অধ্যয়ন অধ্যায়

অধ্যয়ন অধ্যায় জ্ঞান ছাড়া মানুষ অজ্ঞান। জ্ঞানকে ৬ষ্?

19/12/2024

কন্যা এবং রানী সম্পর্কিত প্রশ্নোত্তর :

১. সাগরকন্যা — কুয়াকাটা, পটুয়াখালী
২. পাহাড়ী কন্যা — বান্দরবন
৩. হিমালয়কন্যা — পঞ্চগড়
৪. কোন দেশকে হিমালয় কন্যা বলা হয় — নেপাল (পোখরা শহর)
৫. সূর্যকন্যা বলা হয় - তুলা গাছকে
৬. প্রকৃতির কন্যা — জাফলং, সিলেট
৭. প্রকৃতির রানী — খাগড়াছড়ি
৮. বাংলাদেশের কোন পাহাড়কে পাহাড়ের রানি বলা হয় — চিম্বুক পাহাড়, বান্দরবান
৯. পাহাড়ী সৌন্দর্যের রানী — চিম্বুক পাহাড় বা কালা পাহাড়, বান্দরবান
১০. পাহাড়ের রানী — চিম্বুক পাহাড়
১১. দ্বীপের রানী — ভোলা
১২. বৃক্ষের রানী বলা হয় — খেজুর গাছকে
১৩. প্রাচ্যের রানী — চট্টগ্রাম
১৪. প্রাচ্যের কন্যা — বেনজির ভুট্টো
১৫. ধানকন্যা লিখেছেন — আলাউদ্দিন আল আজাদ
১৬. কাশবনের কন্যা (উপন্যাস) লিখেছেন - শামসুদ্দিন আবুল কালাম
১৭. তিনকন্যা চিত্রটি এঁকেছেন — কামরুল হাসান
১৮. গণতন্ত্রের মানষ কন্যা — শেখ হাসিনা
১৯. কুচবরণের কন্যা (শিশুতোষ সাহিত্য) — বন্দে আলী মিয়া
২০. কুচবরণের কন্যে (কাব্য) — ড. আশরাফ সিদ্দিকী
২১. যৈবতি কন্যার মন — সেলিম আল দীন
২২. কন্যা কুমারী (উপন্যাস) — আবদুর রাজ্জাক
২৩. কন্যা কুমারী (শহর) — তামিলনাড়ু
২৪. বিষকন্যা (কাব্য) — ড. আশরাফ সিদ্দিকী
২৫. বিষকন্যা (গল্প) — মঞ্জুশ্রী চৌধুরী
২৬. কুমারীকন্যা কাহিনী — শ্রী জাহ্নবীকুমার চক্রবর্তী
২৭. কনিষ্ঠ কন্যা — আমেরিকান রক ব্যান্ড সুপারহেভেনের একটি গান, জার অ্যালবাম
২৮. সোনার কন্যা (গান) - সুবীর নন্দী
২৯. হাওর কন্যা বলা হয় কোন জেলাকে — সুনামগঞ্জ
৩০. পদ্মাকন্যা বলা হয় - রাজবাড়ী জেলাকে

13/06/2023

#বাংলাদেশের #পণ্য - #২৮টি...

১। জামদানি শাড়ি
২। ইলিশ
৩। চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম
৪। রাজশাহীর সিল্ক
৫। ঢাকাই মসলিন
৬। রংপুরের শতরঞ্জি
৭। চিনিগুড়া চাল (কালিজিরা চাল)
৮। দিনাজপুরের কাটারিভোগ এবং
৯। বিজয়পুরের সাদা মাটি

এ নয়টি বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য।
সম্প্রতি আরো দুইটি পণ্য GI পণ্য হিসেবে স্বীকৃতি পায়। যথা–

১০। বাগদা চিংড়ি
১১। রাজশাহীর ফজলি আম

বাংলাদেশের একাদশতম ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য রাজশাহীর বিখ্যাত ফজলি আম ( ১১তম জিআই পণ্য, ২০২২)

সর্বশেষ ২০২৩ সালের ৫ই জুলাই আরোও ৪টি পণ্যকে জি আই পণ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। পণ্যগুলা যথাক্রমে, বগুড়ার বিখ্যাত দই, শেরপুরের তুলসীমালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম ও চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম।

১২। বগুড়ার বিখ্যাত দই
১৩। শেরপুরের তুলসীমালা ধান (চাল)
১৪। চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম
১৫। চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম
১৬। সিলেটের শীতলপাটি

১৬ তম জি আই পণ্যের স্বীকৃতি পায় বাংলাদেশের সিলেটের শীতলপাটি। (২০ জুলাই, ২০২৩)

১৭। নাটোরের কাঁচাগোল্লা

সর্বশেষ ১৭ তম জি আই পণ্যের স্বীকৃতি পায়- নাটোরের কাঁচাগোল্লা। (৮ আগস্ট, ২০২৩)

২ জানুয়ারি, ২০২৪ সালে বাংলাদেশের আরও ৪টি পণ্য সর্বশেষ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেগুলো হলো:

১৮। টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম
১৯। কুমিল্লার রসমালাই
২০। কুড়িগ্রামের তিলেখাজা
২১। বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল

এই দিয়ে বর্তমানে বাংলাদেশের ভৌগলিক নির্দেশক পণ্যের সংখ্যা দাঁড়ালো মোট ২১টি।

২২। টাঙ্গাইলের শাড়ি (০৭ ফেব্রুয়ারি, ২০২৪)
২৩। রাজশাহীর মিষ্টি পান (৮ ফেব্রুয়ারি, ২০২৪)
২৪। গোপালগঞ্জের রসগোল্লা (৮ ফেব্রুয়ারি, ২০২৪)
২৫। রংপুরের হাঁড়িভাঙ্গা আম (১২ ফেব্রুয়ারি, ২০২৪)
২৬। মৌলভীবাজরের আগর (১২ ফেব্রুয়ারি, ২০২৪)
২৭। মৌলভীবাজারের আগর-আতর (১২ ফেব্রুয়ারি, ২০২৪)
২৮। মুক্তগাছার মন্ডা (১২ ফেব্রুয়ারি, ২০২৪)

এ পর্যন্ত বাংলাদেশের মোট ২৮টি পণ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।

আরও কিছু নতুন পণ্যের জিআই স্বীকৃতি অনুমোদনের প্রক্রিয়া চলেছে। সেগুলো হলো-

২৯। যশোরের খেজুর গুঁড়
৩০। জামালপুরের নকশিকাঁথা
৩১। নরসিংদীর অমৃত সাগর কলা
৩২। নরসিংদীর লটকন

চলমান...

am & pm ✒️ইংরেজি শব্দ মেরিডিয়ান এসেছে এই মেরিডিস থেকে। Meridian শব্দের অর্থ মধ্যাহ্নকালীন। তাই এ.এম (am) বলতে বোঝায় পূর্...
09/03/2023

am & pm

✒️ইংরেজি শব্দ মেরিডিয়ান এসেছে এই মেরিডিস থেকে। Meridian শব্দের অর্থ মধ্যাহ্নকালীন। তাই এ.এম (am) বলতে বোঝায় পূর্ব-মধ্যাহ্ন বা পরাহ্ন (ante-meridian)। আর পি.এম (pm) বলতে বোঝায় উত্তর-মধ্যাহ্ন বা অপরাহ্ন (post-meridian)। দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত সময় বোঝাতে আমরা সংক্ষেপে পি.এম (pm) এবং রাত ১২টার পর থেকে দুপুর ১২টার আগ পর্যন্ত সময় নির্দেশে সংক্ষেপে এ.এম (am) ব্যবহার করি।

16/12/2022
 #শহীদ_বুদ্ধিজীবী_১১১১একহাজার একশ এগার!
14/12/2022

#শহীদ_বুদ্ধিজীবী_১১১১
একহাজার একশ এগার!

05/11/2022

#শিক্ষা নিয়ে উক্তি #১১১টি

১. "পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন।" - আল কুরআন

২. "জ্ঞানী ও মূর্খ কখনো সমান হতে পারে না।" - আল কুরআন

৩. "দোলনা হইতে কবর পযর্ন্ত জ্ঞান অর্জন কর।" - আল হাদিস

৪. "যে শিক্ষা গ্রহণ করে তাঁর মৃত্যু নেই।" - আল হাদিস

৫. "বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি।" - আল হাদিস

৬. "জ্ঞানীর নিন্দা, মূর্খের উপাসনা অপেক্ষা শ্রেয়।" - আল হাদিস

৭. "শিক্ষা অর্জনে সূদুর চিন দেশে যেতে হলে যাও।" - আল হাদিস

৮. "মাত্রাতিরিক্ত ইবাদতের চেয়ে মাত্রাতিরিক্ত জ্ঞানই শ্রেয়।" - আল হাদিস

৯. “প্রত্যেক মুসলমানের (নর ও নারীর) জন্য জ্ঞান অর্জন করা ফরজ।" - আল হাদিস

১০. "যখন মানুষ মৃত্যু বরণ করে, তখন তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল এমন যার সাওয়াব বন্ধ হয় না।
i) ছাদক্বায়ে জারিয়া
ii) ইলম বা জ্ঞান
iii) নেক সন্তান" - আল হাদিস

১১. "যে ব্যক্তি বিদ্যান্বেষণের জন্য ঘরের বার হয়, সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর পথে থাকে।" - আল হাদিস

১২. “যে জ্ঞান অর্জনের খোঁজে বের হয় , সে আল্লাহর পথে বের হয়।’’ - তিরমিযী শরীফ

১৩. "সম্পদ তোমাকে পাহারা দিতে হয়, কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দিয়ে রাখে।" - হযরত আলী (রাঃ)

১৪. "সবচেয়ে গরীব সেই ব্যক্তি, যে বিদ্যা থেকে বঞ্চিত।" - হযরত মুয়াবিয়া (রাঃ)

১৫. "যে ব্যক্তি জ্ঞান ছাড়াই আমল করে সে উপকারের চেয়ে ক্ষতিই বেশি করে।" - উমার বিন আবদিল-আযীয

১৬. "শিক্ষার মূল হলো তেতো তবে এর ফল অনেক বেশি মিষ্টি।" - এরিস্টটল

১৭. "শিক্ষা হলো সবচেয়ে ক্ষমতাধর অস্ত্র যা আমরা ব্যবহার করতে পারি এই পৃথিবীকে পালটে ফেলতে।" - নেলসন ম্যান্ডেলা

১৮. "একটা ভালো শিক্ষা হলো একটা ভালো ভবিষ্যত এর মূল ভিত্তি।" - এলিজাবেথ ওয়ারেন

১৯. "জীবনের জন্য প্রস্তুতির নাম কখনোই শিক্ষা নয়, বরং শিক্ষা নিজেই হলো একটা জীবন।" - জন ডেয়েই

২০. "শিক্ষা কখনোই কোন কিছু শেখার নাম নয়, বরং মনকে চিন্তা করতে শেখানোর নামই হলো শিক্ষা।" - আলবার্ট আইন্সটাইন

২১. "শিক্ষা হলো এমন কিছু যা তুমি কখনোই শেষ করতে পারবে না।" - আইজ্যাক নিউটন

২২. "শিক্ষা হলো সাফল্যের টিকেটস্বরূপ।"
- জেইমে এস্কালান্টে

২৩. "শিক্ষা হলো বিশ্বকে তালামুক্ত করার চাবি এবং স্বাধীনতার পাসপোর্ট।" - অরফা উইনফ্রে

২৪. "ছোট্ট একটা বিষয় নিয়ে ভালোভাবে জানতে আপনাকে অবশ্যই বিস্তর পড়াশোনা করতে হবে।" - চার্লস ডি মন্টেস্কুই

২৫."বাসা এবং বিদ্যালয় দুই স্থানেই পড়াশোনা করা যায়। কিন্তু বাসার চেয়ে বিদ্যালয় পৃথক কারণ বিদ্যালয়ে প্রশ্ন করার সুযোগ থাকে।" - এ পি জে আবুল কালাম আজাদ

২৬. "বিদ্যা মানুষের বিশস্ত বন্ধু।" - লর্ড হ্যালিকাস

২৭. "যে যত বেশী জ্ঞানী, সে তত বেশী বিনয়ী।" - হাবীব

২৮. “জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু জগতে আর কিছুই নেই।" - গীতা

২৯. "শিক্ষার লক্ষ্য হলো শিশুর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশসাধন।" - স্বামী বিবেকানন্দ

৩০. "জ্ঞান হলো সকল প্রকার সম্পদের জননী।" - রুশো

৩১. ”ব্যক্তির দেহ, মন ও আত্মার সুষম বিকাশের প্রয়াস হলো শিক্ষা।“ - মহাত্মা গান্ধী

৩২. "মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষের শিক্ষা সমাপ্ত হয় না।" - রবার্ট ই লি

৩৩. "আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেবো।"
- নেপোলিয়ন বোনাপার্ট

৩৪. "জ্ঞানীর হাত ধরা যায়, কিন্তু বোকার মুখ ধরা যায় না।" - জর্জ হার্বাটর

৩৫. "ক-অক্ষর যে না চিনল, সে অন্ধের শামিল। চোখ থাকতে অন্ধ।" - আশাপূর্ণা দেবী

৩৬. "শিক্ষা মানুষকে যেমন মহান করে, তেমনি অশিক্ষা মানুষকে নিপীড়ন করে।" - জন লিলি

৩৭. "শিক্ষা মানুষকে সব অবস্থায় সহনশীল হতে শেখায়।" - উইলিয়াম বিললিং

৩৮. "একজন ঘুমন্ত ব্যক্তি কখনো আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগাতে পারে না।" - শেখ সাদী

৩৯. "শিক্ষা হলো সেই আন্দোলন যা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়।" - অ্যালান ব্লুম

৪০. "শিক্ষা প্রকৃত মানুষের জন্ম দেয়।“ - জন গে

৪১. “শিক্ষা মানুষকে উন্নত করে, আর অসুস্থতা মানুষকে মানসিক দিক থেকে পঙ্গু করে।” - জেমস হো ওয়লে

৪২. "কেবল একজন জ্ঞানী ব্যক্তিই একজন জ্ঞানী ব্যক্তিকে চিনতে পারেন।" - দিওগেনেস

৪৩. “শিক্ষা ব্যতীত প্রতিভা হলো খনির মধ্যে রূপার মতো।” - বেঞ্জামিন ফ্রাঙ্কলিন

৪৪. ”শিক্ষা অলংকারের মত নয়, এর হারিয়ে যাবার সম্ভাবনা নেই।“ - বার্নাস

৪৫. "শিক্ষা হলো সভ্যতার রূপায়ন।" - উইল এণ্ড এরিয়াল ডুরান

৪৬. "জ্ঞানকে উপেক্ষা করে কেবল ক্ষমতার পেছনে ছুটলে আমাদের ধ্বংস অনিবার্য।" - কার্ল সাগান

৪৭. ”প্রতিটি জাতির ভিত্তি মজবুত হবে যদি সে জাতি শিক্ষিত হয়।“ - টমাস জেফারসন

৪৮. ”একজন শিক্ষিত লোক নিঃসন্দেহে সম্পদশালী লোক।“- লা ফন্টেইন

৪৯. "মানুষের সুখী হওয়ার জন্যে সবচেয়ে বেশি দরকার বুদ্ধির - এবং শিক্ষার মাধ্যমে এর বৃদ্ধি ঘটানো সম্ভব।" - বাট্রাণ্ড রাসেল

৫০. “মূর্খতার চেয়ে বড়ো পাপ আর নেই।” - প্লেটো

৫১. "শিক্ষা মনের একটি চোখ।“- জোনাথন সুইফট

৫২. "দেশে সর্বজনীন শিক্ষা প্রয়োজন, শিক্ষা ছাড়া গণতন্ত্র অচল।" - ড. মুহাম্মদ শহীদুল্লাহ

৫৩. "শিক্ষা সুন্দর আলো, কারুকার্যময় ভবিষ্যত এবং আত্মবিশ্বাস দেয়।" - ফ্রান্সিস বেকন

৫৪. "শিক্ষা মানুষের মনুষ্যত্বের বিকাশ সাধন করে।" - স্যার পি. নান

৫৫. "সুশিক্ষিত মানুষ মাত্রই স্বশিক্ষিত।" - প্রমথ চৌধুরী

৫৬. ”বিদ্বান সকল গুণের আধার, অজ্ঞ সকল দোষের আকর। তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্বান অনেক কাম্য।“ - চাণক্য

৫৭. “শিক্ষা হল মিথ্যার অপনোদন ও সত্যের বিকাশ।” - সক্রেটিস

৫৮. "শিক্ষার কাজ হল মানুষকে জীবন ও জীবিকার উপযোগী করে তোলা।" - হার্বাট স্পেনসার

৫৯. "শিক্ষার মধ্যে গ্রহণ, রক্ষণাবেক্ষণ উভয়ই আছে।" - স্কিনার

৬০. “শিক্ষা হল তাই যা আমাদের কেবল তথ্য পরিবেশনই করে না বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।” - রবীন্দ্রনাথ ঠাকুর

৬১. "শিক্ষা একটি সমস্যা নয়, শিক্ষা একটি সুযোগ।" - লিন্ডন বি জনসন

৬২. "অজ্ঞতা ঈশ্বরের অভিশাপ; জ্ঞান হল সেই ডানা যার সাহায্যে আমরা স্বর্গে উড়ে যাই।" - উইলিয়াম শেক্সপিয়ার

৬৩. "বন্দুক দিয়ে সন্ত্রাসীদের হত্যা করা যায়, শিক্ষা দিয়ে সন্ত্রাসকে হত্যা করা যায়।" - মালালা ইউসুফজাই

৬৪. "শিক্ষা এমন একটি জিনিস যা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে না।" - এলিন নর্ডেগ্রেন

৬৫. "শিক্ষা হল সেই চাবিকাঠি যা স্বাধীনতার সোনালী দরজা খুলে দেয়।" - জর্জ ওয়াশিংটন কার্ভার

৬৬. "শিক্ষা প্রতিটি সমাজে, প্রতিটি পরিবারে অগ্রগতির ভিত্তি।" - কফি আনান

৬৭. "শিক্ষাহীন শিশু ডানাবিহীন পাখির মতো।" - তিব্বতি প্রবাদ

৬৮. "শিক্ষা মানুষকে নীতিবান করে তোলার শিল্প।" - জর্জ উইলহেম ফ্রেডরিখ হেগেল

৬৯. "শিক্ষা হল পরিষ্কারভাবে চিন্তা করার শক্তি, বিশ্বের কাজে ভালভাবে কাজ করার শক্তি এবং জীবনকে উপলব্ধি করার শক্তি।" - ব্রিঘাম ইয়ং

৭০. "শিক্ষা শিশুকে তার সম্ভাবনা উপলব্ধি করতে সাহায্য করে।" - এরিক ফ্রম

৭১. "শিক্ষা হল নেতৃত্বের জননী।" - ওয়েনডেল উইলকি

৭২. "শিক্ষা হল জীবনের পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা।" - ডা. জন জি হিবেন

৭৩. "জীবনে সফল হতে আপনার যা প্রয়োজন তা হল শিক্ষা।" - জওহরলাল নেহরু

৭৪. "শিক্ষা হল বৃদ্ধি এবং পরিপূর্ণতার জন্য।" - টম রবিন্স

৭৫. "শিক্ষাই দারিদ্র্যের প্রতিষেধক।" - অরবিন্দ কেজরিওয়াল

৭৬. "শিক্ষা সুযোগ নিয়ে আসে, এবং পালাক্রমে অনুপ্রেরণা দেয়।" - বিল ফ্রিস্ট

৭৭. "শিক্ষা জন্ম থেকেই শুরু করতে হবে।" - মারিয়া মন্টেসরি

৭৮. "শিক্ষার লক্ষ্য জ্ঞানের অগ্রগতি এবং সত্যের প্রচার।" - জন ফিটজেরাল্ড কেনেডি

৭৯. "একটি সুশিক্ষিত মনে সবসময় উত্তরের চেয়ে বেশি প্রশ্ন থাকবে।" - হেলেন কিলার

৮০. "শিক্ষা ছাড়া কোন ভবিষ্যৎ নেই।" - রোজা পার্ক

৮১. ” ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে, অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট।“ - ডেল কার্নেগী

৮২. "শিক্ষা একটি স্থায়ী সেনাবাহিনীর চেয়ে স্বাধীনতার একটি ভাল সুরক্ষা।" - এডওয়ার্ড এভারেট

৮৩. "একটি ভালো শিক্ষার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়।" - রয় উইলকিন্স

৮৪. "একটি জাতির প্রধান ভরসা তার যুবকদের সঠিক শিক্ষার মধ্যে নিহিত।" - ইরাসমাস

৮৫. 'সফলতার বড় শত্রু হলো, জ্ঞানের সল্পতা।" - জন ইয়ং

৮৬. "জ্ঞান হলো জ্ঞানী লোকের ধন।" - উইলিয়াম পেন

৮৭. "জ্ঞানকে এগিয়ে যেতে বাধা দেওয়ার চেষ্টা করা ঠিক নয়। অজ্ঞতা কখনই জ্ঞানের চেয়ে ভাল হয় না।" - এনরিকো ফার্মি

৮৮. ”কোনো কিছু পড়া হলো নিশ্বাস নেয়ার মতো, আর তা লেখা হলো নিশ্বাস ছাড়ার মতো। আর এ দুয়ের সমন্বয়েই পড়ালেখা।” - পাম এলিন

৮৯. "একটি দেশকে রক্ষা করতে সেনাবাহিনীর প্রয়োজন, কিন্তু একটি সভ্যতাকে রক্ষা করার জন্য আপনার শিক্ষার প্রয়োজন।" - জনাথন স্যাকস

৯০. "শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল।" - শেখ আফিল উদ্দিন / প্রাথমিক শিক্ষার স্লোগান

৯১. "অশিক্ষিতদের কাছে A হল মাত্র তিনটি লাঠি।" - এ. এ. মিলন

৯২. "একজন মানুষ শিক্ষিত না হওয়া পর্যন্ত তার পূর্ণ উচ্চতা অর্জন করতে পারে না।" - হোরেস মান

৯৩. "যতক্ষণ না আমরা শিক্ষায় সমতা না পাব, ততক্ষণ আমাদের সমান সমাজ হবে না।" - সোনিয়া সোটোমায়র

৯৪. "শিক্ষা আপনার স্বপ্ন অর্জনের কেন্দ্রবিন্দু।" - প্যাট্রিস মোটসেপ

৯৫. "শিক্ষাই জাতিভেদ প্রথা বিলুপ্তির মূল চাবিকাঠি।" - বিবেক

৯৬. "শিক্ষা শুধু আমাদের স্মার্ট করে না, এটা আমাদের সম্পূর্ণ করে তোলে।" - জিল বিডেন

৯৭. "চিন্তা হল বাতাস এবং জ্ঞান হল পাল।" - ডেভিড হেয়ার

৯৮. "জ্ঞান চাষে আমাদের অগ্রগতির পরিধি সীমাহীন।" - উইলিয়াম গডউইন

৯৯. "ভালো মানুষের স্বাভাবিক ইচ্ছা জ্ঞান।" - লিওনার্দো দ্য ভিঞ্চি

১০০. "জ্ঞান, শিক্ষা একটি চিরন্তন জিনিস।" - গর্ডন বি হিঙ্কলি

১০১. "জ্ঞান এবং জ্ঞান শরীরের সবচেয়ে মূল্যবান জিনিস।" - মাসায়োশি সন

#ভাবসম্প্রসারণ (১০)

১. "জ্ঞানহীন মানুষ পশুর সমান।"

২. "মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু অনেক ভালো।"

৩. "শিক্ষাই জাতির মেরুদন্ড।"

৪. "শিক্ষার মতো পরশ পাথর আর নেই।"

৫. "জ্ঞান মানুষের মধ্যে সকলের চেয়ে বড় ঐক্য।"

৬. "জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।"

৭. "শিক্ষাই শক্তি, শিক্ষাই মুক্তি।"

৮. "বিদ্যা বিনয় দান করে, বিনয় দ্বারা জগৎ বশীভূত হয়।"

৯. "নিরক্ষরতা দুর্ভাগ্যের প্রসূতি।"

১০. "অর্থসম্পত্তির বিনাশ আছে কিন্তু জ্ঞানসম্পদ কখনো বিনষ্ট হয় না।"

অধ্যয়ন অধ্যায়

11/07/2022

#কলাবিদ্যা:

সংস্কৃত ভাষায় "কলা" শব্দটি শিল্প প্রদর্শন করা বোঝায়।

াগুলো_হল:

১. গীতবিদ্যা (গান গাওয়া)
২. বাদ্যবিদ্যা (বাদ্যযন্ত্র বাদন করা)
৩. নৃত্যবিদ্যা (নাচের কলা)
৪. নাট্যবিদ্যা (নাটক করা)
৫. আলেখ্যবিদ্যা (একপ্রকার চিত্রকলা)
৬. বিশেষকচ্ছেদ্যবিদ্যা (ললাটে ও গাত্রে বর্ণিল তিলক আঁকা)
৭. তণ্ডুলকুসুমবলিবিকার (চালের গুড়ো দিয়ে আল্পনা করা)
৮. পুষ্পাস্তরণ (ফুলশয্যা তৈরি করা)
৯. দশনবসনাঙ্গরাগ (দাঁত, বস্ত্র ও অঙ্গ পরিষ্কার করে সজ্জা করা)
১০. মণিভূমিকাকর্ম (মণিরত্ন দ্বারা মেঝে সজ্জিত করা)
১১. শয্যারচনা (বিছানা তৈরি করা)
১২. উদকবাদ্য (জলতরঙ্গ বাজানো)
১৩. উদকাঘাত (জলক্রীড়া করা)
১৪. চিত্রযোগ (বিভিন্ন রঙ এর মিশ্রণ ব্যবহার করা)
১৫. মাল্য-গ্রন্থনা-বিকল্প (ফুল দিয়ে মালা গাঁথা ও অলংকার তৈরি করা)
১৬. শেখরকাপীড় যোজন (মস্তকের ভূষণ বানানো)
১৭. নেপথ্যযোগ (বিচিত্র পরিচ্ছদ ও সজ্জা গ্রহণ করা)
১৮. কর্ণপত্রভঙ্গ (কানের দুল বানানো)
১৯. সুগন্ধযুক্তি (গন্ধদ্রব্য প্রস্তুত করা)
২০. ভূষণযোজন (অলংকার পরা)
২১. ঐন্দ্রজাল (জাদুবিদ্যা)
২২. কৌচুমার (রূপচর্চা)
২৩. হস্তলাঘব (হাতের কাজে দক্ষতা বাড়ানো)
২৪. বিচিত্র শাকযূষ ভক্ষ্য বিকারক্রিয়া (সুস্বাদু খাদ্য প্রস্তুত করা)
২৫. পানক রস রাগসভা যোজন (সুপেয় পানীয় তৈরি করা)
২৬. সূচিবাণ কর্ম (সূচ-সুতার কাজ করা)
২৭. সূত্রক্রীড়া (নালীর ভিতরে সুতা ভেদ করানো)
২৮. বীণাডমরুকবাদ্য (বীণা ও ডমরু বাদন করা)
২৯. প্রহেলিকা (অর্থ অস্পষ্ট রেখে কাব্য রচনা করা)
৩০. দুর্বাচকযোগ (কঠিন ভাষার প্রয়োগ করা যা অন্যরা সহজে বুঝতে না পারে)
৩১. পুস্তকবচন (সুর করে পুস্তকপাঠ করা)
৩২. নাটিকাখ্যায়িকাদর্শন (নাটক বিষয়ক জ্ঞান)
৩৩. কাব্যসমস্যাপূরণ (কাব্যের একাংশ থেকে অবশিষ্ট চরণাদি রচনা করা)
৩৪. পট্টিকাবেত্রবয়নবিকল্প (বেত বয়নের শিল্প)
৩৫. তক্ষকর্ম (সুতা তৈরি করা)
৩৬. তক্ষণ (কাঠের শিল্প)
৩৭. বাস্তুবিদ্যা (গৃহনির্মাণবিদ্যা)
৩৮. রৌপ্যরত্নপরীক্ষা (রূপা ও অন্যান্য ধাতুর পরীক্ষা ও ব্যবহার করার জ্ঞান)
৩৯. ধাতুবাদ (ধাতুর পাতন, শোধন ও ব্যবহার জ্ঞান)
৪০. মণিরাগজ্ঞান (স্ফটিকাদি মণির ব্যবহার জ্ঞান)
৪১. আকরজ্ঞান (খনি বিষয়ক জ্ঞান)
৪২. বৃক্ষায়ুর্বেদযোগ (বৃক্ষরোপণ ও যত্ন নেওয়া)
৪৩. মেষ-কুক্কুট-লাবক যুদ্ধবিধি (ভেড়া, মোরগ প্রভৃতিকে যুদ্ধ শেখানো এবং তা দিয়ে খেলা দেখানো)
৪৪. শুক সারিকা প্রলাপন (টিয়ে-ময়না প্রভৃতি
পাখিকে কথা শেখানো)
৪৫. উৎসাদন (প্রসাধনক্রিয়া)
৪৬. কেশমার্জন কৌশল (চুল আঁচড়ানো)
৪৭. অক্ষরমুষ্টিকাকথন (সাংকেতিক লিখনপদ্ধতি)
৪৮. ধারণমাতৃকা (শ্রুতিধর হওয়ার উপায়)
৪৯. দেশভাষাজ্ঞান (বিভিন্ন অঞ্চলের ভাষার জ্ঞান)
৫০. নিমিত্তজ্ঞান (নিমিত্ত অবলম্বন পূর্বক বলতে পারা)
৫১. যন্ত্রমাতৃকা (যন্ত্রের ব্যবহারিক জ্ঞান)
৫২. ম্লেচ্ছিতকুতর্কবিকল্প (জটিল শব্দের দ্বারা অর্থ অস্পষ্ট করে প্রকাশ করা)
৫৩. সংবাচ্য (কথোপকথন)
৫৪. মানসী কাব্য ক্রিয়া (মনে মনে কবিতা রচনা করা)
৫৫. ক্রিয়াবিকল্প (রোগ প্রতিকার)
৫৬. ছলিতকযোগ (ছদ্মবেশ ধারণ)
৫৭. অভিধানকোষ ছন্দোজ্ঞান (শব্দের সঠিক অর্থ জানা)
৫৮. বস্ত্রগোপন (বস্ত্র পরিধানের কৌশল)
৫৯. দ্যূতবিশেষ (তাস খেলা)
৬০. আকর্ষক্রীড়া (পাশা খেলা)
৬১. বালক্রীড়নক (ছেলেদের খেলার সামগ্রী নির্মাণ)
৬২. বৈনয়িকীবিদ্যা (বন্য প্রাণী পোষ মানানো ও খেলা শেখানো)
৬৩. বৈজয়িকীবিদ্যা (বিজয় লাভের বিদ্যা)
৬৪. বৈয়ামিকীবিদ্যা (ব্যায়াম ও শরীরচর্চা)

তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও উইকিপিডিয়া

14/05/2022

#মা_সম্পর্কে_১০১টি_সেরা_উক্তি

১. "যে গর্ভ তোমাকে ধারন করেছে সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য কর ও শ্রদ্ধা নিবেদন কর।" – আল কুরআন

২. "যার মা আছে সে কখনই গরীব নয়।" – আব্রাহাম লিংকন

৩. "সন্তানেরা ধারালো চাকুর মত। তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়। আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।" – জোয়ান হেরিস

৪. "আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ।" – এলেন ডে জেনেরিস

৫. "কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়-একবার তার সন্তানের জন্য আরেকবার নিজের জন্য।" – সোফিয়া লরেন

৬. "আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি। আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই।" – মিশেল ওবামা

৭. "মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে এক সময়।" – নোরা এফ্রন

৮. "সম্ভবত আমার দেখা সবচেয়ে আবেদনময়ী আমার মা।" – শিয়া লাবেউফ

৯. "আমার মা মনে করেন আমিই সেরা আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি।" – দিয়াগো ম্যারাডোনা

১০. "তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো।" – নেপোলিয়ন বোনাপার্ট

১১. "মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনাসুদে অকৃত্রিম ভালোবাসা।" – হুমায়ূন আহমেদ

১২. “মা‌য়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।” - মহানবী হজরত মুহম্মদ (স.)

১৩. “ভালোবাসা যদি ফুলের মতো মিষ্টি হয়, তবে আমার মা সেই ভালোবাসার মিষ্টি ফুল।” – স্টিভি ওয়ান্ডার

১৪. “মা সকল ক্ষেত্রে সকল পরিবেশেই মা।” – লেডি বার্নার্ড

১৫. "আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল।" – জর্জ ওয়াশিংটন

১৬. "মা যেমন তাঁর নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে।" – গৌতম বুদ্ধ

১৭. "মায়ের অভিশাপ কখনো সন্তানের গায়ে লাগেনা। দোয়া গায়ে লাগে, অভিশাপ গায়ে লাগেনা। হাঁসের গায়ের পানির মত অভিশাপ ঝরে পড়ে যায়।" – হুমায়ূন আহমেদ

১৮. “মায়ের ভালোবাসা যে কোনও তাজা ফুলের চেয়ে সুন্দর।” - দেবাশীষ মৃধা

১৯. “একজন মা এবং তার সন্তানের মধ্যে বন্ধন, পৃথিবীর একমাত্র প্রকৃত এবং বিশুদ্ধতম বন্ধন।” – আমা এইচ ভানিয়ারাচ্চি

২০. “আমার মা বিস্ময়কর আর আমার কাছে উৎকর্ষতার আরেক নাম।” - মাইকেল জ্যাকসন

২১. “মাতৃত্ব: যেখানে সমস্ত ভালোবাসার শুরু এবং শেষ।” – ভরবার্ট ব্রাউনিং

২২. “একজন মা হলেন তিনি, যিনি অন্য সকলের স্থান নিতে পারেন কিন্তু যার স্থান অন্য কেউ নিতে পারে না।” – কার্ডিনাল মারমিলোড

২৩. “এমন সময় ছিল যখন আমার খুব বেশি বন্ধু ছিল না। কিন্তু আমার মা সবসময় আমার বন্ধু ছিলেন।” – টেইলর সুইফ্ট

২৪. "পৃথিবীতে সব নারীদের ডাক উপেক্ষা করা যায়, কিন্তু 'মা' এর ডাক উপেক্ষা করার ক্ষমতা প্রকৃতি আমাদের দেয়নি।" - হুমায়ুন আহমেদ

২৫. "একজন মায়ের হৃদয় একটি গভীর অতল গহ্বরের মত যার তলদেশে আপনি সর্বদা ক্ষমা পাবেন।" - অনরি ডি বেলজাক

২৬. "আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি কি ছিলো? আমি জানি না অন্য কে কি বলবে। আমি নিশ্চিত করে বলতে পারি এবং যে কোন পরিস্থিতিতে বলবো, আমার সবচেয়ে বড় শক্তি ছিলো আমার মায়ের দোয়া।" - মেয়র আনিসুল হক

২৭. "সন্তানের উত্তম আচরণ ও শ্রদ্ধা পাওয়ার সবচেয়ে বেশি অধিকারী হচ্ছেন - মা।" - মহানবী (স.)

২৮. “আমার মা সমগ্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ মা। আমার স্বপ্নকে সত্যি করার জন্য, তিনি সবকিছু করেছেন।” – জোশ হাচারসন

২৯. “জীবনে এমন কোন জিনিস নেই যা মাতৃত্বের চেয়ে বেশী গুরুত্বপূর্ণ।” – রাসেল ব্যালার্ড

৩০. “আমার মা আমার মূল, আমার ভিত্তি। তিনি সেই বীজ রোপণ করেছিলেন যেটির উপর আমি আমার জীবনের ভিত্তি গড়ে ছিলাম।” – মাইকেল জর্ডন

৩১. “মায়েরা কখনই অবসর গ্রহণ করেন না, তার সন্তানদের বয়স যতোই হোক না কেন, তিনি সর্বদাই একজন মা। সর্বদা তার সন্তানদেরকে যে কোনও উপায়ে উৎসাহিত করতে এবং সাহায্য করতে তিনি ইচ্ছুক!” – ক্যাথরিন পালসিফার

৩২. “মা এমন একজন মহিলা, যিনি অন্ধকার দেখলেই আলো দেখান।” – গ্রিমালডোস রবিন

৩৩. “আমি যা আছি, বা হওয়ার আশা করি, তার জন্য আমি আমার দেবদূত মায়ের কাছে ঋণী।” – আব্রাহাম লিঙ্কন

৩৪. "একজন মা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে মূল্যবান এবং মূল্যবান।" - ভায়োলেট জেমস

৩৫. "খাটি সোনাকে আরও বেশি খাটি করা সম্ভব, কিন্তু মায়ের সৌন্দর্যকে এর থেকে বেশি সুন্দর করা অসম্ভব" - মহাত্মা গান্ধী

৩৬. "চোখ খুলে মমতাময়ী মায়ের মুখটির প্রেমে পড়ার মধ্য দিয়েই শুরু হয় জীবন।" - জর্জ এলিয়ট

৩৭. "মায়ের ভালোবাসা এতোটাই শক্তিশালী যে এটি সবসময় নিজের চিহ্ন রেখে যায়। এতো বেশি গভীর আর শক্তিধর সেই ভালোবাসা, যা সারাজীবন সুরক্ষা কবজের মতো আমাদের ঘিরে থাকে।" - জেকে রাউলিং

৩৮. "মা এমন একজন যার ওপর মানুষ নির্ভর করে না, বরং নির্ভর করতে বাধ্য হয়।" - ডোরোথি ক্যানফিল্ড ফিশার

৩৯. "মা সব কিছু ক্ষমা করে দেন। পৃথিবীর সবাই ছেড়ে গেলেও মা কখনো সন্তানকে ছেড়ে যান না"। - লুসিয়া মে অরকট

৪০. "মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না।" - ফকির আলমগীর

৪১. "মানুষের জীবনে মা যে কারো ভূমিকায় হাজির হতে পারেন, কিন্তু অন্য কারো পক্ষে মায়ের ভূমিকায় হাজির হওয়া সম্ভব না।" – গ্যাসপার মেমিলড

৪২. "মা হচ্ছেন জগজ্জননী। তার চেয়ে শান্তির ঠিকানা আর কোথাও নেই।" - রবীন্দ্রনাথ ঠাকুর

৪৩. "যেখানেতে দেখি যাহা, মা-এর মতন আহা,
একটি কথায় এত সুধা মেশা নাই,
মায়ের মতন এত, আদর সোহাগ সে তো,
আর কোনোখানে কেহ পাইবে না ভাই।" - কাজী নজরুল ইসলাম

৪৪. “শুধুমাত্র মায়েরাই ভবিষ্যতের কথা ভাবতে পারে কারণ তারা তাদের সন্তানদের মধ্যে এটি জন্ম দেয়।” - ম্যাক্সিম গ্রোস্কি

৪৫. "মায়ের গায়ে একটা গন্ধ আছে । ঘামে ভেজা হোক বা কোনো সুগন্ধি হোক এর একটা নির্দিষ্ট ঘ্রাণ আছে । শুধুমাত্র শিশুরা সেই গন্ধ পায়।" -হুমায়ূন আহমেদ

৪৬. ‘‘পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু-বান্ধব, আত্মীয়- স্বজন ও শুভাকাঙ্ক্ষী থাকবে, কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই খুঁজে পাবে, যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যত নিয়েই ভাবে, আর তিনি হলেন মা।” - রেদোয়ান মাসুদ

৪৭. "একটি শিশুর কানের কাছে, 'মা' যে কোনও ভাষায় যাদু।" - আর্লেন বেনেডিক্ট

৪৮. "অধিকাংশ মায়েরাই সহজাত দার্শনিক।" - হ্যারিয়েট বিচার স্টো

৪৯. "সন্তানদের জীবনে একজন মায়ের প্রভাব হিসাব-নিকাশের বাইরে।" - জেমস ফাউস্ট

৫০. "বাড়ির হৃদস্পন্দন হলো মা – তাকে ছাড়া বাড়ি মনে হয় – হৃদস্পন্দনহীন।" — লেরয় ব্রাউনলো

৫১. "একজন মায়ের ভালবাসা এমন একটি জিনিস যা কেউ ব্যাখ্যা করতে পারে না, এটি গভীর ভক্তি এবং ত্যাগ এবং বেদনা দিয়ে তৈরি, এটি অন্তহীন এবং নিঃস্বার্থ এবং স্থায়ী হয়ে আসা, কারণ কিছুই এটিকে ধ্বংস করতে বা সেই ভালবাসা কেড়ে নিতে পারে না।" - হেলেন স্টেইনার রাইস

৫২. “বিবর্তন যদি সত্যি হয়, তাহলে মায়েদের হাত দুটো কেন?” – রবার্ট ব্রেল্ট

৫৩. "মা হলো স্নেহের ভান্ডার, যা কখনও নিঃশেষ হয় না।" — রেদোয়ান মাসুদ

৫৩. "মায়ের প্রতি ভক্তিদৃষ্টি হতে কিছু পুণ্য হতে পারে না। প্রতিবার মায়ের দিকে যত্নের দৃষ্টিতে তাকানোর জন্য একটি কবুল হজ্জের সাওয়াব লিখে দেয়া হয়।" — বুখারি শরিফ

৫৪. "মা হচ্ছে সন্তানের আদর্শ বিদ্যা নিকেতন। মায়ের আদর অতুলনীয়। মা হতে গিয়ে যে মারা যায় ইসলামে তাকে শহীদের মর্যাদা দিয়েছে।" — বুখারি শরিফ

৫৫. “প্রতিটি বিখ্যাত এবং প্রভাবশালী ব্যক্তির পিছনে একটি চালিকা শক্তি থাকে এবং অনেক ক্ষেত্রে এই চালিকা শক্তি তাদের মায়েদের অবিরাম ভালোবাসা এবং সমর্থন।” – লিসা ভ্যালেন্টাইন

৫৬. “একজন ভালো মা একশো স্কুলমাস্টারের সমান।” – জর্জ হারবার্ট

৫৭. “মা: মানবজাতির ঠোঁটে সবচেয়ে সুন্দর শব্দ।” – কাহিল জিবরান

৫৮. "মা হলো ছোট্ট একটি শব্দ। একটি পৃথিবী। শুধু পৃথিবী নয়, ত্রিভুবন। স্বর্গাদপী গরীয়সী। শুধু এক বার মা বলে ডাকলেই এক স্বর্গীয় পুণ্যে হৃদয় মন অমিয় সুধায় প্লাবিত হয়। মা ত্রিভুবনে সবচেয়ে মধুর তম শব্দ। তাই মা'ই বসুন্ধরা, মা'ই ছায়া, মা'ই মায়া। মা এক মমতার আধাঁর।" - দিলারা হোসেন

৫৯. “একজন মায়ের বাহু কোমলতা দিয়ে তৈরি এবং শিশুরা তার মধ্যে নিশ্চিন্তে ঘুমাতে পারে।” – ভিক্টর হুগো

৬০. “সন্তানরা মায়ের জীবনের নোঙর।” – সোফোক্লেস

৬১. “ধন্য সেই পুত্র, যার মায়ের প্রতি বিশ্বাস অপ্রতিদ্বন্দ্বী থাকে।” – লুইসা মে অ্যালকট

৬২. “আপনার সমস্ত গল্পের পিছনে সবসময় আপনার মায়ের গল্প থাকে, কারণ তাঁর থেকেই আপনার শুরু হয়।” – মিচ অ্যালবম

৬৩. “মায়েরা জোয়ারের মতোই নিরলস। তারা আমাদের শুধু অনুশীলনের দিকেই চালিত করে না, তারা আমাদেরকে মহত্ত্বের দিকেও চালিত করে।” – স্টিভ রুশিন

৬৪. "মা হচ্ছেন প্রকৃতির মতো। যেকোন পরিস্থিতিতে তিনি তার সন্তানের প্রশংসা করেন।" - ডা. দেবীদাস মৃধা

৬৫. "আমরা ভালোবাসায় জন্মগ্রহণ করেছি; ভালোবাসা আমাদের মা।" - রুমি

৬৬. "যদি আমি পছন্দ করি এমন লোকেদের একটি তালিকা তৈরি করি, মা সম্ভবত এটির অর্ধেক পূরণ করবেন। সে যেকোন কিছু এবং সবকিছু করতে পারে।" - প্যাটসি ক্লাইন

৬৭. "একজন নিখুঁত মা হওয়ার কোন উপায় নেই এবং ভাল হওয়ার লক্ষ লক্ষ উপায় নেই।"
- জিল চার্চিল

৬৮. "আমাদের সবচেয়ে লালিত প্রিয়জন, সীমাহীন প্রেমময় যত্ন প্রদান করে। কারণ তোমার ভালোবাসা নিঃশর্ত। আমাদের জয়ে তুমি আনন্দিত, আমাদের দুঃখে দুঃখী। আমাদের জন্য নিজেকে উৎসর্গ কর। তুমি সর্বকালের সবচেয়ে অসামান্য মা।" - আরমান্ড ডাঙ্ক

৬৯. "যখন তোমার মা জিজ্ঞেস করে, 'তুমি কি উপদেশ চাও?' এটা নিছক আনুষ্ঠানিকতা। আপনি হ্যাঁ বা না উত্তর দিলে কিছু যায় আসে না। আপনি যাইহোক এটি পেতে যাচ্ছেন।" - এরমা বোম্বেক

৭০. "মায়ের ভালোবাসাই সেই জ্বালানি যা একজন সাধারণ মানুষকে অসাধ্য সাধন করতে সক্ষম করে।" - মেরিয়ন সি গ্যারেটি

৭১. "আমার মা আমার হৃদয়ে আরাম, সুখ এবং সত্তার একটি অন্তহীন গান। কথাগুলো হয়তো মাঝে মাঝে ভুলে যাই, কিন্তু সুরটা মনে পড়ে।" - টেরি গুইলেমেটস

৭২. "আমার মা সর্বদাই আমার আবেগের ব্যারোমিটার এবং আমার নির্দেশিকা। আমি যথেষ্ট ভাগ্যবান ছিলাম যে একজন মহিলা পেয়েছিলাম যিনি সত্যিকার অর্থে আমাকে সবকিছুতে সাহায্য করেছিলেন।" - এমা স্টোন

৭৩. "একজন মায়ের সুখ একটি বাতিঘরের মতো, যা ভবিষ্যত আলোকিত করে তবে প্রিয় স্মৃতির ছদ্মবেশে অতীতেও প্রতিফলিত হয়।" - অনার ডি বালজাক

৭৪. "সন্তানের প্রতি মায়ের ভালোবাসা পৃথিবীর আর কিছুতেই নেই। এটা কোন আইন, কোন করুণা জানে না। এটি সমস্ত কিছুতে সাহস করে এবং তার পথে দাঁড়িয়ে থাকা সমস্ত কিছুকে অনুতাপহীনভাবে চূর্ণ করে দেয়।" - আগাথা ক্রিস্টি

৭৫. "একজন মা হলেন তিনি যিনি আপনার হৃদয়কে প্রথম স্থানে পূর্ণ করেন।" - অ্যামি ট্যান

৭৬. "যৌবন ম্লান হয়ে যায়; প্রেম ঝরে যায়; বন্ধুত্বের পাতা ঝরে যায়; একজন মায়ের গোপন আশা তাদের সবাইকে ছাড়িয়ে যায়।" - অলিভার ওয়েন্ডেল হোমস

৭৭. "আমি যত বড় হচ্ছি, ততই আমি সেই যুবতী, আমার মায়ের শক্তি দেখতে পাচ্ছি।" - শ্যারন ওল্ডস

৭৮. "মহিলাদের সমস্ত অধিকারের মধ্যে সবচেয়ে বড় হলেন 'মা' হওয়া।" - লিন ইউতাং

৭৯. "একজন পূর্ণ-সময়ের মা হওয়া হল সর্বোচ্চ বেতনের চাকরির মধ্যে একটি... যেহেতু পেমেন্ট বিশুদ্ধ ভালোবাসা।" - মিলড্রেড ভার্মন্ট

৮০. "আমি একজন মায়ের কাছে বড় হতে পেরেছি যিনি আমাকে বিশ্বাস করতে শিখিয়েছেন।" - আন্তোনিও ভিলারাইগোসা

৮১. "আমার মা সবসময়ই আমার মেরুদণ্ডের মতো। সে আমাকে শক্তিশালী রাখে। তিনি একজন মা, একজন বন্ধু। তিনি সত্যিই আমার সবকিছু।" - এরিন লডার

৮২. "আমার মা আমাকে অনুপ্রেরণা এবং সাহসের শক্তি সম্পর্কে শিখিয়েছিলেন এবং তিনি এটি একটি শক্তি এবং আবেগের সাথে করেছিলেন যা আমি বোতলজাত করতে চাই।" - কার্লি ফিওরিনা

৮৩. "রাজার রাজদণ্ডের চেয়ে মায়ের হাতে শক্তি বেশি।" - বিলি সানডে

৮৪. "একজন মা শিশুর জন্মের অনেক পরেও শ্রম দিতে থাকেন।" - লিসা জো বেকার

৮৫. "একটি অলৌকিক ঘটনা মাতৃত্ব এবং জন্মদান বর্ণনা করার একমাত্র উপায়। এটা অবিশ্বাস্য যে কিভাবে ঈশ্বর আমাদের নারী এবং শিশুদের সহ্য করার জন্য এবং এত কিছু করতে সক্ষম করেছেন। একটি অলৌকিক ঘটনা, সত্যিই... যেন একটি অবিশ্বাস্য আশীর্বাদ।" - জেনি ফিঞ্চ

৮৬. "মাতৃত্বের স্বাভাবিক অবস্থা হল নিঃস্বার্থ। আপনি যখন মা হন, আপনি আর আপনার নিজের মহাবিশ্বের কেন্দ্রে থাকবেন না। আপনি আপনার সন্তানদের কাছে সেই অবস্থানটি ত্যাগ করেন।" - জেসিকা ল্যাঞ্জ

৮৭. "তুমি ছিলে আমার বাড়ি, মা। তুমি ছাড়া আমার কোনো বাড়ি ছিল না।" - জ্যানেট ফিচ

৮৮. "আমি নিজেকে ভয়ংকরভাবে আত্মবিশ্বাসী মানুষ হিসেবে ভাবি না। কিন্তু আমার বেঁচে থাকার একটা ব্যবস্থা আছে যেটা আমার মা আমার মধ্যে স্থাপন করেছিলেন।" - নাওমি ওয়াটস

৮৯. "শেষ পর্যন্ত, মায়েরা সবসময় সঠিক। আর কেউ সত্য বলে না।" - র‌্যান্ডি সুসান মেয়ার্স

৯০. "যে মহিলা আমার সেরা বন্ধু, আমার শিক্ষক, আমার সবকিছু: মা।" - সান্দ্রা ভিসার

৯১. "মা হচ্ছেন জীবনের শ্রেষ্ঠ চিয়ারলিডার, যার কোনো ইউনিফরম দরকার নেই।" —রিচেল গুডরিচ

৯২. “মা, মা-ই তার অন্য কোন রূপ নেই।” - জন গে

৯৩. “এমন কোনো মহান ব্যক্তি ছিলেন না, যার একজন মহান মা না-ছিল।" - অলিভার স্রেইনার

৯৪. “মানুষ তা-ই যা তার মা তাকে বানায়।” - রালফ ওয়ালডো এমারসন

৯৫. "মানুষ যখন ভয় পায়, যখন বিপদে পড়ে, যখন মনে হয় একা তখন ভয়ার্ত শিশুর মতো মাকেই আঁকড়ে ধরে।" - শীর্ষেন্দু মুখোপাধ্যায়

৯৬. "আমি বোকা হতে পারি, অখ্যাত হতে পারি, অনেক খারাপ ছাত্র হতে পারি, দেখতে অনেক কালো হতে পারি, কিন্তু আমার মায়ের কাছে আমিই শ্রেষ্ঠ সন্তান।" - মার্চ এন্ডার

৯৭. "পৃথিবীর কোনও শক্তি, সৌন্দর্য কিংবা বীরত্ব মায়ের ভালোবাসা প্রকাশ করার জন্য যথেষ্ট নয়।" - এডউইন চ্যাপিন

৯৮. "মায়ের চোখে তাকালেই পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ আর নিখাদ ভালোবাসা খুঁজে পাওয়া যায়।" - মিচ আলবোম

৯৯. "মায়ের ভালোবাসাতেই শান্তি। এটা অর্জন করতে হয় না। এটার জন্য যোগ্যও হতে হয় না।" - এরিচ ফ্রম

১০০. "পৃথিবীর সবচেয়ে দক্ষ অলরাউন্ডার আমাদের এই মায়েরাই।" - সাকিব আল হাসান

১০১. "এক প্রেমিকা তার প্রেমিককে পরীক্ষা করার জন্য বলল, তোমার ভালোবাসার পরীক্ষা নিতে চাই আমি! প্রেমিক বলল, কী পরীক্ষা নেবে? সব পরীক্ষার জন্য আমি প্রস্তুত। প্রেমিকা বলল, তোমার মায়ের হৃৎপিণ্ডটা নিয়ে আসো…! প্রেমে অন্ধ ছেলেটি ছুটল মায়ের কাছে! মাকে হত্যা করে তার হৃৎপিণ্ড নিয়ে ছুটল প্রেমিকার কাছে, ভালোবাসার পরীক্ষায় পাস করতে…! পথে হঠাৎ আছড়ে পড়ল ছেলেটি। হাত থেকে ফসকে গেল মায়ের তাজা হৃৎপিণ্ডটা! ছেলেটি খুঁজে পেয়ে মায়ের হৃৎপিণ্ড হাতে নিল। তখনো ধক ধক করছে মায়ের হৃৎপিণ্ড। হাতে নিতেই তা বলে উঠল, ব্যথা পেলি খোকা?" - চীনের একটা পৌরাণিক গল্প

©অধ্যয়ন_অধ্যায়

2022
02/01/2022

2022

ব্যাংক:বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের ব্যাংকসমূহকে মূলত দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে; তালিক...
18/12/2021

ব্যাংক:
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের ব্যাংকসমূহকে মূলত দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে; তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত ব্যাংক। ৬টি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক, ৪৩টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, ৩টি বিশেষায়িত ব্যাংক ও ৯টি বিদেশি ব্যাংকসহ বাংলাদেশে মোট তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ৬১টি এবং অ-তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ৫টি। সুতরাং বাংলাদেশ ব্যাংকসহ বাংলাদেশে মোট ব্যাংকের সংখ্যা ৬৭টি।

প্রকারভেদ:
পৃথিবীতে বিভিন্ন ধরনের ব্যাংক দেখা যায়। কাজের ধরন, পরিচালনা পদ্ধতি ও নীতিমালার উপর ভিত্তি করে পৃথিবীতে বিভিন্ন রকম ব্যাংক ও ব্যাংকিং ব্যবস্থা দেখা যায়। এদের মধ্যে উল্ল্যেখযোগ্য হল:

>বাণিজ্যিক ব্যাংক
>বিনিয়োগ ব্যাংক
>মার্চেন্ট ব্যাংক
>বিশেষায়িত ব্যাংক
>সমবায় ব্যাংক
>সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক
>কমিউনিটি উন্নয়ন ব্যাংক
>ইসলামী ব্যাংক
>অফশোর ব্যাংক

ব্যাংকের পদবিসমূহ:
>অফিসার (ক্যাশ ও জেনারেল)
>সিনিয়র অফিসার
>প্রিন্সিপাল অফিসার
>সিনিয়র প্রিন্সিপাল অফিসার
>সহকারী মহাব্যবস্থাপক (AGM)
>উপ-মহাব্যবস্থাপক (DGM)
>মহা-ব্যবস্থাপক (GM)
>উপ-পরিচালক (DMD)
>পরিচালক (MD)

কেন্দ্রীয় ব্যাংক:
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এটি বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে। রাষ্ট্রের পক্ষে এটি দেশের ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানসমূহেকে নিয়ন্ত্রণ করে থাকে। দেশের মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিরূপিত ও পরিচালিত হয়। এটি দেশের বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ করে থাকে। এছাড়া এটি বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশী টাকার বিনিময় হার নির্ধারণ করে। ১ টাকা, ২ টাকা এবং ৫ টাকার কাগুজে নোট ব্যতীত সকল কাগুজে নোট মুদ্রণ এবং বাজারে প্রবর্তন এই ব্যাংকের অন্যতম দায়িত্ব। এছাড়া এটি সরকারের কোষাগারের দায়িত্বও পালন করে থাকে।

প্রধান কার্যালয়-মতিঝিল, ঢাকা
প্রতিষ্ঠিত-১৬ ডিসেম্বর ১৯৭১; ৪৯ বছর আগে
গভর্নর-ফজলে কবির
মুদ্রা-টাকা, BDT (আইএসও ৪২১৭)
সঞ্চয়-$৪৬.৩৯১ বিলিয়ন (জুন ২০২১)
পূর্বসূরি-স্টেট ব্যাংক অব পাকিস্তান
ওয়েবসাইট-বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক এর প্রধান কার্যালয়সহ আরও ১০টি শাখা কার্যালয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছে। এর প্রধান কার্যালয় রাজধানী ঢাকার মতিঝিলে অবস্থিত।

শাখা কার্যালয়সমূহ হচ্ছে:
>মতিঝিল
>সদরঘাট
>বগুড়া
>চট্টগ্রাম
>রাজশাহী
>বরিশাল
>খুলনা
>সিলেট
>রংপুর
>ময়মনসিংহ

এছাড়াও বাংলাদেশ ব্যাংকের একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, যেটি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি নামে পরিচিত। প্রশিক্ষণ কেন্দ্রটি ঢাকার মিরপুরে অবস্থিত।

★তালিকাভুক্ত ব্যাংক:

রাষ্ট্রয়াত্ত বাণিজ্যিক ব্যাংক :
বাংলাদেশে ৬টি রাষ্ট্রয়াত্ত বাণিজ্যিক ব্যাংক রয়েছে, যেগুলোর শতভাগ অথবা প্রায় শতভাগ মালিকানা বাংলাদেশ সরকারের।

১। সোনালী ব্যাংক লিমিটেড (১৯৭২)
শাখা- ১২২৭টি, প্রধান কার্যালয়-৩৫-৪২, ৪৪ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।

২। জনতা ব্যাংক লিমিটেড (১৯৭২)
শাখা-৯১৭টি, প্রধান কার্যালয়-জনতা ভবন, ১১০, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।

৩। অগ্রণী ব্যাংক লিমিটেড (১৯৭২)
শাখা-৯৬০টি, প্রধান কার্যালয়-৯/ডি, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।

৪। রূপালী ব্যাংক লিমিটেড (১৯৭২)
শাখা-৫৮৩টি, প্রধান কার্যালয়-৩৪, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।

৫। বেসিক ব্যাংক লিমিটেড (১৯৮৮)
শাখা-৭২টি , প্রধান কার্যালয়-১৯৫, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।

৬। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (২০০৯)
শাখা- ৪৬টি, প্রধান কার্যালয়-৮, রাজউক এভিনিউ, ঢাকা-১০০০।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক:
বাংলাদেশে ৪৩টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক রয়েছে, যেগুলোর বেশিরভাগ বা সমস্ত শেয়ার বা মালিকানা রয়েছে ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের হাতে। ব্যাংকিং কার্যক্রমের ভিত্তিতে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকসমূহ দুই ভাগে বিভক্ত; সাধারণ ও ইসলামী ব্যাংক।

সাধারণ:
বাংলাদেশে পরিচালিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ৩৩টি ব্যাংক প্রথাগত বা সাধারণ ব্যাংকিং কার্যক্রম করে থাকে।

১। পূবালী ব্যাংক লিমিটেড (১৯৫৯)
শাখা-৪৮২টি, প্রধান কার্যালয়-২৬, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা।

২। উত্তরা ব্যাংক লিমিটেড (১৯৬৫)
শাখা-২৩৯টি, প্রধান কার্যালয়-৯০, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।

৩। এবি ব্যাংক লিমিটেড (১৯৮২)
শাখা-১০৩টি, প্রধান কার্যালয়- )৩০-৩১ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা।

৪। আইএফআইসি ব্যাংক লিমিটেড (১৯৮৩)
শাখা-১৪৮টি, প্রধান কার্যালয়-৬১ পুরানা পল্টন, ঢাকা।

৫। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (১৯৮৩)
শাখা-১৮৯টি, প্রধান কার্যালয়-৩৪ গুলশান এভিনিউ, ঢাকা।

৬। সিটি ব্যাংক লিমিটেড (১৯৮৩)
শাখা-১৩২টি, প্রধান কার্যালয়-১৩৬, গুলশান এভিনিউ, ঢাকা।

৭। এনসিসি ব্যাংক লিমিটেড (১৯৮৫)
শাখা-১২১টি, প্রধান কার্যালয়-এনসিসি ব্যাংক ভবন, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।

৮। ইস্টার্ন ব্যাংক লিমিটেড (১৯৯২)
শাখা-৮৫টি, প্রধান কার্যালয়-১০০ গুলশান এভিনিউ, ঢাকা।

৯। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (১৯৯৫)
শাখা-১৯৫টি, প্রধান কার্যালয়- মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।

১০। ঢাকা ব্যাংক লিমিটেড (১৯৯৫)
শাখা-১০৫টি, প্রধান কার্যালয়-৩৬, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা।

১১। প্রাইম ব্যাংক লিমিটেড (১৯৯৫)
শাখা-১৪৬টি, প্রধান কার্যালয়-১১৯-১২০, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।

১২। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (১৯৯৫)
শাখা-১২৪টি, প্রধান কার্যালয়-২৬ গুলশান এভিনিউ, ঢাকা।

১৩। সাউথইস্ট ব্যাংক লিমিটেড (১৯৯৫)
শাখা-১৩৭টি, প্রধান কার্যালয়-৫২-৫৩, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা।

১৪। বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (১৯৯৮)
শাখা-৬৭টি, প্রধান কার্যালয়- ইউনূস ট্রেড সেন্টার, ৫২-৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।

১৫। ওয়ান ব্যাংক লিমিটেড (১৯৯৯)
শাখা-১০৫টি, প্রধান কার্যালয়-৪৬, কাওরান বাজার, ঢাকা।

১৬। ট্রাস্ট ব্যাংক লিমিটেড (১৯৯৯)
শাখা-১১৩টি, প্রধান কার্যালয়-৩৬, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা।

১৭। ন্যাশনাল ব্যাংক লিমিটেড (১৯৯৯)
শাখা-২০৯টি, প্রধান কার্যালয়-১৮, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা।

১৮। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড (১৯৯৯)
শাখা- ১১৬টি, প্রধান কার্যালয়-৪২ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা।

১৯। ব্যাংক এশিয়া লিমিটেড (১৯৯৯)
শাখা-১২৯টি , প্রধান কার্যালয়-৩২-৩৪, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।

২০। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড (১৯৯৯)
শাখা-১৪৯টি, প্রধান কার্যালয়-৬১, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা।

২১। ব্র্যাক ব্যাংক লিমিটেড (২০০১)
শাখা-১৮৭টি, প্রধান কার্যালয়-দিলকুশা বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা।

২২। যমুনা ব্যাংক লিমিটেড (২০০১)
শাখা-১৪১টি, প্রধান কার্যালয়-২, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা।

২৩। এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (২০১৩)
শাখা- ৭৫টি, প্রধান কার্যালয়-১১৪, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।

২৪। এনআরবি ব্যাংক লিমিটেড (২০১৩)
শাখা- ৪৬টি, প্রধান কার্যালয়-৮৯, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।

২৫। পদ্মা ব্যাংক লিমিটেড (২০১৩)
শাখা-৫৭টি , প্রধান কার্যালয়-৪২, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।

২৬। মধুমতি ব্যাংক লিমিটেড (২০১৩)
শাখা-২৩টি , প্রধান কার্যালয়-৬৫-৬৬, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।

২৭। মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (২০১৩)
শাখা- ৩৪টি, প্রধান কার্যালয়-৪০/৭, গুলশান এভিনিউ, গুলশান-২, ঢাকা।

২৮। মেঘনা ব্যাংক লিমিটেড (২০১৩)
শাখা- ৪৭টি, প্রধান কার্যালয়-৬৫, গুলশান এভিনিউ, ঢাকা।

২৯। সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড (২০১৩)
শাখা- ৮৮টি, প্রধান কার্যালয়-৩৭, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা।

৩০। সীমান্ত ব্যাংক লিমিটেড (২০১৬)
শাখা -১৮টি , প্রধান কার্যালয়-সীমান্ত সম্ভার, বীর উত্তম ম. এ. রব সড়ক, সীমান্ত স্কয়ার, ঢাকা।

৩১। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড (২০১৯)
শাখা-১০টি , প্রধান কার্যালয়-পুলিশ প্লাজা কনকর্ড, গুলশান ১, ঢাকা।

৩২। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (২০২০)
প্রধান কার্যালয়-খন্দকার টাওয়ার (নিচতলা), ৯৯ গুলশান এভিনিউ, ঢাকা-১২১২।

৩৩। সিটিজেনস ব্যাংক পিএলসি (২০২০ )
অনুমোদনপ্রাপ্ত

ইসলামী:
বাংলাদেশে পরিচালিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ১০টি ব্যাংক ইসলামী ব্যাংকিং কার্যক্রম করে।

১। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (১৯৮৩)
শাখা- ৪৫০টি, প্রধান কার্যালয়- ৪০, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা।

২। আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড (১৯৮৭)
শাখা-৩৩টি , প্রধান কার্যালয়-১৩, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা।

৩ । আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড (১৯৯৫)
শাখা-১৮০টি, প্রধান কার্যালয়-৬৩, পুরানা পল্টন, ঢাকা।

৪। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডে (১৯৯৫)
শাখা-১৬৮টি, প্রধান কার্যালয়-৯০/১, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।

৫। এক্সিম ব্যাংক (বাংলাদেশ) (১৯৯৯)
শাখা-১৩১টি, প্রধান কার্যালয়-১৪২, গুলশান এভিনিউ, ঢাকা।

৬। ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেড (১৯৯৯)
শাখা-১৮৪টি, প্রধান কার্যালয়-প্লট #৩, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।

৭। শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেড (২০০১)
শাখা-১৩৪টি, প্রধান কার্যালয়-প্লট #৪, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।

৮। ইউনিয়ন ব্যাংক লিমিটেড (২০১৩)
শাখা- ৯০টি, প্রধান কার্যালয়-৭২, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।

৯ । স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড (১৯৯৯)
শাখা-১৩৮টি, প্রধান কার্যালয়-১২২-১২৪, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।

১০। গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড (২০১৩)
শাখা- ৬৯টি, প্রধান কার্যালয়-৯৮, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।

বিদেশি বাণিজ্যিক ব্যাংক :
বাংলাদেশে ৯টি বিদেশি বাণিজ্যিক ব্যাংক কর্মরত রয়েছে। এই বিদেশি বাণিজ্যিক ব্যাংকসমূহ বাংলাদেশে আঞ্চলিক কার্যালয় ও শাখা কার্যালয় খুলে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

১। সিটিব্যাংক এনএ (১৮১২)
শাখা- ৩টি, প্রধান কার্যালয়-৮, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।

২। এইচএসবিসি (১৮৬৫)
শাখা- ৭টি, প্রধান কার্যালয়-১৮৬ বীর উত্তম মীর শওকত আলী সড়ক, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা।

৩। উরি ব্যাংক (১৮৯৯)
শাখা-৬টি, প্রধান কার্যালয়-৬৫, গুলশান এভিনিউ, ঢাকা।

৪। কমার্শিয়াল ব্যাংক অব সিলন (১৯২০)
শাখা-১৪টি , প্রধান কার্যালয়-সড়ক-৫০, কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান, ঢাকা।

৫। হাবিব ব্যাংক লিমিটেড (১৯৪১)
শাখা-৭টি, প্রধান কার্যালয়-সড়ক-৩, গুলশান-১, ঢাকা।

৬। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ (১৯৪৮)
শাখা-২৩টি , প্রধান কার্যালয়-৬৭, গুলশান এভিনিউ, ঢাকা।

৭। ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান (১৯৪৯)
শাখা-৪টি, প্রধান কার্যালয়-৬৯, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।

৮। ভারতীয় স্টেট ব্যাংক (১৯৫৫)
শাখা-৬টি, প্রধান কার্যালয়-৫৭, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।

৯। ব্যাংক আলফালাহ্ (১৯৯৭)
শাখা- ৮টি, প্রধান কার্যালয়-১৬৮, গুলশান এভিনিউ, ঢাকা।

বিশেষায়িত ব্যাংক:
বাংলাদেশে ৩টি বিশেষায়িত ব্যাংক রয়েছে যেগুলোর মালিকানা বাংলাদেশ সরকারের হাতে। ব্যাংক তিনটি আলাদা আলাদা বিশেষ উদ্দেশ্য পূরণকল্পে গঠন করা হয়েছে।

১। বাংলাদেশ কৃষি ব্যাংক (১৯৭৩)
শাখা-১০৩৮টি, প্রধান কার্যালয়-৮৩-৮৫, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা।

২। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (১৯৮৭)
শাখা-৩৮৪টি, প্রধান কার্যালয়-২৭২, বনলতা বাণিজ্যিক এলাকা, রাজশাহী।

৩। প্রবাসী কল্যাণ ব্যাংক (২০১০)
শাখা-৬৪টি, প্রধান কার্যালয়-৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন, ঢাকা -১০০০।

★অ-তালিকাভুক্ত ব্যাংক:
বাংলাদেশে ৫টি অ-তালিকাভুক্ত ব্যাংক রয়েছে।

১। জুবিলী ব্যাংক (১৯১৩)
শাখা-১টি, প্রধান কার্যালয়-জানিপুর, খোকসা, কুষ্টিয়া।

২। গ্রামীণ ব্যাংক (১৯৮৩)
শাখা-২৫৬৮টি, প্রধান কার্যালয়-গ্রামীণ ব্যাংক ভবন, মিরপুর-২, ঢাকা-১২১৬।

৩। আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক (১৯৯৬)
শাখা-২৩৩টি, প্রধান কার্যালয়-১৪, আউটার সার্কলার রোড, রাজারবাগ, ঢাকা-১২১৭।

৪। কর্মসংস্থান ব্যাংক (১৯৯৮ )
শাখা-২৪৫টি, প্রধান কার্যালয়-১, রাজউক এভিনিউ, ঢাকা-১০০০।

৫। পল্লী সঞ্চয় ব্যাংক (২০১৪ )
শাখা-৪৮৫টি, প্রধান কার্যালয়-৭১-৭২, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা।

★ বাংলাদেশের সেরা ১০টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে:

১। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
২। পূবালী ব্যাংক লিমিটেড
৩। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড
৪। ন্যাশনাল ব্যাংক লিমিটেড
৫। ব্যাংক এশিয়া লিমিটেড
৬। ব্র্যাক ব্যাংক লিমিটেড
৭। সিটি ব্যাংক লিমিটেড
৮। ইস্টার্ন ব্যাংক লিমিটেড
৯। আইএফআইসি ব্যাংক লিমিটেড
১০। প্রাইম ব্যাংক লিমিটেড

#অধ্যায়ন_অধ্যায়

Address

Chandgaon
Chittagong
CHITTAGONG

Alerts

Be the first to know and let us send you an email when অধ্যয়ন অধ্যায় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অধ্যয়ন অধ্যায়:

Share