C.H Media

C.H Media News, entertainment, live talk shows, Chunarughat Media online live broadcasting channels and live news broadcasts for communities.
(16)

ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের (এন-২) পাশে শায়েস্তাগঞ্জ থানা সংলগ্ন অংশে  সওজ মালিকানাধীন ভূমি হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক...
19/12/2022

ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের (এন-২) পাশে শায়েস্তাগঞ্জ থানা সংলগ্ন অংশে সওজ মালিকানাধীন ভূমি হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম: ১৯.১২.২০২২

17/12/2022

কালিশিরী এফসি একাডেমির উদ্যোগে সারাদিনব্যাপী খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান....

16/12/2022
16/12/2022

১৬ ই ডিসেম্বর ২০২২ মহান বিজয় দিবস উপলক্ষে, কালিশিরী এফসি একাডেমির উদ্যোগে সারাদিনব্যাপী খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

বিশ্বনাথে গাঁজা সহ চুনারুঘাটের যুবক আটক আজিজুল হক নাসির ঃ চুনারুঘাট।। ২কেজি গাঁজা সহ তাউজ মিয়া (২৫) নামের চুনারুঘাটের এক...
15/12/2022

বিশ্বনাথে গাঁজা সহ চুনারুঘাটের যুবক আটক

আজিজুল হক নাসির ঃ চুনারুঘাট।।

২কেজি গাঁজা সহ তাউজ মিয়া (২৫) নামের চুনারুঘাটের এক যুবককে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫) ডিসেম্বর সকাল ৮ ঘটিকায় এক অভিযানে তাকে আটক করা হয়।

বিশ্বনাথ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ও বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান এর সার্বিক দিক নির্দেশনায় বিশ্বনাথ পৌরসভার সন্ধ্যানি ডায়াগনস্টিক সেন্টারের বিপরীতে অভিযান পরিচালনা করেন এসআই শেখ আলী আজহার চঞ্চল, এসআই শাহ পরাণ মোল্লা ও এসআই আমিরুল সহ একদল পুলিশ।

এ সময় গাঁজা নিয়ে ক্রেতার অপেক্ষায় থাকা তাউজ মিয়াকে হাতেনাতে গ্রেফতার করেন তারা।

তাউজ মিয়া চুনারুঘাট উপজেলার কালিনগর গ্রামের কবির হোসেনের পুত্র।

আটককৃত তাউজকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান, বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান।

13/12/2022

"চা শ্রমিক সেবকদের "প্রাথমিক মিশনে শীতবস্ত্র উপহার পেলো অসহায় চা শ্রমিকরা।

12/12/2022

বিএনপির এমপিদের ছেড়ে দেওয়া শূন্য আসনগুলোতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

07/12/2022

দুধপাতিল গ্রামের লাইজু আক্তার নামের ২ সন্তানের জননী ও তার মা মরম চান নিখোঁজ হয়েছেন।।
দুই শিশু সন্তান নিয়ে বিপাকে স্বামী আব্বাস

গাজীপুর ইউনিয়নে (জারুলিয়ার পাশে)  নির্মিত হয়েছে ভূমি অফিস।
06/12/2022

গাজীপুর ইউনিয়নে (জারুলিয়ার পাশে) নির্মিত হয়েছে ভূমি অফিস।

06/12/2022

আগে সিংগা লাগাইছে তার পরে ঔষধের হিসাব তার পরে টাকার হিসাব না ফুরাইয়া সিংগা লাগালে হাজার টাকা লাগে ঔষধ সহ

06/12/2022

রাস্তাঘাটে সমাবেশের অনুমতি পাবে না বিএনপি: ডিএমপি

04/12/2022

চিমটিবিলের হামিদা যে কারনে বাবার ভিটা ছেড়ে স্বামীর ভিটায়
চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট সীমান্তে চিমটিবিল খাস গ্রামে একটি পরিবারকে সমাজচ্যুত করার ঘটনা নিয়ে তোলপার চলছে। বিষয়টি নিয়ে সচেতন মহলে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। পুলিশ ইতিমধ্যে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত ২ ডিসেম্বর আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল খাস গ্রামের মৃত নুর ইসলামের মেয়ে হামিদা খাতুন থানায় লিখিত অভিযোগে জানান, তার ভাই আইয়ুব আলী, বোন জোসনা খাতুন সহ গ্রামের কয়েকজন মুরুব্বি প্রায় ৭ মাস আগে তাকে সমাজচ্যুত করে বসত ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরের দরজায় তালা মেরে দেয়। বিষয়টি বিভিন্ন মিডিয়ায় প্রচার হওয়ার পর এ প্রতিনিধি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
চিমটিবিল মসজিদের ইমাম সিরাজ উদ্দিন বলেন, চিমটিবিলে এ যাবৎ কালে সমাজচ্যুতির কোনো ঘটনা ঘটেনি। হামিদার সন্তানরা নিয়মিত মক্তবে আশা যাওয়া করছে। গ্রামের মুরুব্বি ফালান মিয়া, মোহাম্মদ আলী, ইমান আলী, লাল মিয়াসহ আরও অনেকেই বলেছেন,তাদের গ্রামে কাউকে সমাজচ্যুত করা হয়নি। হামিদা এবং তার বর্তমান স্বামী কাজল মিয়াকে হামিদার বাবার বসত ভিটায় থাকা নিয়ে হামিদার অন্যান্য ভাই বোনদের আপত্তি থাকায় হামিদা সন্তান সহ স্বামীর বাড়িতে চলে যায়। গত ৭ মাস ধরে স্বামীর বাড়িতেই বসবাস করে আসছে হামিদা। তবে, একটি সূত্র বলছে, হামিদার ১ম স্বামী আঃ জলিল মারা যাওয়ার ৩৬ দিন পর সে কাজল মিয়াকে কোর্টে গিয়ে বিয়ে করে। বিয়ের ১ বছর পর হামিদা কাজলকে রেজিস্ট্রি মূলে তালাক দেয়। এর কয়েক দিন পর আবার কাজল মিয়ার সাথে হামিদা ঘর-সংসার শুরু করলে এ নিয়ে চিমটিবিল গ্রামের সাথারন মানুষের মাঝে কানাঘুষা ও সমালোচনা শুরু হয়। এ কারণে হামিদার স্বজনরা হামিদাকে বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে চলে যাওয়ার চাপ প্রয়োগ অব্যাহত রাখলে হামিদা বাবার বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়।
হামিদার বোন জোসনা খাতুন বলেন, আমরা হামিদাকে অনেক বুঝিয়েছি সে তার মনগড়া চলাফেরা থেকে বিরত থাকেনি। তাই তার সাথে একই বাড়িতে থাকা আমাদের সম্ভব হয়ে উঠেনি। মামলার বাদী হামিদা বলেন,তার বর্তমান স্বামীর জমি রক্ষার স্বার্থে তাকে রেজিস্ট্রার মূলে তালাক দিয়ে আবার বিয়ে করতে হয়েছে। এটা তার ভাই বোন ও গ্রামের মুরুব্বিয়ান মেনে না নিয়ে তাকে ও তার স্বামী সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়া হয়। এ কারনে ৭ মাস পর বাবার বাড়ি থেকে বিতাড়িত অবস্থায় থেকে আইনের আশ্রয় নেই। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ বলেন,সমাজচ্যুতের ঘটনার কোন আলামত পাওয়া যায়নি।

সকলের পরিচিত ফটোগ্রাফার বাবরু মিয়াকে ১ লক্ষ টাকার ক্যামেরা দিয়েছেন আজ ফ্যামেলি যাতে সেই ক্যামেরা দিয়ে ইনকাম করে চলতে পার...
02/12/2022

সকলের পরিচিত ফটোগ্রাফার বাবরু মিয়াকে ১ লক্ষ টাকার ক্যামেরা দিয়েছেন আজ ফ্যামেলি যাতে সেই ক্যামেরা দিয়ে ইনকাম করে চলতে পারে।
মানবতার ফেরিওয়ালা ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ভাই।

01/12/2022

কালিশিরী এফসি একাডেমি গেঞ্জি উন্মোচন অনুষ্ঠান

29/11/2022

#ভাগ্য গণনায় বাঁদর

26/11/2022

দেলোয়ার বয়াতি উনার বাড়ি জয়পুর হাট সময়ের জন্য উনার সাথে বেশি থাকতে পারলাম না

21/11/2022

চুনারুঘাটে সাংবাদিককে কুপিয়ে আহত। সেটেলমেন্ট অফিসের কর্মচারী সহ ছয় জনের বিরুদ্ধে থানায় মামলা।

21/11/2022

চুনারুঘাটে চাঞ্চল্যকর শামীম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন। ২ জন গ্রেফতার

20/11/2022

হাতির ঝিলে ঝোপঝাড়ের আড়ালে শুধু কনডমের পেকেট

18/11/2022
14/11/2022

আর্জেন্টিনা ভক্ত ব্যবসায়ী

কাস্টমারকে পানি দিল না ব্রাজিলের জার্সি পরে বসে ছিল বলে এনে দিল 7আপ

11/11/2022

সকলের দোয়া চাইলেন মোটরবাইক দুর্ঘটনায় আহত দুলাল মেম্বার

10/11/2022

এগিয়ে চলেছে বাল্লা স্থলবন্দরের নির্মাণ কাজ

চুনারুঘাটের চিমটিবিল বিজিবি'র হাতে দুই বস্তা গাঁজা একলক্ষ ৮০ হাজার টাকা সহ আটক আজমিরীগঞ্জ শিব পাশা গ্রামের জহির মিয়া ভাঙ...
06/11/2022

চুনারুঘাটের চিমটিবিল বিজিবি'র হাতে দুই বস্তা গাঁজা একলক্ষ ৮০ হাজার টাকা সহ আটক আজমিরীগঞ্জ শিব পাশা গ্রামের জহির মিয়া ভাঙাড়ির ব্যবসার আড়ালে মাদক ব্যবসা

অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন মানবতার ফেরিওয়ালা ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসকলের পরিচিত ফটোগ্রাফার বাবরু মিয়াকে ১ লক্ষ ট...
06/11/2022

অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন
মানবতার ফেরিওয়ালা ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন
সকলের পরিচিত ফটোগ্রাফার বাবরু মিয়াকে ১ লক্ষ টাকা দিয়ে ক্যামেরা কিনে দেওয়ার ঘোষনা দিয়েছেন।
এবং যারা তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন
সকলকে ধন্যবাদ।

গত শুক্রবারে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া আহম্মদাবাদ ইউপির সাবেক মেম্বার জনাব দুলাল ভূঁইয়া গতরাতে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।...
06/11/2022

গত শুক্রবারে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া আহম্মদাবাদ ইউপির সাবেক মেম্বার জনাব দুলাল ভূঁইয়া গতরাতে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তার ভাঙ্গা হাড় জোড়া লাগতে একমাস বেড রেস্ট নিতে ডাক্তারের পরামর্শ

আহম্মদাবাদ ইউপির সাবেক ৫ বারের মেম্বার   জনাব দুলাল ভূঁইয়া  গতকাল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সিলেট মহানগর হাসপাতালে চি...
05/11/2022

আহম্মদাবাদ ইউপির সাবেক ৫ বারের মেম্বার জনাব দুলাল ভূঁইয়া গতকাল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সিলেট মহানগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

05/11/2022

টেকা পয়সা লইয়া গেল- বেহালা কারিগর হাছন আলী

29/10/2022

ফ্রী মেডিকেল ক্যাম্প চাঁদের হাসি হাসপাতাল লিমিটেড

22/10/2022

গজল গাইলেন হাবিবুর রহমান

22/10/2022

চুনারুঘাট উপজেলা গাজীপুর ইউনিয়নে ইকরতলী গ্রামে আজ সকাল১০ ঘটিকায় মাদ্রাসা বৃত্তিপ্রস্তর স্হাপন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ঘটনাস্থল আসামপাড়া বাজার।মুখে গামচা বাঁধা ও অজ্ঞান অবস্থায় যুবক উদ্ধার---------------------------------------------------...
18/10/2022

ঘটনাস্থল আসামপাড়া বাজার।
মুখে গামচা বাঁধা ও অজ্ঞান অবস্থায় যুবক উদ্ধার
----------------------------------------------------
মেয়ে, সিনহা আক্তার।
ছেলে, রাসেল।
উভয়েই পুর্ন বয়স্ক।
প্রেমের সম্পর্কের পর তারা রেজিঃ কাবিন মুলে বিয়ের পিড়িতে বসেন ০৪/০৯/২০২২।
এরই মাঝে সিনহা রাসেলকে তালাক দেয় ০৭/১০/২০২২। মেয়েটি রাসেলকে তালকনামা পাঠায় গতকাল সোমবার।

এরপর ঘটে নানা ঘটনা। এ নিয়ে কথা হচ্ছে অনেক। আলোচনা সর্বত্র। মানববন্ধনও করেছে সহপাঠিরা,

চুনারুঘাটে হার্ট ফাউন্ডেশন স্থাপন করতে যাচ্ছে সিডিএস-ইউকেচুনারুঘাট(হবিগঞ্জ) প্রতিনিধিঃ চুনারুঘাটে স্থাপিত হচ্ছে হার্ট ফা...
18/10/2022

চুনারুঘাটে হার্ট ফাউন্ডেশন স্থাপন করতে যাচ্ছে সিডিএস-ইউকে
চুনারুঘাট(হবিগঞ্জ) প্রতিনিধিঃ চুনারুঘাটে স্থাপিত হচ্ছে হার্ট ফাউন্ডেশন। চুনারুঘাট ডেভেলেপম্যান্ট সোসাইটি,ইউকে(CDSUK)হার্ট ফাউন্ডেশন স্থাপনের লক্ষ্যে কাজ শুরু করেছে। গতকাল ৯ অক্টোবর রবিবার প্রথম বার্ষিক সাধারন সভায় এ সীদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান,সিডিএস'র সাধারন সম্পাদক মুমিন আলী। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে হার্টের অসুখ বেড়েছে। সীমান্তবর্তী চুনারুঘাট উপজেলাতেও বেড়েছে হার্টের অসুখ। উপজেলায় কেউ এ অসুস্থার কবলে পড়লে দৌঁড়াতে হয় এক'শ কিলোমিটার দুর সিলেট অথবা ৩'শ কিলোমিটার দুর ঢাকা। দুরত্বে বা টাকার বিষয় চিন্তা করে হার্টের বহ রোগীকে ঝাড়-ফোঁক বা তাবিজ কবজ চিকিৎসা দেয়া হয়। এতে রোগীর জীবনের ঝুঁকি বেড়ে যায়। চুনারুঘাট হার্ট ফাউন্ডেশনে রোগীকে ইকো,ইসিজি বা অন্যান্য প্রয়োজনীয় আধুনিক মেশিনে পরীক্ষা-নিরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিশেষায়িত কোন হাসপাতালে প্রেরণ করবে চুনারুঘাট হার্ট ফাউন্ডেশন।
"প্রাণের টানে, শিকড়ের সন্ধানে
ঐক্যের বন্ধনে গড়ব চুনারুঘাট" এই শ্লোগানকে সামনে রেখে ২০১৯ সালের ৩০ মে গঠন করা হয়
চুনারুঘাট ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে। ওই সংগঠন ইতোমথ্যে চুনারুঘাট সদর জামে মসজিদের নতুন ভবন নির্মানের জন্য ৭৫ লক্ষ টাকার অনুদান,নারীদের মাঝে সেলাই মেশিন,করোনা কালীন সময়ে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদানসহ মেধাবী গরীব ছাত্র ছাত্রী ও হার্টের রোগীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রান করে আলোচনায় এসেছে।

17/10/2022

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচন
চুনারুঘাট উপজেলা সদস্য প্রার্থীদের ফলাফল
জনাব আইয়ুব আলী ৭৯
জনাব শামসুজ্জামান শামীম ৬৬
জনাব দুলাল ভূঁইয়া ০০

16/10/2022

কালিশিরী এফসি একাডেমি জুনিয়র একাদশের জার্সি উন্মোচন অনুষ্ঠান

Address

Chunarughat Bazar
3320

Telephone

+8801714135327

Website

Alerts

Be the first to know and let us send you an email when C.H Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to C.H Media:

Videos

Share


Other Media/News Companies in Chunarughat Bazar

Show All