
21/07/2025
ঢাকা উত্তরায় দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনায় শায়খ হুসাইন মুহাম্মদ শাহজাহান এর শোক প্রকাশ
ও প্রতিবাদ।
রাজধানী ঢাকা -
উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ এর ক্যাম্পাসে স্কুল ছুটির মুহুর্তে একটি ভবনের উপর বিমান বিধস্ত হয়েছে।
দুর্ঘটনায় আহতদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক রাদিআল্লাহু তা'আলা আনহু আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী।
গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি আরো বলেন, যারা এই মর্মান্তিক বিমান বিধ্বস্তের গটনায় নিহত হয়েছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি।
মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ করছি আল্লাহ পাক রাব্বুল আলামীন সকলকে শহীদী মর্যাদা দান করুক আমীন।
আহত ও নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক বেদনা প্রকাশ করছি,
মাওলানা শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান আরো বলেন,সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের অবহেলার কারণে এই দুর্ঘটনা,
তাই তাদের অপসারণ দাবী করছি।
হতাহতদের ফ্রি চিকিৎসা ও ক্ষতিপূরণ দাবী করছি।
আমরা সবাই শোকাহত।
আল্লাহ পাক রাব্বুল আলামীন সকলকে ধৈর্য্য ধারণ করার তাওফীক দান করুক আমীন।