ANIK VLOGS

ANIK VLOGS Welcome to Anik Vlogs.I upload daily life's activities. Stay with me for more fun.
(1)

Assalamu Alaikum.I am Anik,currently living in Bangladesh.This is my vlogs page.The purpose of this vlogs page of mine is to share my daily moments with you!So,I request all those who want to see me,love me,to follow my Facebook Anik Vlogs page and stay beside me! I am a youtuber,video vlogger,content creator,film maker,videographer photographs.Thanks you for being with me.Everyone stay well and s

tay healthy. গান নাচ হিন্দি গান ভারতি বাংলা গান স্টেজ সং অনুষ্ঠানের গান কলেজের গান স্কুলের অনুষ্ঠানের গান স্কুলের অনুষ্ঠানে ডান্স কলেজের অনুষ্ঠানের ডান্স আধুনিক গান ভাওয়াইয়া গান লোকগীতি রবীন্দ্র সংগীত নজরুল সংগীত শর্ট ভিডিও ফানি ভিডিও কমেডি ভিডিও পার্সোনাল ব্লক ব্লক টিক টক ভিডিও স্নেক ভিডিও রিল ভিডিও শর্ট ভিডিও

🏡 Chattogram
🧍‍♂️ Name: Anik Majumder
✆ Phone Number: 01978-614034
📧 Email: [email protected]
🏳️ Page Name: ANIK VLOGS
🏡 Address: Chattogram amar page ti personal

ধন্যবাদ সবাইকে

18/12/2023

জুঁই ❤️

18/12/2023

সামিয়া ❤️

17/12/2023

ফেনী স্টেশন রোড থেকে মদিনা বাস কাউন্টার পর্যন্ত রিক্সা ভ্রমণ।

Today is the fourth death 😢 anniversary of my late grand hero freedom fighter Alhaj Yaqub Ali.Everyone please pray for m...
13/12/2023

Today is the fourth death 😢 anniversary of my late grand hero freedom fighter Alhaj Yaqub Ali.Everyone please pray for my late grandfather's soul.May Allah Grant him heaven.Amen.

Friend 💟💟
29/11/2023

Friend 💟💟

29/11/2023
Friend 💙💟
26/11/2023

Friend 💙💟

আজকে এমন একজনের জন্মদিন 🎂🎂যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় কোনো কিছু সৃষ্টি হতো না আমার নবী আপনার নবী মায়ার নবী দয়ার নবী নুরে...
28/09/2023

আজকে এমন একজনের জন্মদিন 🎂🎂
যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় কোনো কিছু সৃষ্টি হতো না
আমার নবী আপনার নবী
মায়ার নবী দয়ার নবী
নুরের নবী
-••প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর শুভ জন্মদিন 🧡🍂🌺🥀❤️
সবাইকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা 🥰

আজ মুসলমানদের জিবনের শ্রেষ্ঠ দিন

May Allah give you long life,keep you happy and peaceful.
20/09/2023

May Allah give you long life,keep you happy and peaceful.

ভাই-বোন 💛💙
16/09/2023

ভাই-বোন 💛💙

04/09/2023

সিসিলার বিয়ের রান্নার কাজ চলতেছে।

03/09/2023

ছোট বোন সিসিলার গায়ে হলুদ

কারো বয়স 40 বছর।সে এখনো বিয়ে করেনি।বেশ করেছে।কারো বিয়ের 10 বছর হয়ে গেছে।সে এখনো সন্তান নেয়নি।বেশ করেছে।একজন ছেলে আর...
28/07/2023

কারো বয়স 40 বছর।সে এখনো বিয়ে করেনি।
বেশ করেছে।
কারো বিয়ের 10 বছর হয়ে গেছে।সে এখনো সন্তান নেয়নি।
বেশ করেছে।
একজন ছেলে আরেকজন ছেলেকে বিয়ে করেছে।
বেশ করেছে।
কেউ অনেক পড়াশোনা করে চাকরির বদলে নিজের ছোট্ট ব্যবসাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে।
বেশ করেছে।
কোনো ছেলে হাতে গলায় গয়না পরেছে।
বেশ করেছে।
কোনো মেয়ে অফিস থেকে রাত করে বাড়ি ফিরেছে।
বেশ করেছে।
কেউ টক্সিক ফ্যামিলির বাইরে বেরিয়ে নিজের মতামতকে প্রাধান্য দিয়েছে।
বেশ করেছে।
কেউ একলা থাকছে।
বেশ করেছে।
কেউ লিভ ইন করছে‌।
বেশ করছে।
কেউ সিঙ্গেল মাদার হয়েছে।
বেশ করেছে।
কেউ অসুখী দাম্পত্য জীবন থেকে বেরিয়ে এসেছে।
বেশ করেছে।

যে যেভাবে খুশি নিজের জীবনটা বাঁচবে।
বেশ করবে।
যতক্ষণ না পর্যন্ত কেউ অন্যের ক্ষতি করছে, কারো বলার অধিকার নেই আরেকজন মানুষ তার জীবনটা কীভাবে বাঁচবে।
I mean it.
কারো বলার অধিকার নেই।

একজনের লাইফস্টাইল পছন্দ না হলে, তাকে এড়িয়ে যান। কিন্তু অযাচিত ভাবে অন্যের জীবনে নাকটা গলানো এবার বন্ধ করুন।।

আমার আম্মু ❤️❤️❤️
15/07/2023

আমার আম্মু ❤️❤️❤️

আমার আব্বু,আম্মু ❤️❤️
15/07/2023

আমার আব্বু,আম্মু ❤️❤️

15/07/2023

আলিফার জন্মদিনে আমরা সবাই।

দেখা না দিলে বন্ধু কথা কইয়ো নাহ♥️
06/07/2023

দেখা না দিলে বন্ধু কথা কইয়ো নাহ♥️

অনেককে, অনেক পথ চিনিয়েছি। অনেক পথ দেখিয়েছি।অনেক পথ তৈরী করে দিয়েছি।আমি পথ চিনি, পথ জানি।পথ আমাকে চিনে, আমাকে জানে। তবুও,...
05/07/2023

অনেককে,
অনেক পথ চিনিয়েছি।
অনেক পথ দেখিয়েছি।
অনেক পথ তৈরী করে দিয়েছি।

আমি পথ চিনি, পথ জানি।
পথ আমাকে চিনে, আমাকে জানে।

তবুও,
আমার নিজের কোনো নির্দিষ্ট পথ নেই।
আমি পথ হারা পথিক, এটাই আমার পথ।
কারণ, পৃথিবীর সব পথই যে আমার।

পথ হারা পথিকেরও পথ হয়।

02/07/2023

কুরবানি ঈদ উপলক্ষে সমুদ্র সৈকত সী-বিচ মানুষের ঢ়ল,পতেঙ্গা চট্টগ্রাম।

কখনো কখনো ভুল মানুষকে আঁকড়ে ধরতে গিয়ে আমরা সারাজীবনের জন্য মা'নসিক অ'শান্তি আপন করে নেই।
01/07/2023

কখনো কখনো ভুল মানুষকে আঁকড়ে ধরতে গিয়ে আমরা সারাজীবনের জন্য মা'নসিক অ'শান্তি আপন করে নেই।

আসালমুআলাইকুম ঈদ মোবারক পবিএ ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি। দেশে, বিদেশে সকল ভাই বন্দুদ...
28/06/2023

আসালমুআলাইকুম
ঈদ মোবারক
পবিএ ঈদুল আজহার শুভেচ্ছা,
ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি।
দেশে, বিদেশে সকল ভাই বন্দুদের কে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও শুভকামনা।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ-ই কামনা করি মহান আল্লাহর কাছে।

আমার কুরবানির গরু 🐂
26/06/2023

আমার কুরবানির গরু 🐂

25/06/2023

বাঁশির সুরে সী-বিচ,পতেঙ্গা চট্টগ্রাম 🎺

20/05/2023

আমার তিন টা আম্মু কে নিয়ে স্বাধীনতা কমপ্লেক্স পার্কে আসলাম...❤️❤️❤️

বিনম্র শ্রদ্ধা 🖤
15/05/2023

বিনম্র শ্রদ্ধা 🖤

শুভ জন্মদিন আম্মুু 🌹❤️
09/05/2023

শুভ জন্মদিন আম্মুু 🌹❤️

মে দিবসের ইতিহাস১লা মে দিনটি পৃথিবীর অনেক দেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয় যা মে দিবস নামেও পরিচিত। ভারত সহ...
30/04/2023

মে দিবসের ইতিহাস

১লা মে দিনটি পৃথিবীর অনেক দেশে
আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়
যা মে দিবস নামেও পরিচিত। ভারত সহ অনেক দেশেই এ দিনটি সরকারীভাবে ছুটির দিন।
১৮৮৬ সালের মে মাসে শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক আন্দোলন ও আত্মাহুতিকে এদিন শ্রদ্ধাভরে স্মরন করা হয়।
বিশ্বের প্রায় সব দেশে পালিত হলেও যুক্তরাষ্ট্র ও কানাডায় এইদিনটি পালিত হয় না। শ্রমিক' সভ্যতার প্রতিটি ইট,বালু, পাথরে যাদের ফোটা ফোটা ঘাম জড়িয়ে আছে তারা কিন্তু কখনোই সভ্যতার আশীর্বাদধন্য শ্রেনী ছিলনা এখনো নয়। এই পোস্টে ১৮৮৬ সালের শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক সেই আন্দোলন নিয়েই লিখব বলে ঠিক করেছি। ঊনিশ শতকের গোড়ার দিককার কথা। শ্রমিকরা তখনো শোষিত, সপ্তাহে ৬ দিনের প্রতিদিনই গড়ে প্রায় ১০ থেকে ১২ ঘন্টার অমানবিক পরিশ্রম করতো কিন্তু তার বিপরীতে মিলত নগন্য মজুরী। অনিরাপদ পরিবেশে রোগ-ব্যধি,আঘাত,মৃত্যুই ছিল তাদের নির্মম সাথী। তাদের পক্ষ হয়ে বলার মত কেউ ছিলনা তখন। ১৮৬০ সালে শ্রমিকরাই মজুরি না কেটে দৈনিক ৮ ঘন্টা শ্রম নির্ধারনের প্রথম দাবি জানায়। কিন্তু কোন শ্রমিক সংগঠন ছিলনা বলে এই দাবী জোরালো করা সম্ভব হয়নি। এই সময় সমাজতন্ত্র শ্রমজীবি মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে থাকে।
শ্রমিকরা বুঝতে পারে বনিক ও মালিক শ্রেণীর
এই রক্ত শোষণ নীতির বিরুদ্ধে তাদের সংগঠিত হত হবে। ১৮৮০-৮১ সালের দিকে শ্রমিকরা প্রতিষ্ঠা করে Federation of Organized Trades and Labor Unions of the United States and Canada ১৮৮৬ সালে নাম পরিবর্তন করে করা হয় American Federation of Labor এই সংঘের মাধ্যমে শ্রমিকরা সংগঠিত হয়ে শক্তি অর্জন করতে থাকে। ১৮৮৪ সালে সংঘটি '৮ ঘন্টা দৈনিক মজুরি' নির্ধারনের প্রস্তাব পাশ করে এবং মালিকও বনিক শ্রেণীকে এই প্রস্তাব কার্যকরের জন্য ১৮৮৬ সালের ১লা মে পর্যন্ত সময় বেঁধে দেয়। তারা এই সময়ের মধ্যে সংঘের আওতাধীন সকল শ্রমিক সংগঠনকে এই প্রস্তাব বাস্তবায়নে সংগঠিত হওয়ার পুনঃ পুনঃ আহবান জানায়। প্রথম দিকে অনেকেই একে অবাস্তব অভিলাষ, অতি সংস্কারের উচ্চাকাংখা বলে আশংকা প্রকাশ করে। কিন্তু বনিক-মালিক শ্রেণীর কোন ধরনের সাড়া না পেয়ে শ্রমিকরা ধীরে ধীরে প্রতিবাদি ও প্রস্তাব বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ হতে থাকে। এ সময় এলার্ম নামক একটি পত্রিকার কলাম 'একজন শ্রমিক ৮ ঘন্টা কাজ করুক কিংবা ১০ ঘন্টাই করুক, সে দাসই' যেন জ্বলন্ত আগুনে ঘি ঢালে। শ্রমিক সংগঠনদের সাথে বিভিন্ন সমাজতন্ত্রপন্থী দলও একাত্মতা জানায়। ১লা মে কে ঘিরে প্রতিবাদ, প্রতিরোধের আয়োজন চলতে থাকে। আর শিকাগো হয়ে উঠে এই প্রতিবাদ প্রতিরোধের কেন্দ্রস্থল।
১লা মে এগিয়ে আসতে লাগল। মালিক-বনিক শ্রেণী অবধারিতভাবে ঐ প্রস্তাব প্রত্যাখ্যান করল। ১৮৭৭ সালে শ্রমিকরা একবার রেলপথ অবরোধ করলে পুলিশ ও ইয়ুনাইটেড স্টেটস আর্মি তাদের উপর বর্বর আক্রমন চালায়।
ঠিক একইভাবে ১লা মে কে মোকাবেলায়
রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রস্তুতি চলতে থাকে। পুলিশ ও জাতীয় প্রতিরক্ষা বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হয়
স্থানীয় ব্যবসায়ীরা শিকাগো সরকারকে
অস্ত্র সংগ্রহে অর্থ দিয়ে সহযোগিতা করে।
ধর্মঘট আহবানকারিদের বিরুদ্ধে ব্যবহারের জন্য শিকাগো বানিজ্যিক ক্লাব ইলিনয় প্রতিরক্ষা
বাহিনীকে ২০০০ ডলারের মেশিন গান কিনে দেয় ১লা মে - সমগ্র যুক্ত্ররাষ্ট্রে প্রায় ৩০০,০০০ শ্রমিক তাদের কাজ ফেলে এদিন রাস্তায় নেমে আসে। শিকাগোতে শ্রমিক ধর্মঘট আহবান করা হয়, প্রায় ৪০,০০০ শ্রমিক কাজ ফেলে শহরের কেন্দ্রস্থলে সমবেত হয়। অগ্নি গর্ভ বক্তৃতা, মিছিলে, মিটিং, ধর্মঘট, বিপ্লবী আন্দোলনের হুমকি সবকিছুই মিলে ১লা মে উত্তাল হয়ে উঠে।
পার্সন্স, জোয়ান মোস্ট, আগস্ট স্পীজ, লুই লিং সহ আরো অনেকেই শ্রমিকদের মাঝে পথিকৃত হয়ে উঠেন ধীরে ধীর আরো শ্রমিক কাজ ফেলে আন্দোলনে যোগ দেয়। আন্দোলনকারি শ্রমিকদের সংখ্যা বেড়ে দাড়ায় ১লক্ষ। আন্দোলন চলতে থাকে। ৩ মে (কারো কারো মতে ৪মে) ১৮৮৬ সালে সন্ধ্যাবেলা হালকা বৃষ্টির মধ্যে শিকাগোর হে-মার্কেট বাণিজ্যিক এলাকায় শ্রমিকগণ মিছিলের উদ্দেশ্যে জড়ো হন। আগস্ট স্পীজ জড়ো হওয়া শ্রমিকদের উদ্দেশ্যে কিছু কথা বলছিলেন। হঠাৎ দূরে দাড়ানো পুলিশ দলের কাছে এক বোমার বিস্ফোরন ঘটে, এতে এক পুলিশ নিহত হয় এবং ১১ জন আহত হয়, পরে আরো ৬জন মারা যায়। পুলিশবাহিনীও শ্রমিকদের উপর অতর্কিতে হামলা শুরু করে যা সাথে সাথেই রায়টের রূপ নেয়। রায়টে ১১ জন শ্রমিক শহীদ হন। পুলিশ হত্যা মামলায় আগস্ট স্পীজ সহ আটজনকে অভিযুক্ত করা হয়। এক প্রহসনমূলক বিচারের পর ১৮৮৭ সালের ১১ই নভেম্বর উন্মুক্ত স্থানে ৬ জনের ফাঁসি কার্যকর করা হয়। লুই লিং একদিন পূর্বেই কারাভ্যন্তরে আত্মহত্যা করেন অন্য একজনের পনের বছরের কারাদন্ড হয়। ফাঁসির মঞ্চে আরোহনের পূর্বে আগস্ট স্পীজ বলেছিলেন, "আজ আমাদের এই নি:শব্দতা, তোমাদের আওয়াজ অপেক্ষা অধিক শক্তিশালী হবে" ২৬শে জুন, ১৮৯৩ ইলিনয়ের গভর্ণর অভিযুক্ত আটজনকেই নিরপরাধ বলে ঘোষণা দেন, এবং রায়টির হুকুম প্রদানকারী পুলিশের কমান্ডারকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়। আর অজ্ঞাত সেই বোমা বিস্ফোরণকারীর পরিচয় কখনোই প্রকাশ পায়নি। শেষ পর্যন্ত শ্রমিকদের "দৈনিক আট ঘন্টা কাজ করার" দাবী অফিসিয়াল স্বীকৃতি পায়। আর পহেলা মে বা মে দিবস প্রতিষ্ঠা পায় শ্রমিকদের দাবী আদায়ের দিন হিসেবে, পৃথিবীব্যাপী আজও তা পালিত হয়।

মহান মে দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।

26/04/2023

চট্টগ্রামের লালদিঘী জব্বারের বলি খেলা উপলক্ষে বৈশাখী মেলা।

ঈদ মুবারাক🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।প্রিয় শুভানুধ্যায়ীগণ,আসসালামু আলাইকুম,রমজানের ! পবিত্রতার আশীর্বাদ নিয...
21/04/2023

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

প্রিয় শুভানুধ্যায়ীগণ,

আসসালামু আলাইকুম,

রমজানের ! পবিত্রতার আশীর্বাদ নিয়ে বিদায়ের অপেক্ষায়, আল্লাহ আমাদের রমজানে রোজা রাখার বিনিময়ে রহমত, ক্ষমা এবং জাহান্নাম থেকে মুক্তি দান করুন, সর্বশক্তিমান আল্লাহর বিশ্বস্ত বান্দা হওয়ার জন্য।

মুহতারাম,
আপনাকে এবং আপনার পরিবারকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা,

'"ঈদ মুবারাক‌‌'"

এই ঈদ আপনার জীবনে বয়ে আনুক অনন্ত সুখ, শান্তি ও সমৃদ্ধি।

নতুন বছর এসেছে ঘুরে,উদাসী হাওয়ার সুরে সুরেরাঙা মাটির পথটি জুড়ে....সবাইকে পহেলা বৈশাখের প্রাণঢালা প্রীতি ও শুভেচ্ছা।শুভ ন...
13/04/2023

নতুন বছর এসেছে ঘুরে,
উদাসী হাওয়ার সুরে সুরে
রাঙা মাটির পথটি জুড়ে....

সবাইকে পহেলা বৈশাখের প্রাণঢালা প্রীতি ও শুভেচ্ছা।
শুভ নববর্ষ :)

30/03/2023

বউ বাজার ঈদ বস্ত্র মেলা।

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস....💞💞যাদের আত্মনিয়োগ, এবং আত্মোৎসর্গের, মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি।সেই সকল শহীদ ...
25/03/2023

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস....💞💞
যাদের আত্মনিয়োগ, এবং আত্মোৎসর্গের, মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি।
সেই সকল শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

সর্বস্তরের সর্বোচ্চ ত্যাগের, বিনিময়ে পাওয়া আমাদের প্রিয় এই মাতৃভূমি, যাতে বিশ্বের কাছে মাথা উঁচু হয়ে দাঁড়াতে পারে....সেটাই হোক আমাদের স্বাধীনতার অঙ্গীকার।❤️🇧🇩

মাহে রমজানের ক্যালেন্ডার।
23/03/2023

মাহে রমজানের ক্যালেন্ডার।

আসসালামু আলাইকুম পবিত্র রমজান মাস আমাদের সবার জন্য বয়ে আনুক শান্তি ও কল্যাণের বার্তা!!দেশ বিদেশের সবাই কে জানাই পবিত্র ম...
23/03/2023

আসসালামু আলাইকুম
পবিত্র রমজান মাস আমাদের সবার জন্য বয়ে আনুক শান্তি ও কল্যাণের বার্তা!!
দেশ বিদেশের সবাই কে জানাই পবিত্র মাহে রামাদানের শুভেচ্ছা🌹
আসুন আমরা সবাই মিলে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি, আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করি।"পবিত্র মাহে রমজান মোবারক "

আমার ইরি ফসল।
03/03/2023

আমার ইরি ফসল।

২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকল ভাষা শহীদদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা !!!পরিশেষে ২১ শে ফেব্রুয়...
21/02/2023

২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
সকল ভাষা শহীদদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা !!!

পরিশেষে ২১ শে ফেব্রুয়ারী নিয়ে কিছু কথা -
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেই সকল ভাষা শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ।
২১ শে ফেব্রুয়ারি আমাদের বাঙালীদের জন্য একটি গৌরবময় উজ্জ্বল দিন। ইতিহাসের এই দিনেই মাতৃভাষার জন্য রাজপথে জীবন দিতে হয়েছিলো সালাম, বরকত ও রফিকসহ নাম না জানা আরও অনেক কেই। তাদের জন্যই আজকে আমরা মন খুলে বাংলা ভাষা বলছি ও লিখছি। বিশ্বের ইতিহাসের বুকে মাতৃভাষার জন্য বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলাম আমরা এই বাঙালীরাই। আর তাই এই দিনটি আজ শুধু বাংলাদেশ স্মরণ করেনা। ২১শে ফেব্রুয়ারি দিনটি স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের। সারা বিশ্বই দিনটি স্মরণ করে আর সকলে একি সুরে গেয়ে ওঠে______
"আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি,আমি কি ভুলিতে পারি!"

Address

Pahartoli Baro Quarters Fuju Mia Road Elias Tower 5th Floor Chattogram
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when ANIK VLOGS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ANIK VLOGS:

Videos

Share

Category