10/09/2023
প্লিজ, আমার লেখাটি পড়বেন। ফারিয়াকে বাঁচান! অন্তত স্ট্যাটাসটি শেয়ার দিন। কিছু সহযোগীতা তাৎক্ষণিক করতে হয়।
বোনের নিথর দেহখানি নিয়ে একজন ভাইয়ের কান্নায় ভেসে যাচ্ছে আকাশ, বাতাস, হাসপাতালের প্রতিটি কোণা।
আমি অনেক বিষয় এড়িয়ে চলি মেনে নিতে পারিনা বলে। কষ্ট পাই, ভীষণ কষ্ট পাই। সম্প্রতি আমাদের এলাকায় CNG দূর্ঘটনায় আমি শুধু ফেইসবুকে দেখেছি, মৃত্যুর সংখ্যা জেনেছি কিন্তু খবর পুরোপুরি নেইনি, নিলে কষ্ট পাবো। এবার আর পারলাম না। আমার কাজিন শাওন SA যখন মেয়েটার কথা বললো রীতিমতো ভেঙ্গে পড়ি। ৩ জন মারা গেল এই মেয়েটি বেঁচে আছে জীবন মৃত্যুর মাঝে... আর আপনার আমার সামান্য সহযোগীতার আশে... শাওন ছবিগুলো দিলো, দেখলাম। ১৭ বছরের মেয়েটা ৫ঘন্টা অজ্ঞান ছিল, মৃত্যুর সাথে যুদ্ধ করছে, অসহায় অর্থের জন্য...
প্লিজ ৫০০শত, ১ হাজার টাকা তো আমরা অনেকেই সহজেই খরচ করে ফেলি, সামান্য আরামে, আয়েশে।
একটা বার নায় হয় আরাম, আয়েশ না করলাম. প্লিজ। কিছু সহযোগীতা তাৎক্ষণিক করতে হয়।
বিকাশঃ 01706-326044
আশিক (ফারিয়ার ভাই)
পুরো বিষয়টি তদারকির জন্য শাওনকে অনুরোধ করিছি।
ফারিয়ার বাড়ি চুনারুঘাটের আহমদাবাদ ইউনিয়নের বনগাঁও গুচ্ছগ্রামে। সে সফিক মিয়ার মেয়ে, আশিকের বোন।