝ। তিন মিটার দূরে থাকছে না তারা। সারা গ্রাম দূষণমুক্ত করতে স্প্রে করেছে ৩০/৪০ জন মিলে। ভালো কথা। সবশেষে কী করলেন? নিজেরা কাঁধে কাঁধ মিলিয়ে গ্রুপ ছবি তুললেন! খুব ভালো করেছেন!

ত্রাণ সহায়তার নামে চলছে সবচে' বড় সার্কাস। সহায়তা করছেন খুব ভালো কথা! তবে তা করোনা মোকাবেলা করতে? না করোনা সংক্রমণ করতে? আমারতো মনে হয়— লোকদেখানো সহায়তা প্রদান করছেন, সাথে জনসংযোগ তৈরি করে করোনার সংক্রমণ বাড়াচ্ছেন, ভয়াবহ পরিবেশ তৈরি করে সর্বনাশ ডেকে আনছেন। যদি নিরাপদ দূরত্ব বজায় রেখে মানুষকে সহায়তা করতে না পারেন, তবে এমন সহায়তার কোনো প্রয়োজন নেই। আপনারা সহায়তা প্রদান করতে সেনাবাহিনীর সহযোগিতা নিন। প্লিজ, দেশকে বাঁচান।

আমাদের দেশের বেশিরভাগ মানুষ সাধারণ মানুষ, দিনে এনে দিনে খায় এমন মানুষ। তাদেরকে ঘোলাটে পরিবেশে সহযোগিতা দিতে চাইলে তারা শৃংখলা ভঙ্গ করবেই। তারা ভাবছে পেট বাঁচলেই তারা বেঁচে যাবে! কিন্তু সহায়তা করার জন্য যেদিন কেউ ভয়ে বের হবে না, সেদিন কী হবে? এমন পরিস্থিতি যেন না আসে সেই কাজগুলোই করুন, প্লিজ।

আরবকটি কথা— আমারা জানি আমাদের দেশে হাসপালের অভাব নেই, চিকিৎসকেরও অভাব নেই। কিন্তু আজ? আজ দেখছি— যারা চিকিৎসার নামে কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে প্রতিদিন হাতিয়ে নিয়েছেন, তারা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে বাড়িতে আছেন। যে চিকিৎসকরা হাজার টাকা করে ভিজিটিং ফি নিয়ে কোটি টাকার মালিক হয়েছেন তারাও উধাও। আমার প্রশ্ন হলো— এদেশের চিকিৎসাখাত সরকার কাদের হাতে দিয়ে রেখেছিলেন এতদিন? চিকিৎসাখাত বাণিজ্যশূন্য হওয়া কতোটা প্রয়োজন?

তবুও কি ভালো চিকিৎসক নেই? আছেন। তারাও নানান বেড়াজালে নিজেদেরকে সপে দিতে পারছেন না। তাদের নিজেদের সুরক্ষার ঘাটতিও আমাদের চোখে স্পষ্ট। সরকারকে বলবো— চিকিৎসাখাতটাকে সম্পূর্ণ সেবায় রুপান্তর করুন। বাণিজ্য হটান। মানুষের সেবক তৈরি করুন। এখন বদলে যাওয়ার দিন। নতুন সিদ্ধান্ত নেয়ার দিন।

আর কেউ টাকা ছিটিয়ে সহযোগিতা করতে যাবেন না। সহায়তার নামে জনসংযোগ করবেন না। প্লিজ সরকারপ্রদত্ত সকল নিয়মকানুনগুলো মেনে চলুন। সাবান দিয়ে হাত ধোন। হাত না ধুয়ে মুখমণ্ডলে স্পর্শ করবেন না। অবশ্যই তিন মিটার শারীরিক দূরত্ব বজায় রাখুন।

অন্যথায়, আপনার সকল ধারনাকে মিথ্যা প্রমাণিত করে আপনার ঘরে করোনা ভাইরাস আসতে খুব একটা দেরি হবে না!

নিজে বাঁচুন, অন্যকে বাঁচান।
তবেই দেশ বাঁচবে।

09/03/2020

ভাবতে পারেন— ভারতে করোনা ভাইরাস ঠেকাতে গো–মূত্র!

12/11/2019

একটু খেলাধূলা শিশুদের কী আনন্দই-না দেয়! ডাক্তারের চেম্বারের পাশে যদি খেলাধূলার বা বিনোদনের ব্যবস্থা থাকে, তবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কেন নয়?

11/11/2019
11/11/2019
11/11/2019

Address

Comilla
3500

Telephone

+8801601951396

Website

Alerts

Be the first to know and let us send you an email when KalerGhori.Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KalerGhori.Tv:

Videos

Share

Category