SD.Halim.Gazi

SD.Halim.Gazi বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা চেতনা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যোগদিন সফল করুন'

Today's the best Photo 🌿🥰💚❤️•🔴 Beautiful   #টেইকব্যাকবাংলাদেশ  #টেইক_ব্যাক_বাংলাদেশ                                  Tar...
13/01/2024

Today's the best Photo 🌿🥰💚❤️

•🔴 Beautiful

#টেইকব্যাকবাংলাদেশ
#টেইক_ব্যাক_বাংলাদেশ
























Tarique Rahman

03/01/2024

মোহাম্মদ ডক্টর ইউনুস কে সারা বিশ্ব তাকে সম্মান করে আর আমাদের বাংলাদেশ তাকে সাজা দেয়।

03/01/2024

সরকার জনগণের টাকা এভাবেই নষ্ট করছে এর জবাব একদিন দিতে হবে এই আওয়ামী লীগ সরকারকে।

🌾🌾গভীর শ্রদ্ধা ও ভালোবাসা❤️❤️❤️Today's the best Photo 🌿🥰💚❤️•🔴 Beautiful   #টেইকব্যাকবাংলাদেশ  #টেইক_ব্যাক_বাংলাদেশ      ...
29/12/2023

🌾🌾গভীর শ্রদ্ধা ও ভালোবাসা❤️❤️❤️
Today's the best Photo 🌿🥰💚❤️

•🔴 Beautiful

#টেইকব্যাকবাংলাদেশ
#টেইক_ব্যাক_বাংলাদেশ
























Tarique Rahman

• Today's the best Photo 🌿🥰💚💛•🔴 Beautiful   #টেইকব্যাকবাংলাদেশ  #টেইক_ব্যাক_বাংলাদেশ
27/11/2023

• Today's the best Photo 🌿🥰💚💛

•🔴 Beautiful

#টেইকব্যাকবাংলাদেশ
#টেইক_ব্যাক_বাংলাদেশ

























" বল বীর বল চির  উন্নত মম শির ,, এই বাংলা   যতদিন রবে  বিদ্যমান ততদিনে  এই জাতি  তোমায়  ভালোবাসবে  "" হে ' প্রিয়  জিয়াউর...
04/11/2023

" বল বীর
বল চির উন্নত মম শির ,,
এই বাংলা যতদিন রবে বিদ্যমান
ততদিনে এই জাতি তোমায় ভালোবাসবে
"" হে ' প্রিয় জিয়াউর রহমান।

৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল হোক স্বার্থক হোক ।

10/09/2023

বিএনপিতে যোগ দিল সশস্ত্র বাহিনীর ২৫ সাবেক কর্মকর্তা! দেখুন সরাসরি...

বিদ্যুৎ গ্যাস,চাল,ডাল,তেল,আটা,লবণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি ও দমন নিপীড়নের প্রতিবাদে এবং দেশ...
15/02/2023

বিদ্যুৎ গ্যাস,চাল,ডাল,তেল,আটা,লবণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি ও দমন নিপীড়নের প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা কর্মীদের মুক্তি গণতন্ত্র বিরোধী ও দুর্নীতিবাজ,ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল‌ নিরর্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ ১০.দফা দাবিতে,,যুগপৎ আন্দোলন ও দেশব্যাপী সকল মহানগর পদ যাত্রায় যোগ দিন সফল করুন।

প্রচারে"বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা চেতনা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি"

দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র নিঃশর্ত মুক্তি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ও ১০. দফা দাবি আদায়ের লক্ষ্যে ১...
10/02/2023

দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র নিঃশর্ত মুক্তি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ও ১০. দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১,ই,‌ ফেব্রুয়ারি সারা বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি যোগ দিন সফল করুন,

প্রচারে"বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা চেতনা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি"

তুমি এসেছিলে বলেইএই স্বাধীনতা,এই বাংলাদেশ 🇧🇩
19/01/2022

তুমি এসেছিলে বলেই
এই স্বাধীনতা,এই বাংলাদেশ 🇧🇩

১২ ডিসেম্বর ২০২১। পল্লবী থানার আওতাধীন ৬ নং ওয়ার্ডের কর্মী সম্মেলনেপ্রধান অতিথি ঃ-  ডাকসু'র সাবেক ভিপি, ঢাকা মহানগর উত্ত...
12/12/2021

১২ ডিসেম্বর ২০২১।
পল্লবী থানার আওতাধীন ৬ নং ওয়ার্ডের কর্মী সম্মেলনে
প্রধান অতিথি ঃ- ডাকসু'র সাবেক ভিপি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান ভাই।
প্রধান বক্তা ঃ- বক্তব্য রাখছেন , ঢাকা মহানগর উত্তর বিএনপি বিপ্লবী সদস্য সচিব, ঢাকা ১৬ আসনের অভিভাবক, জননেতা আমিনুল হক ভাই।

আজ ১০ ডিসেম্বর ২০২১, রোজ: শুক্রবার , বিকেলে রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি’র ...
12/12/2021

আজ ১০ ডিসেম্বর ২০২১, রোজ: শুক্রবার , বিকেলে রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি’র স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে জাতীয় কমিটির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইংরেজিতে লেখা 'Disenfrenchenchisment under the authorian regime' শীর্ষক গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়। ২০০৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের নানা চিত্র তুলে ধরা হয়েছে এ গ্রন্থে।
এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।

ছবি: বাবুল তালুকদার

গণআন্দোলনের মাধ্যমে নির্দলীয়সরকার গঠনে বাধ্য করা হবে               --------------ড.মোশাররফ'দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্ব...
03/10/2021

গণআন্দোলনের মাধ্যমে নির্দলীয়
সরকার গঠনে বাধ্য করা হবে
--------------ড.মোশাররফ

'দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য গণআন্দোলনের মাধ্যমে নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনে বাধ্য করা হবে' বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, মুক্তিযুদ্ধের বীর সংগঠক ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হয়নি,তাদের অধীনে আর কোন নির্বাচন নয়। এখন আমাদের একটাই দাবি- এই ফ্যাসিস্ট সরকারকে গণআন্দোলনের মাধ্যমে বিদায় ও নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনে বাধ্য করা।
ড.মোশাররফ আজ শনিবার কুমিল্লার তিতাস উপজেলার 'তিতাস ভবনে' ৯টি ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির নেতাদের পরিচিতি ও সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতায় এইসব কথা বলেন। এর আগে সকালে তিনি দাউদকান্দির বাসভবনে পৌর যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
বর্তমান সরকারকে সকল ক্ষেত্রে চরম ব্যর্থ,অযোগ্য, আপাদমস্তক দুর্নীতিবাজ আখ্যা দিয়ে ড.মোশাররফ বলেন, দেশের মানুষ ভালো নেই। মানবেতর জীবনযাপন করছে। দেশে গণতন্ত্র,আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শে ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই ফ্যাসিবাদী সরকারকে হটাতে সকল বিরোধী দল ও মতের মানুষের দাবি এক এবং অভিন্ন। এটা জনগণের দাবি। গায়ের জোরের সরকারের পতন ঘটাতে হবে,এই এক দফার আন্দোলনের কোন বিকল্প নেই। তাদেরকে যত দ্রুত সরানো যাবে, ততই দেশের জন্য মঙ্গল হবে।
ড.মোশাররফ বলেন,দেশ জুড়ে বিএনপির নেতা-কর্মীসহ বিরোধী দল ও মতের মানুষ মামলা-হামলার শিকার হয়ে বিপর্যস্ত। দেয়ালে পিঠ ঠেকে গেছে। তৃণমূলের নেতারা সরকার হঠানোর জন্য কঠোর আন্দোলনে যেতে প্রস্তুত। এখন আন্দোলনের আর কোন বিকল্প নেই।

এই ফ্যাসিস্ট, স্বৈরাচারী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনে বাধ্য করতে গণআন্দোলনে অংশ নেয়ার জন্য তিনি দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহবান জানান।

জাতীয় স্থায়ী কমিটির সভার সিদ্ধান্তবলী ও সমসাময়িক বিষয় নিয়ে বিএনপি’র সংবাদ সম্মেলন এর লিখিত বক্তব্য-গত ১৮ সেপ্টেম্বর ২০২১...
20/09/2021

জাতীয় স্থায়ী কমিটির সভার সিদ্ধান্তবলী ও সমসাময়িক বিষয় নিয়ে বিএনপি’র সংবাদ সম্মেলন এর লিখিত বক্তব্য-

গত ১৮ সেপ্টেম্বর ২০২১ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা বিকাল ৪.৩০ মিঃ অনুষ্ঠিত হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন যথাক্রমে:

১। ড. খন্দকার মোশাররফ হোসেন
২। ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার
৩। মির্জা আব্বাস
৪। বাবু গয়েশ্বর চন্দ্র রায়
৫। ড. মঈন খান
৬। জনাব নজরুল ইসলাম খান
৭। মির্জা ফখরুল ইসলাম আলমগীর
৮। জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী
৯। বেগম সেলিমা রহমান
১০। জনাব ইকবাল হাসান মাহমুদ

সভায় আলোচ্যসূচি সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নিম্নে বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।

১। সভায় বিগত ১১ সেপ্টেম্বর ’২১ তারিখে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ পঠিত ও অনুমোদিত হয়।

২। সভায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সম্প্রতি, মুক্তিযুদ্ধ, ’৭৫-এর পটপরিবর্তন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তাঁর সমাধি সম্পর্কে যে লাগাতার মিথ্যাচার করে চলেছেন তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। সভা মনে করে, জনগণকে বিভ্রান্ত করবার লক্ষ্যে অবৈধ মিথ্যা তথ্য সংসদে উপস্থাপন করে তিনি মূলত: জনগণের গণতান্ত্রিক অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে দৃষ্টির আড়ালে রাখার একটি ষড়যন্ত্র করছেন। সভা মনে করে ইতিহাস বিকৃত করে জনগণকে প্রতারণা করা হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের বিরুদ্ধে এই ধরনের বিকৃত অপপ্রচার স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত ব্যতিত কিছু নয়। সভায় এই ধরনের নিকৃষ্ট মিথ্যাচার থেকে বিরত থাকবার আহ্বান জানানো হয়।

৩। সভায় প্রস্তাবিত ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন-এর খসড়া সরকারি ওয়েব সাইটে প্রকাশে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে এই ধরনের আইন ব্যক্তিগত তথ্য সুরক্ষার কথা বলে নাগরিকের স্বাধীন মতপ্রকাশের অধিকার হরণ করবার আরেকটি চক্রান্ত। এই আইন গণতন্ত্রের জন্য একটি বড় ধরণের হুমকি হয়ে দাঁড়াবে। সভায় জনগণের ব্যক্তিগত অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা অক্ষুন্ন রাখার জন্য আহ্বান জানানো হয়।

৪। সভায় সংসদে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার জন্য প্রণীত বিশেষ আইনের মেয়াদ আরও পাঁচ বৎসর বাড়িয়ে বিল পাশ করানোর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। সভা মনে করে, ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছিলো শুধুমাত্র আওয়ামী শাসকগোষ্ঠীর লুণ্ঠনের স্বার্থে। এইসব বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সকল কর্মকা-কে ইনডেমিনিটি আইন পাশ করে যথেচ্ছা দুর্নীতির সুযোগ সৃষ্টি করা হয়েছিলো এবং বিদ্যুৎ উৎপাদন না করলেও ভাড়া প্রদানের ফলে জনগণের ট্যাক্সের টাকার বিশাল অংশ আওয়ামী দুর্নীতিবাজদের পকেটে গেছে জনগণের পকেট কেটে। প্রত্যেক বৎসর কয়েক দফা করে বিদ্যুৎতের দাম বাড়িয়ে জনগণের চরম আর্থিক লোকসান করা হয়েছে। নতুন করে পাঁচ বৎসর এই বিশেষ আইনের মেয়াদ বাড়িয়ে লুঠপাটের ব্যবস্থা আরও দীর্ঘায়িত করা হলো। সভায় অবিলম্বে এই বিল বাতিল করার আহ্বান জানানো হয়।

৫। সভায় ১৪, ১৫, ১৬ তারিখে অনুষ্ঠিত বিএনপি কার্যনির্বাহী কমিটির ধারাবাহিক সভায় মতবিনিময় অংশগ্রহনকারী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানানো হয় এবং অবশিষ্ট সদস্যদের সঙ্গে আগামী ২১, ২২, ২৩ সেপ্টেম্বর ’২১ মতবিনিময় সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

৬। সভায়, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি

,,,,,,,,,,,,,,,বিসমিল্লাহির রহমানির রাহিম,,,,,,,,,,,,বিএনপি'র আন্দোলন সংগ্রামকে সামনে রেখেবাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযো...
18/09/2021

,,,,,,,,,,,,,,,বিসমিল্লাহির রহমানির রাহিম,,,,,,,,,,,,
বিএনপি'র আন্দোলন সংগ্রামকে সামনে রেখে
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা চেতনা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ৬৪, জেলায় কমিটি দেওয়া হবে যারা কমিটি নিতে আগ্রহী তারা যোগাযোগ করুন,
যোগাযোগ নাম্বার,,01608042920,,01767730411,,

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা চেতনা দলের কমিটি নিতে কোন টাকা পয়সা লাগে না লাগে শুধু দল প্রেমিক নেতাকর্মী ও শহীদ জিয়ার আদর্শে গড়া সৈনিক আর বুক ভরা সাহস এবং রাজপথের সৈনিক ধন্যবাদ।

বীরউত্তম জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ‘অসাড় বাচালতা’: রুহুল কবির রিজভী।।বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবিররি...
27/08/2021

বীরউত্তম জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ‘অসাড় বাচালতা’: রুহুল কবির রিজভী।।

বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির
রিজভী বলেন, চার দিকে কোনো ন্যায় নেই, সত্য নেই। এ দেশের শ্রেষ্ঠ সন্তান জিয়াউর রহমান। তিনি একজন বীরউত্তম খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক। তাকে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে, কটু কথা বলা হচ্ছে। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন কিনা তার কোনো প্রমাণ নেই-এসব বলা হচ্ছে। এটা কে করছেন? স্বয়ং প্রধানমন্ত্রী। বরণ্য একজন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সম্পর্কে-এসব কথা প্রধানমন্ত্রী বলতে পারেন? এসব হচ্ছে অসাড় বাচলতা।

তিনি বলেন, যারা সত্যিকার অর্থেই মুক্তিযুদ্ধে অংশ নেয়নি, আজকে তারা বাংলাদেশে অবস্থান করেছেন, ঢাকায় অবস্থান করেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর তত্ত্বাবধানে। এমনকি তারাই আজকে বরেণ্য মুক্তিযোদ্ধা সম্পর্কে এ ধরনের কথা বলছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শুক্রবার, আগস্ট ২৭, ২০২১, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের পর তিনি এসব কথা বলেন।।

"শুভ" "জন্মদিন"।রাজপথের প্রিয় নেত্রী সাবেক সাংসদ Nilufar Chowdhury Moni আপা।জন্মদিনে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা ...
16/08/2021

"শুভ" "জন্মদিন"।

রাজপথের প্রিয় নেত্রী সাবেক সাংসদ Nilufar Chowdhury Moni আপা।
জন্মদিনে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

চোরে শুনে না ধর্মের অনুশাসন। এই সরকারে গায়ের জোরের সরকার, ভোটবিহীন সরকার তারা তো কোনো সময়ে ধর্মের অর্থাৎ আমরা যে সংবিধা...
04/07/2021

চোরে শুনে না ধর্মের অনুশাসন। এই সরকারে গায়ের জোরের সরকার, ভোটবিহীন সরকার তারা তো কোনো সময়ে ধর্মের অর্থাৎ আমরা যে সংবিধানের অনুশাসনের কথা বলছি তারা (আওয়ামী লীগ সরকার) মানবে না। এর একমাত্র সমাধান জনগনের সরকার প্রতিষ্ঠা। সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে হটিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে, আমাদের দলকে ঐক্যবদ্ধ করতে হবে। এছাড়া আমাদের অন্য কোনো বিকল্প নাই।”

ডঃ খন্দকার মোশাররফ হোসেন
— সদস্য, জাতীয় স্থায়ীকমিটি, বিএনপি
সোমবার, জুন ২৮, ২০২১, বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ এন্ড কমিউনিকেশনস-বিএনআরসি’র ভার্চুয়াল সেমিনারে।

#ডঃখন্দকারমোশাররফহোসেন

ফিরে দেখা ২০১৫,...২৮ জুন ২০১৫ইং ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লা্ব মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন-ড্যাব এর উদ্যোগে ইফতার মাহফ...
01/07/2021

ফিরে দেখা ২০১৫,...
২৮ জুন ২০১৫ইং ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লা্ব মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন-ড্যাব এর উদ্যোগে ইফতার মাহফিল হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

বিএনপি'র কেউ যদি জনাব তারেক রহমানকে লিডার মানতে না পারেন, তাহলে দল করা ছেড়ে দেন, কারণ তারেক রহমানই ভবিষ্যৎ বাংলাদেশ।-হা...
01/07/2021

বিএনপি'র কেউ যদি জনাব তারেক রহমানকে লিডার মানতে না পারেন, তাহলে দল করা ছেড়ে দেন, কারণ তারেক রহমানই ভবিষ্যৎ বাংলাদেশ।
-হাবিব উন নবী সোহেল খান

সরকার তেলামাথায় তেল দিচ্ছেন, ৬ কোটি গরীব কিছু পায়নি—  মির্জা আলমগীর  ---------------------------------------------------...
07/06/2021

সরকার তেলামাথায় তেল দিচ্ছেন, ৬ কোটি গরীব কিছু পায়নি
— মির্জা আলমগীর
--------------------------------------------------------------------------
কোভিড নিয়েও সরকার ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার, জুন ৬, ২০২১, বিকালে এক আলোচনাসভায় তিনি এ অভিযোগ করেন। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা হয়।
মির্জা ফখরুল বলেন, তারা (সরকার) করোনা (কোভিড) নিয়ে ব্যবসা করতে চায়। এই কোভিডকে নিয়ে তারা প্রথম থেকেই ব্যবসা শুরু করেছে। তাদের উপদেষ্টা সাহেবের কথায় অগ্রিম টাকা দিয়ে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার টিকা প্রায় ৭শ কোটি দিয়ে তিন কোটি টিকা এনেছে। এখন আপনার দেড় কোটি টিকাও পায়নি। এটা তারা করছে, জেনেশুনেই তারা এটা করছে।
রাশিয়া ও চীনের টিকার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, দেখুন কী রকম কাজ করছে। কিছু জন্তু আছে পানি খায় ঘোলা করে খায়। চীন যখন এসে বললো যে, আমার সাথে চুক্তি করো, তারা করলো না। রাশিয়া এসে বললো যে, আমি দেবো, চুক্তি করো। করলো না। এখন চীন আর রাশিয়ার কাছে গিয়ে ধরনা দিচ্ছে। চীন বলছে, মিথ্যা কথা বলেন কেনো? আপনাদের সাথে তো কোনো চুক্তিই হয়নি। এটাকে কী বলবে?
বেগম খালেদা জিয়াকে অনুপ্রেরণার উৎস হিসেবে অভিহিত করে বিএনপি মহাসচিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের কাছে অনুপ্রেরণা। তিনি সফল হয়েছেন এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে। এটা সফলতা। সেই জন্য এই সরকার জানে বেগম খালেদা জিয়া হচ্ছেন সেই ব্যাবিলনের বংশীবাদক, যিনি বাইরে রেরুলে বাঁশি বাজাতে শুরু করবেন লাখ লাখ মানুষ ঘর থেকে বেরিয়ে আসবে। দ্যাটস দ্য রিয়েলিটি। এ জন্য তাঁকে তারা সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছে, এখনো তিনি গৃহবন্দি।
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে মির্জা ফখরুল বলেন, একটা বাজেট দিয়েছে। আরে বাবা কী গদগদ সমস্ত বাজেট নিয়ে যে, ব্যবসায়ীদের জন্য এটা খুবই ভালো বাজেট হয়েছে। ৬ কোটি মানুষ এখন দারিদ্র্যসীমার নিচে। কোথায় তাদের জন্য তো কিচ্ছু করেনি। আমরা বারবার করে বলেছিলাম যে, ১৫ হাজার টাকা করে তিন মাসের জন্য এই মানুষকে দেয়ার ব্যবস্থা করেন। খুব বেশি কিছু হতো না কিন্তু। কত টাকা লাগতো। কেনো দিলেন না? প্রত্যেকটা দেশ আজকে তারা কিন্তু আগেই এই টাকাগুলোকে পৌঁছেছে, ক্যাশ ট্রান্সফার করেছে। অর্থনীতিকে যদি আপনি সচল করতে চান মানুষের পকেটে টাকা আসতে হবে।
তিনি বলেন, কাকে টাকা দিচ্ছে? তেলামাথায় তেল দিচ্ছেন। ওই বড় বড় শিল্পপতি, গার্মেন্ট মালিককে দিচ্ছেন, যারা আপনাদের সাথে জড়িত তাদের দিচ্ছেন। সাংবাদিকদের কোনো প্রণোদনা দিচ্ছেন না। আমি জানি, অনেক সাংবাদিক ৩-৪ মাস যাবত বেতন পাচ্ছেন না। রিকশা শ্রমিক ভাই, ছোট চাকরিজীবী তারা কিন্তু কোনো প্রণোদনা পাচ্ছে না। দেশের বর্তমান এই ‘অচলাবস্থা’ থেকে দেশকে রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানও জানান বিএনপি মহাসচিব।
তিনি বলেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং জাতীয় ঐক্য সৃষ্টি করে এগুতে হবে। আমরা জাতীয় ঐক্যের জন্য কাজ করছি। সকল রাজনৈতিক দলগুলোকে একখানে করে, জোট না হোক আমরা যুগপথ আন্দোলন করে বেরিয়ে আসতে পারি কি না সেই চেষ্টা আমরা করছি।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

এই সরকার জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতায় টিকে আছে।
07/06/2021

এই সরকার জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতায় টিকে আছে।

Address

Bangladesh Nationality Party. BNP
Cumilla
MEGHNA

Alerts

Be the first to know and let us send you an email when SD.Halim.Gazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share