![জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে মুল কারণটা দেখানো হইয়াছে যে সেখানে বাংলাদেশের নাম কোথাও নেই. এই প্রসঙ্গে আমি বলতে চাই আপনি কি ...](https://img5.medioq.com/212/018/122165744192120188.jpg)
07/09/2024
জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে মুল কারণটা দেখানো হইয়াছে যে সেখানে বাংলাদেশের নাম কোথাও নেই. এই প্রসঙ্গে আমি বলতে চাই আপনি কি বাড়িতে নিজের মা কে যখন ডাকেন তখন কি বলেন ফাতেমা আম্মু তানিয়া আম্মু সুফিয়া আম্মু ইত্যাদি ইত্যাদি? বেপারটা তেমনেই দেশে হচ্ছে আমার জন্ম ভুমি, দেশকে মা বলে ডাকার মধ্যে লুকিয়ে থাকে মাতৃত্বের আদর যত্ন স্নেহ মমতা ভালোবাসা আবেগ অনুভূতি।মা কে ডাকার সময় যেমন নামটা বেবহার করিনা ঠিক তেমনি জাতীয় সংগীতের ক্ষেত্রেও। মাতৃভূমিকে মা বলাটা ভুল কিছু হতে পারেনা। কিছু সাধু বেক্তি এটাকে ভুলভাবে ব্যাখ্যা করেছে , প্রচার করেছে যার কারণেই আজ দেশের মাঝে প্রতিকূল পরিবেশ সৃষ্টি হইয়াছে জাতীয় সংগীত নিয়ে। মোটকথা দেশ ধর্মের অনুসারন করে চলতে পারেনা, এইদেশে সব ধর্মের মানুষ বাস করে। তাই দেশ চলবে দেশের সংবিধান অনুযায়ী। আর সংবিধানে লেখা আছে জাতীয় সংগীত কোনোভাবেই পরিবর্তন করা যাবেনা। তাই উধাহরন স্বরূপ বলা যাই, সাধারণ একটা টুপি পরে সড়কে যেমন মোটরসাইকেল চালালে নিরাপত্তা থাকেনা সেখানে হেলমেট পড়া খুবেই প্রয়াজন নিজেকে সুরক্ষিত করতে। তেমনি দেশের ক্ষেত্রে ধর্ম বর্ণ ঢুকানোটা ঠিকনা । আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ভালোবেসে যাবো ততদিন যতদিন এই পৃথিবী থাকবে। প্রয়াজনে লড়বো মা মাতৃভূমির উপর যেকোনো ষড়যন্ত্র রুখে দিবো মায়ের ভালোবাসা স্নেহ মমতাকে হৃদয়ে ধারণ করে। তাই জাতীয় সংগীত নিয়ে দুঃসপ্ন দেখা বন্ধ করুন না হলে জবাব নিবো জবাব দিবো পার পাবেন কেউ