Traveller couple by Akter and Faha

Traveller couple by Akter and Faha We are Traveller & Personal Vlogger...We love to travel & Share our simple life.. Every friends
(1)

মা,প্রথমেই ভালোবাসা নিও বাবামা তোমার আজ ৫ বছর পূর্ণ হলো, ৬ বছরে পা দিলা মা,জীবনের সেরা উপহার গুলোর মধ্যে তুমি আমার একটা।...
13/12/2024

মা,প্রথমেই ভালোবাসা নিও বাবা
মা তোমার আজ ৫ বছর পূর্ণ হলো, ৬ বছরে পা দিলা মা,
জীবনের সেরা উপহার গুলোর মধ্যে তুমি আমার একটা।

তোমাকে এই দিনে পেয়ে আমার আকাশ ভরে উঠেছে তাঁরার মতো ঝলকানিতে, তোমাকে তোমার বাবা অনেক ভালোবাসে মা।
আজ বুদ্ধিজীবি দিবস, তোমার নামের অর্থ ও বুদ্ধিমতী মাশাআল্লাহ 🤲

জীবনের এই ছোট্ট সময়ে তোমার পৃথিবীতে আসার পর বাবা অনেক কিছু পেয়েছি, আজ এই দিনে একটিই চাওয়া মা, তোমার ১০ বছর পূর্ণ হওয়ার আগে যেনো বাবার সফলতা গল্প তোমার কাছে বলতে পারি।

আল্লাহ যেনো তোমাকে একজন পরিপূর্ণ মানুষ, একজন আদর্শ মেয়ে,,বোন, ও মানুষ হতে সাহায্য করেন।

আল্লাহ তায়াল তোমাকে সেই প্রতিভা দিয়েছে, আমি বিশ্বাস করি মা তুমি একদিন অনেক বড় হবে মা।

তোমার বাবা তোমার জন্য দোয়া করে গেলো মা, তুমি তোমার বাবার সকল স্বপ্ন পূরণ করবে।।

ইতি: তোমার পাগল বাবা।
ভালোবাসা নিও বাবা থেকে❤️❤️❤️

তোমার এই দিনটা শতবছর ফিরে আসুক তোমার কাছে মা🥀🥀🥀

তোমার বাবা তোমার জন্য সারা জীবন একটা সমুদ্র হয়ে থাকবে।
যা চাইবে তাই পাইবে ইনশাআল্লাহ।

আমার প্রথম বাবা হওয়ার সুখ তুমি মা❤️❤️❤️

I love you ma (Adifah)❤️❤️❤️

গিফট আমার ভাগ্যে কম উঠে, কিন্তু এবার আমার ভাগ্যে ২/২ টা গিফট হিসেবে পাইছি।অসাধারণ গিফট ছিলো এটা।DCS পেইজের পক্ষে থেকে গি...
17/11/2024

গিফট আমার ভাগ্যে কম উঠে, কিন্তু এবার আমার ভাগ্যে ২/২ টা গিফট হিসেবে পাইছি।

অসাধারণ গিফট ছিলো এটা।
DCS পেইজের পক্ষে থেকে গিফট টা ধন্যবাদ তাদের কে❤️❤️❤️

I love myself❤️❤️❤️❤️
16/11/2024

I love myself❤️❤️❤️❤️

14/11/2024

15oct video
fans

আপনি গত ১০ বছর গান  শোনেন না, টেলিভিশন দেখেন না, সিরিয়াল দেখেন না, নাটক দেখেন না।।হঠাৎ করে যদি এগুলো পুনরাবৃত্তি করেন কে...
03/11/2024

আপনি গত ১০ বছর গান শোনেন না, টেলিভিশন দেখেন না, সিরিয়াল দেখেন না, নাটক দেখেন না।।

হঠাৎ করে যদি এগুলো পুনরাবৃত্তি করেন কেমন লাগবে, অসহ্য লাগবে।

আল্লাহর রহমত ও পাওয়ার কি জানেন এটাই।

হারাম তো হারামই আরাম নয়।
হারাম যে সকল কাজ সেগুলোকে এড়িয়ে চলুন।

অন্যের এতো দোষ চোখে পড়ে, নিজেই যে দোষ করে তা চোখে পড়ে না।নিজের দোষ গুলো খুঁজে বের করুন দেখবেন, অন্যের দোষ ধরা বন্ধ হয়ে য...
25/10/2024

অন্যের এতো দোষ চোখে পড়ে, নিজেই যে দোষ করে তা চোখে পড়ে না।

নিজের দোষ গুলো খুঁজে বের করুন দেখবেন, অন্যের দোষ ধরা বন্ধ হয়ে যাবে 💔

22/10/2024



আসসালামু ওয়ালাইকুম..
গত শনিবারের আয়োজিত প্রোগ্রাম এর ছোট্ট কিছু স্মৃতি ভিডিও আকারে ধরে রাখা...
Traveller couple by Akter and Faha
পাশে থাকবেন 🥀🥀

আপনি কখনোই সুখকে খুঁজে পাবেন না যতক্ষণ আপনার মাঝে হিংসা,  অহংকার,  আর আপনার মনুষ্যত্ব মাঝে সুখ বিরাজ না করে।।সুখ হলো একট...
09/10/2024

আপনি কখনোই সুখকে খুঁজে পাবেন না যতক্ষণ আপনার মাঝে হিংসা, অহংকার, আর আপনার মনুষ্যত্ব মাঝে সুখ বিরাজ না করে।।

সুখ হলো একটা অনুভূতি বিষয়।।
শুকরিয়া আলহামদুলিল্লাহ 🤲

জীবনে এমন একজন প্রয়োজন যে তোমার প্রতিটি কঠিন সময়ে কঠিন ভাবে থাকবে ✊💪❤️❤️❤️
08/10/2024

জীবনে এমন একজন প্রয়োজন যে তোমার প্রতিটি কঠিন সময়ে কঠিন ভাবে থাকবে ✊💪❤️❤️❤️

চাঁদপুরের বিখ্যাত মসজিদ 🤲
06/10/2024

চাঁদপুরের বিখ্যাত মসজিদ 🤲

মানুষের মৃত্যুের পর আমরা যে পরিমাণ আবেগ ও ভালোবাসা দেখায়, এটা যদি জীবিত থাকা অবস্থায় দেখায় তাহলে এই সমাজে অশান্তি বলতে ক...
03/10/2024

মানুষের মৃত্যুের পর আমরা যে পরিমাণ আবেগ ও ভালোবাসা দেখায়, এটা যদি জীবিত থাকা অবস্থায় দেখায় তাহলে এই সমাজে অশান্তি বলতে কিছু থাকবে না।

মৃত্যুর পর নয়, জীবিত অবস্থায় কদর করতে শিখো🥀❤️🤲

ছবিতে আমরা বাপ-বেটি-বেটা❤️❤️❤️

যাত্রাবাড়ী এলাকা, ঢাকার কিছু ভয়ংকর এলাকার একটা, প্রথমেই বলে রাখা ভালো, যারা প্রতিদিনের যাত্রী তারা বলতে পারবেন, কেনো ভয়ং...
30/09/2024

যাত্রাবাড়ী এলাকা, ঢাকার কিছু ভয়ংকর এলাকার একটা,
প্রথমেই বলে রাখা ভালো, যারা প্রতিদিনের যাত্রী তারা বলতে পারবেন, কেনো ভয়ংকর।

প্রথমত, এই এলাকায় অতিষ্ঠ যানজটের ভোগান্তি জনজীবন মারাত্মক ব্যাহত হয়।

দ্বিতীয়ত, এই এলাকায় সাধারণ যাত্রীদের মোবাইল ছিনতাই যা নিত্যদিনের গল্প।
একদল, মাদকাসক্ত ছেলেরা এই কাজ টাই বেশি করে, দিনে আধার যত ঘনিয়ে আসে তাদের তৎপরতা ততোই বেড়ে চলে।

তাই এই পথে যারা যাত্রা করবেন দয়াকরে করে,মোবাইল ফোনে কথা বলা, গেইম খেলা, ভিডিও করা থেকে বিরত থাকবেন, যেনে আপনার শখের মোবাইল টি অন্য কারো হাতে না চলে যায়।

তৃতীয়ত, এই যানজটে কবলে পড়া থাকার সময়, গাড়িতে একজমের পর একজন সাহায্য সহযোগীতার জন্য বাসে উঠে কাগজ ধরিয়ে দেয়।।
এই কাগজ টি যে ধরিয়ে দিলো, একটা মেয়ে বয়স আনুমানিক ১৭/১৮ বছর হবে,
সে প্রতিদিন এভাবেই টাকা তুলে, আমার প্রশ্ন এই মেয়ে টা যদি একটা কাজ করে, তাহলে মাসে কমপক্ষে ১০০০০/১৫০০০ টাকা আয় করা সম্ভব।

কিন্তু তার মতো আরো বহুজন এই পথের পথিক৷।

আবার না দিলে খারাপ মন্তব্য করতে তাদের মুখে বাঁধে না।

যা খুবই দুঃখ জনক।
সমাজ টা যদি আমরা পরিবর্তন না করি, এই সমাজ পরিবর্তন হবে না কখনোই।

ধন্যবাদ সবাইকে

কিছু কথা তিতা হলে সত্যি,  মেনে নিতে হবে সবসময়❤️
29/09/2024

কিছু কথা তিতা হলে সত্যি,
মেনে নিতে হবে সবসময়❤️

সারা দিন এতো কষ্ট করে যদি একটু কাঁথা গায়ে ঘুমাতেই না পারেন তাহলে লাভ নেই এই কষ্টের।
28/09/2024

সারা দিন এতো কষ্ট করে যদি একটু কাঁথা গায়ে ঘুমাতেই না পারেন তাহলে লাভ নেই এই কষ্টের।

সত্যের ওপর অবিচল থাকতে হবে সবসময় ❤️❤️❤️
28/09/2024

সত্যের ওপর অবিচল থাকতে হবে সবসময় ❤️❤️❤️

আমার শশুর আমার সাথে শেষ ছবি।মসজিদের কাজের সময়❤️❤️❤️আল্লাহ যেনো আমার শশুরকে জান্নাত বাসী করেন আমিন 🤲🤲🤲🤲
18/09/2024

আমার শশুর আমার সাথে শেষ ছবি।
মসজিদের কাজের সময়❤️❤️❤️
আল্লাহ যেনো আমার শশুরকে জান্নাত বাসী করেন আমিন 🤲🤲🤲🤲

বন্ধু তো বন্ধুর জন্য ❤️❤️❤️
15/09/2024

বন্ধু তো বন্ধুর জন্য ❤️❤️❤️

গন্তব্য যখন নিজ এলাকায় ❤️
11/09/2024

গন্তব্য যখন নিজ এলাকায় ❤️

Address

Kandirpar, Cumilla
Comilla
3500

Telephone

+8801937538074

Website

Alerts

Be the first to know and let us send you an email when Traveller couple by Akter and Faha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Traveller couple by Akter and Faha:

Videos

Share