Meraj

Meraj Welcome to my new page �
(1)

29/04/2024

এই প্রচন্ড গরমে একটু ঠান্ডা পানি দিয়ে সাহায্য করার চেষ্টা। 🖤


সাথে ছিলো বন্ধু Khalid Khan Arafat Sani

Friday, April 12On the second day of Eid, I hung out with friends and had a tea chat
12/04/2024

Friday, April 12
On the second day of Eid, I hung out with friends and had a tea chat

ঈদের ছুটিতে যখন বাংলাদেশের প্রায় সকলেই প্রিয়জনদের সাথে সময় কাটাচ্ছেন, ঠিক তখনই বেশ গোপনে এমন কিছু ঘটেছে যা এর আগে কখনোই ...
12/04/2024

ঈদের ছুটিতে যখন বাংলাদেশের প্রায় সকলেই প্রিয়জনদের সাথে সময় কাটাচ্ছেন, ঠিক তখনই বেশ গোপনে এমন কিছু ঘটেছে যা এর আগে কখনোই ঘটেনি।

এপ্রিল ৭, ২০২৪ ও এপ্রিল ১১, ২০২৪ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকায় — ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমান বন্দর (যা তেল আভিভে অবস্থিত) হতে দুটি বোয়িং ৭৪৭-৪০০ বিসিএফ (সর্বোচ্চ ২৪,১১৫ কিউবিক ফিট/১০৮ মেট্রিক টন বেসামরিক/সামরিক মালামাল পরিবহনে সক্ষম) অজ্ঞাত কার্গো (পণ্য) সহ অবতরণ করে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এয়ার কার্গো ইনঃ কর্পোঃ বা ন্যাশনাল এয়ারলাইনসের পরিচালিত কার্গো বিমান গুলোর প্রথম ফ্লাইট N8806 (NCR806) তেল আভিভ থেকে ঢাকায় অবতরণ করে ৭ই এপ্রিল, ১৯২৩ ঘন্টায় এবং ঢাকা ত্যাগ করে ৭ই এপ্রিল, ২৩৫৪ ঘন্টায়।

একই সংস্থা পরিচালিত দ্বিতীয় ফ্লাইটটি N8848 (NCR848) সরাসরি তেল আভিভ থেকে ঢাকায় পৌঁছায় ১১ই এপ্রিল ১৯৫৪ ঘন্টায় ও ঢাকা ছেড়ে যায় ১২ই এপ্রিল ০০২৯ ঘন্টায়। উভয় ফ্লাইট সরাসরি তেল আভিভ থেকে ঢাকায় পৌঁছলেও ঢাকা ত্যাগ করার পর সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিমান বন্দরে অবতরণ করে।

বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে কোন রকমের কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্বেও অতীতে বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ পায় যে বাংলাদেশ দেশটি থেকে অত্যাধুনিক নজরদারী সরঞ্জাম, স্পাইওয়্যার কিনেছে, বাংলাদেশী সামরিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের প্রশিক্ষন দিয়েছে এবং দেশের বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার সেসব প্রযুক্তি ব্যবহার করে মানবাধিকার হরণ করে এমন কর্মকান্ড জড়িত হয়েছে। কিন্তু ইসরায়েল থেকে বাংলাদেশে এর আগে সরাসরি কোন উড়োজাহাজের আগমন ঘটেছে বলে জানা যায়নি। আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকায় এবং বাংলাদেশ ইসরায়েল'কে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেয়ায়, একমাত্র জরুরী অবতরণ ব্যতিত ইসরায়েল থেকে পরিচালিত কোন ফ্লাইটের বাংলাদেশে পণ্য নিয়ে অবতরণ একেবারেই নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাবেক রাষ্ট্রদূত।

সম্প্রতি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্কের বার্তা সংস্থা আন্দালু'কে বলেছিলেন 'ইসরায়েল রীতিমতো প্যালেস্টাইনে গণহত্যা চালাচ্ছে', তিনি প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনাও করেন। উল্লেখ্য এখনো পর্যন্ত ইসরায়েলের আক্রমণে প্রায় ৩৩ হাজার প্যালেস্টাইনী প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ২৫ হাজারই নারী ও শিশু।

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই ফ্লাইট দুটির বিষয়ে জানতে চাওয়া হলে তারা এ বিষয়ে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।

রাডার বক্স এয়ার নেভিগেশন এপের মাধ্যমে ফ্লাইট পথ ও বিস্তারিত সংযুক্ত করা হয়েছে।

11/04/2024

সবাই ঘুরতেছে, আর আমি শুয়ে তাদের ছবিতে লাভ রিয়েক্ট দিচ্ছি! 🙂

সুন্দরবনের বাঘ এক দিনে আনুমানিক ৬০ কেজি হরিণের মাংস খায়, যার বর্তমান বাজার দর আনুমানিক এক লক্ষ বিশ হাজার টাকা।যদি গরু বা...
22/03/2024

সুন্দরবনের বাঘ এক দিনে আনুমানিক ৬০ কেজি হরিণের মাংস খায়, যার বর্তমান বাজার দর আনুমানিক এক লক্ষ বিশ হাজার টাকা।
যদি গরু বা মহিষের মাংস খায় তারও বর্তমান বাজার দর ৫০/৬০ হাজার টাকা।
অথচ বাঘের কোন ইনকাম নেই, কোনো চিন্তাও নেই।
কিন্তু
আপনি ভাত খান ২৫০ গ্রাম!
তার জন্য আপনি​ চুরি করেন,
সুদ খান,
ঘুষ খান,
অন্যের হক নষ্ট করেন!
আরো কত কি...!!!
​আপনার একাউন্টে অনেক টাকা,
আপনার শরীরে অনেক রোগ,
আপনার সন্তানেরা কথা শোনে না,
আপনার অনেক দুশ্চিন্তা।
বাঘ চিন্তা করে আজকে কী খাবো?
আপনি চিন্তা করেন আগামী ২০ বছর কী খাবো….!
রিজিকের মালিক আল্লাহ তাআলা।

আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান ও বুঝ দান করুন। আমীন।
Collected

09/03/2024

ছোট ভাই তাওসিফুল ইসলামের কোরআন তেলাওয়াত।

বড়ই বিচিত্র মানব মন। কল্পনার  জগতে মন এক পঙ্খীরাজ ঘোড়া।যার কূল কিনারা খুঁজে পাওয়া অনেক কঠিনতর বিষয়। মনের গতি প্রকৃতি বোঝ...
03/02/2024

বড়ই বিচিত্র মানব মন। কল্পনার জগতে মন এক পঙ্খীরাজ ঘোড়া।যার কূল কিনারা খুঁজে পাওয়া অনেক কঠিনতর বিষয়। মনের গতি প্রকৃতি বোঝা অনেক কঠিন কাজ। বিবেকের কড়া শাষণ কে উপেক্ষা করে সংযমের বেড়া জাল ছিন্ন করে মন ছুটে চলে তার আপন গন্তব্যে। এই চঞ্চল মন কখনো মানব কে নিয়ে যায় অলোর পথে আবার কখনো নিমজ্জিত করে গভীর অন্ধকারে। মানবের আচার আচরণ সব কিছুর উপর এই মনের একচ্ছত্র বিচরণ।

31/01/2024

Job এযাওয়ার আগে রকি বন্ধুর দেওয়া শেষ ট্রিট, শেষবারের মতো ঘুরাঘুরি এবং আড্ডা।


17/01/2024

শীতের রাতে বড়া ভাজার পিকনিক। 🥶



09/01/2024

Respect Jamuna television 🫡



#আওয়ামী_লীগ #নির্বাচন

08/01/2024

আহ-রে চাঁচি ! আম ছালা দুইটাই নষ্ট করে ফেলছে। 😂

এখন কি হবে? 🥴





#নির্বাচন #২০২৪ #আওয়ামী_লীগ

04/12/2023

ছোটবেলায় ডিসেম্বর কেন্দ্রিক বহু আমেজ ছিল। তা এখন আর নেই বললেই চলে। ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষ হওয়া, ডিসেম্বরে পরীক্ষা শেষে ঘুরতে যাওয়া, মুক্তচিন্তায় ছুটাছুটি করা, ডিসেম্বরের শেষে নানি বাড়িতে গিয়ে দীর্ঘ সময় পার করা, বিভিন্ন খেলায় মেতে থাকা ইত্যাদি ইত্যাদি। এখন সে ডিসেম্বর আর নেই, হারিয়ে গেছে জীবন থেকে সেই ডিসেম্বর..

13/11/2023

বর্তমান শিক্ষা কারিকুলামের ফাতরামি'র বিরুদ্ধে
একজন অবিভাবকের জ্বালাময়ী বক্তব্য

🪡 আপনার মতো সতর্কবান অভিভাবকরই
উপহার দিতে পারে একটি সুন্দর ও শালীন প্রজন্ম!

30/10/2023

ঢাকার নবাবী মুড়ি ভর্তা এখন আলমডাঙ্গা তেই। খেতে অসাধারণ টেস্ট ছিলো। 🤤

MD FIZZ ভাইয়ের সাথে গাংনী বাজারে কিছুক্ষণ আড্ডা দেওয়ার সময়।
16/10/2023

MD FIZZ ভাইয়ের সাথে গাংনী বাজারে কিছুক্ষণ আড্ডা দেওয়ার সময়।

08/10/2023

ফিলিস্তিনের হামাস বাহিনীর ইসরাইলের প্রতি হামলার ছোট্ট একটি প্রতিবেদন ভিডিও।
ইনশাআল্লাহ ফিলিস্তিনের জয় হবে।
||
A short video report on attacks by the Palestinian Hamas forces against Israel. Ya Allah ensure the victory of Palestine.

- A man with a soft heart like kashful
18/09/2023

- A man with a soft heart like kashful

11/09/2023

ওসমানপুর বাজারের বর্তমান অবস্থা।

মেইন বাজারের উপরে নতুন বিল্ডিং তৈরি হওয়ার কারণে বাজারটি স্থানান্তরিত করা হয়েছে।






゚viral

05/09/2023

পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে।

"ইয়া আল্লাহ" আমাকে আমার পাপের জন্য ক্ষমা করুন 🤲।এবং আমার খারাপ অভ্যাসগুলো থেকে মুক্তি পেতে সাহায্য করুন।
03/09/2023

"ইয়া আল্লাহ" আমাকে আমার পাপের জন্য ক্ষমা
করুন 🤲।
এবং আমার খারাপ অভ্যাসগুলো থেকে মুক্তি পেতে সাহায্য করুন।

18/08/2023

ফেসবুকের রিয়াক্ট দিয়েই বিবেচনা করা যায় তাদের জনপ্রিয়তা কোথায়। 🤣🤣

10/08/2023

কান্ডারী হুশিয়ার ~ (কাজী নজরুল ইসলাম) । HSC 2023

09/08/2023

Daraz থেকে কিনে ফেললাম Helmet chain mobile mount



゚viral

08/08/2023

শোকের মাসে কিসের পরীক্ষা?
শোক পালন করার জন্য HSC পরীক্ষা ১৫ দিন পিছিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।




07/08/2023

আলমডাঙ্গার মধ্যে সবচেয়ে সেরা ঝালমুড়ি। 🔥



28/07/2023

ওসমানপুর বাজারে হাতি দিয়ে চাঁদা আদায়।

27/07/2023

ওসমানপুর বাজারে নতুন মার্কেট তৈরির প্রস্তুতি চলছে। যার কারনে বাজারের থিম চেঞ্জ হয়ে গেছে।



Address

Chuadanga
Chuadanga
7200

Alerts

Be the first to know and let us send you an email when Meraj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meraj:

Videos

Share