The daily Swapner Bangla

The daily Swapner Bangla The daily Swapner Bangla is the most read newspaper in Bangladesh.
(1)

২৬ জুন ২০২৪ ইংরেজি, রোজ: বুধবার এর পত্রিকা।
26/06/2024

২৬ জুন ২০২৪ ইংরেজি, রোজ: বুধবার এর পত্রিকা।

22/06/2024

সত্য মিথ্যার লড়াইয়ে বাঁশখালীবাসী জানুক আসল ঘটনা।

22/06/2024

ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে ইউপি সদস্যকে হুঁশিয়ারি করলেন চসাস'র নির্বাহী সদস্য সাংবাদিক রাজীব দাস তুষার।

#চসাস #বাশখাঁলী #চট্টগ্রাম #ইউপি #সদস্য #ওসমানএহতেসাম

22/06/2024

ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে চেয়ারম্যানসহ ইউপি সদস্যকে হুঁশিয়ারি করলেন চসাস'র নির্বাহী সদস্য জিয়াউল ইসলাম জিয়া।

#চসাস #বাশখাঁলী #চট্টগ্রাম #ইউপি #সদস্য #ওসমানএহতেসাম

22/06/2024

সাংবাদিক নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েই চলছে, এখনো উচিত যুগোপযোগী পদক্ষেপ নেয়া: নির্যাতিত সাংবাদিক আইয়ুব মিয়াজী।

#চসাস #বাশখাঁলী #চট্টগ্রাম #ইউপি #সদস্য #ওসমানএহতেসাম

22/06/2024

অদৃশ্য ফোনের কাছেই কি বাঁশখালী থানা পুলিশ জিম্মি?
প্রশ্ন চসাস নেতা পলাশ কান্তি নাথের।

#চসাস #বাশখাঁলী #চট্টগ্রাম #ইউপি #সদস্য #ওসমানএহতেসাম

22/06/2024

আনোয়ারুল ইসলামকে ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছেন চসাস সদস্য সেলিম রেজা।

#চসাস #বাশখাঁলী #চট্টগ্রাম #ইউপি #সদস্য #ওসমানএহতেসাম

22/06/2024

হামলাকারী ইউপি সদস্য আনোয়ারুল ইসলামের গ্রেপ্তার দাবি করেন জাতীয় দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি ও চট্টগ্রাম সাংবাদিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক।

#চসাস #বাশখাঁলী #চট্টগ্রাম #ইউপি #সদস্য #ওসমানএহতেসাম

22/06/2024

সাংবাদিকদের উপর হামলা করে কেউ টিকে থাকতে পারেনি, হামলাকারী ইউপি সদস্য আনোয়ারও পারবে না।
সাংবাদিক ওসমান জাহাঙ্গীর।

#চসাস #বাশখাঁলী #চট্টগ্রাম #ইউপি #সদস্য #ওসমানএহতেসাম

21/06/2024

চাল চুরির সংবাদ প্রকাশ করে মামলা হামলার শিকার হয়ে প্রতিবাদ সমাবেশে কাঁদলেন সাংবাদিক গাজী গোফরান।

#চসাস #বাশখাঁলী #চট্টগ্রাম #ইউপি #সদস্য #ওসমানএহতেসাম

21/06/2024

চট্টগ্রাম সাংবাদিক সংস্থার প্রতিবাদ সমাবেশে কেন গরম হলেন প্রণবরাজ বড়ুয়া?

#চসাস #বাশখাঁলী #চট্টগ্রাম #ইউপি #সদস্য #ওসমানএহতেসাম

21/06/2024

জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানকে চোর ডাকলেন চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সভাপতি সৈয়দ দিদার আশরাফী।

#চসাস #ওসমানএহতেসাম #বাশখাঁলী #চট্টগ্রাম

21/06/2024

হামলাকারী ইউপি সদস্য আনোয়ারুল ইসলামকে গ্রেফতারের দাবী জানান চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস) এর সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম।

#চসাস #বাশখাঁলী #চট্টগ্রাম #ইউপি #সদস্য #ওসমানএহতেসাম

হামলাকারী ইউপি সদস্যকে গ্রেফতার করতে সাংবাদিকদের আল্টিমেটাম, দায়িত্বে অবহেলা করলেই কঠোর আন্দোলনদুর্নীতির সংবাদ প্রকাশের...
20/06/2024

হামলাকারী ইউপি সদস্যকে গ্রেফতার করতে সাংবাদিকদের আল্টিমেটাম, দায়িত্বে অবহেলা করলেই কঠোর আন্দোলন

দুর্নীতির সংবাদ প্রকাশের জের ধরে ভয়—ভীতি প্রদর্শনপূর্বক সাংবাদিকের স্বাধীনতা হরণ, হামলা, মামলা ও নারীর শ্লীলতাহানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী ইউপি সদস্য মোঃ আনোয়ারুল ইসলামসহ তার সহকর্মীদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস) ও চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা প্রতিবাদ সমাবেশ করেছে। বৃহস্পতিবার (২০জুন) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
চসাস সভাপতি সৈয়দ দিদার আশরাফীর সভাপতিত্বে ও রাজীব দাস তুষারের সঞ্চালনায় আন্দোলনকারী সাংবাদিকরা হামলাকারী ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম ও তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানান। বাঁশখালী থানা পুলিশ ভুক্তভোগীর পক্ষে বারবার মামলা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েও মামলা না নেওয়ায় আন্দোলনরত সাংবাদিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। তারা বলেন, মামলা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সময় অতিবাহিত করা হয়েছে। এমনটা উচিত নয়। যদি আগামী শুক্রবারের মধ্যে থানা পুলিশ মামলা না নেয় তাহলে আমরা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জেলা প্রশাসক এবং চট্টগ্রাম পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করব। সেই সাথে মামলা নেয়ার কথা বলে সময় বিলম্বের কারণে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ওসিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমরা আদালতে মামলা করব। কে কোথায় অনিয়ম করছে আমাদের সব জানা আছে। প্রয়োজনে আমরা থলের বিড়াল খুঁজে বের করব।
চসাস সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম বলেন, বাঁশখালী উপজেলার ৩নং খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দীন হায়দারের চাল চুরির দুর্নীতি গণমাধ্যমে প্রকাশ করায় সাংবাদিক গাজী গোফরানের বড় ভাই মোঃ বোরহান উদ্দিনের উপর অভিযুক্ত ইউপি সদস্য চেয়ারম্যানের নির্দেশে হামলা করে। এমনকি সাংবাদিকের মায়ের শাড়ি ধরে টানা হেচড়া করে। উল্টো তিনিই আবার টাকা ও মদদদাতাদের সুপারিশে সরকারি কাজে বাধার অভিযোগ তুলে ভুক্তভোগীর বিরুদ্ধে মিথ্যা মামলা করে। যা ইউপি সদস্য নিজে তার ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরেছেন। এমন অন্যায় হতে দেয়া যায় না। আমরা এই অপরাধের শাস্তি চাই। আমরা একদিনের আল্টিমেটাম দিলাম। যদি এই অপরাধীকে গ্রেপ্তার করা না হয় আমরা বৃহত্তর কর্মসূচি নিয়ে মাঠে নামব।
ভুক্তভোগী পরিবারের পক্ষে সাংবাদিক গাজী গোফরান বলেন, তাদের দুর্নীতির সংবাদ প্রকাশের পরের দিন আমার ভাই বাজারে যাওয়ার সময় ওই ইউপি সদস্য তার পথ আটকে দেয়। জানতে চান, তোর ভাই কেন চেয়ারম্যানের বিরুদ্ধে নিউজ করেছে। আমার বড় ভাই এ বিষয়ে আমার সাথে কথা বলতে বললেই, তাকে বেধরক থাপ্পড় ও কিল ঘুষি মারতে থাকে। একপর্যায়ে আত্ম রক্ষার্থে আমার ভাই ছুটাছুটি করলে তার গালে থাপ্পড় লাগে। আমার মতে, নিজেকে আত্মরক্ষা করা দোষের না। সবাই বাঁচতে চায়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, চসাস'র অন্যতম সংগঠক প্রণবরাজ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও মানবকন্ঠ প্রতিনিধি ওমর ফারুক, সহ-সাংগঠনিক পলাশ কান্তি নাথ, অনুষ্ঠান সম্পাদক ঈসা মোহাম্মদ, বাংলাদেশ কৃষক আম জনতার মহাসচিব সাংবাদিক মনজুরুল আলম, দৈনিক জনবাণী প্রতিনিধি আইয়ুব মিয়াজী, সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম, চসাস সদস্য জিয়াউল ইসলাম জিয়া, সদস্য সেলিম রেজা, ক্রাইম রিপোর্টার আব্দুল মোমিন, কবি অভিলাষ মাহমুদ, সংগঠক মীর বরকত হোসেন, সাংবাদিক ওসমান জাহাঙ্গীর, হাফেজ আহমেদ, সাংবাদিক আব্দুল সাত্তার টিটু, চসাস সদস্য জাহাঙ্গীর আলম, মোঃ জামশেদ ও মোঃ সাজ্জাদ।
উল্লেখ্য, বাঁশখালী উপজেলার জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল সঠিকভাবে বন্টন করা হচ্ছে কিনা তা দেখতে গত ১২ জুন সকালে খানখানাবাদ ইউনিয়ন পরিষদে যান চট্টগ্রাম বাঁশখালী—১৬ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপি। যেখানে ইউনিয়ন পরিষদের ব্যাপক অনিয়ম ধরা পড়ে। এই অনিয়মের তথ্য পেয়ে গত ১৩ জুন সংবাদ প্রকাশ করে সরকার নিবন্ধিত জেএ টিভি প্রতিনিধি সাংবাদিক গাজী গোফরান। উক্ত সংবাদ প্রকাশের জের ধরে গত শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় খানখানাবাদ জেলেপাড়া বাজার এলাকায় ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম ও তার সহযোগী সন্ত্রাসীরা মিলে গাজী গোফরানের বড় ভাই মোঃ বোরহান উদ্দিনের উপর হামলা করে। এমনকি ঘন্টা দুইয়ের ব্যবধানে পুরুষ শূন্য বাড়িতে প্রবেশ করে নিরুপায় নারীদের শাড়ি ধরে টানা হেচড়া করে ওই ইউপি সদস্য ও তার লোকজন। কিন্তু এ ঘটনাকে ভিন্ন দিকে প্রভাবিত করতে সরকারি কাজে বাঁধা দেওয়ার মিথ্যা অভিযোগ এনে উল্টো ওই ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। পরে আবার সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নানা জনের তদবিরে রচিত মামলার কথাও স্বীকার করেন ওই ইউপি সদস্য। দাবি করেন, আরেকটু সময় পেলে অবস্থা খারাপ হতো।

17/06/2024

রিয়াদকে রান আউট করে সাকিবের মাথায় হাত। শান্ত-লিটনদের টানা ব্যর্থতায় ঈদের সকালে হতাশা উপহার টাইগারদের

পবিত্র ঈদ-উল-আযহা'য় সকলকে জানাই ঈদ মোবারক।   #ঈদমোবারক
16/06/2024

পবিত্র ঈদ-উল-আযহা'য় সকলকে জানাই ঈদ মোবারক।

#ঈদমোবারক

14/06/2024

মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

১৩ জুন ২০১৪ ইংরেজি, রোজ: বৃহস্পতিবার এর পত্রিকা।
13/06/2024

১৩ জুন ২০১৪ ইংরেজি, রোজ: বৃহস্পতিবার এর পত্রিকা।

১১ জুন ২০১৪ ইংরেজি, রোজ: মঙ্গলবার এর পত্রিকা।
11/06/2024

১১ জুন ২০১৪ ইংরেজি, রোজ: মঙ্গলবার এর পত্রিকা।

07/06/2024

সাকিব আল হাসান পারবেন তো?










06/06/2024

কোপা আমেরিকার শিরোপা ধরে রাখতে পারবে আর্জেন্টিনা?







03/06/2024

বিশ্ব মা দিবসে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস) এর সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম।
মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য মিসেস দিলোয়ারা ইউসুফ এমপি।

বৃহস্পতিবার (২৩ মে ২০২৪) এর স্বপ্নের বাংলা প্রকাশিত।
23/05/2024

বৃহস্পতিবার (২৩ মে ২০২৪) এর স্বপ্নের বাংলা প্রকাশিত।

বাকি অংশ কমেন্টে।
18/05/2024

বাকি অংশ কমেন্টে।

শনিবার (১৮ মে ২০২৪) এর স্বপ্নের বাংলা প্রকাশিত।
18/05/2024

শনিবার (১৮ মে ২০২৪) এর স্বপ্নের বাংলা প্রকাশিত।

রবিবার (১২ মে ২০২৪) এর স্বপ্নের বাংলা প্রকাশিত।
12/05/2024

রবিবার (১২ মে ২০২৪) এর স্বপ্নের বাংলা প্রকাশিত।

10/05/2024

বহদ্দারহাট কার, মাইক্রো বাস চালক ইউনিয়নের নির্বাচন ১০ জুন

বৃহস্পতিবার (৯ মে ২০২৪) এর স্বপ্নের বাংলা প্রকাশিত।
09/05/2024

বৃহস্পতিবার (৯ মে ২০২৪) এর স্বপ্নের বাংলা প্রকাশিত।

Address

Swapnerbanglanews@gmail. Com
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when The daily Swapner Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The daily Swapner Bangla:

Videos

Share

Category