দৃষ্টিতে ফটিকছড়ি

দৃষ্টিতে ফটিকছড়ি সত্যি নিয়ে লিখে যাবো।

বাংলার আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু মঙ্গলবারদেশের  আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার (১২ মার্চ) প...
11/03/2024

বাংলার আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু মঙ্গলবার

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার (১২ মার্চ) পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। আজ এশার নামাজের সঙ্গে তারাবি নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোরে রোজা রাখার উদ্দেশ্যে সেহেরি খাবেন।

সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

এর আগে সন্ধ্যা সোয়া ৬টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান সভায় সভাপতিত্ব করেন।

সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।

এরপর আজ চাঁদ দেখার বিষয়টি উপস্থিত সাংবাদিকদের জানান ধর্মমন্ত্রী। তিনি জানান, দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার থেকে রমজান মাস শুরু হচ্ছে। আজ তারাবি পড়ে ও সেহেরি খেয়ে রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তিনি দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান।

পরে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আকাশে সোমবার (১১ মার্চ) ১৪৪৫ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে।

ইসলামিক ফাউন্ডেশনের সভায় উপস্থিত ছিলেন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবদুল কাদের শেখ, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা আবদুল জলিল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (অর্থ) জহিরুল ইসলাম, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসনের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার হক, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ।

রোজা ইসলামের ৫ স্তম্ভের একটি। প্রতি বছর অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পবিত্র রমজান মাসে রোজা পালন করা হয়। এক মাস সংযম পালনের পর মুসলমানরা শাওয়াল মাসের চাঁদ দেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন।

রমজান শুরুর জন্য চাঁদ দেখা আবশ্যক। কারণ রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা রমজানের চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো। যদি আকাশ তোমাদের কাছে মেঘাচ্ছন্ন হয়, তবে তোমরা ৩০ দিন পূর্ণ করো। (সহিহ মুসলিম, হাদিস : ১০৮১)

দাঁতমারায়  গেস্ট হাউসসহ ৩ প্রতিষ্ঠান সিলগালানিজস্ব প্রতিবেদক উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারে অবৈধ কার্যকলাপ চাল...
11/03/2024

দাঁতমারায় গেস্ট হাউসসহ ৩ প্রতিষ্ঠান সিলগালা

নিজস্ব প্রতিবেদক

উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারে অবৈধ কার্যকলাপ চালানোর অপরাধে ইশা গেস্ট হাউসসহ ৩ প্রতিষ্ঠানকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(১১ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, হেঁয়াকো বাজারে আলী আক্কাছ ভুট্টোর মালিকানাধীন প্রতিষ্ঠান ঈশা গেস্ট হাউস ইতোপূর্বে উপজেলার সহকারী কমিশনার ভূমি এটিএম কামরুল ইসলাম কর্তৃক সিলগালা করা হলেও পিছনের পকেট গেইট খুলে অসামাজিক কার্যকলাপের জন্য ভাড়ায় ব্যবহারের প্রমান পাওয়ায় পূণরায় সকল প্রবেশ পথগুলি বন্ধ করে সিলগালা করে দেন ম্যাজিস্ট্রেট।

অভিযানে হেঁয়াকো বাজার ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির নাম দিয়ে মহাসড়কে অবৈধভাবে সকল ট্রাক ও কাভার্ড ভ্যানে বিভিন্ন হারে চাঁদা তোলায় তাদের অফিসও বন্ধ করে দেওয়া হয়েছে।

হেঁয়াকো বাজারে চট্টগ্রাম থেকে আগত সিএনজি সমিতি নাম দিয়ে অবৈধভাবে প্রতি গাড়িতে ১৫ টাকা করে আদায় করায় তাদের অফিসও বন্ধ করে সিলগালা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট সমিতির সাথে যুক্তদের ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয় বলে জানান ইউএনও।

জনস্বার্থ এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী।

24/12/2023

স্বতন্ত্র প্রার্থী হোসাইন মুহাম্মদ আবু তৈয়বের তরমুজ মার্কার অফিস উদ্বোধন সমর্থনে কাজীরহাট বাজারে পথসভা....

ফটিকছড়িতে ইউনিয়ন পরিষদ ব্যবহার করে  নির্বাচনী প্রচারণায় শোকজ ২ চেয়ারম্যান,১ জনকে জরিমানা নিজস্ব প্রতিবেদকদ্বাদশ জাতীয় সং...
24/12/2023

ফটিকছড়িতে ইউনিয়ন পরিষদ ব্যবহার করে নির্বাচনী প্রচারণায় শোকজ ২ চেয়ারম্যান,১ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে সরকারি ভবন ব্যবহার করে প্রার্থীদের প্রচারণার সুযোগ করে দেওয়ায় ফটিকছড়ির ২ ইউপি চেয়ারম্যানকে শোকজ করেছেন রিটার্নিং অফিসার।

তারা হলেন- উপজেলার ১ নং বাগানবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজু। অন্যজন হলেন ২০ নং আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল আলম।

রবিবার(২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী।

জানা যায়, গত ২১ ডিসেম্বর সকাল ১১ টায় আব্দুল্লাহপুর ইউনিয়ন প্রাঙ্গন ব্যবহার করে চট্টগ্রাম -২(ফটিকছড়ি) আসনের নৌকা প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনির প্রচারণা সভা করেন। একই দিনে সন্ধ্যা ৭ টায় স্বতন্ত্র প্রার্থী এস এম আবু তৈয়ব নির্বাচনী প্রচারণা সভা করেন বাগানবাজার ইউনিয়ন পরিষদ ব্যবহার করে।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জানান, ফটিকছড়ির ১ নং বাগানবাজার ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজু ও ২০ নং আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান অহিদুল আলমের বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ৪(১) বিধি পরিপন্থী কাজ করায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শনিবার তাদের দুজনকে নোটিশ পাঠানো হয়েছে। সোমবারের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়।

এছাড়াও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সমিতিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোজাম্মেল হক চৌধুরী।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আচরণ বিধিমালা প্রতিপালনে কোন ছাড় দেওয়া হবে না।

আমার সাথে অবিচার করা হয়েছে।  আগামীকাল ৪ টার পর কথা বলবো।
17/12/2023

আমার সাথে অবিচার করা হয়েছে। আগামীকাল ৪ টার পর কথা বলবো।

17/12/2023
ভুয়া ভোটার দেখানোয় ফটিকছড়ির ৩ এমপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল...................সাইফুল ইসলাম .....................ঘোষিত ...
03/12/2023

ভুয়া ভোটার দেখানোয় ফটিকছড়ির ৩ এমপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল...................

সাইফুল ইসলাম .....................
ঘোষিত তাফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তাফশিল ঘোষণার পর থেকে দেশজুড়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন প্রার্থীরা।

চট্টগ্রাম -২ ফটিকছড়ি আসন থেকে মনোনয়ন ফরম জমা করেন মোট ১২ প্রার্থী। তাদের মধ্যে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জেলা প্রশাসক কার্যালয়ে এটি ঘোষণা করেন।

তিনি জানান, আগামী ৫- ৯ ডিসেম্বরের মধ্যে স্বতন্ত্র ওই প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

বাতিল হওয়া সেই ৩ প্রার্থী হলেন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ শাহ জাহান। তিনি উপজেলার সমিতির হাট ইউনিয়নের বাসিন্দা।তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ৮০ দশকে তিনি ফটিকছড়িতে জামায়াত শিবিরের বিরুদ্ধে একনিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। প্রার্থীতা বাতিল হওয়া আরেকজন হলেন এই আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী। তিনি দীর্ঘদিন যাবৎ কানাডায় নাগরিকত্ব নিয়ে পরিবারের সাথে বসবাস করছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া এই প্রার্থী নির্বাচনের আগে ফটিকছড়ির আনাচে-কানাচে ব্যানার পোস্টার দিয়ে সবর ছিলেন।তিনি উপজেলা সুন্দরপুর ইউনিয়নের বাসিন্দা।প্রার্থীতা বাতিল হওয়া আরেকজন হলেন মোহাম্মদ
রিযাজ উদ্দিন চৌধুরী।তিনি এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।এলাকায় সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত তিনি। উপজেলার কাঞ্চনগরে তার বাড়ি।

এর আগে মনোনয়ন ফরম জমাদানের ৩০ নভেম্বর শেষ দিনে আসনটি থেকে মোট ১২ প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন।

তাদের মধ্যে ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বৈধ প্রার্থী হলেন- খাদিজাতুল আনোয়ার সনি (আওয়ামী লীগ), সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী (তরীকত ফেডারেশন), শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ (সুপ্রিম পার্টি – বিএসপি), হোসাইন মো. আবু তৈয়ব (স্বতন্ত্র), মীর মুহাম্মদ ফেরদৌস আলম (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মজাহারুল হক শাহ চৌধুরী (বিকল্প ধারা বাংলাদেশ), শফিউল আজম চৌধুরী (জাতীয় পার্টি), মুহাম্মদ হামিদ উল্লাহ (ইসলামিক ফ্রন্ট),এম এ মতিন (ইসলামিক ফ্রন্ট)।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, যাচাই-বাছাই পর্বে ৩ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মোট ভোটারের এক শতাংশ ভোটারের সই নির্বাচন কমিশনে জমা দিতে হয়। তাদের ক্ষেত্রে ভোটার স্বাক্ষরে ত্রুটি পাওয়ায় প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়। অন্য ৯ প্রার্থীকে মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করা হয়।

এ আসনটি ২ টি পৌরসভা ১৮ টি ইউনিয়ন নিয়ে বিশাল আয়তন নিয়ে গঠিত। আসনটিতে ১৮ টি চা বাগান ১টি রাবার বাগান এবং প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী বহমান। এছাড়া এ আসনে সূফি ও মাজার পন্থিদের দর্শনীয় স্থান মাইজভান্ডার রয়েছে। এবারে আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১২ হাজার।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন করতে হয়। চলতি সংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ২৯ জানুয়ারি। এর আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা আছে।

একটি হারানো বিজ্ঞপ্তি ________________নাম:-আরমানুল ইসলাম।বয়স:-১৫ বছর।পরনে ছিল:- পাঞ্জাবি।পিতার নাম:-মাহবুল ইসলাম।মাতার ন...
29/11/2023

একটি হারানো বিজ্ঞপ্তি
________________

নাম:-আরমানুল ইসলাম।
বয়স:-১৫ বছর।
পরনে ছিল:- পাঞ্জাবি।
পিতার নাম:-মাহবুল ইসলাম।
মাতার নাম:-রোনা বেগম।
ঠিকানা:-রক্তছড়িকুল,মাহালদার বাড়ী।ফটিকছড়ি, চট্টগ্রাম।

হারিয়ে যায়ঃ গতকাল ২৮/১১/২৩ বিকাল ৪টায় রাঙ্গামাটিয়াস্ত "শাহ শাহ হুজুর হেফজখানা" থেকে।

থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছে পরিবার।
কোন সহৃদয়বান ব্যক্তি যদি উক্ত ছেলের দেখা বা সন্ধান জানেন নিম্মে নাম্বারে যোগাযোগ করার সবিনয় অনুরোধ রইলো।
01607524138

এবারে ফটিকছড়ি  উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব এর পদত্যাগ
29/11/2023

এবারে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব এর পদত্যাগ

সিলেট রেল স্টেশন দুর্ঘটনায় হাটহাজারীর যুবক গুরুতর আহতআহত ব্যক্তির নাম মোঃ আবুল বশর ও মির্জাপুর ইউনিয়নের বাসিন্দা বলে জান...
28/11/2023

সিলেট রেল স্টেশন দুর্ঘটনায় হাটহাজারীর যুবক গুরুতর আহত

আহত ব্যক্তির নাম মোঃ আবুল বশর ও মির্জাপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়।

রঙিন স্বপ্ন মলিন, তবু লড়াইয়ের ঘোষণা মাহির
28/11/2023

রঙিন স্বপ্ন মলিন, তবু লড়াইয়ের ঘোষণা মাহির

কে পাচ্ছেন ফটিকছড়ির সিংহাসন!চাচা নাকি ভাতিজা?
28/11/2023

কে পাচ্ছেন ফটিকছড়ির সিংহাসন!

চাচা নাকি ভাতিজা?

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন থেকে নৌকার মাঝি হতে চাইল ২১ জন।তবে, অনেক প্রার্থীকে দলীয় লোকজন চিননা বলেও মন্তব্য করতে দেখা গেছে...
22/11/2023

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন থেকে নৌকার মাঝি হতে চাইল ২১ জন।তবে, অনেক প্রার্থীকে দলীয় লোকজন চিননা বলেও মন্তব্য করতে দেখা গেছে।

সব মিলিয়ে কে হতে পারে আগামী ৫ বছরের জন্য ফটিকছড়ির নৌকার মাঝি।

কমেন্ট করে আমার মন্তব্য জানাতে পারেন।

১.মোহাম্মদ আফতাব উদ্দিন চৌধুরী
২. গোলাম নওশের আলী
৩. সাবরিনা চৌধুরী
৪. মোহাম্মদ শাহজাহান
৫. সাদাত আনোয়ার সাদী
৬. খাদিজাতুল আনোয়ার
৭. বেলাল মোহাম্মদ নূরী
৮. হাসিবুন সোহাদ
৯. মোহাম্মদ নাজিম উদ্দিন
১০. খোরশেদ আহমেদ জুয়েল
১১. এটিএম পিয়ারুল ইসলাম
১২. কাজী মোহাম্মদ তানজিবুল আলম
১৩. মো. সালামাত আল্লাহ চৌধুরী
১৪. এম আর আজিম
১৫. সরোয়ার উদ্দিন চৌধুরী
১৬. মোহাম্মদ হারুন
১৭. তৌহিদ মোহাম্মদ ফয়সাল কামাল
১৮. হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব
১৯. ফখরুল আনোয়ার
২০. সৈয়দ রাজিয়া মোস্তফা
২১. আনোয়ার হোসেন

প্রতিবন্ধী ছেলেটির পরিবারের ফিরে পেতে শেয়ার করুন...............মানসিক প্রতিবদ্ধী এই ছেলেটিকে পাওয়া গেছে ভূজপুর ফকিরহাট চ...
18/11/2023

প্রতিবন্ধী ছেলেটির
পরিবারের ফিরে পেতে শেয়ার করুন...............

মানসিক প্রতিবদ্ধী এই ছেলেটিকে পাওয়া গেছে ভূজপুর ফকিরহাট চৌধুরী পাড়া এলাকায়। সে তার নাম ঠিকানা কিছুই বলতে পারছেনা। তার সাথে থাকা ব্যাগে একটি যৌথ ছবি আর মৃত্যু সনদ পাওয়া গেছে। ছেলেটি বর্তমানে একই স্থানে আছে। তবে, ভূজপুর থানায় হস্তান্তরের পক্রিয়া চলছে বলে জানা গেছে।

যোগাযোগ শাহীন- ০১৮১৯৩৫৬০৯৪

18/11/2023

প্রতিবন্ধী ছেলেটির
পরিবারের ফিরে পেতে শেয়ার করুন...............

মানসিক প্রতিবদ্ধী এই ছেলেটিকে পাওয়া গেছে ভূজপুর ফকিরহাট চৌধুরী পাড়া এলাকায়। সে তার নাম ঠিকানা কিছুই বলতে পারছেনা। তার সাথে থাকা ব্যাগে একটি যৌথ ছবি আর জন্ম নিবন্ধন সনদ পাওয়া গেছে। ছেলেটি বর্তমানে একই স্থানে আছে। তবে, ভূজপুর থানায় হস্তান্তরের পক্রিয়া চলছে বলে জানা গেছে।

যোগাযোগ শাহীন- ০১৮১৯৩৫৬০৯৪

তিনটি আসনের মনোনয়ন কিনেছেন সাকিব আল হাসানআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের মনোনয়ন ফরম কিনেছেন ক্রিক...
18/11/2023

তিনটি আসনের মনোনয়ন কিনেছেন সাকিব আল হাসান

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের মনোনয়ন ফরম কিনেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। তার পক্ষে একজন প্রতিনিধি মনোনয়ন ফরমগুলো সংগ্রহ করেন।

জানা গেছে, শনিবার (১৮ নভেম্বর) ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন সাকিব। এ ছাড়াও মাগুরা-১ ও ২ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে মাগুরা-১ তার নিজ এলাকা এবং তিনি এই আসনের ভোটার।

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। এরপর দলীয়প্রধানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

শনিবার থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হবে।

30/08/2023

হাটহাজারীর ধলই, এনায়েতপুর, ৮ নং ওয়ার্ড, ডুবাই আলীর বাড়ীর
গরু চুরির ঘটনার ভিডিও ফুটেজ।

15/08/2023

নাজিরহাট সিটি গার্ডেন কেজি স্কুল
#চিত্রাংকন

15/08/2023

নাজিরহাট সিটি গার্ডেন কেজি স্কুলে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উদযাপন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর ও আন্তর্জাতিক খ্যা...
14/08/2023

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার এবং বহু গ্রন্থ প্রণেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী আজ রাত সাড়ে ৮.৪০টার দিকে ঢাকার পিজি হাসপাতালে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…।

নাজিরহাটে  নিখোঁজের ৪ দিনেও গৃহবধূর সন্ধান  মিলেনি..........................নাজিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডস্থ খাছ মোহাম্মদ...
07/08/2023

নাজিরহাটে নিখোঁজের ৪ দিনেও গৃহবধূর সন্ধান মিলেনি..........................
নাজিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডস্থ খাছ মোহাম্মদ তালুকদার বাড়ীর মোঃ দিদারুল আলমের মেয়ে সুমা আকতার ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে।

শুক্রবার ( ৪ আগস্ট) সকালে বাড়ি থেকে নিখোঁজ হয়। তার ১৮ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে। নিখোঁজে পারিবার সব জায়গায় খোঁজেও এখন পর্যন্ত হদিস মিলাতে পারেনি।

নিখোঁজের পরিবার সকলের প্রতি বিনীত অনুরোধ করেছেন। নিখোঁজের তথ্য পেয়ে থাকেন নিন্মোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

যোগাযোগঃ- ‪01863-312888‬ ও 01881-123347

পোস্টটি শেয়ার করুন

ক্যাপশনে নিখোঁজ গৃহবধূর ছবি।

হাটহাজারীতে ড্রেনের পানিতে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু ........................হাটহাজারী থানার ইসলামিয়াহাটে ড্রেনের পানিতে ...
07/08/2023

হাটহাজারীতে ড্রেনের পানিতে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু ........................

হাটহাজারী থানার ইসলামিয়াহাটে ড্রেনের পানিতে ডুবে নিপা পালিত(১৮) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ আগষ্ট) সকাল ৯ টার দিকে উপজেলা চসিক ১ নং ওয়ার্ড ইসলামিয়াহাট বাদামতল এলাকায় বন্যার পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

মৃত নিপা পালিত (১৮) এলাকার উত্তম পালিতের মেয়ে বলে জানা গেছে।

নিপা পালিতের পরিবার ও হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক আবু তালেব জানান, নিহত শিক্ষার্থী নিপা পালিত আমার কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। সে আজ সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় বাসার অদূরে একটি ড্রেনে পড়ে যায়। নিহত ছাত্রী মৃগী রুোগে আক্রান্ত ছিল বলে জানান তার পরিবার।

ফটিকছড়ি থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলেন মীর মোহাম্মদ নূরুল হুদা। এর আগে   তিনি  চকবাজার, ইপিজেড, কর্ণফুলী ...
07/08/2023

ফটিকছড়ি থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলেন মীর মোহাম্মদ নূরুল হুদা। এর আগে তিনি চকবাজার, ইপিজেড, কর্ণফুলী থানায় দায়িত্ব পালন করেছেন।

ভূজপুরে অপহৃত কিশোরীকে উদ্ধার; অপরণকারী গ্রেফতার.................................................................ভূজপুর ...
07/08/2023

ভূজপুরে অপহৃত কিশোরীকে উদ্ধার; অপরণকারী গ্রেফতার.................................................................
ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নে ১৬ বছর বয়সী এক সনাতন ধর্মাবলম্বী কিশোরীকে অপহরণের দায়ে ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। সেই সাথে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।

রবিবার (৬ আগষ্ট) র‌্যাব -৭ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে দাঁতমারা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে।

গ্রেতকৃত আসামীরা হলেন, মোহাম্মদ টিটু (৩০), আমজাদ হোসেন রুমেন (২৩), রুবি বেগম (৩৮)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব -৭ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) নূরুল আবছার বলেন, অপহরণকারী টিটুর সাথে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। কিশোরী ১৬ বছর বয়সের সনাতন ধর্মাবলম্বী। অপহৃত ভিকটিমের সাথে আসামী বখাটে মোহাম্মদ টিটু (৩০) এর মোবাইল ফোনে পরিচয় হয় এবং এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

বিষয়টি জানতে পেরে কিশোরীর পরিবার আসামী মোহাম্মদ টিটু’র পরিবারকে অবগত করেন। এতে টিটু ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে অপহরণের হুমকি দেয়।

পরবর্তীতে গত ৩১ জুলাই দুপুরে ভিকটিমকে আসামী মোহাম্মদ টিটু এবং তার ১ জন সহযোগী ভিকটিমকে অপহরণ করে একটি মাইক্রোবাস যোগে অজ্ঞাত স্থানে তোলে নিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে গত( ৩ আগস্ট) ভূজপুর থানায় মোহাম্মদ টিটু’কে প্রধান আসামী করে অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে একটি অপরহণ মামলা দায়ের করেন।সেই সাথে মেয়েকে উদ্ধার এবং অপহরণকারীদের আটকের জন্য ভিকটিমের মা চন্দনা রানী দে র‌্যাব-৭ বরাবর একটি অভিযোগ দাখিল করেন।

তিনি আরও জানান, অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৭ ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরধারী এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরধারীর এক পর্যায়ে অপহরণকারীদের ভূজপুর থানাধীন দাঁতমারা এলাকা থেকে (৬ আগস্ট) আসামীদের গ্রেফতার করে। সেই সাথে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

06/08/2023

সিএনজি-বাস সংঘর্ষ, আহত-২

সরকারহাট মুহুরীঘাটা সিএনজি-বাস বিপরীতমুখী সংঘর্ষে সিএনজি-বাস খাদে পড়ে আছে।

৪০টন ওজনের কন্টেইনারের চাপায় পড়ে গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও ভেতরে থাকা ৪ যাত্রী প্রাণে বেঁচে গেছেন। সকাল ১০:৩০ টার দিকে বন্...
05/08/2023

৪০টন ওজনের কন্টেইনারের চাপায় পড়ে গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও ভেতরে থাকা ৪ যাত্রী প্রাণে বেঁচে গেছেন। সকাল ১০:৩০ টার দিকে বন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রেইলার ফোজদারহাঁট ক্যাডেট কলেজের সামনে উল্টে একটি প্রাইভেট কারের ওপর পড়লে এ দূর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।

Address

Fattikchhari
Chittagong
4353

Telephone

+8801846341241

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৃষ্টিতে ফটিকছড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৃষ্টিতে ফটিকছড়ি:

Videos

Share

Category