24/12/2024
চট্টগ্রাম আইনজীবী সমিতির ইতিহাস কলঙ্কিত মামলার আসামি পক্ষে জামিন শুনানিতে সমিতির সভাপতি !
ফ্যাসিস্ট স্বৈরাচারের শাসনামলে আওয়ামী লীগের এপিপি ও বিগত জুলাই আগস্ট আন্দোলনে হামলাকরী বিশেষ করে ৪ তারিখ নিউমার্কেট মোড় থেকে গুলি টিয়ারশেল কাঁদানে গ্যাস রাবার বুলেট থেকে জীবন রক্ষা করতে চট্টগ্রাম আদালতে আশ্রয় নেওয়া ছাত্র ছাত্রীদের উপর বর্বরোচিত হামলার সাথে সরাসরি জড়িত আব্দুল কাইয়ুম কে কোতোয়ালি থানার পুলিশ বিগত ২৭/১১/২৪ গ্রেপ্তার করে চট্টগ্রাম আদালতে ইসকনের সন্ত্রাসীদের নজীরবিহীন তাণ্ডবে ও শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা একটি মামলায়।
আশ্চর্যের বিষয় হলো, সেই ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর আব্দুল কাইয়ুম কে জামিন করানোর জন্য চট্টগ্রাম আদালতে সরাসরি শুনানি করেন বিএনপিপন্থী প্যনেল থেকে নির্বাচিত আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী!!! সেই সময়ে সভাপতির নেতৃত্বে শতাধিক আওয়ামী লীগপন্থী আইনজীবীরা এজলাসে জামিন চাইতে উপস্থিত ছিলেন।
শুনানীতে আইনজীবী সমিতির সভাপতি আদালত কে জানান, অ্যাডভোকেট আবদুল কাইয়ুম কে জামিন করানোর জন্য সমিতির সাধারণ সম্পাদক সহ সিদ্ধান্ত হয়েছে। এখন আওয়ামীলীগ পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ।
কিন্তু আদালতে শহীদ আলিফের পক্ষে নিযুক্তীয় আইনজীবীরা আপত্তি তুলে বলেন এই মামলার বাদী যেহেতু সমিতি নয় সেহেতু সমিতির সিদ্ধান্ত মোতাবেক আসামীর জামিন আদালত মন্জুর করতে বাধ্য নয় এবং আইনজীবী সমিতির সভাপতির বক্তব্যে কে চ্যালেঞ্জ করে সমিতির সিদ্ধান্ত অনুযায়ী কোন রেজুলেশন বা লিখিত অনুমতি আব্দুল কাইয়ুম এর জামিন করানোর জন্য রয়েছে কিনা জানতে চাওয়া হয়।
সভাপতি তখন মৌখিক সিদ্ধান্তের কথা জানান।
আদালত এরুপ পরিস্থিতিতে মামলাটি শুনানির জন্য পরেরদিন অথাৎ আগামীকাল ২৪/১২/২০২৪ ইং তারিখ ধার্য রাখেন।
উল্লেখ্য, চট্টগ্রাম আদালতের ইতিহাসে নজিরবিহীন কলঙ্কিত বিগত ২৬/১১/২৪ ইং ইসকনের সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস এর রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতের আদেশ কেন্দ্র করে চিন্ময় দাশ এর অনুসারী আইনজীবীদের পরিকল্পনা ও প্রত্যক্ষ ইন্ধনে ইসকনের অনুসারীরা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে আসামির প্রিজন ভ্যান আটকিয়ে ৪ ঘন্টা ধরে আদালতে স্থবিরতা জিম্মি করে শেষ পর্যন্ত কৃষ্ণ দাস এর অনুসারী উগ্রবাদী ইসকন সন্ত্রাসীদের একই উদ্দেশ্য পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ সজ্জিত হয়ে সাম্প্রদায়িক দাঙ্গার উদ্দেশ্য সরকারি কর্মচারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কর্তব্য পালনে বাধা প্রদান করিয়া আসামি ছিনতাই নেওয়ার চেষ্টা, অপরাধমূলক বলপ্রয়োগে আক্রমণ করে স্বেচ্ছাকৃতভাবে সাধারণত ও গুরুতর জখম করে। আদালত পাড়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ক্ষতিসাধন করে, সরকারি গাড়ি ভাঙচুর ক্ষতিসাধনসহ কোর্ট হিল জামে মসজিদ ও মসজিদ কমপ্লেক্স অবস্থিত মার্কেট, আইনজীবী চেম্বারে ভাঙচুর ইটপাটকেল নিক্ষেপ এবং আইনজীবীদের ২০/২৫টি প্রাইভেট কার ৫০+ মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে ব্যাপক ভাংচুর লুটপাট করে।
এসময় ইসকনের সন্ত্রাসীরা লম্বা কিরিছ, রামদা ,ছুরি, হকস্টিক, রড , লাঠি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যে দিবালোকে তান্ডব চালিয়েছে।
তাদের নৃশংসভাবে হামলায় বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও চট্টগ্রাম বারের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা করা হয়।
সেদিনের নজিরবিহীন ঘটনায় বিগত ২৬/১১/ ২৪ এর ঘটনায় পুলিশ এর দায়েরকৃত মামলা হচ্ছে কোতোয়ালি থানার মামলা নং ৪২(১১)২৪।
-PUSAB