Chittagong Community

Chittagong Community Chittagong Community believes in unity. So let's connect Chittagonian. Digital Content Creator

আজ দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে হাজার হাজার বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ১ শিশু সহ ২ জন নি...
24/12/2024

আজ দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে হাজার হাজার বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ১ শিশু সহ ২ জন নি>হ~>ত।

゚viralシ ゚viral

12/12/2024

১৩০ জন যাত্রী নিয়ে সন্দ্বীপ যাওয়ার সময় মাঝ সাগরে বিকল সার্ভিস বোট।

12/12/2024

মইজ্জ্যার টেক থেকে শহর অভিমুখী (নতুন ব্রীজ) থেকে (চাক্তাই) রাজা খালী পর্যন্ত প্রচুর জ্যাম। আর শহর থেকে দক্ষিণ জেলা গামী তেমন কোনো গাড়ী নাই। শত শত মানুষ যানবাহনের অপেক্ষায়। কেউ পায়ে হেঁটে আবার কেউ মিনি পিক আপ, ট্রাকে করে নিজ গন্তব্যের উদ্দেশ্য...

03/12/2024

Refreshing...

゚viralシ ゚viral Jabian Chittagong Community

03/12/2024

Chandana goooo...
By Tanvir

゚viral ゚viralシ Jabian Chittagong Community

সাংবাদিক মুন্নী সাহা আ>ট>ক।
30/11/2024

সাংবাদিক মুন্নী সাহা আ>ট>ক।

27/11/2024

জসিম টাওয়ার, পাথরঘাটা ৭/বি,
ব্রিক ফিল্ড রোড, কোতোয়ালী, চট্টগ্রাম। এই এলাকায় কি কারো আবাসিক ভবন/ বাসায় কোনো সমস্যা হচ্ছে বা হয়েছে?
১০ মিনিট আগে জসিম টাওয়ার এ প্রশাসনের পোশাক পরিহিত প্রায় ১০/১২ জন লোক এসে প্রায় প্রতিটি ফ্ল্যাটে দরজা নক করলো এবং দরজা খোলার জন্যে খুবই জোরাজুরি করছিলো। আর্মি, পুলিশ সহ সিভিল ড্রেস এ অনেকজন ছিলো। কেউ এ ব্যাপারে কিছু জেনে থাকলে দয়া করে জানাবেন প্লিজ।

Chittagong Community Jabian

কেউ না থাকলেই কেবল মানুষ অসহায় হয়না। অনেক সময় মানুষ তার প্রিয় মানুষের কথার আঘাতেও বড্ড অসহায় অনুভব করে।            ゚vira...
27/11/2024

কেউ না থাকলেই কেবল মানুষ অসহায় হয়না। অনেক সময় মানুষ তার প্রিয় মানুষের কথার আঘাতেও বড্ড অসহায় অনুভব করে।

゚viralシ

27/11/2024

Jabse Tujhe Dekha
Dil Ko Kahin Aaraam Nahi
Mere Hothon Pe
Ek Tere Siva Koi Naam Nahin... ❤️

By Tanvir

゚viral ゚viralシ Chittagong Community Jabian

26/11/2024

Avoid Kotowali and Laldighi.
S>h>o>t>s have been f>i>r>e>d.

゚viral

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব সমন্বয়ককে অবাঞ্ছিত ঘোষণা।
12/11/2024

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব সমন্বয়ককে অবাঞ্ছিত ঘোষণা।

চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে ভয়া*ব*হ বাইক দূ**র্ঘ**টনা। ঘটনাস্থলেই ২ জন নি **হ**ত।               ゚viral
08/11/2024

চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে ভয়া*ব*হ বাইক দূ**র্ঘ**টনা। ঘটনাস্থলেই ২ জন নি **হ**ত।

゚viral

06/11/2024

চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি - স্বার্থপর
Chole jodi jabi dhurey sharthopor amake keno jochona dekhali - Sharthopor

゚viral

দুনিয়াবি আর কয়দিন!
26/10/2024

দুনিয়াবি আর কয়দিন!

21/10/2024

একদিন আবু আবদুল্লাহ ইবনে দায়লামি (রহ.) বলেন, আমি উবাই বিন কাব (রা.) এর কাছে এসে তাঁকে বললাম, তাকদীর সম্পর্কে আমার মনে একটা দ্বিধার উদ্রেক হয়েছে, তাই আপনি আমাকে এমন কিছু বলুন যাতে মহান আল্লাহ আমার মনের সব দ্বিধা-দ্বন্দ্ব দূর করবেন। তিনি বললেন, মহান আল্লাহ তাঁর আসমান ও পৃথিবীবাসী সবাইকে শাস্তি দিতে পারেন। তার পরও তিনি তাদের প্রতি অন্যায়কারী হবেন না। পক্ষান্তরে তিনি যদি তাদের সবাইকে দয়া করেন, তাহলে তাঁর এই দয়া তাদের জন্য তাদের নেক আমল হতেও উত্তম হবে। সুতরাং যদি তুমি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণও আল্লাহর পথে দান করো আর তাকদীরে বিশ্বাস না রাখো, তবে তা গ্রহণ করা হবে না যতক্ষণ না তুমি পুনরায় তাকদীরে বিশ্বাস করবে এবং উপলব্ধি করবে যা তোমার সাথে ঘটেছে তা ভুলেও তোমাকে এড়িয়ে যাওয়ার ছিলোনা এবং যা এড়িয়ে গেছে তা কখনো ভুলেও তোমার বেলায় ঘটার ছিলোনা। আর এ বিশ্বাস ছাড়া তুমি মারা গেলে জাহান্নামে যাবে। (সুনানে আবি দাউদ, হাদিস : ৪৬৯৯)

তাকদীর বা ভাগ্য অনিবার্য। আল্লাহ মানুষের জন্য যা নির্ধারিত করে রেখেছেন তা অবশ্যই বাস্তবায়িত হবে। ইরশাদ হয়েছে, আল্লাহ তাঁর ইচ্ছা পূরণ করবেনই। আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা। (সূরা : তালাক, আয়াত : ৩)

মানুষের ভাগ্যের ভালো ও মন্দ আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল্লাহ বলেন, আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। আমার আদেশ তো একটি কথায় নিষ্পন্ন, চোখের পলকের মতো। (সুরা : কামার, আয়াত : ৪৯-৫০)

মানুষের ভাগ্যে যা ঘটে তা পূর্ব থেকেই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। ইরশাদ হয়েছে, পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের ওপর যে বিপর্যয় আসে আমি তা সংঘটিত করার আগেই তা লিপিবদ্ধ থাকে। (সুরা : হাদিদ, আয়াত : ২২)

আল্লাহ বলেন, তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও এবং যা তিনি তোমাদের দিয়েছেন তার জন্য হর্ষোত্ফুল্ল না হও। আল্লাহ পছন্দ করেন না উদ্ধত ও অহংকারীদের।
(সুরা : হাদিদ, আয়াত : ২৩)

আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনা অনুযায়ীই সব কিছু সংঘটিত হয়। আর আল্লাহ তা পূর্ব থেকেই নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ বলেন, জলে ও স্থলে যা কিছু আছে তা তিনিই অবগত, তাঁর অজ্ঞাতসারে একটি পাতাও পড়ে না। মাটির অন্ধকারে (ভূগর্ভের অন্ধকার স্তরে) এমন কোনো শস্যকণাও অংকুরিত হয় না অথবা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নাই। (সুরা : আনআম, আয়াত : ৫৯)

তাকদীর বা ভাগ্যের ভালো ও মন্দের ব্যাপারে মুমিন সন্তুষ্ট থাকে। কখনো তাকে অপছন্দের কোনো বিষয় স্পর্শ করলেও সে তা নিয়ে প্রশ্ন উত্থাপন করে না। কেননা আল্লাহর নির্দেশ হলো, তিনি (আল্লাহ) যা করেন সে বিষয়ে তাঁকে প্রশ্ন করা যাবে না, বরং তাদেরকেই প্রশ্ন করা হবে। (সুরা:আম্বিয়া,আয়াত:২৩)

পবিত্র কোরআনে বলা হয়েছে, পৃথিবীতে ও তোমাদের জানের উপর যে বিপদই আসুক না কেন আমরা তা সৃষ্টি করার আগেই কিতাবে লিপিবদ্ধ আছে। পবিত্র কোরআনে আরো বলা হয়েছে, যাকে আল্লাহ পথ দেখাবেন, সেই পথপ্রাপ্ত হবে। আর যাকে তিনি পথ ভ্রষ্ট করবেন, সে হবে ক্ষতিগ্রস্ত।

সুতরাং, আল্লাহ রাব্বুল আল আমীন, রাহমানির রাহীম কর্তৃক নির্ধারিত তাকদীর এর উপর অন্ধ বিশ্বাস রাখো এবং তাকদীর কে তার আপন গতিতে চলতে দাও কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা চাইলে চোখের পলকেই যেকোনো অবস্থার পরিবর্তন করে দিতে পারেন। আমীন।

আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ইয়া রাহমানির রাহীম।

আল্লাহুম্মা আইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিকা।

17/10/2024

ভাই সমতুল্য বন্ধু তানভীর এর স্টুডিওতে। সেই ২০০৩ থেকে আমাদের বন্ধুত্ব। দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেলো।

সিগারেট খাওয়া বেড়ে গেছে বলো?তুমি চিন্তা করোনা অতো, ফুসফুসটা সিগারেটে নিকহৃদয় তো দিব্যি অক্ষত!ওখানে তুমি থাকো, মন্দিরে দে...
16/10/2024

সিগারেট খাওয়া বেড়ে গেছে বলো?
তুমি চিন্তা করোনা অতো, ফুসফুসটা সিগারেটে নিক
হৃদয় তো দিব্যি অক্ষত!
ওখানে তুমি থাকো, মন্দিরে দেবীর মতো।
এমন তো প্রায় হয়,
ঝড়-তুফানে গেছে সব, শুধু মন্দির অক্ষত।

সেই এক যুগ আগে তোমাকে ছুঁয়ে কথা দিয়েছিলাম কখনোই সিগারেট খাবোনা। কথা রেখেছি ঠিকই, তবে বেরসিক সিগারেট টা আর কথা রাখলোনা। রাখবেই বা কেনো বলো!

অপেক্ষায় থেকো, ফিরবে বলে বছর দশেক সেই নিরুদ্দেশ হলে, ফিরলে নাতো! তোমার অপেক্ষায় কলিজা পুড়ে কয়লা হলো।

তাতে কি? হৃদয় তো দিব্যি অক্ষত!
ওখানে তুমি থাকো, মন্দিরে দেবীর মতো। ❤️

©

Address

Kotowali
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category