TanviR

TanviR জীবন একটাই, সুযোগ পেলেই অসহায়দের সাহায্য করুন এবং সময় পেলে বেরিয়ে পড়ুন আল্লাহর নেয়ামত জানতে ও দেখতে।

17/01/2023

আহা প্রাণ জুড়ানো ওয়াজ। কি মধুর! আর আমাদের স্মার্ট হুজুরদের ওয়াজ কত পার্থক্য।
আলহাজ্ব মজিবর রহমান আমির সাহেব পশ্চিম ভঙ্গ, ভারত। আল্লাহতালা দীর্ঘ নেক হায়াত দান করুন।💚💚

১৮-১২-২০২২ ঠিক রাত ৯ টায় আর্জেন্টিনা বনাম ফ্রান্স ফাইনাল খেলার মধ্যে দিয়ে বিশ্বকাপ-আসরের পর্দা নামতে যাচ্ছে।কার ঘরে যাবে...
15/12/2022

১৮-১২-২০২২ ঠিক রাত ৯ টায় আর্জেন্টিনা বনাম ফ্রান্স ফাইনাল খেলার মধ্যে দিয়ে বিশ্বকাপ-আসরের পর্দা নামতে যাচ্ছে।
কার ঘরে যাবে এই বারের বিশ্বকাপ🤔🤔
🇦🇷আর্জেন্টিনা নাকি 🇨🇵ফ্রান্স? 🤔
কমেন্ট করে জানিয়ে দিন নিজের প্রিয় দলের নাম।

ফ্রান্স বনাম মরোক্ক। কে জিতবে আজকে?আমার প্রিডিকশন ফ্রান্স। আপনার?
14/12/2022

ফ্রান্স বনাম মরোক্ক। কে জিতবে আজকে?
আমার প্রিডিকশন ফ্রান্স। আপনার?

দৈনিক প্রথম আলো || ১৪ ডিসেম্বর ২০২২ এর সংবাদটিতে চোখ আটকে গেলো...(বি.দ্র. বাংলাদেশ যেকোনো খেলায় জিতলে উৎফুল্ল হারলে মনখা...
14/12/2022

দৈনিক প্রথম আলো || ১৪ ডিসেম্বর ২০২২ এর সংবাদটিতে চোখ আটকে গেলো...

(বি.দ্র. বাংলাদেশ যেকোনো খেলায় জিতলে উৎফুল্ল হারলে মনখারাপ হয়। আর এটাই স্বাভাবিক ও প্রাসঙ্গিক। তবে, কাতার বিশ্বকাপ ফুটবল নিয়ে বিন্দুমাত্রও আগ্রহ নেই আমার। মাঝেমধ্যে অনুশোচনা হয়, করোনা মহামারীর কঠিন পরিস্থিতি পর এমন উন্মাদনায় মেতে ওঠা যেনো সৃষ্টিকর্তার দয়া আর করুণার প্রতি ভীষণরকম অকৃতজ্ঞতা আর নির্বোধের আচরণ-ই প্রকাশ পায়। যাইহোক, একেকজনের উপলব্ধি একেক রকম। এটি একান্তই আমার উপলব্ধি ঈ আত্মসমালোচনা।]
#কপি পোস্ট (এক বড় ভাইয়ের ওয়াল থেকে নেয়া)

বাংলাদেশ ও ভারত ১ম টেস্ট ম্যাচের মধ্যকার চিত্র। শুভকামনা রইলো বাংলাদেশ দলের জন্য।বিজয়ের মাসে আরেকটা বিজয় চাই
14/12/2022

বাংলাদেশ ও ভারত ১ম টেস্ট ম্যাচের মধ্যকার চিত্র।
শুভকামনা রইলো বাংলাদেশ দলের জন্য।
বিজয়ের মাসে আরেকটা বিজয় চাই

জাতির মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছিল যেদিন 😢বিনম্র শ্রদ্ধা সকল শহীদ বুদ্ধিজীবীদের জন্য।আল্লাহ সবার গুনহা গুলো মাফ করে জান্নাতের...
14/12/2022

জাতির মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছিল যেদিন 😢
বিনম্র শ্রদ্ধা সকল শহীদ বুদ্ধিজীবীদের জন্য।
আল্লাহ সবার গুনহা গুলো মাফ করে জান্নাতের সুউচ্চ মোকাম দান করুক। আমিন

13/12/2022

গোল বাই মেসি।
আর্জেন্টিনা -১ ক্রোয়েশিয়া -০

বিশ্বকাপের এই পাঁচ আসরের প্রতিটিরই ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। এই পর্যন্ত বিশ্বকাপ মঞ্চে সেমিফাইনালে কখনো হারেনি মেসির দ...
13/12/2022

বিশ্বকাপের এই পাঁচ আসরের প্রতিটিরই ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। এই পর্যন্ত বিশ্বকাপ মঞ্চে সেমিফাইনালে কখনো হারেনি মেসির দল আর্জেন্টিনা।

বাংলাদেশ আসতে পারে কাতার বিশ্বকাপের স্টেডিয়াম টি।খুলে ফেলা হচ্ছে ৯৭৪টি শিপিং কন্টেইনার দিয়ে বানানো 'স্টেডিয়াম ৯৭৪'। কাতা...
13/12/2022

বাংলাদেশ আসতে পারে কাতার বিশ্বকাপের স্টেডিয়াম টি।
খুলে ফেলা হচ্ছে ৯৭৪টি শিপিং কন্টেইনার দিয়ে বানানো 'স্টেডিয়াম ৯৭৪'। কাতারের আন্তর্জাতিক ডায়াল কোড '৯৭৪'-এর সাথে মিল রেখে এর নামকরণ করা হয়েছিল। ২০২১ সালের ২০ নভেম্বর উদ্বোধনের পর এবার বিশ্বকাপের ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ৪৪ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে।

13/12/2022

কাতার বিশ্বকাপ ২০২২ শেষ চার দলের বিস্তারিত ও খুটিনাটি।

আজকে ক্রোয়েশিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচাটি হবে চম্বুক বনাম বাজপাখির মধ্যে।  ২ সুপার হিরোর মধ্যে কে জিতবে?
13/12/2022

আজকে ক্রোয়েশিয়া বনাম আর্জেন্টিনার ম্যাচাটি হবে চম্বুক বনাম বাজপাখির মধ্যে।
২ সুপার হিরোর মধ্যে কে জিতবে?

আর্জেন্টাইন বনাম ক্রোয়েশিয়া ম্যাচটিতে আপনাদের মতে আজকে কে জিতবে কমেন্ট করে জানিয়ে দিন।আমার প্রেডিকশন  #আর্জেন্টিনা  াতার...
13/12/2022

আর্জেন্টাইন বনাম ক্রোয়েশিয়া ম্যাচটিতে আপনাদের মতে আজকে কে জিতবে কমেন্ট করে জানিয়ে দিন।
আমার প্রেডিকশন #আর্জেন্টিনা
াতার_বিশ্বকাপ

🤚সময় থাকলে একবার হলে ও পোস্ট টা পড়ে নিবেন।সাবেক মিশরীয় রাষ্ট্রপতি আনোয়ার সাদাতের হত্যাকারীকে প্রশ্ন করেছিলেন বিচারক - "প...
13/12/2022

🤚সময় থাকলে একবার হলে ও পোস্ট টা পড়ে নিবেন।
সাবেক মিশরীয় রাষ্ট্রপতি আনোয়ার সাদাতের হত্যাকারীকে প্রশ্ন করেছিলেন বিচারক -

"প্রেসিডেন্ট সাদাতকে কেন হত্যা করেছ তুমি ?

হত্যাকারী জবাব দিয়েছিল- "কারণ সে সেক্যুলার ছিল।"

বিচারক তখনই পরের প্রশ্নটি করলেন-
"সেক্যুলার মানে কী?"

হত্যাকারী জানালো- "আমি জানি না।"

প্রয়াত মিশরীয় লিখক নাগিব মাহফুজকে ছুরি মেরে হত্যা-চেষ্টাকারীর একজনকে প্রশ্ন করেছিলেন বিচারক- "নাগিব সাহেবকে তুমি ছুরিকাঘাত করেছ কেন ?"

জবাবে সন্ত্রাসী বলেছিলো- "কারণ সে ধর্মবিরোধী 'চিলড্রেন অভ গেবালাবি' উপন্যাসটি লিখেছে।

বিচারক আগ্রহ দেখালেন- "উপন্যাসটি পড়েছ তুমি?"
অপরাধী জবাব দিয়েছিলো- "না।"

মিশরীয় সাহিত্যিক ফারাজ ফাউদাকে হত্যাকারী সন্ত্রাসীটিকে বিচারক প্রশ্ন করেছিলেন- "ফারাজ ফাউদাকে মেরে ফেললে কেন?"

হত্যাকারী জবাব দিয়েছিল- "কারণ তার ঈমান নাই।"

বিচারক জানতে কৌতূহলী হলেন-
"তুমি কিভাবে বুঝলে যে তাঁর ঈমান নেই?"

সন্ত্রাসীর জবাব ছিল-
"তার বইগুলা পড়লেই সব বোঝা যায়।"

বিচারকের কৌতূহল বেড়ে গেলো-
"তাঁর কোন্‌ বইটিতে তুমি তাঁর ঈমানহীনতার প্রমাণ পেলে?"

হত্যাকারী স্বীকার করলো-
"বইয়ের নাম আমি জানি না। আমি পড়িনি ওসব।"

বিচারক বিস্মিত হলেন- "কেন পড়োনি?"

খুনীটি বলেছিলো- "আমি লিখতে-পড়তে জানি না।"

ঘৃণা, কখনোই জ্ঞানের মাধ্যমে ছড়ায় না। ঘৃণা ছড়িয়ে পড়ে অজ্ঞতার মাধ্যমে। সমাজ অজ্ঞতার খেসারত, অজ্ঞ করে রাখার খেসারত, এভাবেই দেয় ।ইসলামের ছায়া তলে এসে সঠিক ভাবে জেনে বুঝে সিন্ধান্ত নেয়া ও কাজ করা সবার উচিত।

10/12/2022

Sad moment for everyone 🥲🥲

09/12/2022

Leo messi Golden foot❣️❣️

08/12/2022

রাগ অনেক খারাপ জিনিস। রাগের জন্যই মারাত্মক ক্ষতি হয়ে যায় আমাদের যা কখনোই আর পূরণ করা যায় না।
রাগ আসলে সবার উচিত মাটির দিকে তাকিয়ে থাকা ও অবস্থান ত্যাগ করা।

দেখা যাক এইবার কার ভাগ্যে আরেকটা স্টার থাকে।
08/12/2022

দেখা যাক এইবার কার ভাগ্যে আরেকটা স্টার থাকে।

শুভ সকাল। দিনটি সবার জন্য শুভ হোক।
08/12/2022

শুভ সকাল।
দিনটি সবার জন্য শুভ হোক।

এবাদত আর বিজয় ম্যাচ টা শেষ করেই দিছিলো।আলহামদুলিল্লাহ বিজয় আমাদেরই। বিজয়ের মাসে আরেক বিজয়। ২-০ ব্যবধানে সিরিজ আমাদেরই। অ...
07/12/2022

এবাদত আর বিজয় ম্যাচ টা শেষ করেই দিছিলো।
আলহামদুলিল্লাহ বিজয় আমাদেরই।
বিজয়ের মাসে আরেক বিজয়।
২-০ ব্যবধানে সিরিজ আমাদেরই।
অভিনন্দন টাইগার বাহিনী।

কে কোন দলের সাপোর্টার কমেন্ট করে জানিয়ে দিন।
07/12/2022

কে কোন দলের সাপোর্টার কমেন্ট করে জানিয়ে দিন।

অভিমানী বিদায়। শুভকামনা রইলো হ্যাজার্ড।
07/12/2022

অভিমানী বিদায়। শুভকামনা রইলো হ্যাজার্ড।

অয়েলডান মেহেদী হাসান ফর মেডেইন সেঞ্চুরি 💪💪অভিনন্দন মাহমুদউল্লাহ। ক্লিনিক্যাল ফিনিশ নাসুম আহমেদ।এবার বোলারদের কাজ।
07/12/2022

অয়েলডান মেহেদী হাসান ফর মেডেইন সেঞ্চুরি 💪💪
অভিনন্দন মাহমুদউল্লাহ।
ক্লিনিক্যাল ফিনিশ নাসুম আহমেদ।
এবার বোলারদের কাজ।

07/12/2022

Their Friendship 💜💜
আমরা করি ব্রাজিল আর্জেন্টিনা নিয়া মারামারি, এই দিকে মেসি -নেইমার হইলো বেস্ট ফ্রেন্ড।
খেলাকে ভালোবাসুন যে কোন দল সাপোর্ট করুন। খেলা নিয়া হানাহানি থেকে সবাই বিরত থাকি।
দিন শেষে আমরা মানুষ, সবাই সবার বন্ধু।

বিজয় উল্লাস  হোক শতভাগ মুসলিম দেশ মরক্কোর জন্য।এই জয়টা সবার। আরব বসন্ত❤️❤️❤️
06/12/2022

বিজয় উল্লাস হোক শতভাগ মুসলিম দেশ মরক্কোর জন্য।
এই জয়টা সবার। আরব বসন্ত❤️❤️❤️

06/12/2022

অভিনন্দন মরক্কো।
বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন।
ইতিহাসের ১ম কোয়ার্টার ফাইনালে মরোক্ক ।

06/12/2022

Stop 5 Things if you want everyone love you respect you

Send a message to learn more.

আগামী ৯ তারিখ (শুক্রবার) রাত ৯ টায় ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া এবং রাত ১ টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে নেদারল্যান্ডস। শুভ কা...
06/12/2022

আগামী ৯ তারিখ (শুক্রবার) রাত ৯ টায় ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া এবং রাত ১ টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে নেদারল্যান্ডস। শুভ কামনা রইলো ২ লাতিন জায়ান্টের জন্য।
কে কোন দলের সাপোর্টার কমেন্ট করে জানান।

পিকচার আবি বাকি।💪💪
05/12/2022

পিকচার আবি বাকি।💪💪

বাংলাদেশ ও ভারত ১ম ওয়ানডে ম্যাচের বিস্তারিত। দশম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি গড়ে তোলা জয়।বিজয়ের মাসে আরেক বিজয় 💪💪
04/12/2022

বাংলাদেশ ও ভারত ১ম ওয়ানডে ম্যাচের বিস্তারিত।
দশম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি গড়ে তোলা জয়।
বিজয়ের মাসে আরেক বিজয় 💪💪

অভিনন্দন মিরাজ ও মোস্তাফিজ ।অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম।ফুটবল উন্মাদনার মধ্যে ভারতের বিপক্ষে  ১ম ওয়ানডেতে বাংলাদেশের ১...
04/12/2022

অভিনন্দন মিরাজ ও মোস্তাফিজ ।
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম।
ফুটবল উন্মাদনার মধ্যে ভারতের বিপক্ষে ১ম ওয়ানডেতে বাংলাদেশের ১ উকেটে জয়।

রাউন্ড অব ১৬ এর লিস্ট - দেখে নিন কে কার সাথে খেলা পড়ছে।
03/12/2022

রাউন্ড অব ১৬ এর লিস্ট - দেখে নিন কে কার সাথে খেলা পড়ছে।

ব্রাজিল বনাম ক্যামেরুন ম্যাচের ব্রাজিল দলের শুরুর একাদশ।
02/12/2022

ব্রাজিল বনাম ক্যামেরুন ম্যাচের ব্রাজিল দলের শুরুর একাদশ।

এশিয়ান পাওয়ার হাউজ # দ. কোরিয়া
02/12/2022

এশিয়ান পাওয়ার হাউজ
# দ. কোরিয়া

01/12/2022

Mission hexa

অভিনন্দন তিউনিসিয়া পরাশক্তি ফ্রান্সের বুকে কাঁপন ধরিয়ে দেয়ার জন্য।
30/11/2022

অভিনন্দন তিউনিসিয়া পরাশক্তি ফ্রান্সের বুকে কাঁপন ধরিয়ে দেয়ার জন্য।

30/11/2022
শুভ কামনা রইলো মেসির জন্য সাথে রইলো ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ও জন্য।জয়টা হোক ফুটবল জাদুঘরের।
30/11/2022

শুভ কামনা রইলো মেসির জন্য সাথে রইলো ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ও জন্য।
জয়টা হোক ফুটবল জাদুঘরের।

Address

Rampur, Bijoykara Gunabati, Chouddagram, Cumilla
Comilla
3583

Alerts

Be the first to know and let us send you an email when TanviR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TanviR:

Share

Category