অভিমানী_রাজকন্যা_313

  • Home
  • অভিমানী_রাজকন্যা_313

অভিমানী_রাজকন্যা_313 আমি যদি একটি হাদীস শেয়ার করি। আর কোন ব্যক্তি যদি ঐ হাদীসটি বাস্তবায়ন করে, তবে সে ব্যক্তি যে সওয়াব পাব
(28)

29/08/2025

The Power Of " সূরা মূলক...🌸

" মনে করুন , আপনি মা'রা গেছেন ! আপনার জা'না'জা'র নামাজ শেষ ! আপনাকে ক'ব'রে রাখা হলো ! আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেশতার জন্য ! কিন্তু , তাঁরা আসছে না ! অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি ! একটু পরেই– ক'ব'রে'র সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো ! আপনি ভাবলেন , এ কেমন কথা ! প্রশ্ন - উত্তর কই !? তখন আপনার মনে পড়ল— ' প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে ক'ব'রে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই ! ক'ব'র আজাবেরও কোনো চান্স নাই ! অতঃপর , রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন- · ' আলহামদুলিল্লাহ ' !

~ ( তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে )।🌸🌼

এই যে প্রতিদিন কত মানুষের সাথে সাক্ষাৎ হচ্ছে, খুব অল্প সময়ের ব্যবধানে আমরা সবাই ভিন্ন ভিন্ন কবরের বাসিন্দা হয়ে যাবো। এমন...
14/08/2025

এই যে প্রতিদিন কত মানুষের সাথে সাক্ষাৎ হচ্ছে, খুব অল্প সময়ের ব্যবধানে আমরা সবাই ভিন্ন ভিন্ন কবরের বাসিন্দা হয়ে যাবো। এমন অনেকের সাথে শেষ দেখা হয়ে গেছে, হয়তো অনন্তকাল তার সাথে আর কখনো দেখা হবে না। সবাই ভিন্ন ভিন্ন কবরের ভেতর আবদ্ধ হয়ে যাবো।

আহ! কত বিচিত্র জীবন তাই না? অনেকের সাথে হয়তো একই কবরস্থানে পাশাপাশি শুয়ে থাকবো, অথচ কারো সাথে কারো দেখা নেই, কথা নেই।😪

14/08/2025

নারীর মর্যাদা ও দায়িত্ব
নবীজি বলেছেন:
" তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম, যে তার স্ত্রীর প্রতি সর্বোত্তম। "
(তিরমিজি, হাদিস: ৩৮৯৫

_প্রতিটি ফুল তার আপন মহিমায় সুন্দর' কিন্তু ফুল সব সময় সুন্দর জায়গায় নাও ফুটতে পারে!🌸
03/08/2025

_প্রতিটি ফুল তার আপন মহিমায় সুন্দর' কিন্তু ফুল সব সময় সুন্দর জায়গায় নাও ফুটতে পারে!🌸

শুনতে একটু খারাপ লাগলেও অনেক ক্ষেত্রেই এটা সত্য  💔Courtesy: Ad-Deen
03/08/2025

শুনতে একটু খারাপ লাগলেও অনেক ক্ষেত্রেই এটা সত্য 💔

Courtesy: Ad-Deen

কেউ একজন বলেছিলো- আপনাকে ভীষন ভালোবাসি !!! আমি বলেছিলামঃ-                          কেন ???                          সে ব...
24/07/2025

কেউ একজন বলেছিলো-
আপনাকে ভীষন ভালোবাসি !!!

আমি বলেছিলামঃ-
কেন ???

সে বলেছিলো-
আপনার চোখ দুটো সুন্দর ,,আপনার কণ্ঠস্বর শুনতে ভালো লাগে খুব মিষ্টি করে কথা বলেন,,আপনার ঠোঁটের নিচের কালো তিল টা দেখে যে কেউ প্রেমে পড়বে আমিও তাই আপনাকে ভালোবাসি ।

আমি বুজেছিলাম-
এটা তার ভালোবাসা না-
এটা তার ভালোলাগা-
তাই তাকে আর ভালোবাসা হলো না ।

একজনকে একটা-
গোলাপ দিয়ে বলেছিলাম "ভালোবাসি" ।
তারপর কিছুদিন পর গোলাপটা তার কাছে চাইলাম ।
সে বলেছিলো-
গোলাপ টা শুকিয়ে গেছে-
গন্ধহীনা হয়ে গেছে তাই ছুড়ে ফেলে দিছি ।

আমি বুজেছিলাম-
সে সৌন্দর্যের প্রতীক ।
সৌন্দর্য নষ্ট হয়ে গেলে-
সে গোলাপের মতো-
আমাকেও ছুড়ে ফেলে দিবে ।
তাই তাকে ও আর ভালোবাসা হয় নি ।

আর একজন এসেছিল-
সম্পর্কের শুরুতে তার ভালোবাসা ছিলো অসিম ।

কিন্তু কিছুদিন-
যেতে না যেতে ই বাড়লো তার অবহেলা ।

আমি বুজেছিলামঃ-
সে নতুনে মুগ্ধ ।
একটু পুরানো হলে-
তার আর আগের মতো ভালো লাগে না ।
তাই তাকে ও আর ভালোবাসা হয় নি ।

জীবনে-
ভালোবাসা পাওয়ার অযোগ্য মানুষটাকে- ভালোবাসার থেকে, সারাজীবন সঠিক মানুষটার জন্য অপেক্ষা করা ভালো ।

সে জীবনে আসলে-
আপনার সৌন্দর্য কে নয়-
আপনার ব্যাক্তিত্বের প্রেমে পড়বে ।
তার কাছে আপনি কখনোই পুরাতন হবেন না ।

আপনার দেওয়া গোলাপ টা-
শুকিয়ে গন্ধহীনা হয়ে যাওয়ার পর ও-
যত্ন করে রেখে দিবে ডায়েরির ভাজে ।

ঠিক যেমন আপনাকে সারাজীবন-
হৃদয় মাজারে যত্ন করে রাখবে সারাজীবন ।
Copy🥀

─‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎...
17/07/2025

─‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎─‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎─‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎Ꮗআপনার পাশে কিছু নিঃশব্দ মুহূর্ত চাই,
যেখানে থাকবে শুধু আপনি- আমি─ আর একটুকরো নীরব ভালোবাসা..🩷🪽(i+a)🥰😘😍

14/07/2025

হিংসা করবা তো ধ্বংস হয়ে যাবা..
চেষ্টা করো তুমিও পারবা-
ইনশাআল্লাহ☀️

12/07/2025

মানুষ অনেক কিছুর জন্যই মুগ্ধ হয় অন্যের প্রতি।
কখনো চেহারায়, কখনো কথায়, আবার কখনো বাহ্যিক আভিজাত্যে।

কিন্তু একজন পুরুষের প্রতি মুগ্ধ হওয়ার আসল কারণ কী হওয়া উচিত—তা জানে কজন?

উমর ইবনুল খাত্তাব (রাদিয়াল্লাহু আনহু) বলেন:
❝ যার-তার কথায় মুগ্ধ হয়ো না।
যে পুরুষ তার দায়িত্ব পালন করে,
বিশ্বাস রক্ষা করে,
এবং অন্যের মান-সম্মানে আঘাত করে না—
সেই আসল পুরুষ। ❞

বাহ্যিক মুগ্ধতা ক্ষণিকের,
আসল সৌন্দর্য চরিত্রের।

11/07/2025

🤭

06/07/2025

আশুরার দিনের ফজিলত অনেক বেশি, কিন্তু অনেকেই দ্বিধায় থাকেন, এই পবিত্র দিনে ঠিক কী কী আমল করা উচিত। আসুন, আমরা জেনে নিই আশুরার এই বরকতময় দিনে কীভাবে আমল করলে আমরা আল্লাহর নিকট আরও বেশি নিকটবর্তী হতে পারি।

🔲আশুরা দিনে করণীয় আমলসমূহ:

1️⃣ আশুরার রোজা রাখা।

রাসূলুল্লাহ বলেন:

"আমি আল্লাহর কাছে আশাবাদী, আশুরার রোজা পূর্ববর্তী বছরের গোনাহগুলো মাফ করে দেবে।"

(সহীহ মুসলিম, হাদীস: 1162)

📌 কোন তারিখে রোজা?

যখন রাসূল মদীনায় এসে দেখলেন ইহুদিরা ১০ই মহররম রোজা রাখে, তখন তিনি বললেন:

"আমরা মূসার অনুসরণে তাদের তুলনায় অধিক হকদার।"

(সহীহ বুখারী: 2004, সহীহ মুসলিম: 1130)

তিনি আশুরার দিন রোজা রাখলেন এবং বললেন:

"তোমরা ৯ তারিখেও রোজা রাখো, যাতে ইহুদিদের সাথে মিল না হয়।"

(মুসলিম, হাদীস: 1134; আহমাদ: 2154)

2️⃣তাওবা ও ইস্তেগফার করা।

আশুরার দিনকে তাওবা করার জন্য উপযুক্ত সময় ধরা হয়, কারণ এই দিনে আল্লাহ অনেক নবীর তওবা কবুল করেছিলেন।

3️⃣দোয়া, জিকির, কুরআন তিলাওয়াত করা।

এই দিনে আল্লাহর নৈকট্য লাভের জন্য বেশি বেশি দোয়া করা উচিত। আর আশুরার দিন কুরআন পড়া খুবই ফজিলতের কাজ। সময় কম থাকলেও সূরা ইখলাস অন্তত ১০০ বার হলেও পড়ার চেষ্টা করবেন ইন শা আল্লাহ।

4️⃣সাদকাহ (দান) করা।

রাসূল (সা.) বলেন: "যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারের জন্য ব্যয় বাড়াবে, আল্লাহ তা'আলা তার রিযিক বাড়িয়ে দেবেন।" (বায়হাকি, হাদীস সহীহ)

এছাড়াও গোপনে ভালো কাজ করার চেষ্টা করবেন।

কাউকে সাহায্য করুন- এমনভাবে, যেন সে না জানে। অথবা কাউকে গোপনে হাদিয়া হিসেবে কুরআন, ইসলামিক বই, তাসবিহ ইত্যাদি যেকোনো কিছু দিতে পারেন। এই "গোপন আমল" হতে পারে আমাদের নাজাতের চাবি। ইন শা আল্লাহ্।

5️⃣দোয়া ইউনুস পড়া।

হযরত ইউনুস আ. এই দোয়া দিয়ে মুক্তি পেয়েছিলেন। তাই এই আশুরায় এটি অন্তত ১০০ বার হলেও পড়ার চেষ্টা করুন অথবা এর চেয়েও বেশি।

6️⃣দুই রাকাত নফল স্বলাত (তাওবার নিয়তে)

আল্লাহর কাছে নিজের গুনাহের ক্ষমা প্রার্থনার জন্য আশুরার দিন যেকোনো সময়ে ২ রাকাত স্বলাত পড়ে খালিস মনে তওবা করবেন। এছাড়াও একটি খাতা বা ফোনে নিজের গুনাহগুলোর লিস্ট করতে পারেন এরপর আল্লাহর কাছে কান্না করে সেগুলোর জন্য ক্ষমা চাইবেন। পরবর্তীতে এই লিস্ট মুছে দিবেন।

📌 দোয়া করবেন:

"হে আল্লাহ! এই পবিত্র দিনে তুমি যেমন তোমার প্রিয় বান্দাদের তওবা কবুল করেছো, আমাকেও সেই তালিকায় শামিল করে ন

🥰 আলহামদুলিল্লাহ  আমিও কলিজার থেকে পাইছি 🥰শখের পুরুষের কাছে থেকে যে নারী চুড়ি উপহার পেয়েছে সে নিঃসন্দেহে ভাগ্যবতী❤️🎀💫🪷Ay...
29/06/2025

🥰 আলহামদুলিল্লাহ আমিও কলিজার থেকে পাইছি 🥰শখের পুরুষের কাছে থেকে যে নারী চুড়ি উপহার পেয়েছে সে নিঃসন্দেহে ভাগ্যবতী❤️🎀💫🪷AyeshaImam❤️❤️

Address


Alerts

Be the first to know and let us send you an email when অভিমানী_রাজকন্যা_313 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share