Bablu Mutsuddy

Bablu Mutsuddy I am a professional traveler and I try to present people's life and their activities - Bablu Mutsuddy

* যেখানে এক মূর্খ অসংখ্য মূর্খকে নেতৃত্ব দেয় সেখানে বা সেই জায়গায়  প্রকৃতপক্ষে কখনোই  উন্নতি সাধন হয় না। * যে সমাজে অসংখ...
15/06/2024

* যেখানে এক মূর্খ অসংখ্য মূর্খকে নেতৃত্ব দেয় সেখানে বা সেই জায়গায় প্রকৃতপক্ষে কখনোই উন্নতি সাধন হয় না।
* যে সমাজে অসংখ্য মূর্খ থাকে সেই সমাজে দুশ্চরিত, অবিনয়ী, লোভী,, কামাতুর ব্যক্তির আর্বিভাব হয়।
* সাদা খাতায় কালো কালির রং দিয়ে মুখস্ত করে পরীক্ষা দিলেই শিক্ষিত হওয়া যায় না । প্রকৃত শিক্ষিত হতে হলে মনের গহীন থেকে জ্ঞান ও বিচক্ষণতা লাগে, ন্যায়, সৎ হতে হয়।
* চোর ও দোষী ব্যক্তি সব সময় বড় গলায় চিৎকার করে থাকে এবং বলতে চায় আমি নিদোর্ষ। আসলে তার আচরনেই ধরা পড়ে সে কতটুকু নিদোর্ষ।

মালেশিয়ার Ganting Mountains,  এই জায়গাটিতে কখনো মেঘ কখনো বৃষ্টি সূর্য দেখা যায় না বললেই চলে
15/06/2024

মালেশিয়ার Ganting Mountains, এই জায়গাটিতে কখনো মেঘ কখনো বৃষ্টি সূর্য দেখা যায় না বললেই চলে

বেশি কিছু না তবে অনেক হেলদি লাঞ্চ।  #বউয়ের_দেওয়া_দুপুরের_খাবার
28/05/2024

বেশি কিছু না তবে অনেক হেলদি লাঞ্চ।
#বউয়ের_দেওয়া_দুপুরের_খাবার

বর্তমান সময়ে হার্ট, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগের হাত থেকে সুস্থ থাকার জন্য সকল প্রকার ফাস্টফুড, তেলে ভাজা খাবার, এন...
28/05/2024

বর্তমান সময়ে হার্ট, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগের হাত থেকে সুস্থ থাকার জন্য সকল প্রকার ফাস্টফুড, তেলে ভাজা খাবার, এনার্জি ড্রিংকস, চিপস, চানাচুর খাওয়া বন্ধ করুন। খিদে পেলে অল্প ভাত শাক সবজি, ডিম, মাছ, মাংস খান। ডিম খাঁটি ঘি দিয়ে ভেজে খান। দিনে ১৫ / ২০ টি বাদাম খান।
বার বার না খেয়ে খিদে পেলে দিনে দুই তিন বার খান।

অফিসের টেবিলে এরকম একটি ছোট সোনামনি গাছ থাকলে নিজের মধ্যে শীতলতা অনুভব হয়
16/05/2024

অফিসের টেবিলে এরকম একটি ছোট সোনামনি গাছ থাকলে নিজের মধ্যে শীতলতা অনুভব হয়

Stay motivated, stay consistent, and don't be afraid to make mistakes—they're a natural part of the learning process.
21/04/2024

Stay motivated, stay consistent, and don't be afraid to make mistakes—they're a natural part of the learning process.

পুরাতন খুঁজে, খুঁড়ে নতুনদের উপহার দেওয়ায় আমার কাজ
05/02/2024

পুরাতন খুঁজে, খুঁড়ে নতুনদের উপহার দেওয়ায় আমার কাজ

04/02/2024

সবার বাড়ির আশেপাশে লাগানো হোক এ ধরণের সব শাক সবজির গাছ।

থাইল্যান্ডে যে খাবারটা খুব ভালো লেগেছিলো নামটা মনে নেই। #থাইল্যান্ড
01/02/2024

থাইল্যান্ডে যে খাবারটা খুব ভালো লেগেছিলো
নামটা মনে নেই।
#থাইল্যান্ড

31/01/2024

কুয়াশাচ্ছন্ন কনকনে শীতে সুস্বাদু খেঁজুরের রস সংগ্রহ
মনিরামপুর, যশোর।
#খেজুরের_রস #খেজুরের_গুড়

গিরগিটির শরীরের অভ্যন্তরে অনেক গুলো রঙিন কোষ থাকার কারনে ওরা ঘনঘন রং বদলাতে সক্ষম। অনুরূপভাবে মানুষের মন বা চিত্তে অগনিত...
30/01/2024

গিরগিটির শরীরের অভ্যন্তরে অনেক গুলো রঙিন কোষ থাকার কারনে ওরা ঘনঘন রং বদলাতে সক্ষম। অনুরূপভাবে মানুষের মন বা চিত্তে অগনিত নানা ধরনের কুকর্মের স্বভাব জমা থাকে বলে তারাও মূহুর্তে মূহুর্তে মানসিক রং বদলাতে পারে।

29/01/2024

কনকনে শীতে যশোরের মনিরামপুরের হুরগাতি গ্রামে জব্বার মোরলের রস সংগ্রহ ও গুড় তৈরি।

17/01/2024

যশোর ও সাতক্ষীরার মাঝামাঝি একটি গ্রাম নাম তার হুরগাতি। খুব ভোর বেলা রস চাষীরা রস ভরা টিলা (মাটির পাত্র) সংগ্রহ করছে গুড় তৈরির জন্য
#খেজুরেররস #যশোর #সাতক্ষীরা

17/01/2024

বন্ধুরা স্বাগত আপনাদের আলীকদমের মারায়ংতং চূড়া ও আলীর গুহা ভ্রমণের ২য় পর্বে। এই ভিডিওটিতে মারায়ংতং পাহাড়ের সকাল বেলার ভিউ এবং আলীর গুহা অভিযান সেই সাথে এই দুদিন একরাতের ভ্রমণ খরচ সম্পর্কে সহ নানান বিস্তারিত আলোচনা থাকছে।
মারায়ংতং হিল রিসোর্ট এর যোগাযোগ নাম্বারঃ
জেসিলিন - 01852454519
01521 402177

#আলীরগুহা #মারায়নতংপাহাড়

13/01/2024

#শীতের_সকাল #খেজুরেররস #যশোর #যশোরেরমণিরামপুর

কে কে বলতে পারেন এগুলো কি জিনিস?
13/01/2024

কে কে বলতে পারেন এগুলো কি জিনিস?

12/01/2024
যশোরের হুড়গাতী গ্রামের শীতের কুয়াশামাখা ভোরে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরি।
12/01/2024

যশোরের হুড়গাতী গ্রামের শীতের কুয়াশামাখা ভোরে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরি।

প্রকৃতির শিক্ষার্থীদেরই কেবল এই হাসি হয়
11/01/2024

প্রকৃতির শিক্ষার্থীদেরই কেবল এই হাসি হয়

প্রকৃতি কতটা সুন্দর সেটা নির্ভর করে  প্রকৃতি ও পর্যবেক্ষকের আপেক্ষিকতার অনুভব থেকে।
07/01/2024

প্রকৃতি কতটা সুন্দর সেটা নির্ভর করে প্রকৃতি ও পর্যবেক্ষকের আপেক্ষিকতার অনুভব থেকে।

06/01/2024

মারায়ংতং পাহাড় ও আলী গুহা অভিযান!
বর্তমান সময়ে শীত, গ্রীষ্ম, বর্ষা যেকোন সময়ে প্রকৃতি প্রেমীদের অনন্য একটি জায়গা মারায়নতং পাহাড়। যেখানে রাতে ক্যাম্প ফায়ার এবং সকালে মেঘের সমুদ্র দেখতে দেখতে শুভ্র মেঘের বুক ভেদ করে সূর্ষ উঠার দৃশ্য দেখার জন্য প্রতিনিয়ত ছুটে যাচ্ছে মানুষ। যাওয়া আসা সহজ আর কম খরচে একটি বাজেট ট্যুর দিতে পারেন একা অথবা দল বেধেঁ।
#মারায়ংতং #মারায়নতংপাহাড়

ভ্রমণ জয় যাত্রার ট্রাভেল গ্রুপের লিংকঃ
https://web.facebook.com/groups/vhromonjoyjatra

কাজের ফাঁকে শরীরে রোদ লাগাচ্ছি । রোদ খুবই উপকারী একটা বিষয়। সপ্তাহে অন্তত ৫৫ মিনিট রোদ লাগানো উচিত। খালি শরীর হলে বেশি ...
24/12/2023

কাজের ফাঁকে শরীরে রোদ লাগাচ্ছি । রোদ খুবই উপকারী একটা বিষয়। সপ্তাহে অন্তত ৫৫ মিনিট রোদ লাগানো উচিত। খালি শরীর হলে বেশি উত্তম।

21/12/2023

আপনি মালেশিয়া ভ্রমণ করার জন্য যদি ইতোমধ্যে ই ভিসা করে থাকেন তাহলে আপনার ই ভিসাটি ভেরিফাই করে নিতে পারেন খুব সহজে।
#মালেশিয়াইভিসাভেরিফাই

20/12/2023


18/12/2023

রাঙ্গামাটি সদরের মাঝামাঝি জায়গায় ২০০০ সালের পরবর্তী সময়ে রিজার্ভ বাজার ও ঘাটের বিকল্প হিসেবে গড়ে উঠেছিল সমতা ঘাট আর সমতাঘাটকে ঘিরে গড়ে উঠেছিল বনরুপা বাজার। নানান রকমের বাহারি শাকসবজি, ফলমূল, মাছ মাংস, শুটটি ও বিভিন্ন ধরনের প্রানীজ খাবারে সজ্জিত থাকে গোটা বনরূপা বাজার ।
সপ্তাহে শনিবার ও বুধবার হলো বাজার বার আজ শনিবার তাই বাজারও বেশ জমজমাট। খুব সকাল বেলা লেকের বিস্তৃন্ন এলাকা থেকে নৌকা এসে ভিড়ে সমতাঘাটে আর একে একে নামতে থাকে বাহারি সব শাক সবজি আর প্রয়োজনীয় সব জিনিসপত্র। ঘাটেই চলে পাইকারি দরাদরি।
#রাঙ্গামাটিবনরূপাবাজার #আদিবাসীবাজার

Title: Counting My Blessings (feat. Phillip J. Moore)
Artist: Mignon Geli
Link: https://business.facebook.com/sound/collection/?sound_collection_tab=sound_tracks&asset_id=992451422054784&reference=artist_attr

আমরা বেশিরভাগ ক্ষেত্রে মানসিক অশান্তিতে ভোগে থাকি কারন আমরা ক্ষণিকের জাগতিক সুখ গুলোকে নিত্য মনে করে ধরে রাখতে চাই। শুধু...
17/12/2023

আমরা বেশিরভাগ ক্ষেত্রে মানসিক অশান্তিতে ভোগে থাকি কারন আমরা ক্ষণিকের জাগতিক সুখ গুলোকে নিত্য মনে করে ধরে রাখতে চাই। শুধু সুখ চাই, সুখ চাই কিন্তু দুঃখকে স্বীকার করতে বা মেনে নিতে চাই না। সুখ যেমন জীবনের অংশ তেমনি দুঃখও তাঁরই অংশ। তাই দুঃখকেও মেনে নিতে শিখুন ।
#আসলে_জগতে_মেনে_নিতে_পারলেই_শান্তি

রাঙ্গামাটি
16/12/2023

রাঙ্গামাটি

16/12/2023


বলুন তো এই জায়গাটি কোথায়?
16/12/2023

বলুন তো এই জায়গাটি কোথায়?

Address

Chattogram
Chittagong
4200

Alerts

Be the first to know and let us send you an email when Bablu Mutsuddy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bablu Mutsuddy:

Videos

Share


Other Digital creator in Chittagong

Show All

You may also like