01/01/2025
কয়দিন আগে জিনিসপত্রের দাম নিয়ে কিছু লোক ফেসবুকে তুফান শুরু করেছিলো আগেই ভালো ছিলাম,
আজ তারা কই কোন পোস্ট করছে না তো..?
তাদের মা/খালা/আপা পরামর্শ দিয়েছিল কাঁচা মরিচ শুকনা করে রেখে,,, আবার সেটাকে পানিতে ভিজিয়ে তাজা বানিয়ে খেতে.! বেগুনির পরিবর্তে পেপনি খেতে..!
বর্তমানে পেয়াজের কেজি ২৫০/৩০০ নয়..!
((মাএ-৪০-৪৫৳)) টাকায় পাওয়া যাচ্ছে প্রতি কেজি পেয়াজ.
আর সবজির দাম তো "আলহামদুলিল্লাহ" হাতের নাগালেই আছে, বেশিরভাগ সবজিই -৩০-৩৫৳ মধ্যে প্রতি কেজি..!
৮/১০ বছরের কখনো পিয়াজের দাম এত কম ছিল না,,
মাত্র ৪০ টাকা এর আগে কোনদিনও ছিল না,,
সব সময় এই ভাবে চলতে থাকলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জীবন অনেক সহজ হয়ে যাবে,, ☺☺
ধন্যবাদ ড.ইউনুস স্যারকে,
"আলহামদুলিল্লাহ"
লাখো কোটি শুকরিয়া আদায় করি ওই রবের প্রতি, যিনি আমাদের প্রতিপালক ও রব,,,। ওই মহান রব আল্লাহ আমাদের প্রতি রহমত নাযিল করেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।আলহামদুলিল্লাহ।।