Priyo Tv, প্রিয় টিভি

Priyo Tv, প্রিয় টিভি রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা সহ সকল প্রকার সংবাদ পেতে আমাদের পেইজে জয়েন করুন।

আগামীকাল ২২ রবিউল আউয়াল ০৮ অক্টোবর রবিবার।বোয়ালখালী আঞ্জুমানে আসাদিয়া নূরিয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসা'র উদ্যোগে জশনে জ...
07/10/2023

আগামীকাল ২২ রবিউল আউয়াল
০৮ অক্টোবর রবিবার।
বোয়ালখালী আঞ্জুমানে আসাদিয়া নূরিয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসা'র উদ্যোগে জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী (দ:) অনুষ্ঠিত হবে।
ছদারতেঃ শাহসুফি সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী আল-চিশতী (মঃজিঃআঃ)
সাজ্জাদানশীন :আহলা দরবার শরীফ,বোয়ালখালী, চট্টগ্রাম।

01/10/2023

ঈদে মিলাদুন নবী (সা:)-২০২৩
পরিচালনায় শাহজাদা সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী আল-চিশতী (মা.জ্বি.আ)।
সাজ্জাদানশীন আহলা দরবার শরীফ।

29/09/2023

১২ই রবিউল আউয়াল উপলক্ষে আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার উদ্যোগে ঢাকায় জশনে জুলুস অনুষ্ঠিত।

09/09/2023

মরক্কোয় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২৯০

অনলাইন চ্যানেল প্রিয় টিভি আয়োজিত ইসলামিক প্রোগ্রাম আধ্যাত্মিকতা ও সুফীবাদের সাথে আধুনিক জ্ঞান বিজ্ঞানের সামঞ্জস্যতা। অনু...
09/09/2023

অনলাইন চ্যানেল প্রিয় টিভি আয়োজিত ইসলামিক প্রোগ্রাম আধ্যাত্মিকতা ও সুফীবাদের সাথে আধুনিক জ্ঞান বিজ্ঞানের সামঞ্জস্যতা।

অনুষ্ঠান পরিচালনা করবেন
মওলানা মুফতি মুহাম্মদ রুকুন উদ্দীন ক্বাদেরী।
ইসলামী লেখক এবং গবেষক।
সহকারী শিক্ষক আঞ্জুমানে ক্বাদেরীয়া মাদ্রাসাতু সাবী-ইল- হাসান দাখিল মাদ্রাসা,দৌলতদিয়া, গোয়ালন্দ, রাজবাড়ী।
পরিচালক : বিজ্ঞাপন এবং ইসলামীক প্রোগ্রাম, প্রিয় টিভি।

অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
ড. আব্দুল আজিম শাহ
বিশিষ্ট সুফী লেখক ও গবেষক
আধ্যাত্মিক উত্তরসুরী, মতিভান্ডার দরবার শরিফ,ফটিকছড়ি,চট্টগ্রাম।

ডা. মোহাম্মদ এ হোসাইন
প্রতিষ্ঠাতা: সুফী গবেষণা সেন্টার,বাংলাদেশ

অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হবে প্রিয় টিভি ফেসবুক পেইজ এবং আইডিতে।
তারিখ :১১ সেপ্টেম্বর ২০২৩ইং
সময় : রাত ১০ টা
প্রিয় টিভি
Priyo Tv, প্রিয় টিভি

আগামী ৭ই অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের মধ্য দিয়ে আরো একধাপ এগিয়ে যাবে ব...
30/08/2023

আগামী ৭ই অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের মধ্য দিয়ে আরো একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। তৃতীয় টার্মিনালে মোট ২৬টি বোর্ডিং ব্রিজের ব্যবস্থা থাকবে। বহির্গমনের জন্য মোট ১১৫টি চেক-ইন কাউন্টার থাকবে (১৫টি সেলফ সার্ভিস চেক-ইন কাউন্টারসহ)। এ ছাড়া ১০টি স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টারসহ বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার থাকবে ৬৬টি। আগমনীর ক্ষেত্রে ৫টি স্বয়ংক্রিয় চেক-ইন কাউন্টারসহ মোট ৫৯টি কাউন্টার থাকবে। টার্মিনালে ১৬টি ব্যাগেজ বেল্ট স্থাপন করা হবে। অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকবে চারটি পৃথক বেল্ট। ১ হাজার ৪৪টি গাড়ি ধারণ ক্ষমতা সম্পন্ন বহুতল কার পার্কিং তৈরি করা হচ্ছে। এই টার্মিনালে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্ক করে রাখা যাবে।

এর মধ্যেই তৃতীয় টার্মিনালকে কেন্দ্র করে ঢাকা থেকে বিশ্বের ৩১ টি নতুন এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ।

1. Lufthansa Airlines ( Germany)
2. ITA Airways ( Italy)
3. Swiss Air ( Switzerland)
4. virgin Atlantic ( UK)
5. British Airline ( UK)
6.American Airlines ( USA)
7. Cyprus Air ( Cyprus)
8. Finn Air ( Finland)
9. Royal Brunei Air ( Brunei)
10. Japan Airlines ( Japan)
11. Korean Air ( South Korea)
12. Azur Air ( Russia)
13.Air Canada ( Canada)
14. ANA air ( Japan)
15.Qantas Airlines ( Australia)
16. Spirit of Australia Airlines ( Australia)
17.Air France ( France)
18. United Air ( USA)
20.Alaska Air ( Alaska)
21. Wiss air ( Hungary)
22.KLM ( Netherlands)
23.Pegasus Airlines
24. Eurowings Airlines
25.EsyJet
26.LOT polish Airlines ( Poland)
27.Danish Air ( Denmark)
28. Greece Air ( Greece)
29. Austrian Airlines ( Austria)
30. TAROM Air ( Romania)
31.SAS Airlines

বিশ্বের সকল বিমানের মিলনমেলায় পরিনত হবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়।
30/08/2023

সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়।

29/08/2023

নিয়োগ বিজ্ঞপ্তি:
সাংবাদিক নিয়োগ
কলম আর ক্যামেরা হোক প্রতিরোধের হাতিয়ার
ব্যুরো প্রধান
জেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি
ক্যাম্পাস প্রতিনিধি
উপস্থাপক
সিভি পাঠান
যোগাযোগ
ইমেইল- [email protected]" rel="ugc" target="_blank">[email protected]
01827-433961

11/08/2023
07/03/2023

সরাসরি মাইজভান্ডার দরবার শরীফ থেকে।

আজ পবিত্র লাইলাতুল বরাত (শবে বরাত)আজকের এই মহিমান্বিত রাতে ছদকায় সকলের জীবনের গুনাহ মহান রাব্বুল আলামিন মাপ করুক।
07/03/2023

আজ পবিত্র লাইলাতুল বরাত (শবে বরাত)
আজকের এই মহিমান্বিত রাতে ছদকায় সকলের জীবনের গুনাহ মহান রাব্বুল আলামিন মাপ করুক।

07/03/2023

৭ই মার্চের শপথ স্বাধীনতাবিরোধী পশ্চাৎমুখী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ : তথ্যমন্ত্রী।

07/03/2023

চম্পা চাকমার মৃত দেহ নিজ গ্রাম বন্দুক ভাঙ্গা ছাক্রাছড়িতে নেওয়া হয়েছে।

07/03/2023

মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কি রকম নবী?

তিন গুণ বেশি বন্দী নিয়ে ধুঁকছে কুড়িগ্রাম জেলা কারাগারনয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃধারণক্ষমতার তিন গুণেরও বেশি বন্দী,...
06/03/2023

তিন গুণ বেশি বন্দী নিয়ে ধুঁকছে কুড়িগ্রাম জেলা কারাগার

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

ধারণক্ষমতার তিন গুণেরও বেশি বন্দী, টয়লেট সংকটসহ নানা সমস্যায় ধুঁকছে কুড়িগ্রাম জেলা কারাগার। সংকট উত্তরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার লিখিত প্রতিবেদন দিলেও সমাধান মিলছে না। তবে কুড়িগ্রাম জেলা প্রশাসক আশা প্রকাশ করে বলেছেন, শিগগিরই এসব সমস্যার সমাধান হবে।

জানা যায়, কুড়িগ্রাম জেলা কারাগারে চারটি পুরুষ ও দুটি নারী ওয়ার্ড মিলে মোট বন্দী ধারণক্ষমতা ১৬৩ জন। এর মধ্যে পুরুষ বন্দী ধারণক্ষমতা ১৪৫ এবং নারী বন্দী ধারণক্ষমতা ১৮। কিন্তু ১৯৮৭ সালে জেলা কারাগার হিসেবে যাত্রা করা এই কারাগারে সব সময়ই ধারণক্ষমতার বেশি বন্দী থাকেন। বন্দীর সংখ্যা বাড়লেও কারাগারের ধারণক্ষমতা বাড়ানো হয়নি।

গতকাল শনিবার বিকেল পর্যন্ত কারাগারে বন্দী ছিল ৫৪৫ জন, যা ধারণক্ষমতার তিন গুণেরও বেশি। এর মধ্যে পুরুষ বন্দী ৫১৭ জন এবং নারী বন্দী ২৮ জন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কারা সদস্য জানান, নির্ধারিত ওয়ার্ডগুলোতে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি বন্দী থাকায় কারা অভ্যন্তরে ন্যূনতম মানবিক পরিবেশ থাকছে না। দিনের বেলা বন্দীরা ওয়ার্ডের বাইরে ঘোরাফেরা করলেও বিকেল হতেই তাদের ওয়ার্ডে প্রবেশ করতে হয়। আবার ধারণক্ষমতার তিন গুণ বন্দী থাকায় বন্দীদের ঘুমানোর পরিবেশও থাকছে না। ফলে মানবেতর জীবন যাপন করছেন বন্দীরা।

এদিকে আবাসনের পাশাপাশি কারাগারে টয়লেটের সংকট তীব্র হয়ে উঠেছে বলে জানা গেছে। প্রতিটি ওয়ার্ডে ১০০ থেকে ১৫০ জন বন্দীর বিপরীতে টয়লেট রয়েছে মাত্র একটি। আর চার ওয়ার্ডের বন্দীদের জন্য দিবা টয়লেট রয়েছে মাত্র ২০টি। ফলে বন্দীরা মানবিক সংকটে ভুগছেন।

আবাসন ও টয়লেটের সংকটের কথা স্বীকার করে কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার আবু ছায়েম বলেন, ‘কুড়িগ্রাম কারাগারে সব সময় ধারণক্ষমতার বেশি বন্দী থাকে। ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেও সমস্যার বিষয়টি অবগত হয়েছেন। বন্দীদের জন্য নতুন ভবন নির্মাণ ও আধুনিকায়নের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মন্তব্যসহ কর্তৃপক্ষের কাছে লিখিত প্রতিবেদন পাঠানো হয়েছে।’

06/03/2023

রাঙ্গুনিয়ায় এনজিও কর্মী #চম্পা_চাকমা হত্যাকান্ডের সিসিটিভি ফুটেজ।

ধামাইরহাট বাজারে পদক্ষেপ(এনজিও) কর্মি চম্পা চাকমা কে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা।
05/03/2023

ধামাইরহাট বাজারে পদক্ষেপ(এনজিও) কর্মি চম্পা চাকমা কে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা।

05/03/2023

মাহফিল থেকে ফেরার পথে হামলার শিকার হলেন ব্রাক্ষনবাড়ীয়া সদর উপজেলা যুবসেনার সাধারণ সম্পাদক #মাওলানা_শরীফুল_ইসলাম_নুরী।

05/03/2023

টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

05/03/2023

আহলা দরবার শরীফের আধ্যাত্মিক সাধক, মোনাজেরে আহলে সুন্নাত হযরতুল আল্লামা শাহসূফী #সৈয়দ_এ_জেড_এম_সেহাবউদ্দীন_খালেদ, আল-ক্বাদেরী,আল-চিশতী(রহঃ)'র ১২তম বার্ষিক ওরশ শরীফ ১৭ মার্চ ২০২৩ ইংরেজী রোজঃ শুক্রবার আহলা দরবার শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হবে।

26/02/2023

প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে নৌকা বাইচ দেখলেন প্রধানমন্ত্রী।

18/02/2023

দক্ষিণ রাজানগর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: ইমরান হোসেন রানা।

14/02/2023

শিক্ষামন্ত্রীর চোখে ভালবাসা দিবস।

13/02/2023

হিজাব পড়েই ধ্বংসস্তুপ থেকে বের হলেন এক নারী।

13/02/2023

সাবেক দুদক কমিশনার চুপ্পুকে রাষ্ট্রপতি পদে আ.লীগ মনোনয়ন দেওয়া অসাধারণ সিন্ধান্ত - রুমিন।

08/02/2023

আঞ্চলিক গানের তালে তালে শিক্ষার্থীদের সাথে নাচলেন কক্সবাজারের সাবেক এমপি বদি।

08/02/2023

সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

06/02/2023

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে

06/02/2023

আদালতের হাজতখানায় ধর্ষণ মামলার আসামির সঙ্গে বাদীর বিয়ে!

শোক সংবাদ,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি চট্টগ্রাম ৮ বোয়ালখালী আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুসলিম উ...
06/02/2023

শোক সংবাদ,
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি চট্টগ্রাম ৮ বোয়ালখালী আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুসলিম উদ্দিন আহম্মেদ ইন্তেকাল করেছেন "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"

03/02/2023

ফেসবুকে বেশি সময় ব্যয় করা ৩ দেশের তালিকায় বাংলাদেশ।

03/02/2023

জাগরণ সোশ্যাল ফাউন্ডেশন এর ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ ইং সম্পন্ন।

02/02/2023

মধ্যরাতে চারুকলায় অভিযান, ছাত্র হোস্টেল থেকে ছাত্রী আটক।

অমর একুশে বইমেলা ২০২৩।
01/02/2023

অমর একুশে বইমেলা ২০২৩।

স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণ সোশ্যাল ফাউন্ডেশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অ...
01/02/2023

স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণ সোশ্যাল ফাউন্ডেশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান বহদ্দারহাট কাশবন রেস্টুরেন্ট হলরুমে অনুষ্ঠিত।

এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগর এর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ (মা.জ্বি.আ)।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয় টিভির পরিচালক মোহাম্মদ রাকিব বিন রহিম, জাগরণ সোশ্যাল ফাউন্ডেশন এর উপদেষ্টা মাওলানা জোবায়ের হোসাইন, জাগরণ সোশ্যাল ফাউন্ডেশন এর উপদেষ্টা এম.এ কাদের জাহেদ, সিরাতুল মোস্তাকিম ফাউন্ডেশন কাতার শাখার সাবেক সভাপতি মুহাম্মদ দিদারুল আলম সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রতিযোগীরা।

26/01/2023

গাউসিয়া সুবহান মঞ্জিলে গাউসুল আজম মাইজভান্ডারির ১১৭ তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত।

25/01/2023

গাউসিয়া জাহেদ মঞ্জিলে গাউসুল গাউসুল আজম আহমদ উল্লাহ মাইজভান্ডারি (কা.) এর ১১৭ তম ওরশ শরীফ অনুষ্ঠিত।

24/01/2023

মহান ১০ মাঘ মাইজভান্ডার দরবার শরীফে গাউসুল আজম হযরত আহমদ উল্লাহ মাইজভান্ডারি (কা.) এর ১১৭ তম বার্ষিক ওরশ শরীফ।

25/12/2022

রাঙ্গুনিয়ায় স্বপ্ন-চূড়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের যাত্রা শুরু।

10/12/2022

বিদায়ি জাপানি রাষ্ট্রদূতের কন্ঠে 'সাদা সাদা কালা কালা' গান।
'Sada Sada Kala Kala' song in the voice of the departing Japanese ambassador.

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Priyo Tv, প্রিয় টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Priyo Tv, প্রিয় টিভি:

Share


Other Chittagong media companies

Show All

You may also like