14/07/2023
"ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ"
কিংবা
"বৃষ্টি পড়ে টুপুর টাপুর, পায়ে দিয়ে সোনার নুপুর"
এই সুপরিচিত লাইন গুলোর মতোই,
বাংলাদেশ এর সবচেয়ে পরিচিত আবহাওয়া কেন্দ্রিক প্রাকৃতিক দুর্যোগ গুলোর মধ্যে রয়েছে ঘূর্ণিঝড়, বন্যা ইত্যাদি। এছাড়াও দৈনন্দিন জীবনের আবহাওয়ার অবস্থা যেমন: তাপমাত্রা, বৃষ্টিপাত, হিউমিডিটি, বায়ুর প্রবাহ ইত্যাদি নিয়ে আমাদের আগ্রহ থাকে অনেকেরই।
● কাল/আজ বৃষ্টি হবে কিনা?
● তাপমাত্রা কেমন থাকতে পারে?
● আকাশে মেঘের অবস্থা কেমন হবে?
● ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে তার গতিপথ এবং অবস্থা সম্পর্কে সরাসরি কিভাবে দেখব?
● কোন খানে নতুন কোন ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপ সৃষ্টি হলো কিনা?
নানা প্রশ্ন আমাদের মনে ঘুরতে থাকে যার কারনে আজ দুইটি ওয়েবসাইট এর কথা বলব যেখান থেকে খুব সহজে নিজে নিজে আপনার প্রশ্নের উত্তর জেনে নিতে পারবেন।
১. Windy.com
এটি খুবই ইউজফুল একটি ওয়েবসাইট যার মাধ্যমে আপনি খুব সহজে প্রতিনিয়ত আবহাওয়ার অবস্থা জানতে পারবেন এবং সরাসরি সেটি স্যাটেলাইট ভিউ তে দেখতেও পারবেন। বিষয়টি খুবই ইন্টারেস্টিং এবং বুঝাও সহজ। খুব সহজেই বুঝতে পারবেন,
● তাপমাত্রা,বৃষ্টিপাত, বাতাসের আদ্রতা ইত্যাদির আপডেট কি, কোথায় কেমন অবস্থা।
● দেখতে পারবেন দেশের কিংবা বিশ্বের কোন জায়গায় কেমন অবস্থা বিরাজ করছে।
২. Zoom.earth
খুবই চমৎকার একটি সাইট লাইভ ঘূর্ণিঝড় ট্রেক করার জন্য। এর মাধ্যমে আপনি খুব সহজে ঘূর্ণিঝড় এর
● অবস্থান
● গতিপথ
● গতিবেগ
● সম্ভাব্য গতিপথ এবং গতিবেগ
দেখে নিতে পারবেন। স্যাটেলাইট ভিউ হওয়ায় খুব সহজ এবং স্মুথ ভিসুয়ালাইজেশন পাওয়া যায় এই সাইট টি থেকে।