Mitu's World

Mitu's World Welcome to Mitu's World, your ultimate source for entertainment-related content!
(15)

নারী কীসে আটকায়🤔এই যে মাথার উপরে একটা ভরসার হাত দেখতে পাচ্ছে- এই হাতের লোভে আটকায়।যে হাত ছাঁয়া দেয়,সম্মান দেয়,মানসিক শান...
11/10/2024

নারী কীসে আটকায়🤔
এই যে মাথার উপরে একটা ভরসার হাত দেখতে পাচ্ছে- এই হাতের লোভে আটকায়।
যে হাত ছাঁয়া দেয়,সম্মান দেয়,মানসিক শান্তি দেয়, সাপোর্ট দেয়।

যে হাত নারীকে আটকাতে চায়না,যে হাত নারীকে প্রায়োরিটি দেয়না,যে হাত থেকে নারী সুরক্ষা পায়না,সম্মান পায়না -সে হাত নারী চায়না।

চিরদিন কেউ পাশে থাকার প্রতিজ্ঞা নিয়ে জীবনে আসেনা। আজ বা কাল যে কোন মূহুর্তে যে কোন কিছু ঘটে যেতে পারে। সব রকম পরিস্থিতি সামলে নিজেকে যেন অবিচল রাখতে পারে সবাই।

তাদের দুজনের জন্য অনেক অনেক দোয়া।❤

26/09/2024

~অবশেষে আমি iPhone 16 কিনতে পারবো 😜😁

You have received payment Tk 10,580,0000 from Hamster Fee Tk 0.00. Balance Tk 10,598,5000. TrxID BIP5VG3DXN at 26/09/2024 06:02 UTC
😁😆

হ এটা দেখারি বাকি ছিল🙂😆
18/09/2024

হ এটা দেখারি বাকি ছিল🙂😆

09/09/2024

জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মু'না'ফি'ক, তার একটু উপরে থাকবে কারেন্টওয়ালারা...🙂

08/09/2024

"আজকে নাকি প্রাক্তনরে ক্ষমা করার দিবস"

কারে রেখে কারে যে ক্ষমা করবো, বুঝতেছিনা!
ক্ষমা করা থেকে যদি ভুলক্রমে কোন প্রাক্তন বাদ পড়ে যাও; আমাকে ক্ষমা করে দিও...🙂

Good Morning everyone ☕
08/09/2024

Good Morning everyone ☕

বলুন 🙂
04/09/2024

বলুন 🙂

01/09/2024

চিঠি দিবসে কেউ চিঠি দিলো না 🥹

26/08/2024

ছাত্রলীগ দেখলাম,আনসার লীগ দেখলাম,এখব আবার রিকশা লীগ দেখতাছি।
কয়দিন পরে টোকাই লীগ ভিক্ষুক লীগ আর কত কি দেখুম🥲

24/08/2024

কাপ্তাই বাঁধের ১৬টি গেট খোলা হবে আজ রাত ১০টায়; জরুরি সতর্কতা।
আল্লাহ রহম করো🙏

23/08/2024

ফেনীতে পানি বেড়েই চলছে! পানি কমছে এই তথ্য সঠিক নয়। বর্তমানে ফেনী শহরেই মাথা পরিমান পানি।
আন্তরিক দোয়ার আবেদন। সবাই যার যার যায়গা থেকে বেশি বেশি দোয়া করুন।

May Allah save our country🤲🤲😥😥
22/08/2024

May Allah save our country🤲🤲😥😥

21/08/2024

এভাবে বাঁধ খুলে বাংলাদেশের ভিতরে পানি ছেড়ে দিয়ে ভারত পানিকে বলে দিয়েছে
'হিন্দুদের বাড়ি ডুবাবি না'

14/08/2024

সেনাবাহিনী যে ভাবে চোর ডাকাত দের নাচ গান ট্রেনিং করাচ্ছে এরা সেই ভবিষ্যৎ শিল্পী 😁😁

08/08/2024

শিক্ষার্থী:হেলমেট কই?
বাইক চালক: ভাই আগের সিগনালেও শাস্তি দিছে
শিক্ষার্থী: বাইক সাইড করেন,আর এখানে ট্রাফিক সিগনালের কাজ করেন( যতক্ষন অন্য অপরাধী না আসবে)😐😁

05/08/2024

শেষ পর্যন্ত শাড়ি ও ভাগাভাগি করে নিলো🙄🙄

ছবির ছেলেটা আমার ভাই,আমাদের দুই বোনের একমাত্র আদরের ভাই।আমরা ওকে কি পরিমাণ ভালোবাসি এটা হয়তো কখনো আর তাকে বলা-ই হবেনা,সু...
26/07/2024

ছবির ছেলেটা আমার ভাই,আমাদের দুই বোনের একমাত্র আদরের ভাই।আমরা ওকে কি পরিমাণ ভালোবাসি এটা হয়তো কখনো আর তাকে বলা-ই হবেনা,সুযোগ কই?
যেদিন প্রথম আম্মু তাকে আনে বাসায়,এসেই সে আমাদের দুই বোনের গায়ে স্ব-সম্মানে হিসু করে ভালোবাসার জানান দেয়।আমাদের ছোট্ট বাবুটাকে আমরা টুনা ডাকতাম,ভালোবাসার ডাক আরকি।ছোট্ট টুনা বড় হয়ে বড় টুনা হইলো,কিন্তু টুনা ই রয়ে গেলো আমাদের কাছে,সৈকত হইতে পারলোনা।কি রাগ তার!!! "আমাকে বন্ধুদের সামনে টুনা ডাকবানা তো সেবন্তি আপু"।
১১ই সেপ্টেম্বর এ তার ২০ বছর হওয়ার কথা ছিলো।জন্মদিনের কয়েকদিন আগে থেকেই গান গাওয়া শুরু করতো ,"সেবন্তি আপু,কি কেক বানাবা তুমি?"
কত হাসিখুশি ছিলাম আমরা।এখন বুকে খালি হাহাকার,কি যেন নাই,নাই তো নাইইইইইইইই!!!!!!!!!!
আমাদের কলিজাকে গুলি করে মারা হয়েছে।আমার ফুলের মত ভাইটাকে ঠান্ডা মাথায় টার্গেট করে মাথায় গুলি করা হয়েছে।বাবার কাধে ছেলের লাশের চেয়ে ভারী এই পৃথিবীতে কিছু আছে?
বিচার কাকে দিবো?আল্লাহর কাছে দিলাম।আমার আল্লাহ কক্ষনো কারোর সাথে অবিচার করতে পারেনা।হাশরের ময়দানে বিচার করবে আমার আল্লাহ।
আমি জানিনা আমরা আর কক্ষনো মন খুলে হাসতে পারবো কিনা,ওর পছন্দের কিছু খাইতে পারবো কিনা,কক্ষনো সত্যিকারের ভালো থাকবো কিনা।কিচ্ছু জানিনা।শুধু জানি আমার ছোট্ট ভাইটা নির্দোষ,সে ছোট্ট একটা বাচ্চা ছেলে যে বীরের মত বন্ধুকে বাচাতে গিয়েছিলো,কারণ এটাই তার পারিবারিক শিক্ষা যে কাওকে বিপদে দেখে সাহায্য করতে হয়।
কক্ষনো আর ভাইকে দেখতে পাবোনা,জড়িয়ে ধরতে পারবোনা,গালে-কপালে জোড় করে চুমু দিতে পারবোনা,আর কক্ষনো বলতে পারবোনা,"টুনা কয়েল ধরায়ে দে","টুনা পানি দে"।
আমার ভাই শহিদ,শুক্রবার দিন,দুপুর ৩:৩৭ এ আমার ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে।মুসলমান দের জন্য শুক্রবার এ মৃত্যু হচ্ছে স্বপ্ন,আর তার উপর মুহাররম মাস!!জান্নাতে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে আমার ছোট্ট বাচ্চাটা।আমরাও অপেক্ষায় আছি কবে পাখির সাথে দেখা হবে আবার!
বিদ্র-সবাইকে জানাতে চাই আমার ভাই শহিদ,ও নিষ্পাপ।সবাইকে জানাতে চাই সে কক্ষনো কারোর ক্ষতি করেনি।

©️ Sabrina Shabonti

11/07/2024

বিজয় এর উল্লাস ❤️

Address

Chuadanga

7200

Telephone

+8801951664727

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mitu's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mitu's World:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share