সুন্নীয়তের আলো

সুন্নীয়তের আলো “সুন্নী মতাদর্শ প্রচার করাই আমাদের লক্ষ্য”

25/03/2025

সুলতানুল হিন্দ খাজাবাবা আজমেরী ভু*য়া নয় বরং মুস্তাকুন্নবী এবং এই ব*লৎ*কা*রের গোষ্ঠীরা ভু*য়া। এরা এই জামানার গৌরগৌবিন্দ ও পিত্তিরাজ।

25/03/2025

খাজা বাবা খাজা বাবা।
সবে বলি মারহাবা মারহাবা ❤️‍🩹

25/03/2025

সবার টাইমলাইনে হোক
ইয়া গরীবে নেওয়াজ (রহঃ)
জিন্দাবাদ
✊✊✊

তৌহিদী জনতা আর স্বরাষ্ট্র উপদেষ্টার সম্পর্কটা শালা দুলাভাই মতন। তাই ওদের আস্ফালন ঠেকাতে ব্যর্থ। আর ধর্ম উপদেষ্টা রূহানী ...
25/03/2025

তৌহিদী জনতা আর স্বরাষ্ট্র উপদেষ্টার সম্পর্কটা শালা দুলাভাই মতন। তাই ওদের আস্ফালন ঠেকাতে ব্যর্থ। আর ধর্ম উপদেষ্টা রূহানী আব্বা। দুই মহাজন ফ্যাসিসদের বীজ।

24/03/2025

গেছিলো নাকি মাজার ভাংতে! এলাকাবাসীর কাছে প্যাকেট হয়ে চলে আসছে!!

এই হুজুর গুলো টাকার সামনে সবসময় নত হয়ে যায়, এরা শাপলা চত্বরে তাদের ছাত্রদের লাশও বিক্রি করেছিলো হাসিনার কাছে।এদের ভাগ বা...
23/03/2025

এই হুজুর গুলো টাকার সামনে সবসময় নত হয়ে যায়, এরা শাপলা চত্বরে তাদের ছাত্রদের লাশও বিক্রি করেছিলো হাসিনার কাছে।
এদের ভাগ বাটোয়ারাতে সমস্যা হলে তখনই এরা মাদ্রাসার ছাত্র ও এলাকার মূর্খদের রাস্তায় নামিয়ে দিয়ে ধর্ম উদ্ধারে চলে আসে। অথচ এরাই সকাল-সন্ধ্যা ধর্মকে এরকম হাটে তুলে বেচে দেয়।

রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাতের ইফতার মাহফিলে বক্তারা ধর্ষণ,ছিনতাই,রাহাজানি,মাজারে হামলা বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া জর...
22/03/2025

রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাতের ইফতার মাহফিলে বক্তারা

ধর্ষণ,ছিনতাই,রাহাজানি,মাজারে হামলা বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি

রাবেতার ইফতার মাহফিলে বক্তারা বলেছেন
অবিলম্বে ইসরাইলী আগ্রাসন বন্ধ, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও মাজারে হামলা বন্ধ করতে হবে। দ্বীনের সঠিক পথে মতে চলাই রমজানের আসল শিক্ষা। ক্ষণস্থায়ী জিন্দেগী শেষে অনন্তকাল আখেরাতের শান্তি ও মুক্তি নিশ্চিত করতে হলে মাহে রমজানের তাৎপর্য জেনে নিজ পরিবার ও সমাজকে ইসলামের সঠিক ইতিহাস সংস্কৃতি ও আল্লাহ পদত্ত বিধানুযায়ী পরিচালনা করতে হবে। রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ এর ব্যবস্থাপনায় গত ২২মার্চ (শনিবার) নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় মাওলা আলী শেরে খোদা (রা;)এর শাহাদাত বার্ষিকী, রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল রাবেতার চেয়ারম্যান মুফতি আবুল হাসান ওমাইর রজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মহাসচিব মাওলানা ইকবাল হোসাইন আল কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা আরো বলেন-ফিলিস্তিন গাজায় মুসলমানদের উপর ইসরাইলি বর্বরতা বন্ধ করতে হবে। যুদ্ধ বিরতির মধ্যেও এই ধরনের সহিংসতা, হামলা মানবতার বিরুদ্ধে যুদ্ধের শামিল। আমেরিকার অবৈধ হস্তক্ষেপে ইসরাইলি এই বর্বরতা বন্ধ করতে জাতিসংঘ ও ওআইসি কে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। বর্তমানে বাংলাদেশে চলমান ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, মাজারে হামলা সহ যাবতীয় সহিংসতা বন্ধে সর্বোচ্চ শাস্তি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য অন্তবর্তী কালীন সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যথাক্রমে মাওলানা আসহাব উদ্দিন মজিদী,মাওলানা জিল্লুর রহমান হাবিবি, মাওলানা সৈয়দ পেয়ার মোহাম্মদ, মাওলানা আহমাদুল্লাহ ফুরকান খান কাদেরী, মাওলানা মুখতার আহমদ রজভী,মাওলানা ইমরান হাসান কাদেরী, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী,মাওলানা গিয়াস উদ্দিন কাদেরী, মাওলানা আবুল হাশেম কাদেরী, মাওলানা মঈনুদ্দীন প্রমুখ।

অপরুপ এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা। ষোলশহর, চট্টগ্রাম।"আপনার...
22/03/2025

অপরুপ এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা।
ষোলশহর, চট্টগ্রাম।

"আপনার যাকাতকে চার ভাগ করে এক ভাগ জামেয়ার মিসকিন ছাত্রদেরকে প্রদান কর, বাকি তিন ভাগ আপন হকদার মিসকিনদের মাঝে বন্টন কর"।

【আওলাদে রাসুল, গাউসে জমান হাফেজ ক্বারি আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ রহ.】

21/03/2025

একদিন ইতিহাস বলবে
গাজা একা লড়েছিল!
আর পুরো মুসলিম বিশ্ব
শুধু তাকিয়ে ছিল!😭

ফিলি*স্তিনে নির্যাতিত  মুসলমানদের উপর ইস*রাই*লের বর্বর হামলার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ...
21/03/2025

ফিলি*স্তিনে নির্যাতিত মুসলমানদের উপর ইস*রাই*লের বর্বর হামলার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা, উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

20/03/2025

সামর্থ্যবানের উপর যাকাত ফর‍জ। অনেকে দান আর যাকাতকে মিলাই ফেলে। যাকাত গরিবের হক্ব। ইসলামের ভিত্তি। আদায় করতেই হবে।

কথিত তৌহিদি জনতাকে বলব মাজারের ন্যায় এসব বলৎকার মাদ্রাসা পুড়িয়ে দাওনা কেনো? ওহ কাদেরকে বলছি, ওরা নিজেরাই তো এসব করে। রমজ...
20/03/2025

কথিত তৌহিদি জনতাকে বলব মাজারের ন্যায় এসব বলৎকার মাদ্রাসা পুড়িয়ে দাওনা কেনো?
ওহ কাদেরকে বলছি, ওরা নিজেরাই তো এসব করে। রমজান মাসটাও রেহাই দেইনা এসব বাইন*চুদরা।

19/03/2025

মুসলমানদের প্রথম কেবলা মুক্ত করে দিন

19/03/2025

রাজকীয় বিদায় :-*

19/03/2025

রাঙ্গুনিয়ার হাফেজ মাওলানা রুহুল আমিন (রহ:) কে চোখের জলে বিদায়।🥹
আল্লাহ পাক আপনাকে জান্নাতের আলা মক্বাম দান করুক,আমিন।🤲

চিরনিদ্রায় শায়িত হলেন- রাঙ্গুনিয়ার হাফেজ রুহুল আমিন :'(
19/03/2025

চিরনিদ্রায় শায়িত হলেন- রাঙ্গুনিয়ার হাফেজ রুহুল আমিন :'(

আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন আমীন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
19/03/2025

আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন আমীন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

18/03/2025

জান্নাত সাজানো আছে
আরও সাজানো হবে গাজার শহীদ হওয়া ফুল গুলো দিয়ে।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when সুন্নীয়তের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুন্নীয়তের আলো:

Videos

Share

Category