30/12/2025
আজকের এই দিনটা কেনো জানি কিছুতেই ভুলতে পারিনা। কোন না কোনভাবেই ঠিক যেনো মনে পড়ে যায়।কাছে থেকে বা না থেকে তোমার সাথে কাটিয়ে দিলাম আরো একটি বছর।যে বছরটি আমাদের জীবন থেকে চলে গেলো সামনে বছর হয়তো খুব বেশি মিস করবো।দিন পেরুচ্ছে সময় যাচ্ছে বয়স বাড়ছে শুধু সৃতি আঁকড়ে ধরেই বেঁচে থাকতে হচ্ছে। মেনে নিতেই হবে এটাই হচ্ছে জীবন।আর এই জীবনে আমি খুব বেশি ভালোবাসি তোমাকে প্রিয়❤️❤️