Sandwip Karamotia Fazil Madrasha

Sandwip Karamotia Fazil Madrasha This is a Fan page. It's a Famous Madrasha of Sandwip at Chittagong. It's Educational page for all students

সম্প্রতি প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টিতে দেশের আবহাওয়া অত্যন্ত উঞ্চ হয়ে পড়েছে। উচ্চ তাপমাত্রার কারণে সাধারণ মানুষের দৈনন্দি...
24/04/2024

সম্প্রতি প্রচণ্ড তাপদাহ ও অনাবৃষ্টিতে দেশের আবহাওয়া অত্যন্ত উঞ্চ হয়ে পড়েছে। উচ্চ তাপমাত্রার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। একদিকে উচ্চ তাপমাত্রার কারণে প্রচণ্ড গরম, অপরদিকে অনাবৃষ্টিতে মানুষ, পশু-পাখি ও জীব-জন্তুর জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। একমাত্র মহান রাব্বুল আলামীনই আমাদেরকে এহেন পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে পারেন।

তাই আগামীকাল ২৫ এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল ০৮:০০ টায় সন্দ্বীপ কারামতিয়া ফাযিল মাদ্রাসার মাঠে সালাতুল ইসতিসকা আদায়ের আয়োজন করা হয়েছে।
আপনিও আসুন।

সন্দ্বীপের সর্বস্তরের মুসলমান।

#কপি

আলহামদুলিল্লাহ হাজার হাজর মুসল্লীর উপস্হিতে জানাযা ও দাপন সমপন্ন হলো কারামতিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক  সহযোগী অধ্য...
01/04/2024

আলহামদুলিল্লাহ হাজার হাজর মুসল্লীর উপস্হিতে জানাযা ও দাপন সমপন্ন হলো কারামতিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক সহযোগী অধ্যাপক শ্রদ্বেয় মাওলানা ছাবের আহমেদ খান সাহেবের৷
اللهُـمِّ اغْفِـرْ لَهُ وَارْحَمْـه، وَعافِهِ وَاعْفُ عَنْـه ، وَأَكْـرِمْ نُزُلَـه ، وَوَسِّـعْ مُدْخَـلَه ، وَاغْسِلْـهُ بِالْمـاءِ وَالثَّـلْجِ وَالْبَـرَدْ ، وَنَقِّـهِ مِنَ الْخطـايا كَما نَـقّيْتَ الـثَّوْبُ الأَبْيَـضُ مِنَ الدَّنَـسْ ، وَأَبْـدِلْهُ داراً خَـيْراً مِنْ دارِه ، وَأَهْلاً خَـيْراً مِنْ أَهْلِـه ، وَزَوْجَـاً خَـيْراً مِنْ زَوْجِه، وَأَدْخِـلْهُ الْجَـنَّة ، وَأَعِـذْهُ مِنْ عَذابِ القَـبْر وَعَذابِ النّـار

অর্থ : হে আল্লাহ্‌, তাকে ক্ষমা করুন এবং তাকে দয়া করুন। শান্তিতে রাখুন এবং তার থাকার স্থানটিকে মর্যাদাশীল করুন। তার কবর প্রশস্থ করে দিন। বরফ ও তুষারের শুভ্রতা দিয়ে তার গুনাহ এমনভাবে পরিচ্ছন্ন করে দিন— যেমন ময়লা থেকে সাদা কাপড় পরিষ্কার হয়। তাকে দুনিয়ার বাসস্থানের চেয়ে উত্তম বাসস্থান দান করুন। দুনিয়ায় তিনি যে পরিবারের সাথে থাকতেন, তার চেয়েও উত্তম পরিবার তাকে দান করুন। দুনিয়ায় তিনি যেসব সঙ্গীদের সাথে চলাফেরা করতেন, তার চেয়ে উত্তম সঙ্গী তাকে দান করুন। তাকে জান্নাতে দাখিল করুন, তাকে কবর আর দোজখের আজাব থেকে রক্ষা করুন।

মাওলানা ছাবের আহমেদ হুজুর একটু আগে ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি অইন্নাইলাহি রওজিউন । আল্লাহ হুজুরকে জান্নতুল মাকাম দা...
31/03/2024

মাওলানা ছাবের আহমেদ হুজুর একটু আগে ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি অইন্নাইলাহি রওজিউন । আল্লাহ হুজুরকে জান্নতুল মাকাম দান করুন, আমিন ।

আস্সালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ শ্রদ্ধেয় ওস্তাদ সন্দ্বীপ কারামতিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার সাবেক উপাধক্ষ্য  সর্বজন শ্রদ...
01/03/2024

আস্সালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ

শ্রদ্ধেয় ওস্তাদ সন্দ্বীপ কারামতিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার সাবেক উপাধক্ষ্য
সর্বজন শ্রদ্বেয় ব্যাক্তিত্ব মাওলানা সিরাজুল মাওলা
Mowla সাহেব অসুস্হ।

হুজুরের জন্য সবার কাছে দোয়া চাই।
-أَسْأَلُ اللهَ العَظيمَ، رَبَّ العَرْشِ العَظِيمِ، أَنْ يَشْفِيَه

’ -لَا بَأْسَ طُهُوْرٌ اِنْشَاءَ اللهُ
اَذْهَبِ الْبَأْسَ رَبَّ النَّاسِ - وَاشْفِ اَنْتَ الشَّافِي - لَا شِفَاءَ اِلَّا
شِفَائُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقْمً_

অদ্য ০৭/০২/২০২৪ ইং তারিখ রোজ বুধবার প্রকৌশলী জয়নাল আবেদীন  সাহেব সন্দ্বীপ কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আসেন।সেখানে ত...
09/02/2024

অদ্য ০৭/০২/২০২৪ ইং তারিখ রোজ বুধবার প্রকৌশলী জয়নাল আবেদীন সাহেব সন্দ্বীপ কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আসেন।সেখানে তিনি পূর্বের নির্দেশিত নির্ধারিত স্থানে বিল্ডিং করার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি আরো বলেন,যদি দক্ষিণ অথবা পশ্চিম দিকে স্থান সংকুলান হতো তাহলে উক্ত বিল্ডিংটি আরো মনোমুগ্ধকর হতো।বেশ কিছু সময় তিনি উক্ত মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ইকবাল মোল্লাহ সাহেবের নেতৃত্বে গভর্নিংবডির সদস্য, শিক্ষক মহোদয় ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি সহ মাদ্রাসার বিভিন্ন স্থান পরিদর্শন করেন।অতপর প্রায় এক ঘন্টা সৌজন্য সাক্ষাৎকারের পর তিনি উক্ত ক্যাম্পাস ত্যাগ করেন।

26/01/2024
26/01/2024
 #ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট, রিটেইক ও মান-উন্নয়ন)পরীক্ষা-২০২২ এর সময়সূচি।
23/01/2024

#ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট, রিটেইক ও মান-উন্নয়ন)পরীক্ষা-২০২২ এর সময়সূচি।

11/01/2024

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির চূড়ান্ত পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ মার্চ চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (১০ জানুয়ারি) বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, পবিত্র রমজান উপলক্ষ্যে বুয়েটের চূড়ান্ত পরীক্ষার সময় এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি থেকে ভর্তি আবেদন শুরু হবে। চলতি সপ্তাহে অনলাইনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এছাড়া আগামী শনিবার অথবা রবিবার পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি পরীক্ষার বিষয়টি জানানো হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বুয়েটের একাডেমিক কাউন্সিলের এক সদস্য বুধবার সন্ধ্যায় ‘বুয়েটে ভর্তির প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর চূড়ান্ত পরীক্ষা হবে ৯ মার্চ। এছাড়া ভর্তি আবেদন শুরু হবে ২৫ জানুয়ারি থেকে। আমাদের আজকের সভায় বিষয়গুলো চূড়ান্ত করা হয়েছে।’জানা গেছে, এবারও দুই ধাপে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে বুয়েট ক্যাম্পাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাক-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের ২৫ শতাংশ কেটে নেয়া হবে।

 #জরুরি_বিজ্ঞপ্তি
11/01/2024

#জরুরি_বিজ্ঞপ্তি

07/01/2024

"হঠাৎ করে কখনো কারো কথা মনে পড়লে তার জন্য দো'আ করুন।" হয়তো বা সেই মূহুর্তে আপনার দোয়া তার খুব প্রয়োজন"!

❝যে ব্যাক্তি অন্যের জন্য দোয়া করে
ফেরশতারা তার জন্য দোয়া করেন।❞
[আবু দাউদ-১৫৩৪]

28/12/2023

✅ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের সুযোগ-সুবিধাসমূহ জেনে নেয়া যাক:

✪শুরুতেই ১৩তম গ্রেডে সবমিলিয়ে(মূল বেতন-১১০০০/-, বাড়িভাড়া-৪৯৫০/-, চিকিৎসা ভাতা-১৫০০/-, টিফিন-২০০/-) পাবেন ১৭,৬৫০/-। সাথে বেসিকের ৫% বিশেষ প্রণোদনা ।যা ১০০০ টাকার কম হবে না।

✪প্রতি বছর ৫% ইনক্রিমেন্ট(চাকরির ৬ মাস পূর্ণ হলে জুলাই মাসের ১ তারিখ থেকে)

✪বেসিকের শতভাগ দুইটি ইদ বোনাস(১১০০০ করে মোট ২২০০০/-)
✪বেসিকের ২০% বৈশাখী ভাতা(২২০০/-)

✪সন্তানের বয়স ৫ বছর হলে শিক্ষা ভাতা(১ জন হলে ৫০০/-, ২ জন হলে ১০০০)

✪৩ বছর পর পর বেসিকের শতভাগ শ্রান্তি বিনোদন ভাতা।

✪প্রশিক্ষণ ভাতা

✪কল্যাণ তহবিল থেকে আর্থিক সুবিধা।

✪প্রধান শিক্ষক পদে পদোন্নতি

✪টিইও ও এটিইও পদে বিভাগীয় কোটা

✪সন্তানের জন্য কোটা

✪জিপিএফ সুবিধা(যা রাখবেন ১৩% মুনাফায় পাবেন)

✪সবশেষে এককালীন লামগ্র্যান্ড ও মৃত্যুর পূর্ব পর্যন্ত পেনশন সুবিধা।

Sandwip Karamotia Fazil Madrasha  👉 পরীক্ষায় অংশগ্রহণ করেছে-১৯ জন।👉পরীক্ষায় পাশ করেছে-১১ জন।👉 পরীক্ষায় ফেল করেছে - ৮ জন।...
26/11/2023

Sandwip Karamotia Fazil Madrasha

👉 পরীক্ষায় অংশগ্রহণ করেছে-১৯ জন।
👉পরীক্ষায় পাশ করেছে-১১ জন।
👉 পরীক্ষায় ফেল করেছে - ৮ জন।
👉পাশের হার ৫৭.৮৯
👉 GPA-0
👉A গ্রেড পেয়েছে- ১ জন।

 #ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ  #পরীক্ষা-২০২২ এর নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট, মান উন্নয়ন এবং রিটেইক পরীক্ষার্থ...
25/11/2023

#ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ #পরীক্ষা-২০২২ এর নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট, মান উন্নয়ন এবং রিটেইক পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি ।

25/11/2023
২৬-০৯-২০২৩ #দৈনিক  #আজাদি
28/09/2023

২৬-০৯-২০২৩
#দৈনিক #আজাদি

28/09/2023

তুর্কীরা তাদের সন্তানদের "সিংহ-বাঘ" এর পরিবর্তে নেকড়ের সাথে তুলনা করে থাকে।

কারণঃ-

১]>>>নেকড়েকে আরবিতে "ইবনে আল-বার" বলা হয় যার অর্থ "ভাল ছেলে" কারণ যখন তার বাবা-মা বৃদ্ধ হয়, তখন তারা তাদের জন্য শিকার করে এবং তাদের যত্ন নেয়।

২]>>>নেকড়ে" কখন ও তার স্বাধীনতার সাথে আপোষ করে না এবং কারও দাস হয় না, যখন সিংহ সহ প্রতিটি প্রাণীকে প্রশিক্ষণের মাধ্যমে বস করা যায়, কিন্তু নেকড়েকে করা যায়না ।

৩]>>>নেকড়ে কখনও মৃত খাবার খায় না এবং পুরুষ নেকড়ে মহিলা নেকড়ের দিকে তাকায় না। তারা এত বিশ্বস্ত যে পুরুষ নেকড়ে তার একমাত্র স্ত্রী নেকড়ে ব্যতিত অন্য কারো সাথে সম্পর্ক করেনা। এবং স্ত্রী নেকড়েও তার অংশীদার নেকড়ের অনুগত থাকে ।

#তথ্যসূত্রঃ মহাকাশ ও বিজ্ঞান।

#কপি

মাহফিলের খন্ডচিত্র ।
02/02/2023

মাহফিলের খন্ডচিত্র ।

কিছুক্ষণ পরে শুরু হবে মাহফিল ......
02/02/2023

কিছুক্ষণ পরে শুরু হবে মাহফিল ......

18/01/2023
সকলে আমন্ত্রিত
17/01/2023

সকলে আমন্ত্রিত

Address

Sandwip
Chittagong
4301

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sandwip Karamotia Fazil Madrasha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category