Aara Chatgaiya - আঁঁরা চাঁঁটগাঈয়া

Aara Chatgaiya - আঁঁরা চাঁঁটগাঈয়া আঁরা চাঁটগাইয়া

অনুপম সেন অবশেষে পদত্যাগ করেছেন।ছাত্র আন্দোলনের "তুই কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার"...
06/12/2024

অনুপম সেন অবশেষে পদত্যাগ করেছেন।

ছাত্র আন্দোলনের "তুই কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার" স্লোগানের প্রতিবাদে ২১ জন সুশীল নাগরিক যে বিবৃতি দিয়েছিলেন, তার প্রথমেই ছিলেন প্রফেসর ড. অনুপম সেন। গত বছর ড. ইউনুসের বিরুদ্ধে প্রহসনমূলক মামলা স্থগিতের আবেদন করা হলে, সেই আবেদনের বিরুদ্ধেও ১৭১ জন সুশীল যে বিবৃতি দেন, সেখানেও তার নাম ছিল।

ড. অনুপম সেন হয়তো শিক্ষক হিসেবে ভালো, হয়তো মানুষ হিসেবেও ভালো—এটা নিশ্চিতভাবে বলা কঠিন। তবে তিনি দীর্ঘ ১৮ বছর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, যা নজিরবিহীন। তার দায়িত্বকালে ঐ বিশ্ববিদ্যালয়টি স্বৈরাচারী সরকারের মন্ত্রী নওফেলের কুক্ষিগত ছিল। ২০১৪ সালে হাসিনা সরকার তাকে একুশে পদক প্রদান করে। এছাড়া, তিনি এস আলম গ্রুপের মাসুদ সাহেবের পটিয়ার মানুষ। এ কারণেই হয়তো তিনি ব্যাংক লুটসহ অন্যান্য অন্যায় দেখেও হাসিনা সরকার বা এস আলমের বিরুদ্ধে কোনোদিন কথা বলেননি। বরং সবসময় সরকারের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে বিবৃতি দিয়েছেন।

আরও একটি তথ্য যাচাই করতে গিয়ে জানতে পারলাম, তিনি আওয়ামী লীগের দপ্তর উপ-কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার পদত্যাগে প্রমাণিত হয়েছে যে, সত্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জনগণের আন্দোলন স্বৈরাচারের মূলে আঘাত হানতে সক্ষম। তবুও, আমাদের মনে রাখতে হবে—"দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।"

30/11/2024

নেপালের জনসংখ্যার প্রায় ৮১ শতাংশ হিন্দু।
বাংলাদেশ কি নেপালকে ঘৃণা করে? করে না।
তার মানে ভারত বি'দ্বেষী মানে হিন্দু বি'দ্বেষী নয়।

মাথায় ঘিলু থাকলে এমনেই বুঝবা, আর ঘিলু না থাকলে সারাদিন বুঝাইয়াও লাভ নাই।

নেপালের ৮১% মানুষই যদি হিন্দু হয়,তাহলে নেপাল কেনো ভরতের শ-ত্রু?

~কারন ব্যাপারটা ধর্মের না ব্যাপারটা রাজনৈতিক
মনে রাখবেন, ধর্ম যার যার, দেশ সবার।

আদানির সাথে হাসিনার গোলামি চুক্তির সারমর্মটা দেখেন। পায়রা ও রামপাল বিদ্যুৎপ্রকল্পের শর্তগুলো কি ছিল, আর আদানির সাথে চুক্...
28/11/2024

আদানির সাথে হাসিনার গোলামি চুক্তির সারমর্মটা দেখেন। পায়রা ও রামপাল বিদ্যুৎপ্রকল্পের শর্তগুলো কি ছিল, আর আদানির সাথে চুক্তির শর্তগুলো কি। বিষয়টি নিয়ে আজকে দৈনিক শেয়ার বিজ বিস্তারিত প্রতিবেদন করেছে।

এই হচ্ছে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে মোদি-আদানি-বিজেপির কাছে দেশদ্রোহী আওয়ামী লীগের দেশবিক্রির নমুনা। একজন আওয়ামী লীগকে পাওয়া যাবে না, যারা নূন্যতম বোধসম্পন্ন।

©

27/11/2024

কুলাঙ্গার নওফেল কে চট্টগ্রামের মাটিতে নিষিদ্ধ করতে হবে।

27/11/2024

কুলাঙ্গার নওফেল রে এরেস্ট করতে পারলে ই*স্ক*নের নাচুনি অর্ধেক কমে যাবে।

27/11/2024

এত বছর ধরে হুজুরদের পাকিস্তানপন্থী হিসেবে ট্যাগ করা হলো, কিন্তু গত দেড় দশকে কোনো হুজুর গ্রেফতার হলে পাকিস্তান বা আফগানিস্তান থেকে কোনো বিবৃতি বা হুমকি আসেনি। অথচ, এক চিন্ময় জ*ঙ্গি গ্রেফতার হওয়ার পর ভারত হুমকি দিচ্ছে। আসলে কে কোন পন্থী, তা তো এখানেই স্পষ্ট।

ঢাকা, ঢাকা... 🇧🇩✊
26/11/2024

ঢাকা, ঢাকা... 🇧🇩✊

26/11/2024

অতি দ্রুত ই*স্ক*ন নিষিদ্ধ করা হোক।

নগরের কোতোয়ালী থানার লালদিঘী এলাকায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরতদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সাইফু...
26/11/2024

নগরের কোতোয়ালী থানার লালদিঘী এলাকায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরতদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নি-হ-ত হয়েছেন...

26/11/2024

ইসকন সংগঠন আর সনাতনী ধর্ম এক নয়।

আমরা ভারতীয় উ*গ্রবা*দী জ*ঙ্গি ইসকন সংগঠনের বি*রুদ্ধে, হিন্দু ধর্মের বি*রুদ্ধে নয়।

ইসকন বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।

বাংলাদেশে হিন্দু মুসলিম ভাই ভাই 🇧🇩🤝❤️

হাসিনা উনাকে এক কাপড়ে ঘর ছাড়া করেছিলো,  ভাগ্যের নির্মম পরিহাস বাংলাদেশের জনগণ হাসিনা কে এক কাপড়ে দেশ ছাড়া করেছে। এই ছবি ...
21/11/2024

হাসিনা উনাকে এক কাপড়ে ঘর ছাড়া করেছিলো, ভাগ্যের নির্মম পরিহাস বাংলাদেশের জনগণ হাসিনা কে এক কাপড়ে দেশ ছাড়া করেছে। এই ছবি দেখে আমাদের অনেক কিছুই শেখার আছে। ♥️

17/11/2024

মেট্রোরেল প্রকল্প MRT-5 লাইন থেকে খরচ কমলো ৭ হাজার কোটি টাকা।

চিন্তা করা যায় কত চুরি হতো তাহলে?
সুদের সময় বাড়িয়ে কিংবা কাজের সময় বাড়িয়ে আন্ডার টেবিলে কত চুক্তি যে হতো 🫣

"পিন্ডির জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করার জন্যে নয়। -মাওলানা ভাসানী৪৮ তম ওফাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা — 🇧🇩
17/11/2024

"পিন্ডির জিঞ্জির ছিন্ন করেছি,
দিল্লির দাসত্ব করার জন্যে নয়।

-মাওলানা ভাসানী

৪৮ তম ওফাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা — 🇧🇩

রাউজানের নোয়াপাড়ায় চরম অশান্তি ও বিশৃঙ্খলার অবস্থা!
15/11/2024

রাউজানের নোয়াপাড়ায় চরম অশান্তি ও বিশৃঙ্খলার অবস্থা!

প্রিয় রাউজান ও নোয়াপাড়া এলাকাবাসী,

আপনারা জানেন যে, গত ৫ই আগস্ট থেকে পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে। বিএনপি নামধারী কিছু প্রভাবশালী ব্যক্তি রাউজান ও নোয়াপাড়ায় মানুষ অপহরণ, নির্যাতন ও চাঁদাবাজির মতো অপকর্ম চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের ব্যবসা ও দোকানে হামলা, চাঁদাবাজি এবং হয়রানির ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। এ ধরনের অপকর্ম কখনোই সত্যিকারের বিএনপি নেতা-কর্মীদের কাজ হতে পারে না।

সম্প্রতি দেখা যাচ্ছে, গোলাম আকবর খন্দকারের অনুসারীরা, বিশেষ করে জানে আলম (যাকে ডাকাত জানে আলম নামে চেনে), এলাকায় বিভিন্ন চাঁদাবাজি, গরু-মহিষ চুরি, সিএনজি এবং যানবাহন চুরি, এবং প্রবাসী থেকে চাঁদা আদায়সহ নানা অপরাধে লিপ্ত। এর সঙ্গে যুক্ত রয়েছে মানিক, নুয়ুম, তৈয়ব, ফরিদ,মামুন, সোহেল ও বাজ্ঞা জসিমসহ আরো কিছু সন্ত্রাসী।

এদের নেতা হিসেবে কুখ্যাত ফজল হক কাজ করে যাচ্ছে, যিনি এলাকাবাসীর কাছে "মাফিয়া ফজল হক" নামে পরিচিত। ২০০০ সাল থেকে ফজল হকের নেতৃত্বে নানান অপকর্ম চালিয়ে যাচ্ছে, যার মধ্যে নারী নির্যাতন, বাড়িঘর ভাঙচুরসহ শতাধিক মামলা রয়েছে। এখন তিনি সৌদি আরবে অবস্থান করলেও, তার নির্দেশনায় জানে আলম ও অন্যান্য সহযোগীরা এলাকায় ডাকাতি ও লুটপাট চালিয়ে যাচ্ছে।

নোয়াপাড়া ও রাউজানের সাধারণ মানুষ, আপনাদের প্রতি আহ্বান - এই অপরাধীদের চিহ্নিত করুন, এবং তাদের আইনশৃঙ্খলার আওতায় আনার ব্যবস্থা করুন। নয়তো, কিছুদিন পর এদের কারণে আপনাদের মা-বোনসহ সবাই নিরাপত্তাহীনতায় ভুগবেন।

🙂
14/11/2024

🙂

Address

Bohoddarhat
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aara Chatgaiya - আঁঁরা চাঁঁটগাঈয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aara Chatgaiya - আঁঁরা চাঁঁটগাঈয়া:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Chittagong

Show All