01/10/2025
চকরিয়া থানার একটি প্রেস বিজ্ঞপ্তি। জনস্বার্থে প্রকাশ
* অস্ত্রসহ ডাকাত গ্রেফতার *
চকরিয়ার ফাঁসিয়াখালী ইউপিস্থ হাসেরদিঘী লামা আলীকদম রোডের চকরিয়ার শেষ সীমান্তে রাস্তার উপর ৮/৯ জনের একটি ডাকাত দল দেশীয় তৈরী অস্ত্রসস্ত্র নিয়ে রাস্তায় ডাকাতির উদ্দেশ্যে রাস্তায় গাছ ফেলে চকরিয়াগামী কয়েকটি গাড়ী আটকে ফেলে। তখন চকরিয়া থানা পুলিশের টিম ও স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা কয়েকটি গাড়ীর গ্লাস ভাংচুর করে কয়েকজনকে মারধর করে মহাসড়কে দুই পাশে গভীর জঙ্গলে পালিয়ে যায়। উপরোক্ত ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এসআই জাকির হোসেন বাদী হয়ে চকরিয়া থানার মামলা নং- ৫০, তারিখ- ২৯ সেপ্টেম্বর, ২০২৫; ধারা- 399/402 The Penal Code 1860 দায়ের করেন।
১অক্টোবর'২৫ ইং কক্সবাজার জেলার পুলিশ সুপার মোঃ সাইফুদ্দিন শাহীন এর সাবির্ক দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ চকরিয়া থানা তৌহিদুল আনোয়ার এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় এসআই সোহরাব সাকিব, এসআই আরকানুল ইসলাম, এএসআই খলিলুর রহমান, এএসআই জুয়েল বড়ুয়া, এএসআই আনোয়ার হোসেন, এএসআই আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। অভিযানকালে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউপিস্থ হাসেরদিঘী লামা আলীকদম রোড সংলগ্ন গহীন জঙ্গল ও উচিতার বিল পাহাড় সহ আশপাশ এলাকায় দুপুর ১২.১০ ঘটিকা হতে বিকাল ১৬.১০ ঘটিকা অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতি মামলার সাথে সক্রিয়ভাবে জড়িত আসামী-
১।মোঃ ওমর ফারুক(২৮), পিতা- শহরমুল্লুক, মাতা- মুরশিদা বেগম, সাং- অচিতার বিল, ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউপি, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার,
২। মোঃ জিসান(১৯), পিতা- মোঃ ফয়েজ, মাতা- আমেনা বেগম, সাং- অচিতার বিল, ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউপি, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার,
৩। জসিম উদ্দিন প্রঃ বার্মাইয়া জসিম (২৬), পিতা-জাকের আহমেদ, মাতা-আয়েশা বেগম, সাং-উচিতারবিল, ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার,
৪। মোঃ মোবারক (২৫), পিতা- নজরুল ইসলাম সাং- মুসলিম নগর ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী, চকরিয়া কক্সবাজার । ১।একটি দেশীয় তৈরী থ্রিকোয়াটার এলজি, ২। একটি দেশীয় তৈরী লোহার পাইপগান, ৩। ১টি সাদা রংয়ের তাজা কার্তুজ, ৪। ৫টি বিভিন্ন সাইজের দা ও রাম দা সহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, উপরোক্ত আসামীগণ আন্তজেলা ডাকাত দলে সক্রিয় সদস্য। আসামীগণ চকরিয়া থানায় সহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে।
বাকী অংশ কমেন্টে -