18/12/2021
ব্যাংক:
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের ব্যাংকসমূহকে মূলত দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে; তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত ব্যাংক। ৬টি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক, ৪৩টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, ৩টি বিশেষায়িত ব্যাংক ও ৯টি বিদেশি ব্যাংকসহ বাংলাদেশে মোট তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ৬১টি এবং অ-তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ৫টি। সুতরাং বাংলাদেশ ব্যাংকসহ বাংলাদেশে মোট ব্যাংকের সংখ্যা ৬৭টি।
প্রকারভেদ:
পৃথিবীতে বিভিন্ন ধরনের ব্যাংক দেখা যায়। কাজের ধরন, পরিচালনা পদ্ধতি ও নীতিমালার উপর ভিত্তি করে পৃথিবীতে বিভিন্ন রকম ব্যাংক ও ব্যাংকিং ব্যবস্থা দেখা যায়। এদের মধ্যে উল্ল্যেখযোগ্য হল:
>বাণিজ্যিক ব্যাংক
>বিনিয়োগ ব্যাংক
>মার্চেন্ট ব্যাংক
>বিশেষায়িত ব্যাংক
>সমবায় ব্যাংক
>সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক
>কমিউনিটি উন্নয়ন ব্যাংক
>ইসলামী ব্যাংক
>অফশোর ব্যাংক
ব্যাংকের পদবিসমূহ:
>অফিসার (ক্যাশ ও জেনারেল)
>সিনিয়র অফিসার
>প্রিন্সিপাল অফিসার
>সিনিয়র প্রিন্সিপাল অফিসার
>সহকারী মহাব্যবস্থাপক (AGM)
>উপ-মহাব্যবস্থাপক (DGM)
>মহা-ব্যবস্থাপক (GM)
>উপ-পরিচালক (DMD)
>পরিচালক (MD)
কেন্দ্রীয় ব্যাংক:
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এটি বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে। রাষ্ট্রের পক্ষে এটি দেশের ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানসমূহেকে নিয়ন্ত্রণ করে থাকে। দেশের মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিরূপিত ও পরিচালিত হয়। এটি দেশের বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ করে থাকে। এছাড়া এটি বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশী টাকার বিনিময় হার নির্ধারণ করে। ১ টাকা, ২ টাকা এবং ৫ টাকার কাগুজে নোট ব্যতীত সকল কাগুজে নোট মুদ্রণ এবং বাজারে প্রবর্তন এই ব্যাংকের অন্যতম দায়িত্ব। এছাড়া এটি সরকারের কোষাগারের দায়িত্বও পালন করে থাকে।
প্রধান কার্যালয়-মতিঝিল, ঢাকা
প্রতিষ্ঠিত-১৬ ডিসেম্বর ১৯৭১; ৪৯ বছর আগে
গভর্নর-ফজলে কবির
মুদ্রা-টাকা, BDT (আইএসও ৪২১৭)
সঞ্চয়-$৪৬.৩৯১ বিলিয়ন (জুন ২০২১)
পূর্বসূরি-স্টেট ব্যাংক অব পাকিস্তান
ওয়েবসাইট-বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক এর প্রধান কার্যালয়সহ আরও ১০টি শাখা কার্যালয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছে। এর প্রধান কার্যালয় রাজধানী ঢাকার মতিঝিলে অবস্থিত।
শাখা কার্যালয়সমূহ হচ্ছে:
>মতিঝিল
>সদরঘাট
>বগুড়া
>চট্টগ্রাম
>রাজশাহী
>বরিশাল
>খুলনা
>সিলেট
>রংপুর
>ময়মনসিংহ
এছাড়াও বাংলাদেশ ব্যাংকের একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, যেটি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি নামে পরিচিত। প্রশিক্ষণ কেন্দ্রটি ঢাকার মিরপুরে অবস্থিত।
★তালিকাভুক্ত ব্যাংক:
রাষ্ট্রয়াত্ত বাণিজ্যিক ব্যাংক :
বাংলাদেশে ৬টি রাষ্ট্রয়াত্ত বাণিজ্যিক ব্যাংক রয়েছে, যেগুলোর শতভাগ অথবা প্রায় শতভাগ মালিকানা বাংলাদেশ সরকারের।
১। সোনালী ব্যাংক লিমিটেড (১৯৭২)
শাখা- ১২২৭টি, প্রধান কার্যালয়-৩৫-৪২, ৪৪ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
২। জনতা ব্যাংক লিমিটেড (১৯৭২)
শাখা-৯১৭টি, প্রধান কার্যালয়-জনতা ভবন, ১১০, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।
৩। অগ্রণী ব্যাংক লিমিটেড (১৯৭২)
শাখা-৯৬০টি, প্রধান কার্যালয়-৯/ডি, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
৪। রূপালী ব্যাংক লিমিটেড (১৯৭২)
শাখা-৫৮৩টি, প্রধান কার্যালয়-৩৪, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
৫। বেসিক ব্যাংক লিমিটেড (১৯৮৮)
শাখা-৭২টি , প্রধান কার্যালয়-১৯৫, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
৬। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (২০০৯)
শাখা- ৪৬টি, প্রধান কার্যালয়-৮, রাজউক এভিনিউ, ঢাকা-১০০০।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক:
বাংলাদেশে ৪৩টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক রয়েছে, যেগুলোর বেশিরভাগ বা সমস্ত শেয়ার বা মালিকানা রয়েছে ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের হাতে। ব্যাংকিং কার্যক্রমের ভিত্তিতে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকসমূহ দুই ভাগে বিভক্ত; সাধারণ ও ইসলামী ব্যাংক।
সাধারণ:
বাংলাদেশে পরিচালিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ৩৩টি ব্যাংক প্রথাগত বা সাধারণ ব্যাংকিং কার্যক্রম করে থাকে।
১। পূবালী ব্যাংক লিমিটেড (১৯৫৯)
শাখা-৪৮২টি, প্রধান কার্যালয়-২৬, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা।
২। উত্তরা ব্যাংক লিমিটেড (১৯৬৫)
শাখা-২৩৯টি, প্রধান কার্যালয়-৯০, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।
৩। এবি ব্যাংক লিমিটেড (১৯৮২)
শাখা-১০৩টি, প্রধান কার্যালয়- )৩০-৩১ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা।
৪। আইএফআইসি ব্যাংক লিমিটেড (১৯৮৩)
শাখা-১৪৮টি, প্রধান কার্যালয়-৬১ পুরানা পল্টন, ঢাকা।
৫। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (১৯৮৩)
শাখা-১৮৯টি, প্রধান কার্যালয়-৩৪ গুলশান এভিনিউ, ঢাকা।
৬। সিটি ব্যাংক লিমিটেড (১৯৮৩)
শাখা-১৩২টি, প্রধান কার্যালয়-১৩৬, গুলশান এভিনিউ, ঢাকা।
৭। এনসিসি ব্যাংক লিমিটেড (১৯৮৫)
শাখা-১২১টি, প্রধান কার্যালয়-এনসিসি ব্যাংক ভবন, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।
৮। ইস্টার্ন ব্যাংক লিমিটেড (১৯৯২)
শাখা-৮৫টি, প্রধান কার্যালয়-১০০ গুলশান এভিনিউ, ঢাকা।
৯। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (১৯৯৫)
শাখা-১৯৫টি, প্রধান কার্যালয়- মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।
১০। ঢাকা ব্যাংক লিমিটেড (১৯৯৫)
শাখা-১০৫টি, প্রধান কার্যালয়-৩৬, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা।
১১। প্রাইম ব্যাংক লিমিটেড (১৯৯৫)
শাখা-১৪৬টি, প্রধান কার্যালয়-১১৯-১২০, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।
১২। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (১৯৯৫)
শাখা-১২৪টি, প্রধান কার্যালয়-২৬ গুলশান এভিনিউ, ঢাকা।
১৩। সাউথইস্ট ব্যাংক লিমিটেড (১৯৯৫)
শাখা-১৩৭টি, প্রধান কার্যালয়-৫২-৫৩, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা।
১৪। বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (১৯৯৮)
শাখা-৬৭টি, প্রধান কার্যালয়- ইউনূস ট্রেড সেন্টার, ৫২-৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।
১৫। ওয়ান ব্যাংক লিমিটেড (১৯৯৯)
শাখা-১০৫টি, প্রধান কার্যালয়-৪৬, কাওরান বাজার, ঢাকা।
১৬। ট্রাস্ট ব্যাংক লিমিটেড (১৯৯৯)
শাখা-১১৩টি, প্রধান কার্যালয়-৩৬, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা।
১৭। ন্যাশনাল ব্যাংক লিমিটেড (১৯৯৯)
শাখা-২০৯টি, প্রধান কার্যালয়-১৮, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা।
১৮। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড (১৯৯৯)
শাখা- ১১৬টি, প্রধান কার্যালয়-৪২ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা।
১৯। ব্যাংক এশিয়া লিমিটেড (১৯৯৯)
শাখা-১২৯টি , প্রধান কার্যালয়-৩২-৩৪, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।
২০। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড (১৯৯৯)
শাখা-১৪৯টি, প্রধান কার্যালয়-৬১, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা।
২১। ব্র্যাক ব্যাংক লিমিটেড (২০০১)
শাখা-১৮৭টি, প্রধান কার্যালয়-দিলকুশা বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা।
২২। যমুনা ব্যাংক লিমিটেড (২০০১)
শাখা-১৪১টি, প্রধান কার্যালয়-২, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা।
২৩। এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (২০১৩)
শাখা- ৭৫টি, প্রধান কার্যালয়-১১৪, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।
২৪। এনআরবি ব্যাংক লিমিটেড (২০১৩)
শাখা- ৪৬টি, প্রধান কার্যালয়-৮৯, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
২৫। পদ্মা ব্যাংক লিমিটেড (২০১৩)
শাখা-৫৭টি , প্রধান কার্যালয়-৪২, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
২৬। মধুমতি ব্যাংক লিমিটেড (২০১৩)
শাখা-২৩টি , প্রধান কার্যালয়-৬৫-৬৬, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।
২৭। মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (২০১৩)
শাখা- ৩৪টি, প্রধান কার্যালয়-৪০/৭, গুলশান এভিনিউ, গুলশান-২, ঢাকা।
২৮। মেঘনা ব্যাংক লিমিটেড (২০১৩)
শাখা- ৪৭টি, প্রধান কার্যালয়-৬৫, গুলশান এভিনিউ, ঢাকা।
২৯। সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড (২০১৩)
শাখা- ৮৮টি, প্রধান কার্যালয়-৩৭, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা।
৩০। সীমান্ত ব্যাংক লিমিটেড (২০১৬)
শাখা -১৮টি , প্রধান কার্যালয়-সীমান্ত সম্ভার, বীর উত্তম ম. এ. রব সড়ক, সীমান্ত স্কয়ার, ঢাকা।
৩১। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড (২০১৯)
শাখা-১০টি , প্রধান কার্যালয়-পুলিশ প্লাজা কনকর্ড, গুলশান ১, ঢাকা।
৩২। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (২০২০)
প্রধান কার্যালয়-খন্দকার টাওয়ার (নিচতলা), ৯৯ গুলশান এভিনিউ, ঢাকা-১২১২।
৩৩। সিটিজেনস ব্যাংক পিএলসি (২০২০ )
অনুমোদনপ্রাপ্ত
ইসলামী:
বাংলাদেশে পরিচালিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ১০টি ব্যাংক ইসলামী ব্যাংকিং কার্যক্রম করে।
১। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (১৯৮৩)
শাখা- ৪৫০টি, প্রধান কার্যালয়- ৪০, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা।
২। আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড (১৯৮৭)
শাখা-৩৩টি , প্রধান কার্যালয়-১৩, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা।
৩ । আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড (১৯৯৫)
শাখা-১৮০টি, প্রধান কার্যালয়-৬৩, পুরানা পল্টন, ঢাকা।
৪। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডে (১৯৯৫)
শাখা-১৬৮টি, প্রধান কার্যালয়-৯০/১, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।
৫। এক্সিম ব্যাংক (বাংলাদেশ) (১৯৯৯)
শাখা-১৩১টি, প্রধান কার্যালয়-১৪২, গুলশান এভিনিউ, ঢাকা।
৬। ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেড (১৯৯৯)
শাখা-১৮৪টি, প্রধান কার্যালয়-প্লট #৩, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
৭। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড (২০০১)
শাখা-১৩৪টি, প্রধান কার্যালয়-প্লট #৪, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
৮। ইউনিয়ন ব্যাংক লিমিটেড (২০১৩)
শাখা- ৯০টি, প্রধান কার্যালয়-৭২, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
৯ । স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড (১৯৯৯)
শাখা-১৩৮টি, প্রধান কার্যালয়-১২২-১২৪, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।
১০। গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড (২০১৩)
শাখা- ৬৯টি, প্রধান কার্যালয়-৯৮, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
বিদেশি বাণিজ্যিক ব্যাংক :
বাংলাদেশে ৯টি বিদেশি বাণিজ্যিক ব্যাংক কর্মরত রয়েছে। এই বিদেশি বাণিজ্যিক ব্যাংকসমূহ বাংলাদেশে আঞ্চলিক কার্যালয় ও শাখা কার্যালয় খুলে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
১। সিটিব্যাংক এনএ (১৮১২)
শাখা- ৩টি, প্রধান কার্যালয়-৮, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
২। এইচএসবিসি (১৮৬৫)
শাখা- ৭টি, প্রধান কার্যালয়-১৮৬ বীর উত্তম মীর শওকত আলী সড়ক, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা।
৩। উরি ব্যাংক (১৮৯৯)
শাখা-৬টি, প্রধান কার্যালয়-৬৫, গুলশান এভিনিউ, ঢাকা।
৪। কমার্শিয়াল ব্যাংক অব সিলন (১৯২০)
শাখা-১৪টি , প্রধান কার্যালয়-সড়ক-৫০, কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান, ঢাকা।
৫। হাবিব ব্যাংক লিমিটেড (১৯৪১)
শাখা-৭টি, প্রধান কার্যালয়-সড়ক-৩, গুলশান-১, ঢাকা।
৬। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ (১৯৪৮)
শাখা-২৩টি , প্রধান কার্যালয়-৬৭, গুলশান এভিনিউ, ঢাকা।
৭। ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান (১৯৪৯)
শাখা-৪টি, প্রধান কার্যালয়-৬৯, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।
৮। ভারতীয় স্টেট ব্যাংক (১৯৫৫)
শাখা-৬টি, প্রধান কার্যালয়-৫৭, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
৯। ব্যাংক আলফালাহ্ (১৯৯৭)
শাখা- ৮টি, প্রধান কার্যালয়-১৬৮, গুলশান এভিনিউ, ঢাকা।
বিশেষায়িত ব্যাংক:
বাংলাদেশে ৩টি বিশেষায়িত ব্যাংক রয়েছে যেগুলোর মালিকানা বাংলাদেশ সরকারের হাতে। ব্যাংক তিনটি আলাদা আলাদা বিশেষ উদ্দেশ্য পূরণকল্পে গঠন করা হয়েছে।
১। বাংলাদেশ কৃষি ব্যাংক (১৯৭৩)
শাখা-১০৩৮টি, প্রধান কার্যালয়-৮৩-৮৫, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।
২। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (১৯৮৭)
শাখা-৩৮৪টি, প্রধান কার্যালয়-২৭২, বনলতা বাণিজ্যিক এলাকা, রাজশাহী।
৩। প্রবাসী কল্যাণ ব্যাংক (২০১০)
শাখা-৬৪টি, প্রধান কার্যালয়-৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন, ঢাকা -১০০০।
★অ-তালিকাভুক্ত ব্যাংক:
বাংলাদেশে ৫টি অ-তালিকাভুক্ত ব্যাংক রয়েছে।
১। জুবিলী ব্যাংক (১৯১৩)
শাখা-১টি, প্রধান কার্যালয়-জানিপুর, খোকসা, কুষ্টিয়া।
২। গ্রামীণ ব্যাংক (১৯৮৩)
শাখা-২৫৬৮টি, প্রধান কার্যালয়-গ্রামীণ ব্যাংক ভবন, মিরপুর-২, ঢাকা-১২১৬।
৩। আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক (১৯৯৬)
শাখা-২৩৩টি, প্রধান কার্যালয়-১৪, আউটার সার্কলার রোড, রাজারবাগ, ঢাকা-১২১৭।
৪। কর্মসংস্থান ব্যাংক (১৯৯৮ )
শাখা-২৪৫টি, প্রধান কার্যালয়-১, রাজউক এভিনিউ, ঢাকা-১০০০।
৫। পল্লী সঞ্চয় ব্যাংক (২০১৪ )
শাখা-৪৮৫টি, প্রধান কার্যালয়-৭১-৭২, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা।
★ বাংলাদেশের সেরা ১০টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে:
১। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
২। পূবালী ব্যাংক লিমিটেড
৩। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড
৪। ন্যাশনাল ব্যাংক লিমিটেড
৫। ব্যাংক এশিয়া লিমিটেড
৬। ব্র্যাক ব্যাংক লিমিটেড
৭। সিটি ব্যাংক লিমিটেড
৮। ইস্টার্ন ব্যাংক লিমিটেড
৯। আইএফআইসি ব্যাংক লিমিটেড
১০। প্রাইম ব্যাংক লিমিটেড
#অধ্যায়ন_অধ্যায়