Sotto prochare agiye

Sotto prochare agiye Quran & Sonnah

01/04/2024

"লাইলাতুল কদরের মন জুড়ানো ফযিলত"।

সার্চ করুন।

06/10/2023

কবরে কেউ কারো জন্য নয়।

25/09/2023

নতুন নিয়মে কোরআন তিলাওয়াত শিখুন। ১ম ক্লাস,কায়দা,পৃষ্ঠা নং ০১

29/08/2023

অত্যাচারি আমজাদ,মাহবুব,বাবুল ও মামুনের অত্যাচার ও নির্যাতন থেকে বাচতে চায় মাওলানা আ.রহিম ও তাঁর পরিবার।
১ম পর্ব

25/08/2023

শারীরিক সমস্যা,
ঠান্ডা,কাশি,জ্বর ও চোখ দিয়ে পানি ঝড়া রোগে আক্রান্ত। সকলের কাছে দোয়ার আরজি।😢🤲🤲🤲

23/06/2023

I've received 500 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

04/06/2023

সত্য ও মিথ্যা মানুষের কাছে একদুম ক্লিয়ার কিন্তু তার পরও কিছু মানুষ পরিবার,সমাজ ও দেশের মানুষকে কষ্ট দেওয়ার জন্য মিথ্যাকে আকরে ধরে।

03/06/2023

সকল সন্ত্রাস এবং সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার জন্য এগিয়ে আসুন অন্যথায়,এই সন্ত্রাস একদিন আপনার উপর আক্রমণ করে বসবে।

15/05/2023

মূখ দিয়ে সত্যের কথা সবাই বলতে পারে কিন্তু অন্তর দিয়ে সবাই সত্যকে গ্রহণ করতে পারে না।

07/05/2023

সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে এই কথা-টা এখন কেন যেন মানুষ বিশ্বাসই করে না।
আল্লাহ হেফাজত করো।

05/05/2023

Sotto prochare agiye পেইজ সমপর্কে যা বললেন পরিচালক।

27/04/2023

"মানবতার সেবায় আমার পেইজ গুলো সকলে ফলো দিয়ে পাশে থাকুন"।

20/04/2023

দেশ ও দেশের বাহিরের সকল মুসলমান ভাই-বোনদেরকে জানাই পবিত্র ঈঁদুল ফিতরের শুভেচ্ছা,

"ঈঁদ মোবারক"।

ক্বদরের রাত,দিনের বেলায় রোযা রাখা,কাফেরদের সাথে যুদ্ধ করা আবার রাতের বেলায় সারা রাত দাড়িয়ে আল্লাহ তা'য়ালার ইবাদত করা। এম...
18/04/2023

ক্বদরের রাত,
দিনের বেলায় রোযা রাখা,কাফেরদের সাথে যুদ্ধ করা আবার রাতের বেলায় সারা রাত দাড়িয়ে আল্লাহ তা'য়ালার
ইবাদত করা। এমন ভাবে হাজার মাস ইবাদত করার চেয়ে ক্বদরের রাত্র-টি উত্তম।মনে রাখবেন, ঘুমিয়ে থেকে এই ক্বরের রাতের ফজিলত পাওয়া যাবে না। আপনাকে ফজর
পর্যন্ত জাগ্রত থেকে ইবাদত করে এই ক্বদরের রাতের ফজিলত পাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তা'য়ালা
কবুল করলে ক্বদরের রাতের ফজিলত পেয়ে যাবেন। ইন-শা-আল্লাহ।🤲🤲
আসুন আমরা চেষ্টা করি, আমিন।

01/12/2022

পীর অলীদের বিরোদিতা তারাই করে,বাংলাদেশে ইসলাম প্রচারে যাদের কোন অবদান নাই।

22/09/2022

নবীর আগমনে সারা পৃথিবী আলোকিত হয়েছিল এবং নির্যাতিত মানুষ গুলো সুখের নিশ্বাস ফেলেছিল।
আমরা সে নবীর আগমনের দিন-কে স্বাগত জানাব।

✍️ইমাম বুখারী( রহ.) ও সহীহ আল-বুখারী, নাম ও পরিচিতিঃইমাম বুখারী( রহ.)-এর প্রকৃত নাম মুহাম্মদ। পিতার নাম ইসমাঈল,পিতামহের ...
21/08/2022

✍️ইমাম বুখারী( রহ.) ও সহীহ আল-বুখারী,

নাম ও পরিচিতিঃ
ইমাম বুখারী( রহ.)-এর প্রকৃত নাম মুহাম্মদ। পিতার নাম ইসমাঈল,পিতামহের নাম ইব্রাহিম। উপাধি আবু আব্দুল্লাহ,সম্বোধিত নাম আল-জুফী আ-বুখারী। উপাধি
اِمَامُ الدُّنۡيَا رَأۡسُ الۡمُحَدِّثِيۡنَ فِيۡ الۡقَدِيۡمِ وَالۡحَدِيۡثِ اَمِيۡرُ الۡمُؤۡمِنِيۡنَ فِيۡ الۡحَدِيۡثِ اُسۡتَاذُ الۡحُفِّاظِ شيۡخُ الۡاِسۡلاَمِ فِيۡ الۡحَدِيۡثِ
ইত্যাদি। তাঁর পূর্ণ বংশ পরম্পরা হলো-

شَيۡخُ الۡاِسۡلاَمِ اَبُوۡ عَبۡدُ اللَّهَ مُحَمَّدِ بۡنِ اِسۡمَاعِيۡلُ بۡنُ اِبۡرَاهِيۡمَ بۡنِ الۡمُغِيۡرَةِ بۡنِ بَرۡدِزۡبَةِ الۡجُعۡفِيِّ الۡبُخَارِيِّ.

ইমাম বুখারী (রহ.)-কে তার পূর্বসূরীদের দিকে সম্পর্কিত করে আল-জুফী বলা হয়। কেননা সে সময়ের নিয়ম ছিল,যে ব্যক্তি যার হাতে ইসলাম গ্রহণ করবে,তাকে ঐ গোত্রের সাথে সম্পর্কিত করা হতো। ইমাম বুখারী( রহ.)-এর প্রপিতামহ মুগীরা তৎকালীন বুখারার শাসনকর্তা ইয়ামান জুফীর হাতে ইসলাম গ্রহণ করেন বিধায় তাঁকে জুফী বলা হয়। তৎপূর্বে মুগীরা অগ্নিপূজক ছিলেন।

ইমাম বুখারী (রহ.) ১৯৪ হিজরী সনের ১৩ শাওয়াল বাদ জুমা খোরাসান তথা সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত (বর্তমান স্বাধীন উজবেকিস্তান) জীহুন নদীর তীরে মাওয়ারাউন নাহারের নিকটবর্তী মুসলিম অধ্যুষিত সভ্যতা ও জ্ঞান-বিজ্ঞানের লীলাভূমি বুখারা নামক স্থানে জন্মগ্রহণ করেন।

16/08/2022

নবীরা নিষ্পাপ,নবীরা জীবিত ও নবীরা হায়াতুন্নাবী। এই ব্যাপারে আমি ক্লিয়ার।

15/08/2022

Address

Cumilla

Telephone

+8801996402487

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sotto prochare agiye posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sotto prochare agiye:

Videos

Share

Nearby media companies