
07/01/2025
কবিতা বেদনায় ২৪
মিলি আক্তার রুপা
সে দিন ছিল বেদনা ভরা দিন।
ফোটেনি কো কোন ফুল,,
থেমে গেছে উত্তরের হাওয়া,
কোন এক মা চিন্তায় মগ্ন,
ছেলের কখন পড়া শেষ হবে?
চারদিকে মিছিলে জনসমুদ্রের ডেউ,
কখন জানি ছেলের কি হয়।
সেদিন আর ফেরা হলো নাকো ছেলের
আগষ্টের ঘাতকেরা কেড়ে নিলো ছেলের নিষ্পাপ প্রান,,
ঝাঁজরা করলো বুক।
স্বামী হারা মা ছেলের নিথর দেহর কাছে কান্নার রোল,
বোন হলো ভাই হারা।
আজো সেই ঘাতকের হয়নি কোন বিচার।
বেদনার ২৪ এ তারা কেড়ে নিল হাজার হাজার প্রান।