Mim Tv Online - মিম টিভি অনলাইন

Mim Tv Online - মিম টিভি অনলাইন সত্যের পথে আলোর সন্ধান

পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাহফিলে যোগ দিন সফল করুন৷ পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুমের মাহফিলে যোগ দ...
31/10/2023

পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর মাহফিলে যোগ দিন সফল করুন৷
পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুমের
মাহফিলে যোগ দিন সফল করুন।
আগামীকালের মাহফিলে যোগ দিন সফল করুন৷
আগামীকালের মাহফিলে
সবাইকে ঈমানী দাওয়াত রইল।

 #আখেরী_চাহার_সোম্বাহ_কী_ও_কেন_? ুহাম্মদ_শহিদুল_ইসলাম আখেরী চাহার সোম্বা একটি যুগল শব্দ। এটি আরবি ও ফার্সী শব্দ দ্বারা গ...
12/09/2023

#আখেরী_চাহার_সোম্বাহ_কী_ও_কেন_?

ুহাম্মদ_শহিদুল_ইসলাম

আখেরী চাহার সোম্বা একটি যুগল শব্দ। এটি আরবি ও ফার্সী শব্দ দ্বারা গঠিত হয়েছে। আরবি শব্দ হলো “আখেরী” আর ফার্সী শব্দ হলো “চার শম্বাহ”। যেহেতু এক সময়ে ফার্সী ভাষা প্রচলিত ছিল আর ফার্সী ভাষায় বুধবারকে চার শম্বাহ বলা হয়। সফর মাস আরবী হিজরী মাসের দ্বিতীয় মাস। আর মাহে সফরের শেষ বুধবারকে ইসলামী পরিভাষায় মুসলিম সমাজে আখেরী চাহার সোম্বাহ হিসেবে বুঝায়। মুসলিম সমাজে সফর মাসের শেষ বুধবারকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা হয়।

প্রেক্ষাপট: দুনিয়াবী সকল বাতিল অপশক্তি প্রয়োগ করে ব্যর্থ হয়ে ইহুদীগণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাদু করেছিল। কিন্তু তাদের যাদু শক্তি প্রিয় নবীর মধ্যে কোন প্রভাব বিস্তার করতে পারেনি। অবশেষে ৭ম হিজরীতে হুদায়বিয়ার সন্ধির পর মুহাররম মাসে মদিনায় ইহুদী নেতৃবৃন্দ লবীদ ইবনে আসম ইয়াহুদীকে বলল, তুমি ও তোমার কন্যাগণ তো যাদু বিদ্যায় পারদর্শী। সুতরাং মুসলমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস ও ক্ষতি সাধনের জন্য যাদু করো। লবীদ কৌশলে প্রিয় রাসূলের এক ইহুদী গোলামের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ব্যবহৃত চিরুনীর ভাঙ্গা দাঁত ও চুল মোবারক সংগ্রহ করে নিলো। তারপর মোমের একটা পুতুল তৈরি করে তাতে এগারোটি সুঁচ ঢুকিয়ে দিল। একটি সুতায় ১১টি গিরা দিলো। এসব কিছু ওই পুতুলের ভেতর স্থাপন করে প্রবহমান কূপের পানির ভিতর একটা পাথরের নিচে চাপা দিয়ে রেখে দিলো। এর প্রভাবের ফলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ চল্লিশ রাত বা ছয় মাস অথবা এক বছরকাল শারীরিকভাবে ভেঙ্গে পড়েছিলেন।

অত:পর হযরত জিব্রাইল আমীন আলাইহিস সালাম সূরা ফালাক্ব ও সূরা নাস এ দুটি সূরা প্রিয় নবীর উপর নাজিল/অবতীর্ণ করলেন। আর এ দু’টি সূরা মিলে আয়াত সংখ্যা হয় ১১টি। মহান আল্লাহ রাব্বুল আলামীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে এ বিষয়ে সংবাদ দেয়া হল। অত:পর আল্লাহর প্রিয় হাবীব হযরত আলী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহুকে উক্ত কূপে পাঠিয়ে ছিলেন, তিনি কূপের পানি ফেলে দিয়ে যাদুর সব সামগ্রী পাথরের নীচ থেকে বের করে নিয়ে আসলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সূরা ২টি পাঠ করলেন প্রতিটি আয়াত পাঠের সদকায় একেকটি করে গিরা খুলে গেল। ফলে আল্লাহর প্রিয় হাবীব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোগ্য লাভ করলেন এবং গোসল করলেন। ওলামায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলেছেন সে দিনটি ছিল সফর মাসের শেষ বুধবার।

তাই বালা-মুসিবত, রোগ-শোক থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে মুসলিম সমাজ এ দিবসটি গোসল, দোয়া, মিলাদ-মাহফিল, জিকির-আজকার, দরূদের মাধ্যমে ভাল ও উত্তমপন্থা হিসেবে পালন করে থাকে। ওয়াজিব ও জরুরি হিসেবে নয়। ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শেরে বাংলা (রা:) “জাওয়াহেরুল কুনুজ” কিতাবের ৫ম খন্ডের ৬১৬ পৃষ্ঠার বরাতে স্বীয় রচিত “ফতোয়ায়ে আজিজীতে উল্লেখ করেন সফর মাসের শেষ বুধবার সূর্যোদয়ের পূর্বে গোসল করা উত্তম। আর সূর্যোদয়ের পর দুই রাকাত নফল নামাজ আদায় করা ভাল ও সাওয়াবের কাজ।

উক্ত কিতাবের ৬১৭ পৃষ্ঠায় আরও উল্লেখ রয়েছে- মাহে সফরের শেষ বুধবার সাতটি আয়াতে সালাম লিখে তা পানিতে ধুয়ে পানিটুকু পান করা উত্তম ও শেফা। “তাজকিরাতুল আওরাদ” কিতাবে উল্লেখ আছে, যে ব্যক্তি আখেরী চাহার সোম্বা তথা মাহে সফরের শেষ বুধবারে প্রত্যেক ওয়াক্ত নামাজের পর আয়াতে রহমত (সাত সালাম বিশিষ্ট আয়াতে করিমা) পাঠ করে নিজের শরীরে ফুঁক দেবে বা তা পানের উপর লিখে ধুয়ে পানি পান করবে আল্লাহ পাক তাকে সব রকম বালা-মুসিবত ও রোগ-ব্যাধি হতে নিরাপদে রাখবেন।

ফতোয়ার কিতাবে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি আখেরী চাহার সোম্বার দিন দু’রাকাত নফল নামায আদায় করবে আল্লাহ তাকে হৃদয়ের প্রশান্তি দান করবেন। মাহে সফরের শেষ বুধবার নফল নামায, দোয়া-দরূদ পড়া, কলা পাতায়/কাগজে আয়াতে শেফাসমূহ লিখে গোসল করা এবং আয়াতে সালামসমূহ লিখে পানিতে দিয়ে তা পান করা ভাল ও উত্তম আমল। এতে শরীয়তের দৃষ্টিতে বাধা নেই।

তদুপরি “আর রাহিকুল মাখতুম” আরবী সীরাত গ্রন্থে সফিউর রহমান মোবারকপুরী বর্ণনা করেন- অর্থাৎ হুজুর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল শরীফের পাঁচদিন পূর্বে (প্রিয় নবীর দুনিয়াবী হায়াতের শেষ বুধবারে (চাহার সোম্বা দিবসে) প্রিয় নবীর নূরানী শরীর মোবারকের উত্তাপ অত্যন্ত বেড়ে গেল। এতে তাঁর কষ্ট বেশি হয়ে গেল। বেঁহুশের মত হয়ে গেলেন। এ সময় তিনি বললেন, তোমরা বিভিন্ন কূপের সাত মশক পানি আমার উপর ঢাল, যাতে আমি সাহাবায়ে কেরামের নিকট যেতে পারি এবং প্রতিশ্রুতি নিতে পারি। অত:পর উপস্থিত সাহাবায়ে কেরাম তাঁকে (প্রিয় রাসূলকে) বসালেন এবং তাঁরা তাঁর শরীর মোবারকে পানি প্রবাহিত করলেন। তিনি বলতে লাগলেন, যথেষ্ট, যথেষ্ট। তিনি সুস্থতা বোধ করলেন এবং মসজিদে নববী শরীফে মাথা মোবারকে পট্টি বাঁধাবস্থায় তাশরীফ নিলেন, তারপর মিম্বর শরীফে বসে উপস্থিত সাহাবায়ে কেরামের সম্মুখে বক্তব্য পেশ করলেন, তখন সাহাবায়ে কেরাম তাঁর চতুর্পার্শে সমবেত ছিলেন। (আনওয়ারুল আউলিয়া, ফতোয়ায়ে আজিজী, আর রাহিকুল মাখতুম, পৃ: ৪৬৫)

উপরিউক্ত বর্ণনা মতে স্পষ্ট হয়ে যায় যে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ারী হায়াতের শেষ বুধবার সাত মশক পানি দ্বারা গোসল করেছেন এবং সুস্থতা অনুভব করে মসজিদে নববী শরীফে প্রবেশ করেছেন এবং খুতবা (বয়ান) প্রদান করেছেন। যাদের এ বিষয়ে জ্ঞানের স্বল্পতা রয়েছে, আপনারা জাওয়াহেরুল কুনজ, ফতোয়ায়ে আজিজী এর বর্ণনাসমূহ দেখার ও অনুধাবন করার আহবান রইল। (ফতোয়ায়ে আজিজী, কৃত: ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা আজিজুল হক আল্-ক্বাদেরী র.)

২২ সেপ্টেম্বর! প্রতিবারের ন্যায় এবারও সীতাকুণ্ডের জমিনে পালিত হবে ঈদ-মিলাদুন্নবী দ: কে স্বাগত জানিয়ে জশনে জুলুস। সেদিন স...
06/09/2023

২২ সেপ্টেম্বর!
প্রতিবারের ন্যায় এবারও সীতাকুণ্ডের জমিনে পালিত হবে ঈদ-মিলাদুন্নবী দ: কে স্বাগত জানিয়ে জশনে জুলুস। সেদিন সীতাকুণ্ড মুখরিত হবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ﷺ এর ধ্বনিতে। মুখরিত হবে নারায়ে তাকবির, নারায়ে রিসালাত এর স্লোগানে। নবীপ্রেমিক জনতা একত্রিত হবে মিলাদুন্নবীকে স্বাগত জানাতে। ছোট থেকে বৃদ্ধ সবাই কাঁধে কাঁধে মিলিয়ে গাইবে নাতে মোস্তফা।

গাউসিয়া কমিটি বাংলাদেশ, সীতাকুন্ড উপজেলা আয়োজিত বিশাল স্বাগত জুলুস এর আজিমুশশান সফলতা কামনা করছি।

৩০ সেপ্টেম্বর! সীতাকুণ্ডের জন্য এক বিশেষ দিন। সেদিন সীতাকুণ্ড মুখরিত হবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ﷺ এর ধ...
25/09/2022

৩০ সেপ্টেম্বর! সীতাকুণ্ডের জন্য এক বিশেষ দিন। সেদিন সীতাকুণ্ড মুখরিত হবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ﷺ এর ধ্বনিতে। মুখরিত হবে নারায়ে তাকবির, নারায়ে রিসালাত এর স্লোগানে। নবিজীর নাত গাইবো সীতাকুণ্ডের প্রাণকেন্দ্রে।

গাউসিয়া কমিটি বাংলাদেশ, সীতাকুন্ড উপজেলা আয়োজিত বিশাল স্বাগত জুলুস এর আজিমুশশান সফলতা কামনা করছি। আসুন সবাই প্রস্তুতি গ্রহন করি।

ম্যায় ভি বাঙ্গালী হু, বাঙ্গালি-কে সাত মেরা হাশর হো গা।বানীঃ- সৈয়দ আহমদ শাহ সিরিকোট [রহঃ]।লক্ষ্যনীয় বিষয়! আল্লামা আহমদ শা...
14/09/2022

ম্যায় ভি বাঙ্গালী হু,
বাঙ্গালি-কে সাত মেরা হাশর হো গা।

বানীঃ- সৈয়দ আহমদ শাহ সিরিকোট [রহঃ]।

লক্ষ্যনীয় বিষয়!
আল্লামা আহমদ শাহ সিরিকোটী [রহঃ] বাঙ্গালী না হয়েও নিজেকে বাঙালি বলেছেন। কেন❓

কারণ বাঙালিদের কে হুজুর ভালোবাসেন। বিশেষ মায়া বাঙালিদের উপর। বাঙালি হৃদয় নরম।নবী প্রেমে ভরপুর। বাঙ্গালিরাও হুজুরকে ভালোবাসেন। এই জন্য বলেছেন আমিও বাঙালি। মূলত ওনি বাঙালি না।

বাঙালিদের এতোটাই ভালোবেসেছেন, ওনি বলছেন আমার হাশরও হবে বাঙালিদের সাথে। এই কেমন মায়া, এই কেমন প্রেম, এই কেমন ভালোবাসা।

হুজুর আল্লামা আহমদ শাহ সিরিকোট [রহঃ] আসলেই যে বাঙালিদের ভালোবাসেন তার নমুনা আরেকটা বানীতে ফুটে উঠেছে। মওজুদা হুজুর কেবলাদ্বয়ের সম্পর্কে তিনি এই বানী দিয়েছিলেন।

তৈয়্যব আউর তাহের কাম সাম্বালেঙ্গা
সাবের শাহ বাঙালকা পীর বনে গা।

লক্ষ্য করুন! এখানে সাবের শাহ হুজুর কে বাঙালিদের পীর বলেছেন। যার কারণে ওনি পীরে বাঙাল নামে অধিক পরিচিত। মজার বিষয় হচ্ছে! যখন আল্লামা সিরিকোটী [রহঃ] এই বিষয় গুলো আলোকপাত করছিলেন, তখন কিন্তু বাংলাদেশ নামে বিশ্ব মানচিত্রে কোন দেশ ছিলো না। তখন আমরা ছিলাম পাকিস্তানের অধিনে পূর্ব পাকিস্তান। যেটা বর্তমানে বাংলাদেশ।

হুজুরের বেলায়াতের পাওয়ার এইটাই মজবুত ছিলেন, হুজুর দেখেছেন একদিন বাংলাদেশ নামে একটি দেশ হবে। আর সেই বাঙালিদের মায়ায় পড়ে হুজুর নিজেকে বাঙালি ও সাবের শাহ হুজুরকে বাঙালিদের পীর বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ

বাঙালি না হয়েও বাঙালি বলা টার অর্থ হচ্ছে, বাঙালির প্রতি বিশেষ মায়ার নজর। বিশেষ অনুগ্রহ। যার প্রমাণ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। যার মাধ্যমে দ্বীন ইসলামের বিশাল খেদমত হচ্ছে।

আল্লামা আহমদ শাহ সিরিকোট [রহঃ] ছিলেন উচ্চ মকানের ওলি। কুতুবুল আউলিয়া। ওনাদের কথা নিয়ে রাজনীতি করা নিচক মূর্খতা। বিদ্বেষ প্রকাশ করা। ওনাদের জজবার হালতে বক্তব্যের ফতোয়া তালাশ করাও বিয়াদবী।

সুতরাং আল্লাহ রাব্বুল আলামীন, সরকারে কায়েনাত রাসূল [দরুদ], ও গাউছুল আজম দস্তগীর [রহঃ] এর বিশেষ নজর, দয়া, কৃপা, অনুগ্রহ বাংলাদেশে মানুষের প্রতি আছে। তার প্রমাণ দাওয়াতে খায়র, জশনে জুলুস ঈদে মিলাদুন্নাবী [দরুদ], গাউছিয়া কমিটি বাংলাদেশ ও অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান ইত্যাদি।
____________

বাঙালির প্রতি হুজুরের এই অনুগ্রহ ও মুহাব্বত যদি কারো ঘুম হারাম করে দেয় তাহলে বুঝতে হবে সে অন্তরে বিদ্বেষ লালন করে। সে বেওফা দার।
সে হিংসুক। আর হিংসুক জান্নাতের ঘ্রাণও পাবে না।

অপব্যাখ্যাকারীদের থেকে দূরে থাকুন।

ইয়া রাব্বী! এসব হিংসুক থেকে সমগ্র মুসলিম মিল্লাতকে হেফাজত করুন। আমি

02/09/2022

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জাতীয় কাউন্সিল সফল হোক।

মোমবাতির আলো - ঘরে ঘরে জ্বালো

চন্দ্র সূর্য থাকবে যতদিন এই ধরায়, ভুলবেনা কোন দিন তোমায় সুন্নি জনতায়, শহিদ ফারুকী তুমি থাকবে চিরকাল স্মৃতিরো পাতায়।
27/08/2022

চন্দ্র সূর্য থাকবে যতদিন এই ধরায়,
ভুলবেনা কোন দিন তোমায় সুন্নি জনতায়,
শহিদ ফারুকী তুমি থাকবে চিরকাল স্মৃতিরো পাতায়।

১৮ আগস্ট’২২, বৃহস্পতিবার অনুষ্ঠেয় “ওলামা-মাশায়েখ সম্মেলন” সফল ও সার্থক হোক।
17/08/2022

১৮ আগস্ট’২২, বৃহস্পতিবার অনুষ্ঠেয়
“ওলামা-মাশায়েখ সম্মেলন” সফল ও সার্থক হোক।

১০ মুহাররম আশূরায় করণীয় ও বর্জনীয়।
08/08/2022

১০ মুহাররম আশূরায় করণীয় ও বর্জনীয়।

❝ছাত্রসেনা ইয়ে মেরে ঈমানি ফৌজ হ্যাঁয়, ইয়ে আওলিয়ায়ে কেরাম কা ফৌজ হ্যাঁয়। উনকা জরুর মদদ করনা❞আওলাদে রাসূল (ﷺ), গাউসে জমান,...
15/07/2022

❝ছাত্রসেনা ইয়ে মেরে ঈমানি ফৌজ হ্যাঁয়, ইয়ে আওলিয়ায়ে কেরাম কা ফৌজ হ্যাঁয়। উনকা জরুর মদদ করনা❞
আওলাদে রাসূল (ﷺ), গাউসে জমান, শাহ্ সূফি সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহঃ).
৩০ তম সালানা ওরস মোবারক-
সফল হোক

শেয়ার করে সবাইকে শরিক হওয়ার ব্যবস্থা করে দিন।
09/07/2022

শেয়ার করে সবাইকে শরিক হওয়ার ব্যবস্থা করে দিন।

সৃজনশীল উদ্দেগ্য, সফলতা কামনা করছি।
05/07/2022

সৃজনশীল উদ্দেগ্য, সফলতা কামনা করছি।

05/07/2022

প্রশ্ন: মুসাফিরের কুরবানীর হুকুম কী?
"""""""""""""""""""""""""""""""""""""""
উত্তর : যে ব্যক্তি কুরবানীর দিনগুলোতে মুসাফির থাকবে (অর্থাৎ ৪৮ মাইল বা প্রায় ৭৮ কিলোমিটার দূরে যাওয়ার নিয়তে নিজ এলাকা ত্যাগ করেছে) তার উপর কুরবানী ওয়াজিব নয়। قاضيخان ৩/৩৪৪, بدائع ৪/১৯৫, الدر المختار ৬/৩১৫

05/07/2022

প্রশ্ন: কতদিন কুরবানী করা যায়?
""""""""""""""""""""""""""""""""""""
উত্তর : মোট তিনদিন কুরবানী করা যায়। যিলহজ্বের ১০, ১১ ও ১২ তারিখ সূর্যাস্ত পর্যন্ত। তবে সম্ভব হলে যিলহজ্বের ১০ তারিখেই কুরবানী করা উত্তম। -
1 المؤطا ১৮৮,
2 بدائع الصنائع ৪/১৯৮,
3 الهندية ৫/২৯৫

05/07/2022

প্রশ্নঃ নেসাবের মেয়াদ কতদিন থাকতে হবে?
""""""""""""""""""""""""""""""""""""""
উত্তর: কুরবানীর নেসাব পুর্ণবছর থাকা জরুরি নয় বরং কুরবানীর তিন দিনের মধ্যে যে কোনো দিন থাকলেই কুরবানী ওয়াজিব হবে।
1 بدائع الصنائع৪/১৯৬,
2 رد المحتار ৬/৩১২

04/07/2022
04/07/2022

প্রশ্ন :কার উপর কুরবানী ওয়াজিব?
"""""""""""""""""""""""""""""""""""""
: مكلف بالشرع সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্ত বয়স্ক প্রত্যেক মুসলিম নর-নারী, যে ১০ যিলহজ্ব ফজর থেকে ১২ যিলহজ্ব সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানী ওয়াজিব। টাকা-পয়সা, সোনা - রূপার অলঙ্কার, বসবাস ও খোরাকির প্রয়োজনে আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানীর নেসাবের ক্ষেত্রে হিসাব করতে হবে।

আর নিসাব হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত (৭.৫) ভরি, রূপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন (৫২.৫) ভরি, টাকা-পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হল এর মূল্য সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া। আর সোনা বা রূপা কিংবা টাকা-পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেসাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায় , তাহলেও তার উপর কুরবানী করা ওয়াজিব।
-المحيط البرهانى ৮/৪৫৫; تاتارخانبة ১৭/৪০৫

04/07/2022

প্রশ্ন: কুরবানীর সময় মোরগ কুরবানী করার বিধান কী

উত্তর:. কোনো কোনো এলাকায় দরিদ্রদের মাঝে মোরগ কুরবানী করার প্রচলন আছে। এটি না জায়েয। কুরবানীর দিনে মোরগ জবেহ করা নিষেধ নয়, তবে কুরবানীর নিয়তে করা যাবে না। خلاصة ৪/৩১৪, البزازية ৬/২৯০, ৬/৩১৩,الهندية ৫/২০০

যারা পাসপোর্ট, NID, জন্ম নিবন্ধন, করোনা ভাইরাস এর কার্ড এর বিভিন্ন সমস্যা ভুগছেন, অথবা নতুন করাতে চান, তারা আমাদের Whats...
28/06/2022

যারা পাসপোর্ট, NID, জন্ম নিবন্ধন, করোনা ভাইরাস এর কার্ড এর বিভিন্ন সমস্যা ভুগছেন, অথবা নতুন করাতে চান, তারা আমাদের WhatsApp গ্রুফে এড হোন।
https://chat.whatsapp.com/KvEvATB4AI79cwfiLani2P

WhatsApp Group Invite

বাবা-মায়ের কলিজার ধন পানিতে ভেসে যাচ্ছে😭 দৃশ্যগুলি দেখে কলিজা ফেটে কান্না আসছে😭হে আল্লাহ… রহম করো🤲
21/06/2022

বাবা-মায়ের কলিজার ধন পানিতে ভেসে যাচ্ছে😭 দৃশ্যগুলি দেখে কলিজা ফেটে কান্না আসছে😭
হে আল্লাহ… রহম করো🤲

আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজেদ হুজুরের বক্তব্য নিয়ে বিভ্রিান্তির নিরসনঃ==============বদরের যুদ্ধে মতান্তরে ওহুদের যুদ্...
20/06/2022

আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজেদ হুজুরের বক্তব্য নিয়ে বিভ্রিান্তির নিরসনঃ
==============
বদরের যুদ্ধে মতান্তরে ওহুদের যুদ্ধে হযরত মওলা আলী (রা.) এর বীরত্বের প্রশংসা করে আসমান থেকে ঘোষণা এসেছিল, لاسيف الا ذو الفقار ولا فتى الا علي অর্থ, জুলফিকার ছাড়া কোন তরবারী নাই, আলী (রা.) ছাড়া কোন বীরপুরুষ নাই।
অথচ উপরিউক্ত যুদ্ধ দু’টিতে অনেক সাহাবী বীর পুরুষ ছিল এবং তাঁদের হাতে তরবারীও ছিল। কিন্তু বিশেষভাবে মওলা আলী (রা.) এর প্রশংসা করার জন্য এমনটি ঘোষণা করা হয়েছে। এটা বিশেষ বৈশিষ্ট প্রকাশের একটি ধরণ মাত্র। এতে অন্য বীর পুরুষ কিংবা অন্য তরবারীকে অস্বীকার করা হয়নি।
এবার আসুন। বর্তমান সময়ের অদ্বিতীয় মোহাক্কেক, শাইখুল ফুকাহা, রাইসুল উলামা, শামসুল উদাবা, জামেয়া আহমদিয়া সুন্নিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রধান ফকীহ আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজেদ (ম.জি.আ.) হুজুরের একটি বক্তব্য নিয়ে অনেকে অভিযোগ তুলছে। শেরে মিল্লাত মুফতি ওবাইদুল হক নঈমী (রহ.) কনফারেন্স-২০২২ এ তিনি তাঁর বক্তব্যে বলেছেন, “আওলাদে রাসূল ছাড়া পীর নাই, জামেয়া ছাড়া মাদরাসা নাই “। হুজুরের বক্তব্যটি মওলা আলী (রা.)’র শানে উপরিউক্ত আসমানী ঘোষণার অনুসরণে হয়েছে। কেননা, মওলা আলীর জমানায় যুদ্ধের ময়দানে বীরত্ব প্রকাশে তার সমকক্ষ যেমন কেউ ছিলনা, তেমনি বর্তমানে সুন্নীয়ত প্রচার ও প্রসারে জামেয়ার সমকক্ষও কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই। আর একথা দোস্ত দুশমন সবাই একবাক্যে স্বীকার করে। তাই, হুজুরের বক্তব্যটিকে এ দৃষ্টিকোণ থেকে গ্রহণ করলে আর কোনো বিতর্ক করার সুযোগ থাকেনা। বিশেষ করে তিনি অন্য কোন মাদরাসার নাম নেননি। কেননা, হুজুরের ইলমী মাহারাত তথা জ্ঞানগত পান্ডিত্য এত গভীরে যে, তিনি বহু তাত্বিক কথা সংক্ষেপে বলেন। অনেকে তা বুঝতে ব্যর্থ হয়ে চেচামেছি করে। কিন্তু কোন জ্ঞানীর কথা বুঝার জন্য চাই আরো কিছু জ্ঞানী মানুষ। তাই আমরা জ্ঞানীদের কথাকেই গুরুত্ব দিয়ে থাকি। আর অবুঝদের জন্য হেদায়তের দোয়া করি।

পরিশেষেঃ قال الحكماء: (مِن أَخْلاقِ الجَاهِلِ: الإجَابَةُ قبلَ أنْ يَسْمَعَ، والمُعَارَضةُ قَبلَ أنْ يَفْهمَ، والحُكْمُ بما لا يَعْلَمَ). অর্থ, বিজ্ঞজনেরা বলেছেন, অজ্ঞদের চরিত্র হচ্ছে, (১) শুনার আগে জবাব দিবে, (২) বুঝার আগে ঝগড়া করবে, (৩) সে যা জানেনা, তার ব্যাপারে ফয়সালা দিবে।
-- নিবেদক--
মুহাম্মদ জমির হোসাইন ক্বাদেরী

আগামীকালের প্রতিবাদ সমাবেশে দলে দলে যোগ দিন
11/06/2022

আগামীকালের প্রতিবাদ সমাবেশে দলে দলে যোগ দিন

🛑🚨রেড এলার্ট🚨🛑 ১০/১৫ দিনের মধ্যে কোন বৃষ্টি আসলে কেউ এটা তে ভিজবেন না,চট্টগ্রাম শহর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আশে পাশে...
06/06/2022

🛑🚨রেড এলার্ট🚨🛑

১০/১৫ দিনের মধ্যে কোন বৃষ্টি আসলে কেউ এটা তে ভিজবেন না,
চট্টগ্রাম শহর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আশে পাশের এলাকার মানুষজন আগামী কয়েকদিন অন্তত বৃষ্টিতে ভিজবেন না। ঘর থেকে বের হলে সর্বক্ষণ সাথে ছাতা রাখুন। হাইড্রোজেন পার অক্সাইড একটি অম্লধর্মী অক্সাইড বিধায় দূষিত বাতাসের সাথে বৃষ্টির পানি মিশে এসিড বৃষ্টির সম্ভাবনা আছে। তাই যতদূর সম্ভব বৃষ্টি এড়িয়ে চলুন।
বিশেষ করে বৃদ্ধ দের বৃষ্টির সময় ঘর থেকে বের হতে দিবেন না।
যতটুকু খারাপ ঘটে গিয়েছে এরচেয়ে বেশি কিছু যাতে না ঘটে, সবাই সচেতন থাকুন নিজের অবস্থান থেকে।
সকলকে সর্তক ভার্তাটি প্রধান করুন, নিজে বাঁচুন, অন্য কে ও সাহায্য করুন৷

ডিএমপি পরিচালক,
নিউজটি ছড়িয়ে দিন।

(Collected)

‘ আমি মারা যাচ্ছি বাবা, আমাকে মাফ করে দিও। ’- সীতাকুন্ড ট্রাজেডিতে নি/হত মমিনুল ইসলাম।
05/06/2022

‘ আমি মারা যাচ্ছি বাবা, আমাকে মাফ করে দিও। ’

- সীতাকুন্ড ট্রাজেডিতে
নি/হত মমিনুল ইসলাম।

এই মুহুর্তের বিএম ডিপু। আগুন জ্বলছে দুটি কন্টেইনারে। আগুন নেবাতে ব্যস্ত ফায়ার সার্ভিসের কর্মীরা।
05/06/2022

এই মুহুর্তের বিএম ডিপু। আগুন জ্বলছে দুটি কন্টেইনারে। আগুন নেবাতে ব্যস্ত ফায়ার সার্ভিসের কর্মীরা।

রোগীদের জন্য ফ্রি তে ঔষুধ নিনহাসান ফার্মেসি,, চকবাজার মেডিকেল গেইটে বরাবর গলির ভিতর শেষ দোকান।মোবাইল ০১৮২৪৯৭৯৭২১
04/06/2022

রোগীদের জন্য ফ্রি তে ঔষুধ নিন

হাসান ফার্মেসি,, চকবাজার মেডিকেল গেইটে বরাবর গলির ভিতর শেষ দোকান।

মোবাইল ০১৮২৪৯৭৯৭২১

প্রচুর পরিমাণ রক্তদাতা ❤️ব্লাড ব্যাংকের সামনে অপেক্ষারত।ব্লাড নেওয়ার সামগ্রী নাই 🥺😭
04/06/2022

প্রচুর পরিমাণ রক্তদাতা ❤️
ব্লাড ব্যাংকের সামনে অপেক্ষারত।
ব্লাড নেওয়ার সামগ্রী নাই 🥺😭

04/06/2022

কুল্লা ইয়ানারু কুনি বারদাউ ওয়া সালামুন আলা ইব্রাহীম
হে আল্লাহ আসমান থেকে তোমার কুদরতি
ফেরেস্তাদের পাঠিয়ে দেন।

মৃত্যু কতোটা আনপ্রেডিক্টেবল আর কতো নিকটস্থ! ফেসবুকে লাইভে থাকা মানুষগুলো কিংবা অগ্নি নির্বাপণে ব্যস্ত ফায়ার কর্মীরা কি জ...
04/06/2022

মৃত্যু কতোটা আনপ্রেডিক্টেবল আর কতো নিকটস্থ!

ফেসবুকে লাইভে থাকা মানুষগুলো কিংবা অগ্নি নির্বাপণে ব্যস্ত ফায়ার কর্মীরা কি জানতো যে কন্টেইনারে থাকা হাইড্রোজেন পারঅক্সাইড আর দাহ্য পদার্থ একটু পরেই তাদের সাধের জীবনটি কেড়ে নিবে?!

আল্লাহ তাদের হেফাজত করুন, নিহতদের শহীদি মর্যাদা দান করুন।

সীতাকুন্ডু এলাকার আশেপাশে সরকারী-বেসরকারী ক্লিনিকগুলোতে রোগীর উপচে পড়া ভীড়! খানিকবাদে চট্টগ্রাম মেডিকেলেও সাড়া পড়বে; চট্টগ্রামের আশেপাশের সকল এ্যাম্বুলেন্স ড্রাইভারদের দৃষ্টি আকর্ষণ করছি - আপনারা যতদ্রুত সম্ভব সীতাকুণ্ড বিএম ডিপুতে দ্রুত যান।

জরুরি রক্তের প্রয়োজন হতে পারে; মানবিক রক্তদাতা ও স্বেচ্ছাসেবীরা স্থানীয় হাসপাতালগুলোতে নিজ দায়িত্বে খোঁজ নিন।

বিস্তারিত - https://www.facebook.com/groups/394160987875929/permalink/1033248387300516/

04/06/2022

চট্টগ্রামে কারো যে কোন গ্রুপ এর রক্ত লাগলে নিচের নাম্বার গুলোতে যোগাযোগ করুন....
(A-ve) Blood
Sourav (A-) : 01753961657
Faysal (A-) :01830361562
Niloy (A-) : 01822116436
ইয়াছিন আরাফাত **(A-) 01840466115
Iqbal hossin a- 01824693877

(B-ve) Blood

Emon (B-) : 01814287904
Mojammal (B-):01818028020 , 01717887030 Shishir (B-) :01845807021

(O-ve) Blood

Showrav (O-) : 01816441130
Unknown (O-) : 01812755324
Asif (O-) : 01861257845
Nabab (O-) : 01682506914
Tareq (O-) : 018222686

(B+ve) Blood

Yousuf (B+) : 01830659678
Shuvo (B+) :01671616761
Sabbir (B+) :01744476296
Muzakkir (B+) :01819358942
Masum ( B+) :01825374848
Mamun ( B+) :01674366351
Jiku ( B+) :01670373650
Jahangir (B+) :01729926444
Imon (B+) :01814240929
Faravi (B+) :01919417084
Delwar (B+) :01815535258
Babu (B+) :01814292525
Arman (B+) :01815545440
Rasel (B+) :01817700810
Jafori (B+) :01917663876
Sonjoy (B+) :01827285095
Arfin (B+) :01763817336
Milton (B+) :01674809396
Opu (B+) :01827770122
Atahar (B+) : 01815137420

(O+ve) Blood

আসিফ (o+ve) : 01682872300
Shahariar (O+) : 01817770203
Sajid (O+) : 01812747444
Ovi (O+) : 01819106078
Morshed (O+) : 01813802789
Hashib (O+) : 01675247756
Faysal (O+) : 01814181625
Enam (O+) : 01814432072
Emad (O+) : 01674946131
Elias (O+) : 01818827368
Ehsan (O+) : 01817205540
Shuvo (O+) : 01670536856
Amit (O+) : 01675922154
Alamgir (O+) : 01919960925
Yasir (O+) : 01814274974
Asif (O+) : 01818055061
Arshad (O+) : 01922595331
Akram (O+) : 01818100074
Sharif (O+) : 01836418360
Rishat (O+) : 01670259170
Rakib (O+) : 01830093251
Rafiq (O+) : 01917476946
Shaikat (O+) : 01620467425
Nasif (O+) : 01821589858

(AB+ve) Blood

Irfan (AB+) : 01858397470
Absar (AB+) : 01913613816
Fahmida (AB+) : 01927247199
Jihadi (AB+) : 01859362299
Tanvir : (AB+) : 01616203020
Kaysar (AB+) : 01840670762
Amjad (AB+) : 01825122615
Shuvo (AB+) : 01811840540
Munna ( AB+) : 01813540950
Jishu Barua (AB+): 01620259977
Soroj (AB+) Simanto (AB+) Parto (AB+)

(A+ve) Blood
তাহের (A+) : 01815349565
সোহান (A+) : 01670379248...
01763378690...এম এইচ রিফাত (B+)

চারদিকে মসজিদে আজান হচ্ছে, নিয়ন্ত্রণের বাইরে আগুন,,পুলিশ, ফায়ার সার্ভিস, সাংবাদিক,গাউসিয়া কমিটি   সবাই নিরাপদ স্থানে অবস...
04/06/2022

চারদিকে মসজিদে আজান হচ্ছে, নিয়ন্ত্রণের বাইরে আগুন,,পুলিশ, ফায়ার সার্ভিস, সাংবাদিক,গাউসিয়া কমিটি সবাই নিরাপদ স্থানে অবস্থান নিয়ে কাজ করছে।সবাই বৃষ্টির জন্য দোয়া করুন।

04/06/2022

ইন্না-লিল্লাহ! 😭
বিএমডিপো কেমিক্যাল প্লান্টে বিকট শব্দে ভয়াবহ বিস্ফোরণ, ৫ কিমি. এলাকা জুড়ে কম্পন অনেক ঘরের গ্লাস ভেঙে গেছে।
[কেশবপুর, ভাটিয়ারী, সীতাকুণ্ড, চট্টগ্রাম]

04/06/2022

কি হলো দেখুন, সীতাকুণ্ড বিএম ডিপুতে

যিনি লাইভ দিয়েছেন ওনি মারা গেছেন।
এবং আশে পাশে অনেক ক্ষতি হয়েছে

02/06/2022

কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার অন্যতম প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষা সৈনিক ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহ...
02/06/2022

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার অন্যতম প্রতিষ্ঠাতা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষা সৈনিক ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী(রঃ) মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।

28/05/2022

সবার অন্তরে মদিনার প্রতি প্রেম-ভালোবাসা থাকেনা বরং আল্লাহ তায়ালা যাকে ভালোবাসেন,
আল্লাহ কেবলমাত্র তার অন্তরেই এটা দান করে থাকেন।

28/05/2022

আমাদের ছাত্রজীবনে 3G, 4G 5G ছিলো না...
ছিলো পিতা G,
মাতা G, গুরু G, উস্তাদ G❗
তাদের এক ধমকেই আমাদের ফূল নেটওয়ার্ক চলে আসতো..💝

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Mim Tv Online - মিম টিভি অনলাইন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mim Tv Online - মিম টিভি অনলাইন:

Videos

Share

Category



You may also like