Tahmina vlog'S

Tahmina vlog'S শান্তির সূত্রপাত ঘটে হাসির মাধ্যমে🤗
‌√অতিরিক্ত দোষ খুঁজলে তাকে ভালোবাসার সময় পাবেন না😊
(1)

02/04/2024

পঁচা নারকেল কাজে লাগানোর উপায়

13/03/2024

18/02/2024

09/02/2024
14/12/2023

HSC/Alim English For Today.

15/07/2023

Art by me.

Send a message to learn more

26/06/2023

✍️একজন মুমিনের কাছে বছরের শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। ঐ দিনে আল্লাহ একসাথে বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ও ক্ষমার ঘোষণা করবেন যা বছরের কোনো দিন এত মানুষকে ক্ষমা করেননি। (সহীহ মুসলিম ১৩৪৮)

📛আবার শয়তান এই দিনে এত টাই অপমানিত ও লাঞ্চিত হবে যা বছরের অন্য কোনো দিন হয়নি।

✅রাসূল সাঃ বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। বিশ্বনবী সাঃ বলেন ঐ দিনে একটি দোয়া আমি সবার আগে করতাম ও পূর্ববর্তী নবীরা আমার আগে এই দোয়াটি পাঠ করেছেন। দোয়াটি হলো---------
لَا إِلَهَ إِلّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ.'লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুওয়া আলা কুল্লি শাইয়্যিন ক্বাদির। ( তিরমিজি ৩৫৮৫,বায়হাকী ৩৭৭৮)
✳️আরাফার দিনে অর্থ্যাৎ ০৯ জিলহজ্জ এর আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো সাওম তথা রোজা পালন করা। এদিন একটি রোজা রাখলে বান্দার দুই বছরের গুনাহ মাফ হয়। আল্লাহর রাসুল (স.) বলেন, ‘আরাফার দিনের (৯ জিলহজের) রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি যে, তিনি আগের এক বছরের এবং পরের এক বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। (সহিহ মুসলিম: ১১৬২)

✴️যেহেতু সৌদিআরব এর সাথে আমাদের দেশের সময়ের একটি পার্থক্য রয়েছে তাই অনেকের কাছেই বিষয়টি ধুয়াশা মনে হয় আরাফার রোযা কোন দিন পালন করবেন। কারণ তাদের দেশের ৯ তারিখ তো আমাদের দেশে ৮ তারিখ। এ ব্যাপারে বিশিষ্ট মুফতি ও ইসলামিক স্কলার গণ সবচেয়ে গ্রহণযোগ্য ও উত্তম মতামত দিয়েছেন ৮ এবং ৯ উভয়দিন সাওম পালন করতে। এতে আপনার মনে কোনো সন্দেহ থাকবে এবং অধিকতর সাওয়াব এর অধিকারী ও হবেন। আর সবচেয়ে মর্যাদাপূর্ণ ও উত্তম হলো যারা প্রথম জিলহজ্জ থেকেই সাওম পালন করছেন তাদের চিন্তার কোনো কারণ নেই।

💠তাকবীরে তাশরীক বলা-
যিলহজ্ব মাসের ৯ তারিখের ফজর থেকে ১৩ তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাযের পর একবার তাকবীর বলা ওয়াজিব।
পুরুষের জন্য আওয়াজ করে, আর মহিলাদের জন্য নীরবে।
তাকবীরে তাশরীকঃ
اَللهُ أَكْبَرُ، اَللهُ أكْبَرُ،
لاَ إِلَهَ إِلاَّ اللهُ،
وَاللهُ أَكْبَرُ، اَللهُ أَكْبَرُ
ﻭ ﻟِﻠّﻪ الحَمْدُ
তাকবীর হল----
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ”।
{ফাতওয়া শামী-তৃতীয় খন্ড, ৬১ পৃষ্ঠা, সালাত অধ্যায়, ঈদ পরিচ্ছেদ, ইলাউস সুনান, সালাত অধ্যায়, তাকবীরাতুত তাশরীক পরিচ্ছেদ, ৮ম খন্ড, ১৪৮ পৃষ্ঠা}

মহান আল্লাহ্ আমাদের জিলহজ্বের ফজিলত পূর্ণ দিন গুলোতে সুন্নাহ ভিত্তিক নেক আমল করার তওফিক দান করুন 🤲

✅ঋণ থাকলে কী কুরবানী দেওয়া উচিত?  এই কুরবানী আল্লাহ কবুল করবেন?★প্রথমত কুরবানী ফরজ নয়। কিছু আলেম বলেছেন কুরবানী ওয়াজিব আ...
24/06/2023

✅ঋণ থাকলে কী কুরবানী দেওয়া উচিত? এই কুরবানী আল্লাহ কবুল করবেন?

★প্রথমত কুরবানী ফরজ নয়। কিছু আলেম বলেছেন কুরবানী ওয়াজিব আবার কেউ বলেছেন সুন্নাতে মুয়াক্কাদা। তবে বিশুদ্ধ মতামত হলো সুন্নাতে মুয়াক্কাদা।

ঋণ সাধারণ দুই প্রকার-----------

১.দাইনে মু-অজ্জল = অর্থ্যাৎ চলমান ঋণ। ঋণ দাতার সম্মতিতে ধীরে ধীরে ,কিস্তির মাধ্যমে পরিশোধ করা। এ ধরনের ঋণ রেখে কুরবানী করা যাবে। এতে কুরবানী হয়ে যাবে সকল আলেমগণ একমত ইংশাআল্লাহ।

২.দাইনে মুয়াজ্জল =অর্থ্যাৎ তাৎক্ষণিক আদায়কৃত ঋণ। ঋণ পরিশোধ করতে প্রাপকের দাবী রয়েছে। এ ধরনের ঋণ রেখে কুরবানী করা আপনার জন্য জায়েজ হবে না সকল আলেম এ ব্যাপারে একমত।কেননা আপনি বান্দার হক্ব আদায় না করে আল্লাহ কে খুশি করছেন।

✅এক্ষেত্রে ঋণ আদায় করাটা আপনার জন্য ফরজ হয়ে যাবে। হাদিসে এসেছে ঋণ অনাদায়কৃত ব্যাক্তি মারা গেলে রাসূল সাঃ তার জানাযা পরাতেন না। তার রূহ মধ্যে আকাশে ঝুলন্ত অবস্থায় থাকবে। এবং ঋণ অনাদায়কৃত ব্যক্তি বাইতুল্লাহর গিলাপ ধরে কান্না করলে ও ক্ষমা পাবে না যতক্ষণ না প্রাপক ক্ষমা করছেন।
সুতরাং যারা নেসাব পরিমাণ সম্পত্তি মালিক। তারা আগে ঋণ পরিশোধ করুন পরে কুরবানী করুন।

জাযাকাল্লাহ খাইরান ♥️

19/06/2023

জিলহজ্জ মাসের প্রথম ১০ দিন দুনিয়ার সর্বশ্রেষ্ট দিন। এই দিনগুলোতে দোয়া কবুল হয়।

"জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমলের চেয়ে, অন্য কোন দিনের আমল উত্তম নয়।"(সহীহ বুখারী ৯৬৯)

১. প্রথম ১০ দিনে নফল রোযা ও রাতে ইবাদত করা।
২. চুল-নখ না কাটা।
৩. আরাফার দিন রোজা রাখা।
৪. তাকবীরে তাশরীক বলা।
৫.স্বচ্ছল ব্যক্তির জন্য কুরবানী করা।

বিস্তারিত হাদীস সমুহ:
১. প্রথম ১০ দিনে নফল রোযা ও রাতে ইবাদত করা:
জিলহজ্ব মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে দশ তারিখ পর্যন্ত দিনে সম্ভব হলে নফল রোযা রাখা ( কুরবানির দিনে রোযা নয়) আর রাতের বেলা বেশী বেশী ইবাদত করা, যথা: নফল নামায, কুরআন তিলাওয়াত, তাসবীহ-তাহলীল, তাওবা-ইস্তিগফার ও রোনাজারী ইত্যাদি ইবাদতের মাধ্যমে রাত কাটানো।

ফযীলত:
হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ্বের দশ দিনের ইবাদত আল্লাহর নিকট অন্য দিনের ইবাদতের তুলনায় বেশী প্রিয়,
প্রত্যেক দিনের রোযা এক বছরের রোযার ন্যায় আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের ন্যায় ।

{তিরমিজী শরীফ, সিয়াম অধ্যায়,দশ দিনের আমল পরিচ্ছেদ, ১ম খন্ড,১৫৮ পৃষ্ঠা}

হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন,
এই দশ দিনের আমল অপেক্ষা অন্য দিনের আমল প্রিয় নয়।

{বুখারী শরীফ, দুই ঈদ অধ্যায়, আইয়ামে তাশরীক পরিচ্ছেদ, ১ম খন্ড, ১৩২ পৃষ্ঠা

২. চুল-নখ না কাটা:
যারা কুরবানী করবে তাদের জন্য যিলহজ্বের চাঁদ উঠা থেকে কুরবানী করা পর্যন্ত চুল ও নখ না কাটা মুস্তাহাব।
হাদীস:
হযরত উম্মে সালামা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
তোমাদের মধ্যে যারা কুরবানী করবে, তারা যেন
[এই ১০ দিন] চুল ও নখ না কাটে।

{সুনানে ইবনে মাজাহ, কুরবানী অধ্যায়, যে কুরবানী করবে তার জন্য চুল-নখ না কাটার বর্ণনার অধ্যায়, পৃষ্ঠা-২২৭, সহীহ মুসলিম, হাদীস নং-৫২৩৩}

৩. আরাফার দিন রোজা রাখা:
প্রথম নয় দিন বিশেষ করে আরাফার দিন অর্থাৎ নয় জিলহজ্বে নফল রোযা রাখা।
(তবে আরাফায় উপস্থিত হাজি সাহেবদের জন্য নয়)

ফযীলত:
হযরত আবু কাতাদা রা. থেকে বর্ণিত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
আরাফার দিনের রোযার ব্যাপারে আমি আশাবাদী যে, আল্লাহ তাআলা তার [রোযাদারের] বিগত এক বৎসরের ও সামনের এক বছরের গোনাহ মাফ করে দিবেন।

{তিরমিজী শরীফ, সাওম অধ্যায়, আরাফার দিনে রোযার ফযীলত পরিচ্ছেদ, ১ম খন্ড, ১৫৭ পৃষ্ঠা, সুনানে ইবনে মাজাহ, ১২৪ পৃষ্ঠা}

৪. তাকবীরে তাশরীক বলা-

যিলহজ্ব মাসের ৯ তারিখের ফজর থেকে ১৩ তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাযের পর একবার তাকবীর বলা ওয়াজিব।
পুরুষের জন্য আওয়াজ করে, আর মহিলাদের জন্য নীরবে।

তাকবীরে তাশরীকঃ
اَللهُ أَكْبَرُ، اَللهُ أكْبَرُ،
لاَ إِلَهَ إِلاَّ اللهُ،
وَاللهُ أَكْبَرُ، اَللهُ أَكْبَرُ
ﻭ ﻟِﻠّﻪ الحَمْدُ

তাকবীর হল-
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ”।

{ফাতওয়া শামী-তৃতীয় খন্ড, ৬১ পৃষ্ঠা, সালাত অধ্যায়, ঈদ পরিচ্ছেদ, ইলাউস সুনান, সালাত অধ্যায়, তাকবীরাতুত তাশরীক পরিচ্ছেদ, ৮ম খন্ড, ১৪৮ পৃষ্ঠা}

৫.স্বচ্ছল ব্যক্তির জন্য কুরবানী করা:
১০, ১১ অথবা ১২ ই যিলহজ্বের যে কোন একদিন,
কোন ব্যক্তির মালিকানায় যদি নিত্য প্রয়োজনের অতিরিক্ত সাড়ে সাত ভরি স্বর্ণ, অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা বা এর সমমূল্যের সম্পদ থাকে,
তাহলে তার উপর কুরবানী করা ওয়াজিব।
পুরুষ-মহিলা সকলের উপরই এ বিধান প্রযোজ্য।

{ফাতওয়া শামী-৯/৪৫৩, ৪৫৭ ফাতওয়া আলমগীরী-৫/২৯২, সুনানে ইবনে মাজাহ-২২৬}

ফযীলত:
যায়েদ বিন আরকাম রা. বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবা রা. গণ বললেন,
হে আল্লাহর রাসূল! এ সকল কুরবানীর ফযীলত কি?
উত্তরে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন-
তোমাদের জাতির পিতা ইবরাহীম আ. এর সুন্নাত।
তারা (রা.) পুনরায় আবার বললেন, হে আল্লাহর রাসূল! তাতে আমাদের জন্য কী সওয়াব রয়েছে?
উত্তরে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন-
কুরবানীর পশুর প্রতিটি চুলের বিনিময়ে একটি সওয়াব রয়েছে। তারা (রা.) আবারো প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল!
ভেড়ার লোমের কি হুকুম?
(এটাতো গণনা করা সম্ভব নয়),
তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন-
ভেড়ার লোমের প্রতিটি চুলের বিনিময়ে একটি সওয়াব রয়েছে।

{সুনানে ইবনে মাজাহ-২২৬}

কঠোর হুশিয়ারী:
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
যে ব্যক্তি সক্ষমতা থাকা সত্বেও কুরবানী করলো না, সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে।
{সুনানে ইবনে মাজাহ-২২৬}

বিঃদ্রঃ
বছরে পাঁচটি দিন এমন রয়েছে, যেদিনগুলোয় রোজা রাখা হারাম বা নিষিদ্ধ।

দিনগুলো হলো-

১. ঈদুল ফিতরের (১ শাওয়াল) দিন।

২. ঈদুল আজহার (১০ জিলহজ) দিন।

৩. ঈদুল আজহার পরের তিন দিন।
অর্থাৎ জিলহজ মাসের ১১, ১২ ও ১৩ তারিখ।

মহান আল্লাহ্ আমাদের জিলহজ্বের ফজিলত পূর্ণ দিন গুলোতে সুন্নাহ ভিত্তিক নেক আমল করার তওফিক দান করুন 🤲

23/05/2023

জীবনের কঠিন পরিস্হিতি আমাকে বই থেকে আলাদা করতে পারে নি😊 আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ শখ হচ্ছে বই পড়া ”বইয়ের মত এত বিশ্বস্ত বন্ধু আর নেই"

✅কেউ পড়তে চাইলে ইনবক্স করবেন👎

আমি শীঘ্রই বিদায় নিচ্ছি, তোমাদের ঈমানের যত্ন নিয়ো♥️I am leaving very soon. Take care of your Iman.এ মাত্র কয়েকদিন বাকী,ই...
12/04/2023

আমি শীঘ্রই বিদায় নিচ্ছি, তোমাদের ঈমানের যত্ন নিয়ো♥️
I am leaving very soon. Take care of your Iman.এ মাত্র কয়েকদিন বাকী,ইতি,রমাদান😓

★রমযানের দেশ দশদিন হাজার মাসের চেয়ে ও উত্তম। রাসূল সাঃ রমাদানের শেষ দশটি লাইলাতুলকদর তালাশ করতেন। তবে স্পেশালী বিজোড় রাতে তালাশ করার জন্য উৎসাহ করেছেন। আমাদের দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী শুধু মাত্র ২৬ রমাদান রাতে লাইলাতুল কদর তালাশ করা বোকামি। তাই বুদ্ধিমানের কাজ হলো শেষ ১০ দিন সমান ভাবে আমল করা। প্রয়োজনে আমরা একটি রুটিন বানিয়ে নিবো।

✅রাসূল সাঃ এর বিশেষ কিছু আমল✅

★সারা রাত জেগে আমল করতেন এবং পরিবারের সবাইকে জাগিয়ে দিতেন।আয়েশা রাঃ বলেন রাসূল সাঃ শেষ ১০ দিন কোমরে গামছা বেঁধে নিতেন।

★ইতিকাফ করা। পুরুষরা মসজিদে, নারীরা যার যার বাড়িতে নিদিষ্ট একটি কক্ষে ইতিকাফ করা। রাসূল সাঃ ইন্তেকালের পূর্ব মূহুর্ত পর্যন্ত ইতিকাফ করেছেন। অনেক বর্ণনায় পাওয়া যায় তিনি মৃত্যুর বছর ২০ দিন ইতিকাফ করেছিলেন।

★রাসূল সাঃ ও জিবরাইল আঃ বেশী বেশী কুরআন রিভাইস করতেন। একজন অন্য জনকে পড়ে শুনাতেন।

★কেয়ামুল লাইল করা। কদরের রাতে কেয়ামুল লাইল পূর্বের সকল গুণাহ ক্ষমা হয়ে যায়।( সহীহ বুখারী)

★কদরের রাতে বেশি বেশি দোয়া করতেন খুবই আন্তরিকতার সাথে। রাসূল সাঃ বলেনঃ"হে আয়েশা, তুমি এই দোয়াটি বেশি বেশি পাঠ করো
"আল্লাহুমা ইন্নাকা আফুয়্যুন,তুহিব্বুল আফওয়া,ফাফু আন্নী" (তিরমিজি, মিশকাত)

❇️✳️তাছাড়া এই বাকি রমাদানে বেশি বেশি দুরুদ, ইস্তেগফার করা।সবাইকে ক্ষমা করে দেওয়া। নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।বেশি বেশি দান সদকা করা।সেক্ষেত্রে কারো হক্ব (ঋণ বা পাওনা টাকা)অনাদায় থাকলে দিয়ে দেওয়া।কারণ বান্দার হক্ব আল্লাহ কখনোই ক্ষমা করবেন না।বেশি বেশি নফল সালাত আদায় করা। হালাল রিজিক ও উত্তম জীবনসঙ্গীনি চাওয়া। ইত্যাদি।

আমরা রমযানী না হয়ে আল্লাহ যেন আমাদেরকে রব্বানী হওয়ার তাওফিক দেন।🤲

06/04/2023

মেডাম অন্য ধর্মের হয়ে ও কত সুন্দর গজল পরিবেশেন করলেন♥️♥️

04/04/2023

02/04/2023

একে একে মিলে যাচ্ছে রাসূল সাঃ এর ভবিষ্যৎ বাণী। সবাইকে হেফাজত করুন৷

30/01/2023

নারকেল পুলি, ভর্তা পুলি

26/01/2023

খুসকি, চুল পড়া বন্ধ করতে এবং চুলকে ঘন ও মজবুত করতে এই তেলটি ফলো করুন👇👇

Address

Chunarughat
3320

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahmina vlog'S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tahmina vlog'S:

Videos

Share

Category



You may also like