GautaM BuddhA

GautaM BuddhA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GautaM BuddhA, Magazine, GAUTAM, Chittagong.

14/10/2021

#দৃষ্টি_আকর্ষণ

আসছে আগামী ২০ তারিখ শুভ প্রবারণা পূর্ণিমা।
তখন হয়তো সবাই ফানুস নিয়ে ব্যস্ততার মাঝে থাকবেন। সেই ব্যস্ততার মাঝেও সবাইকে একটু সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি ।বিশেষ করে বিহারের ভিতর অপরিচিত কোনো লোক ডুকতে দিবেন না।।

ধন্যবাদ💐

মঙ্গল কামনা করি, ওনার মায়ের সুস্থতা কামনা করি।❤️❤️
30/09/2021

মঙ্গল কামনা করি, ওনার মায়ের সুস্থতা কামনা করি।❤️❤️

সবাইকে শুভ বুদ্ধ পূর্ণিমার মৈএিময় শুভেচ্ছা🌸
26/05/2021

সবাইকে শুভ বুদ্ধ পূর্ণিমার মৈএিময় শুভেচ্ছা🌸

10/08/2020
23/07/2020
বুদ্ধ মূর্তি, নার্স, সন্ন্যাসী,অনীহা..🙏🙏
05/07/2020

বুদ্ধ মূর্তি, নার্স, সন্ন্যাসী,অনীহা..🙏🙏

---------মার বলিলেন : আমি গৌতম বুদ্ধকে অনেক কষ্ট দিয়েছি, অনেক বাধা দিয়েছি, অনেক ভয় দেখিয়েছি, কিন্তু তিনি কখনো আমাকে শাস্...
04/07/2020

---------মার বলিলেন :

আমি গৌতম বুদ্ধকে অনেক কষ্ট দিয়েছি, অনেক বাধা দিয়েছি, অনেক ভয় দেখিয়েছি, কিন্তু তিনি কখনো আমাকে শাস্তি দেন নাই বরং আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমি ক্লান্ত হয়ে তার রাস্তা থেকে সরে পড়েছি কিন্তু তুমি তার শিষ্য হয়ে আমাকে যে শাস্তি দিয়েছো তা আমার মনে থাকবে। ঠিক আছে যেদিন থেকে পৃথিবীতে তুমি থাকবে না সেদিন থেকে আমিও দেখবো আমার কাজে কে বাধা দেয় এবং সমস্ত ভালো কাজে আমি বাধা সৃষ্টি করে রাজত্ব করবো। তখন....
অরহৎ উপগুপ্ত ভান্তে বলিলেন : ঠিক আছে আমিও অধিষ্ঠিন করছি গৌতম বুদ্ধের আয়ুষ্কাল যতদিন পর্যন্ত বিদ্যমান থাকিবে, ততোদিন পর্যন্ত আমি নির্বাণগামী হবো না। এবং সমস্ত কুশল কর্মে আমি সুসম্পন্ন করিব।
*** সেদিন থেকে যদি কোন ভিক্ষু বা ব্যক্তি কোন অনুষ্ঠানের একদিন আগে থেকে অরহৎ উপগুপ্ত ভান্তেকে ফাং করেন তাহলে কোন প্রকার অশুভ শক্তি বাধা দিতে পারে না।

জগতের সকল প্রাণী সুখী হোক।
04/07/2020

জগতের সকল প্রাণী সুখী হোক।

আজ শুভ আষাঢ়ী পূর্ণিমা।এক পুণ্যময় তিথি। বৌদ্ধজীবন নানা কারণে অর্থবহ এবং গুরুত্বপূর্ণ। এ তিথিতে গৌতমবুদ্ধ সিদ্ধার্থরূপে মা...
04/07/2020

আজ শুভ আষাঢ়ী পূর্ণিমা।
এক পুণ্যময় তিথি। বৌদ্ধজীবন নানা কারণে অর্থবহ এবং গুরুত্বপূর্ণ। এ তিথিতে গৌতমবুদ্ধ সিদ্ধার্থরূপে মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন। জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু ও সন্ন্যাসী- এ চার দৃশ্য দেখে রাজকুমার সিদ্ধার্থ এ তিথিতে গৃহত্যাগ করেন। ছয় বছর কঠোর তপস্যার পর বুদ্ধত্ব লাভ করে তিনি এ পূর্ণিমা তিথিতে সারনাথের ঋষিপতন মৃগদাবে তার নবধর্ম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেন। পরে একই পূর্ণিমা তিথিতে তিনি মাতৃদেবীকে সদ্ধর্ম দেশনার জন্য তাবতিংস স্বর্গে গমন করেন। এ পূর্ণিমাতেই বৌদ্ধ ভিক্ষুসংঘ ত্রৈমাসিক বর্ষাব্রত অধিষ্ঠান গ্রহণ করেন।
আষাঢ়ী পূর্ণিমা, বর্ষাবাস ও উপোসথ এ তিনটি বিষয় একটির সঙ্গে অন্যটি ওতপ্রোতভাবে জড়িত। বৌদ্ধদের ধর্মীয় উৎসবগুলোর মধ্যে বর্ষাবাস হল অন্যতম। ভিক্ষুগণ বর্ষায় আবাস গ্রহণ করেন বলেই এর নাম বর্ষাবাস। এটি বৌদ্ধ জীবনে খুবই গুরুত্বপূর্ণ।
পালি ‘উপোসথ’ শব্দ থেকে উপবাস শব্দের উৎপত্তি। উপোসথ শব্দের ব্যুৎপত্তি করা হয়েছে ‘উপবসথ’ শব্দ থেকে। এখানে উপ একটি উপসর্গ। এর অর্থ হল নিকটে এবং বসথ অর্থ হলো বাস করা। সুতরাং উপবসথ শব্দের অর্থ হল নিকটে বসে কিংবা পাশাপাশি বসে ধর্ম শ্রবণ করা।উপোসথ আত্মশাসন, আত্মসংযম ও চিত্ত-সাধনাকে নিয়ন্ত্রণ করে। বৌদ্ধজীবনে এটি হচ্ছে প্রজ্ঞা ও ধ্যান সাধনার জন্য মহৎ কাজ। দুঃখের নিবৃত্তির জন্য এ উপোসথ বৌদ্ধজীবন পদ্ধতিতে অত্যন্ত কার্যকর।
চলুন আমরা আজ সবাই এই বর্ষাবাসের তাৎপর্য অনুধাবন করি এবং আত্মসংযম, আত্মজ্ঞান ও আত্মবোধে উদ্বুদ্ধ হই। সমাজ দেশ তথা বিশ্বকে আমরা মানবিক ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করি। সব্বে সত্তা সুখীতা ভবন্তু- জগতের সকল জীব সুখী হোক। ভবতু সব্ব মঙ্গলং- সকলের মঙ্গল লাভ হোক। বাংলাদেশ সমৃদ্ধময় হোক। বিশ্বে শান্তি বিরাজ করুক।

আমার জীবনের অর্জিত পূণ্যরাশি দান করছি। যেখানেই থাকুন ভালো থাকুন।😭😭
17/10/2019

আমার জীবনের অর্জিত পূণ্যরাশি দান করছি। যেখানেই থাকুন ভালো থাকুন।
😭😭

Address

GAUTAM
Chittagong
1234567890

Website

Alerts

Be the first to know and let us send you an email when GautaM BuddhA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category