Noor’s tune

Noor’s tune নীরবতার গভীর থেকে জন্ম নেয় যে শব্দ- তা গান নয়, বক্তৃতাও নয়। তা এক ধরণের ডাক, যা আত্মা শুনে, আর হৃদয় জেগে ওঠে!

ডক্টর ইউনুসের অর্গানিক একটি বিশাল জন সাপোর্ট আছে, যা বর্তমান বিএনপির কেউ গুরুত্ব এবং পাত্তাই দিচ্ছে না! প্রফেসর ইউনূসের ...
10/06/2025

ডক্টর ইউনুসের অর্গানিক একটি বিশাল জন সাপোর্ট আছে, যা বর্তমান বিএনপির কেউ গুরুত্ব এবং পাত্তাই দিচ্ছে না! প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যাওয়া মানে একটা বিশাল জনগোষ্ঠীর মানুষের কাছে বিতর্কিত হওয়া, যার ফল স্বরূপ ইউনুস পরবর্তী সময়ে তাদের আস্থা হারিয়ে ফেলা! যা বুলিবাজ নেতারাতো বুঝেইনি, তারেক রহমানও চিন্তা করেনি! অথচ বিচক্ষণ নেত্রী বেগম জিয়া যিনি এই অসুস্থ অবস্থাতেও বিষয়টি অনুধাবন করতে পেরেছেন! তিনিযে আসলেই বিচক্ষণ তার আরেকবার প্রমাণ দিয়েছেন!

আসল কথা হচ্ছে বিএনপির বেশিরভাগ নেতা কর্মী আত্মতুষ্টিতে ভুগতেছে আর তাই যা মুখে আসে তাই বলে যাচ্ছে, এতে করে বিএনপির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তার তোয়াক্কা করছে না!
অথচ সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দিনের আমলে এরা সহ সকল নেতা নেত্রীরা চুপ করে বসেছিলো, কেউ টু-শব্দটিও করার সাহস পায়নি! ডক্টর ইউনুস ভদ্র এবং ঠান্ডা স্বভাবের মানুষ বলেই তাঁকে যা মুখে আসে তাই বলতে দ্বিধা করছেনা কেউ!

উনিতো থাকতে আসেননি, চলেই যাবেন তাহলে উনার বিরুদ্ধাচরণ করবেন কেন? উনাকে অপমান করে কথা বলবেন কেন? আলিফ লায়লার বুড়ো এনজিও কর্মী আরো কতো বাজে ইঙ্গিত উনাকে করে যাচ্ছে নিয়মিত!
এর খেসারত ভয়ানক হতে পারে হয়তো এটি চিন্তা করেই বেগম জিয়া এই নির্দেশনা দিয়েছেন, যা অধৈর্য হয়ে যাওয়া নেতা কর্মীরা চিন্তাই করতে পারেনা!

১/ শেখ হাসিনা বলতেন দেশের ১৮ কোটি জনগণ আমাদের সাথে আছে, তারা আর বিএনপি জামাতকে ক্ষমতায় দেখতে চায়না! এই জন্যই আওয়ামীলী...
10/06/2025

১/ শেখ হাসিনা বলতেন দেশের ১৮ কোটি জনগণ আমাদের সাথে আছে, তারা আর বিএনপি জামাতকে ক্ষমতায় দেখতে চায়না! এই জন্যই আওয়ামীলীগ পরপর ৩বার নির্বাচিত হয়েছে!
২/ বৈষম্য বিরোধী আন্দোলনের শেষের দিকে যখন সেটি সরকার পতনের আন্দোলনে রূপ নিলো তখন আবার শুনা গেলো ১৮ কোটি জনগণ সরকার পতন চায়, তাদের দাবী একটাই সরকারের পদত্যেগ!
৩/ ৫ই আগস্ট হাসিনা সরকার পতনের পর একযোগে জামাত বিএনপি এবং সমন্বয়ক সকলেই এক কম্বলের নিচে শুয়ে একত্রে বলেছিলো দেশের ১৮ কোটি জনগণ জীবন ফিরে পেয়েছে, দেশের ১৮ কোটি জনগণ বিজয় উল্লাসে মেতে উঠেছে, এই বিজয় ১৮ কোটি জনগণের বিজয়
৪/ এরপরে দেশের ১৮ কোটি মানুষের অনুরোধে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন, ফলাফল ১৮ কোটি জনগণ খুশি হয়েছে এমন একজনকে রাষ্ট্র প্রধান হিসেবে পেয়ে!
৫/ এর কিছুদিন পরেই শেখ হাসিনা অডিও বার্তা পাঠিয়ে বললেন, দেশের ১৮ কোটি জনগণকে জিম্মি করে তারা সরকার পতন চেয়েছে! নির্বিচারে তাদের হত্যা করেছে! সেই মানুষ গুলোকে বাঁচাতে আমি ক্ষমতা ছেড়ে দিয়েছি! এখন ১৮ কোটি জনগণ আবার আমাকেই চায়, আমি আসবো! আবার আসবো, দেশের ১৮ কোটি জনগণের মাঝে খুব শীঘ্রই ফিরে আসবো, চোর দুর্নীতিবাজ ইউনূস দেশের ১৮ কোটি জনগণকে বোকা বানিয়ে নিজের স্বার্থ হাসিল করছে!
৬/ তারপর বিএনপি বললো দেশের ১৮ কোটি জনগণ এখন আর রাজাকারদের ক্ষমতায় দেখতে চায়না, তারা পাকিস্তানি এজেন্ডার যুদ্ধাপরাধীদের প্রতিহত করে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়!
৭/ তারপর আবার জামাতের বক্তব্য ছিল দেশের ১৮ কোটি মানুষ এখন আর পরিবারতন্ত্র চায় না, দেশের ১৮ কোটি জনগণ চায় দেশে কুরআনের শাসন প্রতিষ্ঠিত হউক!
৮/ এরপর বিএনপি সহ অনেক রাজনৈতিক দল বলা শুরু করলো দেশের ১৮ কোটি জনগণ নির্বাচন চায়, দেশের ১৮ কোটি জনগণের মনের আশা পূরণের লক্ষ্যে ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে বললেন নির্বাচনের রোডম্যাপ প্রস্তুত করুন!
৯/ এরপর আবার সারেজমিনে দেখা গেলো জনগণই বলছে স্যার আরও ৫ বছর থাকেন, দেশের ১৮ কোটি জনগণ নির্বাচন চায়না! তারা আপনাকেই চায়!
১০ / তারপর দেশের আরো ১৮ কোটি মানুষের প্রাণের দাবি হিসেবে আওয়ামীলীগকে নিষিদ্ধ করা হলো!
১১/ আবার ১৮ কোটি মানুষের গণদাবি হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে গণহত্যার বিচারের মুখোমুখি করতে হবে, প্রতিটা আওয়ামী সমর্থকদের বিচারের মুখোমুখি করতে হবে!
১২/ আবার ওইদিকে ১৮ কোটি জনগণ যে নির্বাচন বর্জন করেছিলো সেই নির্বাচনের মেয়র হিসেবে ইশরাককে মেয়র হিসেবে দেখতে চায় আরো ১৮ কোটি জনগণ!
১৩/ আবার নির্বাচন ডিসেম্বরে না হওয়া মানে ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণ হবেনা বলে জানিয়েছেন সালাউদ্দিন সাহেব!

বিদ্র:- বাংলাদেশের জনগণের এখন একটাই দাবি, তারা জানতে চায় তাদের সঠিক সংখা কতো!

এক এরশাদ লোকান্তরে,লক্ষ এরশাদ ঘরে ঘরে!এরশাদ চলে গেলেও রেখে গেছে তার ওরসজাত সুযোগ্য সন্তানদের! যারা তার গৌরবময় সৌরভময় ক...
09/06/2025

এক এরশাদ লোকান্তরে,
লক্ষ এরশাদ ঘরে ঘরে!

এরশাদ চলে গেলেও রেখে গেছে তার ওরসজাত সুযোগ্য সন্তানদের!
যারা তার গৌরবময় সৌরভময় কেরিয়ারকে বহন করে চলেছেন!

এরশাদের উত্তরসুরীদের জাতির সাথে পরিচয় করিয়ে দিন, ছড়িয়ে দিন!

08/06/2025

মনে পড়ে আগের কথা! আওয়ামিলিগ এবং পুলিশ এদের মৃত্যু বা যে কোন খারাপ ঘটনার সংবাদে মানুষ আলহামদুলিল্লাহ বলতো!
আর এখন খুব অল্প সময়ে সেই যোগ্যতা অর্জন করে ফেলেছে একটি বিশেষ দল!

07/06/2025

কেউ বলেছে ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণ হয়নি!
আর জনগণ বলছে
“স্যার দালালদের কথা শুনবেন না” আরো ৫ বছর চাই
(চলিতেছে সার্কাস)

নতুন নোটকে যারা হালাল বলে না, বরং তাদের যুক্তিই মূলত ইসলামবিরোধী!তারা নিজেরা শিরকমিশ্রিত প্রতীক বহন করে, আর মসজিদ/মন্দির...
06/06/2025

নতুন নোটকে যারা হালাল বলে না, বরং তাদের যুক্তিই মূলত ইসলামবিরোধী!
তারা নিজেরা শিরকমিশ্রিত প্রতীক বহন করে, আর মসজিদ/মন্দিরের ছবি দেখে ধর্মীয় গোঁড়ামি করে!

নতুন ২০ টাকার নোট শরীয়তসম্মত – আর যে এটা নিয়ে শিরক খোঁজে, সে নিজেই ফিতনার উৎস!
এই ব্যপারে যদি কেউ চালেঞ্জ করেন আমি ‘নাহিদ নূর’ প্রস্তুত রয়েছি তাদেরকে ফেতনাবাজ প্রমাণ করতে ইনশাআল্লাহ!

কোন ঘর স্থান বা কাল কখনো দোষী নয়, সেই ঘরে বা স্থানে কী হয়, কারা কী করে—সেইটা তাদের দোষ
মসজিদ তো আল্লাহর ঘর! কাবাঘরে একসময় মূর্তি ছিল, তবুও রাসূল স: এর জন্ম এবং তাতে তিনি নামাজ আদায় করেছেন।
মসজিদুল আকসাতে এখনো ইয়াহুদিরা প্রার্থনা করে—তাই বলে আকসা হারাম হয়ে গেছে??

নতুন ২০ টাকার নোটে কোনো মানুষের চিত্র নেই, বরং রয়েছে একটি ঘর। সেটা হোক মন্দির বা হোক মসজিদ!
যদি মসজিদ থাকত এবং মানুষ নামাজরত থাকতো তাও সেটা হারাম হতো, বা মন্দিরে কেউ পূজা বা প্রার্থনারত থাকতো তবে সেটাতে আপত্তি জানানোর ব্যাপার ছিল।

বরং আগের নোটগুলোতেই রয়েছে মানুষের ছবি ও ভাস্কর্য, যা শরিয়তের দৃষ্টিতে “নাস” বা স্পষ্ট হাদিস অনুযায়ী হারাম।

রাসূলে আকরাম স: বলেছেন:
যারা চিত্র আঁকে তাদের কিয়ামতের দিন কঠিন শাস্তি দেওয়া হবে এবং বলা হবে—তোমরা যা সৃষ্টি করেছ তা জীবিত করো। (সহিহ বুখারি: ৫৯৫১)

কাজেই, নতুন নোটকে যারা হালাল বলে না, বরং তাদের যুক্তিই মূলত ইসলামবিরোধী!
তারা নিজেরা শিরকমিশ্রিত প্রতীক বহন করে, আর মসজিদের ছবি দেখে ধর্মীয় গোঁড়ামি করে! তাদের উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করে দেশে আরেকটা ইস্যু তৈরী করা!

তিনি বলেছেন আমার পক্ষ থেকে একটি বাণী হলেও প্রচার কর। তিনি আরও বলেন যারা আমার বাণী প্রচার করে তাদের চেহারাকে উজ্জল করে দে...
05/06/2025

তিনি বলেছেন আমার পক্ষ থেকে একটি বাণী হলেও প্রচার কর। তিনি আরও বলেন যারা আমার বাণী প্রচার করে তাদের চেহারাকে উজ্জল করে দেয়া হবে!

১. রাসুলুল্লাহ ﷺ বলেন, আদম সন্তানের কোনো কাজ আল্লাহর কাছে কুরবানির দিনে রক্ত ঝরানোর চেয়ে অধিক প্রিয় হতে পারে না। নিশ্চয়ই কুরবানির রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর কাছে পৌঁছে যায়। অতএব তোমরা খুশি মনে কুরবানি কর।
তিরমিজি: ১৪৯৩, ইবনে মাজাহ: ৩১২৬

২. রাসুলুল্লাহ ﷺ বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে।
ইবনে মাজাহ: ৩১২৩

৩. কুরবানির পশু সম্পর্কে তিনি ﷺ বলেন- কুরবানির জন্য তোমরা ত্রুটিমুক্ত পশু নির্বাচন করো, কারণ সেটাই তোমাদের আমলের প্রতিনিধিত্ব করে।”
আহমদ, হাকিম

৪. কুরবানির নিয়ত ও তাকওয়ার গুরুত্ব- আল্লাহ বলেন, তাদের গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়াই পৌঁছায়।”
সূরা হজ্জ: ৩৭

৫. কুরবানি করার সময় রাসুলুল্লাহ ﷺ বলেন, যে ব্যক্তি ঈদের নামাজের আগে কুরবানি করল, সে শুধু মাংস খাওয়ার জন্য কুরবানি করল, আর যে ব্যক্তি ঈদের নামাজের পর কুরবানি করল, সে প্রকৃত কুরবানি করল।বুখারি: ৫৫৪৫, মুসলিম: ১৯৬১

৪৮ টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে দেশে। তার মধ্যে প্রধান ২/৪ টা দল ছাড়া যতো রাজনৈতিক দল এসেছে এবং আসবে সব গুলোই ভাঁজনীত...
04/06/2025

৪৮ টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে দেশে। তার মধ্যে প্রধান ২/৪ টা দল ছাড়া যতো রাজনৈতিক দল এসেছে এবং আসবে সব গুলোই ভাঁজনীতি করতেই এসেছে রাজনীতি নয়!
রাজনীতির নামে ফার্ম হাউস খুলে শুধু অর্থ উৎপাদনই তাদের মূল লক্ষ!

ইভেন জাতীয় পার্টি নামে এরশাদ যে দলটি রেখে গেছে সেটিরও বাংলাদেশে এখন আর কোনো কাজ নাই, অতীতেও যে খুব ছিলো তাও না! ৮২ সালে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে সরিয়ে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে তারপর আস্তে আস্তে জাতীয় পার্টি নামক দলটি গঠন করে ৮৬ সালের দিকে! অর্থাৎ (ক্ষমতা দখল করে তারপর দল গঠন) দল গঠন করে ক্ষমতায় যাওয়া নতুন রাজনৈতিক দলের জন্য সম্ভব নয়! আর জাতীয় পার্টি বর্তমানে প্রতিষ্ঠিত একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান যা শুধু এই সাইনবোর্ড ব্যবহার করে উপার্জন আর ভাঁজনীতি করে হাসিনার ১৭ বছরও বুক ফুলিয়ে খেয়ে গেছে, এবং যুগ যুগান্তর ধরে সেটি চালিয়ে যাবে ভাই এর পরে ভাই তার পর ভাতিজা স্তরে স্তরে নাতি পুতি পর্যন্ত!
আর এখন যাদেরকে বড় বড় কথা হুঙ্কার এটা সেটা বলে খবর গরম করে রাখতে দেখেন এটা তাদের ব্যবসায়ীক শ্রম ছাড়া কিছুই নয়! এরা স্থান কাল পাত্র বুঝে ভাঁজনীতি মেনটেইন করে এক দিকে হেলে পড়বে!

রাজনীতি তো বুঝিনা বুঝিনা ভাঁজনীতিও জানিনা তাই আর কথা বাড়ালাম না! ভুল হলে মাফ করবেন

এরা আওয়ামীলীগ নয় বিএনপি নয় জামাতও নয় এনসিপিও নয়! এবং এরা বাংলাদেশের শুভাকাংখিও নয়, এরা দা*লাল!এদের একটি রাজনৈতিক স...
03/06/2025

এরা আওয়ামীলীগ নয় বিএনপি নয় জামাতও নয় এনসিপিও নয়! এবং এরা বাংলাদেশের শুভাকাংখিও নয়, এরা দা*লাল!
এদের একটি রাজনৈতিক সাইনবোর্ড আছে যেটা মূলত রিয়েল এস্টেট জাতীয় একটি ব্রোকারী প্রতিষ্ঠান! এই লাইসেন্স দিয়েই ওরা অবাধে ব্যবসা করছে যখন যেভাবে প্রয়োজন! প্রয়োজনে শেখ হাসিনা মা হয়েছে, আবার প্রয়োজনে এখন কেউ ভাই হয়েছে আবার প্রয়োজনে কাউকে বাপ বানিয়ে নিবে!

মূল কথা হলো এদেরকে জনগণের বিপরীতে গিয়ে কেন দাঁড়াতে হলো? যেখানে দেশের সর্বোচ্চ সংখ্যক মানুষ বিনা শর্তে ডক্টর ইউনূসকে চাচ্ছে অন্তত সংস্কার পর্যন্ত সেখানে তারা কোন স্বার্থে কার টাকায় কামলা দিয়ে ডক্টর ইউনুসের পদত্যাগ চায়? কার সাহসে প্রফেসর ইউনূসের মতো মানুষকে অপদস্থ করে কথা বলে? সাহস এবং টাকা দুইটাই কী ইণ্ডিয়া থেকে আসছে? পাশাপাশি দেশের ভাইরাতো আছেই!
এখনতো চতুর্মুখী ইনকাম, বলা যায় ব্যবসার স্বর্ণ যুগ চলছে! একেবারে ভরা মৌসুম যাকে বলা হয়, তাই দেশ এবং বিদেশ থেকে দুই হাতে কামিয়ে নিচ্ছে!

একদিন সময় আসবে এমন,
তোমাদের মুখোশ হবে উন্মোচন!

টিটকারি আর উপহাসের আরেক নাম কুরবানি! যারা আপনার দুরাবস্থার খোঁজ নেয়নি কখনো, তারাই আপনাকে নিজ থেকে এসে জিজ্ঞেস করবে কুরব...
03/06/2025

টিটকারি আর উপহাসের আরেক নাম কুরবানি! যারা আপনার দুরাবস্থার খোঁজ নেয়নি কখনো, তারাই আপনাকে নিজ থেকে এসে জিজ্ঞেস করবে কুরবানি দিচ্ছেন? আরে কুরবানিতো ফরজ!

ওদেরকে বলবেন নামাজ সবচেয়ে বড় ফরজ, আজকে ফজরের নামাজ পড়েছেন? আত্মীয় এবং প্রতিবেশীর হক আদায় করা অন্যতম ফরজ, আপনি তা আদায় করছেন? আরো গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে হালাল উপার্জন, আপনি কী আপনার উপার্জন নিয়ে আল্লাহর কাছে ক্লিন আছেন? বোনের হকটা কী বুঝিয়ে দিয়েছেন? কারো কাছে কী আপনি ঋণী অর্থাৎ কারো হক কি আপনি মেরে খেয়েছেন কখনো? কুরবানি সবার উপর ফরজ নয়, কিন্তু এগুলো প্রতিটা মুসলমানের উপর ফরজ!
আপনার আচরণ এবং অনিষ্ট থেকে অন্যরা কী মুক্ত? মনে রাখবেন মিজানের পাল্লায় ওজনে সবচেয়ে বেশি ভারী আমল হচ্ছে সদাচরণ!

আল্লাহ বলেছেন তাদের গোস্ত বা রক্ত আমার কাছে পৌঁছাবে না, যারা লোক দেখানোর জন্য বড়াই করার জন্য কুরবানি করে!

‘মা ফাতেমা’বলা কি সহীহ? নাকি এটা স্পষ্ট বিদআত? রাসূলুল্লাহ ﷺ-এর কন্যা হযরত ফাতেমা (রা) উম্মুল মু’মিনীনদের অন্তর্ভুক্ত নন...
02/06/2025

‘মা ফাতেমা’বলা কি সহীহ? নাকি এটা স্পষ্ট বিদআত?
রাসূলুল্লাহ ﷺ-এর কন্যা হযরত ফাতেমা (রা) উম্মুল মু’মিনীনদের অন্তর্ভুক্ত নন। তিনি রাসূল (স) এর কন্যা ছিলেন, স্ত্রী নয়! সুতরাং তাঁকে ‘মা ফাতেমা’ বলা সম্পূর্ণ ভ্রান্ত ও বিদআতপূর্ণ একটি বিষয়

প্রশ্ন হলো: রাসূল (স) এর চার জন কন্যা ছিলেন—
১/ হযরত জয়নব রা: ২/ হযরত রুকাইয়া রা:
৩/ হযরত উম্মে কুলসুম রা: ৪/ হযরত ফাতেমা রা:

👉 তাহলে কেন শুধু ফাতেমা রা: কে “মা ফাতেমা” বলা হয়?
‘মা জয়নব, মা কুলসুম, মা রুকাইয়া’ তো কেউ বলে না!
এটা কীসের ভিত্তিতে বৈষম্য? এই কৃত্রিম শ্রদ্ধাবোধ মূলত বিদআত ও অতিরঞ্জনের দরজা খুলে দেয়, যা দ্বীনের শত্রুরা সবসময় করে এসেছে!
মহান আল্লাহ তাআলা বলেন:
তোমাদের জন্য নবী তাঁর নিজের চেয়েও অধিক প্রিয়, আর তাঁর স্ত্রীগণ তোমাদের ‘মা’।
(সূরা আহযাব: ৬)

স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, নবী (স)এর স্ত্রীদেরকেই ‘উম্মুহাতুল মু’মিনীন’ বা মু’মিনদের মা বলা হয়েছে।
কন্যাদের না!

সুতরাং, ‘মা ফাতেমা’ বলা শরীয়তবিরোধী
কুরআন ও হাদীসের স্পষ্ট বিরোধিতা,
বিদআতের রাস্তাকে প্রশস্ত করা, এবং
সাধারণ মানুষকে বিভ্রান্ত করা!

রাসূল (স) বলেন:
যে ব্যক্তি আমাদের এ ধর্মে এমন কিছু নতুন চালু করলো, যা এতে নেই— তা প্রত্যাখ্যাত।
( বুখারী: ২৬৯৭, মুসলিম: ১৭১৮)

এই হাদীসের আলোকে মা ফাতেমা বলা একটি বিদআত, এবং এটা দ্বীনের নামে নতুন কিছু সংযোজন, যা সরাসরি নবীর (স) নিষেধের আওতাভুক্ত!

ভাই ও বোনেরা! ভালোবাসা হোক হিদায়াতের পথে, গোমরাহির পথে নয়।
ফাতেমা (রা) কে ভালোবাসুন তাঁর মর্যাদা ও পথ অনুসরণ করে, কিন্তু নতুন উপাধি বানিয়ে না!

বিদআতের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সত্য জানুন – সত্য ছড়িয়ে দিন!

আসিফ আকবর মনির খান বেবী নাজনীন ন্যনসি, তারা পাবলিক ডিমান্ড বুঝে, তারা তাদের স্রোতা মহলের সাথে সম্পৃক্ত! জনগণ কী চায় তার...
01/06/2025

আসিফ আকবর মনির খান বেবী নাজনীন ন্যনসি, তারা পাবলিক ডিমান্ড বুঝে, তারা তাদের স্রোতা মহলের সাথে সম্পৃক্ত! জনগণ কী চায় তারা তা বুঝে। তাইতো তারা এই বিএনপি থেকে দূরে সরে গেছে! তারা জিয়াউর রহমানের আদর্শ ভরা বিএনপিকে আর খুঁজে পাচ্ছে না! শুধু তারাই নয় লক্ষ লক্ষ এমন নেতা কর্মী আছে যারা এই বিএনপিকে চায়না, খালেদা এবং জিয়ার সেই বিএনপিকে তারা খুঁজে পাচ্ছে না!
পাবে কিভাবে? সেই বিএনপিকে কয়েকজন ক্ষমতা লোভী অর্থ লোভী দুর্নীতিবাজরা গলা টিপে হত্যা করতে চলেছে, সেই বিএনপি এখন আই সি ইউ তে!

সেকেলে রাজনীতি এই যুগে চলবে না, এদেরকে এসব বুঝানোর কেউই নাই! স্বয়ং তারেক রহমানও এদের লাগাম টেনে ধরছেনা, উল্টো তাদের সুরে সুর মিলিয়ে জনগণের হাসির পাত্র হচ্ছে! এখনো সময় আছে দেশে এসে সারেজমিনে দেখুন কী অবস্থায় আছে বিএনপির খুঁটি!

আপনি জিয়া বা খালেদা নয়, আপনার চেহারা দেখে বিএনপিকে কেউ আঁকরে ধরে রাখবেনা! আপনি দেশে আসুন জনগণের সাথে মিশুন কথা বলুন! ক্ষমতায় এসে যা যা করবেন বলছেন, তা ক্ষমতায় আসার আগেই কিছু কিছু বাস্তবায়ন করতে চেষ্টা করুন! জনগণের কাছে আপনি নিজেই নিজের আস্থা তৈরী করতে হবে! আপনাদের সিনিয়র জুনিয়র নেতা কর্মীরা সবাই নিজেদের নিয়ে ব্যস্ত! কেউ আপনার বা বিএনপির ভবিষ্যৎ নিয়ে ভাবছেনা! ভাববে কিভাবে, তাদের সেই দূরদর্শিতাই নেই!
দেশে আসুন, আইসিইউ তে থাকা বিএনপিকে পরিচর্যা করে সমস্ত ভাইরাস কিউর করেন! নইলে হয়তো এই দেশে আপনার আর অস্তিত্বই থাকবে না!

Address

Baridhara
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noor’s tune posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share