2 Minutes With Faisal

2 Minutes With Faisal Let's explore our environment in a new way and protect our resources. To find the answer, follow us..

"ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ"কিংবা"বৃষ্টি পড়ে টুপুর টাপুর, পায়ে দিয়ে সোনার নুপুর"এই সুপরিচিত লাইন গুলোর মতোই,বাংল...
14/07/2023

"ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ"

কিংবা

"বৃষ্টি পড়ে টুপুর টাপুর, পায়ে দিয়ে সোনার নুপুর"

এই সুপরিচিত লাইন গুলোর মতোই,

বাংলাদেশ এর সবচেয়ে পরিচিত আবহাওয়া কেন্দ্রিক প্রাকৃতিক দুর্যোগ গুলোর মধ্যে রয়েছে ঘূর্ণিঝড়, বন্যা ইত্যাদি। এছাড়াও দৈনন্দিন জীবনের আবহাওয়ার অবস্থা যেমন: তাপমাত্রা, বৃষ্টিপাত, হিউমিডিটি, বায়ুর প্রবাহ ইত্যাদি নিয়ে আমাদের আগ্রহ থাকে অনেকেরই।

● কাল/আজ বৃষ্টি হবে কিনা?
● তাপমাত্রা কেমন থাকতে পারে?
● আকাশে মেঘের অবস্থা কেমন হবে?
● ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে তার গতিপথ এবং অবস্থা সম্পর্কে সরাসরি কিভাবে দেখব?
● কোন খানে নতুন কোন ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপ সৃষ্টি হলো কিনা?

নানা প্রশ্ন আমাদের মনে ঘুরতে থাকে যার কারনে আজ দুইটি ওয়েবসাইট এর কথা বলব যেখান থেকে খুব সহজে নিজে নিজে আপনার প্রশ্নের উত্তর জেনে নিতে পারবেন।

১. Windy.com

এটি খুবই ইউজফুল একটি ওয়েবসাইট যার মাধ্যমে আপনি খুব সহজে প্রতিনিয়ত আবহাওয়ার অবস্থা জানতে পারবেন এবং সরাসরি সেটি স্যাটেলাইট ভিউ তে দেখতেও পারবেন। বিষয়টি খুবই ইন্টারেস্টিং এবং বুঝাও সহজ। খুব সহজেই বুঝতে পারবেন,

● তাপমাত্রা,বৃষ্টিপাত, বাতাসের আদ্রতা ইত্যাদির আপডেট কি, কোথায় কেমন অবস্থা।

● দেখতে পারবেন দেশের কিংবা বিশ্বের কোন জায়গায় কেমন অবস্থা বিরাজ করছে।

২. Zoom.earth

খুবই চমৎকার একটি সাইট লাইভ ঘূর্ণিঝড় ট্রেক করার জন্য। এর মাধ্যমে আপনি খুব সহজে ঘূর্ণিঝড় এর

● অবস্থান
● গতিপথ
● গতিবেগ
● সম্ভাব্য গতিপথ এবং গতিবেগ

দেখে নিতে পারবেন। স্যাটেলাইট ভিউ হওয়ায় খুব সহজ এবং স্মুথ ভিসুয়ালাইজেশন পাওয়া যায় এই সাইট টি থেকে।

08/07/2023

প্লাস্টিক পলিউশন বর্তমান সময়ের প্রধান সমস্যা গুলোর মধ্যে একটি। দিন দিন এটি মাইক্রোপ্লাস্টিক আকারে আমাদের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করছে যা খুবই ভয়াবহ বিষয়। তাই এই প্লাস্টিক পলিউশন রোধ করা দরকারি।

এবারের পরিবেশ দিবস এর মট ছিল

প্লাস্টিক পলিউশন রোধে পরিবেশ বিজ্ঞান এর অন্যতম সহজ কিন্তু কার্যকরী মেথড গুলোর একটি হল 3R মেথড। বিস্তারিত জানতে চোখ রাখুন ভিডিও তে...

বি দ্রঃ বাতাসের কারনে সাউন্ড কোয়ালিটি খারাপ আসায় আন্তরিক ভাবে দুঃখিত।

📷: Tarequl Islam

06/07/2023

বর্তমান বিশ্বে পরিবেশ সব সময়ই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অনেকেরই এই পরিবেশ এর নানা বিষয় নিয়ে জানার আগ্রহ থাকে। আমাদের সকলেরই উচিত এই শিল্প বিপ্লব এর যুগে পরিবেশের দিকেও নজর রাখা।

তারই প্রেক্ষিতে আমি,

সাজিদ ইবনে জামাল ফয়সাল
পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চেষ্টা করব এই পেজটির মাধ্যমে দুই মিনিট সময়ে পরিবেশের নানা বিষয় তুলে ধরার জন্য।

পরিবেশ নিয়ে জানা অজানা নানা বিষয় সম্পর্কে জানতে চোখ রাখুন আমার এই পেজটি তে।

ধন্যবাদ।

Address

Anderkillah
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when 2 Minutes With Faisal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 2 Minutes With Faisal:

Videos

Share

Category

Nearby media companies