Unofficial Common Sense By Pari

Unofficial Common Sense By Pari A content creator raising awareness about critical social issues.

02/12/2024
আমার বেস্ট ফ্রেন্ড আমাকে চরম একটা রিয়েলিটি চেক দিয়েছে। সেটা হলো আর কয়েকটা বছর পর আমাদের বয়স হয়ে যাবে, আমরা স্লো হয়...
01/12/2024

আমার বেস্ট ফ্রেন্ড আমাকে চরম একটা রিয়েলিটি চেক দিয়েছে। সেটা হলো আর কয়েকটা বছর পর আমাদের বয়স হয়ে যাবে, আমরা স্লো হয়ে যাবো। চাইলেও আগের মতো দৌড়াদৌড়ি করতে পারব না। হয়তো তখন আমাদের টাকা হবে, স্টেবেলিটি আসবে কিন্তু সেই স্টেবেলিটি তখন আমাদের শারীরিক এবং মানসিক শক্তি দুইটার কাছেই হার মানবে।

তা এই রিয়েলিটি চেক পাওয়ার পর, আমি হাতে গুনলাম আমি আর নেক্সট বড়জোর ৫ বছর ইতির বিতির করে ঘুরে বেড়াতে পারব। হয়তো ৫ বছর পর “আমার বয়স হয়ে গেছে মানুষ কি বলবে” ভেবে হয়তো অনেক কিছুই আমি আর করতে পারব না। হয়তো তখন সেই মানসিকতাও থাকবেনা। এবং সবচেয়ে বড় কথা আমি জানিওনা আমি সামনের ৫ বছর বেঁচে থাকবো কিনা!

তো আমি ভেবেছি, যে যাই বলুক ভাই, আমি বিন্দাস ভাবে যতটা পারি পৃথিবী দেখব, প্রচুর ঘুরবো, দুনিয়া দেখবো, আমার যেটা ভালো লাগে আমি তাই করব, কোন একদিন আমার স্বপ্ন পূরণ হবে কিনবা কেউ আমার স্বপ্ন পূরণ করবে আমি সেই আশায় আর থাকবো না। নিজের স্বপ্ন পূরণ করতে যদি আমাকে চাঁদেও যেতে হয় আমি সেটাও করব। আর যত পারি আমি মেমোরি ক্রিয়েট করব যাতে করে যখন আমার অনেক বয়স হবে তখন পিছনে ফিরে হাসি মুখে আমি যাতে নিজেকেই বলতে পারি “সাব্বাস! কি জীবনটাই না আমি পার করেছি”।

আমি পারফেক্ট কেউনা আবার আমি ইমপারফেক্টও না। আমি একজন মানুষ, আমার অনেক ভুল থাকবে, আমার অনেক ভালো গুণও থাকবে। আমি যেমনই হই না কেন, দিনশেষে আয়নায় দাড়িয়ে নিজেকে যাতে জাতের কেউ লাগে আমার সেই চেষ্টাই থাকবে। খুব বেশি ভালো মানুষ হতেও চাইনা, খারাপ কেউও হতে চাইনা, চাই শুধু আমি যাতে কারও ক্ষতির কারণ না হই। ব্যস এইটুক।

আর ভবিষ্যত? আমি জানিনা আমি কালকে আছি নাকি নাই। আর যদি নাই থাকি, আমার রেখে যাওয়া টাকা পয়সা আমি নিয়ে যেতে পারব না, যদি কিছু যদি নিতেই পারি সেটা হলো আমার লাইফ এর জার্নি। তাই অনিশ্চিত ভবিষ্যত কে নিয়ে খুব বেশি ভেবে আমি আমার নিশ্চিত বর্তমানকে নষ্ট করতে চাইনা।

রাত তখন ১ টা। আমাদের তথাকথিত তত্ত্ব মতে মহিলা মানুষের রাতের বেলা এই ধরনের ঘোড়াঘুড়ি করার ব্যাপারটা সমাজ ভালো চোখে দেখেন...
30/11/2024

রাত তখন ১ টা। আমাদের তথাকথিত তত্ত্ব মতে মহিলা মানুষের রাতের বেলা এই ধরনের ঘোড়াঘুড়ি করার ব্যাপারটা সমাজ ভালো চোখে দেখেনা। কিন্তু কেমনে বুঝাই, রাতের বেলা সাগর পাড়ে থাকার মজাটাই অন্যরকম। কারণ তখন মানুষ কম, তেমন কোন কেওয়াস নাই, যদি কিছু থেকে থাকে তা হলো ঢেউ এর শব্দ আর ঝিরঝিরে বাতাস আর অন্ধকার। অন্ধকার যে অপার্থিব হতে পারে তা নিজের চোখে না দেখলে বোঝা যায়না!

তাছাড়া আমি রাত সেই ছোটবেলা থেকে ভালবাসি। রাত শেষে সকাল হওয়ার এই ট্রানজেশনটা আমাকে অনেক ইন্সপায়ার করে। কারণ রাতের পর সকাল আসবেই, এই ব্যাপারটটা আমার কাছে জীবনে চলার চরম একটা আশার ব্যাপার।

কিছু মানুষ ইনসমনিয়া তে ভুগে কষ্ট পায় আর কিছু মানুষ ভালোবেসে ইনসমনিয়াক হয়। আর আমি হলাম দ্বিতীয় দলের মানুষ!

Wearing Monereen
25/11/2024

Wearing Monereen

শাড়ি ❤️
16/11/2024

শাড়ি ❤️

ফেসবুকের মেমোরি ঘাটছিলাম!আগের স্ট্যাটাস দেখে মাঝে মাঝে মনে হয় লজ্জায় মাটি দুই ভাগ হয়ে যাক, আমি তার ভিতরে ঢুকে যাই!তবে ...
10/11/2024

ফেসবুকের মেমোরি ঘাটছিলাম!
আগের স্ট্যাটাস দেখে মাঝে মাঝে মনে হয় লজ্জায় মাটি দুই ভাগ হয়ে যাক, আমি তার ভিতরে ঢুকে যাই!
তবে একটা জিনিস ভেবে মনটাই খারাপ হয়ে গেল!
আগে কি সুন্দর মনের কষ্ট দুঃখ যা মন চায় লিখে ফেলতাম। দুনিয়া কে জানিয়ে দিতাম, জানিয়ে দিয়ে কষ্ট লাঘব করতাম কিছুটা। আগে যেটা হতো, বলতে পারছি, লিখতে পারছি কিছু চিন্তা না করেই, এটার একটা বিউটি আছে, বিউটি হলো আপনি নিজে আপনি জানেন আপনি কি এবং পাছে লোকে কি বলে সেটার তোয়াক্কা না করা।

কিন্তু একটা বয়স পর, নিজের ভালনারেবিলিটি প্রকাশ করার মাঝে ইগো কাজ করে, মানুষ কি ভাববে সেই ব্যাপারটা কাজ করে। আপনি তখন আপনার ভালো দিকটা মানুষকে দেখান, খারাপ টা নিজের মাঝে রাখেন। এতে করে দুইটা জিনিস হয়:
১. আপনি আপনার একটা সত্ত্বা কাউকে দেখাতে কমফর্টেবল না, তারমানে আপনি নিজেই লজ্জিত আপনার ভালনারেবিলিটি নিয়ে। সময়ের সাথে আপনি চাপা স্বভাবের হয়ে যাবেন। এবং মানুষের সাথে আপনি কানেক্ট করতে পারবেন না। আপনি যা না মানুষ আপনাকে তাই ভেবে বসে থাকবে।
২. সুখের জিনিস শেয়ার করলে সুখ বাড়ে, দুঃখের জিনিস ভাগ করতে পারলে দুঃখ কমে। কিন্তু আপনি সময়ের সাথে নিজের কষ্টের ব্যাপারগুলো যত চেপে যাবেন আপনার দুঃখ ঠিক ততটাই বৃদ্ধি পাবে। একদিন হয় সেটা ভয়ংকর রুপ ধারণ করবে যা আপনার আশেপাশের কেউ টের পাবেনা নয়তো দুঃখ আপনার সয়ে যাবে, কোন কিছুতে কিছু যায় আসবেনা।

মাঝে মাঝেই মনে হয় নিজের ইমোশন শেয়ার করতে পারা একটা ব্লেসিং হোক সেটা খারাপ হোক সেটা ভালো। জীবনে ইমোশন থাকাটা জরুরি, না থাকাটাই হয়তো সবচেয়ে বেশি ভয়ানক।

সাদা রং আমার খুব পছন্দের। ঠিক ক্যানভাসের মত, যেখানে চাইলেই ইচ্ছেমত রংতুলি দিয়ে রঙ খেলা যায়!
07/11/2024

সাদা রং আমার খুব পছন্দের। ঠিক ক্যানভাসের মত, যেখানে চাইলেই ইচ্ছেমত রংতুলি দিয়ে রঙ খেলা যায়!

05/11/2024

জীবনের সবচেয়ে বড় নেশা - “ভাতের নেশা” 🙃

একটা সময় ছিল, আমি চাইতাম জীবনের এমন এক পর্যায়ে পৌঁছাতে যেখানে কোন কিছুতেই খারাপ লাগবেনা, কোন কিছুতেই আমি ভেঙে পড়বো না...
28/10/2024

একটা সময় ছিল, আমি চাইতাম জীবনের এমন এক পর্যায়ে পৌঁছাতে যেখানে কোন কিছুতেই খারাপ লাগবেনা, কোন কিছুতেই আমি ভেঙে পড়বো না। সেই প্র্যাক্টিস করতে করতে এমন এক জায়গায় দাড়িয়ে আছি আসলেই তেমন কোন কিছুই আমাকে আর ভাঙতে পারেনা। কিন্তু এই প্রাক্টিস করতে করতে এমন এক জায়গায় পৌঁছে গেছি যেখানে কোন ভালো কিছুও আমাকে তেমন একটা স্পর্শ করতে পারেনা। ভেবে দেখেন আপনি এমন এক মানুষে পরিণত হচ্ছেন যেখানে কোন কিছু আপনাকে তেমন আর স্পর্শ করতে পারছেনা!!!! আপনার কাছে সব অনুভূতি সমান্তরাল।
এর থেকে বিশাল দুঃখজনক ব্যাপার আর কি হতে পারে?

আমার জীবনে তেমন কোন আফসোস নাই, যদি কোন আফসোস থেকেও থাকে তাহলে হয়তো খালি একটাই, অনুভূতি শুন্য হওয়ার আফসোস!

23/10/2024

আমি নিয়ম করে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য লাইক স্বামী না খেলে যাতে স্ত্রী না খায়, স্বামীর পায়ের তলায় বউ এর বেহেশত, স্বামীই আসল শক্তি,মেয়েদের বাসায় থাকার গুরুত্ব, রান্নাঘরেরর গরিমা ব্লা ব্লা এইসব শেয়ার করি, এরপর কিছুক্ষণ পর আবার মেয়েদের উচ্চ শিক্ষার গুরত্ব, মেয়েদের সকল বাঁধা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার গুরুত্ব শেয়ার করি।

অফিসে ল্যাপটপে কাজ করতে করতে বলি, মেয়েদের তো রান্না ঘরে থাকা উচিত! কিসের এত চাকরি বাকরি? চাকরি মেয়েদের মাথা নষ্ট করে দেয়! এইসব বলতে বলতে আমি Next Solo ট্রিপ বুক করি।

লে ঠ্যালা! থাক তোরা সব কনফিউশনে।

19/10/2024

এত সুন্দর স্বচ্ছ পানি আমি কখনও দেখিনি…
আমি স্যুটকেস নিয়ে পাথর পাড়ি দিয়ে হাঁটছি…
পাশেই বিশাল পাহাড়… সামনে সমুদ্রের উত্তাল ঢেউ। ক্ষুদা পেয়েছে অনেক। ট্রিপে আসলে আসলে বার বার কিছুনা কিছু সারাক্ষণ খেতেই ইচ্ছা করে। একটু দূরেই দেখলাম সমুদ্র ঘেঁষে ছোট একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা একটু নিচু সমতল জায়গায়। রেস্টুরেন্টে ঢোকার ব্যাপারটা চমৎকার! ছোট্ট একটা সিড়ি, অনেক কায়দা করে নিচে নামতে হবে। ভয় লাগছে ভেবে এই বুঝি পড়ে যাব। নিচে নেমেই দেখি চারিদিকে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। সারি সারি টবে গাছ লাগানো। খুব সুন্দর ছিমছাম ঝুপড়ি একটা রেস্টুরেন্ট, যে যার মত সময় কাটাচ্ছে। আর সামনেই বিশাল সমদ্র। প্রচন্ড ক্ষুধা পেয়েছে। ভাবছি কাকে ডাকা যায় অর্ডার করার জন্যে।

বলা নাই কওয়া নাই। টিং টিং টিং প্রচন্ড শব্দ। এত সুন্দর জায়গায় কার এত এভাবে শব্দ করতে মনে চায় আমি আসলে বুঝিনা। কমনসেন্স নাই কোন। কোন ভাবেই বন্ধ হচ্ছেনা। অসভ্য কোথাকার। কিন্তু ধীরে ধীরে সব কিছু ঝাপসা হয়ে আসছে, শুধু আওয়াজটাই প্রকট।

নিজেকে আমি রুমে আবিষ্কার করলাম। ওহ আমি স্বপ্ন দেখছিলাম। আধো আলোতে দেখলাম ৫ টা বাজে। এভাবে কে বেল দিচ্ছে? বাসা আমার মাথায় তুলে দিচ্ছে। ইস মাত্রই খাবার অর্ডার করছিলাম স্বপ্নে। হতচ্ছাড়া খাইতে দিল না। বেল এর আওয়াজ শুনেই বুঝে ফেলেছি কে হতে পারে।

আভা: কি হয়েছে তোমার? পাওয়া যায়না কেন তোমাকে? কতবার কল দিলাম।

আমি মোবাইল অন করে দেখলাম, ১৩ টা মিস কল। আমি জাস্ট ২ ঘন্টা সব কিছু বন্ধ করে ঘুম দিয়েছিলাম। এটাই দোষ আমার।

“কি চাস?”
“রেডি হও, বের হবো”
“১০ মিনিট দে”

ওয়াশরুমে ফ্রেশ হতে হতে ভাবছি, এভাবে আর কয়েকদিন চললে আমাকে আর আভাকে নিয়ে মানুষজন কি না কি ভাববে। গতকালকেও বাসায় চলে এসেছে আমি কেন বার্থডে তে একা বাসায় বসে থাকবো।
“মরার মত বাসায় বসে আছো কেন? চেহারার এই অবস্থা কেন? বের হবো রেডি হও”
“কই যাব?”
“আমরা ফুচকা খাবো”
“আচ্ছা”

জোর করে এসে আমাকে বাইরে নিয়ে গেছে ফুচকা খাওয়াতে।

জীবনে অনেক ভুল করেছি। ভুলের মাঝে ভালো কিছু হয়েছে সেটা হলো এক ঝাক ভালো বন্ধু বান্ধব। কেউ কেউ জীবনে আছে আবার কেউ কেউ জীবন থেকে চলে গেছে। তবে জীবনে রাইট মানুষকে বন্ধু হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। সবার সব ভাগ্য হয়না। আল্লাহ আমাকে আর যাই করেন না কেন বন্ধু ভাগ্য ভালো দিয়েছেন।

Excited to share that i got a spot award for executing 5 non fictions in a row during the ICC Men’s T20 World Cup 2024. ...
15/10/2024

Excited to share that i got a spot award for executing 5 non fictions in a row during the ICC Men’s T20 World Cup 2024. This achievement wouldn’t have been possible without the unwavering support of my two incredible leaders Abul Khair Chowdhury bhaia & Masudul Amin Rintu bhai and my team.

Alhamdulillah! Grateful to receive this award.

Here's to more successes ahead! Keep me in your prayers.

15/10/2024

সামনে জন্মদিন আমার।
লিস্ট বানাচ্ছি কে আমাকে কি কি দিবে 🙂🙂🙂

প্রিয় কাছের মানুষজন,
সবিনয় নিবেদন এই যে, আমার কি লাগবে জেনে নিয়েন, লিস্ট ধরায়ে দিব যাতে আপনাদের কষ্ট না হয় 🤲
আমার লিস্টে অন্যতম প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটি হলো:
“বাথরুম পরিষ্কারের ব্রাশ” 🙂

জীবনের চাহিদা এখন আলু পেঁয়াজ টমেটো হয়ে গেছে।

আমার কোন সারপ্রাইজ লাগবে না, ধন্যবাদ। 🤝

14/10/2024

তোমরা কারা যারা পাসপোর্ট দেখে বিয়ে করো?
সেল্ফ রেসপেক্ট এর এত বাজে অবস্থা কেন তোমাদের?
তোমরা কারা যারা সম্পর্ককেও বিজনেস মনে করো?
আচ্ছা তোমরা এটা কেমনে পারো?
আমিও তোমাদের মত এরকম ক্যালকুলেশন শিখতে চাই জীবন নিয়ে!
জীবন অনেক সহজ হয়!

সন্ধ্যা ৭.৫০ মিনিট!আমি আর আভা কলম্বোর পথে। বাইরে ঝুম বৃষ্টি। গান চলছে, চরম দুঃখের গান, কারণ কালকে আমরা দেশে ফিরে যাবো যে...
12/10/2024

সন্ধ্যা ৭.৫০ মিনিট!

আমি আর আভা কলম্বোর পথে। বাইরে ঝুম বৃষ্টি। গান চলছে, চরম দুঃখের গান, কারণ কালকে আমরা দেশে ফিরে যাবো যেটা দুইজনের কেউ চাইছিনা।

২ ঘন্টার পথ। আমরা কেউ কথা বলছিনা। আমি হলফ করে বলতে পারি যে যার জীবন নিয়ে ভাবছি। ২ ঘন্টা লম্বা সময়, জীবন নিয়ে ভেবে সব ভাঁজা ভাঁজা করে ফেলা সম্ভব। এই দুই ঘণ্টায় আমার একটাই রিয়েলাইজেশন, পৃথিবীর সবচেয়ে বড় নেশা মানুষের নেশা। সাবসস্টেন্স এর নেশা থেকে নিজেকে নাহয় সহজে সারানো সহজ, কিন্তু মানুষের নেশা থেকে নিজেকে সরানো ঠিক ততটাই কঠিন।

আমরা কেউ কথা বলছিনা এখনও। একটু আগেই আমরা পালাক্রমে কান্না শেষ করেছি। কেউ জানিনা কেন কি জন্যে কাঁদছি।

আভা: “পরী তুমি কান্না করো কেন?”
“জানিনা”

এরপর আমরা আবার কান্নায় মনোযোগ দেই। কেন কি কারণে কাঁদছি ব্যাপারটা মুখ্য না। মন চাইছে কাঁদতে, কাঁদছি, কেউ কাউকে বিরক্ত করছিনা, কেউ কোন কথা বলছিনা, সব সময় কিছু বলতেই হবে এমন কোন কথা নেই। পাশে থাকাটাই মুখ্য।

আভা: পরী আমাদের জীবনে কখনও যদি মনে হয় সব শেষ হয়ে যাচ্ছে তখন আমরা আবার শ্রীলংকা আসবো।

আমি ওর দিকে তাকালাম,নাহ মেয়েটা বেশ সিরিয়াস। ফাজলামি করা যাবেনা। তাই কিছু না ভেবেই হ্যাঁ বলে দিলাম। কিছু মানুষকে হ্যাঁ বলতে আমি দুইবার ভাবি না। আভা তার মাঝে একজন।

এই লেখা শেষ করতে করতেই অলমোস্ট কলম্বো পৌঁছে গেছি। আভা এরই মাঝে ঘুম। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মনের মানুষটা আমার বেস্ট ফ্রেন্ড! এর থেকে বেশি কিছু কি চাওয়ার আছে?

We lost so much, and then we found each other!

05/10/2024

Help Imtiaz Fight Cancer: Your Support Can Make a Difference

Dear Friends and Well-Wishers,

We are reaching out to you today with a heartfelt plea on behalf of our dear alumnus, Imtiaz Rabbi (BBA, BRAC University). Imtiaz is currently battling cancer and is scheduled for a major operation on the 7th. While he fights bravely, the overwhelming medical expenses have become an immense burden on his family, with costs expected to reach 40 lacs BDT.

In this difficult time, Imtiaz and his family are in urgent need of our collective support—whether it’s a small contribution or a larger one. Every bit helps, and together, we can make a real difference.
To ensure full transparency, Imtiaz's sister, Ms. Sanjeda Begum (Sanjeda) , has set up a live public document that will be updated regularly with donation amounts, so everyone can follow the progress. Please find the donation details below:

Donation Options:

Bkash:
+88 01750330178 (Personal account - Sanjeda Begum)
+88 01738505577 (Personal account - Mir Shawkat Ali)
+88 01631865775 (Personal account - Ismat Ara Begum)
+88 01886927456 (merchant account) - [limit reached]

Rocket:
+88 017503301789

Nagad:
+88 01750330178

BRAC Bank:
Account Name: Sanjeda Begum
Account Number: 1051764000001
Branch: Dinajpur SME/Krishi Branch
Routing No: 060280673

Donations from Abroad: https://gofund.me/13cb2cac

Live Donation Updates:
https://www.tinyurl.com/standwithimtiaz

Imtiaz needs us now more than ever. Let’s come together and show him the strength of our community. Your prayers, good wishes, and donations, no matter how small, are invaluable.

Thank you for standing with Imtiaz.

On behalf of Imtiaz and his family.

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unofficial Common Sense By Pari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Chittagong

Show All