Aara Chatgaiya - আঁঁরা চাঁঁটগাঈয়া

Aara Chatgaiya - আঁঁরা চাঁঁটগাঈয়া আঁরা চাঁটগাইয়া

চট্টগ্রাম আইনজীবী সমিতির ইতিহাস কলঙ্কিত মামলার আসামি পক্ষে জামিন শুনানিতে সমিতির সভাপতি !ফ্যাসিস্ট স্বৈরাচারের শাসনামলে ...
24/12/2024

চট্টগ্রাম আইনজীবী সমিতির ইতিহাস কলঙ্কিত মামলার আসামি পক্ষে জামিন শুনানিতে সমিতির সভাপতি !

ফ্যাসিস্ট স্বৈরাচারের শাসনামলে আওয়ামী লীগের এপিপি ও বিগত জুলাই আগস্ট আন্দোলনে হামলাকরী বিশেষ করে ৪ তারিখ নিউমার্কেট মোড় থেকে গুলি টিয়ারশেল কাঁদানে গ্যাস রাবার বুলেট থেকে জীবন রক্ষা করতে চট্টগ্রাম আদালতে আশ্রয় নেওয়া ছাত্র ছাত্রীদের উপর বর্বরোচিত হামলার সাথে সরাসরি জড়িত আব্দুল কাইয়ুম কে কোতোয়ালি থানার পুলিশ বিগত ২৭/১১/২৪ গ্রেপ্তার করে চট্টগ্রাম আদালতে ইসকনের সন্ত্রাসীদের নজীরবিহীন তাণ্ডবে ও শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা একটি মামলায়।

আশ্চর্যের বিষয় হলো, সেই ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর আব্দুল কাইয়ুম কে জামিন করানোর জন্য চট্টগ্রাম আদালতে সরাসরি শুনানি করেন বিএনপিপন্থী প‍্যনেল থেকে নির্বাচিত আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী!!! সেই সময়ে সভাপতির নেতৃত্বে শতাধিক আওয়ামী লীগপন্থী আইনজীবীরা এজলাসে জামিন চাইতে উপস্থিত ছিলেন।
শুনানীতে আইনজীবী সমিতির সভাপতি আদালত কে জানান, অ্যাডভোকেট আবদুল কাইয়ুম কে জামিন করানোর জন্য সমিতির সাধারণ সম্পাদক সহ সিদ্ধান্ত হয়েছে। এখন আওয়ামীলীগ পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ।

কিন্তু আদালতে শহীদ আলিফের পক্ষে নিযুক্তীয় আইনজীবীরা আপত্তি তুলে বলেন এই মামলার বাদী যেহেতু সমিতি নয় সেহেতু সমিতির সিদ্ধান্ত মোতাবেক আসামীর জামিন আদালত মন্জুর করতে বাধ্য নয় এবং আইনজীবী সমিতির সভাপতির বক্তব্যে কে চ্যালেঞ্জ করে সমিতির সিদ্ধান্ত অনুযায়ী কোন রেজুলেশন বা লিখিত অনুমতি আব্দুল কাইয়ুম এর জামিন করানোর জন্য রয়েছে কিনা জানতে চাওয়া হয়।
সভাপতি তখন মৌখিক সিদ্ধান্তের কথা জানান।
আদালত এরুপ পরিস্থিতিতে মামলাটি শুনানির জন্য পরেরদিন অথাৎ আগামীকাল ২৪/১২/২০২৪ ইং তারিখ ধার্য রাখেন।

উল্লেখ্য, চট্টগ্রাম আদালতের ইতিহাসে নজিরবিহীন কলঙ্কিত বিগত ২৬/১১/২৪ ইং ইসকনের সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস এর রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতের আদেশ কেন্দ্র করে চিন্ময় দাশ এর অনুসারী আইনজীবীদের পরিকল্পনা ও প্রত্যক্ষ ইন্ধনে ইসকনের অনুসারীরা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে আসামির প্রিজন ভ্যান আটকিয়ে ৪ ঘন্টা ধরে আদালতে স্থবিরতা জিম্মি করে শেষ পর্যন্ত কৃষ্ণ দাস এর অনুসারী উগ্রবাদী ইসকন সন্ত্রাসীদের এক‌ই উদ্দেশ্য পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ সজ্জিত হয়ে সাম্প্রদায়িক দাঙ্গার উদ্দেশ্য সরকারি কর্মচারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কর্তব্য পালনে বাধা প্রদান করিয়া আসামি ছিনতাই নেওয়ার চেষ্টা, অপরাধমূলক বলপ্রয়োগে আক্রমণ করে স্বেচ্ছাকৃতভাবে সাধারণত ও গুরুতর জখম করে। আদালত পাড়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ক্ষতিসাধন করে, সরকারি গাড়ি ভাঙচুর ক্ষতিসাধনসহ কোর্ট হিল জামে মসজিদ ও মসজিদ কমপ্লেক্স অবস্থিত মার্কেট, আইনজীবী চেম্বারে ভাঙচুর ইটপাটকেল নিক্ষেপ এবং আইনজীবীদের ২০/২৫টি প্রাইভেট কার ৫০+ মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে ব্যাপক ভাংচুর লুটপাট করে।
এসময় ইসকনের সন্ত্রাসীরা লম্বা কিরিছ, রামদা ,ছুরি, হকস্টিক, রড , লাঠি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যে দিবালোকে তান্ডব চালিয়েছে।
তাদের নৃশংসভাবে হামলায় বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও চট্টগ্রাম বারের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা করা হয়।
সেদিনের নজিরবিহীন ঘটনায় বিগত ২৬/১১/ ২৪ এর ঘটনায় পুলিশ এর দায়েরকৃত মামলা হচ্ছে কোতোয়ালি থানার মামলা নং ৪২(১১)২৪।

-PUSAB

22/12/2024

মায়ানমারের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারে সৈন্যসংখ্যা বাড়ানোর দাবি জানাচ্ছি।

বীর চট্টলার প্রথম শহীদ, শহীদ ওয়াসিম ♥️
22/12/2024

বীর চট্টলার প্রথম শহীদ,
শহীদ ওয়াসিম ♥️

নিখোঁজ বিজ্ঞপ্তিআজ সকাল ৯টায় ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় মেয়েটি বিবিরহাট বাস স্টেশন থেকে...
11/12/2024

নিখোঁজ বিজ্ঞপ্তি

আজ সকাল ৯টায় ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় মেয়েটি বিবিরহাট বাস স্টেশন থেকে সম্ভবত অপহরণের শিকার হয়েছে। এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

মেয়েটি গত এক সপ্তাহ ধরে বলছিল, তাকে তিনজন চাকমা ছেলে বিরক্ত করছিল।

নাম: সাইজিদা ইসলাম
শ্রেণি: অষ্টম
বিদ্যালয়: ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়

সবাইকে অনুরোধ করছি, মেয়েটিকে খুঁজে পেতে সহযোগিতা করুন।

(এই বার্তাটি শেয়ার করে ছড়িয়ে দিন।)

11/12/2024

স্বার্বভোমত্বের উপর আঘাত এলে চুপ, আর জয় বাংলা, জয় বাংলা হয়ে গেলেই যুদ্ধ শুরু... বাহ চেতনা🙂

11/12/2024

ইলিয়াস বদ্দা হাজার চেষ্টা করেও ধ্রুব রাটি হতে পারবে না, তার দৌড় সে করি রিপাবলিক বাংলার ময়ূখ রঞ্জন পর্যন্ত।
ইলিয়াস হোসেন মানেই হাল্কা সত্য বাকিটা গুজব।

বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য ও গুজব প্রচারের বিরুদ্ধে সোচ্চার হোন। প্রতিটি মিথ্যা, উস্কানিমূলক পোস্ট, ভিডিও, ইমেজ, অথবা আল...
10/12/2024

বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য ও গুজব প্রচারের বিরুদ্ধে সোচ্চার হোন। প্রতিটি মিথ্যা, উস্কানিমূলক পোস্ট, ভিডিও, ইমেজ, অথবা আলোচনা সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করুন। ১০ কোটি লোক প্রতিদিন ১০ টা রিপোর্ট করলেও ১০০ কোটি পোস্ট রিপোর্ট হবে। গুজব ছড়ানো সব ব্যক্তি, গোষ্ঠী, অথবা চ্যানেলই হয় বন্ধ হবে নয় তাদের পোস্ট পরিবর্তন করতে বাধ্য হবে। রিপোর্ট করুন, বাংলাদেশের তথ্য-যোদ্ধা হোন। এই মুহূর্তে আপনাকে দেশের খুব দরকার।

১৬ই ডিসেম্বর ২০২৪ পর্যন্ত আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এই ছবি এই ক্যাপশন দিন।

Stand united against the spread of misinformation and rumors about Bangladesh.

Take action by reporting every false or provocative post, video, image, or discussion to social media authorities. Imagine the impact—if 100 million people report just 10 times a day, that’s 1 billion reports! Together, we can ensure that individuals, groups, and channels spreading rumors are shut down or compelled to change their narrative.

Be an information warrior for Bangladesh. Your country needs you now more than ever.

Update your social media profile with this image and caption, and keep it there at least until 16th December 2024.

Let’s stand strong and make a difference!



10/12/2024

গত ১৫ বছরে প্রায় ৮০-৯০ হাজার পুলিশ দলীয় পরিচয় নিয়োগ হয়েছে।

এদের মনোভাব বা দৃষ্টিভঙ্গি কতটা নিরপেক্ষ হবে?

অনুপম সেন অবশেষে পদত্যাগ করেছেন।ছাত্র আন্দোলনের "তুই কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার"...
06/12/2024

অনুপম সেন অবশেষে পদত্যাগ করেছেন।

ছাত্র আন্দোলনের "তুই কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার" স্লোগানের প্রতিবাদে ২১ জন সুশীল নাগরিক যে বিবৃতি দিয়েছিলেন, তার প্রথমেই ছিলেন প্রফেসর ড. অনুপম সেন। গত বছর ড. ইউনুসের বিরুদ্ধে প্রহসনমূলক মামলা স্থগিতের আবেদন করা হলে, সেই আবেদনের বিরুদ্ধেও ১৭১ জন সুশীল যে বিবৃতি দেন, সেখানেও তার নাম ছিল।

ড. অনুপম সেন হয়তো শিক্ষক হিসেবে ভালো, হয়তো মানুষ হিসেবেও ভালো—এটা নিশ্চিতভাবে বলা কঠিন। তবে তিনি দীর্ঘ ১৮ বছর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, যা নজিরবিহীন। তার দায়িত্বকালে ঐ বিশ্ববিদ্যালয়টি স্বৈরাচারী সরকারের মন্ত্রী নওফেলের কুক্ষিগত ছিল। ২০১৪ সালে হাসিনা সরকার তাকে একুশে পদক প্রদান করে। এছাড়া, তিনি এস আলম গ্রুপের মাসুদ সাহেবের পটিয়ার মানুষ। এ কারণেই হয়তো তিনি ব্যাংক লুটসহ অন্যান্য অন্যায় দেখেও হাসিনা সরকার বা এস আলমের বিরুদ্ধে কোনোদিন কথা বলেননি। বরং সবসময় সরকারের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে বিবৃতি দিয়েছেন।

আরও একটি তথ্য যাচাই করতে গিয়ে জানতে পারলাম, তিনি আওয়ামী লীগের দপ্তর উপ-কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার পদত্যাগে প্রমাণিত হয়েছে যে, সত্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জনগণের আন্দোলন স্বৈরাচারের মূলে আঘাত হানতে সক্ষম। তবুও, আমাদের মনে রাখতে হবে—"দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।"

30/11/2024

নেপালের জনসংখ্যার প্রায় ৮১ শতাংশ হিন্দু।
বাংলাদেশ কি নেপালকে ঘৃণা করে? করে না।
তার মানে ভারত বি'দ্বেষী মানে হিন্দু বি'দ্বেষী নয়।

মাথায় ঘিলু থাকলে এমনেই বুঝবা, আর ঘিলু না থাকলে সারাদিন বুঝাইয়াও লাভ নাই।

নেপালের ৮১% মানুষই যদি হিন্দু হয়,তাহলে নেপাল কেনো ভরতের শ-ত্রু?

~কারন ব্যাপারটা ধর্মের না ব্যাপারটা রাজনৈতিক
মনে রাখবেন, ধর্ম যার যার, দেশ সবার।

আদানির সাথে হাসিনার গোলামি চুক্তির সারমর্মটা দেখেন। পায়রা ও রামপাল বিদ্যুৎপ্রকল্পের শর্তগুলো কি ছিল, আর আদানির সাথে চুক্...
28/11/2024

আদানির সাথে হাসিনার গোলামি চুক্তির সারমর্মটা দেখেন। পায়রা ও রামপাল বিদ্যুৎপ্রকল্পের শর্তগুলো কি ছিল, আর আদানির সাথে চুক্তির শর্তগুলো কি। বিষয়টি নিয়ে আজকে দৈনিক শেয়ার বিজ বিস্তারিত প্রতিবেদন করেছে।

এই হচ্ছে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে মোদি-আদানি-বিজেপির কাছে দেশদ্রোহী আওয়ামী লীগের দেশবিক্রির নমুনা। একজন আওয়ামী লীগকে পাওয়া যাবে না, যারা নূন্যতম বোধসম্পন্ন।

©

27/11/2024

কুলাঙ্গার নওফেল কে চট্টগ্রামের মাটিতে নিষিদ্ধ করতে হবে।

27/11/2024

কুলাঙ্গার নওফেল রে এরেস্ট করতে পারলে ই*স্ক*নের নাচুনি অর্ধেক কমে যাবে।

27/11/2024

এত বছর ধরে হুজুরদের পাকিস্তানপন্থী হিসেবে ট্যাগ করা হলো, কিন্তু গত দেড় দশকে কোনো হুজুর গ্রেফতার হলে পাকিস্তান বা আফগানিস্তান থেকে কোনো বিবৃতি বা হুমকি আসেনি। অথচ, এক চিন্ময় জ*ঙ্গি গ্রেফতার হওয়ার পর ভারত হুমকি দিচ্ছে। আসলে কে কোন পন্থী, তা তো এখানেই স্পষ্ট।

ঢাকা, ঢাকা... 🇧🇩✊
26/11/2024

ঢাকা, ঢাকা... 🇧🇩✊

26/11/2024

অতি দ্রুত ই*স্ক*ন নিষিদ্ধ করা হোক।

নগরের কোতোয়ালী থানার লালদিঘী এলাকায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরতদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সাইফু...
26/11/2024

নগরের কোতোয়ালী থানার লালদিঘী এলাকায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরতদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নি-হ-ত হয়েছেন...

Address

Bohoddarhat
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aara Chatgaiya - আঁঁরা চাঁঁটগাঈয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aara Chatgaiya - আঁঁরা চাঁঁটগাঈয়া:

Videos

Share