Bplus News

Bplus News This the vedio page of Bplus TV.. visit the page and Like, Comment and share the content of bplus

12/05/2023

ঘূর্ণিঝড়' মোখা' ধেয়ে আসছে উপকূল এর দিকে।
আট নম্বর মহাবিপদ সংকেত জারি।

বাংলা সাহিত্যের কালজয়ী ঔপন্যাসিক সমরেশ মজুমদার আর নেই। গভীর শোক ও শ্রদ্ধা।
08/05/2023

বাংলা সাহিত্যের কালজয়ী ঔপন্যাসিক সমরেশ মজুমদার আর নেই। গভীর শোক ও শ্রদ্ধা।

চট্টগ্রামের চকবাজার ওয়ার্ড এর কাউন্সিলর নূর মুস্তাফা টিনুর অর্থায়নে মাসব্যাপি বিনামূল্যে ইফতার আয়োজনের চতুর্থ  দিনের খ...
27/03/2023

চট্টগ্রামের চকবাজার ওয়ার্ড এর কাউন্সিলর নূর মুস্তাফা টিনুর অর্থায়নে মাসব্যাপি বিনামূল্যে ইফতার আয়োজনের চতুর্থ দিনের খন্ড চিত্র

সংকীর্ণতা নয় মানবিকতাকে বড় করতে হবে - মানবিক শওকত । -------------বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি 'র প্রতিষ্ঠাতা বিশিষ্ট  সং...
06/11/2022

সংকীর্ণতা নয় মানবিকতাকে বড় করতে হবে - মানবিক শওকত ।
-------------
বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি 'র প্রতিষ্ঠাতা বিশিষ্ট সংগঠক ও কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল গ্লোবাল সোশ্যাল বিজনেস সামিট ২০২২ ইটালি ও সুইজারল্যান্ড -ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে যোগদান উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ৫ নভেম্বর শনিবার বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রোগ্রাম কো অর্ডিনেটর
এম. আওলাদ হোছাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সংবর্ধিত অতিথি নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল এর দীর্ঘ ২২ বছরের বর্ণাঢ্য মানবিক কর্মকাণ্ডের ঐতিহ্য তুলে ধরে অনুষ্ঠানের প্রধান বক্তা মানবিক পুলিশ হিসেবে খ্যাত বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা শওকত হোসেন পিপিএম বলেন,
দেশের সেবায় একসাথে কাজ করলে দেশ অনেক দূর এগিয়ে যাবে, সংকীর্ণতা নয় মানবিকতার পরিচয় দিতে হবে এ্যানেল ভাইয়ের মতো ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
এ.কে খান জামে মসজিদ এর খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ আলম, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি স্থায়ী কমিটির সদস্য হাফেজ ক্বারী মাওলানা আমান উল্লাহ দৌলত।
ক্রিয়েটিভ টেকনোলজি ইউনিভার্সিটি এর ডিরেক্টর তসলিম উদ্দিন, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ কামাল উদ্দিন, চুয়েট কর্মকর্তা মোঃ রুবেল।
বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির এক্সিকিউটিভ মেম্বার ওবায়দুল হক মণি, এম এ তৈয়ব, ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ শাকিল প্রমুখ।

অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেন, নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, অগণিত মানুষের ভালোবাসার এই ঋণ পরিশোধ করার মতো নয়, আমার ইউরোপ সফর কে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা আমাকে শুভেচ্ছা জানিয়ে অভিষিক্ত করেছেন, তারা আমি ব্যক্তিকে নয় আমার কাজকেই ভালোবেসেছেন! জীবনের শেষ দিন পর্যন্ত মাটি ও মানুষের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফেজ ক্বারি মোহাম্মদ শাহজাহান, অনুষ্ঠান শেষে দেশ ও দশের কল্যাণে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোঃ আলম।

06/11/2022
01/07/2022

সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর।
১. প্রশ্নঃ আমি ধনী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, অল্পতুষ্টি অবলম্বন কর; ধনী হয়ে যাবে।
২. প্রশ্নঃ আমি সবচেয়ে বড় আলেম (ইসলামী জ্ঞানের অধিকারী) হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, তাক্বওয়া (আল্লাহ্ ভীরুতা) অবলম্বন কর, আলেম হয়ে যাবে।
৩. প্রশ্নঃ সম্মানী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সৃষ্টির কাছে চাওয়া বন্ধ কর; সম্মানী হয়ে যাবে।
৪. প্রশ্নঃ ভাল মানুষ হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, মানুষের উপকার কর।
৫. প্রশ্নঃ ন্যায়পরায়ণ হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, যা নিজের জন্য পছন্দ কর; তা অন্যের জন্যেও পছন্দ কর।
৬. প্রশ্নঃ শক্তিশালী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, আল্লাহর উপর ভরসা কর।
৭. প্রশ্নঃ আল্লাহর দরবারে বিশেষ মর্যাদার অধিকরী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, বেশী বেশী আল্লাহকে স্মরণ (জিকির) কর।
৮. প্রশ্নঃ রিযিকের প্রশস্ততা চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সর্বদা অযু অবস্থায় থাকো।
৯. প্রশ্নঃ আল্লাহর কাছে সমস্ত দোয়া কবুলের আশা করি!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, হারাম খাবার হতে বিরত থাকো।
১০. প্রশ্নঃ ঈমানে পূর্ণতা কামনা করি!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, চরিত্রবান হও ৷
১১. প্রশ্নঃ কেয়ামতের দিন আল্লাহর সাথে গুনামুক্ত হয়ে সাক্ষাৎ করতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, জানাবত তথা গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল করে নাও।
১২. প্রশ্নঃ গুনাহ্ কিভাবে কমে যাবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, বেশী বেশী ইস্তেগফার (আল্লাহর নিকট কৃত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা) কর।
১৩. প্রশ্নঃ কেয়ামত দিবসে আলোতে থাকতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, জুলুম করা ছেড়ে দাও।
১৪. প্রশ্নঃ আল্লাহ্ তা’য়ালার অনুগ্রহ কামনা করি!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, আল্লাহর বান্দাদের উপর দয়া-অনুগ্রহ কর।
১৫. প্রশ্নঃ আমি চাই আল্লাহ্ তা’য়ালা আমার দোষ-ত্রুটি গোপন রাখবেন!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, অন্যের দোষ-ত্রুটি গোপন রাখ।
১৬. প্রশ্নঃ অপমানিত হওয়া থেকে রক্ষা পেতে চাই ?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, যিনা (ব্যভিচার) থেকে বেঁচে থাকো।
১৭. প্রশ্নঃ আল্লাহ্ এবং তাঁর রাসূল (সাঃ) এর নিকট প্রিয় হতে চাই ?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, যা আল্লাহ্ এবং তাঁর রাসূলের (সাঃ) এর নিকট পছন্দনীয় তা নিজের জন্য প্রিয় বানিয়ে নাও।
১৮. প্রশ্নঃ আল্লাহর একান্ত অনুগত হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, ফরজ সমূহকে গুরুত্বের সহিত আদায় কর।
১৯. প্রশ্নঃ ইহ্সান সম্পাদনকারী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, এমন ভাবে আল্লাহর এবাদত কর যেন তুমি আল্লাহকে দেখছ অথবা তিনি তোমাকে দেখছেন।
২০. প্রশ্নঃ ইয়া রাসূলুল্লাহ! (সাঃ) কোন বস্তু গুনাহ্ মাফে সহায়তা করবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন,
ক) কান্না। (আল্লাহর নিকট, কৃত গুনাহের জন্য)
খ) বিনয়।
গ) অসুস্থতা।
২১. প্রশ্নঃ কোন জিনিষ দোযখের ভয়াবহ আগুনকে শীতল করবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, দুনিয়ার মুছিবত সমূহ।
২২. প্রশ্নঃ কোন কাজ আল্লাহর ক্রোধ ঠান্ডা করবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, গোপন দান এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা।
২৩. প্রশ্নঃ সবচাইতে নিকৃষ্ট কি?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, দুশ্চরিত্র এবং কৃপণতা।
২৪. প্রশ্নঃ সবচাইতে উৎকৃষ্ট কি?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সচ্চরিত্র, বিনয় এবং ধৈর্য্য।
২৫. প্রশ্নঃ আল্লাহর ক্রোধ থেকে বাঁচার উপায় কি?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, মানুষের উপর রাগান্বিত হওয়া পরিহার কর।
আল্লাহ্ তা’য়ালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন…।

-🤲🏻 (আমিন)

সংগৃহীত

08/09/2020

অনলাইন টিভির জন্য দক্ষ এইচডি কোয়ালিটি মেইনটেইন করে উচ্চ মানের ভিডিও এডিটিং করতে পারে এরকম একজন এডিটর নিয়োগ দেয়া হবে।।

থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে।।

ভিডিও এডিটিং দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।।

নিম্নে নমুনা দেয়া হলো।।

https://youtu.be/7OiED4QD27c

https://www.facebook.com/506162926392576/posts/1276812289327632/?sfnsn=mo&extid=MaeRTtb3Dc2sB1Jc

সুষ্ঠু বিচার হোক।।https://youtu.be/2uD2wRmUOLI
24/08/2020

সুষ্ঠু বিচার হোক।।

https://youtu.be/2uD2wRmUOLI

জাফর মেম্বার আমার স্বামীকে হত্যার জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। কিন্তু তিনি আমার স্বামীকে যেকোন কিছুর বিনিম....

14/07/2020

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো আবশ্যক বিপ্লাস টিভির বিশেষ ....

13/07/2020

Welcome to the page of Bplus TV

Address

40, Momin Road
Chittagong
4041

Alerts

Be the first to know and let us send you an email when Bplus News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bplus News:

Videos

Share

Category

Nearby media companies