দৈনিক আইন আদালত প্রতিদিন

  • Home
  • দৈনিক আইন আদালত প্রতিদিন

দৈনিক আইন আদালত প্রতিদিন সত্য প্রকাশে বদ্ধপরিকর দৈনিক আইন আদালত প্রতিদিন

এড মোঃ সরোয়ার হোসাইন লাভলু কবির হোসেন সিদ্দিকী, দৈনিক সাঙ্গু পত্রিকার সম্পাদক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস...
23/12/2024

এড মোঃ সরোয়ার হোসাইন লাভলু কবির হোসেন সিদ্দিকী, দৈনিক সাঙ্গু পত্রিকার সম্পাদক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা ও দুর্নীতির শিকার হয়ে তাঁর মায়ের মৃত্যুর হৃদয়বিদারক ঘটনার বিবরণ তুলে ধরেছেন। ২০০৯ সালের ২৩ ডিসেম্বর, শ্বাসকষ্টে ভোগা তাঁর মা শামসুর নাহার চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরেও হাসপাতালের দুর্নীতি, হয়রানি ও অনৈতিক আচরণ তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে। কবির হোসেন বলেন, "ছেলের কাঁধে মায়ের লাশ বহন করা পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা।" চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসকদের অবহেলার কারণে তিনি নিজের হাতে মাকে চিরতরে বিদায় দিতে বাধ্য হন। মায়ের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা এবং চিকিৎসাব্যবস্থার প্রতি আক্রোশ নিয়ে তিনি বলেন, "আজও আমি কাঁদি, যখন মায়ের কথা মনে পড়ে।"...

Spread the loveএড মোঃ সরোয়ার হোসাইন লাভলু কবির হোসেন সিদ্দিকী, দৈনিক সাঙ্গু পত্রিকার সম্পাদক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাস....

সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া গুড লাইফ ডায়াগনস্টিক সেন্টার ল্যাবের ২য় বর্ষপূর্তি উৎসব গত ১৯ ডিসেম্বর জা...
21/12/2024

সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া গুড লাইফ ডায়াগনস্টিক সেন্টার ল্যাবের ২য় বর্ষপূর্তি উৎসব গত ১৯ ডিসেম্বর জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের শুভ সূচনা হয় পবিত্র কোরআন খতম এবং কেক কাটার মাধ্যমে। এতে উপস্থিত ছিলেন ল্যাবের চেয়ারম্যান এস এম রিয়াদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, অর্থ পরিচালকসহ অন্যান্য পরিচালক এবং ল্যাবের কর্মকর্তা ও কর্মচারীরা।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ লোকমান, আরফাত চৌধুরী, আকবর আলী এবং মোহাম্মদ সাফা।চেয়ারম্যান এস এম রিয়াদুল ইসলাম বলেন, "গুড লাইফ ডায়াগনস্টিক সেন্টার সঠিক রোগ নির্ণয়ে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য উন্নত মানের চিকিৎসা সেবা প্রদান করা এবং রোগীদের সেবা ও সন্তুষ্টি নিশ্চিত করা। শত প্রতিকূলতার মধ্যেও আমরা আমাদের গুণগত সেবা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।"...

Spread the loveসীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া গুড লাইফ ডায়াগনস্টিক সেন্টার ল্যাবের ২য় বর্ষপূর্তি উৎসব .....

সীতাকুণ্ড উপজেলার শিবপুর হোসাইন-জোহরা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন হেফজ সম্পন্নকারী হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও...
21/12/2024

সীতাকুণ্ড উপজেলার শিবপুর হোসাইন-জোহরা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন হেফজ সম্পন্নকারী হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান গত ২০ ডিসেম্বর শিবপুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জামালিয়া দরবার শরীফের শাহজাদা পীরে কামেল আলহাজ্ব মাওলানা ক্বাজী এম এন মোস্তফা কামাল হাফেজদের পাগড়ী পরিয়ে দেন। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক সচিব জসিম উদ্দিন মাহমুদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা বখতেয়ার উদ্দিন চৌধুরী, ইমাম হাফেজ মাওলানা শাহনেওয়াজ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকার আবু এবং আরও অনেক গুণীজন।...

Spread the loveসীতাকুণ্ড উপজেলার শিবপুর হোসাইন-জোহরা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন হেফজ সম্পন্নকারী হাফেজ ছাত্রদ.....

21/12/2024

চট্টগ্রাম ব্যুরো বারৈয়াঢালা স্পোর্টিং ক্লাব আয়োজিত বিজয়-২৪ অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ছোট দারোগারহাটের কলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়। খেলায় ১৬টি দল অংশগ্রহণ করে। উত্তেজনাপূর্ণ ফাইনালে রহমতনগর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, আর রানার্সআপ হয় দর্জিপাড়া স্টারস। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।...

-এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রাম   ১৬ই ডিসেম্বর ২০২৪...
18/12/2024

-এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রাম ১৬ই ডিসেম্বর ২০২৪, বিজয় দিবসে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এমন একটি ঐতিহাসিক দিনে সংঘটিত এই অনাকাঙ্ক্ষিত ঘটনা শুধু দলীয় শৃঙ্খলার প্রশ্নই তুলে আনেনি, বরং জনসাধারণের মধ্যে দলের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হতে পারত। তবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বর্ষীয়ান নেতা লায়ন আসলাম চৌধুরীর দূরদর্শী নেতৃত্ব ও সাহসী সিদ্ধান্ত পরিস্থিতি দ্রুত শান্ত করে। তিনি সলিমপুর ইউনিয়ন বিএনপিসহ ১২টি অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং দলীয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রেখে নতুন নেতৃত্ব গঠনের সুযোগ সৃষ্টি করেন।...

Spread the love-এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রাম ১৬ই ডি...

চট্টগ্রাম ব্যুরো: আগামীকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র তার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযা...
18/12/2024

চট্টগ্রাম ব্যুরো: আগামীকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র তার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষ্যে কেন্দ্রটি নানা আয়োজনে সাজানো হয়েছে, যার মধ্যে রয়েছে বিশেষ আলোচনা অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান, প্রামাণ্যচিত্র এবং বিভিন্ন পেশাজীবীদের শুভেচ্ছা বক্তব্য। বর্ণিল আয়োজনে প্রযোজক ইলন সফিরের তত্ত্বাবধানে এবং জেনারেল ম্যানেজার ঈমাম হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ আলোচনা অনুষ্ঠান উপস্থাপনা করেছেন অধ্যাপক শাহ আলম। এতে আলোচক হিসেবে অংশ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মো....

Spread the loveচট্টগ্রাম ব্যুরো: আগামীকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র তার ২৮তম প্রতিষ্...

এড মোঃ সরোয়ার হোসাইন লাভলু চট্টগ্রাম আদালত পাড়ায় হিল টপ রেস্টুরেন্ট। এ রেস্টুরেন্টের নির্জন এক কোণে প্রথম দেখা হয় মোহা...
16/12/2024

এড মোঃ সরোয়ার হোসাইন লাভলু চট্টগ্রাম আদালত পাড়ায় হিল টপ রেস্টুরেন্ট। এ রেস্টুরেন্টের নির্জন এক কোণে প্রথম দেখা হয় মোহাম্মদ জীবন হোসেন ও ইরিনের। দুজনেই তখন আইনপেশায় একেবারে নতুন, জীবনের অজানা কিন্তু স্বপ্নময় এক অধ্যায়ের সূচনা। রেস্টুরেন্টের পূর্ব পাশে একাকী বসে কি যেন দেখছিলেন জীবন, আর হঠাৎ করেই তার চোখে পড়ে ইরিনকে। জীবনের দৃঢ় ব্যক্তিত্ব আর ইরিনের মিষ্টি হাসি যেন প্রথম দেখাতেই তাদের এক অদৃশ্য বাঁধনে বেঁধে ফেলেছিল।...

Spread the loveএড মোঃ সরোয়ার হোসাইন লাভলু চট্টগ্রাম আদালত পাড়ায় হিল টপ রেস্টুরেন্ট। এ রেস্টুরেন্টের নির্জন এক কোণে প্র.....

December 16 is a day of immense pride and honor for the people of Bangladesh. On this historic day in 1971, after nine m...
16/12/2024

December 16 is a day of immense pride and honor for the people of Bangladesh. On this historic day in 1971, after nine months of a bloody liberation war, the Pakistani occupation forces surrendered to the freedom-loving people of Bangladesh. This marked the birth of an independent and sovereign nation. Victory Day is not just a date; it symbolizes the sacrifice, resilience, and triumph of the Bengali nation....

Spread the love  December 16 is a day of immense pride and honor for the people of Bangladesh. On this historic day in 1971, after nine months of a bloody liberation war, the Pakistani occupation forces surrendered to the freedom-loving people of Bangladesh. This marked the birth of an independent ...

জাহিদ শিকদার, বরিশাল। পটুয়াখালীর বাউফলে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।...
16/12/2024

জাহিদ শিকদার, বরিশাল। পটুয়াখালীর বাউফলে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার তাঁতেরকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় যুব সমাজের আয়োজনে এ খেলায় উপজেলার নাজিরপুর ইউনিয়নে ৮ টি দল অংশ নেয় পরে ছয়হিস্যা কিংস এবং রামনগর ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়। পরে টাইব্রেকারে ০-১ গোলের ব্যবধানে রামনগর ব্রাদার্স স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন এবং ছয়হিস্যা কিংস রানার্সআপ হয়।...

Spread the loveজাহিদ শিকদার, বরিশাল। পটুয়াখালীর বাউফলে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ...

১৬ ডিসেম্বর বাঙালি জাতির জন্য এক গৌরবময় অধ্যায়ের দিন। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর পাকিস্তা...
16/12/2024

১৬ ডিসেম্বর বাঙালি জাতির জন্য এক গৌরবময় অধ্যায়ের দিন। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিকামী বাঙালির কাছে আত্মসমর্পণ করে, যার মধ্য দিয়ে বিশ্বের বুকে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। এই বিজয়ের পেছনে ছিল বীর মুক্তিযোদ্ধাদের অবর্ণনীয় ত্যাগ এবং লক্ষ মানুষের আত্মাহুতি। বিজয় দিবস কেবল একটি দিন নয়; এটি বাঙালি জাতির আত্মমর্যাদা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক।...

Spread the love১৬ ডিসেম্বর বাঙালি জাতির জন্য এক গৌরবময় অধ্যায়ের দিন। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্.....

16/12/2024

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে ফেনীতে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, ফেনী জেলা শাখার উদ্যোগে র‍্যালি ও পুষ্পস্তবক অর্পণের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁইয়া সবুজ এবং সদস্য সচিব এনামুল করিম সাহীদ। যুগ্ম আহ্বায়ক হিসেবে অংশ নেন এডভোকেট লায়লা আঞ্জুমান আরা, বদরুল হোসেন মামুন, ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদ আফনান ফয়সল, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন জুয়েল, এনামুল হক এবং শিক্ষানবীশ আইনজীবী ইদ্রিস নিলয়।...

এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি ১৯৭১ সালে যে বিজয় অর্জন করেছিল, তা কেবল এক...
15/12/2024

এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি ১৯৭১ সালে যে বিজয় অর্জন করেছিল, তা কেবল একটি ভূখণ্ডের স্বাধীনতার নয়, এটি ছিল জাতির মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার বিজয়। পাকিস্তানি শাসনের শোষণ ও নির্যাতনের শৃঙ্খল ভেঙে এক নতুন জাতি গঠনের স্বপ্ন দেখেছিল মুক্তিকামী বাঙালি। এই বিজয়ের পেছনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাহসী পদক্ষেপ ও দূরদর্শী নেতৃত্ব অনস্বীকার্য। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান কেবলমাত্র মুক্তিযুদ্ধের সামরিক নেতৃত্ব দেননি, তিনি জাতিকে স্বাধীনতার দিশা দেখান। তার নেতৃত্বে পরিচালিত গেরিলা যুদ্ধ কৌশল শত্রুকে দুর্বল করে এবং মুক্তিকামী জনগণকে ঐক্যবদ্ধ করে। জিয়াউর রহমানের আদর্শ ছিল স্বাধীনতা, গণতন্ত্র এবং সমতার ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়া।...

Spread the loveএডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি ১৯৭১ সালে যে বিজয় অর্জন করে...

এক দেশের একটি ছোট শহরে বসবাস করত চারজন কিশোর রনি, সুমি, টনি এবং পিয়া। তারা ছিল একেবারে মিষ্টি, হাস্যকর এবং চতুর। কিন্তু ...
14/12/2024

এক দেশের একটি ছোট শহরে বসবাস করত চারজন কিশোর রনি, সুমি, টনি এবং পিয়া। তারা ছিল একেবারে মিষ্টি, হাস্যকর এবং চতুর। কিন্তু তাদের একটি সমস্যা ছিল—কোনো কাজের জন্য তারা আইন মানতে চাইত না। একদিন, শহরের আইনজীবী বাবা জাহাঙ্গীর, তাদের মনোযোগ আকর্ষণ করতে এক অভিনব পরিকল্পনা করেছিলেন। বাবা জাহাঙ্গীর জানতেন, কিশোরদের জন্য আইন কখনও কখনও খুবই বিরক্তিকর, কিন্তু তিনি ভাবলেন, যদি আইনকে কিছু মজা এবং কৌতুকের সাথে উপস্থাপন করা যায়, তবে হয়তো তারা শিখতে পারবে।...

Spread the loveএক দেশের একটি ছোট শহরে বসবাস করত চারজন কিশোর রনি, সুমি, টনি এবং পিয়া। তারা ছিল একেবারে মিষ্টি, হাস্যকর এবং চতু....

13/12/2024

চট্টগ্রাম ব্যুরো: দুই দশক পর সীতাকুণ্ডে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীলদের (সাবেক সাথী ও সদস্য) সম্মেলন। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার হলরুমে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান। সম্মেলনে মাওলানা মো. শাহজাহান বলেন, আওয়ামী লীগ সরকার পতনের আগে পর্যন্ত দেশকে আধিপত্যবাদী শক্তির হাতে তুলে দিতে মরিয়া ছিল। তিনি অভিযোগ করেন, তাদের সময় বাংলাদেশ ৭০ ভাগ ভারতীয় আধিপত্যের অধীনে ছিল এবং তাদের লক্ষ্য ছিল পুরো দেশকে নিয়ন্ত্রণে দেওয়া। তিনি বলেন, "ইসলামী আন্দোলনের কোনো নেতা কখনও দেশবিরোধী বা আধিপত্যবাদের পক্ষে অবস্থান নেননি। বরং আমাদের শহীদরা দেশ ও ইসলামের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। ইসলামী আন্দোলনের অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"...

সীতাকুণ্ড প্রতিনিধিঃ আজ ১২ ডিসেম্বর ২০২৪, বিশিষ্ট আইনজীবী এবং মানবাধিকার কর্মী এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু তার...
13/12/2024

সীতাকুণ্ড প্রতিনিধিঃ আজ ১২ ডিসেম্বর ২০২৪, বিশিষ্ট আইনজীবী এবং মানবাধিকার কর্মী এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু তার জন্মদিনটি উদযাপন করেছেন মানবিক কার্যক্রমের মাধ্যমে। এই বছর শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার শোকের কারণে তিনি ব্যক্তিগতভাবে জন্মদিন উদযাপন না করার সিদ্ধান্ত নেন। তবে, তার প্রিয় সামাজিক সংগঠন “রক্তের বন্ধনে আবদ্ধ আমরা”-এর সদস্যরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে একটি বিশেষ উদ্যোগ নেন। তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন এবং তার কাছে অনুরোধ করেন এই মানবিক উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করতে।...

Spread the loveসীতাকুণ্ড প্রতিনিধিঃ আজ ১২ ডিসেম্বর ২০২৪, বিশিষ্ট আইনজীবী এবং মানবাধিকার কর্মী এডভোকেট মোহাম্মদ সরোয়ার হ...

এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলুর জন্মদিন উপলক্ষে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ ক...
12/12/2024

এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলুর জন্মদিন উপলক্ষে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। "রক্তের বন্ধনে আবদ্ধ আমরা" পরিবারের উদ্যোগে ১২ ডিসেম্বর রাতে প্রায় শতাধিক পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। কম্বল বিতরণ কার্যক্রমটি শুরু হয় কুমিরা থেকে এবং দারোগারহাটসহ আশপাশের বিভিন্ন এলাকায় শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু, প্রতিষ্ঠাতা রাজু আহমেদ, উপদেষ্টা মোহাম্মদ সোহেল, এডমিন মোহাম্মদ আল আমিন, রক্তদাতা ও সমাজকর্মী মো....

Spread the love  এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলুর জন্মদিন উপলক্ষে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে শীতার্ত ও অসহায় মানুষের ম....

06/12/2024

৫ ডিসেম্বর দুপুর ১২.৩০ মিনিটের সময় ফেনী জেলা আদালত চত্বরে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ফেনী জেলা আইনজীবী আইন সহায়তা সেলের উদ্যোগে এড. সাইফুল ইসলাম আলিফ’র খুনীদের ফাঁসির দাবিতে আইএইচআরসি’র সমন্বয়ক এড. শাহজালাল ভূইয়া সবুজ’র সভাপতিত্বে এড. লায়লা আনজুমান আরা, এনামুল করিম সাহীদ, এড. আবদুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে আইএইচআরসি’র বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের প্রধান এম.এ.হাশেম রাজু প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন-এড....

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীরা হলেন উজ্জ্বল জলদাস ও সজল জলদাস। মামলার এজাহার, আসামীদের ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারার স্বীকারোক্তিমূল...
26/11/2024

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীরা হলেন উজ্জ্বল জলদাস ও সজল জলদাস। মামলার এজাহার, আসামীদের ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, অভিযোগপত্র, সি ডি এবং প্রদত্ত সাক্ষ্য প্রমানে প্রসিকিউশনের মামলা সংক্ষেপে এই যে, এজাহারকারী সাবিত্রী জলদাশের স্বামী অসীম জলদাশ জেলে হিসাবে মাছ ধরিয়া জীবিকা নির্বাহ করেন। অসীম জলদাশ গত ০৭/০৭/২০১৩ ইং তারিখ রাত অনুমান ৯.০০ ঘটিকার সময় তাহার বসত বাড়ীর অনুমান ১৫০ গজ দূরে দোকানে মশার কয়েল আনতে যায়। এজাহারকারীর স্বামী অসীম জলদাশ গত ০৭/০৭/২০১৩ ইং রাত্র অনুমান ১১.০০ ঘটিকার সময় ঘরে ফিরে না আসায় তাহারা খোঁজাখুঁজি করিতে থাকেন। তাহাদের বসত বাড়ীর দক্ষিণে সোনাই খাল। সোনাই খালের দক্ষিনে বিনাজুরী ইউনিয়নের পশ্চিম বিনাজুরী গ্রাম। পশ্চিম বিনাজুরী ও মোবারক খিলের মধ্যবর্তী স্থানে সুইচ গেইট। তাহাদের বাড়ীর দক্ষিনে সুবোধ বড়ুয়ার বাড়ী ও পুকুর যাহা পশ্চিম বিনাজুরী গ্রামে। তাহারা খোঁজাখুঁজি করাকালে সুবোধ বড়ুয়ার বাড়ীর পুকুরের পশ্চিম কোনায় পুকুরের পাড়ে তাহার স্বামী অসীম জলদাশের পড়নের লুঙ্গি পান। স্বামীর লুঙ্গির পাওয়ার পর খোঁজাখুঁজি করিয়া পশ্চিম বিনাজুরী সুইজ গেইট সংলগ্ন সুইজ গেইটে কর্মরত কর্মচারীদের বন্ধ অফিসের পিছনে ০৮/০৭/১৩ ইং তারিখ আনুমানিক ৮.০০ ঘটিকার সময় দুইটি সেফটি ট্যাংকের পূর্ব পার্শ্বের সেফটি ট্যাংক এর ভিতরে তাহার স্বামীর মৃত লাশ পান। তাহার স্বামীর মৃত লাশ দেখা না যাওয়ার জন্য সেফটি ট্যাংক এর ভিতর কিছু গাছের পাতা দিয়া ঢেকে রাখতে দেখেন। তাহার স্বামীর মৃত লাশ সেফটি ট্যাংক থেকে উপরে উঠাইলে দেখতে পান তাহার স্বামীর গলার দুই পার্শ্বে ধারালো ছুরি, ঢুকাইয়া দিয়া হত্যার করিয়াছে। হত্যাকারীরা তার স্বামীর লাশ গোপন করিবার জন্য পরিকল্পিতভাবে উক্ত সেফটি ট্যাংকের ভিতরে লাশ ঢুকাইয়া ঢাকনা দিয়া এবং ঢাকনার মধ্যবর্তী গোল ছিদ্রটিতে গাছের পাতা দিয়ে ঢাকিয়া লুকাইয়া রাখে। তাহার স্বামীকে গত ০৭/০৭/২০১৩ তারিখ আনুমানিক ৯.০০ ঘটিকার পর হতে গত ০৮/০৭/২০১৩ ইং তারিখ আনুমানিক ৬.০০ ঘটিকার মধ্যে যে কোন সময়ে প্রানে হত্যা করিয়া সেফটি ট্যাংকের ভিতর হত্যাকরীরা লুকিয়ে রাখে। তাহার স্বামীর মৃত সংবাদ শুনিয়া থানা হইতে পুলিশ গিয়া মৃত লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করিয়া ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কালেজ হাসপাতল মর্গে প্রেরণ করেন। তিনি স্বামীর খোঁজখবরে ব্যস্ততা সেরে ০৮/০৭/২০১৩ ইং তারিখ থানায় এজাহার দায়ের করেন। পর্যায়ক্রমে ০৩ জন তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা মোঃ খলিলুর রহমান তদন্তভার প্রাপ্ত হয়ে মৃত অসীম জলদাশের এর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আলামত জব্দ করেন। সাক্ষীদের জবানবন্দি ফৌঃ কাঃ বিঃ ১৬১ ধারায় লিপিবদ্ধ করেন। ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করে ঘটনাস্হলের খসড়া মানচিত্র ও সূচীপত্র অংকন করেন। তদন্তকালে তিনি আসামী উজ্জল জলদাশ ও সজল জলদাশকে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় দোষ স্বীকারউক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তাদের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করলে এই ২ জন আসামী ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। মামলাটি সার্বিক তদন্ত ও স্বাক্ষ প্রমাণে আসামী উজ্জল জলদাস ও সজল জলদাস এর বিরুদ্ধে দন্ড বিধির ৩০২/২০১/৩৪ ধারার অভিযোগ প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় রাউজান থানার অভিযোগপত্র নং-১৪১, তারিখঃ ২৪/১০/২০১৩ইং দাখিল করেন। পরবর্তীতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অভিযোগপত্রে আমলে গ্রহণ করে অভিযোগপত্রটি গ্রহণ করে বিচারের নিমিত্তে মামলাটি বিজ্ঞ দায়রা জজ আদালতে প্রেরণ করেন। অতঃপর বিজ্ঞ দায়রা জজ মামলাটি বিচার নিষ্পত্তির জন্য অতিরিক্তি দায়রা জজ, দেউলিয়া বিষয়ক আদালতে প্রেরণ করলে অত্র আদালতে বিগত ০৩/১১/২০১৫৭ ইং তারিখ আসামীদের বিরুদ্ধে দন্ড বিধির ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ গঠন করা হয়। গঠিত অভিযোগ উপস্হিত আসামীদেরকে পাঠ ও ব্যাখ্যা করে শুনানো হলে আসামীদ্বয় নিজেদেরকে নির্দোষ দাবীতে বিচার প্রার্থনা করেন।...

Spread the loveমৃত্যুদন্ড প্রাপ্ত আসামীরা হলেন উজ্জ্বল জলদাস ও সজল জলদাস। মামলার এজাহার, আসামীদের ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারার স্...

Address


Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক আইন আদালত প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক আইন আদালত প্রতিদিন:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share