The 3 rd Eye

The 3 rd Eye TV Channel সত্যের পথে নির্ভীক।

ছেলেটার নামমোঃআবু আবচার,,মেয়ের নাম হচ্ছে-- অঞ্জনা রানী দাসগতপরশু ২৪ তারিখ এই বিবাহিত হিন্দু মেয়ে মোঃ আবু আবছাড়ের সাথে রা...
27/04/2023

ছেলেটার নাম
মোঃআবু আবচার,,
মেয়ের নাম হচ্ছে-- অঞ্জনা রানী দাস
গতপরশু ২৪ তারিখ এই বিবাহিত হিন্দু মেয়ে মোঃ আবু আবছাড়ের সাথে রাংগামাটি আসে বেড়াতে সেখানে হোটেলের ভিডিও ফুটেজের ছবি। ছবিটি ভাইরাল করে মেয়েটিকে চিনিয়ে দিন।হয়ত কোন অভাগা প্রবাসী বা বোকা স্বামীর কলংকীনী স্ত্রী সে,,।।

https://www.facebook.com/100076000376853/posts/246494697893874/?app=fbl

21/04/2023

ভিডিওটি পুরো দেখ।

⭕ উদারতার প্রতিদান ⭕ #হিন্দু সম্প্রদায়ের ইতিহাস দেখে শিক্ষা নেওয়া উচিত।১১৯১ খ্রীঃ তরাইনের প্রথম যুদ্ধে মহম্মদ ঘুরীকে প...
21/04/2023

⭕ উদারতার প্রতিদান ⭕

#হিন্দু সম্প্রদায়ের ইতিহাস দেখে শিক্ষা নেওয়া উচিত।১১৯১ খ্রীঃ তরাইনের প্রথম যুদ্ধে মহম্মদ ঘুরীকে পরাজিত করেছিলেন #পৃথ্বীরাজ_চৌহান।

যেহেতু পৃথ্বীরাজ ছিলেন হিন্দু বীর, তাই উদারতা দেখিয়ে ঘুরীকে বধ না করে ক্ষমা করে দিলেন। এবং সসম্মানে গজনীতে ফিরে যেতে সাহায্য করলেন।

ঠিক পরের বছর ১১৯২ খ্রীঃ ঘুরী ফিরে এসে পুনরায় আক্রমণ করে। এবং রাতের অন্ধকারে অতর্কিত হামলা করে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজকে পরাজিত করে।

এবার ঘুরী কিন্তু পৃথ্বীরাজকে ক্ষমা করলো না।
উল্টে পৃথ্বীরাজকে দিলো ভয়ঙ্কর মৃত্যু!
জ্বলন্ত লোহার রড দিয়ে চোখ খুবলে, কানের পর্দা ফাটিয়ে, নখ উঁপরে, মাথার খুলি ফাটিয়ে, অন্ডকোষ থেঁতলে, লিঙ্গ কেটে, শিরোচ্ছেদ করে, দিলো এক ভয়ঙ্কর যন্ত্রনা দায়ক মৃত্যু।

মৃত্যুর আগে পৃথ্বীরাজের চোখের সামনে উল্টে পাল্টে সহস্রবার ধর্ষণ করলো তার সুন্দরী যুবতী রানী সংযুক্তাকে। মুখে গুঁজে দিলো গো মাংস আর বীর্য ভরা ইমানদন্ড।

মৃত্যুর পর পৃথ্বীরাজের কুড়ি জন উপপত্নী ও রাজমহলের অন্যান্য নারীদেরকেও ধর্ষণ করে যৌনদাসী বানালো মহম্মদ ঘুরী ও তার সাঙ্গপাঙ্গরা।

বিধবা রানী সংযুক্তাকে বন্দী করে রেখে বছরের পর বছর ধর্ষণ করেছে মহম্মদ ঘুরী; ঘুরীর ধর্মীয় পরামর্শদাতা মঈনুদ্দিন চিস্তি; এবং ঘুরীর প্রধান দাস কুতুবউদ্দিন আইবক। শেষে সংযুক্তা আত্মহত্যা করেছে।

এই ছিল পৃথ্বীরাজের উদারতা দেখিয়ে ক্ষমা করার প্রতিদান। ঘুরী ছিল বর্বর মরু দস্যু তাই উদারতা নামক শব্দটা ওদের Dictionaryতে ছিল না, ওরা শুধু জানে শত্রুর শেষ রাখতে নেই।

👉 এটাই হচ্ছে ভারতে ইসলামিক সাম্রাজ্য বিস্তারের প্রথম ধাপ।

👉 নীতিকথা:- ইতিহাস থেকে যে জাতি শিক্ষা নেয়না, ভবিষ্যৎ তাদেরকে কখনও ক্ষমা করে না। ভেবে দেখবেন-- হয়তো এর থেকেও ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে আমার আপনাৱ সামনে!🙏

সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
15/04/2023

সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

https://www.facebook.com/109520117946440/posts/517799347118513/?mibextid=Nif5oz
11/04/2023

https://www.facebook.com/109520117946440/posts/517799347118513/?mibextid=Nif5oz

ইতিহাস মুছে যায়না পুনরাবৃত্ত হয়।
মহাভারতে উল্লেখিত কুরুক্ষেত্রের যুদ্ধের পরবর্তী রাজাদের তালিকাঃ ইন্দ্রপ্রস্থের শেষ রাজা যশপাল। যুধিষ্ঠির থেকে যশপাল পর্যন্ত ১২৪ জন রাজা রাজত্ব করেছিলেন মোট ৪,১৭৫ বছর ৯ মাস ১৪ দিন। এরই মধ্যে রাজা যুধিষ্ঠির প্রভৃতি আনুমানিক ৩০ পুরুষ ১৭৭০ বছর ১১ মাস ১০ দিন রাজত্ব করে।

০১। রাজা যুধিষ্ঠির = ৩৬ বছর ৯ মাস ১৪ দিন।
০২। রাজা পরীক্ষিত = ৬০ বছর ৮ মাস ২৫ দিন।
০৩। রাজা জনমেজয় = ৮৪ বছর ৭ মাস ২৩ দিন।
০৪। রাজা অশ্বমেধ = ৮২ বছর ৮ মাস ৩২ দিন।
০৫। দ্বিতীয় রাম = ৮৮ বছর ২ মাস ৮ দিন।
০৬। ছত্রমল = ৮১ বছর ১১ মাস ২৭ দিন।
০৭। চিত্ররথ = ৭৫ বছর ৩ মাস ১৮ দিন।
০৮। দুষ্টশৈল্য = ৭৫ বছর ১০ মাস ২৪ দিন।
০৯। রাজাউগ্র সেন = ৭৮ বছর ৭ মাস ২১ দিন।
১০। শূরসেন = ৭৮ বছর ৭ মাস ২১ দিন।
১১। ভুবনপতি = ৬৯ বছর ৫ মাস ৫ দিন।
১২। রণজিৎ = ৬৫ বছর ১০ মাস ৪ দিন।
১৩। ঋক্ষক = ৬৪ বছর ৭ মাস ৪ দিন।
১৪। সুখদেব = ৬২-০-২৪
১৫। নরহরিদেব = ৫১-১০-০২
১৬। সুচিরথ = ৪২-১১-০২
১৭। শূরসেন (২য়) = ৫৮-১০-০৮
১৮। পর্বতসেন = ৫৫-০৮-১০
১৯। মেধাবী = ৫২-১০-১০
২০। সোনচীর = ৫০-০৮-২১
২১। ভীমদেব = ৪৭-০৯-২০
২২। নৃহরিদেব = ৪৫-১১-২৩
২৩। পূর্ণমল = ৪৪-০৮-০৭
২৪। করদবী = ৮৮-১০-০৮
২৫। অলংমিক = ৫০-১১-০৮
২৬। উদয়পাল = ৩৮-০৯-০
২৭। দুবনমল = ৪০-১০-২৬
২৮। দমাত = ৩২-০-০
২৯। ভীমপাল = ৫৮-০৫-০৮
৩০। ক্ষেমক = ৪৮-১১-২১

পাণ্ডু বংশের রাজত্ব এখানেই শেষ হয়ে যায়। রাজা ক্ষেমকের প্রধান মন্ত্রী বিশ্রবা ক্ষেমক রাজাকে নিহত করে সিংহাসন অধিকার করে ও পরবর্তীতে তাঁর ১৪ পুরুষ ৫০০ বছর ৩ মাস ১৭ দিন রাজত্ব করে।

১। বিশ্রবা = ১৭-০৩-২৯
২। পুরসেনী = ৪২-০৮-২১
৩। বীরসেনী = ৫২-১০-০৭
৪। ফবঙ্গশায়ী = ৪৭-০৮-২৩
৫। হরিজিৎ = ৩৫-০৯-১৭
৬। পরমসেনী = ৪৪-০২-২৩
৭। সুখপাতাল = ৩০-০২-২১
৮। কদ্রুত = ৪২-০৯-২৪
৯। সজ্জ = ৩২-০২-১৪
১০। ফমরচূড় = ২৭-০৩-১৬
১১। অমীপাল = ২২-১১-২৫
১২। দশরথ = ২৫-০৪-১২
১৩। বীরসাল = ৩১-০৮-১১
১৪। বীরসালসেন = ৪১-০০-১৪

রাজা বীরসাল সেনের প্রধান মন্ত্রী বীরমহা প্রধান তাঁহাকে হত্যা করে রাজ্যাধিকার করে। তাঁর বংশ ১৬ পুরুষ ৪৪৫ বৎসর ৫ মাস ৩ দিন রাজত্ব করে।

১। রাজা বীরমহা = ৩৫-১০-০৮
২। অজিত সিংহ = ২৭-০৭-১৯
৩। সর্বদত্ত = ২৮-০৩-১০
৪। ভুবনপতি = ১৫-০৪-১০
৫। বীরসেন (প্রথম) = ২১-০২-১৩
৬। মহীপাল = ৪০-০৮-০৭
৭। শত্রুশাল = ২৬-০৪-০৩
৮। সঙ্গরাজ = ১৭-০২-১০
৯। তেজপাল = ২৮-১১-১০
১০। মানিক চাঁদ = ৩৭-০৭-২১
১১। কামসেনী = ৪২-০৫-১০
১২। শত্রুমর্দন = ০৮-১১-১৩
১৩। জীবনলোক = ২৮-০৯-১৭
১৪। হরিরাও = ২৬-১০-২৯
১৫। বীরসেন (২য়) = ৩৫-০২-২০
১৬। আদিত্যকেতু = ২৩-১১-১৩

প্রয়োগের রাজা ‘ধন্ধব’ মগধদেশের রাজা আদিত্য কেতুকে হত্যা করে রাজ্যাধিকার করে। তাঁহার বংশ ৯ পুরুষ, ৩৭৪ বছর ১১ মাস ২৬ দিন রাজত্ব করে।

১। রাজা ধন্ধর = ৪২-০৭-২৪
২। মহর্ষি = ৪১-০২-২৯
৩। সনরচ্চী = ৫০-১০-১৯
৪। মহাযুদ্ধ = ২০-০৩-০৮
৫। দূরনাথ = ২৮-০৫-২৫
৬। জীবনরাজ = ৪৫-০২-০৫
৭। রুদ্রসেন = ৪৭-০৪-২৮
৮। অরীলক = ৫২-১০-০৮
৯। রাজপাল = ৩৬-০০-০০

সামন্ত মহান পাল রাজা রাজপালকে হত্যা করে রাজ্যাধিকার করে। সামন্ত মহান পালের ১ পুরুষ ১৪ বছর রাজত্ব করেছেন ও তাঁর কোন বৃদ্ধি নেই। এরপর রাজা বিক্রমাদিত্য অবন্তিকা (উজ্জায়নী) হইতে আক্রমণ চালাইয়া রাজা মহানপালকে হত্যা করে রাজ্যাধীকার করেন। তাঁহার বংশ ১ পুরুষ ৩৯ বছর রাজত্ব করেন। তাঁহারও কোন বৃদ্ধি নাই। শালিবাহনের মন্ত্রী সমুদ্রপাল, যোগীপৈঠনের রাজা বিক্রমাদিত্যকে হত্যা করে রাজ্যাধিকার করেন এবং তাঁহার বংশ ১৬ পুরুষ, ৩৭২ বছর, ৪ মাস ২৭ দিন রাজত্ব করেন।

১। সমুদ্রপাল = ৫৪-০২-২০
২। চন্দ্রপাল = ৩৬-০৫-০৪
৩। সাহায়পাল = ১১-০৪-১১
৪। দেবপাল = ২৭-০১-১৭
৫। নরসিংহপাল = ১৮-০০-২০
৬। সামপাল = ২৭-০১-১৭
৭। রঘুপাল = ২২-০৩-২৫
৮। গোবিন্দপাল = ২৭-০১-১৭
৯। অমৃতপাল = ৩৬-১০-১৩
১০। বলীপাল = ১৩-০৮-০৪
১১। মহীপাল = ১৩-০৮-০৪

রাজা মহাবাহু রাজ্য পরিত্যাগ করিয়া তপস্যার্থে বনে গমন করেন। ইহা শুনিয়া বঙ্গ দেশের রাজা আধীসেন ইন্দ্রপ্রস্থে আসিয়া নিজে রাজত্ব করেন। তাঁর বংশ ১২ পুরুষ, ১৫১ বৎসর ১১ মাস ২ দিন রাজত্ব করে।

১। রাজা আধীসেন = ১৮-০৫-২১
২। বিলাবলসেন = ১২-০৪-০২
৩। কেশবসেন = ১৫-০৭-১২
৪। মাধবসেন = ১২-০৪-০২
৫। ময়ূরসেন = ২০-১১-২৭
৬। ভীমসেন = ০৫-১০-০৯
৭। কল্যানসেন = ০৪-০৮-২১
৮। হরিসেন = ১২-০০-২৫
৯। ক্ষেমসেন = ০৮-১১-১৫
১০। নারায়ণসেন = ০২-০২-২৯
১১। লক্ষ্মীসেন = ২৬-১০-০০
১২। দামোদর সেন = ১১-০৫-১৯

রাজা দামোদরসেন তাঁর পাত্রমিত্রদিগকে অনেক কষ্ট দিতেন। এই নিমিত্ত তাঁর জনৈক পাত্রমিত্র দীপ্তসিংহ সৈন্য সংগ্রহ করিয়া তাঁহার বিরুদ্ধে যুদ্ধ করে ও তাঁকে যুদ্ধে নিহত করে স্বয়ং রাজত্ব করেন এবং তাঁহার বংশ ৬ পুরুষ, ১০৭ বৎসর ৬ মাস ২ দিন রাজত্ব করে।

১। দীপসিংহ = ১৭-০১-১৬
২। রাজসিংহ = ১৪-০৫-০০
৩। রণসিংহ = ০৯-০৮-১১
৪। নরসিংহ = ১৩-০২-২৯
৬। জীবনসিংহ = ০৮-০০-০১

কোন কারণ বশতঃ রাজা জীবনসিংহ তাঁহার সমস্ত সৈন্য উত্তরদিকে প্রেরণ করেন। বৈরাটের রাজা পৃথ্বীরাজ চৌহান সেই সংবাদ পেয়ে জীবনসিংহকে আক্রমণ করেন এবং তাঁহাকে যুদ্ধে নিহত করিয়া ইন্দ্রপ্রস্থে রাজত্ব করেন এবং তাঁর বংশ ৫ পুরুষ, ৮৬ বৎসর ০ মাস ২০ দিন রাজত্ব করেছেন।

১। পৃথ্বী রাজ = ১২-০২-১৯
২। অভয়পাল = ১৪-০৫-১৭
৩। দুর্জ্জব পাল = ১১-০৪-১৪
৪। উদয়পাল = ১১-০৭-০৩
৫। যশপাল = ৩৬-০৪-২৭

১২৪৯ সালে গজনীর দুর্গ হতে সুলতান শাহাবুদ্দিন ঘোরী যশপালকে আক্রমণ করে তাঁকে প্রয়োগের দুর্গে বন্ধী করে- অতঃপর সুলতান শাহাবুদ্দিন ইদ্রপ্রস্থে (দিল্লীতে) রাজত্ব করিতে আরম্ভ করে। তাঁর বংশ ৫৩ বৎসর, ১ মাস ও ১৭ দিন রাজত্ব করেছে।

ইন্দ্রপ্রস্ত তথা আর্যাবর্তের সকল রাজাদের ধারাবাহিক পরিচিতি ও রাজত্ব কালের পরিচয় প্রথম বারের মতো তুলে ধরেছিলেন মহর্ষি দয়ানন্দ সরস্বতী জী।

মহর্ষি দয়ানন্দ সরস্বতী এই তথ্য সংগ্রহ করেছিলেন রাজপুতনার অন্তর্গত উদয়পুর মেদার রাজ্যের রাজধানী, চিতোরগড়ের শ্রিনাথদ্বার হতে প্রকাশিত ও বিদ্যার্থী সম্মিলিত হরিশ্চন্দ্র চন্দ্রিকা এবং মোহঞ্চন্দ্রিকা নামক পাক্ষিক পত্রিকা হতে। উক্ত পত্রিকাদ্বয়ের সম্পাদক মহাশয় ১৭৮২ বিক্রমাব্দে লিখিত একখানি গ্রন্থ তাহার কোন বন্ধুর নিকট হতে প্রাপ্ত হয়ে তা থেকে সংগ্রহ করে প্রচলিত ১৯৩৯ সালে মুদ্রন করেন।
▪️সংগৃহীত।

হিন্দুদের বলছি খুব শীঘ্রই নিজেদের শুধরে নিন ।পরে কিন্তু শোধরানোর সময় পাবেন না ।খুব শীঘ্রই বিয়ে করুন আর ৫ বা ততোধিক সন্...
22/01/2023

হিন্দুদের বলছি খুব শীঘ্রই নিজেদের শুধরে নিন ।পরে কিন্তু শোধরানোর সময় পাবেন না ।খুব শীঘ্রই বিয়ে করুন আর ৫ বা ততোধিক সন্তান নিন।
"এতো সন্তান নিলে খাওয়াবো কি?" এই রকম অজুহাত দেওয়া বন্ধ করুন। কারণ আপনাদের ৫ সন্তান তারা পরস্পরের ভাই বোন হবে । আর তাদের বন্ধন অনেক শক্ত হবে বেশিরভাগ ক্ষেত্রেই।আর তাদের শাস্ত্র আর শস্ত্র জ্ঞান দিবেন ।আর প্রতিটি হিন্দু ই যদি এই নিয়মে চলতে থাকে তাহলে সব মিলিয়ে সনাতনী রা একদিন শক্তিশালী জাতিতে পরিণত হবে । তখন কেউ সহজে তাদের পরাজিত করতে পারবে না ।ভেবে দেখবেন

ইতিহাস মুছে যায়না পুনরাবৃত্ত হয়। মহাভারতে উল্লেখিত কুরুক্ষেত্রের যুদ্ধের পরবর্তী  রাজাদের তালিকাঃ ইন্দ্রপ্রস্থের শেষ রাজ...
12/01/2023

ইতিহাস মুছে যায়না পুনরাবৃত্ত হয়।
মহাভারতে উল্লেখিত কুরুক্ষেত্রের যুদ্ধের পরবর্তী রাজাদের তালিকাঃ ইন্দ্রপ্রস্থের শেষ রাজা যশপাল। যুধিষ্ঠির থেকে যশপাল পর্যন্ত ১২৪ জন রাজা রাজত্ব করেছিলেন মোট ৪,১৭৫ বছর ৯ মাস ১৪ দিন। এরই মধ্যে রাজা যুধিষ্ঠির প্রভৃতি আনুমানিক ৩০ পুরুষ ১৭৭০ বছর ১১ মাস ১০ দিন রাজত্ব করে।

০১। রাজা যুধিষ্ঠির = ৩৬ বছর ৯ মাস ১৪ দিন।
০২। রাজা পরীক্ষিত = ৬০ বছর ৮ মাস ২৫ দিন।
০৩। রাজা জনমেজয় = ৮৪ বছর ৭ মাস ২৩ দিন।
০৪। রাজা অশ্বমেধ = ৮২ বছর ৮ মাস ৩২ দিন।
০৫। দ্বিতীয় রাম = ৮৮ বছর ২ মাস ৮ দিন।
০৬। ছত্রমল = ৮১ বছর ১১ মাস ২৭ দিন।
০৭। চিত্ররথ = ৭৫ বছর ৩ মাস ১৮ দিন।
০৮। দুষ্টশৈল্য = ৭৫ বছর ১০ মাস ২৪ দিন।
০৯। রাজাউগ্র সেন = ৭৮ বছর ৭ মাস ২১ দিন।
১০। শূরসেন = ৭৮ বছর ৭ মাস ২১ দিন।
১১। ভুবনপতি = ৬৯ বছর ৫ মাস ৫ দিন।
১২। রণজিৎ = ৬৫ বছর ১০ মাস ৪ দিন।
১৩। ঋক্ষক = ৬৪ বছর ৭ মাস ৪ দিন।
১৪। সুখদেব = ৬২-০-২৪
১৫। নরহরিদেব = ৫১-১০-০২
১৬। সুচিরথ = ৪২-১১-০২
১৭। শূরসেন (২য়) = ৫৮-১০-০৮
১৮। পর্বতসেন = ৫৫-০৮-১০
১৯। মেধাবী = ৫২-১০-১০
২০। সোনচীর = ৫০-০৮-২১
২১। ভীমদেব = ৪৭-০৯-২০
২২। নৃহরিদেব = ৪৫-১১-২৩
২৩। পূর্ণমল = ৪৪-০৮-০৭
২৪। করদবী = ৮৮-১০-০৮
২৫। অলংমিক = ৫০-১১-০৮
২৬। উদয়পাল = ৩৮-০৯-০
২৭। দুবনমল = ৪০-১০-২৬
২৮। দমাত = ৩২-০-০
২৯। ভীমপাল = ৫৮-০৫-০৮
৩০। ক্ষেমক = ৪৮-১১-২১

পাণ্ডু বংশের রাজত্ব এখানেই শেষ হয়ে যায়। রাজা ক্ষেমকের প্রধান মন্ত্রী বিশ্রবা ক্ষেমক রাজাকে নিহত করে সিংহাসন অধিকার করে ও পরবর্তীতে তাঁর ১৪ পুরুষ ৫০০ বছর ৩ মাস ১৭ দিন রাজত্ব করে।

১। বিশ্রবা = ১৭-০৩-২৯
২। পুরসেনী = ৪২-০৮-২১
৩। বীরসেনী = ৫২-১০-০৭
৪। ফবঙ্গশায়ী = ৪৭-০৮-২৩
৫। হরিজিৎ = ৩৫-০৯-১৭
৬। পরমসেনী = ৪৪-০২-২৩
৭। সুখপাতাল = ৩০-০২-২১
৮। কদ্রুত = ৪২-০৯-২৪
৯। সজ্জ = ৩২-০২-১৪
১০। ফমরচূড় = ২৭-০৩-১৬
১১। অমীপাল = ২২-১১-২৫
১২। দশরথ = ২৫-০৪-১২
১৩। বীরসাল = ৩১-০৮-১১
১৪। বীরসালসেন = ৪১-০০-১৪

রাজা বীরসাল সেনের প্রধান মন্ত্রী বীরমহা প্রধান তাঁহাকে হত্যা করে রাজ্যাধিকার করে। তাঁর বংশ ১৬ পুরুষ ৪৪৫ বৎসর ৫ মাস ৩ দিন রাজত্ব করে।

১। রাজা বীরমহা = ৩৫-১০-০৮
২। অজিত সিংহ = ২৭-০৭-১৯
৩। সর্বদত্ত = ২৮-০৩-১০
৪। ভুবনপতি = ১৫-০৪-১০
৫। বীরসেন (প্রথম) = ২১-০২-১৩
৬। মহীপাল = ৪০-০৮-০৭
৭। শত্রুশাল = ২৬-০৪-০৩
৮। সঙ্গরাজ = ১৭-০২-১০
৯। তেজপাল = ২৮-১১-১০
১০। মানিক চাঁদ = ৩৭-০৭-২১
১১। কামসেনী = ৪২-০৫-১০
১২। শত্রুমর্দন = ০৮-১১-১৩
১৩। জীবনলোক = ২৮-০৯-১৭
১৪। হরিরাও = ২৬-১০-২৯
১৫। বীরসেন (২য়) = ৩৫-০২-২০
১৬। আদিত্যকেতু = ২৩-১১-১৩

প্রয়োগের রাজা ‘ধন্ধব’ মগধদেশের রাজা আদিত্য কেতুকে হত্যা করে রাজ্যাধিকার করে। তাঁহার বংশ ৯ পুরুষ, ৩৭৪ বছর ১১ মাস ২৬ দিন রাজত্ব করে।

১। রাজা ধন্ধর = ৪২-০৭-২৪
২। মহর্ষি = ৪১-০২-২৯
৩। সনরচ্চী = ৫০-১০-১৯
৪। মহাযুদ্ধ = ২০-০৩-০৮
৫। দূরনাথ = ২৮-০৫-২৫
৬। জীবনরাজ = ৪৫-০২-০৫
৭। রুদ্রসেন = ৪৭-০৪-২৮
৮। অরীলক = ৫২-১০-০৮
৯। রাজপাল = ৩৬-০০-০০

সামন্ত মহান পাল রাজা রাজপালকে হত্যা করে রাজ্যাধিকার করে। সামন্ত মহান পালের ১ পুরুষ ১৪ বছর রাজত্ব করেছেন ও তাঁর কোন বৃদ্ধি নেই। এরপর রাজা বিক্রমাদিত্য অবন্তিকা (উজ্জায়নী) হইতে আক্রমণ চালাইয়া রাজা মহানপালকে হত্যা করে রাজ্যাধীকার করেন। তাঁহার বংশ ১ পুরুষ ৩৯ বছর রাজত্ব করেন। তাঁহারও কোন বৃদ্ধি নাই। শালিবাহনের মন্ত্রী সমুদ্রপাল, যোগীপৈঠনের রাজা বিক্রমাদিত্যকে হত্যা করে রাজ্যাধিকার করেন এবং তাঁহার বংশ ১৬ পুরুষ, ৩৭২ বছর, ৪ মাস ২৭ দিন রাজত্ব করেন।

১। সমুদ্রপাল = ৫৪-০২-২০
২। চন্দ্রপাল = ৩৬-০৫-০৪
৩। সাহায়পাল = ১১-০৪-১১
৪। দেবপাল = ২৭-০১-১৭
৫। নরসিংহপাল = ১৮-০০-২০
৬। সামপাল = ২৭-০১-১৭
৭। রঘুপাল = ২২-০৩-২৫
৮। গোবিন্দপাল = ২৭-০১-১৭
৯। অমৃতপাল = ৩৬-১০-১৩
১০। বলীপাল = ১৩-০৮-০৪
১১। মহীপাল = ১৩-০৮-০৪

রাজা মহাবাহু রাজ্য পরিত্যাগ করিয়া তপস্যার্থে বনে গমন করেন। ইহা শুনিয়া বঙ্গ দেশের রাজা আধীসেন ইন্দ্রপ্রস্থে আসিয়া নিজে রাজত্ব করেন। তাঁর বংশ ১২ পুরুষ, ১৫১ বৎসর ১১ মাস ২ দিন রাজত্ব করে।

১। রাজা আধীসেন = ১৮-০৫-২১
২। বিলাবলসেন = ১২-০৪-০২
৩। কেশবসেন = ১৫-০৭-১২
৪। মাধবসেন = ১২-০৪-০২
৫। ময়ূরসেন = ২০-১১-২৭
৬। ভীমসেন = ০৫-১০-০৯
৭। কল্যানসেন = ০৪-০৮-২১
৮। হরিসেন = ১২-০০-২৫
৯। ক্ষেমসেন = ০৮-১১-১৫
১০। নারায়ণসেন = ০২-০২-২৯
১১। লক্ষ্মীসেন = ২৬-১০-০০
১২। দামোদর সেন = ১১-০৫-১৯

রাজা দামোদরসেন তাঁর পাত্রমিত্রদিগকে অনেক কষ্ট দিতেন। এই নিমিত্ত তাঁর জনৈক পাত্রমিত্র দীপ্তসিংহ সৈন্য সংগ্রহ করিয়া তাঁহার বিরুদ্ধে যুদ্ধ করে ও তাঁকে যুদ্ধে নিহত করে স্বয়ং রাজত্ব করেন এবং তাঁহার বংশ ৬ পুরুষ, ১০৭ বৎসর ৬ মাস ২ দিন রাজত্ব করে।

১। দীপসিংহ = ১৭-০১-১৬
২। রাজসিংহ = ১৪-০৫-০০
৩। রণসিংহ = ০৯-০৮-১১
৪। নরসিংহ = ১৩-০২-২৯
৬। জীবনসিংহ = ০৮-০০-০১

কোন কারণ বশতঃ রাজা জীবনসিংহ তাঁহার সমস্ত সৈন্য উত্তরদিকে প্রেরণ করেন। বৈরাটের রাজা পৃথ্বীরাজ চৌহান সেই সংবাদ পেয়ে জীবনসিংহকে আক্রমণ করেন এবং তাঁহাকে যুদ্ধে নিহত করিয়া ইন্দ্রপ্রস্থে রাজত্ব করেন এবং তাঁর বংশ ৫ পুরুষ, ৮৬ বৎসর ০ মাস ২০ দিন রাজত্ব করেছেন।

১। পৃথ্বী রাজ = ১২-০২-১৯
২। অভয়পাল = ১৪-০৫-১৭
৩। দুর্জ্জব পাল = ১১-০৪-১৪
৪। উদয়পাল = ১১-০৭-০৩
৫। যশপাল = ৩৬-০৪-২৭

১২৪৯ সালে গজনীর দুর্গ হতে সুলতান শাহাবুদ্দিন ঘোরী যশপালকে আক্রমণ করে তাঁকে প্রয়োগের দুর্গে বন্ধী করে- অতঃপর সুলতান শাহাবুদ্দিন ইদ্রপ্রস্থে (দিল্লীতে) রাজত্ব করিতে আরম্ভ করে। তাঁর বংশ ৫৩ বৎসর, ১ মাস ও ১৭ দিন রাজত্ব করেছে।

ইন্দ্রপ্রস্ত তথা আর্যাবর্তের সকল রাজাদের ধারাবাহিক পরিচিতি ও রাজত্ব কালের পরিচয় প্রথম বারের মতো তুলে ধরেছিলেন মহর্ষি দয়ানন্দ সরস্বতী জী।

মহর্ষি দয়ানন্দ সরস্বতী এই তথ্য সংগ্রহ করেছিলেন রাজপুতনার অন্তর্গত উদয়পুর মেদার রাজ্যের রাজধানী, চিতোরগড়ের শ্রিনাথদ্বার হতে প্রকাশিত ও বিদ্যার্থী সম্মিলিত হরিশ্চন্দ্র চন্দ্রিকা এবং মোহঞ্চন্দ্রিকা নামক পাক্ষিক পত্রিকা হতে। উক্ত পত্রিকাদ্বয়ের সম্পাদক মহাশয় ১৭৮২ বিক্রমাব্দে লিখিত একখানি গ্রন্থ তাহার কোন বন্ধুর নিকট হতে প্রাপ্ত হয়ে তা থেকে সংগ্রহ করে প্রচলিত ১৯৩৯ সালে মুদ্রন করেন।
▪️সংগৃহীত।

30/12/2022
প্রয়াত হলেন রত্নগর্ভা মা হীরাবেন।হোম খবর Modi's mother Heeraben Death : প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন...
30/12/2022

প্রয়াত হলেন রত্নগর্ভা মা হীরাবেন।
হোম খবর Modi's mother Heeraben Death : প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন
Modi's mother Heeraben Death : প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন

ABP Ananda
Updated at: 30 Dec 2022 06:39 AM (IST)
Edited By: Nibedita Bhattacharya
FOLLOW US:
Modi's mother Heeraben Death Update : আমদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
Modi's mother Heeraben Death : প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন

Modi's mother Heeraben Death : প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন

NEXTPREV
নয়াদিল্লি : প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন । ট্যুইট করে জানালেন প্রধানমন্ত্রী নিজেই। আমদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। দিল্লি থেকে আমদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ভোর সাড়ে তিনটেয় প্রয়াত হন প্রধানমন্ত্রীর মা । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। আজ গাঁধীনগরে হবে হীরাবেনের শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রধানমন্ত্রী বাংলায় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে পারেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, খবর সূত্রের।
এর আগে অসুস্থ হয়ে আমদাবাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন হীরাবেন। ১৯২৩ সালের ১৮ জুন গুজরাতের মেহসানার বিসনগরে জন্ম হীরাবেনের।

হর হর মহাদেব❤❤❤  chandranath temple 🚩🚩🚩                                                        byas kund  🚩🚩🚩           ...
25/12/2022

হর হর মহাদেব❤❤❤
chandranath temple 🚩🚩🚩
byas kund 🚩🚩🚩
hindus 🚩🚩🚩
🛕যেখানে পরমেশ্বর ভগবান শিব বিচরণ করেন সেই মহাতীর্থ হলো সীতাকুন্ডের চন্দ্রনাথ ধাম। চন্দ্রনাথ ধামে উঠার পথগুলো সংস্কার এবং নিরাপত্তা বিধান করা সমস্ত হিন্দুদের প্রাণের দাবি ছিল। যেখানে প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী হওয়া সত্ত্বেও এ দাবি এখনো পূরণ করা সম্ভব হয়নি। খোলা এবং বেষ্টনি বিহীন হওয়ার কারণে এবং সুনির্দিষ্ট কোনো নিষেধাজ্ঞা না থাকায় এটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে।এবং কিছু লোক ব্যবসায়ের সার্থে জায়গা লিজ নিয়ে মাংসাশী খাবার বিক্রি করছে যা সনাতন ধর্মে অনুচিত। ধর্ম এবং পর্যটন একসাথে চলতে পারে না। যেখানে গিয়ে কিছু লোক সাম্প্রদায়ীকতার বিজ বপন করছে যা কোনভাবে কাম্য নয়। ধর্ম যার অনুভূতিও তার । তাই ধর্মানুভূতিতে আঘাত কোন ভাবে কাম্য নয়। তাই এটি রক্ষা এবং ধর্মীয় পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে সনাতনী নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।👏👏👏

24/11/2022

❤❤❤ধর্মকথা❤❤❤

https://youtu.be/boSYJjY8KhE
12/11/2022

https://youtu.be/boSYJjY8KhE

How to Meditate? | Meditation Methods in Bengali | মেডিটেশন করার নিয়ম | মেডিটেশন করার পদ্ধতি | সবথেকে সহজ মেডিটেশন এটাই।Welcome to Life Line Channel.Meditati...

THE 3rd EYE  Presents NOBEL MAN                                                      যতীন্দ্রমোহন সেনগুপ্ত (২২ ফেব্রুয়া...
12/11/2022

THE 3rd EYE Presents NOBEL MAN যতীন্দ্রমোহন সেনগুপ্ত (২২ ফেব্রুয়ারি, ১৮৮৫ — ২৩ জুলাই, ১৯৩৩) একজন প্রথম সারির কংগ্রেস নেতা ও জাতীয়তাবাদী আইনজীবী।

যতীন্দ্রমোহন সেনগুপ্ত
Bust Of Jatindra Mohan Sengupta in JM Sen hall crop.JPG
জন্ম
২২ ফেব্রুয়ারি, ১৮৮৫
চট্টগ্রাম, ব্রিটিশ ভারত
মৃত্যু
২৩ জুলাই, ১৯৩৩
আন্দোলন
ভারতীয় জাতীয়তাবাদ
প্রারম্ভিক জীবন...
যতীন্দ্রমোহনের জন্ম চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে[১]। পিতা যাত্রামোহন সেন ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী ও বঙ্গীয় ব্যবস্থাপক পরিষদের সদস্য। তিনি ১৯০২ সালে হেয়ার স্কুল হতে প্রবেশিকা পরীক্ষায় করেন ও প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। ১৯০৪ সালে বিলেতে যান উচ্চশিক্ষার্থে। ১৯০৮ এ কেমব্রিজ হতে বি.এ. এবং ১৯০৯ সালে ব্যারিস্টারি পাশ করেন। এখানে তার আলাপ ও প্রণয় হয় ইংরেজ মহিলা নেলী গ্রে'র সাথে। যিনি যতীন্দ্রমোহনকে বিবাহ করে নেলী সেনগুপ্তা হন। নেলী সেনগুপ্তা নিজেও অসামান্য সমাজকর্মী ও দেশপ্রেমিক রাজনৈতিক নেত্রী হিসেবে ভারতে সমুজ্জ্বল হয়েছেন।
১৯১০ সালে কলকাতা হাইকোর্টে যোগ দেন এবং আইনজীবী হিসেবে সুপ্রতিষ্ঠিত হন। মাঝে কিছুদিন রিপন কলেজে (অধুনা সুরেন্দ্রনাথ আইন কলেজ) আইনের শিক্ষকতা করেছেন।[১] অগ্নিযুগের বহু বিপ্লবীকে নিশ্চিত ফাঁসির দড়ি থেকে বাঁচিয়ে এনেছেন তার অসামান্য দক্ষতায়[৩]। ১৯২৩ সালে দ্বিতীয় আলিপুর ষড়যন্ত্র মামলায় তার কৃতিত্বপূর্ণ সওয়ালে সাতজন বিপ্লবী মুক্ত হন। স্বেচ্ছায় স্বাধীনতা সংগ্রামীদের পক্ষ নিয়ে আদালতে লড়াই করতেন।

স্বাধীনতা আন্দোলন..
১৯২১ সালে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে ব্যারিস্টারি পেশা ত্যাগ করেন। বর্মা অয়েল কোম্পানি ও আসাম বেঙ্গল রেলওয়ে ধর্মঘট পরিচালনার দায়ে তার সস্ত্রীক কারাদণ্ড হয়। ভারতে শ্রমিক আন্দোলনের ইতিহাসে এই শ্রমিক ধর্মঘট ছিল সর্বপ্রথম বৃহত্তর ধর্মঘট। ধর্মঘটীদের পরিবার প্রতিপালনের জন্যে সেযুগে ৪০ হাজার টাকা ঋণ নেন। সাধারণ মানুষ তাকে দেশপ্রিয় উপাধিতে ভূষিত করে। ইনি ভারতের স্বাধীনতা আন্দোলনে সশস্ত্র বিপ্লবীদের প্রতি গভীর সহানুভূতিশীল ছিলেন। জনদরদী যতীন্দ্রমোহন কে চট্টগ্রামের মানুষ মুকুটহীন রাজা বলে অভিহিত করত। ১৯৩০ খ্রিস্টাব্দে ভারত থেকে বর্মাকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে বক্তৃতা দিয়ে গ্রেপ্তার হন। ১৯২২-২৩ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভাপতি ছিলেন তারপর দেশবন্ধু চিত্তরঞ্জনের স্বরাজ্য পার্টিতে যোগ দেন। পাঁচবার কলকাতার মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি। দেশবন্ধুর মৃত্যুর পর বঙ্গীয় প্রাদেশিক রাষ্ট্রীয় সমিতির সভাপতির পদ অলংকৃত করেন। চট্টগ্রামের ভূমিপুত্র হিসেবে সেখানে নানা সামাজিক কাজকর্মে তিনি ছিলেন অগ্রণী সেনানী। ১৯৩১ সালে চট্টগ্রামে ভয়াবহ বন্যায়, ১৯২৬ এ কলকাতায়, ১৯৩১ খ্রিষ্টাব্দে চট্টগ্রামে সাম্প্রদায়িক হাঙ্গামায় ত্রাণকার্যের পুরোভাগে থাকেন।

চট্টগ্রাম যুববিদ্রোহে ভূমিকা..
নাগরখানা খণ্ডযুদ্ধ ও সরকারি টাকা লুটের মামলায় মাস্টারদা সূর্য সেন, অনন্ত সিংহ, অম্বিকা চক্রবর্তীর হয়ে মামলা পরিচালনা করে তাদের মুক্ত করেন। বিপ্লবী প্রেমানন্দ দত্তকে পুলিশ ইনস্পেকটর প্রফুল্ল রায় হত্যা মামলায় নির্দোষ সাব্যস্ত করা তার অপর কৃতিত্ব। বস্তুত চট্টগ্রাম বিদ্রোহের বহু সৈনিককে তিনি ফাঁসির হাত থেকে বাঁচিয়ে দেন আইনের সাহায্যে। ফৌজদারী বিষয়ে তার সমকক্ষ আইনজ্ঞ ও বাগ্মী ভারতে কমই ছিল। জালিয়ানওয়ালাবাগে রাজদ্রোহমূলক বক্তৃতা দেওয়ার পরে কারারুদ্ধ হন এবং মুক্তি পেয়ে বিলেতে যান। চট্টগ্রামে পুলিশি অত্যাচার ও সন্ত্রাসের বিরুদ্ধে বিলেতে গিয়ে জোরালো প্রতিবাদ করেন। তার দেওয়া তথ্য, ছবি ইত্যাদির ভিত্তিতে চট্টগ্রাম বিভাগের কমিশনার নেলসন অপসারিত হন। এছাড়া জেলা ম্যাজিস্ট্রেট ক্রেগ অবসর নিতে বাধ্য হন। হান্টার বিলেতে পালান, পুলিশ সুপার স্যুটার আত্মহত্যা করেন। ফলত সরকারের রোষানল তার ওপর পড়ে। কমিশনার টেগার্ট তখন বিলেতে ছিলেন। তিনি সরকারকে জানান যতীন্দ্রমোহন অহিংসবাদী নন। তিনি সশস্ত্র বিপ্লবীদের সাথে প্রত্যক্ষ যোগাযোগকারী ও মদতদাতা। পুলিশ দেশে ফেরার সঙ্গে সঙ্গে বোম্বাই বন্দরে তাকে গ্রেপ্তার করে যারবেদা জেল ও পরে দার্জিলিং এ অন্তরীণ করে পাঠায়। অসুস্থ হয়ে পড়লেও উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে দেয়নি পুলিশ।

চিকিৎসা সম্পূর্ণ হওয়ার আগেই তাকে রাঁচিতে স্থানান্তরিত করা হয়। ২৩ জুলাই, ১৯৩৩ এ তিনি মারা যান।
বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ। "সেনগুপ্ত, যতীন্দ্রমোহন"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-১৮।
"সর্বভারতীয় রাজনৈতিক ইতিহাসে নেলী সেনগুপ্তা"। দৈনিক পূর্বকোন। ২৩ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ২০১৭-০১-১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
প্রসাদ দাস মুখোপাধ্যায়, সূর্যসেন ও স্বাধীনতা সংগ্রাম (১৯৯৫)। চট্টগ্রাম সশস্ত্র বিপ্লবে দেশপ্রিয় যতীন্দ্রমোহনের ভূমিকা অপরিহার্য

11/11/2022
বাংলাদেশের হিন্দুদের বর্তমান অবস্থার চিত্র ফুটে উঠেছে প্রশ্নটিতে।
10/11/2022

বাংলাদেশের হিন্দুদের বর্তমান অবস্থার চিত্র ফুটে উঠেছে প্রশ্নটিতে।

10/11/2022
মায়ের বিদায় বেলা
10/11/2022

মায়ের বিদায় বেলা

10/11/2022

শুক্লাম্বর তরুন সংঘের উদ্যোগে শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো ২০২২

10/11/2022

শুক্লাম্বর তরুন সংঘের উদ্যোগে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা ২০২২

10/11/2022

শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা ২০২২

গাছবাড়িয়া খাঁনহাট শীলপাড়া দুই পক্ষের জায়গার বিরোধকে কেন্দ্র করে বহিরাগত সন্ত্রাসী কর্তৃক দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে পূর্বপর...
09/11/2022

গাছবাড়িয়া খাঁনহাট শীলপাড়া দুই পক্ষের জায়গার বিরোধকে কেন্দ্র করে বহিরাগত সন্ত্রাসী কর্তৃক দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে পূর্বপরিকল্পিতভাবে নারী, শিশু, বৃদ্ধের উপর ন্যক্ষ্যারজনক হামলা, ঘরবাড়ি ভাংচুর ও জায়গা দখল এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে দোষী ব্যাক্তিদের চিন্হিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদিষ্টি কামনা করি। কপি পোস্ট: চন্দনাইশ পূজা উদযাপন পরিষদ।

আজ সন্ধ্যায় অধিবাস কীর্তনের মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী সংগঠন শুক্লাম্বর তরুণ সংঘের উদ্যোগে  চার দিনব্যাপী শ...
01/11/2022

আজ সন্ধ্যায় অধিবাস কীর্তনের মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী সংগঠন শুক্লাম্বর তরুণ সংঘের উদ্যোগে চার দিনব্যাপী শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পুজা। পুজায় আপনাদের সবান্ধব উপস্থিতি একান্ত ভাবে কাম্য।

20/10/2022

হর হর মহাদেব, ঐশ্বরিক তীর্থস্থান কেদারনাথ।

Address

CHITTAGONG
Chittagong
4383

Alerts

Be the first to know and let us send you an email when The 3 rd Eye posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category