Speech Of Sunna BD

Speech Of Sunna BD এই পেইজটি সুন্নীয়তের খেদমতের জন্য

08/02/2022

ইয়া খাজা 🙏

20/10/2021

💚💚💚আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার নতুন ইতিহাসের সূচনা 💚💚💚

 #প্রথমঃদেলোয়ার হোসাইন সাঈদী-বাংলাদেশের সমস্ত মাজার ভেঙ্গে ফেলার হুমকি দিয়েছিল। এখন দেখেন মাজার শরীফ ঠিক আছে, অথচ সাঈদী ...
06/05/2021

#প্রথমঃ
দেলোয়ার হোসাইন সাঈদী-বাংলাদেশের সমস্ত মাজার ভেঙ্গে ফেলার হুমকি দিয়েছিল। এখন দেখেন মাজার শরীফ ঠিক আছে, অথচ সাঈদী জেলে বন্দী হয়ে আছে।

#দ্বিতীয়ঃ
জুবায়ের আনসারী-উনি রাদূল(সঃ) দূরুদ সালাম নিয়ে মুখ ভেঙ্গে ভেঙ্গে তিরস্কার করেছিল, আজ দেখেন দূরুদ সালাম ঠিকই মানুষ পড়তেছে, অথচ মরার আগে আনসারীর মুখ বাঁকা হয়ে মরেছিল তার প্রমাণ সবাই দেখেছে।

#তৃতীয়ঃ
বাবুনগরী-বাংলাদেশের সমস্ত মাজার লাতি মেরে ভেঙ্গে ফেলার হুমকি দিয়েছিল। আজ দেখে বাংলাদেশের সব মাজার ঠিক আছে, অথচ বাবুনগরীর সে পা পঁচে গেলো।

#চতুর্থঃ
মামুনুল হক বলেছিলেন-বাংলাদেশের সমস্ত মাজার দরগা খানকা শরীফ ভেঙ্গে গুড়িয়ে দিতে।আজ দেখেন মাজার দরগা খানকা শরীফ ঠিকই আছে, অথচ মামুনুল হক নিজে গুড়িয়ে গিয়ে জেল খানায় বন্দী হয়ে আছে।

~~♦এই ভাবে যারা আল্লার নবী অলিদের সাথে বিয়াদবি করেছে তাদের অবস্তা এইরকম হয়ে এসেছে♦~~

04/05/2021

আলহামদুলিল্লাহ

Ramadan Mobarak ❤
27/04/2021

Ramadan Mobarak ❤

11/08/2020
আজ সিলসিলায়ে ছতুরা শরীফের অন্যতম শাখা, ফরাজিকান্দি উয়েসীর দরবার শরীফের বর্তমান পীরকিবলাজান(মাঃজিঃআ) এর শুভ আগমন দিবস।আল্...
22/07/2020

আজ সিলসিলায়ে ছতুরা শরীফের অন্যতম শাখা, ফরাজিকান্দি উয়েসীর দরবার শরীফের বর্তমান পীরকিবলাজান(মাঃজিঃআ) এর শুভ আগমন দিবস।আল্লাহ পীরকিবলাজানকে নেক হায়াত দান করুক।

13/07/2020
জীবনে প্রথম যেদিন গিয়েছিলাম দতাইসারেআদর করে বুকে, তুমি নিলে আমারেতোমার স্মৃতি এখন ভুলি কি করে -২ওগো তুমি আছ থাকবে জানি দ...
20/06/2020

জীবনে প্রথম যেদিন গিয়েছিলাম দতাইসারে
আদর করে বুকে, তুমি নিলে আমারে
তোমার স্মৃতি এখন ভুলি কি করে -২
ওগো তুমি আছ থাকবে জানি দতাইসারে-২(ওগো)

তোমায় আমি চিনার মত চিনতে পারিনি
সিদ্দিকুর রহমান হুজুর তুমি আল্লাহর অলী
ওগো অধমেরে রাইখো তুমার দয়ার নজরে-২(ওগো)

মানযূর বাবার আশ্বিক বইলা ডাকিলা আমারে
বুকে নিয়ে কেঁদেছিলে তুমি অযরে
বলেছিলে, ওগো মানযূর রাইখো তোমার মায়ার নজরে-২(ওগো)
ভক্ত মুরিদ কাঁদিয়ে তুমি চলে গেলে
দয়া করে দেখা দিও ভক্ত মুরিদেরে -২(তোমার)

শেষ বিদায়ের কালে তুমি নিলানা আমারে
ভূল করিলে ক্ষমার চোখে দেইখো আমারে -২
এই আকুতি জানায় তোমায় অধম আব্দুল করিমে -২(ওগো)

কথা ও সুরঃ আব্দুল করিম ( সুমন)
কাইতলা, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া।

 #শোক_বার্তা..একজন আশেকে রাসুল(দঃ)একজন মায়ের পাগল আল্লামা তোফাজ্জল হোসেন ভৈরবী। যিনি আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়...
11/06/2020

#শোক_বার্তা..
একজন আশেকে রাসুল(দঃ)একজন মায়ের পাগল আল্লামা তোফাজ্জল হোসেন ভৈরবী। যিনি আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়েছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আল্লাহ পাক যেন হুজুরকে জান্নাতের আ'লা মক্বাম দান করেন।আমিন

11/06/2020

Kardo ksrdo karam...

02/06/2020

শোকাহত!
---------------------
আমরা শোকাহত লক্ষ কোটি সুন্নিয়তের প্রাণ যাদের মাধ্যমে আমরা সুন্নিয়ত পেয়েছি ,যার গোটা জীবন সুন্নিয়তের জন্য উৎসর্গিত ছিল ! আজ ভোর পাঁচটায় ইমামে আহলে সুন্নাত শায়খুল মাশায়েখ
""আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী""হুজুর ইন্তেকাল করেছেন!
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজেউন!

মহান আল্লাহ তায়ালা হুজুরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মকাম নসিব করুন!

01/06/2020

সুন্দর ফায়সালা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এশিয়াখ্যাত দ্বীনি প্রতিষ্ঠানের সুনামধন্য ফকিহ্, উস্তাদুল উলামা ওয়াল ফোকাহা আল্লামা কাজী আব্দুল ওয়াজেদ ছাহেব হুজুরকে।

28/05/2020

হুজুর কেবলা সৈয়দ তাহের শাহ্ মাঃজিঃআঃ

26/05/2020

আওলাদে রাসুল (সাঃ)💔
সৈয়দ তাহের শাহ্ হুজুর কেবলা। ❤
শেয়ার করে সবাইকে দেখার শুজুগ করে দিন।

🌙 ঈদ মোবারক 🌙🌴 Eid Mobarak 🌴প্রিয় দেশবাসী ও রেমিট্যান্স যুদ্ধাদেরকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ।সবাই স...
25/05/2020

🌙 ঈদ মোবারক 🌙
🌴 Eid Mobarak 🌴

প্রিয় দেশবাসী ও রেমিট্যান্স যুদ্ধাদেরকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ।
সবাই সচেতন থাকুন! সকলের সুস্থতা কামনা করে দোয়া করছি।

22/05/2020

#সুফিবাদ_বা_ইলমে_তাসাউফ (আরবি: الْتَّصَوُّف‎, ব্যক্তিবাচক বিশেষ্য: صُوفِيّ‎, সুফি, مُتَصَوِّف‎ মুতাসাউইফ) যাকে বিভিন্নভাবে ইসলামী আধ্যাত্মবাদ, ইসলামের অন্তর্নিহিত রূপ, ইসলামের অন্তর্গত আধ্যাত্মিকতার অদৃশ্য অনুভূতি হিসেবেও সংজ্ঞায়িত করা হয়, তা হল ইসলামে আধ্যাত্মবাদ, যা নির্দিষ্ট মুল্যবোধ, আচার-প্রথা চর্চা, মূলনীতি দ্বারা বিশেষায়িত, যা ইসলামের ইতিহাসের খুব প্রাথমিক দিকে শুরু হয়েছিল, এবং এটি ইসলামের আধ্যাত্মিক চর্চার "প্রধান অভিব্যক্তি ও কেন্দ্রীয় স্বচ্ছতা"কে তুলে ধরে। সুফিবাদের চর্চাকারীদের "সুফি" বলে আখ্যায়িত করা হয়ে থাকে (আরবি বহুবচন: صُوفِيَّة‎ সুফিয়াহ; صُوفِيُّون‎ সুফিয়ুন; مُتَصَوُّفََة‎ মুতাসায়িফাহ; مُتَصَوُّفُون‎ মুতাসায়িফুন)। ইসলামে তাসাউফের আরেকটি সমার্থক ধারণা হল তাজকিয়া (تزكية)।

ঐতিহাসিকভাবে, সুফিগণ প্রায়শই বিভিন্ন তরিকা বা ধারার অনুসারী - এমন কিছু ধর্মসভা যা কোন মহান শিক্ষাগুরুকে কেন্দ্র করে গঠিত, যাদের ওয়ালী বলে আখ্যায়িত করা হয়, এবং তারা আনুসারীদের সঙ্গে ইসলামী নবী মুহাম্মাদ -এর সরাসরি সংযোগ বা সিলসিলা স্থাপন করেন।এই তরিকাগুলো জাওয়াবিয়া, খানকা বা তেক্কে নামক কোন নির্দিষ্ট স্থানে মজলিস নামক আধ্যাত্মিক বৈঠকে মিলিত হয়তারা ইহসানের (ইবাদতের পূর্নাঙ্গতা) জন্য সংগ্রাম করে, যা একটি হাদীসে বিস্তারিত বর্নিত আছে: "ইহসান হল এমনভাবে আল্লাহর ইবাদত কর যে, তুমি তাকে দেখছো, অথবা তুমি তাকে না দেখলেও নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন।" সূফিগণ নবীজি (দঃ) -কে আল-ইনসান আল-কামিল (প্রথম ব্যক্তি যিনি আল্লাহর নৈতিকতাকে পরিপূর্ণরূপে ব্যাখ্যা করেছেন) বলে আখ্যায়িত করে থাকে এবং নবীজি(দঃ) প্রধান আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসেবে দেখে।

সকল সূফি তরিকা নবীজি মুহাম্মদ (দঃ) এর কাছ থেকে পাওয়া তাদের অধিকাংশ অনুশাসন তার চাচাতো ভাই ও জামাতা হযরত আলীর (রাঃ)বরাতে গ্রহণ করে থাকে, এবং তাকে উল্লেখযোগ্য আলাদা ও বিশেষ ব্যক্তি মনে করে।

যদিও প্রাচীন ও আধুনিক সূফিদের সিংহভাগই ছিল সুন্নি ইসলামের অনুসারী, মধ্যযুগের শেষভাগে শিয়া ইসলাম পরিমন্ডলের ভেতরেও কিছু সুফি ধারার বিকাশ ঘটে।যদিও সুফিগণ কট্টর রীতিনীতির বিরোধী, তারপরও তারা ইসলামী আইন কঠোরভাবে মেনে চলে এবং তারা ইসলামী ফিকহ ও ধর্মতত্ত্বের বিভিন্ন ধারার অন্তর্ভূক্ত।

সুফিদের অন্যতম বৈশিষ্ট্য হল তাদের সন্ন্যাসবাদ, রাসুল( সাঃ) সুন্নাত এবং বিশেষত যিকির নামক আল্লাহকে স্বরণের চর্চার সাথে তাদের ঐকান্তিক সম্পর্ক, যা তারা প্রায়সময় সালাতের পর করে থাকে।প্রারম্ভিক উমাইয়া খিলাফতের (৬৬১-৭৫০) জাগতিক দুর্বলতার বিরুদ্ধে প্রতিক্রিয়াস্বরুপ তারা মুসলিমের মধ্য থেকে উল্লেখযোগ্য হারে অনুসারী লাভ করে এবং এক সহস্রবছর সময়ের মধ্যে বহু মহাদেশ ও সংস্কৃতিতে তারা বিস্তৃতিলাভ করে, প্রাথমিকভাবে আরবি ভাষায় এবং পরবর্তীতে ফারসি, তুর্কি ও উর্দু ভাষায় অন্যান্যদের মাঝে তাদের বিশ্বাসের প্রচার ও প্রসার করে। সুফিগণ তাদের ধর্মপ্রচার ও শিক্ষা কার্যক্রমের মাধ্যমে মুসলিম সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।উইলিয়াম চিট্টিকের মতে, "বিস্তৃত পরিসর হতে দেখলে, সুফিবাদকে ইসলামী বিশ্বাস ও চর্চার অন্দরসজ্জা ও প্রগাঢ়তার কার্যক্রম হিসেবে বর্ণনা করা যেতে পারে।

আধুনিক সময়ে সুফি তরিকাগুলোর সংখ্যা ব্যাপকহারে হ্রাস পাওয়া এবং সুফিবাদের কিছু দিক নিয়ে আধুনিকতাবাদী চিন্তাবিদ ও রক্ষণশীল সালাফিবাদীদের সমালোচনা সত্ত্বেও, সুফিবাদ ইসলামী বিশ্বে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, এবং পাশাপাশি পাশ্চাত্যের আধ্যাত্মিকতার বিভিন্ন রূপকেও প্রভাবিত করেছে।
আল্লাহ আমাদের সবাইকে সুফিইজম চর্চা করার তাউফিক দান করুক। আমিন

আগামীতে এই ভাবে আমাদের রাস্তায় চলাফেরা করতে হবে।এটি ১৯৬২ সালে ইতালির একটি পত্রিকা প্রকাশ করেছিল।ক্যাপশনে লিখা ছিল ২০২২ স...
20/05/2020

আগামীতে এই ভাবে আমাদের রাস্তায় চলাফেরা করতে হবে।
এটি ১৯৬২ সালে ইতালির একটি পত্রিকা প্রকাশ করেছিল।
ক্যাপশনে লিখা ছিল ২০২২ সালের পৃথিবীতে এটি থাকবে।
"সংগ্রহীত"

15/05/2020

খুব সুন্দর কালাম

15/05/2020

... JAWERIA_ABDUL_QADIR❤
👉sᴘᴇᴇᴄʜ ᴏғ sᴜɴɴᴀ ʙᴅ👈
L i k e P a g e | S h a r e V i d e o

13/05/2020

ভালো কাজে ব্যবহার করুন...

10/05/2020

আগুন ঝড়া বক্তব্য,

10/05/2020

#নবীজি_চাঁদ_দু_টুকরো_করার_ঘটনা_কতটুকু_সত্য_||
#আল্লামা_সৈয়দ_হাসান__আল_আযাহারী💔

08/05/2020

- প্রিয় শায়েখ
- সৈয়দ মুহাম্মদ হাসান আল-আজহারি
সাবেক ভিপি আল- আজহার বিশ্ববিদ্যালয়
এম.ফিল. গবেষক মালোয়েশিয়া ❤

07/05/2020

#নবীর_রওজা_শরীফ_দেখে_মন_ভরে_না!
💔ছোট ছেলেটির কন্ঠে 💔
🙏সবাই পেইজটিতে লাইক দিয়েপাশে থাকুন 🙏

03/05/2020

#তাওহিদেরই_মুর্শিদ_আমার_মুহাম্মদেরই_নাম💔

#পেইজটিতে_লাইক_দিয়ে_পাশে_থাকুন 👍

01/05/2020

"আমি তোমাদের কারো মতো নই"
সরকারে দো-আলম, নূরে মোজাস্সাম, সায়্যিদুল আউয়ালীন ও অাখিরীন, রাহমাতুল্লীল আলামীন হুজুর মোস্তফা [ﷺ] - এর ইবাদাত, বাশারিয়ত/মানবীয় সূরত বা আকৃতি অনুপম, অতুলনীয় ও বে-মেছাল, যাহার মত না পূর্বে ছিলো, না পরে হবে।

[সূত্রঃ সহীহ্ বোখারী শরীফ, ১ম খন্ড, পৃঃ-২৪৬ মিশরে মুদ্রিত]

আলোচকঃ পীর সাকিব ইকবাল শামী, লন্ডন।🥰

29/04/2020

-খাতুনে জান্নাত, মা ফাতিমাতুজ জাহরা (রাদ্বিয়াল্লাহ্ হু তায়ালা আনহা)-এর পবিত্র রওজা মোবারক। 💔
👉বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার শুজুগ করে দিন।
👉পেইজটিতে লাইক দিয়ে পাশে থাকুন।

28/04/2020

মৃত্যুর সময় যেন
- প্রত্যেকটা মুসলমানের মুখে উচ্চারিত হয়।
** লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ)**
★আমিন★

Al Quran 🕋টাইমলাইনে যত্নের সাথে রেখে দিন।
28/04/2020

Al Quran 🕋
টাইমলাইনে যত্নের সাথে রেখে দিন।

28/04/2020

কত সুন্দর কুরআন তিলাওয়াত।💔💔
টাইমলাইনে রেখে দিন 🕋🕋
আপনাদের ভালোবাসা প্রয়োজন। এই পেইজে লাইক দিয়ে পাশে থাকুন 🙏🙏

Shasufi Syed Saifuddin Ahmed Al Hasani Maizbhandari inauguration 77 th Khosroj Mehfil at PHP  family house with Sufi Miz...
28/04/2020

Shasufi Syed Saifuddin Ahmed Al Hasani Maizbhandari inauguration 77 th Khosroj Mehfil at PHP family house with Sufi Mizanur Rahman Isapury Maizbhandari date: 12-3-2020. Nasirabad, Chittagong.

26/04/2020

বাতেলদেরকে কঠিন দুলাই করলেন
#মুফতী_আলাউদ্দিন_জেহাদি_মাঃজিঃআঃ।
------------⬇-------------
👉sᴘᴇᴇᴄʜ ᴏғ sᴜɴɴᴀ ʙᴅ👈
L i k e P a g e | S h a r e V i d e o

26/04/2020

My Boss.
Saqib ikbal Sami

26/04/2020

#মুফতি_গিয়াস_উদ্দিন_তাহেরি_হুজুরের_কন্ঠে_অসাধারণ_দুইটি_নাথ..
ভালো লাগলে সবাই শেয়ার করবেন এবং পেইজটিতে লাইক দিয়ে পাশে থাকুন।

25/04/2020

#পবিত্র_রমজানুল_মোবারকের_নতুন_চমক_হামদে_ইলাহী_সুন্দরে_সুন্দরে_পাল্লা 💔
------------⬇-------------
👉sᴘᴇᴇᴄʜ ᴏғ sᴜɴɴᴀ ʙᴅ👈
L i k e P a g e | S h a r e V i d e o

Address

Chittagong

Telephone

+8801890003312

Website

Alerts

Be the first to know and let us send you an email when Speech Of Sunna BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Speech Of Sunna BD:

Videos

Share

Category



You may also like