Muslim Kishor - মুসলিম কিশোর

Muslim Kishor - মুসলিম কিশোর in search of truth and peace, Da'wah Ilallah/
সত্য-শান্তিরসন্ধান?
(1)

01/09/2023

পর্দার বিষয়ে আজহারী সাহেবের বক্তব্যের দলিলভিত্তিক পর্যালোচনা || বেলাল বিন আলী

✅ ভিডিওটিতে তিনটি বিষয়ে আলোচনা করা হয়েছেঃ
১ – নারীরা মুখ ও হাত খোলা রাখার বিষয়ে ডঃ মিজানুর রহমান আজহারী সাহেবর দলিলসমূহের পর্যালোচনা।
২ – নারীরা মুখ ও হাত খোলা রাখার বিষয়ে কোরআন হাদিস ও চার মাজহাবের বক্তব্য।
৩ - যারা খোলা রাখার কথা বলেছেন তাদের উদ্দেশ্য কী ?

جزاكم الله خيرا

30/08/2023

আমাদের প্রধানমন্ত্রীও জানেনা সামনে কি ঘটবে ❓ রিমান্ডে গিয়ে যেই অপশক্তির কথা জানতে পারলেন হুজুর 😭😭

🎙️ মুফতি হারুন ইজহার চৌধুরী

বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার ড. ইউসুফ আল-কারযাবী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয় ইন্না ইলাইহি রাজিঊন!তিনি ছিলেন সমকালী...
26/09/2022

বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার ড. ইউসুফ আল-কারযাবী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয় ইন্না ইলাইহি রাজিঊন!

তিনি ছিলেন সমকালীন প্রভাবশালী চিন্তক ও লেখকদের অন্যতম। তাঁর চিন্তা ও রচনা দ্বারা যুগ যুগ ধরে মুসলিম উম্মাহ ও মানবজাতি উপকৃত হবে ইন-শা-আল্লাহ। আল্লাহ তাঁর ভুলত্রুটি মার্জনা করে তাঁকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসেবে কবুল করুন।
আমীন ইয়া রব্বাল আলামীন।

23/09/2022

এই সম্মান আর এই ভালবাসা কোরআনের...
বিশ্বজয়ী হাফেজ তাকরীমকে বরণ করে নেওয়ার দৃশ্য...

একটি ছবি, অনেক শিক্ষা।স্কুল থেকে ফেরার পথে নিজেরটার সঙ্গে দুই সহোদর বোনের ব্যাগ বহন করে সৌদি শিশু মিশআল বদর শাহরানি পুরো...
11/09/2022

একটি ছবি, অনেক শিক্ষা।

স্কুল থেকে ফেরার পথে নিজেরটার সঙ্গে দুই সহোদর বোনের ব্যাগ বহন করে সৌদি শিশু মিশআল বদর শাহরানি পুরো আরববিশ্বের প্রশংসায় ভাসছে। আসির প্রদেশের শিক্ষাবিভাগ তাকে পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে।

১. প্রতিটি শিশু স্বভাবধর্ম তথা একত্ববাদ ও ইসলামের ওপর জন্ম গ্রহণ করে। শিশুদের স্বভাব যদি পরিবার ও সমাজ নষ্ট না করে দেয়, তাহলে তাদের মাধ্যমে ইসলামের শ্বাশত সৌন্দর্যগুলো এভাবেই প্রকাশ পাবে।

২. পারিবারিক শিক্ষাই আসল শিক্ষা। পরিবারের শিক্ষা সঠিক হলে তারাই আদর্শ মানুষ এবং দায়িত্বশীল নাগরিক হয়ে গড়ে উঠবে।

৩. পুরুষকে আল্লাহ নারীর জন্য দায়িত্বশীল বানিয়েছেন। এটা কর্তৃত্ব নয়, অভিভাবকত্ব। নারীর প্রকৃতি এবং পৃথিবীর স্থিতি ও শান্তি বজায় রাখার স্বার্থে এর বিকল্প নেই।

৪. ইসলামে পুরুষের অবধারিত কর্তব্য নারীকে সম্মান দেওয়া। বিপরীতে যারা ইসলামের বিভিন্ন বিধানের অপব্যাখ্যা করে নারীকে ইসলামের বিরুদ্ধে খেপিয়ে তুলতে চায়, বাস্তবতা হলো, তারা দিন শেষে নারীকে ভোগ্যপণ্য ছাড়া কিছুই ভাবে না।

৫. ভালোকে উৎসাহিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। আসির প্রদেশের শিক্ষাবিভাগ বদর শাহরানিকে পুরস্কৃত করে সে দায়িত্বটিই পালন করছে। আমাদেরও উচিত এভাবে ভালো কাজকে উৎসাহিত করা।

বি. দ্র. সবাই ছবিটা দেখে মুগ্ধ হয়ে বাচ্চাগুলোর চেহারা দেখতে চাইছিলেন। আসির শিক্ষাবিভাগ ওদের ছবি প্রকাশ করেছে।

(সংগৃহীত) The Believer Media

বিহারের নওয়াদা জেলার অন্তর্গত হলদিয়া গ্রামে একটা পুরানো নদী ছিল, যেটা শুকিয়ে যাওয়ার পরে সেখানে এই মসজিদটা দেখতে পাওয়া যা...
11/09/2022

বিহারের নওয়াদা জেলার অন্তর্গত হলদিয়া গ্রামে একটা পুরানো নদী ছিল, যেটা শুকিয়ে যাওয়ার পরে সেখানে এই মসজিদটা দেখতে পাওয়া যায়।

মসজিদটি ১২০ বছর পুরানো। ৩০ বছরের বেশি সময় ধরে পানির নিচে থাকলেও তাতে মসজিদের কোনো ক্ষতি হয়নি। খবর এক্সপ্রেস ট্রিবিউন।

স্থানীয় প্রবীণরা জানান, মসজিদটি বিংশ শতকের প্রথমদিকে নির্মিত হয়। মোগল রীতিতে নির্মিত মসজিদটির বয়স এখন প্রায় ১২০ বছর। স্থানীয়রা এ মসজিদের নাম দিয়েছিল নুরি মসজিদ। মাটি থেকে গম্বুজ পর্যন্ত মসজিদের উচ্চতা প্রায় ৩০ ফুট।

১৯৭৯ খ্রিষ্টাব্দে এখানে ফুলওয়ারিয়া ড্যাম নির্মাণ শুরু হয়। সে সময় এই এলাকায় প্রচুর মুসলমান বসবাস করতেন। এ মসজিদে তারা নিয়মিত নামাজ আদায় করতেন। কিন্তু সরকার বাঁধ নির্মাণ শুরু করলে মুসলমানদের এই জায়গা ছেড়ে উঠে যেতে হয়। সরকার পুরো জায়গাটি অধিগ্রহণ করে গ্রামবাসীকে অন্য একটা গ্রামে স্থানান্তরিত করে। বাঁধ নির্মাণের সময় প্রয়োজন না হওয়ায় কর্তৃপক্ষ মসজিদটির কোনো ক্ষতি করেনি।

বর্তমানে বাঁধের পানি শুকিয়ে গেলেও পুরো এলাকা কাদাময় হয়ে আছে। কিন্তু এরমধ্যে কৌতূহলী মুসলিমরা কাঁদা মাড়িয়ে মসজিদে প্রবেশ করেন। তারা দেখতে পান মসজিদটি পুরোপুরি অক্ষত রয়েছে! কয়েক দশক ধরে ডুবে থাকলেও কাঠামোর সামান্যতম ক্ষতি হয়নি।

লিখেছেন রোকন রাইয়ান
© 👉 The Believer Media

18/04/2022

মৃত্যুর যন্ত্রণা....
গুরুত্বপূর্ণ আলোচনা টি মন দিয়ে শুনুন ।
মুফতি আরিফ বিন হাবিব সাহেব......
==================================

02/04/2022

মাহে রমজানের করণীয় আমল সমূহ।

02/04/2022

❝রমজান কিভাবে কাটাবো?❞
- মুফতি তাকী উসমানী হাফিজাহুল্লাহ এর একটি ক্লিপ...

~Risalatul Islam BD - RIBD

26/01/2022

ক্লোজ আপ: জাহান্নামের কাছে আসার গল্প | Shaikh Tamim Al Adnani

25/01/2022

হিজাব ও ইসলামি সংস্কৃতির পক্ষে স্লোগান দিচ্ছেন আফগানিস্তানের নারীরা... যে দৃশ্য দালাল মিডিয়া আপনাকে কখনো দেখাবে না।


27/12/2021

মাযহাব কী? যারা লা মাযহাবি, তারা কী আসলেই মাযহাব মানে না?
https://youtu.be/iq3pdrdNOj4

26/12/2021

কুফরি রাষ্ট্রে বসবাসের কাফফারা...

25/12/2021

মাশাআল্লাহ ক্বারী সাহেব।৫৩ বছরের ফসল।

স্ত্রী ৪জন,ছেলে ১৯ ও মেয়ে৯জন।মোট =২৮
বড় ছেলের বয়স ৩৬, স্ত্রী ৪জন,সন্তানাদি ১৩জন।

12/12/2021

তাবলীগ জামাত সম্পর্কে আরবের প্রখ্যাত আলেম
ড.ওয়াহীব ইবনে আব্দুর রহমান আল খাওজ (হাফিজাহুল্লাহ) এর অভিজ্ঞতা।

ইমাম ও খতীব ,
★ মসজিদে জারীর ইবনে তবারী , জেদ্দাহ,
সৌদী আরব

সাবেক অধ্যাপক,
★জামিয়া তাইবা, মদীনা মুনাওয়ারা,
সৌদী আরব॥

15/11/2021

Sheikh Mansur Al Salimi

02/11/2021

ইন্না-লিল্লাহ!
ভা-র-তে মুসলিম নির্যা-তনের চিত্র দেখুন।

02/11/2021

কথিত আহলে হাদীসের ইতিহাস।

15/10/2021

কথিত "ঈদে মিলাদুন্নবী" নিয়ে চমৎকার আলোচনা।

আলোচক-
M***i Shamsuddoha (হাফিজাহুল্লাহ)

14/10/2021

#রাষ্ট্রধর্ম_ইসলামকে_সংবিধান_থেকে_তুলে_দেয়ার_ঘোষণা_দিলেন_তথ্য_প্রতিমন্ত্রী

09/10/2021
28/09/2021

হুজুর...

26/09/2021

ওই ভ্রষ্ট মডেলরা আপনার আদর্শ নয় | Shaikh Tamim Al Adnani

24/09/2021

আলহামদুলিল্লাহ!
মাযহাব বিষয়ে বিশিষ্ট দা'ঈ ডাঃ জাকির নায়েক (হাফিজাহুল্লাহ)এর ভাইরাল হ‌ওয়া বক্তব্যটিতে অসাধারণ কথা বলেছেন তিনি।

মাযহাব বিষয়ে সংশয় ও সন্দেহে আছেন এমন যে কেউ, এ বক্তব্য শুনে সঠিক ধারণা পেতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সীরাতে মুস্তাকিমের উপর অটল থাকার তাওফীক দান করুক! আমীন।

23/09/2021

মাযহাব ও চার ইমাম সম্পর্কে শায়খ আবদুর রহমান আস-সুদাইস (হাফিযাহুল্লাহ)-এর মতামত

17/07/2021

কুরবানি নিয়ে সেকুলারদের চুলকানি || Reality Check BD ঈদ স্পেশাল

28/05/2021

নামাজ ছাড়া মুসলিম পরিচয় মিথ্যা মিথ্যা মিথ্যা 🌴🕋🌴

 #‌নি‌জে‌কে_ও_প‌রিবার‌কে_প‌বিত্র_রাখুন! #মোবাইলে_পর্নসাইট_বন্ধ_করুন! [ #মাত্র_এক_মি‌নি‌টে]______________________________...
05/05/2021

#‌নি‌জে‌কে_ও_প‌রিবার‌কে_প‌বিত্র_রাখুন! #মোবাইলে_পর্নসাইট_বন্ধ_করুন!

[ #মাত্র_এক_মি‌নি‌টে]
_____________________________________

পর্ণ মানু‌ষের চিন্তা ও চরিত্র‌কে বিবর্ণ ক‌রে দেয়। আত্মা‌কে ক‌রে তি‌মিরাবৃত, আখলাক‌কে ক‌রে কলু‌ষিত, রূহ‌কে ক‌রে মৃত কিংবা অর্ধমৃত। দৃ‌ষ্টি‌কে ক‌রে অপ‌বিত্র, স্বাস্থ্য‌কে ক‌রে ভগ্ন ও দুর্বল, মেজায ও স্বভাব‌কে ক‌রে রুক্ষ ও রূঢ়। মু‌মি‌নের ঈমা‌নের জ্যো‌তি ও নূর কে‌ড়ে নেয় মুহূ‌র্তে।
পর্ণ হ‌লো অশ্লীলতার চুড়ান্ত মহড়া। এ গুলো দেখা-দেখা‌নো, প্রচার-প্রচার প্রসার হারাম ও কবীরা গোনাহ! মনুষ্য ও মানবতার এ‌টি বি‌রু‌দ্ধে বি‌দ্রোহ! এজন্য এগু‌লো থে‌কে ‌নি‌জে‌কে বাঁচা‌নো এবং নি‌জের প‌রিবার প‌রিজন‌কে বাঁচা‌নো ফরয। প্র‌ত্যেক মু‌মিন ও সুস্থ‌বি‌বে‌কের মানু‌ষের জন্য এ‌টি জরুরী।

এই যুগে প্রায় সক‌লের হা‌তেই এন্ড্র‌য়েড মোবাইল বা ল্যাপটপ। প্রতিটি ঘরে বাচ্চাদের হাতে মোবাইল ঘুরে বেড়ায়। গেম, কার্টুন, ইউটিউব ইত্যাদি অজুহাতে মোবাইল এখন অপ্রাপ্তবয়স্কদের হাতে জায়গা করে নিয়েছে। এদিক সেদিক ক্লিক করতেই অজান্তে নানান অ্যাডাল্ট সাইট ওপেন হয়ে যাচ্ছে। যা খুবই বিব্রতকর এবং বাচ্চাদের মানসিক বিকাশের জন্য খুবই ভয়ংকর।

এই বিব্রত পরিস্থিতি থেকে বাঁচতে ছোট্ট একটি সেটিংস করে নিতে পারেন। এই সেটিংস করা থাকলে আপনার মোবাইল দিয়ে কখনোই আজেবাজে সাইট চালু হবে না।
অটোমেটিক অ্যাডাল্ট সাইট ব্লক হয়ে যাবে। সার্চ করলেও বাজে সাইট খুঁজে পাবেন না। আপনার ঘরের মোবাইলগুলোতে সেটিংসটি করে রাখুন। কিছুটা হলেও নিশ্চিন্তে থাকা যাবে। নিজে করুন, অন্যকে জানিয়ে দিন। আগামী প্রজন্ম সুস্থ মস্তিষ্কে বড় হয়ে উঠুক।

কীভা‌বে বন্ধ কর‌বেন পর্ণসাইট :
------------------------------------------------
আসুন জেনে নেই, কীভাবে ফোনের সেটিংস থেকে সকল প্রকার পর্নসাইট একবারে বন্ধ করে দেবেন। এটি করলে গুগলে সার্চ করে কোনো পর্নসাইট খুঁজে পাওয়া যাবে না।

শুরুতে আপনাকে ফোনের সেটিংসের wireless connections অপশনে যেতে হবে। সেখানে যাওয়ার পর, Private DNS অপশনটিতে যেতে হবে। তবে বলে রাখা ভালো যে, কিছু কিছু ফোনে Private DNS অপশনটি অন্য জায়গায়ও থাকতে পারে। পর্নসাইট বন্ধ করার জন্য এই Private DNS অপশনটিই প্রয়োজন। তাই, আপনার ফোনের সেটিংস থেকে Private DNS অপশনটি খুঁজে বের করুন। এরপর, Private DNS অপশনটিতে ক্লিক করার পর তিনটি অপশন পাবেন। এর মধ্যে একটি অপশনে ক্লিক করলে এডিট করা যায়। যেটিতে এডিট করা যায়, সেটিতে adult-filter-dns.cleanbrowsing.org লিখে সেভ করে দিন।
এতটুকু করলেই সমস্ত পর্নসাইট আপনার ফোন থেকে বন্ধ হয়ে যাবে। কোনো রকম পর্নসাইট আর আপনার ফোন থেকে খুঁজে পাওয়া যাবে না।
নিচে একটি ফোনে করে দেখানো হয়েছে। এই ফোনটিতে এডিট অপশনটি Designated Private DNS নামে দেওয়া ছিল। কিছু কিছু ফোনে এটি Private DNS provider hostname নামেও থাকে।

সূত্র: Police Cyber Support for Women.

18/04/2021

সন্তানদের নৈতিক অধঃপতন; ইসলাম বৈরিতার কারণ ও প্রতিকার - শাইখ যুবাইর আল হাসান হাফিজাহুল্লাহ

18/04/2021

রোজাদারদের জন্য ১০টি বিশেষ পুরস্কার | Shaikh Tamim Al Adnani

14/04/2021

রামাদানে জীবনের যে পাঁচটি বিষয় পরিবর্তন আনতে হবে | Shaikh Tamim Al Adnani

07/04/2021

চলতি বন্দুক কে হাম দাহানে পে হেঁ,
হাম কো মালুম হ্যায় হাম নিশানে পে হেঁ।

03/04/2021

মোদির আগমণ: বাংলার মাটিতে গাযওয়াতুল হিন্দের ড্রাই প্র্যাকটিস!

আসুন!এদেশের হিন্দুদের কর্মকাণ্ড নিয়েমিডিয়ায় আসা কিছু খবর দেখে আসি-১) জয়পুরহাটে দেবোত্তর সম্পত্তি নিয়ে বিরোধ : প্রতিপক্...
22/03/2021

আসুন!এদেশের হিন্দুদের কর্মকাণ্ড নিয়ে
মিডিয়ায় আসা কিছু খবর দেখে আসি-
১) জয়পুরহাটে দেবোত্তর সম্পত্তি নিয়ে বিরোধ : প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিমা চুরির অভিযোগ
(https://samakal.com/todays-print-edition/tp-uttaranchal/article/18023410)
২) মুন্সিগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিমা ভাঙচুরের অভিযোগ
(https://www.dailynayadiganta.com/more-news/547112/)
৩) কুড়িগ্রামে মুসলমানদের ফাঁসাতে প্রতিমা ভাংচুর করে হিন্দুদের মিথ্যা মামলা
(https://www.dailynayadiganta.com/more-news/547112/)
৪) মেয়ের জামাইকে ফাঁসাতে প্রতিমা ভাংচুর
(https://www.bd-journal.com/bangladesh/46683/)
৫) নারায়ণগঞ্জের রূপগঞ্জে শত্রুকে ফের মামলায় ফাঁসাতে নিজ মন্দিরে আগুন – http://archive.is/aiwMo
৬. কুমিল্লায় দুই ভায়রা ভাইয়ের দ্বন্দ্বে প্রতিপক্ষকে ফাঁসাতে দূর্গার প্রতিমা ভাংচুর – http://archive.is/ekG1x
৭. রংপুরে নিরীহ মুসলমানকের ফাঁসাতে মূর্তি ভাঙ্গলো হিন্দুরা – http://archive.is/yhNgI
৮. রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল জোর পূর্বক মূর্তি বসিয়ে – http://archive.is/Ognbd
৯. ভোলার লালমোহন উপজেলায় প্রতিমা ভাংচুরের নামে মিথ্যে মামলায় যুবলীগ নেতাকে ফাসিয়েছে হিন্দুরা – http://archive.is/SSd5Y
১০. পিরোজপুরে স্থানীয় হিন্দুদের দ্বন্দ্বে মূর্তি ভাংচুর – http://archive.is/Z0BT6
১১. কুড়িগ্রামে ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের কারণে মন্দিরে তালা দিলো হিন্দুরা – http://archive.is/LQyCn
১২. নাটোরে দুর্গা প্রতিমা ভাংচুরকারী হিন্দু আটক – http://archive.is/0Trpk৬

কালাইয়ে কুসুমসাড়া গৌরাঙ্গ মন্দিরের দেবোত্তর সম্পত্তি দখল নিয়ে দু'পক্ষের দ্বন্দ্বের জের ধরে এক পক্ষ অপর পক্ষকে ফ....

14/03/2021

মানুষ সব সময় "মৃত্যু" থেকে বাঁচার "চেষ্টা" করে, কিন্তূ জাহান্নাম" থেকে" নয়,অথচ "মানুষ" চাইলে "জাহান্নাম" থেকে" বাঁচতে "পারে" কিন্তু "মৃত্যু" থেকে নয় ।

14/03/2021

আড়ং থেকে বলা হলো; ইন্টারভিউতে আপনি উত্তীর্ণ হয়েছেন। তবে চাকুরিটা পেতে হলে আপনাকে অবশ্যই সম্পূর্ণরূপে দাড়ি শেভ করতে হবে।

ভাইটি বললেন; আলহামদুলিল্লাহ, আল্লাহর নিকট কোটি কোটি শুকরিয়া এ জন্য যে, তিনি আমাকে মুসলিম বানিয়েছেন। অসুবিধা নেই, আমি তাহলে আপনাদের জবটা করছি না। এটা বলেই তিনি হাসিমুখে ইন্টারভিউ রুম থেকে বের হয়ে এসেছেন।
-

আড়ং বরাবরই ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধান পালনে বাঁধা প্রদান করার মতো দুঃসাহস দেখিয়ে আসছে। কয়েক মাস আগেও নিক্বাবের উপর মাস্ক না পড়ার কারণ দেখিয়ে এক মুসলিমাহ বোনকে আড়ংয়ে ঢুকতে দেওয়া হয় নি। নিক্বাবের উপর মাস্ক পড়তে তাকে বাধ্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। সেই ঘটনাও আপনারা দেখেছেন। আর এখন এই ভাইকে দাড়ি রাখার কারণে জব দেওয়া হয় নি।

বিষয়টি এখানে শেষ হলেও একটা কথা ছিল। কিন্তু তারা তো ইসলাম বিদ্বেষের চূড়ান্ত রূপ প্রকাশ করতে শুরু করেছে। “তুমি দাড়ি শেভ করো, তবেই চাকুরিটা তোমার হবে”! কী সাংঘাতিক কথা! মুসলমানদের দেশে সরাসরি দাড়ি কেটে ফেলতে বলা হচ্ছে! অথচ আমরা তা চেয়ে চেয়ে দেখছি! কোনো প্রতিবাদ তো করিই না, আবার সুযোগ পেলেই এই ইসলাম বিদ্বেষী প্রতিষ্ঠান থেকে শপিং করি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবেসে শুধুমাত্র হ্যাশট্যাগই দিতে পারি। তাঁর সুন্নাহর সম্মানে এদেরকে প্রতিরোধ করতে পারি না! এদেরকে বয়কট করতে পারি না! আমরা এমনই কসমেটিকস উম্মাহ!

04/03/2021

বিএসএফ | এক বর্বর জঙ্গিগোষ্ঠীর রক্তভেজা গল্প | Exclusive |

19/02/2021

উম্মাহ নেটওয়ার্কের নামে প্রতারণা: একটি জরুরি বিজ্ঞপ্তি

Address

Brahmanbaria
Chittagong
3400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Kishor - মুসলিম কিশোর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies